বোটানিক্যালগার্ডেন থেকে নিয়েআসা গাছ,৩০ বছরের গাছ,আগুনেপুড়ে যাওয়া পরে গাছের নতুনপ্রাণ ফিরে পাওয়া,
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- বোটানিক্যাল গার্ডেন থেকে নিয়ে আসা গাছ, ৩০ বছরের গাছ, আগুনে পুড়ে যাওয়ার পরেও আবার গাছের নতুন করে প্রাণ ফিরে পাওয়া, এই গাছের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে। গাছটির বড় হওয়ার সাথে সাথে আমারও বড় হওয়া। গাছ বন্ধু, আমার প্রিয় বন্ধু গাছ।
আজ থেকে প্রায় ৩০ বছর আগে আমি যখন বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেছিলাম আমার বাবার সাথে, তখন আমি এই গাছের একটি বীজ নিয়ে আসি। আজ প্রায় ৩০ বছর হয়ে গেল গাছটি আমাদের বাড়িতে আছে। গাছটা এত সুন্দর ভাবে বড় হচ্ছে সাথে আমিও বড় হচ্ছি দেখে মনটা কোথাও জুড়িয়ে যায়।
চলুন আজ শুনেনি আমার বাবার মুখে এই গাছটির গল্প। আমার বাবা রামেশ্বর বন্দ্যোপাধ্যায় (ক্যালকাটা ডেফ এন্ড ডাম স্কুলের অবসরপ্রাপ্ত হেডমাস্টার)। তিনি একজন গাছপ্রেমী, তিনি একজন লেখক, তিনি এক গাছ গবেষক।
এই গাছ ছাড়াও বাবার স্মৃতির ঝুলিতে রয়েছে অনেক গল্প, এগুলো না হয় আরেকদিনে শুনবো। আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। নতুন কি ধরনের ভিডিও দেখতে চান জানাবেন কিন্তু।
#tree #plants #mygarden #decoratedplants #video #viralvideo #baba #babarbagan #barirbagan #garden #🌲#30yearsold #30yearstree #gardening #gardeningtips #westbengal #india #bangladesh #treelovers #plants #bangladesh #westbengal ##japan #sisilideep ##china #andaman #botanicalgarden #westbengal #botanical #nature #gardening #
অপূর্ব
Thank you so much ❤