সরকারি ইমারজেন্সি নম্বর সমূহ ||জরুরি সেবার হটলাইন নম্বর || জরুরি কল সেন্টার ||জাতীয় হেল্প লাইন নম্বর

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024
  • জরুরি সেবার নম্বরগুলো প্রত্যেকের জানা থাকা উচিত।
    আমাদের জাতীয় জীবনে যেকোনো সমস্যা মুহূর্তের মধ্যে সমাধানের জন্য সরকার কতগুলো নম্বর নির্ধারণ করে দিয়েছে। সেগুলো চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় 'র শিক্ষার্থী
    #আহনাফ_হোসাইন_সুরাইম ও #মালিহা_বিনতে_হানিফ খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
    আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দিক।
    জাতীয় জরুরি সেবা তথ্যকেন্দ্র
    ১) জাতীয় জরুরি সেবা (৯৯৯)
    এখানে বিনামূল্যে কল করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে।
    ২) দুদক (১০৬)
    আইনগত যেকোনো দূর্নীতি চোখে পড়লে বিনামূল্যে এই নাম্বারে কল দিন।
    ৩) সরকারি আইন সেবা (১৬৪৩০)
    সরকারি যেকোনো আইনি পরামর্শ পেতে বিনামূল্যে এই নাম্বারে কল দিন।
    ৪) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সেল (১০৯)
    নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিনামূল্যে এই নাম্বারে কল দিন।
    ৫) জাতীয় পরিচয় পত্র (১০৫)
    জাতীয় পরিচয় পত্র বিষয়ে যেকোনো তথ্য জানতে এই নাম্বারে কল দিন।
    ৬) সরকারি যেকোনো তথ্য (৩৩৩) বাংলাদেশের যেকোনো তথ্য জানতে এই নাম্বারে কল দিন।
    ৭) ইউনিয়ন পরিষদ হেল্প লাইন (১৬২৫৬)
    ইউনিয়ন পরিষদ পর্যায়ে যেকোনো ভাতা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পেতে এই নাম্বারে কল দিন।
    ৮) স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)
    যেকোনো অসুখে/ রোগে ডাক্তারি পরামর্শ পেতে এই নাম্বারে কল দিন। (চার্জ প্রযোজ্য ২.৩৭)
    ৯) ১৬১২৩ - কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন । কৃষি, মৎস, প্রানীসম্পদ বিষয়ক যে কোন পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন ।

Комментарии •