ফুল ট্যাংকে যে পরিমাণ ফুয়েল থাকে তাতে মিটারের ফুয়েল ইন্ডিকেটরের প্রতি দাগে ২ লিটারের মত জ্বালানী থাকে। হ্যান্ডেলবার সোজা করে চাবি অন করে শেষ দাগ লাফালে আপনি পুনরায় ফুয়েল তুলতে পারেন। আর আপনি এতে একটা সময় অভ্যস্ত হয়ে যাবেন।
কোন সিকিউরিটি লক ব্যবহার করছেন কি? না করেও যদি হলুদ বাতি জলে তো সার্ভিস পয়েন্টে দেখালে আপনাকে সমাধান করে দিবে। যতগুলো সেন্সর আছে বাইকটিতে, তার যে কোন একটিতে হয়ত ঝামেলা হয়েছে।
উপকৃত হলাম। ভেবেছিলাম হয়ত মিটারে সমস্যা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আরও ভিডিও চাই Yamaha Fzs v2 নিয়ে।
Thank You
চরম টিপস্, অস্থির ভাই। ১০ টা লাইক দেবার কোন সুযোগ আছে?
গুরুত্বপূর্ণ তথ্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Thank You ♥
এই ব্যাপারটি আমি প্রথম দিনেই বুঝে ফেলেছিলাম।
ধন্যবাদ ভাই
Nice Video for Yamaha Fzs V2DD User
Thanks
অসাধারণ একটি ভিডিও,,,!!
Thanks
Masallah good advice
Thanks for your comment
Thanks for the important information😊
Thank You so much
ভাই ফুয়েল ইন্ডিকেটর ২ দাগ দেখাচ্ছে। কত লিটার তেল আছে কিভাবে বুজবো?
প্রতি দাগে ২ লিটার করে থাকে ভাই, এতে ফুল ট্যাংক থাকলে ৬ দাগ দেখায়, তবে লাস্ট দাগে একটু বেশি থাকে।
কোন মবিল ব্যবহার করবো
10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল, আর ব্র্যান্ড আপনার পছন্দ মত
এই বাইকে তো রিজার্ভ নাই তাহলে নরমালি কত লিটার ফুয়েল রাকতে হবে?
ফুল ট্যাংকে যে পরিমাণ ফুয়েল থাকে তাতে মিটারের ফুয়েল ইন্ডিকেটরের প্রতি দাগে ২ লিটারের মত জ্বালানী থাকে। হ্যান্ডেলবার সোজা করে চাবি অন করে শেষ দাগ লাফালে আপনি পুনরায় ফুয়েল তুলতে পারেন। আর আপনি এতে একটা সময় অভ্যস্ত হয়ে যাবেন।
আমার মিটারের মধ্যে একটা হলুদ রঙের বাতি ধরতেছে হঠাৎ করে আজকে থেকে এটা কেন
কোন সিকিউরিটি লক ব্যবহার করছেন কি? না করেও যদি হলুদ বাতি জলে তো সার্ভিস পয়েন্টে দেখালে আপনাকে সমাধান করে দিবে। যতগুলো সেন্সর আছে বাইকটিতে, তার যে কোন একটিতে হয়ত ঝামেলা হয়েছে।
আমি নতুন কিনছি সব কিছু বুজিনা 😢
আস্তে আস্তে বুঝে যাবেন