ধোয়াবিহীন ছোট্ট ম্যাজিক চুলায় ফ্যান লাগবে না, অর্ধেক লাকড়িতে রান্না হয়, আমাদের ৩ ধরনের ম্যাজিক চুলা

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 107

  • @mdawsaf4006
    @mdawsaf4006 2 месяца назад +13

    বাংলাদেশ থেকে এই চুলা কিভাবে সংগ্রস করবো

  • @anyoishe4199
    @anyoishe4199 2 месяца назад +3

    আসসালামু আলাইকুম এই চুলা গুলো কোথায় পাবো বলবেন প্লিজ

  • @Monorkonom
    @Monorkonom 2 месяца назад +1

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই মাসা আল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে দারুণ ভালো থাকবেন সবসময় দোয়া রইলো আপনার জন্য

  • @Jhyoutub4911
    @Jhyoutub4911 2 месяца назад +6

    চুলার দাম কতো টাকা জানাবেন কিভাবে
    যোগাযোগ করবো ঢাকার বাইরে দিতে
    পারবেন।

  • @Shakila340
    @Shakila340 2 месяца назад +2

    মাশাআল্লাহ চুলাটা কিন্তু ওনেক helpful আপু ❤ অনেক দিন পর র্তীন বাবাকে দেখলাম অনেক সুন্দর করে বাংলায় কথা গুছিয়ে বলতেছে 😊

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      অসংখ্য ধন্যবাদ দোয়াতে রাখবেন 💚🤲

    • @shafiullah2854
      @shafiullah2854 2 месяца назад +2

      😙😙😙😙😙😙

  • @shajedachoudhury5329
    @shajedachoudhury5329 2 месяца назад +1

    From where have you bought the cooker and please show me how to pollinate chilli flowers indoors plants.

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      mini stove amzn.to/3ZgFkJv
      Medium sized stove: amzn.to/4dXuQD9
      Pollination is most effective when done during the morning or midday when the flowers are fully open. Hold the plant near the base or stem and give it a gentle shake. This will help dislodge the pollen from the male part (anthers) of the flower and allow it to land on the female part (stigma), aiding in pollination. Do this every few days while the plant is flowering to increase the chances of successful pollination. Shaking works because chilli plants are self-pollinating, meaning they don’t need external pollinators like bees, but shaking can help the pollen move more efficiently between the flower parts

    • @shajedachoudhury5329
      @shajedachoudhury5329 2 месяца назад

      @@BelethBilash thanks for your info

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      Thank you for your appreciation 💚🤲

  • @raziascookinguk5759
    @raziascookinguk5759 2 месяца назад

    Very impressive wood stove
    Thanks for sharing 👍

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      Thank you so much Sister! I'm glad you liked the wood stove! 👍 It really adds a unique charm to outdoor cooking and imparts an impressive smoky flavour to the food ❤️💚🧡💜💙💛🤍❣️

  • @sikhadas8300
    @sikhadas8300 2 месяца назад +9

    আমি ভাবছি আমাজন কি আপনার চুলা দেখে আইডিয়া টা নিল? কি সুন্দর বেবস্থা। রান্না করার ভিডিও টা উপর থেকে পুরো টা নিলে অদ্ভুত দৃশ্য দেখা যেতো। বিলেতের বাগানে, বাঙ্গালী বধূ কাঠের চুলায় রান্না করছে, আহা!👍👏। তীর্ণ বাবা ছোটো শেফ, ডিম ওমলেট খুব ভালো হয়েছে। ভালো লাগলো, ধন্যবাদ, ভালো থেকো সবাই 👍💚💚💚💚

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад +3

      দিদি আইডিয়ার জন্ম হয় প্রয়োজন থেকে, তাই আমাজন বুঝে গেছে এই দেশে অনেক বাঙ্গালী রসনা বিলাসী বধু আছে এদের কাঠের চুলা লাগবেই। পাখির দৃষ্টিতে ভিডিও নেয়ার বুদ্ধিটা দারুন নেক্সটাইম অবশ্যই নিবো। তীর্ণ এই চুলা দেখলে অস্থির হয়ে যায় জ্বালানী দেয়ার জন্য। অফ ক্যামেরায় যে কি করে একবার যদি দেখতে 🤣🤣🤣 ভালো থেকো দিদি 😍😍😍🙏🙏🙏

    • @sikhadas8300
      @sikhadas8300 2 месяца назад +1

      @@BelethBilash ঠিকই তো প্রয়োজনে সব কিছুর আবিষ্কার। সত্যি বাঙালি পারে ও বটে। কিছুতেই খুশ হয় না। ঠিক জিনিষ টা পেলে তবেই ছাড়। কিন্তু আবার মাথায় পোকা কুটুস করে, আবার নতুন কিছু বানানোর ধুম। এতো মাছ খায়, বুদ্ধি হবে না? একদিন তীর্ণ বাবার ঐ রকম ভিডিও বানিও, শর্টস হলেও চলবে। ভালো থেকো সবাই 🙏🤗🥰🥰🥰💚💚💚

    • @trampbulbul9356
      @trampbulbul9356 2 месяца назад +1

      আসসালামু আলাইকুম ভাই, আপনার আগের বানানো চুলার পারফর্মেন্স কেমন, দয়া করে জানাবেন।

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад +1

      @trampbulbul9356 ওয়া আলাইকুম সালাম ভাই। বেশ ভালো ও ঝামেলাহীন রান্না হয়। চুলার উপরের পাতিল রাখার ঝিকটার ব্যাপারে ঐ ভিডিওতে কিছু বলা হয় নাই। আমাদের এখানে বাগানে যাওয়া যাচ্ছে না তাই আবহাওয়া একটু ভালো হইলে পূর্ণ রান্নার ভিডিও করে পারফর্মেন্স রিভিউ সহ আপলোড দিবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।

    • @sikhadas8300
      @sikhadas8300 2 месяца назад

      @@BelethBilash হ্যা, উপর থেকে ও ভিডিও করবে, পায়ে জুতো থাকলেও, মাথায় ঘোমটা দিয়ে, বাংলার বধূ হয়ে রান্না করতে হবে, আমার দাবী রইলো 😂👍❤️💚💚💚

  • @shaptarshidasvlogs
    @shaptarshidasvlogs 2 месяца назад

    খুব ভালো ভিডিও দিয়েছো দাদা ভাই

  • @দ্বিনিশিক্ষা
    @দ্বিনিশিক্ষা 2 месяца назад

    বাংলাদেশে এটা পাওয়া যায়?

  • @JanNat-GirlwithdreAms
    @JanNat-GirlwithdreAms 2 месяца назад +1

    Bah sundorr toh❤

  • @shammiakter8496
    @shammiakter8496 2 месяца назад +2

    আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ভাবী অনেকদিন পর আপনাদেরকে শুনলাম আর এই ম্যাজিক চুলা কোথা থেকে পেয়েছেন বাংলাদেশে পাওয়া যাবে নাকি যদি দয়া করে একটু বলতেন

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      Walaikum Salam বোন কেমন আছেন? বাবু কেমন আছে? বাংলাদেশে দারাজে পাওয়া যায় নাকি একজন দর্শক বল্লেন।

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад +1

      আমরা এখানের এমাযোন থেকে নিয়েছি

    • @nahidsultana6231
      @nahidsultana6231 2 месяца назад

      I ò o o o 99

    • @md.giasuddin1572
      @md.giasuddin1572 2 месяца назад

      ​@@BelethBilashlink plz

  • @NasimaKhan-wj5ii
    @NasimaKhan-wj5ii 2 месяца назад

    kivabe??ordwr krbo

  • @rezaulkarim8284
    @rezaulkarim8284 2 месяца назад

    ভালো আইডিয়া পেলাম 👍

  • @tkfish
    @tkfish 2 месяца назад

    চুলাটা সুন্দর

  • @khanshuvo5183
    @khanshuvo5183 Месяц назад

    ভাইয়া এই চুলাটা বানানোর জন্য একটা ভিডিও বানাবেন প্লিজ

    • @BelethBilash
      @BelethBilash  Месяц назад

      এটার মত করেই একটা চুলা বানানোর ভিডিও অলরেডী আপলোড করা আছে আমাদের চ্যানেলে

    • @mdalim9773
      @mdalim9773 Месяц назад

      প্রাইজ

  • @shanjutisharma4857
    @shanjutisharma4857 2 месяца назад

    bhaiya kindly aktu answer diyen ami regular follow kori, bd theke uk jabar somoi bd dhaka airport e ki kacha mach niye gele kono question kore kina? kichu jodi jante chai tahole ki bola jete pare aktu bolun apni je vabe frozen mach niye giyeche thik same vabe ami ready korbo, amr 1st time travel aita. Pls aktu janaben

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      দিদি আমাদেরকে কিছুই বলেনি। খুব ভালোভাবে ওয়াটার টাইট করে ইনসুলেটেড প্যাকেজিং করে আনবেন যাতে গলে গিয়ে অন্যের লাগেজ নষ্ট না হয়ে যায়। যদি কিছু বলে তখন ইউকের আইনটা দেখিয়ে দিবেন। মনেকরে আসার সময় প্রিন্ট করে আনবেন। এয়ারপোর্টে অফিসিয়াল হেল্পার সার্ভিস আছে ওরাই লাগেজ প্রসেস করে দিবে।

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      আমি একটু ব্যস্ত থাকায় সংক্ষেপ করে উত্তর দিলাম তবে আশাকরি বুঝতে পারবেন। 😍😍😍🤩🤩🤩

    • @shanjutisharma4857
      @shanjutisharma4857 2 месяца назад

      @@BelethBilash Many many thanks bhaiya, apnr protitata kotha amr dada r moto, apnr blog na dekle amr sahosh hoto mach neyar. Valo thakben bhaiya.

    • @shanjutisharma4857
      @shanjutisharma4857 2 месяца назад

      @@BelethBilash sob note kore niyechi bhaiya

  • @দ্বিনিশিক্ষা
    @দ্বিনিশিক্ষা 2 месяца назад +2

    এটার দাম কত বাংলাদেশি টাকায়?

  • @eimanahida5351
    @eimanahida5351 2 месяца назад

    আমি এই চুলাটা নিতে চাই কি ভাবে নিবো।।।

  • @farzanarima3814
    @farzanarima3814 2 месяца назад +1

    Ai chula ki bangladesh e pao jai pls ans me

  • @Arifulislamarif857
    @Arifulislamarif857 Месяц назад

    বাংলাদেশে নিতে চাই।আপনি আমাদেরকে দেওয়ার ব্যাবস্থা করে দিন

  • @ShimulRafiq-x1w
    @ShimulRafiq-x1w 2 месяца назад +2

    বাংলাদেশের থেকে কি ভাবে কিনতে পারি ভাইয়া একটু কানাবেন❤

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад +1

      বাংলাদেশে খুব সম্ভবত দারাজ এ পাব্েন💚🤲

  • @MdRofiqulIslam-h7l
    @MdRofiqulIslam-h7l 2 месяца назад

    কোথায় পাওয়া যাবে

  • @arka2182
    @arka2182 Месяц назад

    এটার দাম কত?কোথায় পাওয়া যাবে।

  • @MdRaselkhan-ud6rj
    @MdRaselkhan-ud6rj 2 месяца назад

    ভালোবাসা অবিরাম আপু ❤❤❤

  • @rukayatyt1942
    @rukayatyt1942 2 месяца назад

    চুলার নাম কি

  • @ajija8587
    @ajija8587 Месяц назад

    আসসালামু আলাইকুম আপু এই চুলার দাম কত কোথায় এবং কিভাবে পাব জানাবেন প্লিজ

    • @BelethBilash
      @BelethBilash  Месяц назад

      Walaikum Salam আমারা এখানে এমাযোন থেকে নিয়েছিলাম।

  • @BassetKazi-t8f
    @BassetKazi-t8f Месяц назад

    রডিমেট চুলা কোথায় পাব ?

  • @My-Shorts247
    @My-Shorts247 2 месяца назад

    Walaikum Assalam darun ❤❤❤

  • @mddidarulhoq1291
    @mddidarulhoq1291 2 месяца назад

    কিভাবে পেতে পারি

  • @shajedachoudhury5329
    @shajedachoudhury5329 2 месяца назад +1

    Very nice cooker

  • @rukayatyt1942
    @rukayatyt1942 2 месяца назад

    পাওয়া যাবে কোথায় যদি বলতেন আমি কিনবো আমি কানাডায় আছি

  • @habibaskitchenuk667
    @habibaskitchenuk667 2 месяца назад +1

    Assalamualikum apu and vaia how are you all?

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      Walaikum Salam Apu কেমন আছেন? আল্লাহ র রহমতে ভালো আছি

  • @MdShakawatHossain-b7y
    @MdShakawatHossain-b7y 8 дней назад

    এটা বাংলাদেশে কোথায় পাবো

    • @BelethBilash
      @BelethBilash  7 дней назад

      ঠিক শিউর না, দারাজ এ খোঁজ নিয়ে দেখতে পারেন।

  • @JesminJannatCooking
    @JesminJannatCooking 2 месяца назад

    চুলাটা কিনতে চাই। কোথায় পাবো?

  • @tarjumaakhter8251
    @tarjumaakhter8251 2 месяца назад

    Apu please cooker link please 🙏

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      mini stove amzn.to/3ZgFkJv
      Medium sized stove: amzn.to/4dXuQD9
      Thank you apu 💚💚

  • @CanvasbyRain
    @CanvasbyRain 2 месяца назад

    আসসালামু আলাইকুম। এই চুলাটা কি ঘরের ভিতরে ব্যবহার করা যাবে??শহরের রান্না ঘর যেমন থাকে সেই সব জায়গায় ব্যবহার করলে কি আগুন বেশি করে জ্বলবে??

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад +1

      Walaikum Salam Apu, না এরকম লাকড়ির চুলা ঘরের ভেতরের জন্য উপযোগী না। যদিও ধোয়া তেমন হয় না তারপরও safety র জন্য বাইরে রান্না করতে হবে

    • @CanvasbyRain
      @CanvasbyRain 2 месяца назад

      @@BelethBilash ধন্যবাদ

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад +1

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ 💚🤲

  • @egdgtfhdhh2835
    @egdgtfhdhh2835 2 месяца назад +1

    বড় চুলার লিংকটা পেলাম না!!

  • @sahanajparvin1267
    @sahanajparvin1267 Месяц назад

    Nite chai chulata dam koto

  • @nilufayesmin4081
    @nilufayesmin4081 2 месяца назад

    এই চুলা পাবো কোথায়? আমি একটা নেব

  • @My-Shorts247
    @My-Shorts247 2 месяца назад

    Darun

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      ❤️💚🧡💜💙💛🤍❣️

  • @Jhyoutub4911
    @Jhyoutub4911 Месяц назад

    আমার বড়ো একটা চুলা দরকার দাম কতো টাকা জানাবেন দয়া করে।

  • @SamsunNahar-n1w
    @SamsunNahar-n1w Месяц назад +1

    বাংলা দেশী মূল্য কত আসবে জানাবেন।

  • @Said2024-ru1zp
    @Said2024-ru1zp 2 месяца назад

    বাংলাদেশে কিভাবে পেতে পারি ?

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      দেশে বানিয়ে নেয়ার জন‍্য এক টি সম্পূর্ণ ভিডিও রয়েছে দেখে নিতে পারেন

  • @RafiqulHoque-w7m
    @RafiqulHoque-w7m 2 месяца назад

    দাম কত??

  • @JasimMridha-l6d
    @JasimMridha-l6d 2 месяца назад

    চুলাটার দাম কতো

  • @TomaAkther-zr1vc
    @TomaAkther-zr1vc 2 месяца назад

    ওই চুলায় কী কালি হয়??

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      কাঠের জ্বালানিতো কালি হবেই।

    • @TomaAkther-zr1vc
      @TomaAkther-zr1vc 2 месяца назад

      @@BelethBilash তা হলে তো আর হলো না,,,কালি না হলে ঠিক ছিলো।

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      আমরা এই কালি হওয়া টার জন্যই কিনেছি মাঝেমধ্যে ট্রেডিশনাল গ্রামবাংলার স্মোকি রান্নার স্বাদ গ্রহনের জন্য। নিত্য দিনের জন্য তো গ্যাসের চুলা আছেই। এনিওয়ে আমরা এটা বিক্রয় করি না প্রোমোটও করি না শুধুমাত্র আমাদের আনন্দ ও অভিজ্ঞতাটাকে আপনাদের সাথে ভাগাভাগি করতে চেয়েছি।

  • @maramelias7415
    @maramelias7415 2 месяца назад +3

    ভাইয়া বাংলাদেশী টাকায় এর প্রাইস কত হবে প্লিজ রিপ্লাই

  • @AzizurRahman-kt9zx
    @AzizurRahman-kt9zx 2 месяца назад

    Home tour please

  • @ShimulRafiq-x1w
    @ShimulRafiq-x1w 2 месяца назад +1

    জানাবেন

  • @RHTomal
    @RHTomal Месяц назад

    কালি হয় না?

  • @curiousgardenernotthamvlog1421
    @curiousgardenernotthamvlog1421 2 месяца назад

    Iss Bhai apner Ager video ta deke buy korchi choto ta 😂

  • @JamilSharif-vz2uv
    @JamilSharif-vz2uv 2 месяца назад

    ❤❤❤

  • @MdRubel-m1p5g
    @MdRubel-m1p5g Месяц назад

    প্রচুর কালি হয়

  • @খুঁটিনাটি
    @খুঁটিনাটি 2 месяца назад

    সাপোর্ট করবেন সবাই 😢

  • @mdjohurulislam2052
    @mdjohurulislam2052 Месяц назад

    চিন্তাভাবনা করছে একটা বানাবো দেখা যাক কতদূর অগ্রসর হওয়া যায়

    • @BelethBilash
      @BelethBilash  Месяц назад

      ইনশা আল্লাহ, বাংলাদেশ থেকে একটা বানিয়ে নিয়ে এসেছিলাম সেটার ভিডিও দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন 😍

  • @RANDOMRESEARCHZONE-fx7fv
    @RANDOMRESEARCHZONE-fx7fv Месяц назад

    কমা বারা কোনো সিস্টেম নাই

    • @BelethBilash
      @BelethBilash  Месяц назад

      এটা একেবারেই ট্রেডিশনাল মাটির চুলার মতই, লাকরি কমবেশি করে তাপ নিয়ন্ত্রণ করতে হবে। তবে তফাৎ একটাই সেটি হলো আগুন ধরে উঠার পর লাকরি শেষ না হওয়া পর্যন্ত হঠাৎ করে নিভে গিয়ে ধোঁয়ায় ভরে যাবে না এবং অর্ধেক জ্বালানিতে রান্না হবে। অভিজ্ঞতা ও মুন্সীয়ানা ব্যতিত লাকরির চুলায় রান্না কঠিন। ভালোকথা আমরা কিন্তু এটি বিক্রি বা প্রমোশন করি না নিজেরা উপকার পেয়েছি তাই সবার সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করলাম।

  • @Mawlanadilawarjamali
    @Mawlanadilawarjamali Месяц назад

    কত দাম আর কেমনে নিবো

  • @RebekaSarwarLazuk
    @RebekaSarwarLazuk 2 месяца назад

    এই চুলা কি ঢাকার ভাড়া বাসায় রান্না ঘরে জ্বালানো যাবে? ধোঁয়া হবে না তো

    • @BelethBilash
      @BelethBilash  2 месяца назад

      লাকরির চুলা ইন্ডোরে ব্যবহার করা যায় না। নিরাপত্তার জন্য শুধুমাত্র খোলা যায়গায় অথবা ছাদে ব্যবহার করতে হয়।

    • @RebekaSarwarLazuk
      @RebekaSarwarLazuk 2 месяца назад

      @@BelethBilash সেটা তো জানি।