চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় (Charan Feliyo Dhire Dhire Priyo) বাংলা আধুনিক গান ॥ পিয়ালী

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 661

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 9 месяцев назад +5

    তোমার এ গান স্মরণের মনি কোঠায় তোলা আছে.....
    এ জীবনে মোর যত কিছু ব্যাথা যত কিছু পরাজয় ..
    তোমারে স্মরীয়া লাগে যে গো লাগে যে গো মধুময় .....
    যেথা গান থেমে যায় দীপ নিভে হায়
    মিলনের নিশি ভোরে
    যদি মনে পরে সেথায় খুঁজিও মোরে

    • @SKGhosh-ei7nf
      @SKGhosh-ei7nf 6 месяцев назад +1

      Dhanyabad Swapanbabu amar vul dekhanor jonyo

    • @swapanmukherjee2242
      @swapanmukherjee2242 6 месяцев назад +1

      ​@@SKGhosh-ei7nfঠিক বুঝলাম না, কি ভুল আপনার ?

    • @SKGhosh-ei7nf
      @SKGhosh-ei7nf 4 месяца назад +1

      Oi je ami jantum na e gan adhunik, Nazrulgeeti mone korechhilum

  • @chiranjitde7467
    @chiranjitde7467 2 года назад +20

    গত কয়েক মাসের বিবেচনায় আজকের গান টা সেরা। অনবদ্য নির্বাচন।১৯৪০ সালের এই অসাধারণ ঐতিহাসিক গান টা গাওয়ার জন্য তোমাকে কুর্ণিশ জানাই।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад +3

      অনেক ধন্যবাদ 🙏😀

    • @salauddindulal939
      @salauddindulal939 Год назад +1

      চমৎকার লাগছে, অনেক অনেক আর্শিরবাদ তোমার প্রতি রইল আগামী দিনের জন্য।

    • @swapankumarmisra7244
      @swapankumarmisra7244 Год назад +1

      ​@@PialyKunduOfficial mmmmmn

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад +2

      চরণ ফোলিও ধীরে ধীরে প্রিয়। আমার সমাধি পরে ৷ এ ৩ সুন্দর ভাষা ওসুর এবং গায়কী যে বারবার শুনতে ইচ্ছা করে। . ৩ অন্তরের অন্তস্থলে একটা গভীর বেদনার সুয়ধবণিত প্রতিধ্বনিত . হয়ে চলেছে।

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 2 года назад +8

    অসাধারণ গান। এ গানের কোনও তুলনা হয়না। প্রণব রায়ের যেমন অপূর্ব লেখা তেমনি অপূর্ব কমল দাশগুপ্তের সুর। এরকম
    ধীর লয়ে এত গভীর বেদনাময় দুঃখের করুণ সুরের গান খুবই কম শোনা যায়। এ গান হৃদয়ে এক অব‍্যক্ত করুণ অনুভূতি সৃষ্টি করে। তুমি গানটা ভীষণ ই ভালো গেয়েছো, বিশেষ করে অন্তরা টা খুবই ভালো লাগলো।
    এক অদ্ভুত অনুভূতিতে চোখে জল এসে গেলো।

  • @jibanandasarkar739
    @jibanandasarkar739 2 года назад +24

    ভালো গান খুব কম লোকই শোনে। কারণ বর্তমানে ভালো শিল্পী তৈরী হলেও ভালো শ্রোতা তৈরী হচ্ছে না। কারণ শ্রোতা তৈরী হওয়ার জন্য অনেক গান শুনতে হয়, সেটা কজন করে।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад +4

      একদম ঠিক কথা 👍

    • @swapanmukherjee2242
      @swapanmukherjee2242 2 года назад +3

      ঠিক বলেছেন

    • @1sadhan
      @1sadhan Год назад +3

      ভাল ভাল গায়ক গায়িকা আছেন, অভাব হচ্ছে ভাল গীতিকার ও সুরকারের; তাই সমস্ত গায়ক গায়িকাকে পুরনো গানের যা বর্তমানে কাটতে হচ্ছে; তবে পিয়ালী এখনকার সমস্ত গায়ক গায়িকার মধ্যে অনন্যা, ওর উচ্চাঙ্গসঙ্গীতের আধার আছে।

    • @malayadak9670
      @malayadak9670 Год назад

      Eto alo chona na kore nije gaan

    • @makemyday2daetoday279
      @makemyday2daetoday279 8 месяцев назад

      Piali tomar gan khub sundar Tomar chul aibhaba cut koro tomaka bhalo laga dekhta

  • @akheeekhwan4314
    @akheeekhwan4314 5 месяцев назад +2

    এটা ফিরোজা বেগম খুব ভালো গায়। আপনার দরদমাখা কন্ঠেও অসাধারণ লাগলো। ধন্যবাদ

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 Год назад +2

    ❤❤❤কি অপূর্ব সুন্দর কন্ঠস্বর অনবদ্য গায়কী প্রতিভা অসাধারণ উপস্থাপনা। তুমি অনেক বড়ো হবে সুনাম অর্জন করবে সারা ভারতের কোনে কোনে। আমার শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ জানাই।

  • @mkbiswas3898
    @mkbiswas3898 2 года назад +1

    খুব ভালো লাগলো। প্রতিদিন আমি তোমার কোন না কোন গান শুনি। আমাকে শুনতে হয়।

  • @rummanrenz
    @rummanrenz 2 года назад +6

    অনেক অনেক প্রিয় গানটি প্রিয় পিয়ালির কন্ঠে শুনে হৃদয়টা শীতল হয়ে গেল।

  • @drmilon6646
    @drmilon6646 2 года назад +6

    দরদী শিল্পীর কন্ঠে মরমীয় গান। এত আবেগ, অনুভূতি , ব্যথা, বেদনা, আগে কখনো শুনি নাই। গানটি শুনে খুব বিহ্বল হয়ে গেলাম । হৃদয় নিংড়ানো পরিবেশনা অসম্ভব অতুলনীয়। চিরজীবী কামনা করি।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 года назад +1

    যার মা বাবা মাসি সকলে গানের চর্চা করেন। সঙ্গীত চর্চা র পরি মনভলে যার শৈশবের সূচনা তিনি বড় হয়ে বড় শিল্পী হবেন এটা স্বাভাবিক।আমি দেখেছি প্রতিভা থাকা সত্তেও জীবনে কেবল মাত্র একটু সুযোগের অভাবে উন্নতি থেকে দূরে থাকতে হয়েছে অনেক ব্যক্তি কে । বিকশিত হ ওয়ার আগেই ঝরে পড়েছে তাঁরা।আপনি যে নিজেকে তুলে ধরতে পেরেছেন সেজন্য আমি মুগ্ধ।।

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад +1

      একটি সুন্দর সঙ্গীত শুনে আমার মন প্রাণ ছুঁয়ে যায় ৷ বিরহের করুন লোকগাথা 'শুনে হৃদয় বেদনাঘ ভরে উঠে ৷ আপনার করুন মধুর সুর গান শেষ হবার পরও ধ্বণিত প্রতিধ্বনিত হতে থাকে। মনটা উদাস হয়ে উঠে '

  • @notankumarbiswas6750
    @notankumarbiswas6750 Год назад +1

    ভীষন ভীষন সুন্দর গেয়েছো, গানের কথা গুলো ভীষন ভালো, ধন্যবাদ জানাই

  • @rinakhanra7506
    @rinakhanra7506 2 года назад +8

    এই জন্য ই তোমার শ্রোতা বন্ধুদের আকুল আবেদন ,,‌তুমি ফিরে এসো গানে,,,‌ boro ‌ ভালো গাইলে।পিয়ালী,,দরদী কণ্ঠে,🙏🙏

  • @subratamukherjee4739
    @subratamukherjee4739 2 года назад +1

    খুবই ভালো লাগলো👏✊👍।

  • @JibankrishnaSarkar-e1z
    @JibankrishnaSarkar-e1z 9 месяцев назад +2

    যার হৃদয় নেই তার চরন কোথায় পড়বে সে কি খেয়াল রাখবে😢

  • @hemantasarkar997
    @hemantasarkar997 2 года назад +1

    খুব দরদ দিয়ে গেয়েছ। খুব ভাল লাগল। ।

  • @sunritmukherjee9758
    @sunritmukherjee9758 2 года назад +1

    Kichu bolar nei sudhui sunte chai. Apurbo geyechen. Khub valo laglo.

  • @madhumitachoudhury2904
    @madhumitachoudhury2904 2 года назад +1

    Khub sundor poribeshon, khub bhalo laglo.

  • @gonarshona3925
    @gonarshona3925 2 года назад +1

    অপূর্ব। খুব ভালো লাগলো।

  • @nikhilkhanra6548
    @nikhilkhanra6548 8 месяцев назад +1

    দরদী গলায় গাইলেন। খুব ভালো লাগলো

  • @polibiswas5310
    @polibiswas5310 3 месяца назад

    যেমন গানের কথা ঠিক কন্ঠস্বরও ততটাই সুন্দর আর সব মিলিয়ে অপূর্ব ।ধন্যবাদ❤

  • @rihvandary2280
    @rihvandary2280 11 месяцев назад +1

    অসাধারণ।। আমার সবচেয়ে প্রিয় নজরুলগীতি।। আপনার আবেগ ভরা গলায় শুনে নিজের অজান্তে চোখ ভিজে গেলো।। যতবার শুনি তত বার অশ্রুপাত করি।।। জীবনে যে এলোনা সমাধীতে সেকি আসবে? সে যদি না-ই আসে এবিলাপতো অনন্ত কাল চলবে।।
    জয় হোক তব হে দরদী।।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 года назад +2

    সুর মানুষ কে রূপময় জগৎ থেকে অরু পের জগতে নিয়ে যেতে পারে। সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন আপনি। মনে হচ্ছে সন্ধ্যা য সত্য ই আমি মুগ্ধ হয়ে ভাবছি আপনি অপরুপা গানের ও কথা বলতে ঠিকমতো গাওয়া হোলো নাএক অপরুপা আপনি আপনার জীবনেও সেই ভাবটা সুন্দর ভাবে ফুটে উঠেছে। মনে হচ্ছে আমি যেন এক গানের জগতে ভেসে চলেছি।।

  • @FSMission
    @FSMission 2 года назад +1

    এতো আবেগ আপ্লুত হয়ে গাইলেন যে দু বারই "ঘুম ভেঙে যায় *নাতো* যেন" বললেন।
    সুন্দর পরিবেশনা

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад +1

      Ami khub besi katha bhul boli 😥

    • @swapanmukherjee2242
      @swapanmukherjee2242 2 года назад

      @@PialyKunduOfficial অন্যমনস্ক থাকার জন্য, যেমন তোমার ডানদিকে কেউ ছিল তার দিকে ৫ বার চোখ চলে গেছিল 😁 তাতে কি যায় আসে, তোমার গায়কী সমন্ধে কোন কথা হবে না..অসাধারণ

  • @chandankumarballav6899
    @chandankumarballav6899 Год назад +1

    ষাট সত্তর বছর আগের এইসব অসাধারণ গান গাওয়ার মানসিক শক্তির পরিচয় আজকের খুব কম সঙ্গীতশিল্পী রাখতে আগ্রহ প্রকাশ করে। সেদিক থেকে তোমার এই প্রচেষ্টার সাধুবাদ তোমার প্রাপ্য। এরপর গান গাওয়ার প্রশ্নে পুরো নম্বর তোমাকে দিতে বাধ্য আমি। এমন হৃদয়ের সংযোগ ঘটিয়ে এইসব সুকঠিন গান গাওয়া খুব খুব কঠিন।

  • @gargigupta4236
    @gargigupta4236 2 года назад +1

    Khub sundar kothagulo....khub sundar geyecho di...

  • @user-rkwndbmf
    @user-rkwndbmf 23 дня назад +1

    আহা!

  • @suklaghosh9657
    @suklaghosh9657 2 года назад +1

    Dear .pialy wonderful.asambhab. Sundar gayecho thanks BNG

  • @arundede7016
    @arundede7016 Год назад

    পিয়ালী মা গাণটি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করলে,ধন্যবাদ জানাই।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад

    এখানটা কেন জানিনা বার বার শুনতে ইচ্ছা করে। ভাষা ও সুরের মূর্ছনা যেন হৃদয় মন উদ্বেলিত করে।ব্যথিত মনের মাধুরী মিশিয়ে রাঙিয়ে তোলে হৃদয় মন। গানের মধ্যে ডুবদিই আমি।থেমে যাবে সুর তবু হিয়ার মাঝে লুকিয়ে থাকবে এক অজানা ব্যথাপীড়া দেবে মনে।

  • @lutforrahoman1269
    @lutforrahoman1269 7 месяцев назад +1

    আমার হৃদয় টা কেঁদে উঠলো মায়া জড়ানো কন্ঠ শুনে। আশির্বাদ রইল। ধন্যবাদ 😮

  • @anuradhagupta7267
    @anuradhagupta7267 2 года назад +1

    খুব সুন্দর গেয়েছ মামণি, এগিয়ে চল এভাবেই

  • @jyotiprakashbasu8846
    @jyotiprakashbasu8846 Месяц назад

    অপূর্ব সুন্দর খুব উপভোগ করলাম। 🌹

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +1

    কবি বলেছেন জীবনে জীবনে রোগ করা নাহলে কৃত্রিম পণ্যে ব্যথ হয় গানের পশরা। জীবনের সঙ্গে জীবনে র যোগ না থাকলে গানের পশরা সাজানো বৃথা হয়ে যায়।এগানটির জন্যসেই কথা প্রজোয্যনয়।এগানটি যেন বৈষ্ণব কবির ভাষায় কানের ভিতর দিয়া মর্মে পলিশ গোঁ আকুল করিল মোর প্রাণ। মরমী মনের আকুল আবেদন যেন ফুটে উঠেছে এই কবিতাটি তে। আপনার কণ্ঠে এই গানটি

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад

      চরণ ফেলিওর ধীরে ধীরে প্রিয় আমার সমাধি পরে।এ গানটি শুনতে শুনতে মন টা উদাস হয়ে উঠে। বারবার শুনেও মন ভরে না। অনেকের কণ্ঠে ই শুনেছি আপনার কণ্ঠে গান টি একটা আলাদা অনুভুতি অনুভূত হয়।

  • @birenchandramaity8589
    @birenchandramaity8589 5 месяцев назад +1

    খুবই সুন্দর সংগ্রহ অন্তর আত্মা তৃপ্ত শ্রুতি মধুর অনবদ্য গায়কী।আমরা এমনি আরো ভালো গানের আশায় থাকবো।

  • @susmitabanerjee9254
    @susmitabanerjee9254 2 года назад +1

    Baro sundar katha, tamon sundar gayecho
    Bhison bhalo legeche
    Bhalo theko

  • @somabanerjee1375
    @somabanerjee1375 2 года назад +1

    অপূর্ব।মন ছুয়ে গেছে।

  • @arunpolley931
    @arunpolley931 Год назад +2

    ঈশ্বর আপনার ভিতরে অসীম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন।খুব সুন্দর লাগল আপনার কন্ঠ ।মনটা ভরে গেল ।ঈশ্বর আপনার মঙগল করুন ।সাধনা চালিয়ে যান ।

  • @riktamohinta1354
    @riktamohinta1354 2 года назад +1

    Aha! Ki gaile Piyali. Mon vore gelo.

  • @arupbhowmik1111
    @arupbhowmik1111 2 года назад +2

    অসাধারণ গাইলেন। ভীষণ ভালো লাগলো। আর যেভাবে আপনি ভালো ভালো বাংলা গানকে আবার মানুষের সামনে অসাধারণভাবে পরিবেশন করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @tapasmukherjee7036
    @tapasmukherjee7036 6 месяцев назад

    খুব ভালো লাগলো। খুব প্রান দিয়ে গেয়েছিস মারে।মন প্রাণ ভরে গেল। অপূর্ব ।❤❤

  • @anjanshome3142
    @anjanshome3142 2 года назад

    আগে কখনো এই গান শোনার শুজুক হয় নী , তবে একটা নতুনত্ব পেলাম গান টি তে , সব মিলিয়ে ভালো লাগলো

  • @pialykundu7407
    @pialykundu7407 2 года назад +3

    গানটি অনেক অপূর্ব হয়েছে | আমি খুবই খুশি হয়েছি এই গানটি শুনে | এই ভাবে জীবন এগিয়ে যায়

  • @sanjibchakraborty7868
    @sanjibchakraborty7868 2 года назад +1

    অসাধারণ গেয়েছো।

  • @reenagupta1634
    @reenagupta1634 8 месяцев назад

    এইসব গান হারিয়ে যাচ্ছে কালে কালে। ভারী ভালো লাগলো গানটি শুনে। সুন্দর করে গেয়েছেন।

  • @bikashchakraborti6538
    @bikashchakraborti6538 Год назад

    কত যে দরদ দিয়ে গাইলে! সত্যি বলতে আমার চোখে জল এসে গিয়েছে

  • @WorldofSudeshna-b9w
    @WorldofSudeshna-b9w 2 года назад +3

    অত্যন্ত প্রিয় একটি গান উপহার দিয়েছো । এতো সুন্দর গেয়েছ মন্তব্য করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।মনে হচ্ছে বারবার শুনি ।

  • @somnathdas380
    @somnathdas380 2 года назад +1

    Didi Bhai, Excellent, Asadharon 🙏

  • @dr.amitavasinha58
    @dr.amitavasinha58 Год назад +1

    অনেক সুন্দর পরিবেশন করলে মিষ্টি কন্ঠে।

  • @GitaChakraborty-br5kr
    @GitaChakraborty-br5kr 9 месяцев назад +2

    তোমার গান আমি শুনি এবং খুব আনদওপাই।তুমি ভাল থেকো মা।

  • @sumitpaul85
    @sumitpaul85 Год назад +1

    আমার আধাঁর সমাধীতে প্রিয় তোমার প্রেমের দীপ জ্বেলে দিও......

  • @tapasmondal130
    @tapasmondal130 9 месяцев назад

    প্রানটা জুড়িয়ে গেল।

  • @rekharahman4340
    @rekharahman4340 8 месяцев назад

    চমৎকার গান...এ গান টা এই প্রথম শুনলাম...গানের প্রত্যকটি কথা মনের মধ্যে গেঁথে যায়....বারবার শুনতে ইচ্ছা করে।অনবদ্য গান।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 года назад +2

    আজকে তিনবার শুনলাম খুবই ভালো লাগলো। আমি গানের সঙ্গে সুরের সমন্বয় কতটা হয়েছে তারপর শিল্পী র কন্ঠে শুনতেচাই তিনি কতটা নিপুণতার সঙ্গে ভাব বজায় রেখে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার কন্ঠে শুনতে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

  • @plabanibhattacharjee9920
    @plabanibhattacharjee9920 2 года назад +1

    তোমার গাওয়া সবগুলো গান খুব ভালো।এখন ধরনের গান শুনতে পাওয়া যায় না। তোমার চয়েজ খুব ভালো। চালিয়ে যাও থেমোনা।

  • @SantoshKarmokar-wi6dc
    @SantoshKarmokar-wi6dc Год назад

    দিদি গানের কথাগুলো মনে হয় তোমার মনের ভেতরে নিয়ে নাও।সেই জন্য তোমার গানে এত দরদ দিয়ে গাইতে পার।

  • @aghosh8837
    @aghosh8837 8 месяцев назад

    এই ধরনের গান বেশ গভীরতা আছে। বেশ সুন্দর, দারুন।

  • @AmitKumar-xw6vf
    @AmitKumar-xw6vf 2 года назад +1

    খুব সুন্দর পরিবেশনা।

  • @joshuasarkar7750
    @joshuasarkar7750 Год назад +1

    অসাধারণ একটি গান।

  • @aparnakundu7869
    @aparnakundu7869 Год назад +1

    খুব ভালো লাগলো।

  • @chaitalidas2166
    @chaitalidas2166 Год назад +1

    অন্তর ভেদ করে গাইলে।মন কেমন করে উঠলো। ঈশ্বরের আশীর্বাদ তোমার মাথায় থাক।❤

  • @runarunkumar5173
    @runarunkumar5173 7 месяцев назад

    কাল দাশগুপ্তের রচনা গাইতে সাহস লাগে। সাহসের জন্য ধন্যবাদ।

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz 10 месяцев назад

    কি😊 সুন্দর গলা 😊যেন😊মনে😊হয়😊 আকাশ থেকে 😊 ফুল 😊ঝরে😊 পড়ছে 😊 আপনার 😊গ।ন😊 শুনে আমার 😊 চোখ 😊 দিয়ে 😊জল😊এসে😊 গেছে 😊 really good 😊 voice 😊old😊day😊 song 😊s😊 are 😊 not 😊 bring 😊sung😊now😊a😊 days 😊

  • @nilendumondal1157
    @nilendumondal1157 Год назад

    অপূর্ব সুন্দর!!
    রবিঠাকুরের গানেও অসাধারণ সাবলীলতা.....
    আবার যদি ফিরে ফিরে আসা যায় তাঁর গানে, মাঝে মাঝে....

  • @SantoshKarmokar-wi6dc
    @SantoshKarmokar-wi6dc Год назад +1

    তোমার গান যতোই শুনি গান শোনার আগ্রহ টা তত ই বেড়ে যায়। তুমি ভাল থাক দিদি। বাংলাদেশ।

  • @anupbera6000
    @anupbera6000 2 года назад

    আমি বাকরুদ্ধ। কোনো কথা হবে না। অসংখ্য ধন্যবাদ। চালিয়ে যান।আর বলার কিছু নেই।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 4 месяца назад

    জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পন্নে ব্যর্থ হয় গানের পশরা। আপনার মধুর কণ্ঠের গায়কীতে কানে যেন মধু বর্ষন করছিল
    । আপনাকে ধন্যবাদ

  • @amaldatta174
    @amaldatta174 Год назад +1

    এমন কথা সুন্দর বেদনায় আকুল লিরিক্স পিয়ালী কুন্ডু ছাড়া আর কতজন পারবে প্রাণে প্রাণে জাগিয়ে তুলতে এতো আন্তরিকতায় !❤

  • @SamirKarmakar-r2c
    @SamirKarmakar-r2c Год назад

    Apurba কণ্ঠস্বর, গীতা দত্ত কে। হার মানাবে । good। bless you ।

  • @atanusarkar1519
    @atanusarkar1519 5 месяцев назад

    অনবদ্য ! অনেক শুভেচ্ছা ও অন্তরের ভালোবাসা জানাই। 🌹❤️

  • @snigdhachatterjee4048
    @snigdhachatterjee4048 2 года назад +2

    আমার অত্যন্ত প্রিয় গান।আর আজ তোমার গলায় শুনে আরো প্রিয় হলো।অপূর্ব।বুক টা যেন কি ব্যাথায় ভরে গেলো।

  • @rekharahman4340
    @rekharahman4340 8 месяцев назад

    চমৎকার গান, মনের মধ্যেই গেঁথে যায়।বারবার শুনতে ইচ্ছা করে।

  • @titliroychatterjeesong7995
    @titliroychatterjeesong7995 Год назад +1

    ভীষন ভালো লাগলো

  • @jalaluddin6727
    @jalaluddin6727 Год назад

    চিরদিন কাহারো সমান নাহি যায়.....গানটি আপনার কন্ঠে শুনার অপেক্ষায় রইলাম।

  • @subhraghosh6401
    @subhraghosh6401 9 месяцев назад

    Khub valo laglo, abar o sunlam , sohosa ei dhoroner gaan sona Jaye na , sujog pelei sunte ichha kare , onek dhhnnyobad Piyali , valo theko ❤️💖

  • @bijayshankarofficial
    @bijayshankarofficial Год назад

    Asadharon asadharon maam khub valo gailen 👌👍🙏❤️♥️🙏

  • @kiritimahanta1433
    @kiritimahanta1433 10 месяцев назад +1

    Eto daradi kanthe Gaan sune Apnake ekbar pranam Korte man hochhe .

  • @shimlasen7692
    @shimlasen7692 7 месяцев назад

    সত্যি খুব ভালো হয়েচে গো।
    ভালো লাগল।

  • @alokbandyopadhyay7655
    @alokbandyopadhyay7655 2 года назад +1

    আপনার গলা খুব সুন্দর।

  • @dilipmahapatra3087
    @dilipmahapatra3087 2 года назад

    অসাধারণ একটি গান শুনলাম খুব দরদ দিয়ে গানটি গেয়েছেন খুব ভাল লেগেছে, অনেক ধন্যবাদ।

  • @debdaschatterjee4027
    @debdaschatterjee4027 Год назад

    একেবারেই অন্যরকম কথা-ভীষণ মিষ্টি সুর আর অনবদ্য গায়কী। অসাধারণ।

  • @jharnaansarymukherjee2029
    @jharnaansarymukherjee2029 Год назад +1

    খুব খুব সুন্দর প্রেজেন্টেশন 💕

  • @sudhanshukumarsen444
    @sudhanshukumarsen444 2 месяца назад

    পুরোনো দিনের গান এখনো কত মিষ্টি করে গেয়েছো তো।তুলনা নেই

  • @pbera3494
    @pbera3494 Год назад +2

    P.bera 🌺🌺🌺🙏🌺🌺🌺

  • @anitadatta1303
    @anitadatta1303 2 года назад +9

    An example of versatile singer !

  • @alhajtafique9857
    @alhajtafique9857 9 месяцев назад

    নজরুলের এগানটা আমার খুবই প্রিয় একটা গান। পিয়ালি গানটা চমৎকার গেয়েছো। একেবারে তন্ময় হয়ে গানটা শুনলাম। নজরুলগীতিতে তুমি সম্পূর্ন সফল হয়েছো। ভালো থেকো, সামনে এগিয়ে যাও।

    • @swapanmukherjee2242
      @swapanmukherjee2242 9 месяцев назад

      এটা নজরুল সঙ্গীত নয়, আধুনিক গান....শ্রী কমল দাশগুপ্তের সুরের জন্য নজরুল গিতী মনে হয়..😊

  • @arunkumarpati5982
    @arunkumarpati5982 4 часа назад

    বাহ দারুন দারুন

  • @rinkusengupta-gx8ju
    @rinkusengupta-gx8ju 10 месяцев назад

    অসাধারণ গেয়েছো।মন ভরে গেল। এভাবেই ভালো ভালো গান গেয়ে আমাদের মন ভালো করো। খুব ভালো থেকো।❤❤

  • @ShyamaliMajumder-m3o
    @ShyamaliMajumder-m3o 9 месяцев назад

    অপূর্ব সুন্দর ❤

  • @debendranathdas8774
    @debendranathdas8774 6 месяцев назад +1

    প্রায় খালি গলায়, অসাধারণ।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад

    আজ আবার শুনলাম।রাত হয়েছে। কি অপূর্ব গেয়েছ! বিরহের গান হলেও শুনে বিমুগ্ধ হলাম আবার। যেমন সুরে ও লয়ে গাইলে, শান্তি পেলাম।

  • @pradipkumarbiswas2767
    @pradipkumarbiswas2767 2 года назад

    অতি প্রিয় গান, এতো দরদ দিয়ে না গাই লে গান বারবার শুনতে ইচ্ছে করবে না কেন?

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 года назад +2

    ধীর লয়ের বিরহের গান। আগে বোধহয় শুনিনি। মনে নেই। অনেকটা নজরুল গানের মতো। পিয়ালী খুব দরদ দিয়ে গানটি গেয়েছ। ভীষণ ভালো লেগেছে। শ্রুতি মধুর লেগেছে।

  • @bhramarmazumdar3793
    @bhramarmazumdar3793 9 месяцев назад +1

    খুব খুব ভালো গেয়েছেন।

  • @amiyakundu5958
    @amiyakundu5958 2 года назад +1

    অপূর্ব সুন্দর!!!অতুলনীয়!!! শুধু একটি কিন্নরী কণ্ঠ
    নয়,গাইছে এক বিরহী ব্যথাতুর হৃদয়।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +1

    গানটির গভীরতা প্রথমে ঠিকমত অনুধাবন করতে পারি নি পরে মনযোগ সহকারে শুনলাম খুব ভালো লাগলো ৷ এমন অন্তর ছুঁযে যাওয়া গান শুনে প্রশংসা না করে পারা যায না।

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 2 года назад

    অনন্য সাধারণ পরিবেশন, তুলনারহিত...

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад

    শুধু একবিন্দু নয়নেব. জল কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল হয়ে ফুটে থাকুক অন্তরের গভীর গহনে।

  • @subhraghosh6401
    @subhraghosh6401 2 года назад

    Khub valo laglo, valo shobdor kono porimap nai , atotai abeg ato dorod ,tomar golaye te sunte pai , r o valo valo gaan sunte chai , khub valo theko, subdhane theko , thanda porchhe sobe ,💞💖

  • @rubaichakraborty31
    @rubaichakraborty31 9 месяцев назад

    খুব সুন্দর সুনলাম ধন্যবাদ।।

  • @sachindas9372
    @sachindas9372 9 месяцев назад +1

    খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ