বাড়িতেই বানিয়ে ফেলুন শক্তিশালী মিশ্রজৈব সার | Organic Mixed Fertilizer

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 46

  • @bishwajitmandal7455
    @bishwajitmandal7455 Год назад +2

    Khub informative

  • @sudipmondal6116
    @sudipmondal6116 7 месяцев назад +2

    দাদা আমার একটা চেরি গাছ আছে সেটাতে ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না। ফুল ঝরে যাচ্ছে।
    আমার কাছে শুধু বুস্টার 2 আছে সেটা কী প্রযোগ করব ?

  • @JoyiBhatt
    @JoyiBhatt 11 месяцев назад

    Etay fungus dhorbe na?? Fungicide ki mishiye rakhle bhalo hobe ete?? Plz reply..

  • @amarchadbagan8667
    @amarchadbagan8667 3 года назад

    Khub sundor seyar valo laglo 👌

    • @thebonggarden
      @thebonggarden  3 года назад +1

      ধন্যবাদ🌿☘️ দীপাবলি র শুভেচ্ছা।

  • @Unboxing-so4wx
    @Unboxing-so4wx 23 дня назад

    বার্বাডোস চেরি গাছের পরিচর্যা সম্বন্ধে একটু বলবে😊😊

  • @bithi1564
    @bithi1564 3 года назад

    1st comments.
    Khub help holo vai.thanks
    ETA ki jobar gachher deuya jabey? Winter debo?please reply

    • @thebonggarden
      @thebonggarden  3 года назад

      দেওয়া যাবে। তার আগে Humic Acid দিতে হবে। এটা নিয়ে নেক্সট ভিডিও তেই আলোচনা হবে।

  • @sanubh5941
    @sanubh5941 4 месяца назад

    Dada 5 kg banobo konota component dila valo hoba

  • @saharulislam1709
    @saharulislam1709 2 месяца назад

    দাদা জিমসাম সার দিতে হবে

  • @madhurisgarden3544
    @madhurisgarden3544 3 года назад

    21ike
    Very nice sharing 👌👌👌👌👌👌

  • @BOSS85-Mr
    @BOSS85-Mr 3 года назад

    কি অনুখাদ্য ব্যবহার করা হয়েছে???

    • @thebonggarden
      @thebonggarden  3 года назад

      ইফকো র seaweed extract ব্যবহার করা হয়েছে

  • @moumitaroy8329
    @moumitaroy8329 2 года назад

    Micronutrient,sea weed extract ta kon company er r dam koto...??

    • @thebonggarden
      @thebonggarden  2 года назад +1

      Urban Garden এর। Amazon এ পাবে। দাম টা বাড়া কমা করে।

  • @subhradipdutta4433
    @subhradipdutta4433 7 месяцев назад

    জৈব micronutrient কোথায় পাবো?

  • @anweshasarkar9563
    @anweshasarkar9563 Год назад

    ইনডোর প্লান্ট এ কি ধরনের জৈব সার ব্যবহার করা যাবে

    • @thebonggarden
      @thebonggarden  Год назад

      দেওয়া যাবে। অল্প দেবেন।

  • @Anshuman-21
    @Anshuman-21 3 года назад

    Kota organic fungiside ar name bole dao

    • @thebonggarden
      @thebonggarden  3 года назад +1

      ফাঙ্গিসাইড অর্গানিক যেগুলো আছে কাজের না। নিমখোল ও হলুদ ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে। রাসায়নিক ব্যবহার করো ভালো হবে।

  • @Anshuman-21
    @Anshuman-21 3 года назад

    Saff fungiside ki organic naki chemical

    • @thebonggarden
      @thebonggarden  3 года назад +1

      কেমিক্যাল।

    • @Anshuman-21
      @Anshuman-21 3 года назад

      @@thebonggarden kono organic fungiside aache neem khol chara

  • @sujanmallick4453
    @sujanmallick4453 3 года назад

    দাদা আপনি যে মিক্সসার বানিয়ে দেখা লেন অনেক রাসায়নিক সার দিলেন আমাদের দেশে রাসায়নিক সার পাওয়া যায় না শিং কুচি হাড় কুচি পাওয়া যায় না তাহলে আমি কিভাবে মিক্সসার বানাবো জবা গাছে দিবার জন্য দাদা পিলজ দাদা

    • @thebonggarden
      @thebonggarden  3 года назад

      অনেক কোথায় দিলাম। শুধুমাত্র পটাশ দিয়েছি।

    • @thebonggarden
      @thebonggarden  3 года назад

      আপনি খোঁজ নিন। ঠিক ই পাবেন। ভালো কোনো নার্সারি বা ফার্টিলাইজার এর দোকানে।

  • @GreenBengal54.3k
    @GreenBengal54.3k 11 месяцев назад

    ভার্মি কম্পোস্ট না দিয়ে হবেতো

    • @thebonggarden
      @thebonggarden  11 месяцев назад

      যেকোনো একটা কম্পোস্ট ব্যবহার করবেন।

  • @GreenBengal54.3k
    @GreenBengal54.3k Год назад

    সিউইটের ভিডিও টা পাছি না দাদা

  • @shiulidas1983
    @shiulidas1983 Год назад

    আমার লেবু গাছে ফুল ফোটে না আর লেবু ও হ না তাহলে কি করড়

    • @thebonggarden
      @thebonggarden  Год назад

      লেবু নিয়ে ভিডিও আছে৷ চ্যানেল টা ফলো করুন৷

  • @supriyomukherjee9417
    @supriyomukherjee9417 2 года назад

    ইনডোর প্ল্যান্টে এই মিশ্র সার ব্যবহার করা যাবে না কেন?

    • @thebonggarden
      @thebonggarden  2 года назад +1

      ইন্ডোরে জৈবসার দেওয়ার প্রয়োজন নেই। সেই জন্য।

    • @supriyomukherjee9417
      @supriyomukherjee9417 2 года назад

      @@thebonggarden তাহলে ইনডোর প্ল্যান্টে কি রাসায়নিক সারই দিতে হবে?

    • @thebonggarden
      @thebonggarden  2 года назад

      নরমাল মাটি রেখে। রাসায়নিক ব্যবহার করতে হবে। ইন্ডোরের খুব একটা ফার্টিলাইজার দরকার পরে না। অর্গানিক দেওয়া যাবে মাটি তৈরী র সময়। এবং সেটা একবছরের পুরোনো হতে হবে।
      ইন্ডোরে ভার্মি দেওয়া যাবে। তবে এই হাড় গুঁড়ো সিং কুচি এগুলো টবের মাটিতে মিশতে রোদ ও জলের ভূমিকা রয়েছে৷ তো ইন্ডোরে এই সার না দেওয়া ই ভালো।

    • @supriyomukherjee9417
      @supriyomukherjee9417 2 года назад

      @@thebonggarden আমি কিন্তু অনেকটা তোমার মত আউটডোর ফার্টিলাইজার ইন্ডোর প্ল্যান্টও দিই। তবে আমি দেখেছি, যেসব গাছকে পুরোপুরি সানলাইট ছাড়াও রাখা যায় বলে, তা কিন্তু আদৌ যায় না। নিয়ম মাফিক কিছুটা রোদ্দুরে রাখতেই হয়। তাই আমি আর ওই ঝামেলায় না গিয়ে পার্সিয়াল সানলাইটেই রাখি। আর পুরোপুরি জৈব সারই দিই। তবে সময়ের অন্তর কমপক্ষে তিন-চার মাস।

    • @supriyomukherjee9417
      @supriyomukherjee9417 2 года назад +1

      তোমার চ্যানেল বেশ ইনফরমেটিভ। চালিয়ে যাও। কিছু অফবিট গাছ নিয়ে মাঝেমাঝে ভিডিও দিও। আসলে আমরা বাগান করি শখে। অনেক হ্যাপা করে ফুল টাইম বাগান করা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই কম যত্নে, কম সার দিয়ে যদি ভালো কিছু করা যায় সেদিকটা নজরে রাখলে ভালো। আমি দেখেছি গাছের মত সহনশীল বস্তু হয়তো নেই। তোমরা যাদের মাদার গাছ বলো, আমার বাগানে তেমন কিছু জবা, কলকে, বোগেনভিলিয়া গাছ আছে, যেগুলোতে শুধু জল ছাড়া আর কিছুই দিই না। কিন্তু সময়ে ফুল তুলে শেষ করা যায় না!!😀