ঈশ্বর সম্বন্ধে এত সুন্দর বিজ্ঞান ভিত্তিক আলোচনা আগে কখনও শুনি নি। ধন্যবাদ স্যার। পৃথিবীর মূল সমস্যাই হচ্ছে ধর্ম-- যেটা ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকেই এসেছে।
যেহেতু আমরা আস্তিক মানুষ সব সময়ই ঈশ্বরের পূজা করে থাকি এই ভিডিওতে বলা অনেকগুলো ইনফর্মেশন বা কথা আমাদের ভালো লাগতে নাও পারে বলাবাহুল্য যে ভালো লাগেনি কিন্তু আসলেই এই ভিডিওটি চমৎকার হয়েছে। কারো ভালো লাগা না লাগার বাইরে যদি কিছু থেকে থাকে তাহলে বলতে পারি যে ভিডিওটি সুন্দর হয়েছে সুন্দর ভাবে প্রস্তুত করা হয়েছে এবং এই ভিডিওটি দেওয়ার জন্য এত গুরুত্বপূর্ণ ইনফর্মেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Excellent!!👍👍👌👌 আপনার কমেন্টটা আমার অপূর্ব লাগলো !!! আপনার মত যুক্তিবাদী মানুষদের জন্যই এই ভিডিওটা তৈরি করেছি । আসলে ভিডিওটা দেখে আস্তিক মানুষেরা ভাবছে যে আমি সৃষ্টি কর্তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু ভিডিওটা যদি মন দিয়ে পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওতে কোথাও সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করা হয়নি বরং মানুষ সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে যে যুক্তিগুলো দেয় সেই যুক্তিগুলোকে খন্ডন করার চেষ্টা করা হয়েছে । ভিডিওর সারাংশটা হল "" সৃষ্টিকর্তা আছে কি নেই সেই সম্পর্কে মানুষের মত ক্ষুদ্র প্রাণীর কোনরকম ধারণা করা সম্ভব নয় এবং বিভিন্ন ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তা সম্পর্কে যে ধারণাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণটাই মানুষের কল্পনা "" আপনার জন্য রইল অসংখ্য ধন্যবাদ 🙏
@@ScienceAroundYou আপনার ভিডিওগুলো সবগুলো দেখতে ইচ্ছা করছে সত্যি এবং দেখব। ছেলেবেলা থেকে পুজো করে আসছি এবং ঈশ্বরের প্রতি অনেক আস্থা রয়েছে কিন্তু আপনি যে যুক্তিগুলো দেখিয়েছেন তার একটা একটা গুরুত্বপূর্ণ সে কথাও অস্বীকার করা যায় না যুক্তিবাদ এবং বিজ্ঞানসম্মত ধারণা করলে এই পুরো ব্রহ্মাণ্ডের কাছে আমাদের অস্তিত্ব কিছুই নয় আমরা কিভাবে ঈশ্বরের অস্তিত্ব কল্পনা করতে পারি এই প্রশ্নটা আমার মনে আসলো এবং আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর গুলো পেয়ে গেলাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
খুব গুরুত্বপূর্ণ এবং তাতপর্য পূর্ণ ব্যাখ্যা। এমন ধরনের ব্যাখ্যা ও ধারনা খুব অল্প পরিসরে উপস্থাপন করা খুবই কঠিন। এই ভাবনা গুলো আমায় বহুদিন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। তবে উপসংহারে পৌঁছানো কঠিন। ধর্ম আর বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে চলছে। সবি আমাদের ইনদৃয় ও মস্তিষ্ক দ্বারা বিচার যা সীমিত। অতিনদৃয় বলে কি কিছু নেই। আপনার কাছে আরো কিছু আসা করি।
Kno asen comment korte .kichui bojhen na ..ja bojhen na ta niye bolte asen kno ..? Je biswas niye achen bose thakun.....ato limited dhormo jene r science kichu na bujhe pls asben na ...
@@minatipatra1710 kichu bojhen quantum field theory ..relativity theory ...bojhen na kichu ..gobet marka katha barta sab ...veda uponisod. ..porun ..modern science porun. ..tahole kichu idea hobe ....bhagoban bhagoban kore lafia kichu hobe na ....diner sese science r econmics.....
@@TarunRoy-j3z, অপরের সম্বন্ধে কটু মন্তব্য করে নিজেকে পণ্ডিত প্রমাণিত করার ভান করছেন।কারুর বিশ্বাস যদি অন্যকে ক্ষতি না করে তাহলে ,তাকে কটূক্তি করা ভদ্রতার লক্ষণ নয়। কোয়ান্টাম ফিজিক্স এবং দর্শন এর কতটুকু আপনি পড়েছেন?পড়ার ,শোনা ও জানার শেষ নেই। বিজ্ঞান আজও শেষ কথা বলে নাই। বিজ্ঞান কে কেউই অস্বীকার করে থাকতে পারে না। ধন্যবাদ।
আপনার যুক্তি বাদী আলোচনা খুব ই ভাল লাগলো ।সাধারণ মানুষের উচিৎ কোন ভেদা ভেদ না করে বিজ্ঞানীদের সাহায্য এবং তাদের কর্ম কাণ্ড মেনে নেয়া। যতদিন না আল্লা বা ঈশ্বর খুঁজে পায় তত দিন এক থাকা ।
এত যুক্তিপূর্ণ ভাবে মানুষের কাল্পনিক বিশ্বাসের উপর আলোকপাত করলেন আপনাকে ধন্যবাদ । সমস্ত রকম ভ্রান্ত ধারণাকে আবারও যুক্তিপূর্ণ ব্যাখ্যা আশা করি । নমস্কার ।
ধর্মান্ধ না হয়ে,,,,এই রকম সঠিক যুক্তিবাদী চিন্তা সবার মধ্যে থাকা উচিত,,, তাহলে ঈশ্বর সম্পর্কে মানুষের ভুল ধারণা আর থাকবে না,,,দারুন লাগলো এক। খুবই যুক্তিবাদী চিন্তা ভাবনা।
যুক্তি কোথায়? মানুষ যেটাকে যৌক্তিক চিন্তা বলে তা অত্যন্ত সীমিত একটা বিষয়। স্রষ্টা বা ঈশ্বর নেই এমন বলা চরম পাগলামি। কারণ বিজ্ঞানের কোন সূত্র ঈশ্বর নেই প্রমাণ করতে পারে না। স্রষ্টা আছি কি নেই এমন আলোচনা বিজ্ঞানের আওতার বাইরে। এই বিষয় নিয়ে বিজ্ঞান কোন আলোচনা গবেষণা ও এক্সপেরিমেন্ট করতে পারে না। তাই এ সম্পর্কে কোন মতামত দিতে পারে না। ঈশ্বর নেই বিজ্ঞান এই সিদ্ধান্তে আসতে পারে না।
Ha kalponik jemon math te x dhore sesh e ultimate answer pouche jaowa jai tamn akta symbol dhore Amra prokitir pujo kori..so hindu religion is so scientific@@nazmulhawlader5047
পদার্থ বিজ্ঞান বিভাগের উন্নতি যখন অঙ্কের বিজ্ঞান যুক্ত হবে ততই ঈশ্বরের অস্তিত্ব টিকিয়ে রাখার ভাবনা ততই কমতে শুরু করে। এর জন্য আপামর জনসাধারণ সবাইকে শিক্ষার আলো এ আনতে হবে। ধন্যবাদ।
জীবনে এই প্রথম একটা ভিডিও দেখলাম যেখানে বিনা চিৎকারে কোন রকম কাউকে অপমান না করে, ঈশ্বর নামক কাল্পনিক বস্তুতে বিশ্বাসী মানুষ গুলোর কাছে এত strong logic রেখে দিলো যেখানে তারা একদম চুপ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ আলোচনা । ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আপনার ভিডিও আমাকে খুব ভালো লাগলো। আপনার কাছে এই সম্পর্কে আরো জানতে চাই।আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অসাধারণ ভিডিও। আমার জীবনে দেখা এই একটি ভিডিও যা আমার সব থেকে ভালো লেগেছে যেখানে কোনো মিথ্যা প্রতারণা আশা লোভ ছাড়া প্রকৃত জ্ঞান এর সাথেই আলোচনা করা হয়েছে। এক কথায় আমরা ঈশ্বর নিয়ে যে অন্ধ বিশ্বাস এর ওপর ভর করে কিছু যুক্তি হিন কাজের সাথে জুড়ে আছি টা ঠিক না। বিশ্বাস ভালো অন্ধ বিশ্বাস কিছুতে ভালো না। নিজের উপর নিজের কর্মের উপর ভরসা করুন ভালো থাকবেন।
সৃষ্টি কর্তা ছাড়া সৃষ্টি অসম্ভব। ওনি যা বলছে সেটি একটা সীমিত জ্ঞান। ঈশ্বর শুধু শক্তিই নয় ওনার রূপ আছে গুন আছে।মৃত্যু হয় কেন। কে নির্ধারন করে। আমরা ঈশ্বরের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত।
অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা যুক্তি সহকারে পরিবেশনের জন্য। আপনার মূল বক্তব্য আমার মনে হয়ে agnosticism কে সাপোর্ট করে : ঈশ্বরের অস্তিত্ব আছে এই দাবিও evidence ব্যতীত যেমন অযৌক্তিক, তা নেই এই দাবিও evidence ছাড়া একই রকম অযৌক্তিক। এটা আমিও সম্পূর্ণভাবে স্বীকার করি। তবে একটা বিষয় আমার প্রশ্ন থেকে গেলো : fundamental laws গুলোর সৃষ্টিকর্তা নাও থাকতে পারে - এটা কি ভাবে সম্ভবপর? Physics এ যে causality কে আমরা একটা fundamental law এর স্থান দিয়েছি, সেই causality অনুযায়ী কোনো law এর অস্তিত্বর কারণও থাকা উচিত।
অসাধারণ, বললে খুব ছোটো হয়ে যায়।অসাধারণ উপস্থাপনা, অসাধারণ লজিক্যাল falasy, আর সেই সেইসাথে বিজ্ঞান মনষ্ক এক নির্মোহ চর্চা। আপনি আপনার research নিয়ে এগিয়ে যান, আর sathe আমাদেরও সত্যের নির্মহ দৃষ্টি খুলতে সাহায্য করুন। এ রকম ভিডিও বিশ্বাসের সংজ্ঞাটাই পাল্টে দেয়। আপনি খুবই সুস্থ থাকুন, দীর্ঘজীবি হন।
ঈশ্বর সম্মন্ধে ধারণাগুলো সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করেছেন। খুব ভাল লাগল।এইরকম আরো কিছু লিখে মানুষের ভুল ধারনাগুলো দূর করতে পারলে আরো খুশি হব। খুব ভাল থাকুন।আরো কিছু বাস্তব কথা শোনার অপেক্ষায় রইলাম।
এমন বিশ্লেষণধর্মী যুক্তিনিষ্ঠ আলোচনা শুনেছি বলে মনে পড়ছে না।অত্যন্ত গভীর এই তাত্ত্বিক আলোচনা নিঃসন্দেহে ঈশ্বর সম্বন্ধে মুক্ত চিন্তাকে উদ্দীপ্ত করবে।সুললিত সাবলীল বাংলায় এমন আলোচনায় আমাদের ঋদ্ধ করুন।
আপনার ভিডিওটি অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি এ সম্পর্কে একটা বই লিখুন। অনেকে নিশ্চিত উপকৃত হবেন। এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আরও উপলব্ধিতে আসবে। আপনাকে আবারো ধন্যবাদ।
আমার মনে হয় সমস্ত সায়েন্টিস্ট মিলে ভালোভাবে গবেষণা করে একজন মৃত মানুষকে জীবিত করতে পারলে স্রষ্টার প্রতি কারও আর কোন বিশ্বাস থাকবে না তা যতদিন সম্ভব নয় মানুষ সেই মহা শক্তিধর এর কৃপা কম্বেশন করে বেড়াবেই
স্রষ্টা মহাশক্তি,তিনি তারমত। শক্তি পকেটে রেখে দিলে কাজ করবেনা শক্তি তারমত প্রয়োজন মত আবরনে কাজ করে।ভাল লাগলো এই চিন্তাটা। কোরানেও বলে আল্লাহ আল্লাহর মত আকৃতিতে আছেন যার সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা করা যায় না। ধন্যবাদ।
আমি খ্রীষ্ট ধর্মের যখন আমও ছোট ছিলাম আমি, যীশুকে জানতাম না তাকে নিয়ে চিন্তাও করতামনা আমি তখন ক্লাস ৩ তে পড়ি আমার টাইফয়েট জ্বর হয়েছিলো, ৭ দিন টানা জ্বর আমি একদিন দুপুরে শুয়ে তন্দ্রাঘোরে দেখি আমি একটা পাথরে শুয়ে আছি আশেপাশে সুন্দর বাগান হটাত সাদা পোশাক পড়া এক ব্যক্তি আকাশ থেকে নেমে এলেন এবং তিনি আমাকে স্পর্শ করলেন আমি চোখ বন্ধ করলাম এবং একটা হলুদ ক্রুশ দেখতে পেলাম,, আমি জেগে উঠলাম, সেদিন থেকে আমি সুস্হ শহরে এসে ডাক্তার দেখানের কথা ছিলো আর দেখাতে হয়নি আমি পরে আমার মা বাবা কে কথাটা বলি, এর পথ থেকেই আমি যীশুকে জানতে আগ্রহী হই, আমি জানি তিনি আছেন তিনিই একমাএ সত্য। কথা হলো আমি তখন শিশু ছিলাম আমি যীশুকে তখন ভাবতাম না জানতাম না তবে তিনি আমাকে জানতেন। ধন্যবাদ যীশু তুমি চির প্রেমে প্রেম করেছো আমায় আল্লেলুইয়া
আমি মুসলিম। কিন্তু আমি ছোটবেলা যীশুকে নিয়ে ভাবি। আমি পন্চম শ্রেণীতে থাকতে যীশুর সম্পর্কে বিস্তারিত শুনেছিলাম। তারপর থেকে যীশু আমার মাথায় ঢুকেছে। আমি জানতাম যীশু আমাদের নবী। তারপর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে যীশুকে নিয়ে ইন্টারনেটে অনেক তথ্য খুজতে থাকি আনেক ভিডিও দেখতে থাকি। তারপর বুঝলাম যীশুকে নবী বললে যীশুকে ছোট করা হয়। এখন আমি মানি, এই প্রকৃতি, এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই মিলেই ইশ্বর, সবকিছু ইশ্বরের শরীরের অংশ। মানুষের হাত জীবন্ত মানুষের যেমন একটা অংশ তেমনি একটা বালুকনাও জীবন্ত ইশ্বরের অংশ। যীশুকে ইশ্বর দুনিয়াতে প্রেরন করেছে আমাকেও ইশ্বর দুনিয়াতে প্রেরন করেছে। কিন্ত আমার চেয়ে যীশুকে অনেক বেশী মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ইশ্বর যীশুকে তার সৃষ্টির উপরে সর্বোচ্চ আধিপত্য দিয়ে পাঠিয়েছে যে আধিপত্য একমাত্র ইশ্বরের থাকে। তাই যীশুই ইশ্বর।
@@ScienceAroundYou আপনার ধারণার সাথে 100% সহমত । আমার মানসিকতার সাথে আপনার মিল আছে । যতটুকু বিজ্ঞান পড়ে চলেছি, তাতে ঈশ্বর সম্পর্কিত এই 'বিশ্বাস' ক্রমশঃ দৃঢ় হচ্ছে ।
আমি একজন নাস্তিক ব্যক্তি ও বিজ্ঞান প্রেমিক মানুষ আপনার এই ভিডিওটা দেখে ভেতরে অনেক রকম প্রশ্ন জন্ম নিচ্ছে আপনার ভিডিওটা খুবই ভালো লাগলো এরকম ভাবে আরো ভালো ভিডিও বানান।এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেছে। ⚛️🔭🔬🧬⚗️
আপনি যত গভীরে যাবেন ততই সাধারন মানুষের কাছে দুর্বেধ্য হবে। আপনার অকাট্য যুক্তি সাধারন মানুষের জন্য নয় ।
আপনার মত যুক্তিবাদী মানুষের জন্য রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং অসংখ্য ধন্যবাদ 🙏
@@ScienceAroundYou আপনাকে হৃদয় দিয়ে ভালবাসী।
🙏
@@ScienceAroundYou কিন্তু আমিতো আত্মা কে অনুভব করছি ।
মানে স্বয়ং কে
ধ্যানের মাধ্যমে।
আত্মা জ্যোতির বিন্দু ।
ব্রেইনের মধ্যে থাকে।
@@ScienceAroundYou যুক্তি আত্মার কাছে খাটে না, শুধু ধ্যান।
অত্যন্ত সুন্দর ও যুক্তিযুক্ত আলোচনা। ইউনিভার্সের পেছনে কোনো মহাশক্তির অস্তিত্ব থাকলেও তা অবশ্যই কোন ধর্মের দ্বারা সীমাবদ্ধ নয়
মহাবুদ্ধি
ভিডিওটা কেমন লাগলো? অসম্ভব রকমের ভালো। কিন্তু সমস্যা কি জানেন, ঈশ্বরে বিশ্বাসীরা অন্য কোন যুক্তি শুনবেইনা।
আপনার জন্য রইল হৃদয় ভরা অসংখ্য ধন্যবাদ ।
@@ScienceAroundYou ঈশ্বর নেই একথা আপনি কিভাবে বলতে পারেন ।।। ঈশ্বর আছে ঈশ্বর না থাকলে বিশ্ব ব্রাম্ভন্ড নেই ।।।
@@SkSaddam-qf6ci ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেননি !!! ভিডিওটা সম্পূর্ণ দেখতে অনুরোধ করছি ।
ঈশ্বর সম্বন্ধে এত সুন্দর বিজ্ঞান ভিত্তিক আলোচনা আগে কখনও শুনি নি। ধন্যবাদ স্যার। পৃথিবীর মূল সমস্যাই হচ্ছে ধর্ম-- যেটা ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকেই এসেছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Antar jagat ar bahirjagat dutor madhya theke oisawrik upalabdhi baroi bichitra. Pratidinerkarmer sathe jeman amra avysta hai temni iswrer astista bojhao anek sudur prasarit . Ai mahajagater lila indriyer dharar bahire tabuo amra chesta kari.
Different religions misguide the people in different unscientific directions and lead to superstition.
Prithibir mul samasya ishwar noi....mul samasya holo ignorance.....agnata
Prithibir mulnsamasya dharma o noi
আমাদের ক্ষুদ্র জ্ঞানে ইশ্বরকে পরিপূর্ণ ভাবে অনুধাবন করা সত্যিই অসম্ভব। আপনার বিশ্লেষণ ও পর্যালোচনা মুগ্ধকর।ধন্যবাদ স্যার।
আমরা মানষরা ভুল করি ইশ্বর কে আমাদের নিজেদের মতো চিন্তা করে।কিন্তুু তিনি আমাদের চিন্তার অনেক উপরে।
ঈশ্বর সম্পর্কে আমার পড়া ও দেখা সবচেয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনা। বিভিন্ন বিষয়ে আপনার আরও ভিডিও চাই।
এটা একটা প্রাচীন প্রশ্নের সাবলীল উপস্থাপনা ও প্রাঞ্জল যুক্তিমুখি ব্যাখ্যা প্রচেষ্টা।
বিশ্বাসী বা অবিশ্বাসী সবার জন্যই ভেবে দেখার কথা।। ধন্যবাদ।
যেহেতু আমরা আস্তিক মানুষ সব সময়ই ঈশ্বরের পূজা করে থাকি এই ভিডিওতে বলা অনেকগুলো ইনফর্মেশন বা কথা আমাদের ভালো লাগতে নাও পারে বলাবাহুল্য যে ভালো লাগেনি কিন্তু আসলেই এই ভিডিওটি চমৎকার হয়েছে। কারো ভালো লাগা না লাগার বাইরে যদি কিছু থেকে থাকে তাহলে বলতে পারি যে ভিডিওটি সুন্দর হয়েছে সুন্দর ভাবে প্রস্তুত করা হয়েছে এবং এই ভিডিওটি দেওয়ার জন্য এত গুরুত্বপূর্ণ ইনফর্মেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Excellent!!👍👍👌👌 আপনার কমেন্টটা আমার অপূর্ব লাগলো !!!
আপনার মত যুক্তিবাদী মানুষদের জন্যই এই ভিডিওটা তৈরি করেছি । আসলে ভিডিওটা দেখে আস্তিক মানুষেরা ভাবছে যে আমি সৃষ্টি কর্তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু ভিডিওটা যদি মন দিয়ে পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওতে কোথাও সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করা হয়নি বরং মানুষ সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে যে যুক্তিগুলো দেয় সেই যুক্তিগুলোকে খন্ডন করার চেষ্টা করা হয়েছে । ভিডিওর সারাংশটা হল "" সৃষ্টিকর্তা আছে কি নেই সেই সম্পর্কে মানুষের মত ক্ষুদ্র প্রাণীর কোনরকম ধারণা করা সম্ভব নয় এবং বিভিন্ন ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তা সম্পর্কে যে ধারণাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণটাই মানুষের কল্পনা "" আপনার জন্য রইল অসংখ্য ধন্যবাদ 🙏
@@ScienceAroundYou আপনার ভিডিওগুলো সবগুলো দেখতে ইচ্ছা করছে সত্যি এবং দেখব। ছেলেবেলা থেকে পুজো করে আসছি এবং ঈশ্বরের প্রতি অনেক আস্থা রয়েছে কিন্তু আপনি যে যুক্তিগুলো দেখিয়েছেন তার একটা একটা গুরুত্বপূর্ণ সে কথাও অস্বীকার করা যায় না যুক্তিবাদ এবং বিজ্ঞানসম্মত ধারণা করলে এই পুরো ব্রহ্মাণ্ডের কাছে আমাদের অস্তিত্ব কিছুই নয় আমরা কিভাবে ঈশ্বরের অস্তিত্ব কল্পনা করতে পারি এই প্রশ্নটা আমার মনে আসলো এবং আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর গুলো পেয়ে গেলাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
আপনি আস্তিক ও যুক্তি বাদী। আমার ওপরের লেখা পড়ে দেখতে পারেন। প্রশ্ন থাকলে জানাবেন।
@@subirsaha9160 ok
অত্যন্ত যুক্তিগ্রাহ্য ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
অসাধারণ অবিশরনীয় অবিশ্বাস্য শিক্ষনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। যেখানে ব্যাঙখা করতে পারে না, সেখানেই ঈশ্বর।
Thank you very much.
খুব গুরুত্বপূর্ণ এবং তাতপর্য পূর্ণ ব্যাখ্যা। এমন ধরনের ব্যাখ্যা ও ধারনা খুব অল্প পরিসরে উপস্থাপন করা খুবই কঠিন। এই ভাবনা গুলো আমায় বহুদিন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। তবে উপসংহারে পৌঁছানো কঠিন। ধর্ম আর বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে চলছে। সবি আমাদের ইনদৃয় ও মস্তিষ্ক দ্বারা বিচার যা সীমিত। অতিনদৃয় বলে কি কিছু নেই। আপনার কাছে আরো কিছু আসা করি।
আপনার জন্য রইল অসংখ্য ধন্যবাদ ।
প্রশ্ন করা যেখানে মানা। সেখানেই প্রশ্ন আসবে! তাইতো স্বাভাবিক!
অসাধারণ বিশ্লেষণ। যৌক্তিক।
ধন্যবাদ ❤️
Thanks!
Thank you very much for your love and support ❤️🙏
অসাধারণ চ্যানেল। বিজ্ঞানবাদীদের জন্য বাংলা সেরা চ্যানেল।
আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏
অবশ্যই সৃষ্টিকর্তা আছে
আপনি অনেক গভীর ভাবনা তুলে ধরেছেন।
Respect ❤❤❤❤
Thank you very much ❤️
স্বয়ং শ্রীকৃষ্ণ সবকিছুই সৃষ্টি করেছেন । 🙏🙏🙏🙏🙏 হরেকৃষ্ণ । অসাধারণ সৃষ্টি । কোটি কোটি ব্রহ্মন্ড তাঁর এক এক লোমকূপ ।
Kno asen comment korte .kichui bojhen na ..ja bojhen na ta niye bolte asen kno ..? Je biswas niye achen bose thakun.....ato limited dhormo jene r science kichu na bujhe pls asben na ...
😂😂😂
@@minatipatra1710 kichu bojhen quantum field theory ..relativity theory ...bojhen na kichu ..gobet marka katha barta sab ...veda uponisod. ..porun ..modern science porun. ..tahole kichu idea hobe ....bhagoban bhagoban kore lafia kichu hobe na ....diner sese science r econmics.....
@@TarunRoy-j3z, অপরের সম্বন্ধে কটু মন্তব্য করে নিজেকে পণ্ডিত প্রমাণিত করার ভান করছেন।কারুর বিশ্বাস যদি অন্যকে ক্ষতি না করে তাহলে ,তাকে কটূক্তি করা ভদ্রতার লক্ষণ নয়। কোয়ান্টাম ফিজিক্স এবং দর্শন এর কতটুকু আপনি পড়েছেন?পড়ার ,শোনা ও জানার শেষ নেই। বিজ্ঞান আজও শেষ কথা বলে নাই। বিজ্ঞান কে কেউই অস্বীকার করে থাকতে পারে না। ধন্যবাদ।
@@TarunRoy-j3z apni kivabe janlen je uni bojhen na? apni krishna tatta bojhen?
খুবই আনকমন, কিছুক্ষনের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম,অনেক অনেক ভাল লাগলো,শুভেচছা ও ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।
আপনার যুক্তি বাদী আলোচনা খুব ই ভাল লাগলো ।সাধারণ মানুষের উচিৎ কোন ভেদা ভেদ না করে বিজ্ঞানীদের সাহায্য এবং তাদের কর্ম কাণ্ড মেনে নেয়া। যতদিন না আল্লা বা ঈশ্বর খুঁজে পায় তত দিন এক থাকা ।
ভালো আলোচনা।এ রকম আলোচনা যতবেশি হয় ততো ভালো।
দারুন যুক্তিনির্ভর উপস্থাপনা। ভীষণ আলোকিত আলোচনা।
এত যুক্তিপূর্ণ ভাবে মানুষের কাল্পনিক বিশ্বাসের উপর আলোকপাত করলেন আপনাকে ধন্যবাদ । সমস্ত রকম ভ্রান্ত ধারণাকে আবারও যুক্তিপূর্ণ ব্যাখ্যা আশা করি । নমস্কার ।
Thank you very much.
দারুন লেগেছে আপনার এনালাইসিস আর লজিক। এক কথায় দারুনভাবে অভিভূত।
আপনার এই ভিডিও কি আমি কোথাও শেয়ার করতে পারি? এধরনের আরো ভিডিও আশা করছি।
লিংক শেয়ার করুন। 🙏❤️
অসাধারণ যৌক্তিক এবং বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ। ধন্যবাদ ।
" তোমরা আমাকে নিয়ে চিন্তা কর না - আমার সৃষ্টি কে নিয়ে চিন্তা কর - কারণ আমি তোমাদের চিন্তা শক্তির বাইরে।"
আল কোরআন।
গুগল করে কোরআনের কোন সূরা এবং আয়াত নাম্বার কত খুজে বের করতে পারছিনা। রেফারেন্স দিলে কৃতজ্ঞ হব।
tomi ki muslim
এরকম কথা মহান আল্লাহ বলেন নাই। তাই আল্লাহর নামে মিথ্যা কথা রচনা থেকে বিরত থাকুন।
Sab kichu mene nebo kno ?..jukti din ..science er ato developed stage e r mana jacche na ...taken for granted sabar jonnyo noi ...
Doctor jakir এর "Quran and the Bible in the light of science" টা দেখো, যদি সত্যি কারের যুক্তিবাদী হন তবে অবশ্যই ইসলাম গ্রহণ করবেন।❤@@TarunRoy-j3z
অনবদ্য বিশ্লেশন । সুন্দর বিশ্লেশন
। ভালো খাবারের অবলোকন এবং
গন্ধ যেমন ক্ষুধা চাগিয়ে তোলে - - - সেই অবস্থায় থাকলাম । জ্ঞান ও
মনকে আলো দিয়ে আরো উন্নত হতে উজ্জীবিত করুন প্লিজ । ধন্যবাদ ।
এত সুন্দর একটা কমেন্টের জন্য আপনার জন্য রইল আমার হৃদয় ভরা ধন্যবাদ ।
দোয়া করি মৌলবাদীদের রোষের অনলে পরতে না হয়।@@ScienceAroundYou
বেশী বেশী ভিডিও দিবেন স্যার❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️🙏
ধর্মান্ধ না হয়ে,,,,এই রকম সঠিক যুক্তিবাদী চিন্তা সবার মধ্যে থাকা উচিত,,, তাহলে ঈশ্বর সম্পর্কে মানুষের ভুল ধারণা আর থাকবে না,,,দারুন লাগলো এক। খুবই যুক্তিবাদী চিন্তা ভাবনা।
যুক্তি কোথায়? মানুষ যেটাকে যৌক্তিক চিন্তা বলে তা অত্যন্ত সীমিত একটা বিষয়।
স্রষ্টা বা ঈশ্বর নেই এমন বলা চরম পাগলামি। কারণ বিজ্ঞানের কোন সূত্র ঈশ্বর নেই প্রমাণ করতে পারে না। স্রষ্টা আছি কি নেই এমন আলোচনা বিজ্ঞানের আওতার বাইরে। এই বিষয় নিয়ে বিজ্ঞান কোন আলোচনা গবেষণা ও এক্সপেরিমেন্ট করতে পারে না। তাই এ সম্পর্কে কোন মতামত দিতে পারে না। ঈশ্বর নেই বিজ্ঞান এই সিদ্ধান্তে আসতে পারে না।
লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ ❤❤
এই জন্যই সনাতনী হিন্দুরা প্রকৃতির পূজা অর্থাৎ জ্ঞানের পূজা করে আর জ্ঞানীগুণী কে সম্মান করে। জয় শ্রীকৃষ্ণ।
কৃষ্ণ একটা কাল্পনিক চরিত্র 😂
Ha kalponik jemon math te x dhore sesh e ultimate answer pouche jaowa jai tamn akta symbol dhore Amra prokitir pujo kori..so hindu religion is so scientific@@nazmulhawlader5047
@@nazmulhawlader5047Allah kalponik
@@technoworld2539 Lucca lompod Krishna kalponik
ভালো চরিত্র বান লোক দের এখন কাল্পনিক মনে হবে কারণ আমরা চরিত্র হীন লোক দের শিষ্য। এখন আমরা চরিত্র হীন লোকের আদর্শ ধারণ করে আছি।
আমার জীবনে প্রথমবার আমি একটি ভিডিও পেয়েছি যা আমি আসলে অনুসন্ধান করছি , ধন্যবাদ স্যার 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
অসাধারণ আলোচনা, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলাম। খুবই ভালো লেগেছে। চালিয়ে যান। ❤
❤️
খুব মূল্যবান ভিডিও। অজস্র ধন্যবাদ!
এমন আলোচনা জীবনে কম এই শুনেছি। অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।
পদার্থ বিজ্ঞান বিভাগের উন্নতি যখন অঙ্কের বিজ্ঞান যুক্ত হবে ততই ঈশ্বরের অস্তিত্ব টিকিয়ে রাখার ভাবনা ততই কমতে শুরু করে। এর জন্য আপামর জনসাধারণ সবাইকে শিক্ষার আলো এ আনতে হবে। ধন্যবাদ।
জীবনে এই প্রথম একটা ভিডিও দেখলাম যেখানে বিনা চিৎকারে কোন রকম কাউকে অপমান না করে, ঈশ্বর নামক কাল্পনিক বস্তুতে বিশ্বাসী মানুষ গুলোর কাছে এত strong logic রেখে দিলো যেখানে তারা একদম চুপ।
আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ🙏
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ আলোচনা । ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আপনার ভিডিও আমাকে খুব ভালো লাগলো। আপনার কাছে এই সম্পর্কে আরো জানতে চাই।আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অনেক উচ্চ চিন্তা ভাবনার সরল ও সুন্দর বিশ্লেষণ ❤
Thank you very much ❤️
সুন্দর । মানব প্রয়োজনেই ঈশ্বর তৈরী । মানব কারা ? উত্তর: সর্বসাধারন । ঈশ্বর সৃষ্টির কারণ অনুমান করা যায়, 'রাহুল সঙ্কৃত্যায়ন' কে পড়লে । ধন্যবাদ ।
এক কথায় অসাধারণ!!
অসাধারণ ভিডিও। আমার জীবনে দেখা এই একটি ভিডিও যা আমার সব থেকে ভালো লেগেছে যেখানে কোনো মিথ্যা প্রতারণা আশা লোভ ছাড়া প্রকৃত জ্ঞান এর সাথেই আলোচনা করা হয়েছে। এক কথায় আমরা ঈশ্বর নিয়ে যে অন্ধ বিশ্বাস এর ওপর ভর করে কিছু যুক্তি হিন কাজের সাথে জুড়ে আছি টা ঠিক না। বিশ্বাস ভালো অন্ধ বিশ্বাস কিছুতে ভালো না। নিজের উপর নিজের কর্মের উপর ভরসা করুন ভালো থাকবেন।
আপনার জন্য রইল অসংখ্য ধন্যবাদ ।
সৃষ্টি কর্তা ছাড়া সৃষ্টি অসম্ভব। ওনি যা বলছে সেটি একটা সীমিত জ্ঞান। ঈশ্বর শুধু শক্তিই নয় ওনার রূপ আছে গুন আছে।মৃত্যু হয় কেন। কে নির্ধারন করে। আমরা ঈশ্বরের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত।
ঈশ্বর কখনো রাগ করেন না। কিন্তু ঈশ্বর ইচ্ছে করলে মানুষের মতো আচরন করতে পারে। কারন ঈশ্বর সর্ব শক্তিমান।
অসাধারণ, খুবই যুক্তিপূর্ণ।
অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা যুক্তি সহকারে পরিবেশনের জন্য। আপনার মূল বক্তব্য আমার মনে হয়ে agnosticism কে সাপোর্ট করে : ঈশ্বরের অস্তিত্ব আছে এই দাবিও evidence ব্যতীত যেমন অযৌক্তিক, তা নেই এই দাবিও evidence ছাড়া একই রকম অযৌক্তিক। এটা আমিও সম্পূর্ণভাবে স্বীকার করি। তবে একটা বিষয় আমার প্রশ্ন থেকে গেলো : fundamental laws গুলোর সৃষ্টিকর্তা নাও থাকতে পারে - এটা কি ভাবে সম্ভবপর? Physics এ যে causality কে আমরা একটা fundamental law এর স্থান দিয়েছি, সেই causality অনুযায়ী কোনো law এর অস্তিত্বর কারণও থাকা উচিত।
অসাধারণ, বললে খুব ছোটো হয়ে যায়।অসাধারণ উপস্থাপনা, অসাধারণ লজিক্যাল falasy, আর সেই সেইসাথে বিজ্ঞান মনষ্ক এক নির্মোহ চর্চা। আপনি আপনার research নিয়ে এগিয়ে যান, আর sathe আমাদেরও সত্যের নির্মহ দৃষ্টি খুলতে সাহায্য করুন। এ রকম ভিডিও বিশ্বাসের সংজ্ঞাটাই পাল্টে দেয়। আপনি খুবই সুস্থ থাকুন, দীর্ঘজীবি হন।
এত সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাডাম 🙏। ভালো থাকবেন ।
Ki darun vyakhya.
Atuloniyo.
এত সুন্দর বিশ্লেষণ এর আগে আমি পাইনি। খুব ভালো লাগলো। আরো আরো অনেক ভিডিও করুন। ঈশ্বর সম্পর্কিত ভুল ধারণা এই ভাবেই দূর হয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
ঈশ্বর সম্মন্ধে ধারণাগুলো সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করেছেন। খুব ভাল লাগল।এইরকম আরো কিছু লিখে মানুষের ভুল ধারনাগুলো দূর করতে পারলে আরো খুশি হব। খুব ভাল থাকুন।আরো কিছু বাস্তব কথা শোনার অপেক্ষায় রইলাম।
অসাধারণ আলোচনা।অকাট্য যুক্তি মনোমুগ্ধকর। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ দাদা। আরো বেশি করে এইধরনের ভিডিও বানান যাতে করে মনুষ্যকৃত ধর্মগুলো নিয়ে মারামারি করা যাতে বন্ধ হয়।
আপনার সাথে সম্পূর্ন সহমত
আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ 🙏
Excellent❤❤❤❤
❤️
অনেক সুন্দর এবং তথ্য বহুল উপস্থাপনা,
আপনার এই ভিডিও আমার দৃষ্টি ভঙ্গি বদলে দিয়েছে
আপনি অবশ্যই যুক্তিবাদী মানুষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।🙏
এত অল্প সময়ে প্রায় সামগ্রীক বিষয় তুলে ধরা অত্যান্ত কঠিন। অনেক অনেক ধন্যবাদ।
Thank you very much.
এমন বিশ্লেষণধর্মী যুক্তিনিষ্ঠ আলোচনা শুনেছি বলে মনে পড়ছে না।অত্যন্ত গভীর এই তাত্ত্বিক আলোচনা নিঃসন্দেহে ঈশ্বর সম্বন্ধে মুক্ত চিন্তাকে উদ্দীপ্ত করবে।সুললিত সাবলীল বাংলায় এমন আলোচনায় আমাদের ঋদ্ধ করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
Excellent explanation❤❤
❤️❤️
অসাধারণগ একটা ভিডিও উপস্থাপন করেছেন। খুব ভালো লেগেছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই 🙏
আপনি সত্যি খোঁজার পথটাই বদলে দিলেন যে,
খুবই ভালো লাগলো...
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
❤️❤️
আপনার বক্তব্য গুলি বাস্তব সত্য । এর সঙ্গে ঈশ্বর আসতে পারে না । ঈশ্বর কল্পনা মাত্র ।
আপনার ভিডিওটি অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি এ সম্পর্কে একটা বই লিখুন। অনেকে নিশ্চিত উপকৃত হবেন। এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আরও উপলব্ধিতে আসবে। আপনাকে আবারো ধন্যবাদ।
একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 🙏
Apni jeta bojhate cheyechen seta khub kom manush bujhbe. Bakira ei video ta thekeo kichu vul dharona toiry kore felbe...
Very good job, sir ❤
Praise the lord 🙌🙏
অসাধারণ
❤️সনাতন ধর্মই সত্য।।❤️যাহা সনাতন তাহা সত্য এবং যাহা সত্য তাহাই সনাতন❤️❤️জয় শ্রী কৃষ্ণ।। আমি গোবিন্দ ছাড়া দিবনের দিশা দেখতে পাচ্ছি না।🙏
পাগলের প্রলাপ!!
😂😂😂😂😂😂😂😂😂
সর্ব শক্তিমান ও আসল ইশ্বর হলো আমাদের প্রভু যীশু যিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন
অসাধারণ একটা ভিডিও। আপনার সহজবোধ্য করে করা ভিডিও গুলা দারুন লাগে।
এমন ভিডিও আরো চাই❤❤❤❤
Thank you very much ❤️❤️
সারা পৃথিবীর মালিক আল্লাহ সারা পৃথিবীর মালিক আল্লাহ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ এবং আল্লাহ তায়ালা আপনাকেউ সৃষ্টি করেছেন ❤❤❤
আশা করি রিপ্লাই দিবেন ❤❤❤❤😊😊😊
আমার নাম সুরাইয়া আমি মুসলিম আমি গরবিত ❤❤ মুসলিম হয়ে ❤❤❤😊😊
ধর্মের পিছনে না ছুটে বিজ্ঞানের পিছনে সময় ব্যায় করলে মানব সভ্যতার উন্নতি বেশি সম্ভব। কিন্তু মুশকিল এতে পরিশ্রম বেশী।
ভালোই বলেছেন।❤❤
হায়্রে মানুষ 😮 কাফের @@subirbasu5693
@@suraiyad7p কোন হারামি এর উত্তর দেবে ? আল্লাহ্ চরম সত্য, ইসলাম সর্বশ্রেষ্ঠ, কুরয়ান দ্বারা প্রমাণিত । মেনে নিলাম । এটাই শান্তি ।
Khub bhalo
(DNA) ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ।
Satya Mevo Jayete. OM 🙏
খুবই যৌক্তিক লাগলো ধন্যবাদ।
আপনার বক্তব্য খুবই মুল্যবান। ❤️🙏
❤️🙏
Alhamdullilah আল্লাহ তাওলা কেমন এটা কেউই জানে না।এটা থেকে বোঝা যায় আল্লাহই প্রকৃত বিশ্ব-universe এর সৃষ্টিকর্তা।❤
Osadharon
স্যার সায়েন্স ও এই ঈশ্বর খুঁজতে চাইছে কিন্তু বস্তু বিজ্ঞান দিয়ে ঈশ্বর কে খোঁজা অর্থহীন।
অসাধারণ ব্যাখ্যা করেছেন আপনি👍👍👍অনেক কিছু ধারণা পেলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর আলোচনা করেছেন, খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
Thank you very much.
খুব সুন্দর বিশ্লেষণ।
আমার মনে হয় সমস্ত সায়েন্টিস্ট মিলে ভালোভাবে গবেষণা করে একজন মৃত মানুষকে জীবিত করতে পারলে স্রষ্টার প্রতি কারও আর কোন বিশ্বাস থাকবে না তা যতদিন সম্ভব নয় মানুষ সেই মহা শক্তিধর এর কৃপা কম্বেশন করে বেড়াবেই
ভিডিও টি খুব ইনফর্মেটিভ। খুব সুন্দর।
Excellent......
Very informative and interesting video ❤❤..
khub bhalo laglo Sir❤🙏
স্রষ্টা মহাশক্তি,তিনি তারমত। শক্তি পকেটে রেখে দিলে কাজ করবেনা
শক্তি তারমত প্রয়োজন মত আবরনে কাজ করে।ভাল লাগলো এই চিন্তাটা।
কোরানেও বলে আল্লাহ আল্লাহর মত আকৃতিতে আছেন যার সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা করা যায় না।
ধন্যবাদ।
Salute you sir.
🙏
ভিডিও টা দারুন হয়েছে
ভালো লেগেছে আপনার গোছালো যুক্তির বক্তব্য। ধন্যবাদ
আমি খ্রীষ্ট ধর্মের যখন আমও ছোট ছিলাম আমি, যীশুকে জানতাম না তাকে নিয়ে চিন্তাও করতামনা আমি তখন ক্লাস ৩ তে পড়ি আমার টাইফয়েট জ্বর হয়েছিলো, ৭ দিন টানা জ্বর আমি একদিন দুপুরে শুয়ে তন্দ্রাঘোরে দেখি আমি একটা পাথরে শুয়ে আছি আশেপাশে সুন্দর বাগান হটাত সাদা পোশাক পড়া এক ব্যক্তি আকাশ থেকে নেমে এলেন এবং তিনি আমাকে স্পর্শ করলেন আমি চোখ বন্ধ করলাম এবং একটা হলুদ ক্রুশ দেখতে পেলাম,, আমি জেগে উঠলাম, সেদিন থেকে আমি সুস্হ শহরে এসে ডাক্তার দেখানের কথা ছিলো আর দেখাতে হয়নি আমি পরে আমার মা বাবা কে কথাটা বলি, এর পথ থেকেই আমি যীশুকে জানতে আগ্রহী হই, আমি জানি তিনি আছেন তিনিই একমাএ সত্য। কথা হলো আমি তখন শিশু ছিলাম আমি যীশুকে তখন ভাবতাম না জানতাম না তবে তিনি আমাকে জানতেন। ধন্যবাদ যীশু তুমি চির প্রেমে প্রেম করেছো আমায় আল্লেলুইয়া
আমি মুসলিম। কিন্তু আমি ছোটবেলা যীশুকে নিয়ে ভাবি। আমি পন্চম শ্রেণীতে থাকতে যীশুর সম্পর্কে বিস্তারিত শুনেছিলাম। তারপর থেকে যীশু আমার মাথায় ঢুকেছে। আমি জানতাম যীশু আমাদের নবী। তারপর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে যীশুকে নিয়ে ইন্টারনেটে অনেক তথ্য খুজতে থাকি আনেক ভিডিও দেখতে থাকি। তারপর বুঝলাম যীশুকে নবী বললে যীশুকে ছোট করা হয়। এখন আমি মানি, এই প্রকৃতি, এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই মিলেই ইশ্বর, সবকিছু ইশ্বরের শরীরের অংশ। মানুষের হাত জীবন্ত মানুষের যেমন একটা অংশ তেমনি একটা বালুকনাও জীবন্ত ইশ্বরের অংশ। যীশুকে ইশ্বর দুনিয়াতে প্রেরন করেছে আমাকেও ইশ্বর দুনিয়াতে প্রেরন করেছে। কিন্ত আমার চেয়ে যীশুকে অনেক বেশী মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ইশ্বর যীশুকে তার সৃষ্টির উপরে সর্বোচ্চ আধিপত্য দিয়ে পাঠিয়েছে যে আধিপত্য একমাত্র ইশ্বরের থাকে। তাই যীশুই ইশ্বর।
আমি Adventist.
Whole universe is god
@@PallabiMondal-i8m yes, whole universe is living GOD.
@@ranikamondal2838 ohh ami Catholic
Excellent.
Joy Bhagaban Sru Ramkrishna, Joy Maa Sarada Devi, joy Swamini 🙏🙏🙏
অসাধারণ উপস্থাপনা।
আমার জীবনে শোনা সর্বশ্রেষ্ঠ আলোচনা বা ব্যাখ্যা ।
Thank you very much.
@@ScienceAroundYou আপনার ধারণার সাথে 100% সহমত । আমার মানসিকতার সাথে আপনার মিল আছে । যতটুকু বিজ্ঞান পড়ে চলেছি, তাতে ঈশ্বর সম্পর্কিত এই 'বিশ্বাস' ক্রমশঃ দৃঢ় হচ্ছে ।
অসাধারন। অনেক কিছু জানলাম
আমি একজন নাস্তিক ব্যক্তি ও বিজ্ঞান প্রেমিক মানুষ আপনার এই ভিডিওটা দেখে ভেতরে অনেক রকম প্রশ্ন জন্ম নিচ্ছে আপনার ভিডিওটা খুবই ভালো লাগলো এরকম ভাবে আরো ভালো ভিডিও বানান।এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেছে। ⚛️🔭🔬🧬⚗️
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
Sir ami apnar samasta juktir sathe ek mat... Salute you sir🙏
🙏
কোরআন যে পড়বে। সে ঈশ্বরের ধারণা সঠিক ভাবে পাবে।
😂
ওই জন্যই মুসলিম কান্ট্রি গুলোতে এরকম হচ্ছে 😂
আপনি কি পুরো কোরআন পড়েছেন?
অসাধারণ ❤
Your presentation is rationalist materialistic and scientific highly appreciated as a human being.
Thank you very much.
অনেক তথ্যবহুল ভিডিও, আরও ভিডিও চাই
Ishwar Ekta Hai Free quencey Energy and Weve Apnake daser koti koti ponam janai 🙏👍
Indeed,a commendable discourse, should be continued.
অসাধারন
ধন্যবাদ স্যার আপনাকে, অনেক গভীর জ্ঞান নিয়ে কথা বলেন, বিজ্ঞানভিত্তিক আরো অনেক ভিডিও দেবেন এই আশায় রইলাম
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।