এই জায়গাতেই সমস্যা । হাই স্পিড এবং low-speed গাড়ির লেন যদি একটা থাকে তবে লো স্পিডের গাড়ি সামনে রেখে গাড়ি চালানো যায় না বাধ্য হয়ে ওভারটেক করতে হয়। তবে আপনার এই গুরুত্বপূর্ণ সর্তকতা ভবিষ্যতে আমাকে সাবধানতা অবলম্বন করার জন্য উৎসাহ যোগাবে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।
একটা সময় ছিল যখন নবিনগর এর পর থেকে পুরো হাইওয়ে জুড়ে এত গাছ ছিল বলার মতন না।এই ধুলিভিটা, কালাম্পুর এইসব জায়গা তো লাস্ট ২-২.৫ বছর আগেও গাছ দিয়ে মোড়ানো ছিল।কিন্তু এই ২০২২ সালে এসব শুধু স্মৃতির পাতায় লেখা গল্প
গাবতলি থেকে শুরু করে নবীনগর পর্যন্ত দশ লেনের রাস্তার কাজ এর ভিডিও দিবেন।
ইনশাআল্লাহ
ঢাকা জেলার ধামরাই উপজেলা,বাড়বাড়ীয়া ইনসেপ্টা ঔষধ কোম্পানী । ঐখানে আমার বাড়ি
❤️
ভাইয়া গাবতলি থেকে শুরু করে নবীনগর পর্যন্ত অনেক গুলো সেতু আছে সেগুলো কি আট লেনের হবে?
সবগুলোই হবে কিনা এখনই বলা একটু কঠিন, আমাদের কাছে তেমন কোন নিউজ এলে অবশ্যই আপনাকে জানাবো।
ঢাকা আরিচা মহাসড়ক ৪ লেন হচ্ছেনা বরং প্রতিটা ভয়ংকর বাঁক এবং বাজার গুলো ৪ লেন হচ্ছে।তবে নবীনগর থেকে গাবতলি ৮ লেন হবে
last er jayga tar nam ki
৪ লেন কই?
ভাত খাইতে সাধারণ মানুষ ভাত পায় না, দেশের ভাবমূর্তি দিয়ে কী হইব!! সবাইকে সতর্ক করতেছেন ভালো কথা। কিন্তু আপনি বারবার নিজেই ওভারটেক করতেছেন এটা ঠিক না।
এই জায়গাতেই সমস্যা । হাই স্পিড এবং low-speed গাড়ির লেন যদি একটা থাকে তবে লো স্পিডের গাড়ি সামনে রেখে গাড়ি চালানো যায় না বাধ্য হয়ে ওভারটেক করতে হয়। তবে আপনার এই গুরুত্বপূর্ণ সর্তকতা ভবিষ্যতে আমাকে সাবধানতা অবলম্বন করার জন্য উৎসাহ যোগাবে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।
@@we5tv100 jjhgg
একটা সময় ছিল যখন নবিনগর এর পর থেকে পুরো হাইওয়ে জুড়ে এত গাছ ছিল বলার মতন না।এই ধুলিভিটা, কালাম্পুর এইসব জায়গা তো লাস্ট ২-২.৫ বছর আগেও গাছ দিয়ে মোড়ানো ছিল।কিন্তু এই ২০২২ সালে এসব শুধু স্মৃতির পাতায় লেখা গল্প
হুম ঠিক বলেছেন। উন্নয়ন হচ্ছে ঠিকই তবে রাস্তার সৌন্দর্য হারাচ্ছে।