আসিফ নজরুলের মুখোশ উন্মোচন ইন্ডিয়ান গুপ্তচর........ আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী : মুনাফিকরা মানুষদের আল্লাহর দিকে আসতে দেয় না। তারা নানাভাবে বাধা সৃষ্টি করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, مُّذَبْذَبِينَ بَيْنَ ذَلِكَ لاَ إِلَى هَـؤُلاء وَلاَ إِلَى هَـؤُلاء وَمَن يُضْلِلِ اللّهُ فَلَن تَجِدَ لَهُ سَبِيلاً এরা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত; এদিকেও নয় ওদিকেও নয়। বস্তুতঃ যাকে আল্লাহ গোমরাহ করে দেন, তুমি তাদের জন্য কোন পথই পাবে না কোথাও। [ সুরা নিসা ৪:১৪৩ ] . وَإِذَا لَقُواْ الَّذِينَ آمَنُواْ قَالُواْ آمَنَّا وَإِذَا خَلَوْاْ إِلَى شَيَاطِينِهِمْ قَالُواْ إِنَّا مَعَكْمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্রা। [ সুরা বাকারা ২:১৪ ] . وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। [ সুরা বাকারা ২:৮ ] . يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না। [ সুরা বাকারা ২:৯ ] . فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللّهُ مَرَضاً وَلَهُم عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন। [ সুরা বাকারা ২:১০ ] . اللّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে। [ সুরা বাকারা ২:১৫ ] . أُوْلَـئِكَ الَّذِينَ اشْتَرُوُاْ الضَّلاَلَةَ بِالْهُدَى فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُواْ مُهْتَدِينَ তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। [ সুরা বাকারা ২:১৬ ] . إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الأَسْفَلِ مِنَ النَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًا নিঃসন্দেহে মুনাফেকরা রয়েছে দোযখের সর্বনিম্ন স্তরে। আর তোমরা তাদের জন্য কোন সাহায্যকারী কখনও পাবে না। [ সুরা নিসা ৪:১৪৫ ] . يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ হে নবী, কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফেকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। তাদের ঠিকানা হল দোযখ এবং তাহল নিকৃষ্ট ঠিকানা। [ সুরা তাওবা ৯:৭৩ ] . وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَىَ قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُواْ بِاللّهِ وَرَسُولِهِ وَمَاتُواْ وَهُمْ فَاسِقُونَ আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনও নামায পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসূলের প্রতিও। বস্তুতঃ তারা না ফরমান অবস্থায় মৃত্যু বরণ করেছে। [ সুরা তাওবা ৯:৮৪ ] . اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِن تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَن يَغْفِرَ اللّهُ لَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُواْ بِاللّهِ وَرَسُولِهِ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর আর না কর। যদি তুমি তাদের জন্য সত্তর বারও ক্ষমাপ্রার্থনা কর, তথাপি কখনোই তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তা এজন্য যে, তারা আল্লাহকে এবং তাঁর রসূলকে অস্বীকার করেছে। বস্তুতঃ আল্লাহ না-ফারমানদে রকে পথ দেখান না। [ সুরা তাওবা ৯:৮০ ]
এ দেশের বলদরা মনে করে খালেদা হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আদালত যেমন তাদের কথায় চলতো তেমন এখন আসিফ নজরুলের কথা মতো চলবে। এরা কোন ভাবেই মানতে পারছে না যে আদালত স্বাধীন ভাবে চলছে।
@muhamnadtasleem2172 বিচার বিভাগ কি এদেশে স্বাধীন ভাবে কাজ করবে না? নাকি আগের মতো সরকারের কথা মতো রায় দিবে? আসিফ নজরুল কি আদালতের বিচারক য তিনি জামিন দেন?
মোমিন ভাইকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে কথা গুলি তুলে ধরার জন্য, আমি বাংলাদেশের সাধারণ একজন জনগণ, বাংলাদেশকে নিয়ে আর খেলা করবেন না, দালালি করবেন না, সবাই দেশকে ভালোবাসুন এবং দেশ প্রিমিক হন। সকল দেশ প্রিমিক কে ধন্যবাদ।
এ দেশের বলদরা মনে করে খালেদা হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আদালত যেমন তাদের কথায় চলতো তেমন এখন আসিফ নজরুলের কথা মতো চলবে। এরা কোন ভাবেই মানতে পারছে না যে আদালত স্বাধীন ভাবে চলছে।
ভাই আপনি তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন ফেসবুকে পোস্ট দেওয়ার কারনেও মানুষকে আয়না করে রেখেছে অথচ তারা দিন রাত আওয়ামী লীগের সমালোচনা করে বুক টান করে করে ঘুরে বেড়াতো তাদের কোন বাধা ছিল না কোন টিভি চ্যানেলে তারা হলো ভারতের এজেন্ট এটাই হলো তার রহস্য বিপত্তিকর পরিস্থিতিতে তাদের কাজে লাগানো হয় আমার মনে হয়।
এ দেশের বলদরা মনে করে খালেদা হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আদালত যেমন তাদের কথায় চলতো তেমন এখন আসিফ নজরুলের কথা মতো চলবে। এরা কোন ভাবেই মানতে পারছে না যে আদালত স্বাধীন ভাবে চলছে।
উপরের বক্তব্যের প্রেক্ষিতে নয়, মতামতের প্রেক্ষিতে বলছি - অনেক সময় মানুষ পাগলের কথায় প্রতিবাদ না করে চুপ থাকে । কারন পাগল তাকে অপমান করতে ছাড়বে না । পাগলের কাছে কে কখণ অসম্মানের তা বুঝা মুশকিল । এমন কারনেও অনেকে অনেক সময় চুপ থাকে ।
এ দেশের বলদরা মনে করে খালেদা হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আদালত যেমন তাদের কথায় চলতো তেমন এখন আসিফ নজরুলের কথা মতো চলবে। এরা কোন ভাবেই মানতে পারছে না যে আদালত স্বাধীন ভাবে চলছে।
ইলিয়াস ভাইয়েরা আমাদের সচেতন করেছিলেন বলেই আন্দোলন সফল হয়েছিলো। আসিফ নজরুলকে যারা দেশ প্রেমিক মনে করেন তার একদিন বুঝবেন। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে যাবে!
আমি মনে করি আসিফ নজরুল এর মন্ত্রণালয়কে পরিবর্তন করলেই সম্ভব। আদীলুর রহমান সূভ ভাইয়ের মন্ত্রণালয়দুটাই আসিফ নজরুল স্যারকে দিয়ে হলেও সূভ ভাইকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হউক।
আসিফ নজরুল ষাঁড়ের জবাব দেয়ার কিছু নেই, সে হচ্ছে মোনাফেক, ভারতের দালাল, ফ্যাসিস্ট এর দোসর, তার সমস্ত কর্মকাণ্ড এটাই প্রমান করে। শুধু ইউনুস স্যার, নাহিদ আর আসিফের জন্য এখনো মানুষ তাকে কিছু বলছে না, নয়তো সচিবালয় ঘেরাও করে জুতিয়ে নামাতো? ইলিয়াস হোসেনের একটা প্রশ্নের উত্তর দেয়ার ক্ষমতা কি ওই চোরের জামাতা চোরের আছে?? জনগন এখন তাকে রাস্তায় পেলে মুখে থুতু দেবে। প্রয়োজনে জনমত যাচাই করে দেখেন আমার কথা সত্যি কিনা!
আসিফ নজরুল স্যার কে অবশ্যই সঠিক পথে চলা উচিত। উনি বিভিন্ন চাপের কারণে হয়তো লাইনচ্যুত হয়ে যাচ্ছে। যা দেশের জন্য শুভকর নয়। তাই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথা আমরা ফেলে দিতে পারি না।
ইলিয়াস ভাই একজন বিচক্ষণ এবং সৎ নিজের জীবন বাজি রেখে দেশের সত্য কথা তুলে ধরেন, আকাশচুম্বী তার ভালোবাসা দেশ এবং জনগণের জন্য, আমরাও ইলিয়াস ভাই এবং পিনাকী দাদাকে অনেক ভালো বাসি এবং দোয়া করি৷
খুবই ভালো একটা উদ্যোগ গ্রহণ এবং অসাধারণ সঠিক কথা বিশ্লেষণ
ফারুকির মতো লোকেরা কেন উপদেষ্টা?
উল্টো ও তো হতে পারে।
আসিফ নজরুলের মুখোশ উন্মোচন ইন্ডিয়ান গুপ্তচর........
আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী : মুনাফিকরা মানুষদের আল্লাহর দিকে আসতে দেয় না। তারা নানাভাবে বাধা সৃষ্টি করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
مُّذَبْذَبِينَ بَيْنَ ذَلِكَ لاَ إِلَى هَـؤُلاء وَلاَ إِلَى هَـؤُلاء وَمَن يُضْلِلِ اللّهُ فَلَن تَجِدَ لَهُ سَبِيلاً
এরা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত; এদিকেও নয় ওদিকেও নয়। বস্তুতঃ যাকে আল্লাহ গোমরাহ করে দেন, তুমি তাদের জন্য কোন পথই পাবে না কোথাও। [ সুরা নিসা ৪:১৪৩ ]
.
وَإِذَا لَقُواْ الَّذِينَ آمَنُواْ قَالُواْ آمَنَّا وَإِذَا خَلَوْاْ إِلَى شَيَاطِينِهِمْ قَالُواْ إِنَّا مَعَكْمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ
আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্রা। [ সুরা বাকারা ২:১৪ ]
.
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। [ সুরা বাকারা ২:৮ ]
.
يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ
তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না। [ সুরা বাকারা ২:৯ ]
.
فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللّهُ مَرَضاً وَلَهُم عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন। [ সুরা বাকারা ২:১০ ]
.
اللّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে। [ সুরা বাকারা ২:১৫ ]
.
أُوْلَـئِكَ الَّذِينَ اشْتَرُوُاْ الضَّلاَلَةَ بِالْهُدَى فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُواْ مُهْتَدِينَ
তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। [ সুরা বাকারা ২:১৬ ]
.
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الأَسْفَلِ مِنَ النَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًا
নিঃসন্দেহে মুনাফেকরা রয়েছে দোযখের সর্বনিম্ন স্তরে। আর তোমরা তাদের জন্য কোন সাহায্যকারী কখনও পাবে না। [ সুরা নিসা ৪:১৪৫ ]
.
يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ
হে নবী, কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফেকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। তাদের ঠিকানা হল দোযখ এবং তাহল নিকৃষ্ট ঠিকানা। [ সুরা তাওবা ৯:৭৩ ]
.
وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَىَ قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُواْ بِاللّهِ وَرَسُولِهِ وَمَاتُواْ وَهُمْ فَاسِقُونَ
আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনও নামায পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসূলের প্রতিও। বস্তুতঃ তারা না ফরমান অবস্থায় মৃত্যু বরণ করেছে। [ সুরা তাওবা ৯:৮৪ ]
.
اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِن تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَن يَغْفِرَ اللّهُ لَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُواْ بِاللّهِ وَرَسُولِهِ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর আর না কর। যদি তুমি তাদের জন্য সত্তর বারও ক্ষমাপ্রার্থনা কর, তথাপি কখনোই তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তা এজন্য যে, তারা আল্লাহকে এবং তাঁর রসূলকে অস্বীকার করেছে। বস্তুতঃ আল্লাহ না-ফারমানদে রকে পথ দেখান না। [ সুরা তাওবা ৯:৮০ ]
Kulangar Abdul Momenke Druto Danda bedi lagan Somoy Nosto korenna Pls.
Ai Muhurte Corrupted Criminal Abdul Momenke DUDOKER CHAIRMAN theke Shoiye ane Bicharer Aowtay Ana
ইলিয়াস সঠিক বলে।আসিফ নজরুলের কাজ সন্দেহ জনক।
এ দেশের বলদরা মনে করে খালেদা হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আদালত যেমন তাদের কথায় চলতো তেমন এখন আসিফ নজরুলের কথা মতো চলবে। এরা কোন ভাবেই মানতে পারছে না যে আদালত স্বাধীন ভাবে চলছে।
13:04
Right
রাইট বলেছো
@muhamnadtasleem2172 বিচার বিভাগ কি এদেশে স্বাধীন ভাবে কাজ করবে না? নাকি আগের মতো সরকারের কথা মতো রায় দিবে? আসিফ নজরুল কি আদালতের বিচারক য তিনি জামিন দেন?
আসিফ নজরুলের পদত্যাগ চাই
হ্যানি খোর ট্রাপে পরা ধরা খেয়েছে পদত্যাগ করা ভালো হবে পরে ভাগতে হবে 😂😂😂
অবিলম্বে আসিফ নজরুল পদত্যাগ চাই
অনিতা সাহেবের নতুন video লোমহর্ষক তথ্য আসিফ নজরুল কে নিয়ে।
সাংবাদিক ইলিয়াস এর তথ্য সত্য মনে করি। আসিফ নজরুলের বক্তব্য কাজ কাম সন্দেহপূর্ণ
সহমত
সঠিক
Right vai
সহমত
গরুর পাল।
রাইট কানেকশন আসিফ নজরুল ও প্রথম আলো ডেইলি স্টার একই গ্রুপের পন্য
ঠিক বলেছো
রাইট
সেই জন্যই দুতরফই চুপ
মোমিন ভাইকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে কথা গুলি তুলে ধরার জন্য, আমি বাংলাদেশের সাধারণ একজন জনগণ, বাংলাদেশকে নিয়ে আর খেলা করবেন না, দালালি করবেন না, সবাই দেশকে ভালোবাসুন এবং দেশ প্রিমিক হন। সকল দেশ প্রিমিক কে ধন্যবাদ।
ইলিয়াস ভাই গাড়ি চালিয়ে ভাত খাই কিন্তু দালালি করে না
খাই মানে??
সাংবাদিক ইলিয়াশ হোসেন একমাত্র দেশের জন্য কথা বলেন এবং দেশকে ভালোবাসেন। উপদেষ্টারা অনেকে ভুল পথে পরিচালিত হচ্ছেন।
@@farukahmmed6221 গুজব এর জন্য আমেরিকা তে জেল ও খাটে।
এ দেশের বলদরা মনে করে খালেদা হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আদালত যেমন তাদের কথায় চলতো তেমন এখন আসিফ নজরুলের কথা মতো চলবে। এরা কোন ভাবেই মানতে পারছে না যে আদালত স্বাধীন ভাবে চলছে।
@@mahfuzurrahman974থাই মানে হলো তিনি কর্ম করেন।
গোলাম মাওলা রনি আর আসিফ নজরুল মুদ্রার এপিঠ ওপিঠ ,কখনো সুশীল কখনো আওয়ামী দোসর কদাচিত বিরোধী বক্তব্য।
সঠিক কথা ভাই।
Right দশ কথার এক কথা
ভাই আপনি তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন ফেসবুকে পোস্ট দেওয়ার কারনেও মানুষকে আয়না করে রেখেছে অথচ তারা দিন রাত আওয়ামী লীগের সমালোচনা করে বুক টান করে করে ঘুরে বেড়াতো তাদের কোন বাধা ছিল না কোন টিভি চ্যানেলে তারা হলো ভারতের এজেন্ট এটাই হলো তার রহস্য বিপত্তিকর পরিস্থিতিতে তাদের কাজে লাগানো হয় আমার মনে হয়।
Ekdom thik
একশত ভাগ ঠিক
❤❤❤❤❤❤❤❤ সবার সেরা ইলিয়াস কলিজার ভাই আপনার জন্য দুয়া ও ভালোবাসা অভিরাম সব সময় ঐ থাকবে ইনশাআল্লাহ
সাংবাদিক ইলিয়াস ভাই ভিডিও প্রমান দেখিয়ে ছেন। এতএব সাংবাদিক ইলিয়াস ১০০% স্টিক।
Be Careful Everybody!! Pinaki Vottacharga is an INDIAN RAW Agent.
Jj
Right
তুই ভোদাই বাচ্চা প্রমানের কি বুঝোস?? মুখের কথা ই কি প্রমাণ হয়ে যায়
Yes
ইলিয়াসের কথা ১০০% সঠিক
এ দেশের বলদরা মনে করে খালেদা হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আদালত যেমন তাদের কথায় চলতো তেমন এখন আসিফ নজরুলের কথা মতো চলবে। এরা কোন ভাবেই মানতে পারছে না যে আদালত স্বাধীন ভাবে চলছে।
আসিফ নজরুল দোষি আওয়ামী দালাল বহু আগে থেকেই যখন নুরুল হকের দলের লোক হাসিনা লোক
আমিরুল মুমিনুল ভাই । সুকৌশলে অনেক সত্য তুলে ধরেছেন। ধন্যবাদ।
চুপ থাকার মানে হল ঘটনা সত্য।
সহমত সবাই আওয়াজ তুলুন বেশি বেশি শেয়ার করি
Right ❤️❤️
উপরের বক্তব্যের প্রেক্ষিতে নয়, মতামতের প্রেক্ষিতে বলছি - অনেক সময় মানুষ পাগলের কথায় প্রতিবাদ না করে চুপ থাকে । কারন পাগল তাকে অপমান করতে ছাড়বে না । পাগলের কাছে কে কখণ অসম্মানের তা বুঝা মুশকিল । এমন কারনেও অনেকে অনেক সময় চুপ থাকে ।
@@AkteruzzamanMohasin তাহলে আপনি বুঝাতে চাইলেন যে ইলিয়াস ভাই পাগল।আপনি তো তাহলে প্রিমীয়ার লীগের অন্তর্ভুক্ত।
ইলিয়াস ভাই একজন সত সাংবাদিক, আল্লাহ তুমি উনার নেক হায়াত দান করেন আমিন।
Mitha oni akjon vondo jamt er dog
আমিন
Àmeen
ইলিয়াস ভাই ১০০% সত্য কথা বলেন।
ইলিয়াস হোসাইনের সব কথা বিশ্বাস হয় না
১০০% সত্য কিনা জানিনা তবে তার দেয়া তথ্যগুলো হুবহু মিলে যায়
খুব সুন্দর গঠনমূলক আলোচনা, ধন্যবাদ সাংবাদিক মানিক ভাইকে।
ইলিয়াস জিন্দাবাদ,
ইলিয়াসের এপিসোড ২০০% রাইট।
২০০ কোনো পার্সেন্ট হয়??
মূর্খ।
সময়োপযোগী তথ্য সমৃদ্ধ আলোচনার জন্য ধন্যবাদ
ইলিয়াস হোসেন কিন্তু প্রমান দিয়েই অভিযোগ করেছে, প্রায় সব কটারই। কাজেই অভিযোগ সত্য।
এখন পর্যন্ত আমার দেখা দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস ভাই
দুর্নিতিবাজদের সাথে কথা বলবে কেন? তাদের ঘার ধরতে হবে।
কথা বল্লে উপদেষ্টাগন বলবে ইলিয়াস কেন বলবে? এটা অযৌক্তিক।
এ দেশের বলদরা মনে করে খালেদা হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আদালত যেমন তাদের কথায় চলতো তেমন এখন আসিফ নজরুলের কথা মতো চলবে। এরা কোন ভাবেই মানতে পারছে না যে আদালত স্বাধীন ভাবে চলছে।
উপদেষ্টার বাপের দেশ?ওরা হচ্ছে এখন জনগণের কামলা।জনগণের কথাই শেষ কথা। @@alheraalhera5262
সঠিক
দারুণ বলেছেন, অনেক জরুরী। দেশটা ঠিক করার জন্য এই উদ্যোগ নেয়া উচিত।
ইলিয়াস হোসেন সত্যিকারের দেশপ্রেমিক সাংবাদিক।
ইলিয়াস ভাই ❤❤❤❤❤❤❤❤পিনাকি দাদা❤❤❤❤❤❤
Be Careful Everybody!! Pinaki Vottacharga is an INDIAN RAW Agent.
আসিফ নজরুল ভারতের র এজেন্ট
আইন উপদেষ্টা কে বরখাস্ত করা উচিত।
রাজাকারের বাচ্চা
অবশ্যই উচিত।
সহমত সবাই জনগণকে বোঝান সজাগ থাকবেন আওয়াজ তুলুন এবং বেশি করে শেয়ার করি
Bangladesher Khomotar Chair E Atha Lagano Thake, Desh ba Desher Manusher Jai Hok Chair Charbena. Jotokhon Na Jonogon Take Goladhakka Na Diye Na Sorabe
ইলিয়াস ভাইয়েরা আমাদের সচেতন করেছিলেন বলেই আন্দোলন সফল হয়েছিলো।
আসিফ নজরুলকে যারা দেশ প্রেমিক মনে করেন তার একদিন বুঝবেন। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে যাবে!
মানিক ভাই আপনি সঠিক কথা বলছেন আসা করি আদিলুর রহমান খান উদ্দেক নিবেন।
ড: ইউনুস বুঝেনা কেন ?
@@kamrunnessa6926ওনি চাপে পড়ে আছে হয়তো
আসিফকে কোন দিন এই দেশের মানুষ ভাল বাসবে না ৷ 👎সুদু ভাল বাসে ইলিয়াস ভাইকে আর পিনাকি দাদাকে❤❤❤🌹🌹🌹🇧🇩🇧🇩🇧🇩
আহারে 😂😂😂
অনকে সুন্দর বিশ্লেষণ। দেশের এবং গণ অভ্যুত্থানের শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর পরামর্শ দিয়েছেন 💚
ইলিয়াস হোসাইন যা বলেছেন তা সত্য এবং এটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না গ্যারান্টি.
Right
সহমত
কিছু ভুল আছে ৮০ সত্য হবে
Right
@@abubokorsiddik2315 20% ভুল কেউ কি প্রমাণ করতে পারবে?
আসিফ নজরুল তলে তলে নৌকা চালায়।
সহমত সবাই আওয়াজ তুলুন বেশি বেশি শেয়ার করি
Asif nozule tote na open vabe koreche vai .
Ei loktir karone desh awamilegue eto utpat korite pereche .visoy gulo bujite hobe .
@@TigerBlue-ls8bb ঠিক বলেছেন ।
শতভাগ প্রমাণিত বক্তব্য
নিরপেক্ষ এবং সময়োপযোগী বিশ্লেষণ।
ইলিয়াসের প্রতি আমার সমর্থন প্রদান করছি।
আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব যদি সু- শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন,বিবেকবান হয়ে থাকেন তাহলে অবশ্যই তাহার পদত্যাগ করা উচিৎ।
সহমত আসিফ নজরুল অবশ্য দুষি। ইলিয়াস ভাই রাইট বলেছেন ১০০ ভাগ সত্যি।
আমি মনে করি
আসিফ নজরুল এর মন্ত্রণালয়কে
পরিবর্তন করলেই সম্ভব।
আদীলুর রহমান সূভ ভাইয়ের মন্ত্রণালয়দুটাই আসিফ নজরুল স্যারকে দিয়ে হলেও
সূভ ভাইকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হউক।
ঝাড়ু দিয়ে পিটাইলেও পদত্যাগ করবে না?
ভালো পরামর্শ দিয়েছেন জাজাকাল্লাহ খাইরান আল্লাহ আমাদের সকল কে হেদায়েত দাও আমিন।
শুনে নিশ্চুপ থাকা, বা পাত্তা না দেওয়া ফেসিস্টের স্বভাব। খুব সময়োপযোগী আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ।
Right
Ellis is right
আলহামদুলিল্লাহ
আসিফ নজরুলের কর্মকাণ্ড সন্দেহজনক কিন্তু ইলিয়াস অকৃত্রিম এবং বিশ্বস্ত।
আসিফ নজরুল ষাঁড়ের জবাব দেয়ার কিছু নেই, সে হচ্ছে মোনাফেক, ভারতের দালাল, ফ্যাসিস্ট এর দোসর, তার সমস্ত কর্মকাণ্ড এটাই প্রমান করে। শুধু ইউনুস স্যার, নাহিদ আর আসিফের জন্য এখনো মানুষ তাকে কিছু বলছে না, নয়তো সচিবালয় ঘেরাও করে জুতিয়ে নামাতো? ইলিয়াস হোসেনের একটা প্রশ্নের উত্তর দেয়ার ক্ষমতা কি ওই চোরের জামাতা চোরের আছে?? জনগন এখন তাকে রাস্তায় পেলে মুখে থুতু দেবে। প্রয়োজনে জনমত যাচাই করে দেখেন আমার কথা সত্যি কিনা!
মানিক ভাই ধন্যবাদ এই ভাবে দেশের জন্য কাজ করে জান।দোয়া রইলো।
ইলিয়াস ভাই সঠিক তত্ত্ব দিয়েছেন ❤
ইলিয়াস ভাই আমার কলিজার ভাই দাদা পিনাকী সহ সবাই কে শ্রদ্ধা এগিয়ে যান আমরা সবাই আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ
ইলিয়াস হোসেন সঠিক কথা বলেছেন। আগামীতে আরো ক্লিয়ার হবে দেশবাসী। আসিফ নজরুলের কর্মকান্ড পুরোটাই সন্দেহজনক।
Thank you for your advice.
ইলিয়াছ এবং পিনাকি উনারা দেশ প্রেমিক. উনারা দেশের ভালো চান.
আসিফ নজরুল তাহলে তলে তলে নৌকার তলে
সহমত
আসিফ নজরুলকে সন্দেহ জনক মনে হচ্ছে। এবং ইলিয়াস হোসাইনের তথ্য সত্য প্রমাণিত হয়েছে
আসিফ নজরুল স্যার কে অবশ্যই সঠিক পথে চলা উচিত। উনি বিভিন্ন চাপের কারণে হয়তো লাইনচ্যুত হয়ে যাচ্ছে। যা দেশের জন্য শুভকর নয়। তাই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথা আমরা ফেলে দিতে পারি না।
ইলিয়াস ভাইয়ের প্রতি আমাদের ১০০% ভরসা আছে।
আসিফ নজরুল স্যারের কাজকর্ম সন্দেহজনক।
আসলেই এই আসিফ নজরুল মুজিবের পথেই এগোচ্ছে মনে হচ্ছে। ইলিয়াসকে আমরা বিশ্বাস করি❤❤❤❤❤❤❤
ধন্যবাদ আমিরুল মুমিনিন ভাইখুব সুন্দর পরামর্শ দিয়েছেন
ইলিয়াস ভাই ১০০০০% রাইট
ইলিয়াস হোসেন অলি আউলিয়ার পর্যায়ে চলে গিয়েছেন উনি যেগুলো বলবেন সেগুলো বর্তমানে হাদিস হিসেবে গ্রহণ করা হবে। বোকাচোদা অন্ধ ভক্তের দল 😅😅😅
😂😂😂😂😂
দেশের পক্ষে কথা বলার জন্য আজ ইলিয়াছ দেশ ছাডা, সুতরাং দেশপ্রেম কার কত সেটা বুজতে বড ধরনের বুদ্ধিজীবি হথে হয়না
Right
দেশ প্রেমিক রা দেশ ছাড়েনা, জেলে যায়। ইলিয়াস বাটপার
সেটাই বুদ্ধিজীবী হতে হয় না। কিন্তু নূন্যতম বুদ্ধি তো থাকতে হয়। সেটা না থাকলে যে কেউ মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে পারে।
@@kamruldhali6148বালচুন
@@kamruldhali6148 আপনার কুন নেতা দেশের পক্ষে বলে জেল খেটেছে একটু বলে যাবেন
ইলিয়াস ভাই সত্যিকারের একজন দেশ প্রেমিক
ধন্যবাদ মানিক ভাই। আসিফ নজরুলকেও পছন্দ করি। কিন্তু ইলিয়াছ হোসাইনকে সত্য মনে করি।
ইলিয়াসের ভিডিও অধিকাংশ অতি অতিরঞ্জিত, বিশেষ উদ্দেশ্যে করা।
@@nurunnaharruna1119👍
ইলিয়াস ভাই ঠিক কথা বলেছে
সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই ঠিক কথা বলেছে
খুবই সুন্দর আলোচনা। আমীরুল মোমেনীন মানিক ভাই কে অনুরোধ করবো এই সমস্যা নিরসনে আপনিও ভূমিকা রাখুন।ধন্যবাদ।
আমি ও অনুরোধ করলাম। মানিক ভাই কে।
ইলিয়াস ভাই অবশ্যই দেশপ্রেমিক সাংবাদিক। তার তথ্য উপাত্ত সম্পুর্ন সঠিক। আর পিনাকী দাদার সাথে জনগন আছে এবং থাকবে।
আসিফ নজরুল কে জায়গা ছাড়তে হবে।
রাজাকারের বাচ্চা
ইলিয়াস ভাইয়ের দেশপ্রেম নিয়ে কোন সন্দেহ নেই
অসাধারণ বিশ্লেষণ ভাই,,,
ইলিয়াস ভাই প্রমান সহ আসিফ নজরুলের অপকর্ম তুলে ধরেছে,, সৈরাচার হাসিনার বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অবদান এই জাতি আজিবন মনে রাখবে
গঠনমুলক আলোচনার জন্য আন্তরিক মোবারক
ইলিয়াস ভাই একজন বিচক্ষণ এবং সৎ নিজের জীবন বাজি রেখে দেশের সত্য কথা তুলে ধরেন, আকাশচুম্বী তার ভালোবাসা দেশ এবং জনগণের জন্য, আমরাও ইলিয়াস ভাই এবং পিনাকী দাদাকে অনেক ভালো বাসি এবং দোয়া করি৷
ইলিয়াস সবসময় গঠনমূলক ও প্রমাণ নির্ভর আলোচনা করেন ।
ইলিয়াস ভাইকে বিশ্বাস করি।
ইলিয়াস আলী ভাই এবং পিনাকী ভট্টাচার্য এই দুই ব্যক্তির দেশ প্রেম নিয়ে কোন প্রশ্ন উঠার সুযোগ নেই
Right
সহমত মাহামুদুর রহমান স্যার সহ
Jara prosno tulbe tara gono obbottaner jei houk take ar fol bug korte hobe
রাইট
উবারম্যান পীর জিন্দাবাদ... ব্রাহ্মপীর জিন্দাবাদ... পীরের মুরিদান দের জন্য আরও বড় জিন্দাবাদ।
সাংবাদিক ইলিয়াস হলো সত্যের আলো, বাংলাদেশের গর্ব, বাংলাদেশ আলোর পথ, ইলিয়াস হোসাইন
সহমত 💖😊
সহমত
সময়োপযোগী বিশ্লেষণ, বিষয়গুলো সমাধান হওয়া জরুরি।
ইলিয়াস ভাই পাশে আছি চালিয়ে যান
ধন্যবাদ মানিক ভাই।
সময়োপযোগী মূল্যবান কথা বলার জন্য।
ইলিয়াস ভাইয়ের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ
Inshallah
আসিফ নজরুল স্যার আওয়ামীলীগের বিরুদ্ধে কাজ করুক এটাই চায় ইলিয়াস হোসাইন। আমরা চাই দেশের হয়ে সবাই কাজ করুক।
tai bole wife er sathe conversation prochar korata kon dhoroner deshprem...
This record doesn't express from Eileas it's from Mafia of Indian agent@@Meili-e2q
উনি কিভাবে করবে?করবে না এটাই সত্যি এটাই বাস্তবতা
আসিফ নজরুল ত শেখ হাসিনার মতো না যে তিনি সব ক্ষমতার উর্ধে! উনি অবশ্যই জবাব দিতে বাধ্য দেশের সামান্য একজন মুচির কাছে হলেও।
এই লোকটি প্রথম থেকেই সন্দেহের চোখে ছিল সেটা ইলিয়াস হোসাইন তার রিপোর্ট এর মাধ্যমে আরো পরিষ্কার করেছেন অতএব আসিফ নজরুল কে অতি অপসারণ করতে হবে।
নিসন্দেহে ভারতের দালাল উনি
ইলিয়াসের পক্ষে সমর্থন ব্যক্ত করছি
সাংবাদিক ইলিয়াস ভাই ,,, জিন্দাবাদ
আপনার আলোচনা ও বিশ্লেষন অত্যন্ত সময়পযোগী এবং অতীব গুরুত্বপূর্ন।সংশ্লিষ্টরা অবশ্যই এটা গুরুত্ব দিবেন।
আসিফ নজরুল স্যার কথা না বললে বুঝতে হবে সব সত্য।
ইলিয়াস ভাই সত্য ছাড়া কথা বলেন না
ইলিয়াস ভাই ও পিনাকি দাদা ওনারা অনেক অনেক অনেক ভাল এবং সত্য বাদি মহান আল্লাহর কাছে ওনাদের নেক হায়াত দান করুন আল্লাহ আমিন ❤❤❤❤
ইলিয়াস ভাই সঠিক কথা বলছে।
ইলিয়াস ভাই এর বক্তব্য তথ্যমূলক এবং যুক্তিসংগত ✅
আমিরুল মোমেনীন মানিক ভাই আপনার নিউজ সব গুলো সুন্দর ও নিরপেক্ষ আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুক
ইলিয়াস ভাই বস্তুনিষ্ট সাংবাদিক সত্য তথ্যবিত্তিক বিষয় তুলে ধরেন গভীর থেকে। পাশাপাশি যাদের বিষয় কথা উঠেছে তাদের বিষয় তারাই পরিস্কার করা দরকার।
ইলিয়াস ভাই জিন্দাবাদ ❤ পিনাকী দাদা জিন্দাবাদ ❤।
ইলিয়াস ভাই সঠিকটা জাতির সামনে তুলে ধরেছেন
সাংবাদিক ইলিয়াস হোসেন। সত্যি কথা বলছেন।
ইলিয়াস ভাই একজন সত্যিকারের দেশপ্রেমিক।
ইলিয়াস ভাইর বিরুদ্ধে কোন সমালোচনা সহয্য করা হবে না ।
সহ্য করা হবেনা মানে,
ইলিয়াস কি ফেরেশতা নাকি যে সমালোচনা করা যাবেনা,
ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের ভাষায় কথা বলা ঠিক না।
কেন? সেকি ফেরেশতা?
প্রথম আলো ডেইলি ষ্টার এর মতন ভারতের """ র"""" এজেন্ট টিকে আছে আসিফ নজরুরের কারনে।এজন্যই বলা হয় আসিফ নজরুল৷, ""'" র""'' এর এজেন্ট।
সহমত
ইলিয়াস আমাদের জন্য কলিজা ইলিয়াস বাই সবসময় সত্যি কথা বলে ইলিয়াস বাই ❤❤❤❤❤
সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ
সঠিক বিশ্লেষণ। ধন্যবাদ এইভাবে দেশ ও দেশের মানুষের পাশে থেকে সঠিক বিচার বিশ্লেষণ করার জন্য।
ইলিয়াস ভাই আসলে দেশের মানুষ এবং দেশ কে ভালো বাসে ১০০%সঠিক
খুব সুন্দর বিশ্লেষণ,আপনাকে ধন্যবাদ ।
ইলিয়াস ভাই একজন সৎ মানুষ ও সত্যবাদী
আসিফ নজরুলের পদত্যাগ চাই,,
আসিফ নজরুল সম্পর্কে আমরা সবাই অবগত এখন কোন সমস্যা নাই ইলিয়াস ভাই যা বলেছে সবই সত্য
ইলিয়াস ভাই জিন্দাবাদ
এত ভারসাম্যপূর্ণ এবং সুন্দর আলোচনা সতিই প্রশংসনীয়। অভিযোগের সঠিক তদন্ত দাবী করছি।
ইলিয়াস ভাই উনার ভিডিওতে যুক্তিসঙ্গত কথা বলেছেন
সুন্দর ও গঠন মূলক উপদেশ,সহমত আলোচকের সাথে ধন্যবাদ জানাই সমাধানের পদক্ষেপ নেওয়ার জন্য
ইলিয়াস ভাই ১০০% সঠিক ও দেশপ্রেমিক
আসিফ নজরুলকে বিশ্বাস করা কঠিন।