#humanhairwig

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • আমি তোমাদের এর আগেও বলেছি আবারো বলছি আমরা যখন কোন শারীরিক সমস্যায় পড়ি তখন ডাক্তারবাবুর কাছে ছুটে যাই। ডাক্তার বাবু ও সেইমতো আমাদের চিকিৎসা করায় কিন্তু সবার তো সমস্যা এক নয়। একটা ওষুধ একটা রোগকে ঠিক করতে পারে কিন্তু ওই ওষুধ দিয়ে সমস্ত শারীরিক সমস্যা দূর করা যায় না। একটা রোগ সারাতে গিয়ে আরেকটার সাথে জড়িয়ে পড়ি।তাই সে ক্ষেত্রে ডাক্তারবাবুর ও ভুল নয় আর পেশেন্টেরও কিছু করার থাকে না। আর আমরা এখন সকলেই মোটামোটি জানি যে ওষুধের একটা সাইড এফেক্ট আছে। সেটা যেমন কিডনিতে এফেক্ট করে কখনো র* ক্তচাপ বাড়িয়ে দেয়, কখনো প্রেসার কমিয়ে দেয় কখনো চুলে এফেক্ট করে।
    তাই আমরা কখনোই কাউকে দোষ দিতে পারি না। আমাদের সমস্যা যেমন থাকবে সেরকম সমাধানও থাকে। তবে কাকিমাকে ডাক্তারবাবু বলেছেন আপনার চুল হয়ে যাবে আগে আপনি যে সমস্যার জন্য এসেছেন সেই সমস্যাটা পুরোটা সারিয়ে উঠুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চুল ফিরিয়ে দেব।
    তো সে দিক থেকে কাকিমা চিন্তা মুক্ত। এখন প্রবলেম একটাই সামনে একটা অনুষ্ঠান বাড়ি আছে তাই নিজের জন্য চুল নিতে এসেছিলেন আমার কাছে।
    ভগবানের কাছে প্রার্থনা করি, খুব তাড়াতাড়ি কাকিমার চুলগুলো আবার ফিরে আসুক।।
    সকলে ভালো থেকো।।
    আর চেষ্টা করো সমস্যাকে ধীরে ধীরে ঠিক করার। তাতে অল্প ডোজের ওষুধ চলুক তাহলে সাইড ইফেক্ট টা কম হবে।
    7003191473

Комментарии •