বাংলাদেশ বেতার ময়মনসিংহে কেন্দ্রে উপস্থাপনার সময় এই গান আমার কন্ঠেই ঘোষণা হয়। সত্যি বলতে ঐদিনই প্রথমবার এই গান শুনি আমি। এরপর যে কতোবার লক্ষবার যে শুনেছি এই গান। আমার নিউরনে অনুরণ সৃষ্টি করি। আল্লাহ র উপর ভরসা করি বলেই তোমার এভাবে চলে যাওয়া মেনে নিয়েছি। ভালোবাসি মেলা মেলা ভালোবাসি
এই যে বিচ্ছেদের ১৪৪০ দিন পেরিয়ে যাওয়া পর আমি তোমায় ভুলতে পারছি না! প্রাক্তনরা বর্তমানে প্রাক্তন হলেও তারা স্মৃতিতে বর্তমান হয়ে থেকে যায়! তুমি আমার তেমনি এক "স্মৃতিতে রয়ে যাওয়া বর্তমান "!
রেখে গেলাম তোমাদের জন্য কিছু অমুলো রত্ন যে গান গুলো শুনে বড় হয়েছি এবং উচ্ছসিত ছিলাম আজ সব বি টি ভি মতো অথিত হয়ে গেছে । এ প্রজন্মের যারা আছ তাদের জন্য রেখে গেলাম আমাদের 90 80 দশকের সূতিকাথা অমূল্য রত্ন গুলো যেগুলোর শুনে আমরা বড় হয়েছি আমরা উৎফুল্লিত হয়েছে সেগুলো তোমাদের উপহার দিলাম আমরা
আমাদের যাদের জন্ম ৯০ শতকের আগে সৌভাগ্যবান মনে হয়, ভাল সবকিছুই উপভোগ করার সুযোগ হয়েছে। এই প্রজন্মের বস্তাপচা হিরো আলম আমাদের কৌশরিক ক্ষন গুলো কেড়ে নিতে পারেনি।
দুই ফিতার অডিও ক্যাসেট ক্লাস ৯ এ পড়ি অনেকগুলো গিফট তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল খালিদের গানগুলো,,, অদ্ভুত একটা অনুভূতি ছিল,, এখনো ভালোলাগে গানগুলো আর ফিরে যাই সোনালী অতীততে ❤️💛
সবার কমেন্ট গুলো দেখে মনে হল,সবাই যে যার পছন্দের পরিচয় দিয়ে গেল, সবার কথা গুলো সত্যি, আমরা কতটা সুন্দর দিন পাড় করে এসেছি, আর আমাদের পরের প্রজন্মের ছেলে মেয়ে তারা কেমন সময় পাড় করবে, সেটা সবাই বুঝতে পারছো, তাই, সবাই কমেন্ট গুলো এমন করেছে, ধন্যবাদ সবাইকে, ভালো কে ভালো বলার জন্য ❤
আমরা যারা আগের প্রজন্মের তাদের অনেক কিছুই ছিলো না। কিন্তু অনেক গভীর অনুভূতি, হৃদয় নিংড়ানো ভালবাসা এবং বিশ্বাসের গভীরতা ছিল! সেই বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে বাংলাদেশ কে নুতন প্রজন্মের কাছে এনে দিয়েছি। তাই সব খেত্রেই এর উৎকর্ষ সাধন এবং উচুতে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদেরই সুন্দর ভাবে নিতে হবে!
এক কথায় অবিনাশী সৃষ্টি👌! যত দিন বাংলা গান থাকবে ততদিন এই গানগুলোর স্বকীয়তা প্রতিটি রুচিশীল সঙ্গীত হৃদয়কে উদ্বেলিত করে যাবে। গানগুলো শুনলে স্মৃতির পাতায় ভেসে উঠে সেই হারানো দিনগুলো। টেপরেকর্ডারে গান অন করে ৫/৬ জন বন্ধু মিলে গান শুনতাম। আর রাত হলে মাঝে মাঝে কদমতলী ব্রীজে বসে বন্ধুরা মিলে গলা ছেড়ে মাইলস, খালিদ, বাচ্চু, জেমস এর কালজয়ী গানগুলো গাইবার চেষ্টা করতাম। আমরা ভালোই গাইতাম। 👕জীবনের চাহিদা মেটাতে আজ কে কোথায়?🏃♂️! হায়রে জীবন..!🤔 ফেলে আসা সেই সোনালী দিনগুলো আর ফিরে পাবো না..😧! তা ভাবতে গেলেই আনমনা হয়ে যাই, আবেগতাড়িত হয়ে যাই, জমাটবাঁধা দীর্ঘশ্বাসের সাথে মনের অজান্তেই চোখের কোনে জল এসে যায়😰😰!
২০২২ শে এসেও আমি শুনি কারণ ১৯৯৪ এ দিকে আমি একজন কে খুর ভালো লাগতো হয়তো বয়স টার দিকে তাকায় নি ছোট ছিলাম বলে ২০০৫ এ এসেও তাকে চেয়েছিলাম কিন্তু পাই নি। তাকে দেওয়া প্রথম উপহার কেছেট টা ছিলো খালিদ ভাইয়ের গান। তাকে হয়তো আজও দেখি কিন্তু কথা বলার হয় না। গানটা শুনি আজও, কোন কারণে ফেরানো গেল না তাকে২০২২
যে আপনাকে মূল্য দেয়নি তার কথা মনে করে নিজেকে কষ্ট দেয়া বোকামী ছাড়া কিছু নয়। নিজেকে বদলান পুরনো স্মৃতি মুছে ফেলুন। জিনিয়াসের মূল্য সবাই দিতে পারে না। আপনি আল্লাহর কাছে আদরের তাকে মন দিয়ে ভালোবাসুন, শান্তি পাবেন😇
স্পেন থেকে শুনছি ❤❤❤
স্যার এইরকম আরো গানের লিরক্স চাই। ♥️♥️♥️♥️♥️
লাভ ফ্রম স্পেন
সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষেই 😢
প্রিয় শিল্পী আপনি হারিয়ে গেলেন আমাদের মাঝ থেকে 😢😢😢
কিছু গান ভুলতে গিয়েও মনে পড়ে যায়, অসাধারণ একটি গান..😍😍
খালিদ ভাই এর ভক্তদের দেখতে চাই 👍
ami aaci,apnara kutay,
@@maniruzzamanahmed2908 Amio achi
খালিদ ভাই মানি সুপারহিট
Khalid vai chole gelen na ferrar Deshe aj innalillahiwainnailahiraziun
Excellent song sei 2005 sale sunlam song ta r 2022 abar sunlam song ta best of luck khlied vai next generation hoite apnar moto singer kuje pabe na
খালিদ ভাই হয়ত তুমি আর কোনোদিন আসবেনা,
কিন্তু গানগুলো থাকবে সারাটাজীবন
😢😢😢😢😢😢😢😢
ছাদে বসে ১২:৩৮ মিনিট বৃহস্পতিবার রাতে বন্ধুরা মিলে গানটি শুনতেছি ❤🌸
আনেক সুন্দর গান 🌸🥰
ঠিকানা: আড়াইহাজার উপজেলা নারায়ণগঞ্জ 🌧️
২০২২ সালে কমেন্ট করে গেলাম বাট এই গানটা তো আর অনেক আগে থেকেই শুনি। এসব গানের জনপ্রিয়তা সব সময়ই থাকবে মনে হয়
বাংলাদেশ বেতার ময়মনসিংহে কেন্দ্রে উপস্থাপনার সময় এই গান আমার কন্ঠেই ঘোষণা হয়।
সত্যি বলতে ঐদিনই প্রথমবার এই গান শুনি আমি।
এরপর যে কতোবার লক্ষবার যে শুনেছি এই গান।
আমার নিউরনে অনুরণ সৃষ্টি করি।
আল্লাহ র উপর ভরসা করি বলেই তোমার এভাবে চলে যাওয়া মেনে নিয়েছি।
ভালোবাসি মেলা মেলা ভালোবাসি
আহা কি গান, কতো বার যে শুনলাম
২০২১ সালে এসে কমেন্ট করে গেলাম পরবর্তী জেনারেশনের জন্য, যাতে বুঝতে পারে আমাদের পছন্দটা অনেক ভালো ছিলো
ঠিক বলছেন
সহমত
সাক্ষি হয়ে থাকবে যুগ যুগ যে এই গান যুগ যুগ চলার মত
Right
অসাধারন
এই যে বিচ্ছেদের ১৪৪০ দিন পেরিয়ে যাওয়া পর আমি তোমায় ভুলতে পারছি না! প্রাক্তনরা বর্তমানে প্রাক্তন হলেও তারা স্মৃতিতে বর্তমান হয়ে থেকে যায়! তুমি আমার তেমনি এক "স্মৃতিতে রয়ে যাওয়া বর্তমান "!
রেখে গেলাম তোমাদের জন্য কিছু অমুলো রত্ন যে গান গুলো শুনে বড় হয়েছি এবং উচ্ছসিত ছিলাম আজ সব বি টি ভি মতো অথিত হয়ে গেছে । এ প্রজন্মের যারা আছ তাদের জন্য রেখে গেলাম আমাদের 90 80 দশকের সূতিকাথা অমূল্য রত্ন গুলো যেগুলোর শুনে আমরা বড় হয়েছি আমরা উৎফুল্লিত হয়েছে সেগুলো তোমাদের উপহার দিলাম আমরা
আমাদের যাদের জন্ম ৯০ শতকের আগে সৌভাগ্যবান মনে হয়, ভাল সবকিছুই উপভোগ করার সুযোগ হয়েছে। এই প্রজন্মের বস্তাপচা হিরো আলম আমাদের কৌশরিক ক্ষন গুলো কেড়ে নিতে পারেনি।
90s is the great of all era. it is the golden period for all good things
কমেন্ট রেখে গেলাম পরবর্তী জেনারেশন এর জন্য ❤️❤️ যেনো বুঝতে পারে আমাদের জেনারেশন কত সমৃদ্ধ ছিল গান ভান্ডারে।।
24সালে এসেও গানটা অনেক বার শুনেছি। তাকে আর ফেরানো গেল না। খালিদ ভাই কে ও আর ফেরানো যাবে না। ওপারে ভালো থাকবেন লিজেন্ড ❤️❤️
অসাধারণ গান।আমাদের প্রজন্ম গান টা শুনে বলতে পারবে পূর্বপুরুষরাও রুচিশীল মানুষ ছিল।
এমন গান কখনও পুরোনো হবেনা। Evergreen song ever💕
বুকে অনেক কষ্ট ছিলো মেবি, কন্ঠ টা এতো মায়া ছিলো। ওপারে ভালো থাকুন লিজেন্ড🙏
Best of luck .agulo sudhu gan na agulo Amar sei otiter sriti....r deser sompod...jar mulaon ai silpira a dese paina.
Khokon
Talaimari rajshahi
কেউ যেন বিশ্বাস করে
এই গানটি সেদিনও
কলিজা ছুঁয়ে ছিলো
আজ...২০২১ সালে এসেও
কাঁদিয়ে গেলো।
কেন রে ভাই এতো পাওয়ার
ফুল গান কেন গায় মানুষ।
দুই ফিতার অডিও ক্যাসেট ক্লাস ৯ এ পড়ি অনেকগুলো গিফট তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল খালিদের গানগুলো,,, অদ্ভুত একটা অনুভূতি ছিল,, এখনো ভালোলাগে গানগুলো আর ফিরে যাই সোনালী অতীততে ❤️💛
2009 class 9 . Ahh ... odvut cilo din gulo.
😭ay gaan ta shunle chokhe jol chole ashe..😭😭😭
Onek bar sunsi gan ta
onek ager akti manus Hariye gese...
২০০১ সাল মনে পড়ে গেলো। তখনও তুমি আমার ছিলে।আর এই গান টা ছিল রাজ সাক্ষি।সত্যি তুমাকে আমার পাওয়া হল না!
২২বছর পর আবার সেই মিথ্যে আবেগে চোখ ভিজিয়ে দিল!
সবার কমেন্ট গুলো দেখে মনে হল,সবাই যে যার পছন্দের পরিচয় দিয়ে গেল, সবার কথা গুলো সত্যি, আমরা কতটা সুন্দর দিন পাড় করে এসেছি, আর আমাদের পরের প্রজন্মের ছেলে মেয়ে তারা কেমন সময় পাড় করবে, সেটা সবাই বুঝতে পারছো, তাই, সবাই কমেন্ট গুলো এমন করেছে, ধন্যবাদ সবাইকে, ভালো কে ভালো বলার জন্য ❤
০৪.১২.২০২১ রাত দশ বেজে ত্রিশ মিনিট গানটা শুনে কমেন্ট করে গেলাম পরবর্তী জেনারেসনের জন্য. আমার অনেক প্রিয় একটি গান.
আমাদের ১টা রেডিও ছিল আর সেখানে সকাল ১১ টার অনুষ্ঠানে কত যে গানটা শুনেছি,, সেই ছোটবেলা মনে পড়ে যাচ্ছে,, আমার মত কার কার এমন সৃতি আছে,,,প্লিজ বলুন
আমার
Amar
আমরা যারা আগের প্রজন্মের তাদের অনেক কিছুই ছিলো না। কিন্তু অনেক গভীর অনুভূতি, হৃদয় নিংড়ানো ভালবাসা এবং বিশ্বাসের গভীরতা ছিল! সেই বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে বাংলাদেশ কে নুতন প্রজন্মের কাছে এনে দিয়েছি। তাই সব খেত্রেই এর উৎকর্ষ সাধন এবং উচুতে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদেরই সুন্দর ভাবে নিতে হবে!
আল্লাহ কি দিয়া বানাইসে এই লোকটার গলা???? এত্ত মায়া🥰🥰🥰🥰🥰
Unar shudhu misti voice na, cheharatao onke misti.
খুব সুন্দর গান
আমার খুব পছন্দের একটি গান এটা তখন এত প্রযুক্তি ছিলনা ক্যাসেটে শুনতাম গানগুলি
গানগুলো শুনলে নীরবে স্কুল আর কলেজ জীবনের আমার সোনার দিনগুলোতে ফিরে যাই। আহ কি দিন।জীবনের সেরা সময় 💓🤔
Mis this moment
ঠিক কথা বলছেন ভাই
রাইট
Right vai😪😪😪
গান শোনার চাইতো কমেন্টগুলো পড়তে ভালো লাগে কত আবেগ কত স্মৃতি
R8
এক সময় এ রকম গান শুনতাম। কলেজ হোস্টেলে ও সাবব্লেট বসে। কিন্তু এখন আর মন চায় না। মন চায় ভাল কাজ করি। নামজ পড়ি। কোরআান তেলোয়াত করি।
গানটা এতো টাই ভালো লাগে বলে বুঝাতে পারবোনা সব গুলা গান খালিদ ভাই এর ভালো
এক কথায় অবিনাশী সৃষ্টি👌! যত দিন বাংলা গান থাকবে ততদিন এই গানগুলোর স্বকীয়তা প্রতিটি রুচিশীল সঙ্গীত হৃদয়কে উদ্বেলিত করে যাবে। গানগুলো শুনলে স্মৃতির পাতায় ভেসে উঠে সেই হারানো দিনগুলো। টেপরেকর্ডারে গান অন করে ৫/৬ জন বন্ধু মিলে গান শুনতাম। আর রাত হলে মাঝে মাঝে কদমতলী ব্রীজে বসে বন্ধুরা মিলে গলা ছেড়ে মাইলস, খালিদ, বাচ্চু, জেমস এর কালজয়ী গানগুলো গাইবার চেষ্টা করতাম। আমরা ভালোই গাইতাম।
👕জীবনের চাহিদা মেটাতে আজ কে কোথায়?🏃♂️! হায়রে জীবন..!🤔 ফেলে আসা সেই সোনালী দিনগুলো আর ফিরে পাবো না..😧! তা ভাবতে গেলেই আনমনা হয়ে যাই, আবেগতাড়িত হয়ে যাই, জমাটবাঁধা দীর্ঘশ্বাসের সাথে মনের অজান্তেই চোখের কোনে জল এসে যায়😰😰!
জানিনা তুমি কে? তবে মিলে গেছে আমার জীবনের সাথে। ভালো থাক তুমি, ভালো থাকুক তোমার জীবনের অনুভূতি গুলো।
❤
যারা যাবার তারা কখনো ফিরে আসে না।
আমার হতাশা আর একাকীত্ব দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এই গান গুলোর।
ভালো থাকুক ভালবাসা
২০২২ শে এসেও আমি শুনি কারণ ১৯৯৪ এ দিকে আমি একজন কে খুর ভালো লাগতো হয়তো বয়স টার দিকে তাকায় নি ছোট ছিলাম বলে ২০০৫ এ এসেও তাকে চেয়েছিলাম কিন্তু পাই নি। তাকে দেওয়া প্রথম উপহার কেছেট টা ছিলো খালিদ ভাইয়ের গান। তাকে হয়তো আজও দেখি কিন্তু কথা বলার হয় না। গানটা শুনি আজও, কোন কারণে ফেরানো গেল না তাকে২০২২
আমাদের তারুণ্যের সময়ে হয়ত হাতের নাগালে প্রযুক্তি ছিলনা কিন্তু সত্যিকারের অনুভূতি প্রকাশ করার মতো কিছু গান ছিল...
গানটা যতবার শুনি প্রিয় মানুষটার
কথা মোনে পড়ে , নিজের অজান্তেই
দুচোখ বেয়ে লোনা জল গড়িয়ে পড়ে ।
হারানো স্মৃতি গুলো প্রিয় মানুষটার
প্রতিকৃতি হয়ে আমাকে আষ্টেপৃষ্টে
জড়িয়ে রাখে কিছুটা সময় । অতীতের
পথে ফেরারী পথিক হয়ে, আমি হেঁটে যাই দূরে বহুদূরে । তবুও গানটা ভীষণ ভালো
লাগে ।
😂😂😂
যে আপনাকে মূল্য দেয়নি তার কথা মনে করে নিজেকে কষ্ট দেয়া বোকামী ছাড়া কিছু নয়। নিজেকে বদলান পুরনো স্মৃতি মুছে ফেলুন। জিনিয়াসের মূল্য সবাই দিতে পারে না। আপনি আল্লাহর কাছে আদরের তাকে মন দিয়ে ভালোবাসুন, শান্তি পাবেন😇
@@shazianaushin
শুকরিয়া আপি ।
@@shazianaushin ami jani na apni kawke khakono balobaden ki na,,.,thi ebabe like parlen
same to me bro
Ei song sunle sei 2009 er sritigulo fire ase. Koto sundor cilo somoy ta r asbe na. Asbe na sei muhurto gulo
সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষে❤
আহ্ লাইনটা হৃদয় ছুঁয়ে যায়
এই গানটা আমার জীবনের একটা অংশ।। এতো শুনি তাও মনে হয় নতুন শুনছি। তাদের ফেরানো যায় না।।
আজ থেকে দশ বছর আগে গানটা শুনে যেমন অনুভব করতাম আর গানের মাঝে হারিয়ে যেতাম এখনো ঠিক তেমনি। ভাল লাগার প্রিয় গান💕
ফেরানো গেল না তাকে
বাধা গেলো না কিছুতেই🥺
আহা 🖤
Outstanding lyrics 😢😢😢Mind blowing song
অসাধারণ খালিদ ভাই
Khalid vy er gan a abeg ,prem .kosto shobi ase..
কি কারন যায়নি সে বলে।
কি ভুল আমি করেছি ভুলে।
এই দুটি লাইন আমার বাস্তব জীবনের সাথে মিল আছে।
আমার মৃত্যু আসন্ন তাই, এই গানে মন্তব্য করে মৃত্যুর পরও বেচেঁ থাকলাম ❤️❤️❤️
কেন ভাই
আমার পছন্দের তালিকায় এই গানটা সব সময় থাকবে
অসাধারণ একটা গান আমার খুব প্রিয়
Abeg vor kore,,,,,,, old is gold indeed ❤❤❤❤❤
2022 সালে এসে কমেন্ট করে গেলাম পরবর্তী জেনারেশনের জন্য,যাতে বুঝতে পারে আমাদের পছন্দটা কেমন ছিল💞💞💞
Osthir...................
Rakib sir..... Always love.....BR
আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।
২০২১ সালের শেষ দিনে কমেন্ট করলাম, এই গান ১০০ বছর পরেও এভাবে নতুন হয়ে থাকবে,
masterpiece song
খুব ভালো লাগার একটি গান।
শুনলেই মনে হয় যেন অতীতে ফিরে গিয়েছি😥
Gaan gula kono vabei vulte prina...ekhno suni..🥰🥰🎶
11-06-2022
......
9:14pm....⌚
না পাওয়ার স্বাদ নিয়ে আজীবন ভালোবেসে যাবো ??
আমার জীবনে অনেক সময় কেটেছে এই গান গুলো সুনে
১৯৯৭ সালে গোপালগঞ্জ পোস্ট অফিস মোরে লাইভ কনসার্টে গানটা প্রথম শুনি।যদিও খুব বড় ছিলাম না কিন্তু বুঝতাম।
শৈশবের স্মৃতি বিজরীত অনুভূতির কথা মনে করিয়ে দেয়।
স্মৃতির পাতায় আবারও চোখ ফেরালাম,ফেরালাম সেই কৈশোরকাল।আর কোনদিনই আসবেনা ফিরে যাওয়া সেই দিনগুলো।
আসলে এগুলো গান নয় জীবনে চলার পথের খোরাখ✌️😪
ভালো থাকুক হারিয়ে যাওয়া মানুষ গুলো সুখে থাকুক তাদের ভালো লাগার মানুষকে নিয়ে 😥
যখন কারো যাওয়ার সময় হয়। সে কোন কারণ বলে যায়না।
শুধু হারানোর ভয়ে হাজারও ভুল মেনে নিয়েছিলাম...আসলে ক্ষমার অযোগ্য ছিল সে...
Asole same
Same bro. Bt sarte baddho hoisi. Haranor bethataw mene nite hoise🙂
হুম
সত্যি যে চলে যাবার তাকে কোনো কারো নেই ফেরানো যাই না 😭😭😭😭😭😭 💔💔💔💔💔 🥀🥀🥀🥀
a Mar bortoman gibon amon hota jascha amie
কোন কারণে ফেরানো গেলোনা সেই সময়টাকে। যখন তারুণ্য দীপ্ত সময়টাকে খুব মিস করি তখনই গানগুলো শুনে শান্তনা খুঁজি।
অনেক কারণে তোমায় হারিয়েছি এখন বুঝি।সেই ২০০৯ সালে হারিয়েছি তোমায়। আর কোনোদিন দেখা হলো না।বুকে অনেক জমা বেথা নিয়েই পথ চলছি।
খুব সুন্দর একটা গান ধন্যবাদ খালিদ ভাইকে
যে গান বেশি শুনতাম, তার মধ্যে অন্যতম এই গানটি।
২০০৪ সালে এই গান দিনে ১০ বার শুনতাম।
আজীবন মনে রাখবে খালিদ ভাইকে 💖💖
আমি জীবনে একটা প্রেম করতে পারি নাই।তবু গানটা শুনলে আবেগ জরিয়ে যায়।আমার এস এস সি ২০০০
গান টা আমি শুনি নাই,,,কিন্তু এই ২/৩ মাস ধরে এতো শুনছি তা গুনে শেষ করতে পারবো না😢😢😢কথা গুলো মন ছুঁয়ে গেছে,,,কষ্টের মাঝেও শুনলে ভালো লাগে,,
যখনি গানটি শুনি, তখনি পুরোনো স্মৃতি গুলো মনে পড়ে যায় 😰
Sei somoyta r pire asben hoyto a dhoroner gan o r hobena onek miss kori sei somoy take koto rongin cilo😢
মন ভালো করার মত একটি অসাধারন গান💘💘💘
*2008 সালে প্রথম শুনি এ গান মামার বাটন ফোন এ ۔۔۔*
*আজ ও রাত ৩টাই শুনছি 08/12/2021*
18 March, 2024- খালিদ ভাইকে বেধে রাখা গেলনা...
😢😢😢😢😢
গানটা যখন শুনি তখন পৃথিবীর সব কিছুই ভুলে যাই অসাধারণ আমার পরবর্তী প্রজন্মের জন্য 2022 কমেন্টসটা করে গেলাম।
অনেক দিন পরে গানটি শুনে ফিরে যেতে ইচ্ছে করছে সেই দিন গুলোতে
গানটা তোমার মাধ্যমে শুনতে পারার কারনে অনেক ধ্যনবাদ
গান গুলো শুনে অতিতের কথা গুলো মনে পড়ে গেলো বুকে সব কষ্ট গুলো চেপে রেখে দোয়া করি বেইমান গুলো ভালো থাকিস 😥😥😥
অসম্ভব প্রিয় একটা গান!!
কতোবার এই গান শুনেছি তার কোনো হিসাব নেই।
এখনো নিজে গাই এবং শুনি।
মানুষকে ঠকিয়ে অনেকে এক প্রকার পৈচাশিক আনন্দ পায়, নিজের ইচ্ছেতে আসে আবার অকারণে ই চলে যায়।
সেই পুরুনো গান, পুরুনো হাজারও সৃতি। আমরাই ৯০ এর কিডস ভাগ্যবান, ভালো কিছু পেয়েছি।
আমাদের কাছে একটা ভয়েচ সারাজীবন। মনে থাকবে।
অসাধারণ কিছু স্মৃতিময় মুহূর্ত যেন জড়িয়ে আছে গানগুলোর সাথে
Onek din pore hotat ganta sune.. Valo laglo.. Jokonoi suni tokonei monta vore jayyy
২০২৪ কে কে আছে
সেই১৯৯৮ সাল ক্লাস নাইনে পরার সময় বন্দুর রুমে শুয়ে শুয়ে শুনতাম।
মন ভাংগা গান,যদিও আমি কোন ভাংগনে এখনো পড়িনি।
কিছু বলার নেই, চলেযাবার অনেক কারণ ছিল, সময় ফেবারে ছিলনা। ২২/০৯/২১
কোন কারণে কোনো কারণে ফেরানো গেল না তাকে ফেরানো গেল না কিছুতেই 💔
আমার পছন্দের একটি গান। ধন্যবাদ খালিদ ভাই।
অসম্ভব ভাবে হৃদয় ছুয়ে যায়
Moner kathata balyesen . Realy kosto lagey. Thanks apo