৮০র দশকের খুব মজার ও চমৎকার একটি বাংলা ছায়াছবির নাম ছিল গাজী মাজহারুল আনোয়ার এর 'নানটুঁ ঘটক' । যে ছবিতে বাংলা চলচ্চিত্রের কিছু ব্যতিক্রমধর্মী ও চমৎকার কিছু জনপ্রিয় গান ছিল। আজ সেই ছবির একটি অন্যতম জনপ্রিয় গান এক সময় রেডিওতে নিয়মিত বাজতো চলে আমার সাইকেল কণ্ঠ- এন্দ্রু কিশোর ও শাম্মি আখতার কথা- গাজী মাজহারুল আনোয়ার সুর ও সঙ্গীত- আলম খান ছায়াছবি- নানটু ঘোটক (আলমগির, সুচরিতা , ওয়াসিম ও অঞ্জনা) পরিচালক- গাজী মাজহারুল আনোয়ার (১৯৮০)
এই গানটা জেলখানার অভিনয়। মাঝে মাঝে কল্পনা করেছে।এই গানটাই মুলত ছবিটার প্রাণ।এই ছবিটার মুল নায়ক নান্টু অর্থাৎ মাষ্টার শামীম, বর্তমানে নায়ক "মেহেদী "। অশ্লীল জগতে সেরা নায়ক।এখনো বেঁচে আছে। এখন আল্লাহ ভক্ত হয়েছে। আল্লাহ তুমি তাকে হেদায়েত করো।আমিন।
হ্যাঁ,মাষ্টার শামীমই এখন ঘৃণিত নায়ক। শিশু শিল্পী অবস্থায় অনেক নাম করে ছিল। পরে ১৯৯৩ইংএসে তোজাম্মেল হক বকুল পরিচালিত "পাগল মন" ছবিতে নবাগত নায়ক "মেহেদী " নাম ধারণ করে অভিনয় শুরু করে। একের পর এক ন্যাকেট ছবি তৈরী করে ২০১০ইং শেষের দিকে সিনেমা জগত থেকে হারিয়ে যায়। ২০১৭ইং থেকে আবার সিনেমা জগতে আসা যাওয়া শুরু করেছে। এ সব মানুষকে আল্লাহ হেদায়েত করুক। আমিন।
কি সুন্দর গান। ৮০ দশকে রেডিওতে গান গুলো শুনতাম। আহা সেদিন গুলো আর কখনো ফিরো আসবে না।
সময় পেলেই ৮০ দশকের গান গুলি শুনি,গান তো নয় যেন প্রতিটি লাইন জীবনের প্রতিটি অংশের সাথে মিল-
অতুলনীয় একটি গান আর গানের পাখি সাবিনা ইয়াসমিন যে শিল্পীর তুলনা বলে শেষ করা যাবেনা ।
অসাধারণ গান রেডিওতে কতবার শুনেছি বলে শেষ করা যাবে না।
চিরন্তন সত্য গান। অসাধারণ নান্টু ঘটক সিনেমাটি। অসাধারণ সব গান। জামালপুর নিরালা সিনোম হলে দেখেছিল খুব সম্ভবত ১৯৮২ সনের দিকে।
এই পুরনো দিনের গান গুলো শুনলে আমার খুব বেশি অতিতের ফেলে আসার সৃতি গুলোর ইহলোক পরকালের কথা মনে পরে যায়,,
😢
❤🎉
0:34 0:39 0:44
0:58
Osadaron gun...Mon ta vore gelo
অসাধারন ভিডিও মিউজিক.....
পুরাতন গান খুবই ভালো লাগে.....
বিশ্বাস গানতা হঠাত করে পাওয়ার পরে, না হলেও দশবার শুনেছি, খুব ভাল লাগছে
৮০র দশকের খুব মজার ও চমৎকার একটি বাংলা ছায়াছবির নাম ছিল গাজী মাজহারুল আনোয়ার এর 'নানটুঁ ঘটক' । যে ছবিতে বাংলা চলচ্চিত্রের কিছু ব্যতিক্রমধর্মী ও চমৎকার কিছু জনপ্রিয় গান ছিল। আজ সেই ছবির একটি অন্যতম জনপ্রিয় গান এক সময় রেডিওতে নিয়মিত বাজতো
চলে আমার সাইকেল
কণ্ঠ- এন্দ্রু কিশোর ও শাম্মি আখতার
কথা- গাজী মাজহারুল আনোয়ার
সুর ও সঙ্গীত- আলম খান
ছায়াছবি- নানটু ঘোটক (আলমগির, সুচরিতা , ওয়াসিম ও অঞ্জনা)
পরিচালক- গাজী মাজহারুল আনোয়ার (১৯৮০)
অসাধারণ গান এই রকম গান আর হবে না
গাজী মাযহারুল আনোয়ার স্যার এর কথা মনে হইতেছে। কি মেধাবী ছিল
২০২১ এ শুনে গেলাম গানটা। কবে মৃত্যু হয়ে যায় জানিনা😢
সারা দিন শুনলেও মন ভরবে না
মনের কথা বলেছেন ভাই
মনে পড়ে ফতুল্লা পন্ঞবটি এলাকায় বনানী সিনেমা হলে আমার এক চাচার কল্যানে এমন অসংখ্য ছবি ফ্রিতে দেখার সৌভাগ্য হয়েছিলো।
যখন মনটা খারাপ লাগে এসব গানগুলি শুনি আর হারানো দিনের কথা ভাবি।
মন ভরে শুনি। কান্না আসে।
আগের দিনের গান গুলো কত যে ভাল লাগে।
অসাধারণ একটা গান শুনলাম,,, 👌👌👌
কেন জানি পুরোনো দিনের গান শুনলে অন্তর কেঁপে ওঠে ❤❤❤
Nice song
কতবার যে এই গানটি শুনেছি তার কোন ইয়ত্তা নেই। অবশ্য এই ছবিটিও দেখেছি।
2050 সালে যারা গানটি শুনবেন। তারা যেন বাংলার এই গানগুলোকে কখনো অমুল্যায়ন না করেন। কারন এই গানগুলো আমাদের রক্ত মাংসের সাথে মিশে আছে
চখে কেন পানি এসে গেল এই গান সোনে জেদ্দা থেকে। অসাধারণ
খুব সুন্দর গান টি ছোট বেলা শুনতাম
যেমন সুর তেমন গানের কথা
নায়ক মেহেদীর ছোট বেলা অভিনয়
ভুল তথ্য জানেছেন।
এই শিশু শিল্পি আসিক প্ৰিয়া সিনেমার নায়ক (ফয়সাল)
এই গানটা জেলখানার অভিনয়। মাঝে মাঝে কল্পনা করেছে।এই গানটাই মুলত ছবিটার প্রাণ।এই ছবিটার মুল নায়ক নান্টু অর্থাৎ মাষ্টার শামীম, বর্তমানে নায়ক "মেহেদী "। অশ্লীল জগতে সেরা নায়ক।এখনো বেঁচে আছে। এখন আল্লাহ ভক্ত হয়েছে। আল্লাহ তুমি তাকে হেদায়েত করো।আমিন।
আগের সিনেমা যেমন সুন্দর ছিল,, ,, গান গুলো ছিলো অসাধারণ 🥰
অসাধারণ বার বার শুনি। ছবিটাও মাস্টার শামীম না শাকিল,,, সে কি নায়ক মেহেদী
হ্যাঁ,মাষ্টার শামীমই এখন ঘৃণিত নায়ক। শিশু শিল্পী অবস্থায় অনেক নাম করে ছিল। পরে ১৯৯৩ইংএসে তোজাম্মেল হক বকুল পরিচালিত "পাগল মন" ছবিতে নবাগত নায়ক "মেহেদী " নাম ধারণ করে অভিনয় শুরু করে। একের পর এক ন্যাকেট ছবি তৈরী করে ২০১০ইং শেষের দিকে সিনেমা জগত থেকে হারিয়ে যায়। ২০১৭ইং থেকে আবার সিনেমা জগতে আসা যাওয়া শুরু করেছে। এ সব মানুষকে আল্লাহ হেদায়েত করুক। আমিন।
২০২৩ সালে কমেন্ট রেখে গেলাম
ঠিক কথা
এই শিশু শিল্পী বর্তমান নায়ক মেহেদী
ঠিকই বলেছেন
আশিক পিয়ার নায়ক
এই গানগুলো খুব অস্বাভাবিক শুনলে মনে হয় আসলেই পুরনো দিনের মানুষ গুলো খুব সুন্দর ছিল 0:46
এই গানটা যখন আপনরা সবাই শুনছেন ঠিক এই সময়েই ছবিটির পরিচালক গীতিকার গাজী মাজহারল আনোয়ার এই মাত্র মারা গেছেন।
এই ছবিটি আমি দেখিছি অনেক সুন্দর ছবি অনেক কিছু শিখার আছে।
আমার নাম মিস্টার মিয়া গানটা একদম সত্য এই লেখক পরকাল শিল্পী দোয়া করি তারা আল্লাহর কাছে ভালো থাকুক আসসালামালাইকুম
Aie গান গুলো আমার খুব পসন্দের যাহা শৈশবের সাদা কালো সিনেমা দেখার সৃতি মনে করিয়ে দেয়
অসাধারন গানটা
যতোই শুনি ততোই ভালো লাগে ১৯৯৫ থেকে দেখে আসতেছি, এখন কার ডিগবাজি ভালো লাগেনা, হয়তো আমি ও থাকবো, এই গানগুলো যেনো থাকে,
আসলে যখন ছোট ছিলাম পুরনো গানের মর্ম বুঝতাম না শুনলেই হাসতাম যে শুনত তার ওপরও অতিষ্ঠ হতাম এখন দুনিয়া বুঝি এই গান ও বুঝি।
এক শত বার সুনিচি তবুও মন বরেনা
এসব গান শুনে অতিত মনে পরে যায়।
Allaho Akbar.
চমৎকার গান।
ধন্যবাদ ভাই মুভিটিখুব ভালো
এই প্রথমবার শুনলাম 2023 সালে ❤ অসাধারন প্রতি কথা সত্য
কমেন্ট করে গেলাম এই গান যারা শুনবেন বা যারা গানের মানে বুঝবেন তারা আখিরাতে কথা চিন্তা করবেন
Old is always gold...
খুব ভালো গান
মজা পাইলাম খুব ভালো লাগছে
মাসআল্লাঅনেকওপরেরগান🤲✌️
এই রকম গানআর আসবেনা ছবিটা আমি অনেক ভালবাসি
Ganer kotha music fantastically
Old is gold. ...
Thanks aponake
সেই শিশুকালে শুনছিলাম।
Old is gold
১৯৮২ সালে মুক্তি পায়, আর এখন ২০২৪/৮/২৫
বিউটিফুল চোট ভাই
ভালো
এই গান পুরান হওয়ার কিছু ই নাই
অসাধারণ।
আহা কি গান❤️
এই শিশু শিল্পী এখন একজন নায়ক
তবে বিতর্কিত
হ্যা। বিতর্কিত ও লম্পট। অথচ ছোটবেলা কত সুন্দর ফেরেশতা।
@@SaberiZami আবার এই বয়সে এসে ফেরেস্তা হয়ে গেছে। নামাজ পড়ে পড়ে কপালে দাগ পড়ে গেছে। আল্লাহ তুমি তাকে হেদায়েত কর।আমিন।
ছোট্ট কালে কত শুনেছি
২০২৪ ❤ বাংলাদেশ 🇧🇩
জীবনের চরম সত্য !!
গান ভালো
Excellent
Wonderful
খুব চমত্কার শিশুটি এখন কি করেন জানাতে ইচ্ছে করে
অনেক ছবির গান সুন্দর ছবি সুন্দর না। এই ছবির গান এবং ছবি দুটোই সুন্দর।
বার বার শুনি তাও মন ভরে না।
2023 সালে মে ১৭ গানটা শুনলাম
গানটা শুনে ভালাগল
True Song
শামীম
❤Dr.Momin.khan.❤
মেহেদী চাইলে ভালো একটা ক্যায়িয়ার গড়তে পারতো।তা না করে নিজেকে জড়িয়ে ফেলেছিল নানা বিতর্কে।
ভাই এইটা মেহেদী না।
আসিক প্ৰিয়া সিনেমার নায়ক (ফয়সাল)
Right
DR.Min.khan❤
মেহেদী ভাইয়া
Very nice true song but which movie
Basater mas sundor o sababik
❤DR.Momin.KhanFeni❤
কপি করা যাবে কি
ডাউনলোড করা যায়না
ওকে
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এমন ছবি আর কখনো তৈরী হবেনা।
কত সালের ছবি ?
1982 সালের ছবি
মুভি
gazipur মনোরম হরে দেখ ছিল াম৷ বহুদিন আগে
The heart is touched,
নান্টু ঘটক
Singer may be shamima islam diba
Sabina Yasmin
Amon akti gan ki parena kono gitikar surokar akhon banate?
2024
আমি এক বুট বেচারা ৷
The.End.God.night
한국에서 알리