তোমার জন্যে উৎকর্ষের অ্যাডমিশন প্রোগ্রাম

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • ছোটবেলায় তোমাদের যখন জিজ্ঞেস করা হতো, বড় হয়ে তুমি কী হতে চাও, তোমরা কেউ উত্তর দিতে ডাক্তার হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইতে, আবার কেউ হতে চাইতে বিজ্ঞানী, গবেষক বা শিক্ষক। তোমরা আসলে কী হতে যাচ্ছো তা কিন্তু আর অল্প কদিন পরেই অনেকটাই নির্ধারিত হয়ে যাবে। তোমরা তোমাদের স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছো।
    তোমরা যারা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছো, এই সময়টায় তোমাদের অনেক চাপ যাবে। তোমরা স্ট্রেসড অনুভব করবে। আগামী কয়েক মাস তোমাদের পরীক্ষা আসলে শেষ হবে না। এইচএসসির পর অ্যাডমিশন পরীক্ষার জন্যে তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে।
    আমরা কথা দিয়েছিলাম একাডেমিক থেকে অ্যাডমিশনের পুরো জার্নিতে তোমাদের সাথেই থাকব। সেই কথা আমরা রাখতে যাচ্ছি এবার।
    তোমরা যেন তোমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারো, সেজন্যে আমাদের অভিজ্ঞ টিচার প্যানেলের কাছ থেকে সব ধরণের সহযোগিতা পাবে। সেই সাথে তোমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা এবং মোটিভেশন ধরে রাখার জন্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা এবং তোমাদের অভিভাবকদের সাথে বিভিন্ন সময় অনলাইন মিটিংয়ের মাধ্যমে আমরা সর্বোচ্চ কেয়ারটাই দিতে চাই।
    আমরা চাই তোমাদের স্বপ্নপূরণের এই আয়োজনে যেন তোমরা চাপে পিষ্ট না হয়ে যাও। তোমাদের প্রস্তুতি যেন গোছানো হয় এবং তোমরা মানসিক চাপ সামলে প্রোডাকটিভ হয়ে উঠতে পারো, সেজন্যে আমরা সর্বাত্মক দিক-নির্দেশনা দেবো।
    আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ভার্সিটি এই তিনটা মূল প্রোগ্রাম তো থাকছেই, এই তিনটির কম্বাইন্ড প্যাকেজও নিতে পারবে। এছাড়া তুমি দুটি প্রোগ্রামের প্যাকেজও নিতে পারবে। যেমন, ইঞ্জিনিয়ারিং-মেডিকেল, ইঞ্জিনিয়ারিং-ভার্সিটি, ভার্সিটি-মেডিকেল । এখন চলছে আর্লি বার্ড অফার। এই সময়ে তুমি অত্যন্ত কম মূল্যে এনরোল করতে পারবে।
    আর্লি বার্ড অফার 🐦
    ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ভার্সিটি প্রতিটি প্রোগ্রাম আলাদাভাবে- ৩৪৫০ টাকা
    দুইটি প্রোগ্রাম: ৪৪৫০ টাকা
    তিনটি প্রোগ্রাম: ৪৯৫০ টাকা
    তাই, তোমাদের প্রতি আমাদের পরামর্শ হলো এই আর্লি বার্ড অফার চলাকালীন সময়েই অ্যাডমিশন প্রোগ্রামে এনরোল করে নাও এবং খুব ভালোভাবে এইচএসসি পরীক্ষাটা দাও।
    তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টাতে আমরা আশা করি আমাদের কাছ থেকে সর্বোচ্চটুকুই পাবে।
    চলো সংকল্প করি লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করে স্বপ্নপূরণ করার।
    অ্যাডমিশন প্রোগ্রামের বিস্তারিত জানতে এবং আর্লি বার্ড অফারে এনরোল করতে ভিজিট করো- utkorsho.tech/...
    জয়েন করো আমাদের অফিসিয়াল গ্রুপে-
    / utkorsho
    চলো গড়ি উৎকর্ষময় জীবন।
    #উৎকর্ষ #utkorsho #HSC #education #edtech #Admission

Комментарии • 16

  • @jestnfact
    @jestnfact 2 месяца назад +2

    Udvash best

  • @mubasshirrahat1377
    @mubasshirrahat1377 2 месяца назад +1

    ভেবেছিলাম উৎকর্ষ এর সাথে শেষ পর্যন্ত থাকবো
    তবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এর প্রতি অনিহার জন্য
    খ বিভাগের জন্য প্রস্তুতি নিব।ইনশাআল্লাহ উদ্ভাসের সাথে Admission Journey পার করবো।
    বাকিটা আল্লাহ ভরসা

  • @user-yb6oj4lt4g
    @user-yb6oj4lt4g 15 дней назад

    ভাইয়া উৎকর্ষ তে ভর্তি হলে কি বই আছে, যেমন উদ্ভাস দেয়

    • @UtkorshoOfficial
      @UtkorshoOfficial  15 дней назад

      না, অনলাইন প্রোগ্রাম হওয়াতে ফিজিক্যাল ম্যাটেরিয়াল থাকছেনা। তবে তোমাদের বেস্ট প্রিপারেশনের জন্য বিভিন্ন পিডিএফ দেওয়া হবে।

    • @user-yb6oj4lt4g
      @user-yb6oj4lt4g 15 дней назад

      @@UtkorshoOfficial ঢাবি-ক ইউনিট এর জন্য উদ্ভাসে ভর্তি হবো নাকি উৎকর্ষ?
      প্লিজ ভাইয়া

  • @excuse.0655
    @excuse.0655 2 месяца назад

    ভাইয়া, মানবিক বিভাগের জন্য কিছু আসবে না?

  • @mdjakirulislam2857
    @mdjakirulislam2857 2 месяца назад

    Vaiya udvas er sathe mil rekhe class hobe ki?

  • @rashedrashed3511
    @rashedrashed3511 2 месяца назад

    Sir only engineering kos ki kore endol korbo

    • @UtkorshoOfficial
      @UtkorshoOfficial  22 дня назад

      ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এনরোল করতে ভিজিট করো- utkorsho.tech/course-details/admission-program-2024-engineering

  • @minhaz025
    @minhaz025 2 месяца назад

    শুধু ভার্সিটি বায়োলজি কোর্স নেয়া সম্ভব না? আমি ইঞ্জিনিয়ারিং+ বায়োলজি নিতে চাচ্ছিলাম

    • @UtkorshoOfficial
      @UtkorshoOfficial  22 дня назад

      হ্যা সম্ভব।
      ভার্সিটি বায়োলজি- utkorsho.tech/course-details/admission-program-2024-varsity-a-unit-gst
      ফুল ইঞ্জিনিয়ারিং- utkorsho.tech/course-details/admission-program-2024-engineering

  • @NiloyNur-v3d
    @NiloyNur-v3d 2 месяца назад

    ভাইয়া শুধু একটাই প্রশ্ন যে ভার্সিটি course টা নিলে কি শুধু এখানে পড়লেই হবে
    নাকি অফলাইনে কোথাও ভর্তি হতে হবে ?

    • @UtkorshoOfficial
      @UtkorshoOfficial  22 дня назад

      এখানেই এনাফ। আমাদের দিকনির্দেশনা মাফিক লেগে থাকলেই হবে।

  • @MahmudaAkther-hg5kj
    @MahmudaAkther-hg5kj 2 месяца назад

    Via HSC 24 physics 2nd paper ক খ equation suggestion pdf diben please.

    • @UtkorshoOfficial
      @UtkorshoOfficial  2 месяца назад

      facebook.com/share/p/5cCL9PUGwFiESpxT/?mibextid=A7sQZp এই লিংক থেকে দেখে নিতে পারবে।

  • @RidoyAlmomin
    @RidoyAlmomin 2 месяца назад

    Vaiya Ssc 2025 couse den