সালমান মুক্তাদিরের বিয়ে নিয়ে যে কারণে এতো লাফালাফি I এ আই দিয়ে অ্যাসাইনমেন্ট । The Trinomial Podcast

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 385

  • @TheTrinomialPodcast
    @TheTrinomialPodcast  Год назад +50

    Trinomial Podcast Timestamps 🔥
    0:00 🎞Intro
    1:00 👰 Salman ভাইয়ের বিয়ে
    13:00 💖Why People Talk About Love
    22:00 🤖AI Assisted Assignments & Plagiarism Checking Software
    30:00 ✍Why Do We Research?
    42:00 😨Admission Season এর Experience
    52:00 📝গুচ্ছ ভর্তি পরীক্ষা
    1:00:00 💼Freedom VS Job
    1:23:00 🤔এনায়েতের এতো বেশি Doppelganger কেন?
    1:26:00 👕Buzzfeed Layoff
    1:27:00 🖼Summarization Business
    1:32:00 🧨RUclips Success Sauce

    • @nafizahmed4950
      @nafizahmed4950 Год назад +3

      apnara last e eshe subscribe er kotha bolen and guess what jara apnader legit follower and subscriber orai last prjnto dekhe...so vid er shurute erokom alochona korben..dekhben grow hobe....echarao vid er shurute joto legit and informative or controversial ktha bola jay shurur dike bolben.......(safely controversial ktha jegula..xd)

    • @rayadahmed6369
      @rayadahmed6369 Год назад

      @@nafizahmed4950 agreed

    • @SpecialPerformersEntertainment
      @SpecialPerformersEntertainment Год назад

      এনায়েত তোমার প্রতি অনেক রেসপেক্ট ছিল কিন্তু তুমি আজ যেভাবে সালমানের হয়ে সাফাই গাইলে তাতে তোমার মুখে থুথু ফেলতে ইচ্ছে করছে

    • @NazrulIslam-oz3lx
      @NazrulIslam-oz3lx Год назад

      তুমি কেমন মেয়ে চাস? সে জানাল, মেয়ে অবশ্যই শিক্ষিত, সুন্দরী, ধার্মিক ও সাংসারিক হতে হবে। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। তোকে আমি পরে জানাচ্ছি"।দুই দিন পর তাকে জানালাম, দোস্ত তোর জন্য একটা মেয়ের খোঁজ পেয়েছি। মেয়ে একাউন্টিং এ অনার্স মাস্টার্স, বেশ সুন্দরী বলা যায়, হাইটও ভাল ৫ ফিট ৪। আমার পরিচিত মেয়ে, ওর নাম সায়মা। মেয়েটি যেহেতু একটি ধার্মিক পরিবারের, সেহেতু আমি নিশ্চিতভাবে বলতে পারি সে যথেষ্ট ধার্মিক। সাংসারিকও বটে। আমার বর্ণনা শুনে সে সায়মাকে দেখার জন্য অস্থির হয়ে উঠল। তাকে এমন উৎসাহী দেখাল যেন সে আজ বিকেলের মধ্যেই মেয়ে দেখার কাজ সেরে ফেলতে চাচ্ছে। আমি সায়মার সম্পর্কে আরো ক্লিয়ার করার জন্য বললাম, "দোস্ত, তবে মেয়েটার একটা অ্যাক্সিডেন্ট আছে।" সে থমকে গিয়ে বলল, "কি অ্যাক্সিডেন্ট?" আমি বললাম, "মেয়েটা শর্ট ডিভোর্সি। তার সাথে যে ছেলেটার বিয়ে হয়েছিল, বিয়ের এক মাসের মধ্যে তারা নিশ্চিত হয় সে এডিক্টেড। অনেক চেষ্টা করেও যখন তাকে ফিরানো যাচ্ছিল না, ৬ মাসের মাথায় সায়মার পরিবার সায়মার ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয় ডিভোর্স করাতে।"এবার সে ফুটো বেলুনের মত টুপ করে চুপসে গেল। আমাকে খুব বাজে ভাষায় ধমক দিয়ে বলল-
      : তুই আর মেয়ে পেলিনা? আমার জন্য শেষ পর্যন্ত ডিভোর্সি মেয়ে দেখলি?
      : তাতে সমস্যা কি? সায়মা শিক্ষিত, সুন্দরী, ধার্মিক, সাংসারিকও। তোর সব রিকুয়ারমেন্ট ফুলফিল করেছে।
      : তার সব চেয়ে বড় সমস্যা সে ডিভোর্সি।
      : ডিভোর্স সমস্যা হতে যাবে কেনো? ডিভোর্স তো তার নিজের কারণে হয়নি। তার কপাল খারাপ হয়েছিল বলেই তো হয়েছে। তার আগের স্বামী যদি ভাল হত তাহলে তো তাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হত না।
      : দোস্ত, এইসব বলে লাভ নাই। একে তো আমি মেনে নিতে পারব না, তার উপর আমার পরিবার আত্মীয়স্বজন তারাও কোন দিন মেনে নিবে না। এটা আমার ফার্স্ট বিয়ে। তুইও কি মেনে নিতে পারবি এমন একটা মেয়েকে বউ হিসেবে?
      প্রশ্নটা আমার জন্য কঠিন হয়ে গেল। কোন জবাব দিতে পারলাম না। এরপর আর কথা না বাড়িয়ে চলে আসলাম। এর মাঝে সে আমার সাথে যোগাযোগ করেনি। আমিও করিনি।
      প্রায় সাপ্তাহ দুয়েক পর সে আমাকে জানাল,
      : দোস্ত, সামনের সাপ্তাহে আমার আকদ। চলে আছিস।
      খুশি হয়ে জিজ্ঞেস করলাম-
      : কার সাথে বিয়ে হচ্ছে, তোর?
      : তোদের এলাকার মেয়ে তানিয়ার সাথে।
      তানিয়ার নাম শুনে আমি চমকে উঠলাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম-

    • @NazrulIslam-oz3lx
      @NazrulIslam-oz3lx Год назад

      : তুই কি তানিয়ার সম্পর্কে ভাল করে খোঁজ খবর নিয়েছিলি?
      : হুম, সব জেনেই তো বিয়েটা ফাইনাল করলাম।
      : দোস্ত তানিয়ার সাথে আমাদের ফ্রেন্ড মনিরের ৬ বছরের রিলেশন ছিল।
      : ব্যাপার না, বিয়ের আগে এমন রিলেশন সবার থাকে।
      : দোস্ত, তুই কি বুঝতে পারছ এই যুগে ৬ বছরের রিলেশন মানে কি? এটা মোর দেন হাসবেন্ড এন্ড ওয়াইফ...
      সে আমাকে থামিয়ে বলল- বললাম তো, সমস্যা নেই, বিয়ের আগে এরকম সম্পর্ক থাকতেই পারে। সংসার করতে চাইলে এ যুগে এসব মেনে নেওয়া ছাড়া উপায় নেই।
      : ওকে, ফাইন। তাহলে তুই তানিয়াকে বিয়ে করতে পারলে কেনো সায়মাকে নয়?
      : কারণ সায়মা ডিভোর্সি।
      : তানিয়া কিন্তু ব্রেকাপ!!
      : ডিভোর্সি আর ব্রেকাপ কিন্তু এক নয়।
      : অবশ্যই এক। তবে ডিভোর্স পবিত্র, স্বীকৃত, আর ব্রেকাপ অপবিত্র, অবৈধ।
      সে বিদ্রুপ হেসে বলল,
      : ডিভোর্স পবিত্র হয় কি করে?
      : দেখ ডিভোর্স হতে হলে প্রথমে বিয়ে হতে হয়।
      * বিয়ে হচ্ছে বৈধ, যা শরিয়তসম্মত।
      * বিয়ে হচ্ছে এমন একটা বৈধ প্রক্রিয়া যেখানে দুজন নরনারীকে একসাথে থাকার স্বীকৃতি দেয়।
      * বিয়ে প্রক্রিয়ার মাধ্যমে দুজন নরনারী দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারে, সেটাও বৈধ।
      * এরপর যদি তাদের দুজনের মধ্যে বনিবনা না হয়, তাহলে তারা শরিয়ত ও প্রচলিত আইনের মাধ্যমে ডিভোর্স প্রক্রিয়ার মাধ্যমে আলাদা হয়ে যেতে পারে।
      আবার অন্যদিকে ব্রেকাপ হতে হলে অবশ্যই দুইজন নরনারী মধ্যে বিয়ে বহির্ভূত প্রেমের সম্পর্ক থাকতে হবে।
      * বিবাহবহির্ভূত প্রেম একটি শরিয়তবিরোধী অবৈধ কাজ।
      * এর ফলে দুইজন নরনারী অবৈধভাবে মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।
      * বর্তমানে বেশীরভাগ প্রেমে দৈহিক সম্পর্ক হয়ে থাকে, যা সম্পূর্ণ অবৈধ, জেনা বা ব্যভিচার।
      * দুইদিন পর এই নরনারী মধ্যে যখন মতের অমিল হয় তখন তাদের মধ্যে ব্রেকাপ হয়। যেহেতু বিয়েবহির্ভূত প্রেম অবৈধ, সেহেতু এই প্রেম ব্রেকাপও অবৈধ।
      এবার তুই বল, তুই তানিয়াকে মেনে নিতে পারলে কেন সায়মাকে মেনে নিতে পারলি না? প্রেমের ব্রেকাপকে স্বীকৃতি দিতে পারলে কেন বিয়ের ডিভোর্সকে স্বীকৃতি দিতে পারলি না।
      সে আমার কাঁধে হাত দিয়ে বলল, দোস্ত, সায়মার বিয়ে হয়েছে এটা যেমন সবাই জানে, ডিভোর্স হয়েছে সেটাও সবাই জানে। কিন্তু তানিয়া মনিরের সাথে প্রেম করেছে এটা যেমন অনেকে জানে না, তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, তারা কোথায় কি কি করেছে, এবং তাদের ব্রেকাপের ব্যাপারটাও অনেকে জানে না। এটাই হয় তো পার্থক্য।
      : বাহ, তার মানে যে অবৈধ কাজটা গোপনে করা হয় সেটা খারাপ হলেও ঠিক, আর যে বৈধ কাজটা প্রকাশ্যে করা হয় সেটা ভাল হলেও বেঠিক।
      : দোস্ত এক্ষেত্রে আমার কিছুই করার নেই। আমরা সমাজ দ্বারা শাসিত। পরিবার নিয়েই থাকতে হয়।
      আসলেই তার কিছুই করার ছিল না, তাই তো শেষ পর্যন্ত সে তানিয়াকেই বিয়ে করল। তবে কিছু দিন আগে শুনলাম, তানিয়া নাকি আবার তার পুরানো প্রেমিকের সাথে যোগাযোগ শুরু করেছে। ডিভোর্সি সায়মার এমন ঝুকি থাকে না। যাই হোক, আমাদের মেন্টালিটি এমন হয়ে গেছে যে আমরা বিয়ের ক্ষেত্রে ডিভোর্সি মেয়ে মেনে নিতে না পারলেও একটা ব্রেক-আপা মেয়ে ঠিকই মেনে নিচ্ছি। থাকুক না তার যত ইতিহাস। যেহেতু এটা ব্রেকাপ হওয়া মেয়েটার প্রথম বিয়ে, তাই সেই ভাল সর্বোৎকৃষ্ট।।
      ডিভোর্সি আর ব্রেকাপ এক নয়।
      ডিভোর্স পবিত্র, স্বীকৃত আর ব্রেকাপ অপবিত্র, অবৈধ।
      অথচ অনেকেই বিয়ের ক্ষেত্রে একাধিক ব্রেকাপেও কোনো সমস্যা দেখে না কিন্তু ডিভোর্সি হলে ..!!!
      কোনো অন্যায় না করেও সায়মারা সমাজে মাথা নিচু করে চললেও তানিয়ার মত সৌখিন বিপথগামীরা পশুত্বের চেয়েও নিচে নামাকে নিজেদের অহংকার তথা ডিমান্ড মনে করে!!

  • @sadmansadik
    @sadmansadik Год назад +175

    বিয়েসাদী ছাড়া বাকি ৮৫% Podcast শুনতে চাইলে প্রথম ২৩ মিনিট Skip করুন 😇

    • @FilesMiles
      @FilesMiles Год назад +22

      মানুষ প্রথম ২৩ মিনিটই সবচেয়ে বেশি শুনবে লিখে রাখেন

    • @sakiibsaadman
      @sakiibsaadman Год назад +5

      The most irritating part of The Trinomial Podcast history is this 23 minutes!

    • @abdullahalmahmudrafi4998
      @abdullahalmahmudrafi4998 Год назад +5

      45:01 ভাইয়া বলছিলেন ৭ টি পয়েন্ট কমেন্টে উল্লেখ করবেন.....😢

    • @tajninnishatritu3339
      @tajninnishatritu3339 Год назад +1

      Amra 1st 23 min e dekhbo

    • @aj1bOK
      @aj1bOK Год назад

      bhai we singles can feel your pain.

  • @tasnimrahmanrodoshi4516
    @tasnimrahmanrodoshi4516 Год назад +9

    I always replay every humorous part to see Sadman's expression, he's wholesome 🤣

  • @fluttershyynorahh
    @fluttershyynorahh Год назад +26

    Loved the fearless opinion sharing attitude of Enayet vaiya. His words choice and explaining capability reflects his debating career. Debaters share this common thing - fearless personality and great Analytical skill ❤

  • @ashiq3158
    @ashiq3158 Год назад +60

    Farhan bhai looks visibly unhappy and has gone more silent. Hope everything is alright with him :)

  • @tahmidsarena8508
    @tahmidsarena8508 Год назад +9

    I have turned off facebook 3 weeks ago. And I am happy that I get the filtered news which are trendy from this podcast. Greatfull

    • @princezuko7073
      @princezuko7073 Год назад

      May I ask you the reason behind turning off Facebook? I have not used it for last 3 years. Just curious to know.

    • @tahmidsarena8508
      @tahmidsarena8508 Год назад

      @@princezuko7073 much toxicity, improper news that I dont even want to hear or see, trash talks of people and so on...

  • @SiamNimda
    @SiamNimda Год назад +2

    Trinomial podcast is getting better with every episode

  • @Kathika
    @Kathika Год назад +7

    এনায়েত ভাই খুব ট্যালেন্ট মানুষ কিন্তু যেকোন আলোচনায় উনি মাশাআল্লাহ যথেষ্ঠ সময় নিয়ে হাইপোথিসিসে আসেন। এজন্য ধৈর্য্য রাখা একটু কষ্টকর বা কঠিন হয়ে যায়।

  • @mohsinahmed1924
    @mohsinahmed1924 Год назад +6

    Highly waiting for English Podcast. It'll take paramount impact on audience who are trying to learn english language.

  • @fluttershyynorahh
    @fluttershyynorahh Год назад +7

    I hope Farhsn vai is absolutely alright. He is looking sick and sad . May he gets peace of mind In Sha Allah

  • @mahedihasanratul9097
    @mahedihasanratul9097 Год назад +4

    52:52 I love this small comedy during the podcast everytime 🤣🤣

  • @Dr-WELL
    @Dr-WELL Год назад +13

    14:57 : I specially admire the pin point analysis done by Enayet bhai, which I guess truly catches the mainstream life philosophy of mass people of Bangladesh! Anyways, I always enjoy listening the interesting layers of discussion of you three 🙏

  • @kwariburrahman9322
    @kwariburrahman9322 Год назад +6

    One thing i want to mention in 56:00. ২০২১-২২ শিক্ষাবর্ষে সাস্টের ভর্তি পরিক্ষার নোটিসে কতৃপক্ষ উল্লেখ করে যে যারা অলিম্পিয়াডে ভালো স্থান অধিকার করেছে তাদেরকে ছাত্র হিসেবে তারা গ্রহন করতে ইচ্ছুক।I think it should be appreciated.

  • @tekkybaaz2212
    @tekkybaaz2212 Год назад +2

    এই Podcast টি বাংলাদেশের পুরো talented দেরকে আরো Smart করবে।

  • @freshtomato7888
    @freshtomato7888 Год назад +4

    এই পাঞ্জাবি পড়েই Sadman ভাইয়ের সাথে সকালে দেখা হয়েছিলো।
    আমি সেই পাঠাও ড্রাইভার ভাই

  • @noorryen2560
    @noorryen2560 Год назад +15

    Farhan bhai looks sick or unhappy here! hopefully everything is alright bhai, you are the lifeline of this podcast!

    • @amt7656
      @amt7656 Год назад +4

      Farhan bhai is probably tired of traveling around the world ;-;

  • @abdullahelbaki648
    @abdullahelbaki648 Год назад +6

    Ajker podcast e salmanre anle maybe boom krto🫤

    • @TheTrinomialPodcast
      @TheTrinomialPodcast  Год назад

      আমাদের পিডাইতো উনি ধইরা

    • @zerotwoo9554
      @zerotwoo9554 Год назад

      @@TheTrinomialPodcast who is replying

    • @naimislam7595
      @naimislam7595 Год назад

      @@zerotwoo9554 surely Enayet Sir,
      সালমান ভাইখে এত রেসপেক্ট দেয়ার সায়েন্সটা বুজলাম না

  • @প্রিয়তাতুপা

    যে মানুষ ট্রাইনোমিয়াল পডকাস্ট দেখে তার আর কোনো নিউজ দেখা লাগে না

    • @Tamanna.Akter.
      @Tamanna.Akter. Год назад +1

      আমি সেই মানুষের মধ্যে অন্যতম

    • @TheTrinomialPodcast
      @TheTrinomialPodcast  Год назад +19

      @@user-ck4kn6ul7w Thank you so much for the appreciation 😍😀

    • @iamrifatpk
      @iamrifatpk Год назад

      The Trinomial News

    • @cyam47
      @cyam47 Год назад

      sottie ei trinomial podcast ekta valo way sara soptaher news summury pawar..with entertainment

    • @shadmanrahman7038
      @shadmanrahman7038 Год назад +7

      I left facebook 6-7 weeks ago, for detoxing dopamine. But trinomial podcast don't let that happen, it does the work of facebook for me.

  • @minaakter3809
    @minaakter3809 Год назад +23

    It’s really something to learn how Farhan bhai maintains his personal life and professional life which is very difficult being a celebrity.Thank you so much Farhan bhai.I get to learn a lot from you🖤@khalid farhan

  • @mdushnokhan1309
    @mdushnokhan1309 Год назад +2

    খালিদ ফারহান ভাইর কাছ থেকে অনেক কিছু শিখি কিভাবে অন্যকেউ কথা বললে তাকে স্পেস দিতে হয় কখোন কেমন বলতে হয় ❤

  • @istiakahamed-mz4rs
    @istiakahamed-mz4rs Год назад +4

    11:59 Farhan vai halka bujhai dilo he is mature🙂

  • @MdSifatullahBari
    @MdSifatullahBari Год назад +1

    এনায়েত ভাইয়ের সালমান মুক্তাদির এর বিয়ে নিয়ে এনালাইসিস টা আমার কাছে সবচেয়ে বেশি অকওয়ার্ড লাগে। I feel you Farhan vai

  • @kmwalid7714
    @kmwalid7714 Год назад +1

    @sadmansadik vaiyar opinion khub e bold , aro podcast koren vai nite parbo smoothly

  • @rafialaila1060
    @rafialaila1060 Год назад +9

    Simply put, Salman Muqtadir has somewhat been the torchbearer of this 'casual lifestyle' or having a polyamorous view of sort in our country. And to certain degree he monetized on this, even in the last boimela he wrote a book called bhalobasha more jak. (As i have not read the book the content of it i cant comment on but at least the title is a bait for people who are perpetually single or have aversion from romantic feelings). So him getting married is an oxymoronic stance and people feeling a bit abandoned/betrayed.
    Him getting married to a girl who has kids/divorced is just the reflection of narrow mindedness of our society that has nothing to do with religion. But also if one says he didnt go against the religion is also a reduntant sentence cos Salman doesnt seem like someone who is very pious (on the surface of it at least). He just did it cos it felt right, which is beautiful.

  • @DnKZone
    @DnKZone Год назад +6

    two things missing in the discussion
    1. Siciety will always be judgemental
    2. Characteristics/Image does matter

  • @sakiibsaadman
    @sakiibsaadman Год назад +5

    This thought came to my mind a couple of weeks ago that it would be fantastic if you guys made an episode in English.

  • @hafahad-112-a3
    @hafahad-112-a3 Год назад +3

    42:19 sadman said that and pretended like noting happend is actually hilarious

  • @sbtrahman3100
    @sbtrahman3100 Год назад +5

    I don't watch news, i watch trinomial podcast.😃

  • @asifiori2153
    @asifiori2153 Год назад +2

    এনামুল ভাইয়া মানুষের বিয়ের আগ্রহের ব্যাপারে যে কথাগুলো বললেন যে ঐযে ভালোবাসার প্রতি বিশ্বাসের ব্যাপারে, ব্যাপারটা একদম সত্য। হয়তো উপর থেকে ব্যাপারটা ধরা যায় না কিন্তু আসলেই সাবকনশাসলি ব্যাপারটা ওটাই। সেলিব্রিটিদের বিয়ে শাদি সম্পর্কে কাহিনী থেকে আসলে নিজেদের লাইফের বিয়ের বা সম্পর্কের একটা নিশ্চয়তা খুজে মানুষ।

    • @TheTrinomialPodcast
      @TheTrinomialPodcast  Год назад +1

      @@asifiori2153 Thank you so much for the appreciation 😍😀

  • @cherrydeblossom
    @cherrydeblossom Год назад +6

    I expect more formulative and resourceful content from these guys. They are really talent.

  • @kafinurshiam174
    @kafinurshiam174 Год назад +5

    আমার মনে হয় সাউন্ড(volume) আরেকটু বেশি হলে ভাল হয়...
    ❤btw you guys are prodigious👌👌
    This podcast is my leisure time productive entertainment.....

  • @tasnimrahmanrodoshi4516
    @tasnimrahmanrodoshi4516 Год назад +6

    Nope, I found this podcast very productive and fun listening. You guys didn't make any lame jokes, didn't create any awkward situation and the opinion about Salman's marriage, explanation of research paper by Enayet sir was productive and I found it entertaining

  • @nafissayeem7923
    @nafissayeem7923 Год назад +4

    আমি ঢাবিতে যখন শুধুমাত্র কোশ্চেন এন্সার করে এয়াই দিয়ে টার্ম পেপার করতেসি তখন স্যার নিজেও আমার লেখার স্টাইল আর এয়াই এর লেখার স্টাইল যে ডিফারেন্ট সেটা কয়েকটা প্যারাগ্রাফ পড়লেই বুঝে ফেলেন।
    কিন্তু যখন আমি সেম কাজটাই খুবই ভালো প্রম্পট রাইটিং এর মাধ্যমের করতেসি, শুরুতে চ্যাটজিপিটি কে আমি কনটেক্সট দিচ্ছি, তারপর কন্ডিশান দিচ্ছি, তারপর নোশন অ্য্যাপ দিয়ে আমার লেখার স্টাইলে পুরো টার্ম পেপার সাজাচ্ছি, তখন আর পেপার টা যে এয়াই লিখসে সেটা বোঝা যায় না।
    এক্ষেত্রে আমার শেখা হয়েছে সেটা প্রমাণিত হইলো, যেহেতু আমি বুঝতেসি যে আমি কী আস্ক করলে ভালো এন্সার পাবো, আবার প্রম্পট রাইটিং ও শিখতেসি।

  • @RUHULAMIN-tl5ok
    @RUHULAMIN-tl5ok Год назад +2

    1:17
    সাদমান ভাইয়ের আরও podcast করা উচিত।

  • @UmmateMuhammad_sm
    @UmmateMuhammad_sm Год назад +2

    Khalid Farhan is very polite.......Sadman vai & Enayet vai too

  • @isfaqueahmed4627
    @isfaqueahmed4627 Год назад +2

    অনেকদিন পর এনায়েত ভাইয়ের লাগাতার বিশ্লেষণী রূপ। ভাল্লাগছে❤

  • @shadmanrahman7038
    @shadmanrahman7038 Год назад +4

    53:52 এনায়েত স্যার, গুচ্ছ পদ্ধতিতে কিন্তু আরেকটা সমস্যা আছে। এখানে বিশ্ববিদ্যালয় ভর্তিতে সম্ভবত ডি ইউনিট অর্থাৎ বিভাগ পরিবর্তনের হেতু পরীক্ষা দেওয়া যায় না।

  • @sadiyaoyshi5512
    @sadiyaoyshi5512 Год назад +1

    1:15:29 It will be really really helpful. Never thought of a podcast like that

  • @FahimMuntasirZim
    @FahimMuntasirZim Год назад +14

    12:50 ভাইয়া আমি আমার কথা যদি বলি, আমি কিন্তু আপনাকে যাস্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখিনা। আমি আপনার ভিডিও দেখতে দেখতে এখন আপনাকে নিজের খুব চেনা পরিচিত কাছের মানুষ মনে করি। মানে এমন একটা ফিলিংস কাজ করে যে আপনার সাথেই আড্ডা দেই, বিভিন্ন কথা শেয়ার করি, টাইম স্পেন্ট করি। তো যখন আপনাকে একজন 'সেলিব্রিটি' না ভেবে আমি আমার কাছের কোনো মানুষ হিসেবে ধরে নিচ্ছি, তখন আই গেস বিয়ে টিয়ে নিয়ে একটু মাতামাতিটা স্বাভাবিকই হয়ে যায়। যদিও এটা পার্সোন ওয়াইজ ভ্যারি করে।

  • @jahidhasanariyan5835
    @jahidhasanariyan5835 Год назад

    sadman vai is awesome, ভাইয়ের কথা গুলো অনেক ইউনিক লেগেছে ❤

  • @rozmalodi1645
    @rozmalodi1645 Год назад +3

    Farhan bhai has essentially turned into a minecraft villager in the early parts of this podcast XD

  • @akashbatash4407
    @akashbatash4407 Год назад

    Enayet bhai explained beautifully about Love and Marriage!

  • @csplusmath
    @csplusmath Год назад +1

    Amra jara ei podcast er fan tara podcast jotoi low hok we will watch every week

  • @tammimrahman3890
    @tammimrahman3890 Год назад +2

    It's not easy to grow plants when you are living outside BD. I started learning and it's really good for mental peace 😊.

  • @meherinsultanashithy309
    @meherinsultanashithy309 Год назад

    this channel knows everything! omygod!

  • @tahmidrahmankhan1204
    @tahmidrahmankhan1204 Год назад +3

    1:10:42 কথা গুলো মনে লাগছে খুব, 🙂

  • @swagatasahajitu2213
    @swagatasahajitu2213 Год назад +2

    27:40 এনায়েত ভাই একদম মনের কথা বলছে। চ্যাট জিপিটির রেফারেন্স হাতে গোনা ২-৩ টা ছাড়া কোনোটাই গুগলে খুঁজে পাই নাই। আমি ভাবসি আমি কি কিছু ভুল করতেসি? অনেক অনেক রেফারেন্স জাস্ট নাই, ইভেন ডি ও আই এর লিঙ্ক দিলে সেখানে যেয়ে দেখি আরেকটা পেপার আসতেসে। একদিকে ঠিক ইনফরমেশন, অন্যদিকে ভয়ানক ভুল রেফারেন্স ।

  • @sultanarazia4844
    @sultanarazia4844 Год назад +1

    যারা পড়ালেখায় আছে তাদের ও যারা পড়ালেখা করতে পছনদ করে তাদের at least Masters করে ফেলা অনেক অনেক impactful.

  • @amartyasourav1691
    @amartyasourav1691 Год назад +1

    Totally agreed with sadman bhai about the admission situation of Bangladesh. It is wrecked indeed.

  • @zenitsu-3_3
    @zenitsu-3_3 Год назад +1

    gst er part theke besi enjoy korsi podcast student er jonno valoi chilo and sadman vaiya r podcast r o kotha uchit. 10 ms er instructor and hr er podcast student der dorkar. r ki ki podcast korben bolsilen.
    sadman vaiya r vdo chy.

  • @tasnimrahmanrodoshi4516
    @tasnimrahmanrodoshi4516 Год назад +2

    Sadman is very cute and humble:"3

  • @sourovhossain5912
    @sourovhossain5912 Год назад

    Trinomial podcast sunle amar Happy Hormon release hoi,,,,sunte valoi lage,, Boring lage na❤

  • @aminarahman2429
    @aminarahman2429 Год назад

    @enayet vaiya tmr thumbnail r title er thought process ta joss.

  • @mahidurrizon7103
    @mahidurrizon7103 Год назад +2

    Sadman Bhai ke ami sob jayygay e enjoy koriiiii! He is different at every place!

    • @sadmansadik
      @sadmansadik Год назад

      🥲

    • @mtasnimxira
      @mtasnimxira Год назад

      Sob jaigai e enjoy kori.but monologue gula continue korle valo hoi.monologue gula miss kore😢

  • @faisalinside4069
    @faisalinside4069 Год назад +1

    রিসেন্টলি আমার দিনের অনেকটা সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছি যা দিন শেষে আমার কোন কাজে আসতেছে না , এমন অবস্থায় আমার কোন সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করা উচিত?
    বয়স ২০ - ২৫ বছরের ছেলেরা কিভাবে সোশ্যাল মিডিয়ায় তাদের ভালো সময় কাটাবে এসব বেপার নিয়ে একটা আলোচনা করলে ভালো হয়।

  • @shadmanrahman7038
    @shadmanrahman7038 Год назад +1

    51:00 ফিলোসফির বিষয় না, সলিমুল্লাহ খান স্যারের কোনো এক লেকচারে হয়তো শুনেছিলাম যে, অর্থনীতির কোন এক আঙ্গিকে নাকি শিক্ষা কে 'ক' ইনভেস্টমেন্ট বলা হয়, যার রিটার্ন সমসময় ৫× বা এর চেয়ে বেশি হয়। ('ক' এর নাম আর এক্সাক্ট রিটার্ন রেইট টা খেয়াল নেই)

  • @sarminbristy4981
    @sarminbristy4981 Год назад

    Onk kom topic neye kotha bolsen. Aro aro topic neye shunte chai jno pura week er top news gula podcast shunlei hbe news miss geeleo. Thanks apnader.

  • @nadimrahman8089
    @nadimrahman8089 Год назад +1

    শুরুতেই এনায়েত ষাড় এর লেইম জোক😞আর গ্যাজানো

  • @Tameee_
    @Tameee_ Год назад +1

    An English podcast would be great! 21:32

  • @shadmanrahman7038
    @shadmanrahman7038 Год назад +6

    এক কাজ করতে পারেন, চাইলে প্রতিটা পডকাস্টে নির্ধারিত ১০-২০ মিনিট ধরে একটানা ইংরেজিতে কথা বলতে পারেন। আলাদা এপিসোদ লাগবে না।

  • @arifulhaque1052
    @arifulhaque1052 Год назад +6

    এনায়েত ভাই একটা বিষয় বিশ্লেষণ করতে গিয়ে এতো ডিটেইল আলোচনা করে, যা মাঝেমধ্যে বিরক্ত লাগে, এবং ট্র্যাকও হারিয়ে যায় কথার। ফারহান ভাই খুব কম কথা বলেন, কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল কথা বলেন। অল্প কথায় ফায়দা বেশি 😃। আর সাদমান ভাই ঠিকাছে।

  • @jihadrahman6208
    @jihadrahman6208 Год назад

    Wonderful Podcast & Love you The Trinomial podcast All Team❤❤❤

  • @fahimsiddique7624
    @fahimsiddique7624 Год назад +10

    9:34 IMO people have this particular image of Salman bhai, which is obv we all know (someone who we didn't see with one person for a long time/ can not be with someone for a long time/ have a dedication towards only one relationship ). that's one point people are reacting to.
    another point is since he is perceived as one of the most eligible bachelor of our country and been with many single ladies and could have gotten one as his wife if he wanted,
    why would he tie the knot with someone who's already been married once/ have kids with someone else.
    these two reasons/ questions are bothering people. but in the end as a human being we have the right to be with the person who we feel like can have a family with/ be happy with regardless of where the person is from, what is their past and all other things related to them.
    anyways wish him a happy married life.

  • @sifathossain9983
    @sifathossain9983 Год назад +1

    Farhan bhai is silently funny 😂

  • @blossomingoffeelings
    @blossomingoffeelings Год назад +1

    এই থাম্বেলটা সাদমান ভাই বানিয়েছে নিশ্চিত ❤

    • @sadmansadik
      @sadmansadik Год назад +1

      আমি First Season এ Thumbnail Design করতাম, এই season এ একটাও আমি করি নাই

  • @mahmudulhasan9280
    @mahmudulhasan9280 Год назад +4

    সাদমান ভাইয়ের HR দের নিয়ে পডকাস্ট শুরু করাটা দরকার। কেননা যারা এখন পর্যন্ত যারা কোন জব পায়নাই তারা বুঝতে পারবে তাদের কোথায় কোন Skills টা দরকার।

  • @cherrydeblossom
    @cherrydeblossom Год назад +8

    Please start an English podcast. It'll be a revolutionary step.

  • @shadmanrahman7038
    @shadmanrahman7038 Год назад +3

    না, আজকের পডকাস্ট অনেকদিন পর খুব মজার হইছে। 1:13:30

  • @theshynee6137
    @theshynee6137 Год назад +2

    Sosta thumbnail professional hoilo finally

  • @mahejabeen1543
    @mahejabeen1543 Год назад +3

    HSC vs Admission test- huge gap is observed in current national curriculum. For HSC, 1 book of physics/chemistry/biology is enough. But for admission test, we had to cover all physics/Chem/Math books available in the market. So, how do you use HSC result replacing admission test? For HSC, you currently don’t need that depth of knowledge which is more required in admission test @sadman. 2 years of college is not enough to cover all available books in the market along with traditional college exams. Bottomline- the pattern between admission test and national exam is very different. Edit: by "all available books in the market" I meant 2/3 top-tier books per subject that's relevant for admission test questions.

    • @damask_rosei8966
      @damask_rosei8966 Год назад

      So you wanna say that 3-6 months are enough to cover all those books available in the market?

    • @mahejabeen1543
      @mahejabeen1543 Год назад

      @@damask_rosei8966 If someone is motivated enough, why not? I did it 10 years back. After HSC the workload gets reduced as you no longer need to focus on English, Bangla and Biology (depends on which admission area is your focus). Also, no need to appear in test, pre-test exams for college. It frees up your time for concentrated and focused effort in admission test. So, additional time after HSC is always helpful in my opinion. Also, when studying for admission, you do not need to learn new topics. If you take well enough preparation for HSC, you already know the basics. During that 3-6 month period, you are not learning entirely new things, just gaining skills to solve harder questions (that actually appears in admission test) and building up your concept on top of your basic knowledge. So, 3-6 months is enough if someone has a decent preparation for HSC. I have even seen overly motivated people studying other top-tier curriculum books even during college (though that percentage is very low).

  • @mahfuzaislam841
    @mahfuzaislam841 Год назад

    In today's podcast the propositions of Sadman vai are awesome 😇

  • @FilesMiles
    @FilesMiles Год назад +1

    এই ভিডিওর প্রথম বিয়ের পার্ট টা মানুষ সবচেয়ে মনোযোগ দিয়ে দেখবে মনে হয় :3

    • @hoomanAdnan
      @hoomanAdnan Год назад +1

      Yes, as you did 🏆
      That's absolutely fine

  • @freetoplay3393
    @freetoplay3393 Год назад +4

    থাম্বনেল দেখে মনে হচ্ছে, এবারই 100K হবেই 😅🎉

  • @farhanlabib8901
    @farhanlabib8901 Год назад

    things always do not have to informative all time, todays podcast was natural and natural things are always best imo.

  • @Borno_Khan
    @Borno_Khan Год назад +1

    Kebol school theke aslam. Asha kori podcast valo hoise. Koyekdin dhore podcast gula dekte partesi na because exam choltese.

  • @XANIME010
    @XANIME010 Год назад +3

    AI ভবিষ্যতে খুব ভালো কোনো ফলাফল বয়ে আনবে বলে মনে হয় না, রিসেন্টলি AI এর গডফাদার Geoffrey Hinton নিজে এ কথা বলছে এ নিয়ে একটা পডকাস্ট চাই 💯

  • @shahrinabdullahibnomor5650
    @shahrinabdullahibnomor5650 Год назад +1

    WTF maaan, i get the munzerin advertisement exactly at 19.26 when you guys were talking about English

  • @rayadahmed6369
    @rayadahmed6369 Год назад +3

    Please bring guest in nest episode.

  • @adri4_04
    @adri4_04 Год назад +1

    1:01:25

  • @nisarul-dev
    @nisarul-dev Год назад

    Sadman Bhai, aro 5 ta podcast suru koren. Ami sunbo.

  • @mahadihassan3550
    @mahadihassan3550 Год назад +1

    আপনারা প্রত্যেকটা বিষয়ে গবেষনা করেন, আমার অনেক ভালো লাগে, আমার আরোও ভালো লাগতো যদি আপনারা সময় বের করে ধর্মিয় কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করে আলোচনা করতেন
    তাতে আপনারাও ধর্মিয় বিতর্কিতো বিষয়ের সঠিকটা জানতে পারতেন এবং আমাদেরকেও জানাতে পারতেন

  • @sayemrahman3489
    @sayemrahman3489 Год назад +1

    1:11:58 reality of inter life

  • @omarpavel
    @omarpavel Год назад

    What happened to the Spotify account?

  • @s.m.sanbim-sifat
    @s.m.sanbim-sifat Год назад +2

    Sadman vai social norm ar religion niye podcast banaben?

  • @nafissayeem7923
    @nafissayeem7923 Год назад

    জ্ঞানী কথাবার্তা শো'র ওই পডকাস্ট টা আসলেই ২-৩ বার করে শুনেছি আমি। খুবই দারুণ হয়েছিলো। memorable onw

    • @fringhorizontal3767
      @fringhorizontal3767 Год назад

      ভাই,লিংক টা হবে?

    • @nafissayeem7923
      @nafissayeem7923 Год назад

      @@fringhorizontal3767 ruclips.net/video/TXZ61K0b8IM/видео.html

  • @mohammadkhan7849
    @mohammadkhan7849 Год назад

    Best podcast eita
    Enjoyed the whole video
    Rather then information its about the presentation which was best today 😊

  • @MahdiHasanBhuiyan
    @MahdiHasanBhuiyan Год назад +1

    খালেদ ফারহান এদের মধ্যে সবচেয়ে ম্যাচিউর পারসন। ❤️

  • @shajiashahrin186
    @shajiashahrin186 Год назад

    আমি এমন একটা পডকাস্ট ই শুনতে চাইতেসিলাম কিছুদিন থেকে, যেখানে আপনারা যা ইচ্ছা তাই বলবেন।খুবই লাইট হবে। আমার এই পডকাস্ট খুবই ভাল্লাগসে। 😅

  • @minesha0
    @minesha0 Год назад +1

    1:13:52 আসলেই আজকের পডকাস্ট শুনে বন্ধুদের সাথে এডুকেশন সিস্টেম নিয়ে গল্প করছি বলে মনে হচ্ছিল।😅

  • @The_Tripod_TTP
    @The_Tripod_TTP Год назад +1

    55:14 Sadman vaiyar sathe ekmot

  • @salinatuly5100
    @salinatuly5100 Год назад +2

    If you can't find AI in the room, You are the AI in the room😂❤

  • @tanvirahmed9460
    @tanvirahmed9460 Год назад

    আপনারা স্পটিফাই তে পডকাস্ট গুলা আপলোড করেন না কেন??? এটা খুবই উপকারে আসতো, ভিডিও দেখা পেরা

  • @onlyme6133
    @onlyme6133 Год назад +1

    Ayman Vai er biye hoitese hoyto 🤔🫣🫣

  • @zarifzayed6840
    @zarifzayed6840 Год назад

    I think video bhalo e hoyeche. ❤ Informative

  • @Di_Ahad
    @Di_Ahad Год назад +1

    1:12:19 ইন্টার পাশ করা তেমন কঠিন কিছু না
    [HSC 20]

  • @power_playyyy
    @power_playyyy Год назад +3

    ডিভোর্সড মেয়েকে বিয়ে করাকে আমাদের সমাজ এখনো ভালভাবে দেখছে না এটা দূর্ভাগ্যজনক।

  • @sardarmohammadabdulahad4709
    @sardarmohammadabdulahad4709 Год назад +10

    সালমান মুক্তাদিরকে সম্পূর্ণ সমর্থন করছি এ ব্যাপারে। যদিও কখনো সম্ভব হয়, আমার কোন আপত্তি নাই কোন তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করতে।

  • @Redestudy23
    @Redestudy23 Год назад +2

    ফাইনালি এডমিশন নিয়ে কিছু 😊
    ধন্যবাদ ভাইয়েরা😊😊

  • @imtiazmahin5265
    @imtiazmahin5265 Год назад

    english podcast must!

  • @sultanarazia4844
    @sultanarazia4844 Год назад

    নিজের ভাষায় কেহ কিছু right interpretations করতে পারে মানে that person is talented on that topic/s.