চর নুনের টেক গ্রাম। মেঘনার দ্বীপ । সোনার গাঁ নারায়নগঞ্জ। Chor Nunertek Narayanganj

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • Chor Nunertek Narayanganj A Beautiful village in Bangladesh
    নুনের টেক | Nunertek-Meghnar Chor - গুচ্ছগ্রাম | Island of Meghna River | Narayanganj Barodi Union
    চারিদিকে মেঘনা নদী। মাঝে ১৬ বর্গকিলোমিটারের একটি দ্বীপ। সন্ধ্যা হলেই মূল জনপদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপটি। সোনারগাঁওয়ের ওই দ্বীপটির নাম নুনের টেক। দ্বীপটির এই নামকরণের সঠিক কারণ কারো জানা নেই। তবে স্থানীয় বাসিন্দারা বলেছেন, দ্বীপটির বসতি শত বছরের পুরনো। অনেকের বক্তব্য আরো বেশি হতে পারে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডটিই নুনের টেক গ্রাম। চার পাশে মেঘনার অথৈ পানিবেষ্টিত একটি জনপদ এটি। যার জনসংখ্যা প্রায় ১৫ হাজার এবং ভোটার সংখ্যা প্রায় ৪ হাজার। ১২টি মসজিদ, দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নন-এমপিও হাইস্কুল, দু’টি মাদরাসা, একটি কেজি স্কুল রয়েছে এই গ্রামে।
    #ChorNunerTek #নুনের টেক
    #চরনুনেরটেক
    #মেঘনার দ্বীপ

Комментарии • 1