এর ফলে জালিয়াতির সুযোগটা বেড়ে গেলো না? | Ekattor Journal | Ekattor TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 318

  • @miseshosenmiseshosen5829
    @miseshosenmiseshosen5829 Год назад +12

    এই অসাধারন মানব কল‍্যান রায়ের জন্য মাননিয় বিচারপতি দের রক্তিম শুভেচ্ছা ও শুভকামনা

  • @surfaceenterprise4895
    @surfaceenterprise4895 2 года назад +53

    ব্যাংক সিকোরিটি চেকে ইচ্ছা মত সংখ্যা বসিয়ে হাজার হাজার মানুষকে পথে বসিয়েছে।
    এ আইন বাতিল করা দরকার।

    • @zianoor-e-alam353
      @zianoor-e-alam353 2 года назад +2

      ঋন খেলাফীর প্রতি এত দরদ কেন?

    • @surfaceenterprise4895
      @surfaceenterprise4895 2 года назад

      @@zianoor-e-alam353 small busman r sufferer but s a, dorbes, hp, and others are gaining benefits and day by day they r in engage in m laundering

    • @jahinsarea3427
      @jahinsarea3427 2 года назад +1

      Blanck cheque nisiddo kora hok

    • @surfaceenterprise4895
      @surfaceenterprise4895 2 года назад

      @@jahinsarea3427 yes no blank cheque

    • @mdsuhagsk1077
      @mdsuhagsk1077 Год назад

      সঠিক

  • @mdatiarrahman8423
    @mdatiarrahman8423 2 года назад +4

    আইন সকলের জন্য সমান হওয়া উচিত তাহলে দেশ ও জাতি ভালো থাকবে ইনশাল্লাহ ।

  • @monjukazi8047
    @monjukazi8047 2 года назад +26

    দেশে এমনিতে আইনের কোন শাসন নাই, চেক ডিজওনার মামলায় আসামিকে রাষ্ট্রীয় পুরস্কৃত করা হোক।

  • @YAKUB240
    @YAKUB240 2 года назад +15

    চেক দিস ওনারের মামলাগুলো আরো কঠোর হওয়া দরকার এতে করে সমাজের দূরত্ব বাজ ব্যক্তিরা সুযোগ-সুবিধা গ্রহণ করছে

  • @maniruddinkhan6250
    @maniruddinkhan6250 2 года назад +27

    লোন নেওয়ার আগে প্রতারনার উদ্দেশ্যে ব্যাংক কর্মকর্তারা ব্লান্ক মানে কোনকিছু লিখা ছাড়া চেকে স্বাক্ষর করে নেয়, এটা হয়রানির জন্যে করা হয়। এটা কি অপরাধ নয়?

    • @sumitchowdhury7673
      @sumitchowdhury7673 7 месяцев назад

      ব্ল্যংক চেক আপনি কেন দিবেন

    • @sujitbarua9839
      @sujitbarua9839 7 месяцев назад

      শুধু মাএ সই করে চেক নেয়,সকল এনজিও,সকল দাদন, সুদের কারবারি এমন কি Bank সহ সকল আর্থিক প্রতিষ্ঠান। সে কারনে একজন সাধারণ মানুষ হিসাবে ফাঁকা চেক দিয়েই মামলা বন্ধ করে দিন। তাহলে হয়রানি কমবে। সত্যি কারের মানুষ তার টাকা পাবে,যদি টাকার অংক বসিয়ে লোন দেন। Bank লোন বিপরীতে হিসাব চাইলে তারা বলে লোন কোন প্রকার হিসাব দেওয়ার নিয়ম নাই। যদি এই নিয়ম হয়, তাহলে চেকের মামলা ৯০ শতাংশ কমে যাবে। আপনাদের সুদৃষ্টি কামনা করছি।

    • @AkramulkhanAkramulkhan-n8p
      @AkramulkhanAkramulkhan-n8p 4 месяца назад

      আমার দরকার টাকা সে তো খালি চেক ছারা আমার টাকা দিবে না তখন বাধ্য হয়েই চেক দিতে হয়

  • @HM-fr7eo
    @HM-fr7eo 2 года назад +11

    চেক ডিজওনার মামলা বন্ধ করা হোক

  • @dentistmusfiq
    @dentistmusfiq 2 года назад +23

    জেল এ আসামি যদি আপনি আটকে রাখেন, তাহলে কিভাবে সে কিভাবে টাকা দিবে। তাকে সুযোগ দিতে জেলে রাখা যাবে না-এটা বাক্তি সাধীনতার হরন।।

  • @mojannan2761
    @mojannan2761 2 года назад +6

    এই রায়ের জন্য আদালতকে ধন্যবাদ

  • @sasharmin3631
    @sasharmin3631 2 года назад +10

    আমি সুদের টাকা নিছিলাম বহুদিন ধরে সে সুদের টাকা নেয় তারপর আমি দেওলিয়া হই সে আমার কাছ থেকে ৮০ হাজার টাকা নিছিলাম কিন্তু সে আমার ওপর ৪ লাখ টাকার মামলা করছে এটা কি হবে

  • @ataurrahman4124
    @ataurrahman4124 2 года назад +4

    ভাই আমি একটি কম্পানি মাল লেনদেন করতাম ।তারা সব কাস্টমারদের কাছ থেকেই একটি ফাঁকা চেক নেন। আমি এক সময় দেউলিয়া হয়ে যায় ।আমার কাছে কম্পানি টাকা পাবে 382500।তিন লক্ষ বিরাশি হাজার পাঁচ শত টাকা পাবে ।কিন্তু আমার ওপর মামলা করেছে ।2050000।বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মামলা দায়ের করেছে ।আমি তাদের কারনে পরিবারের কাছে থেকে দুরে চলে গেছি।ধন্যবাদ বাংলাদেশের আদালত কে।

  • @rubelkha609
    @rubelkha609 2 года назад +12

    এই আইন বহাল থাকা দরকার। কারণ ব্যবসায়িকরা লস হওয়ার পর হয়রানি হয়।

  • @IncomeTechniquesBoss89
    @IncomeTechniquesBoss89 3 месяца назад +1

    চেক একটা কাগজ মাত্র এটার উপরে লেনদেন নির্ভর করা একদমই উচিত নয় এর জন্য সবকিছু ভেবেচিন্তে এটাকে হারানো উচিত না হলে সাধারণ মানুষ যেকোনো ধরনের বিপদে পড়ে অর্থ হারাতে পারে তাই আমাদের সারা বাংলাদেশে একটা ধার্মিক এই কথাটা কি সম্পূর্ণ বাতিল করা এবং সঠিক ভাবে যাচাই করে লেনদেন করার ব্যবস্থা করা কেউ যেন কারো অনিচ্ছায় কোন কিছু যেন ভাগ না বসাতে পারেন।

  • @md.nurnabibasunia3259
    @md.nurnabibasunia3259 2 года назад +5

    চেক হোল্ডারের শুধু স্বাক্ষরের উপর নির্ভর করে চেকের বৈধতা দেওয়া কখনই উচিত না বরং চেকের পাতার প্রতিটি অংশ চেক হোল্ডারের নিজ হাতের লেখা হুওয়া উচিত। ফলে সমাজের সুদ খোর থেকে যে কেহউ ১ হাজার টাকার জায়গায় ১০ লক্ষ কিংবা ১০ কোটি লিখে মামলা করতে পারবে না।

  • @shadedchandradas7632
    @shadedchandradas7632 2 года назад +18

    ব্যাংক বা বিভিন্ন কোম্পানীগুলো সিকিউরিটি বাবদ ব্ল্যাক চেক নেয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।

    • @govt.job-bangladesh
      @govt.job-bangladesh 2 года назад

      ব্যাংকে জামানত স্বরুপ ব্ল্যাক চেক নেয়া হয় না। কোন অফিসার যদি ব্ল্যাক চেক নিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই টাকার পরিমাণ লিখে ব্যাংকে জমা দিতে হয়। আর কোন চেকে টাকা উল্লেখ না করে দেওয়া অনুচিত।

    • @shadedchandradas7632
      @shadedchandradas7632 2 года назад

      @@govt.job-bangladesh ধন্যবাদ আপনার উত্তরের জন্য, তবে আপনি মনে হয় আইনের আলোকে থিউরিটিক্যাল কথা বলছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বললাম।

    • @khanimran6313
      @khanimran6313 2 года назад

      Blank check jekhane chay Jaben keno

  • @mdraselahmedreman1181
    @mdraselahmedreman1181 2 года назад +11

    আসসালামু আলাইকুম আপা,আমার একটা ফাঁকা চেক আমার একজন ঘনিষ্ঠ বন্ধু নিয়েছিল, এখন সে সেই চেকে নিজের হাতে বড় ধরনের একটা এমাউন্ট বসিয়ে মামলা দিয়েছে। এখন আমি কি করতে পারি একটু পরামর্শ চাচ্ছি।

    • @01719141049
      @01719141049 2 года назад

      ন্যাকা

    • @nknur9169
      @nknur9169 2 года назад

      Adv.tipu Sultan ar shate Jogajog koren. Dhaka Judge Court.

    • @highway6870
      @highway6870 2 года назад +2

      জেলে যেতে হবে

    • @rokonislamrk9280
      @rokonislamrk9280 2 года назад +2

      টাকা নিয়ে চেক দিছো এমনি এমনি তো চেক দেও নি,,, টাকা দিয়ে দাও মামলা শেষ

  • @alhajabdulkader4584
    @alhajabdulkader4584 2 года назад +5

    আমরা দূর্বিত্তদের সাথেই থাকি !

  • @RaselKhan-uw9kq
    @RaselKhan-uw9kq 2 года назад +8

    আমি একটি কোম্পানির কাছে থেকে ৫লক্ষ টাকার মাল নিয়েছিলাম একটি চুক্তি পত্রের মাধ্যমে কিন্তু করনার সময় ব্যবসায় লস খাই। কোম্পানি আমার কাছে থেকে ব্ল্যাক চেক নিয়েছিল এখন আমার নামে ২৫লক্ষ টাকার মামলা করেছে। এখন এটা কি বৈধ লেনদেন হলো বা ১৩৮ ধারায় কি আমার মামলা বৈধ হলো?

    • @mrsuvo9858
      @mrsuvo9858 10 месяцев назад

      Akn ki obostha???

  • @AkhieAkter-c7w
    @AkhieAkter-c7w 6 месяцев назад +1

    মাননিয় বিচার পতি দোওয়া রয়লো

  • @helal5468
    @helal5468 2 года назад +8

    চেকের মামলা আরো কঠিন করা উচিত

  • @md.nurnabibasunia3259
    @md.nurnabibasunia3259 2 года назад +14

    ১টি টাকাও পায় না অথচ সাড় ৬ লক্ষ টাকার মামলা করেছে। গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। এটি অহরহ হচ্ছে।

  • @SaddamHosen-r5k
    @SaddamHosen-r5k 11 месяцев назад +2

    কিছু অসাধু ব্যবসায়ীরা ফাঁকা চেক নেই এবং ইচ্ছামত টাকা বসিয়ে মামলা করে দেয় সেই হয়রানির শিকার হই আমরা তার প্রমান আমি নিজে

  • @আরাফিজান্নাতমাহি

    আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি থাকবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 🥰🥰

  • @SultanaFaridaYeasmin-ds6df
    @SultanaFaridaYeasmin-ds6df 6 месяцев назад

    মহামান্য হাইকোর্টকে। অস্্খ্য ধন্যবাদ

  • @rangastar5832
    @rangastar5832 2 года назад +5

    বাংলাদেশে এমন একটা মানুষ দেখান চেকের মামলা করছে যা টাকা পায় তাই করছে একটা দেখান। সবাই যা টাকা পায় তার দ্বিগুন তিন গুন মামলা দেয় সেটার কি হবে।

  • @AZIZURRAHMAN-cd6py
    @AZIZURRAHMAN-cd6py 2 года назад +4

    শেষ এর কথাটা ছিল অসাধারণ 😂

  • @nesaruddin1084
    @nesaruddin1084 2 года назад +11

    এন,জি,ও সংস্হা লোন আর ব্যাংক লোনের মধ্য প্লেইন চেক নিয়ে৷ ঋন প্রদান করে, কোন লোক যদি ব্যবসায়ী ক্ষতিহয় এমতাবস্থায় ব্যাংক এন জিও ৪ গুন চেকের মামলা করে, বহু ব্যক্তি নিজের পথ চলার জীবন থেকে আত্বহত্যা করতে হয়েছে কোন সুরাহা না পেয়ে।

    • @rubelkha609
      @rubelkha609 2 года назад +1

      ঠিক বলছেন ভাই

    • @govt.job-bangladesh
      @govt.job-bangladesh 2 года назад

      ব্যাংকে জামানত স্বরুপ ব্ল্যাক চেক নেয়া হয় না। কোন অফিসার যদি ব্ল্যাক চেক নিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই টাকার পরিমাণ লিখে ব্যাংকে জমা দিতে হয়। আর কোন চেকে টাকা উল্লেখ না করে দেওয়া অনুচিত।

    • @shifilislam9862
      @shifilislam9862 2 года назад

      এটা এক ধরনের ডাকাতি

  • @highway6870
    @highway6870 2 года назад +12

    চেক দেওয়া বন্ধ করে দেন ব্যাংক যাতে কোনো চেক সিস্টেম না রাখে তাহলে কোন অসুবিধা নাই যে যেখানে ব্যবসা করবে লেনদেন করবে নগদ করবে

    • @truthhunter7296
      @truthhunter7296 2 года назад

      আপনার আপনি কি বলেছেন বুঝেছেন,,,, কেউ এক কোটি টাকা কি নগদে দিবে

    • @highway6870
      @highway6870 2 года назад

      হা সমস্যা কি নিরাপত্তার জন্য পুলিশকে কল করা হবে এক কোটি টাকার চেক দিলে টাকা মেরে দিলে তখন কি হবে দায়ভার কে নিবে

    • @truthhunter7296
      @truthhunter7296 2 года назад

      @@highway6870 সাধারণ পুলিশত টাকা মেরেই দিবে এমনকি ডিআইজি লোভ সামলাতে পারবে না

    • @moinulislambabul3695
      @moinulislambabul3695 2 года назад +1

      পে অডার করে দিবে

    • @highway6870
      @highway6870 2 года назад

      পে order করে নিতে পারে

  • @AloAsbei-s6m
    @AloAsbei-s6m 2 года назад +3

    এই রায় সিদ্ধান্ত বাতিল হতে হবে না হলে চেক প্রথা বিলুপ্ত করতে হবে।

  • @nargisakther8187
    @nargisakther8187 2 года назад +12

    ব্ল্যাংক চেক এর মাধ্যমে মানুষকে অনেক হয়রানি করা হয় আমি নিজেও ভুক্তভোগী ধন্যবাদ হাইকোর্ট চেখের মামলা বন্ধ করার জন্য

    • @h.h.prodipkhan8055
      @h.h.prodipkhan8055 2 года назад

      Tik bolcen vai ....ami ei bosore novembor r 8 trik cara paici 6 mas jell hoycilo .....ei mamla ta kub krp cek er opobabhor kore ...

    • @jewelhabib4676
      @jewelhabib4676 2 года назад

      শুধু মানুষকে হয়রানি করা ছাড়া আর কোন কিছুই না। চেকের মামলা বাতিল করা হোক।

  • @r.ahasan7529
    @r.ahasan7529 2 года назад +1

    ডিজিটাইজ করেন ব্যাংক সিষ্টেম, চেক পাওয়া মাএ যেন সাথে সাথে তথ্য পেয়ে যায়,ব্যাংক এনশিওর করবে।

  • @Redite.99
    @Redite.99 2 года назад +4

    আমার বেলায় এরম হয়েছে। গাড়ী কেনার সময় ব্লাইন্ড চেক দেওয়া হয়েছিল জামানত হিসাবে। পরে দেহা গেল ওরা আমার কাছে টাকা পায় না। তার পরেও আমাকে মামলা ফাঁসানো হয়েছে।

    • @rangastar5832
      @rangastar5832 2 года назад

      এমন অনেক মানুষ বিপদ আছে।

    • @h.h.prodipkhan8055
      @h.h.prodipkhan8055 2 года назад

      Vai ami nije proman ...6 mas jell khete asci

  • @SamirAhmed-hj4ck
    @SamirAhmed-hj4ck 6 месяцев назад

    বাংলা দেশের মধ্যে একমাত্র উচ্চ আদালতে ঐ বিচারক সাধারণ জনগণ গরীব দুঃখী অসহায় মানুষ এর বাস্তব রূপ ধারণ করে চিন্তা চেতনা করে আদেশ সঠিক

  • @shofiqulislam1777
    @shofiqulislam1777 2 года назад +2

    আমি ছয় বছর ঘুরে একটা রায় পেয়েছি। কিন্তু আসামি পলাতক সে পূর্বের ঠিকানায় থাকে না বলে ওয়ারেন্টও করা যাচ্ছে না।

  • @AlaminHossain-pb5xp
    @AlaminHossain-pb5xp 2 года назад +6

    আমিও একটা ভুক্তভোগী আমি একজন কাছ থেকে ২৮ লক্ষ টাকার মাল মাল আনার পরে মাল আনার পরে তাকে প্রায় 24 লক্ষ টাকা আমি দিচ্ছি আমাকে বলছে পুরো টাকাটা ক্লিয়ার করলে সেটা রিটার্ন দিয়ে দিবে বাট না দিয়ে টাকাটা দিতে সুযোগ ওই সুযোগে দেওয়ার সুযোগে আমার নামে একটা ২৮ লাখ টাকা মামলা করে ফেলছে আমি 24 লক্ষ টাকা দিলাম ওই টাকার ডকুমেন্ট সবকিছু ওরা ওই চেকটারে একটা চক্রাসন বিক্রি করে ফেলছে

  • @rangastar5832
    @rangastar5832 2 года назад +14

    চেকের মামলা পত্তহার দরকার। আমি চেলেন্জ করছি ৯৫% চেকের মামলা মিথ্যা। যারা চেকের মামলা করছে তাদের কে বলছি কোরআান শরিফ নিয়ে বলতে পারবা তোমার মামলা সত্যি পারবা না ৫% ছাড়া।
    বেশির ভাগ ব্লাংক চেক ব্যবহার হয় পরে সুযোগ সন্ধানে ইচ্ছে মতো টাকার অংক বসিয়ে মামলা করে।

    • @md.monirhossaintitu5694
      @md.monirhossaintitu5694 Год назад

      পারবো, ফটাশ করে মন্তব্য করা তাই না

    • @MdOppo-ep9lz
      @MdOppo-ep9lz 11 месяцев назад

      রাইট

    • @mdripon-rn6hy
      @mdripon-rn6hy 7 месяцев назад +1

      আরে ভাই ব্লাংক চেক দেন কেন?

    • @MdIslam-wt4mg
      @MdIslam-wt4mg 7 месяцев назад

      আমি নিজে ২ লক্ষ টাকা দিয়ে প্রায় দুই বৎসর ঘুরছি টাকা দিচ্ছি দিবো ইত্যাদী অথচো দিচ্ছে না।

    • @SamirAhmed-hj4ck
      @SamirAhmed-hj4ck 6 месяцев назад

      সত্যি কথা

  • @AlaminHossain-pb5xp
    @AlaminHossain-pb5xp 2 года назад +6

    মাহবুব সাহেব এরকম হইছে আমার একটা খালি ব্ল্যাংকেট ছিল জামানত হিসাবে আমার ভাইয়ের কিন্তু ২৪ লাখ টাকা পেমেন্ট এখনো 28 লাখ টাকা মামলা করে দিছে

    • @h.h.prodipkhan8055
      @h.h.prodipkhan8055 2 года назад

      Vai emon ta amro hoyce ..6 mas jell hoycilo ...ei basore ..6 june e rai hoi ..8 novembor kalash pai ...amr kase kono tk pabe nah ...shob porishod

    • @humayraanjumggttatmarchtha7245
      @humayraanjumggttatmarchtha7245 10 месяцев назад

      আপনার সাথে কি যোগাযোগ করা যাবে?

    • @snigdhachowdhury3044
      @snigdhachowdhury3044 7 месяцев назад

      দশ লাখ টাকার জন্য পাঁচ কোটি বলে ফাঁসিয়েছে।

  • @JahidKhan-fu2ks
    @JahidKhan-fu2ks 2 года назад +3

    আমার হিসেবে চেকের মামলা আরো বেশি সাজা বাড়িয়ে দেওয়া হোক, তা নাহলে চিটিং আরো বেড়ে যাবে,

  • @RakibHasan-yd7ug
    @RakibHasan-yd7ug 2 года назад +1

    আমার কাছ থেকে একজন একটা চেক নিসে। একটা ব্যবসা করার জন্য অর্থাৎ সে আমাকে বয়লার মুরগি দেবে বলে, সেই সাথে খাবার মেডিসিন দিবে। এখন মুরগি অনেকগুলো মরে গেছে ব্যবসায় আমার লস হয়েছে। এখন সে আমাকে মুরগির বাচ্চা দেয় না সে বলছে তাকে টাকা ফেরত দিতে মামলা করবে আমার নামে আসলে এটা রায় কি হতে পারে

  • @johnsohn4987
    @johnsohn4987 2 года назад +3

    আমি ব্লান্ক চেকের কারনে আজ পথে বসে গেছি, এন্ড পালিয়ে আছি

  • @bhuiyanswapon3386
    @bhuiyanswapon3386 2 года назад +4

    আমরা টাকা কি ভাবে পাবো।

  • @hasanalisarker2257
    @hasanalisarker2257 Год назад +1

    চেকের মামলা যত কঠিন দ্রুত বিচার করবে তত প্রতারক কমে যাবে

  • @muhammednuruzzaman9928
    @muhammednuruzzaman9928 2 года назад +1

    এই আলোচনায় এ্যটর্নী জেনারেল কে রাখলে ভালো হত

  • @satanicverses4234
    @satanicverses4234 2 года назад +3

    ভাই আমি চেক নিয়ে প্রতারিত হয়েছি আজকে প্রায় ৩ বছর মামলা চলে এখনো টাকা পাইনি।
    চেকের মামলা করেও টাকা পাইনি এখনো।
    চেকের মামলার শাস্তি আরও বাড়ানো উচিত।
    জেল না থাকলে কখনো আসামীর কাছ থেকে টাকা উঠানো সম্ভব না।

  • @mdabsaruddinmdabsaruddin3519
    @mdabsaruddinmdabsaruddin3519 2 года назад +1

    মহামান্য হাইকোর্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহিতার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা যাবেনা এবং ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতে যাওয়ার আদেশ প্রদান করেছেন।

  • @RakibulIslam-sv8ke
    @RakibulIslam-sv8ke Год назад +2

    চেক কি গাছের পাতা। আইন আরো কঠোর হয়া। দরকার

    • @MdOppo-ep9lz
      @MdOppo-ep9lz 11 месяцев назад

      কেন সুদের উপর টাকা দিচেন

  • @nknur9169
    @nknur9169 2 года назад +4

    অনেক আইনজীবী এই চেকের মামলা করে প্রতিষ্ঠিত হয়েছে এখন কি হবে

  • @sukantobhowmick471
    @sukantobhowmick471 6 месяцев назад

    সংসদ এ আলোচনা করা উচিত সরকারি কর্মকর্তা দের সিসি মডগেজ সম্পত্তি সাদা চেক তার পর চেক ও অর্থ ঋন ।এক অর্থে জন্য দুই টা মামলা করে ব্যাংক

  • @abulhossain2937
    @abulhossain2937 Год назад +1

    হাজার হাজার কোটি টাকা ঋণ মাফ করা হয় আর ৪/৫ লক্ষ টাকার ঋণের ফাঁদ পেতে গ্রহীতাকে শাস্তি মানবতা বিরোধী।

  • @motopilot164
    @motopilot164 2 года назад +4

    মাহবুব সাব এতো উৎসাহিত কেন চেক ডিস অনার মামলার পক্ষ নিয়ে।

  • @ShahidulIslam-mi9oh
    @ShahidulIslam-mi9oh 2 года назад +1

    ক্রাইম করলেও কি সংবিধানের এই ধারা প্রযোজ্য? চেক যখন দিয়েছে (তারিখ লিখেছে, অর্থের অংক লিখেছে, স‌ই দিয়েছে) তখন এমনিতেই কি খেলার জন্য দিয়েছে? নগদ দিতে না পারায়, চেক দিয়েছে। তাহলে, চেকের অর্থ না পেলে প্রতারনা করা কি হয় নি? সংবিধান কি প্রতারকের পক্ষে?

  • @SydurRahman21
    @SydurRahman21 2 года назад +6

    ব্ল্যাঙ্ক চেক দিলে তার দায় তো নিতেই হবে, আইন এখানে কি করতে পারবে?

  • @আরাফিজান্নাতমাহি

    বাংকের হয়রানি বন্ধ করা হউক 😰✊

  • @shubrajchowdhury1961
    @shubrajchowdhury1961 10 месяцев назад +1

    টাকা মেরে দেওয়া অপরাধীরা প্রশ্রয় পেয়ে যাবে

  • @SultanaFaridaYeasmin-ds6df
    @SultanaFaridaYeasmin-ds6df 6 месяцев назад

    উচ্চ আদালতের এই রায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

  • @Arafat07770
    @Arafat07770 5 месяцев назад

    এ আইন বাতিল করা হোক তা না হলে অনেক পাওনাদার পানা থেকে বনচিত

  • @sukantobhowmick471
    @sukantobhowmick471 7 месяцев назад

    কবের খবর

  • @rizwanulislankhan777
    @rizwanulislankhan777 2 года назад +5

    এতে তো মানুষ আরো প্রতারণা বেশি করবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে চিনতে ব্যবস্থা নেওয়ার জন্য

    • @mdkamalbiswas6679
      @mdkamalbiswas6679 2 года назад

      চেকের কারনেই তো চেক দাতা প্রতারণার শিকার হয়। আর বর্তমান ক্ষেত্রে কোম্পানির চাকরিগুলোতে সিকিউরিটি হিসেবে ব্ল্যাংক চেক রাখে। আর চাকরিজীবীদের অনেকটা বাধ্য হয়ে ব্ল্যাংক চেক জমা রাখতে হয়। আর অনেক সমিতি আছে যারা ব্ল্যাংক চেকের বিনিময় সুদে টাকা খাটায়। আরো অনেকটা বাধ্য হয়েই ব্ল্যাংক চেকের বিনিময় চড়া সুদে ঋণ গ্রহণ করতে বাধ্য হয় । সুতরাং আমি মনে করি চেকের মামলা বিষয়ে সিদ্ধান্তটি মহামান্য হাইকোর্টের যুগোপযুক্ত সিদ্ধান্ত।

  • @AnisurRahman-iq8ij
    @AnisurRahman-iq8ij 2 года назад

    প্রতিটি ব্যাংক লোন দেওয়ার আগে ব্লাক চেক কয়েকটি জমা নেয়।
    এবং সম্পদ মরগেজ রেষ্টরি করে নেয়।

  • @nasiruddinkhannasir9170
    @nasiruddinkhannasir9170 2 года назад +2

    টাকা অংক না লিখে ব্যাংক চেক নেয় ভালো কথা । ব্যাংক যে পরিমান টাকা লোন দিয়েছেন তাহার সুদ সহ ব্যাংক যে পরিমান টাকা পাইবে তার বেশী দাবি করতে পারবেনা। আপনি ব্লাইন্ড চেক দিবেন কেন?।আপনার টাকা প্রয়োন চেক দেন।টাকা প্রয়োন শেষ হলে তখনই তালবাহানা আরাম্ব হয়।মামলা করে যে সময় লাগে উকিলের ব্যায় বহন করে টাকা ৩০%চলে যায় আমি ভুক্তভোগী।

  • @MotinAMKhan
    @MotinAMKhan 2 года назад +1

    চেকের মামলা টা উঠেয়ে নেওয়া হোক।

  • @MdRubel-hu2dj
    @MdRubel-hu2dj Год назад +1

    এক লক্ষ টাকা পাইলে ১৫ লক্ষ লেখে এগুলো কি হবে

  • @motiarrahman6712
    @motiarrahman6712 2 года назад +5

    এতে প্রতারণার সুযোগ বেশি পাবে।

  • @RakibHossain-pb1nb
    @RakibHossain-pb1nb 10 месяцев назад +1

    চেকের আইন বহাল থাকুক দেশে বাটপার চিটারে ভরা। চেক দিয়ে ব্যাবসায়িক দের কাছ থেকে বাকি নিয়ে চেক পাশ করায় না

  • @NNNIslamic
    @NNNIslamic 2 года назад

    আমি ব্লান্ক চেক দিয়ে একটি কিস্তুিতে গাড়ি কিনেছিলাম।এক বছর চালানোর পর গাড়িটা কোম্পানি কে ফেরত দিলাম।কোম্পানি আমার ব্লান্ক চেক গুলো ফেরত না দিয়ে উল্টো আমার বিরুদ্ধে ৬৫ লক্ষ টাকার মামলা দিয়ে দিল।

  • @MdElias-e3g
    @MdElias-e3g 5 месяцев назад

    আস্সালামু আলাইকুম।
    ভাই আমি মালেশিয়া থেকে বলছি। আজ থেকে ৭ মাস আগে আমার এক ভাই টুরিস্ট ভিসায় নিয়ে আসার জন্য একটি এজেন্সিকে পাসপোর্ট এবং ১.৬০ হাজার টাকা দিছি
    ।তার পরিবর্তে আমাকে ওমনি ৩.৩৫ হাজার টাকার চেক দিছে। এখন কথা হচ্ছে ওনি আমাকে ভিসা করে দিতে পারে নাই। অনেক কষ্টে পাসপোর্ট দিছে। টাকা গুলো দিচ্ছে না। কালও রিসিব করছেনা। ব্যাংকেও টাকা নাই। ওনার অফিসও বন্ধ । এখন কি করা যায় একটু পরামর্শ দিন

  • @MdAlamin-bq6wj
    @MdAlamin-bq6wj 6 месяцев назад

    ব্যাংক,চেক,এর,মামলা,বাতিল,হওয়া,উচিৎ

  • @mdabulbashar7158
    @mdabulbashar7158 2 года назад +1

    আমি এক জনকে ৬০ লাখ টাকা দিয়েছি সে ৩৬ লাখ পরিশোধ করেন। বাকী টাকা এখনো দেয় নি।সে আমাকে ৬০ লাখ নেয় চেক দিয়েছেন, আজ ৬ বছর হলো,কোন প্রক্রিয়ায় সরকার আমার টাকা আদায় করে দিবেন।

  • @babudocumentary2835
    @babudocumentary2835 2 года назад

    Osadharon

  • @highway6870
    @highway6870 2 года назад +2

    তাহলে এখন শুধু চেক চলবে

  • @Eklaskhan-b8e
    @Eklaskhan-b8e 6 месяцев назад

    কিছু কিছু সুদখোর আছে যদি পঞ্চাশ হাজার টাকা নেওয়া যায় তারা মামলা করে ৫০ লাখ টাকার এর বিচার চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে

  • @MdJoy-l1y
    @MdJoy-l1y Год назад

    চেকের আইন মনের মতো হয়নি জনগণের জন্য।

  • @anwarulhoque8879
    @anwarulhoque8879 6 месяцев назад

    চেক যদি চুরি ও প্রতারনা করে মামলা করে তখন কি জাজমেন্ট হতে পারে?

  • @ashishkumarbhattacharjee7280
    @ashishkumarbhattacharjee7280 2 года назад

    I think this is very important for business

  • @taniaakter4094
    @taniaakter4094 Год назад

    আমি একজন কে টাকা দিয়েছিলাম তারপর সে আমাকে ব‍্যাংক চেক দিয়ে বললো তুলে নিয়েন, ব‍্যাংকে যাওয়ার পর সেই ব‍্যাক্তির একাউন্টে কোনো টাকা নেই এখন ঐ ব‍্যাক্তিকে ফোন দিলে ফোন রিসিভ করেনা 😓😓 এটা কোন ধরনের প্রতারণা।

  • @afjolkhan4540
    @afjolkhan4540 2 года назад +3

    চেক এর মামলা আর ও কটিন হওয়া ঊচিত

    • @MdOppo-ep9lz
      @MdOppo-ep9lz 11 месяцев назад

      কেন সুদের উপর টাকা দিচেন

  • @AlaminHossain-pb5xp
    @AlaminHossain-pb5xp 2 года назад +6

    চেকটা দেওয়ার পরে টাকা হাতে হাতে দিয়ে দেওয়া হয় কিন্তু ওই পার্টির করে কি চেকটা একটা পার্টির কাছে বিক্রি করে ফেলে ২০ লাখ টাকার চেক আপনি ১০ লাখ টাকা পাইবেন ঠিক আছে ১০ লাখ টাকা দিয়ে তো তোমরা নিয়া ২০ লাখ টাকা উদ্ধার করে লও আমি যে টাকা দিয়ে পরিবর্তে

  • @ASADMD-z3h
    @ASADMD-z3h 7 месяцев назад

    Good

  • @rayhansameer3798
    @rayhansameer3798 2 года назад +1

    এই রায় বাতিল হোক। চুক্তি ছাড়া কোন চেকের মামলা চলা উচিত না

    • @charliechaplin2707
      @charliechaplin2707 Год назад

      Ata akdom thik kotha. Onek a blank cheque dia bipod a pore. Blank cheque pea oi person beshi tk boshia case kore tai duijon r vitor stamp a bola uchith j ato tk r deal chilo tokhon case kora jai.

  • @ConfusedLargeTree-wt6vo
    @ConfusedLargeTree-wt6vo 9 месяцев назад

    চেক ঢিজ অনার করার পর আমার কাছে কোন নোটিস পাইনি তখন কি হবে

  • @SadiaIslam-ol9gp
    @SadiaIslam-ol9gp 2 года назад +1

    amio akta company te job kortam blank check diye....job korsi 10 month....but company time timely beton dito naa....job cheye dawar kotha janale tara 50 lack tk er case dawar voi dekhai....

  • @MdIsraeliBoss
    @MdIsraeliBoss 7 месяцев назад

    সিএস রেকর্ড মালিকের জন্যই খাজনা খারিজ পরিশোধ করব কোনখানে গেলে সেই তথ্য দিয়ে একটা ভিডিও করেন আমাদের ভোগান্তি কমবে

  • @sifatullah2610
    @sifatullah2610 10 месяцев назад

    এখন গ্রামের অনেক গরীব মানুষ, ইটের বাটার মালিকদের ৩-৫ টা ব্লাং চেক দিয়ে কাজের অগ্রিম টাকা নেয়, কাজ শেষ করে চেক চায়লে বলে সামনের সিজনেও কাজ করতে হবে, না হয় চেক দিবনা,অনেক সময় কাজ সম্পূর্ণ শেষ করতে পারে না, শ্রমিকদের সমস্যার কারণে, তখন সেই বাটার মালিক মামলা করে তার ইচ্ছে মতো এমাউন্ট বসিয়ে, একাদিক চেক দেওয়াতে অন্য আরেক জনকে দিয়ে একই ধরনের মামলা করায়,পড়ে আদালতে এক মামলার কপি আরেক আদালতে উপস্থাপন করে ফলে আদালত অল্পতেই বুঝে যায় আসামি অপরাধ করেছে, তাই আসামির বিপক্ষ রায় দেয়,, আমি প্রদান বিচার প্রতির দৃষ্টি আকর্ষণ করছি,চেক দেওয়ার ক্ষেত্রে যেন ১০০টাকার স্টেম করে টাকার পরিমাণ, ব্যাবসা বা কাজের বিবরণ দেওয়া থাকে,,

    • @sifatullah2610
      @sifatullah2610 10 месяцев назад

      শ্রমিকদেরকে ব্যাবসায়ি ভানিয়ে মামলা করে, রায় হওয়ার পর শ্রমিক চায়লেও মালিকের সাথে আপোষ হতে পারেনা,কারণ ৫০%টাকা আদালতে জমা দিয়ে আপিল করতে হয়, শ্রমিকরা এত টাকা কোথায় পবে,তাই তাদের সমাধানের কোন পথ নেই, তাই রায় দেওয়ার আগে আদালত যেন তদন্ত করে যেই ব্যাবসার কথা উল্লেখ করা হয়েছে ঐ লোক কি সত্যি সেই ব্যাবসা করে নাকি যাচাই করা,,,রায় হওয়ার পর যেন টাকা ছাড়া আপিল করতে পারে,, ঐই রকম একটা নিয়ম করা দরকার...

  • @arifeyecontactbd2355
    @arifeyecontactbd2355 7 месяцев назад

    ব্যাংক গুলোই এ ক্ষেত্রে বেশি করে।

  • @rajkumarroyroy5708
    @rajkumarroyroy5708 2 года назад +2

    জেল দেওয়া যাবে না।

  • @allinone8579
    @allinone8579 2 года назад +4

    প্রতারক দের উৎসাহিত করা হবে

  • @rayhankhan8453
    @rayhankhan8453 Год назад

    যেমন চাকুরী ক্ষেএে জামানত হিসেবে চেক প্রদান করলে কি চেক ডিজঅর্ডার বলে গন্য হবে?? যেমন আমাকে যেই শর্ত দেয়া হলো তা ভংঙ্গ করলে আমাকে ক্ষতি পূরোন হিসেবে দিতে হবে। এটা কি ডিজঅর্ডার বলে গন্য হবে।

  • @humayraanjumggttatmarchtha7245
    @humayraanjumggttatmarchtha7245 10 месяцев назад

    আমি একটু যোগাযোগ করতে চাই আপনাদের সাথে

  • @mohamedali-yl3lc
    @mohamedali-yl3lc Год назад +1

    Koti koti look pothy bossay,chaque ar mamla akbaray batil kora uced

  • @josimuddin3131
    @josimuddin3131 2 года назад +1

    চেক দিয়ে টাকা নিলে জেল হবেনা তাহলে আমি চেক দিয়ে টাকা নিবো তাহলে আর টাকা রিটান দিতে হবে না

  • @saifulislam-5582
    @saifulislam-5582 Год назад

    অনেক ধন্যবাদ বিচার পতি কে চেক নিয়ে মিথ্যা মামলা করে অনেক মানুষ পথে

  • @AnitaTalukder-uo4rk
    @AnitaTalukder-uo4rk 3 месяца назад

    এই রকম অনেক ইচ্ছে মতো টাকা বসিয়ে মামলা হচ্ছে স্যার

  • @AlaminHossain-pb5xp
    @AlaminHossain-pb5xp 2 года назад +2

    মিথিলাফা চেক দেওয়ার পরে সমস্যা যতটুকু হয় এর চেয়ে বেশি হয় চেক যে নেই যে নেই এর টাকা দেওয়ার পরেও চেকটা ওর কাছে যেকোনো করি বশী করে রেখে দেয় রেখে দেওয়ার পরে সে মনের মত অক্ষর বসাই মামলা করে যত মন চায় ততই কিন্তু

    • @rabbybiswas3188
      @rabbybiswas3188 2 года назад

      যার টাকা দেওয়ার ক্ষমতা নাই, সে চেক না দিলেই তো হয়

    • @govt.job-bangladesh
      @govt.job-bangladesh 2 года назад

      ব্যাংকে জামানত স্বরুপ ব্ল্যাক চেক নেয়া হয় না। কোন অফিসার যদি ব্ল্যাক চেক নিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই টাকার পরিমাণ লিখে ব্যাংকে জমা দিতে হয়। আর কোন চেকে টাকা উল্লেখ না করে দেওয়া অনুচিত।

  • @robeulalom6295
    @robeulalom6295 2 года назад +2

    এখন জে আইন এই আইনে আসামি দের এখন আরো বাটপরি সুজগ বেরে গেলো

  • @sirajulislam-f5t
    @sirajulislam-f5t Год назад

    বিচারক মহোদয় কে ধন্যবাদ। ফাঁকা চেক নিয়ে রাখে পড়ে শুধ ও দেওয়া টাকা সহ অনেক টাকা লিখে মামলা করে।

  • @swapanmazumder8861
    @swapanmazumder8861 2 года назад +2

    এই এক জায়গায় একটু আইন এইটাও গেলো l

  • @hashemhashemabul9462
    @hashemhashemabul9462 Год назад

    অর্থ বিনিময়ের ক্ষেত্রে চেক কেন ডকুমেন্ট হবে, স্ট্যাম্পে লিখিত ডকউমএন্টএর সহায়ক সহায়ক হতে পারে।

  • @afjolkhan4540
    @afjolkhan4540 2 года назад

    আইন তাকুক কিনতু সচেতনতা বারাতে হবে। দেয়া নেয়ার কেতরে, চেক একটা পমান্,,এটা বহাল তাকুক

  • @MohammedSalam-he6or
    @MohammedSalam-he6or 7 месяцев назад

    তবে হ্যা বাংলাদেশের মানুষের জন্য চেক ডিসঅর্ডারস মামলা তুলে নেয়া উচিৎ কারন এই সরকারের আমলে চেকের মামলায় ৯৫%লোক অপমানিত হচ্ছে যা অকল্পনীয় তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

  • @samnafiszahinsunny8725
    @samnafiszahinsunny8725 6 месяцев назад

    Jail na hle. Cheque er value e ses. aro kothin kora uchit. cheue dishonour should be equal to fake money