ইমোলা খুবই আন্তরিকতার সঙ্গে এটা উপহার হিসেবে দিয়েছে।আর লঙ্কা হাতে নিলে ঝগড়া হয় ...এটা আমার কাছে একেবারেই মান্যতা পায়না। প্রথম পাতে তেতো পরিবেশন করলে মুখচোখের অবস্থাটা কেমন হোত বুঝতে পারতিস। বহু বিদেশীকে দেখেছি,যারা ভারতীয়,বিশেষত বাঙালি সংস্কৃতিকে খুব ভালোবেসে গ্রহণ করে।যাক্,বলতে গেলে তিন ধরনের সংস্কৃতির আদানপ্রদান হল।এটা বেশ একটা ভালো দিক। বাচ্চাটি তোদের বাড়িতে এসেই প্রথম মামি বলল এটা ওর মায়ের কাছে যতটা আনন্দের, তোদের কাছেও ততটাই। এই মুহূর্তটা সত্যিই মনে থেকে যাবে। খুব ভালো লাগল আজ। ❤
এরম মন খুলে প্রশংসা বিদেশিরাই করতে পারে । ভালো লাগে ওরা আমাদের culture কে এত রেসপেক্ট করে । এত inspire হয় । আর এই plate পরিষ্কার করে খেয়েছে মানেই তারা তৃপ্তি করে খেয়েছে । আমার ছেলেও delay স্পিচ ছিল । But এখন এত কথা বলে আমি বলি তুই চুপ কর। এত কথা কেন বলিস । এত বকবক করে । ভালো লাগে এরম culture এর আদান প্রদান । আর সত্যি ও কতটা মনে রেখেছে যে তোমার লঙ্কা কতটা পছন্দের। এর থেকেই বোঝা যায় মানুষটা কত caring। 😊
ঠিক এই তাই। মনটা ভরে গেছিলো সেদিন। আর কোনো জটিলতা নেই যেটা আমাদের মধ্যে আছে। জানো সৌরভের ওই বন্ধু ওদের ডিপার্টমেন্টের সকলকে গিয়ে গল্প করেছে যে ওরা কত ভালো খেয়েছে। আমরা হলে এটা করতাম না কিন্তু। মন খুলে প্রশংসা করাটাই আমাদের হয়না! 🙂
এই ছোট ছোট অনুভূতি গুলো অনেক ন্যাকামো বলে মনে করে। কিন্তু সত্যি বলতে কি আমি নিজে খুবই অনুভূতিশীল একটা মানুষ। তাই আমার খুব পছন্দ হয় যাঁরা এমন আবেগি ও অনুভবী হয় এমন মানুষ গুলোকে। আর ওদের কাছে নিজের বাচ্চার থেকে প্রথম বলা শব্দ "মামী" শুনে কথাটা ওদের মনের মধ্যে যে আনন্দ হয়েছে। আর সব থেকে তোমার একটা চিরস্মৃতি হয়ে থেকে যাবে এই ঘটনাটি😊 অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের দুজনের জন্যই ❤
আগে ডাল পরে মাছ।তবে এক্ষেত্রে মাংস।রান্নাগুলো দারুন লোভনীয়।এমন ছিমছাম খাবার আমি পছন্দ করি। সত্যিই মানুষকে আমরা বাইরে থেকে বিচার করি কিন্তু সবার ভেতরে একটু ব্যথা ,কষ্ট থাকেই। তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি ওই শিশু টি খুব তাড়াতাড়ি কথা বলুক।
You presented a very interesting video to us. I had no idea about Israel, so everything about it has amazed me. I expect more such videos from you. The idea behind the gift is really unique one.
ওই দেশীয় পরিবারটা দেখতে পারলে/শুনতে পারলে ভালো হতো। আমি প্রাক্তন শিক্ষক। আর্টকলেজ ভর্তি হওয়ার খুব ইচ্ছা ছিল। বাবার তাড়া শোনার পর,আর বলিনি। তবে আজও মাঝে মাঝে স্বপ্ন দেখি,আমি আঁকছি.... মোটের ওপর ভালোই হয়েছে ভিডিওটা।
@@AniketMalikOfficialআপনি বলেছেন যে ইন্ডিয়ান ambassador হিসেবে কাজ করেছেন কিন্তু একটা কথা ঠিক বলেন নি, কারণ আপনি মুসলিম কথাটা উল্লেখ করেছেন কিন্তু যারা ইসরাইল কে দেশ বলে মনে করে না বলে ওটা ফিলিস্তিন এর ongsho
Aj i first tomar video dekhlam… ami Europe e thaki onek bochor..bideshi ra sob somoy I Indian cuisine Khub pochondo kore… jodi na Tate jhal thake... ami o free time ei sob creation kortei thaki.. very nicely done..
অনেক ভালো লাগলো অতিথি দের নিয়ে ভিডিও । তারপর আবার রান্না করে খাইয়েছ।৷ হয়তো এটা ভারত বা বাংলা দেশ হোলে আয়োজন টা আর একটু বড়ো হতো । যাক ভালো থাকবে অনেক শুভকামনা । ❤❤
ইমোলা খুবই আন্তরিকতার সঙ্গে এটা উপহার হিসেবে দিয়েছে।আর লঙ্কা হাতে নিলে ঝগড়া হয় ...এটা আমার কাছে একেবারেই মান্যতা পায়না।
প্রথম পাতে তেতো পরিবেশন করলে মুখচোখের অবস্থাটা কেমন হোত বুঝতে পারতিস।
বহু বিদেশীকে দেখেছি,যারা ভারতীয়,বিশেষত বাঙালি সংস্কৃতিকে খুব ভালোবেসে গ্রহণ করে।যাক্,বলতে গেলে তিন ধরনের সংস্কৃতির আদানপ্রদান হল।এটা বেশ একটা ভালো দিক।
বাচ্চাটি তোদের বাড়িতে এসেই প্রথম মামি বলল এটা ওর মায়ের কাছে যতটা আনন্দের, তোদের কাছেও ততটাই। এই মুহূর্তটা সত্যিই মনে থেকে যাবে।
খুব ভালো লাগল আজ। ❤
সত্যি গো এত ভালো একটা সন্ধ্যে কেটেছে আমাদের! খুব ভালো লেগেছে সেদিন সব মিলিয়ে ❤️❤️❤️
এরম মন খুলে প্রশংসা বিদেশিরাই করতে পারে । ভালো লাগে ওরা আমাদের culture কে এত রেসপেক্ট করে । এত inspire হয় । আর এই plate পরিষ্কার করে খেয়েছে মানেই তারা তৃপ্তি করে খেয়েছে । আমার ছেলেও delay স্পিচ ছিল । But এখন এত কথা বলে আমি বলি তুই চুপ কর। এত কথা কেন বলিস । এত বকবক করে । ভালো লাগে এরম culture এর আদান প্রদান । আর সত্যি ও কতটা মনে রেখেছে যে তোমার লঙ্কা কতটা পছন্দের। এর থেকেই বোঝা যায় মানুষটা কত caring। 😊
ঠিক এই তাই। মনটা ভরে গেছিলো সেদিন। আর কোনো জটিলতা নেই যেটা আমাদের মধ্যে আছে। জানো সৌরভের ওই বন্ধু ওদের ডিপার্টমেন্টের সকলকে গিয়ে গল্প করেছে যে ওরা কত ভালো খেয়েছে। আমরা হলে এটা করতাম না কিন্তু। মন খুলে প্রশংসা করাটাই আমাদের হয়না! 🙂
@SeontiStories আমরা হলে মুখ মুছে বেরিয়ে বলতাম ওটায় নুন কম হয়েছে । ওটায় টি একটু ঝাল হত। বাঙালিদের তো এই করেই আর কিছু হলোনা গো
এই ছোট ছোট অনুভূতি গুলো অনেক ন্যাকামো বলে মনে করে।
কিন্তু সত্যি বলতে কি আমি নিজে খুবই অনুভূতিশীল একটা মানুষ।
তাই আমার খুব পছন্দ হয় যাঁরা এমন আবেগি ও অনুভবী হয় এমন মানুষ গুলোকে।
আর ওদের কাছে নিজের বাচ্চার থেকে প্রথম বলা শব্দ "মামী" শুনে কথাটা ওদের মনের মধ্যে যে আনন্দ হয়েছে।
আর সব থেকে তোমার একটা চিরস্মৃতি হয়ে থেকে যাবে এই ঘটনাটি😊
অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের দুজনের জন্যই ❤
তুমিও অনেক অনেক ভালোবাসা নিও ❤️💕😊
অনেক সুন্দর। খুব ভালো লাগলো।
বিদেশিদের ভাবনা অসাধারন
দুর্দান্ত গিফট seonti.
ও ভুলে গেলাম।লঙ্কা কে এমন সুন্দর করে সাজিয়ে উপহার দিতে।চমৎকার ভাবনা।
☺️☺️☺️❤️❤️❤️
আগে ডাল পরে মাছ।তবে এক্ষেত্রে মাংস।রান্নাগুলো দারুন লোভনীয়।এমন ছিমছাম খাবার আমি পছন্দ করি। সত্যিই মানুষকে আমরা বাইরে থেকে বিচার করি কিন্তু সবার ভেতরে একটু ব্যথা ,কষ্ট থাকেই। তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি ওই শিশু টি খুব তাড়াতাড়ি কথা বলুক।
☺️☺️☺️☺️❤️❤️❤️
Gift ta khub sundor
❤❤❤আমি চট্টগ্রাম থেকে তোমার ব্লগ প্রথম দেখলাম। খুব ভালো লাগলো। ভালো থেকো সবসময়।
অনেক ধন্যবাদ ☺️🙏🏼
Lovely & candid presentation. I liked it. Looking forward to more such vlogs. I am 65yrs of age. So lot's of blessings to you both ❤👍
ইমোলার দেওয়া উপহার অমূল্য ❤❣️
☺️☺️😍😍
bah! tumi to darun artist oo bote!❤❤
tomar gaan sunechi, khub priyo gaan amar, aroo rabindrasangeet sunte pele valo lagbe.
Actually thoughtful gift ❤
☺️☺️
You presented a very interesting video to us. I had no idea about Israel, so everything about it has amazed me. I expect more such videos from you. The idea behind the gift is really unique one.
Shotyi,apni ekjon pucca Bangali Hindu..shotyi birol.God bless the couple from an elder brother from Kolkata.
hothat korei tomake khunje peyechi, aaj prothom comment korlam. vison lifeful misti laglo video.
comment jokhon korlam tokhon ekta katha boli..tomar video bes relief dei , sundor uposthapona, sundor marjito sohoj shobdochoyon, interesting bisoybostu.
❤️❤️🥰🥰🙏🏼🙏🏼
লংকা প্রিয় আমার ও খুব। 👍
So beautiful colouring drawing
Innovative thinking of gift
Khub Bhalo Laglo..Madam.
🙏🏼😊
সর্ব গুণ সম্পন্ন মিষ্টি মেয়ে❤❤❤
☺️❤️🥰🙏🏼
ওই দেশীয় পরিবারটা দেখতে পারলে/শুনতে পারলে ভালো হতো।
আমি প্রাক্তন শিক্ষক।
আর্টকলেজ ভর্তি হওয়ার খুব ইচ্ছা ছিল।
বাবার তাড়া শোনার পর,আর বলিনি।
তবে আজও মাঝে মাঝে স্বপ্ন দেখি,আমি আঁকছি....
মোটের ওপর ভালোই হয়েছে ভিডিওটা।
তোমার চিন্তা ভাবনা খুব সুন্দর। তোমরা বিদেশে বাঙালি হিন্দুর এম্বাসেডর ।
Not hindu puro Indian people der Brand Ambassador. Muslim Christian Sikh Jewish ❤ sobar
@@AniketMalikOfficialআপনি বলেছেন যে ইন্ডিয়ান ambassador হিসেবে কাজ করেছেন কিন্তু একটা কথা ঠিক বলেন নি, কারণ আপনি মুসলিম কথাটা উল্লেখ করেছেন কিন্তু যারা ইসরাইল কে দেশ বলে মনে করে না বলে ওটা ফিলিস্তিন এর ongsho
তুমি বলছি । আমার বয়স 60+ । কিছু মনে করো না । পড়াশুনায় ভালো, আঁকা তে ভালো, রান্নায় ভালো । যাকে বলে সর্বগুনোসম্পন্ন আ ।👍👍👍👍
🙏🏼🙏🏼🙏🏼☺️☺️☺️
Khub bhalo laglo tomar blog
☺️❤️🙏🏼
Gift এর concept টা দারুন ❤
সত্যিই দারুন! ❤️
তুমি কোন দেশে থাকো ?
Aj i first tomar video dekhlam… ami Europe e thaki onek bochor..bideshi ra sob somoy I Indian cuisine Khub pochondo kore… jodi na Tate jhal thake... ami o free time ei sob creation kortei thaki.. very nicely done..
❤️🥰🙏🏼💕🌸
so sweet gift❤❤
অনেক ভালো লাগলো অতিথি দের নিয়ে ভিডিও । তারপর আবার রান্না করে খাইয়েছ।৷ হয়তো এটা ভারত বা বাংলা দেশ হোলে আয়োজন টা আর একটু বড়ো হতো । যাক ভালো থাকবে অনেক শুভকামনা । ❤❤
তা হত। ওনারা যতটা পারবেন সেই ভেবেই করা। ❤️
The picture you have drawn is praiseworthy.
Ashirbad ar bhalobasa nio, aro egiye choluk tomar vlog.
Sob blog e ektu kore gaan shuniyo pls
Nishchoi cheshta korbo 💕💕🌸🌸
Ranna besh lobhonio o dekhte bhalo lagche.
❤️❤️😊😊😊
বাংলাদেশ চট্টগ্রাম থেকে আপনার ভিডিও অনেক ভালো লাগলো
☺️❤️
দারুণ আর নতুনত্ব এই ভ্লগ । সৌরভের বক্তব্যটাও আরও আন্তরিক লাগল।
ওখানে কি সরষের তেল পাওয়া যায় ? মানে সহজলভ্য কি ?
সর্ষের তেল আমি একটাও বাজারে দেখিনি। এখানে সম্ভবত পাওয়াই যায় না। অনেক জায়গাতেই তো banned.
যদি চাল বাটা দিয়ে পাট পাতার বড়া, সজনে দিয়ে শুক্তো খাওয়াতে তাহলে তো মনে হয় থালা চেটে ফুটো করে দিতো 😂
সত্যিই তাই। আমাদের যা সুন্দর সুন্দর সব খাবার আছে তা বলার নয়! 😁
Valo laglo didi
☺️😁❤️
দিদি,দারুন মামা হতে ইচ্ছে হচ্ছে।
হন না কে বারণ করেছে!
খুব ভালো লাগলো দিদিভাই ❤❤
☺️☺️☺️☺️
ঝালকাঠি থেকে দেখছি, খুব ভালো লাগলো দিদি ❤
❤️❤️☺️☺️
Simply Outstanding gieft. Sathe kichu lebu thakle ro bhalo hoto.
💕❤️😊
Khub ভালো লাগলো ভিডিও বিশেষ করে লঙ্কা দেখে😂😂😂
😁😁
😂😂😂😂 daruun gift
❤️❤️❤️
VERY NICE TO LOOK COLOUR DRAWING ❤ 🌶 🌶🌶🌶🌶 THANKS FOR SHARING THE VIDEO 🙏🌼💥🌼🙏 🇮🇳 MAY GOD BLESS YOU ALL....❤
ইজরায়েলে আপনারা কি করেন কত দিন ধরে আছেন
আমার হাজব্যান্ড রিসার্চ করেন আমি এই তো ভিডিও ক্রিয়েট করি আর কি। 10 মাস হলো আছি।
কামলা নয় 😂😂।
darun
ইজরায়েলে মুড়ি পাওয়া যায়?
হ্যাঁ পাওয়া যায় ☺️
romaji te comment type korlam. touch screen golmal korche. seijonyo.
jani comfortable hoi na romajite bangla pora,tobu likhlam,😌
❤❤❤❤
❤❤ from Bangladesh
❤️💕
I used to see ur V D O my age is 80 and a widower
ilish fish is available in Israel?
না...
@@SeontiStories BENGALI kon kon fish available in israel?
@@competitiontips41 basa, tilapia, carp, salmon, tuna etc...frozen er modhye onek variety ache naam jani na...
বিবিধ এর মাঝে দেখ মিলন মহান।
Dannobad Apona K Mostafa BD Malaysia Thaky
Make Mirchi ka Salan..
এটা একটা করবো দেখি।
Isshhh.. asol dish tai to koroni dekhchhi, করলা ভাজা🤭, একটুকরো bachha take khaiye dilei dustumi udhao hoye jeto 🤣🤣🙏🙏.. by d way, beguni tay lobh dilam kintu 🤨🤨
তাহলে আর দেখতে হত না 😁😁😁
What about beguni????
Kichu bolle na ....
বেগুনি টাও ওদের ভালো লেগেছিল। এত সরু ভাবে বেগুন কাটা দেখে ওরা অবাক হয়েছিল 😁
@@SeontiStories wah baddhiya
Aamar meye Germany te thake Orr office colleague ra O Indian food khuub pochchondo kore and tai meye oder ranna kore khaway.
তুমিও ওখানে চাকরির চেষ্টা করছো না কেন??
আমি যে কাজটি মন থেকে করতে চেয়েছিলাম সেটাই বর্তমানে করছি।
বিদেশিদের ভাবনা anayo রকম
বাকি গুলো ভালো না বললে পরের দিন রান্না হবে না।
❤❤❤❤ khub valo laglo
💕❤️😊
Veri nice drawing 💗🩷💜🧡👍
☺️☺️☺️
তাহলে বাটার চিকেন এর রেসিপি টা দিন, Love From Bangladesh 🇧🇩 but we support Palestine
প্রথম দিকে রেসিপি দিয়েছি ভিডিও তে। তবে এটা ইউটিউব দেখেই শেখা তাই সার্চ করলেই পেয়ে যাবেন।
Palastine...there are no word "palastine"in world map.......
@@prabirnarayanroy1414 তোর কাছে কি জ্ঞান চেয়েছি। যার ভিডিও সে কমেন্ট করেছে ভালো করে।
@@Aurora_mim chop bangladeshi kangal.....