Partha da, I have lived abroad for most of my adult life studying and now working. I have never lost sight on Souls music in general and your solo beats. You are a true patriot and a legend, which our Bangladeshi policy makers and civil society should acknowledge and reward. May god bless you.
Last man standing.. The Golden voice ever. একবার এয়ারপোর্টে পাশাপাশি বসে ছিলাম কিন্তু সাহস হয়নি বলতে যে একটা ছবি তুলি। পাবলিক প্লেসে যদি এসব পছন্দ না করেন সেই সম্মান থেকেই এটা করা। উনার মত এমন ইউনিক কন্ঠ বাংলাদেশে আর নেই।
অনেকদিন পর এতো সুন্দর লিরিক শুনলাম। বাচ্চু ভাই চলে যাওয়ার পর থেকে খুব একটা নতুন বাংলা গান শোনা হয়নি। হাসান ভাই অনেক আগেই গান ছেড়ে দিয়েছেন, জেমস ভাই, পার্থ-দা ও বুড়ো হয়ে যাচ্ছেন। ভাবতেই অবাক লাগে আমাদের ছোটবেলার লিজেন্ডরা ধীরে ধীরে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।
After Tapan Chowdhury’s departure from Souls, the line up was changed many times, it was ever refreshing to hear Partha da as a lead. This is a unique solo ballad that would stand the test of time in many years to come. Partha has an old soul and I could relate to it growing up in early eighties with all of these melancholic bangla music.❤
চমৎকার , ৯৫ থেকে ২০০৩ অনেক শুনতাম কিন্তু ২০০৬ এর পর থেকে কর্ম ব্যন্ততার কারনে আর শোনা হইতো না । কোন গানই শোনার সময় হইতো না । আবার ২০২৪ এ এসে আবার শুনছি। পার্থ দাদার কিছু গানতো হৃদয়ে বিধে যায়। দেখা হবে বন্ধু , ও বন্ধু তেকে মিস করছি ভিষন আমি ইদানিং প্রতিদিন শুনি। আর একজনের গান শুনতাম বাচ্চু ভাই, তিনি চলে গেছেন ভাবতেই খারাপ লাগে ,কিন্তু প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে। আমাদের ঐ সময়টাতে গান শুনে যে মজা পেতাম এখনকার ছেলে মেয়েরা সেটা পায় না । আর ভাল গানের চর্চাও তেমন নেই। ভাল থাকবেন পার্থ দাদা।
পার্থদা, এই গানটা আমার মনে হয়না আপনার মতো কেউ এত্তো যত্ন করে গাইতে পারতো l অদ্ভুত সুন্দর একটা গান l আপনার গান আমার একাকিত্বের, অনেক নির্ঘুম রাতের সঙ্গী l ভালোবাসায় ভালো থাকবেন❤❤
আজকাল আমার খুব গল্প শুনতে ইচ্ছে করে- একেকটা পাখির জীবনের গল্প একেকটা গাছের জীবনের গল্প, একেকটা নদীর গল্প। আর- বিষন্ন অলস দীর্ঘ দিনগুলোতে একেকটা ঋতু মাসের গল্প
ওহ 💚💚! কি দারূন! শ্রুতিমধুর! দুর্দান্ত অর্থবহ এক সৃষ্টি🤍💚 ভালোবাসা ও কৃতজ্ঞতা গানের সাথে জড়িত সকলকে। কৈশোর থেকে শুনে আসা পার্থ বড়ুয়ার অনেক গানের সাথে আরেকটি গান আমার প্লেলিস্টে যোগ হয়ে গেল। .......যদি কখনো আমার লেখায় উনার কন্ঠে গাওয়া গান পেতাম... 😊😊😊😊😊😊😊😊
Amader tara gulo din din khoshe porse. Oboshishto kisu tara der moddhe ekjon Partha Barua ❤❤ Aha ei kontho, ei awaz ….r kotha pabo? Onek onek din valo thakun r majhe moddhe amader kisu chomotkar kisu gaan dan korun. Amra kritartho hobo 🙏🏾
পার্থ দা দারুন নাড়া দিল গানটা, নতুন ধরনের গান, সুন্দর, কিন্তূ তোমার যে ইউনিক গীটার play magic যেমনটা কেনো এই নিসংজ্ঞতা গানে ছিল সেটা ফিরিয়ে আন। ওটা তোমার আনকোরা one in a kind matter, কেন সেই rhidoy hina vengecey rhidoy amar এর মত করে আরো গান করো।
আপনার মতো হাতে গোনা কিছু লিজেন্ডদের জন্য এখনো বাংলা ব্যান্ড এর গান শোনা হয়। অসাধারণ কম্পোজিশন। ও আর একটা কথা, আপনি ভীষণ ভালো অভিনয় ও করেন 🙂। আপনার দীর্ঘায়ু কামনা করছি, অনেক ভালো থাকবেন দাদা ।।।
Aha, what a beautiful song Partha Dada. Every melody line is so measured and precise , ajkal ai type gaan shunte pawa jaena. Personally I am a big fan of your guitar playing specially aj din katuk gaan a and oshomoy er gaan a your playing with Sohel bhais playing. We need more from you , a lot more.
ধন্যবাদ সবাইকে যারা কমেন্টে আপনাদের ভালো লাগা ব্যক্ত করেছেন । অসংখ্য ভালবাসা ও কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি ❤
Partha da, I have lived abroad for most of my adult life studying and now working. I have never lost sight on Souls music in general and your solo beats. You are a true patriot and a legend, which our Bangladeshi policy makers and civil society should acknowledge and reward. May god bless you.
❤ জাদুকরী কন্ঠস্বর ভেসে আসলো... আহ্ কি অসাধারণ 😮
unique ❤
পুরনো গান কিছু গান সব সময় শুনা হয়।আমি ভুলে যেই তুমি হারাবার নও❤
Dada, Syedbari Barua para theke bolsi, Rangunia.❤
Last man standing.. The Golden voice ever. একবার এয়ারপোর্টে পাশাপাশি বসে ছিলাম কিন্তু সাহস হয়নি বলতে যে একটা ছবি তুলি। পাবলিক প্লেসে যদি এসব পছন্দ না করেন সেই সম্মান থেকেই এটা করা। উনার মত এমন ইউনিক কন্ঠ বাংলাদেশে আর নেই।
Super Dada ❤
সত্য। এমন ক্লাসিক এবং গোল্ডেন ভোকাল খুব কমই আছে।
Saw PB dada in Thamel, Nepal. Asked for a photo and he happily did. He is the nicest man ive met in bd music scene. Thank you and love you dada.
আমি আপনাকে লন্ডনে একদিন রাতে দেখেছিলাম হোয়াইটচ্যাপেল স্টেশনে,, আপনার কাছে যাবো যাবো করে যাওয়া হনিনা আপনারা ৩ জন ছিলেন একসাথে।।
Respect to you for that
এটা পার্থ দার নতুন গান মনে হয়। আমি প্রথম শুনলাম। দুর্দান্ত হয়েছে। হৃদয় নাড়া দিয়ে গেলো। নস্টালজিয়া।
দাদা আপনার এমন গানের জন্য সেই কিশোর বয়স থেকে এই বয়সেও অপেক্ষা করি। আপনার একেকটা গান কত যে রাত জেগে শুনা ,কত যে অনুভূতি ছুঁয়ে যায় আজও ।
কিছু ভয়েস আছে যা কখনো ভুলা যায়না।আপনি তাদের মধ্যে অন্যতম।❤❤❤
অনেকদিন পর এতো সুন্দর লিরিক শুনলাম। বাচ্চু ভাই চলে যাওয়ার পর থেকে খুব একটা নতুন বাংলা গান শোনা হয়নি। হাসান ভাই অনেক আগেই গান ছেড়ে দিয়েছেন, জেমস ভাই, পার্থ-দা ও বুড়ো হয়ে যাচ্ছেন। ভাবতেই অবাক লাগে আমাদের ছোটবেলার লিজেন্ডরা ধীরে ধীরে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।
After Tapan Chowdhury’s departure from Souls, the line up was changed many times, it was ever refreshing to hear Partha da as a lead. This is a unique solo ballad that would stand the test of time in many years to come. Partha has an old soul and I could relate to it growing up in early eighties with all of these melancholic bangla music.❤
অনেকদিন পর সেই চিরচেনা কন্ঠটা আবার নতুন করে গান গাইছে,,,,,,,
উফফ! দাদা,অসাধারণ একটা গান।আপনার আইকনিক ভয়েস, সুর কথা,কম্পোজিশন জাস্ট বুকে বিঁধে যায়।❤❤❤
আন্তরিকতার,রাগ,ক্ষোভ,স্বার্থ,অভিমানের...বিনিময়
আমার অতীতকে নাড়া দিলো,,,😔😔😔প্রিয় মানুষটাকে মিস করছি।। দাদা অসাধারণ হয়েছে।।শুভ কামনা রইলো ❤️
খুব ভালো লাগলো, পার্থ বড়ুয়া দাদা আমার খুব প্রিয় একজন মানুষ আমার জীবনে তার অবদান আছে আমি তার গান শুনে শান্তি পাই, তাকে খুব ভালোবাসি।♥
চমৎকার , ৯৫ থেকে ২০০৩ অনেক শুনতাম কিন্তু ২০০৬ এর পর থেকে কর্ম ব্যন্ততার কারনে আর শোনা হইতো না । কোন গানই শোনার সময় হইতো না । আবার ২০২৪ এ এসে আবার শুনছি। পার্থ দাদার কিছু গানতো হৃদয়ে বিধে যায়। দেখা হবে বন্ধু , ও বন্ধু তেকে মিস করছি ভিষন আমি ইদানিং প্রতিদিন শুনি। আর একজনের গান শুনতাম বাচ্চু ভাই, তিনি চলে গেছেন ভাবতেই খারাপ লাগে ,কিন্তু প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে। আমাদের ঐ সময়টাতে গান শুনে যে মজা পেতাম এখনকার ছেলে মেয়েরা সেটা পায় না । আর ভাল গানের চর্চাও তেমন নেই। ভাল থাকবেন পার্থ দাদা।
বাহ, যেমন সুন্দর গায়কী তেমনই মিউজিক কম্পোজিশন। মনে পড়ল ৯০এর দশকের সেই গানগুলির কথা আর সুর। অসাধারণ।
পার্থদা, এই গানটা আমার মনে হয়না আপনার মতো কেউ এত্তো যত্ন করে গাইতে পারতো l অদ্ভুত সুন্দর একটা গান l আপনার গান আমার একাকিত্বের, অনেক নির্ঘুম রাতের সঙ্গী l ভালোবাসায় ভালো থাকবেন❤❤
Wow🎉
সেই ৯৫//
............
...........
সেই সময়
সেই অনুভব ❤
আমার পার্থদা
আমাদের ...
The Partha Barua
❤❤❤❤❤❤❤
Onekdin por abar Arekta Classical song... already onekbar shona hoye gesey... 90's classic er motoi... fire gelo sei 90s e❤
বিদেশ যাপন, কাজহীন সকাল, সদ্য কিনে আনা বেলা বিস্কুট, চা, জানালার ওপাশে সাদা বরফের বিছানা
আর এই গানটা!
Made my day!
বেলা বিস্কুট, চট্টলার স্মৃতি মনে করিয়ে দেয় শুধু!
যে হারিয়ে যায়...
তাকে হয়তো খুঁজে পাওয়া যায়।
কিন্তু যে চলে যায়...
তাকে কখনো খুঁজে পাওয়া যায় না...
আমি সেই চলে যাওয়া সময়...
যাকে কখনো খুঁজে পাবে না।
আজকাল
আমার খুব গল্প শুনতে ইচ্ছে করে- একেকটা পাখির জীবনের গল্প একেকটা গাছের জীবনের গল্প, একেকটা নদীর গল্প। আর-
বিষন্ন অলস দীর্ঘ দিনগুলোতে একেকটা ঋতু মাসের গল্প
ওহ 💚💚!
কি দারূন!
শ্রুতিমধুর! দুর্দান্ত অর্থবহ এক সৃষ্টি🤍💚
ভালোবাসা ও কৃতজ্ঞতা গানের সাথে জড়িত সকলকে।
কৈশোর থেকে শুনে আসা পার্থ বড়ুয়ার অনেক গানের সাথে
আরেকটি গান আমার প্লেলিস্টে যোগ হয়ে গেল।
.......যদি কখনো আমার লেখায় উনার কন্ঠে গাওয়া গান পেতাম...
😊😊😊😊😊😊😊😊
পার্থ দা কে আবার পূর্বের রুপে ফিরে পেলাম।
গান টা আপনার কন্ঠের জন্যই ❤
অন্তরের কথা গুলোকে গানে রূপান্তর দিয়েছেন দাদা❤❤
অনেক দিন পর আপনার কণ্ঠে নতুন শুনে খুব ভালো লাগছে❤️❤️
অনেক ছোট বেলা থেকে আপনার গান শুনে আসছি। আজ বলতেই হচ্ছে, আপনার সেরা ৩ গানের একটা হলো বিনিময়......
অবাক ভালগাগায় অসীম শ্রদ্ধা এবং ভালবাসা দাদা ❤
দাদা, এই গানটায় একটা অন্যরকম ভাব এসে যায়, একেবারে যেন অন্য পৃথিবী।
অনেকদিন পর চমৎকার একটা গান♥♥♥
Amader tara gulo din din khoshe porse. Oboshishto kisu tara der moddhe ekjon Partha Barua ❤❤
Aha ei kontho, ei awaz ….r kotha pabo?
Onek onek din valo thakun r majhe moddhe amader kisu chomotkar kisu gaan dan korun. Amra kritartho hobo 🙏🏾
আবার দেখা হোক প্লিজ একটা বার হোক না একবার
ভীষণ ভালো লাগে গানটা
দাদার কন্ঠে যা শুনি তাই প্রিয় ♥️
🙏🏻 দাদা 🥰
আহা দাদা সেই রুচি সেই সুর সেই কন্ঠ,নিয়ে গেলেন সেই পুরনো দিনগুলোতে।
Toronto Canada.
বাচ্চু স্যারের শোতে আপনাকে একবার দেখেছিলাম, তখন থেকেই আপনাকে ফলো করি,
ভালোবাসি দাদা আপনাকে মন থেকে❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
সেই চেনা আয়োজন , ভালো লাগলো !
আহা কত বছর পর এমন গান। সেই ৯৮-৯৮ ফিরে গেলাম
পার্থ দা দারুন নাড়া দিল গানটা, নতুন ধরনের গান, সুন্দর, কিন্তূ তোমার যে ইউনিক গীটার play magic যেমনটা কেনো এই নিসংজ্ঞতা গানে ছিল সেটা ফিরিয়ে আন। ওটা তোমার আনকোরা one in a kind matter, কেন সেই rhidoy hina vengecey rhidoy amar এর মত করে আরো গান করো।
দারুণ,,,, অসাধারণ মিউজিক ❤
আহ স্কুল কলেজের অনুভূতি যেনো আবার ছুয়ে গেলে ❤️❤️
আমি নব্বইয়ের দশক থেকে সোলস এর ফ্যান। সোলস মানেই ইউনিক কন্ঠের ইউনিক সং। ভালো থাকবেন পার্থ দা ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤❤
দারুণ... একটা অন্যরকম অনুভূতি দোলা দিয়ে গেল হৃদয়ে❤
খুব প্রিয় শিল্পী, আরও নতুন গান শুনতে চাই 🥰
3:47 অসাধারণ চিলো🖤
Wonderful song with magical vocals of our great Partho da.
খুব মনোযোগ দিয়ে শুনলাম। অনেক ভালো লাগছে লিরিক্স। ভালোবাসা নিবেন দাদা ভাই🙏💙
দারুণ! দারুণ! আরোও চাই পার্থ দা।
অপুণ্যতা। যদি দেখা হয় আবার সেই চোখ যে চোখ গানের কথায় কথা বলে।
Partha da oshadharon creation ❤🎉
অসাধারণ গেয়েছেন দাদা❤❤। আপনার আগামীর জন্য শুভকামনা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি 🙏🙏।
U r the best Mama!
তুমি থাকলে হয়তো এ গানটা এত ভালো লাগতো না💔নোটিফিকেশন পেলে আবার শুনবো ❤
Onek shuntesi bosss kii shundor j hoise oshadharon
অসাধারণ!
পুরোনো দীর্ঘশ্বাস 🎉
অসাধারণ ❤❤❤ মিউজিকটাও দুরদান্ত
আপনার মতো হাতে গোনা কিছু লিজেন্ডদের জন্য এখনো বাংলা ব্যান্ড এর গান শোনা হয়। অসাধারণ কম্পোজিশন। ও আর একটা কথা, আপনি ভীষণ ভালো অভিনয় ও করেন 🙂। আপনার দীর্ঘায়ু কামনা করছি, অনেক ভালো থাকবেন দাদা ।।।
Touched my heart.
Amader partho da ❤❤❤ Rangunia er ghorbo❤
Respect for this composition. Love you @Partha Barua. A loyal Souls fan speaking (Y)
Owo!!! Nation got a masterpice once again from Partha da this song will keep moving slowly but it will definitely make a place in nostalgic song
Welcome
PARTHA BARUA...
for your lovely song.
Keep it continues please.
আমার জীবনের একজন প্রিয় ব্যক্তি আর তার গানগুলো আমার খুব ভাল লাগে ❤
গানের কথায় পুরানো একজন মানুষের মুখ মনের মাঝে উকি দিয়ে গেল।
এমন গান হোক বার বার ❤
এই গানটা একবার শুনে সাধ মিটবে না; বারবার... বারবার শুনতে হবে 💖
osadharon osadharon osadharon
একটি বার দেখতে ইচ্ছে করে তার সেই মায়াবি চেহারাটি, জানিনা হবে কিনা কোনদিন এই বিনিময়,অপেক্ষায় রইলাম হে প্রিয়তমা তোমার।❤
সুন্দর,
শান্তি লাগলো শুনে..
অনেক দিন পর আবারও দারুণ একটা গান সৃষ্টি করলেন। ধন্যবাদ
দারুণ ,খুব ভালো লেগেছে
অসাধারন দাদা,,অনেক দিন পরে নতুন একটা গান আমাদের কে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ শুভকামনা রইলো,,,
Partho dar gane Shei 90s er ganer soya pelam ❤❤❤❤❤❤❤❤❤❤
সে দেখা হয়ে কোনো কথা হবে না ,শুধু বুঝতে পারব যে যেটা ছিল সে আর আমার নেই❤
আসাধারন দাদা
Our Eric Clapton 💜🌼
খুব পছন্দের এবং ভালো লাগার শিল্পী।পার্থ দা 'র সব গান গুলো ই আমার খুব পছন্দের। ভালো থাকবেন পার্থ দা।
Partha Da, what to say! Love you and your songs. Grew up listening your music. A talented musician and a great human being.
ভালোবাসা অনেক প্রিয় পার্থদা!
Kolija sue gelo
আরে বাহ্........❤
ঝরে যাওয়া ভালবাসার জন্য....ঝরা পাতার জন্য
Onk sundor 😍😍 partho da..evergreen voice😍😍
অসাধারণ হয়েছে দাদা। আমার একজন খুব পছন্দের শিল্পী। চলার পথে আপনার সাথে হয়ত একদিন দেখা হবে।♥️♥️♥️ love you dada
a wonderful country music...thanks to Partho Barua & all the Musicians
Excellent!
খুব প্রিয় একটা শিল্পী 🖤🖤🖤🖤🖤
বহু বছর পর পার্থ'র শ্রুতিমধুর একটা গান পেলাম 🎸🎸
Aha, what a beautiful song Partha Dada. Every melody line is so measured and precise , ajkal ai type gaan shunte pawa jaena. Personally I am a big fan of your guitar playing specially aj din katuk gaan a and oshomoy er gaan a your playing with Sohel bhais playing. We need more from you , a lot more.
সেই চির চেনা কন্ঠ ❤
In love with this song.. omg.. binimoi
.. ❤❤❤❤
beshi josss dada😍😍😍😍
After a long time, incredible creation.
Best voice and song of 2023.
দারুণ দাদা👍👍👍👍👍
বারবার শুনি গানটা, কি যে সুন্দর
Gentle music😊
বাহ দাদা, ভালো লাগলো।
Just impressive... ❤
দারুণ সুরে আঘাত করেছেন প্রিয় শিল্পী। সুরের গভীরে ঢুকে সুরটাকে তুলে এনেছেন দারুণ কন্ঠে। দারুণ গীত রচনায়।
প্রথমবারের কোন গান শুনে সালস এর ফেন হয়ে গেলাম।এরকম গান অনেক দিন শোনা হয় না।
Shylon tea music কবে পেতে পারি... eagerly waiting...
What a Soulful song dada ....