ফোন কেনার পর এমন কোনো বৃষ্টির দিন বাকি নেই যেদিন এই গানটি শুনি নি।গানটি শুনলে কেন জানি আগের কথা গুলো খুব মনে পড়ে যদিও গানটার সাথে আগের কোনো ঘটনার সম্পর্ক নেই।তবুও কেন জানি গানটি!!আর ভাষা নেই❤
আমরা দুই বাংলার মানুষ, ভাষা, শিল্প সংস্কৃতি সব একরকম কিন্তু মাঝখানে কাঁটাতারের বেড়া আর ধর্মীয় গোঁড়ামি আমাদের মাঝে একটা বিভাজন রেখা টেনে রেখেছে। যা হোক আর কিছুতেই এভাবে দুই বাংলার মানুষ এক হতে না পারলেও বাংলা গানের মাধ্যমে কিছুটা এক হতে পারি। অসাধারন গেয়েছেন, ভাল লাগল দিদি।
তুমি আসবে , ওগো হাসবে কবে হবে সেই মিলন ...কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ 🥰🥰🥰🥰......সত্যি এই গানের প্রত্যেকটি লাইন যেনো প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো .....খুব সুন্দর হয়েছে ♥️♥️♥️♥️
বাঙালি ঐতিহ্যের শাশ্বত এক গান। স্নেহার কণ্ঠেও গানটি উঠেছে ভালো। সঙ্গে তাঁর এই যে সহজ-সাবলীল উপস্থাপনা, এককথায় অসাধারণ। এক-একবার মনে হয়, এক-একজন বাঙালি তা পৃথিবীর যে প্রান্তেই থাকুন, পৃথিবীর সব বাঙালিকে এক সুতোয় গেঁথে রাখার জন্যেই বোধহয় এই গানগুলোর সৃষ্টি।
এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ? এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ? যুঁথি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া যুঁথি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হায় হায়রে দিন যায়রে ভরে আঁধারে ভুবন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ? এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ? শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ?
এই গান প্রতিদিন শুনছি, প্রতিদিনই মুগ্ধ! সতেজ লাগে খুব 💚 অনেক ভালো থাকুন, নিজের যত্ন নিন। আর বাংলা গান আরো বেশী করে গাইবেন, আপনার কন্ঠে খুব মানায় যেগুলো ❤
বাইরে জুম বৃষ্টি আমি বারান্দায় দারিয়ে আছি খোলা হাওয়া যেন চুল উড়িয়ে দিচ্ছে। পাখিগুলো নিড়ে চলে যায়,বৃষ্টির কয়েক ফোটা পানি আমার মুখে অন্যদিকে ঘরে এই গানটা চলচে।বৃষ্টি হলেই যেন মনের মাজে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে।❤🌨️🌨️
এখন বৃষ্টি পড়ছে আর আমি কানে ইয়ারফোন দিয়ে এই মনমুগ্ধকর গানটা শুনছি আর এক অপার্থিব অনুভুতি অনুভব করছি ❤️❤️এই গানটি চিরকাল মনে গেঁথে থাকবে আর যখনই বৃষ্টি পড়বে এই গানটি শুনব🥰
My new Bengali folk song "Sundori Komola" is out now!! Do watch n share your valuable feedback!! Lots of love ❤️💕 Here is the link ruclips.net/video/aG5oxStHNQ4/видео.html
Here is the link for the camera used on this video
amzn.to/40DsrrB
ami
অসাধারণ গান।
❤❤❤
গানটি শুনতে শুনতে কমেন্ট পড়তে আসলাম,এখানে একেক জনের অনুভুতি একেক রকম, পড়ে অনেক ভালো লাগল,।
ফোন কেনার পর এমন কোনো বৃষ্টির দিন বাকি নেই যেদিন এই গানটি শুনি নি।গানটি শুনলে কেন জানি আগের কথা গুলো খুব মনে পড়ে যদিও গানটার সাথে আগের কোনো ঘটনার সম্পর্ক নেই।তবুও কেন জানি গানটি!!আর ভাষা নেই❤
আমি অনেকের মুখে এই গান টা শুনেছি কিন্তু আপনি যে সুর আর মিষ্টি গলায় গেয়েছেন ,,,,just অসাধারণ।।।।💖
জানি একদিন থাকবো না এই পৃথিবীতে তাই সেদিনের জন্য কমেন্ট টা রেখে গেলাম। কিছু কিছু বাংলা গান এমনই হয় যে তা হাজার চাইলেও ভুলে থাকা যায় না😍।
জানালা দিয়ে বৃষ্টি দেখা, হাত বাড়িয়ে ছোয়ার প্রচেষ্টা, তার সাথে সাথে এই গান শোনার ফিলিংসটা সত্যি অসাধারণ 💖
Right...
👍👍🥰🥰🥰
Absolutely 💯
ভাই সাথে একটা সিগারেট লাগবে 😁
Aha Sotthi darun
সূদুর সিলেট থেকে খুলনা শহরে আসছি অনেকদিন😊 এবং আজ খুলনার আকাশে বৃষ্টি সাথে এই গানটি শুনতেছি আউটলেটে বসে❤❤❤
আমরা দুই বাংলার মানুষ, ভাষা, শিল্প সংস্কৃতি সব একরকম কিন্তু মাঝখানে কাঁটাতারের বেড়া আর ধর্মীয় গোঁড়ামি আমাদের মাঝে একটা বিভাজন রেখা টেনে রেখেছে। যা হোক আর কিছুতেই এভাবে দুই বাংলার মানুষ এক হতে না পারলেও বাংলা গানের মাধ্যমে কিছুটা এক হতে পারি। অসাধারন গেয়েছেন, ভাল লাগল দিদি।
Thik bolechen!!! Dhonnobad 😊😊
Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk;;;;;;;9;
Ekdom
@@mondalshilpa269 dhonnobad
Music has no geographical or political boundary
এইধরনের গানগুলোয় বাঙালিদের অনুভূতি লুকিয়ে রয়েছে ❤
মেঘের দিনে এই গানটি শুনে সত্যি মুগ্ধ হলাম।কোনো এক জগতে হারিয়ে গেলাম।মনোমুগ্ধকর পরিবেশনা। ধন্যবাদ,আপু।
মুগ্ধতা ছড়ালেন পুরো গানটি জুড়ে,
যাদু কন্ঠের গান শুনে মনটা গেল ভরে।
এত মিষ্টি গান জীবনে শুনিনি, ভালোবাসা রইলো 🇧🇩🇧🇩🇧🇩
বিশ্বাস করো এই গানটা এখন আমি প্রতিদিন শুনি। তোমার গলা আসলেই অসাধারণ। এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
Onek onek dhonyobad aapnake..
Amar notun gaan "Keno dure thako"
Plz sunun aar kemon laglo janan..
Link - ruclips.net/video/cCki3yB8BeQ/видео.html
আমিও প্রতিদিন শুনি
Protidin sono haria jAi na
Kub sondor
একটু একটু বৃষ্টি হচ্ছে সাথে কানে একটা হেড ফোন এমন সময় এই গান টা সাথে পিয় মানুষ এক কথায় আসাধারণ,,,
বাইরে বৃষ্টি হচ্ছে আর এই গান শুনছি আহা খুব সুন্দর একটা অনুভূতি!!
ইউটিউবে সাজেশন লিস্টে গানটা দিলো। শোনার পর ইউটিউব কে ধন্যবাদ দিতেই হবে। নাহলে এতো সুন্দর একটি কভার মিস করতাম। চমৎকার হয়েছে আপু। শুভ কামনা আপনার জন্য। আপনার ভয়েসটা অনেক সুন্দর। 😍😍
Onek onek Dhonyobad dada!!! Eibhabeyi pashe thakun!!! 😊😊😊
Sotti kotha bolchen dada
@@snehagangulyofficial9101 Hmm akdom thik!
গানটা শুনে মন ভালো হয়ে গেল
Didi khube valo.
amake tmr team e nbe?
আসলেই অসাধারণ একটি গান। আপুর কণ্ঠে দারুণ লাগলো 🥰🥰🥰
আজ বিকেলে ছাদে বৃষ্টিতে ভিজতে ভিজতে এই গানটা অনুভব করলাম🥰🥰
তুমি আসবে , ওগো হাসবে কবে হবে সেই মিলন ...কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ 🥰🥰🥰🥰......সত্যি এই গানের প্রত্যেকটি লাইন যেনো প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো .....খুব সুন্দর হয়েছে ♥️♥️♥️♥️
Dhonnobaad 😊
@@snehagangulyofficial9101 সাগতম
আষাঢ়ে দিন! বৃষ্টি হচ্ছে আর নদীর পাশ হতে বসে গানটি শুনতাছি।সত্যিই অসাধারণ ❤
ভিষণ সুন্দর প্রোডাকশন। টিমের সবাইকে অভিনন্দন।
Plz do Listen my new song
ruclips.net/video/cCki3yB8BeQ/видео.html
বাংলা ভাষায় গানের অন্য মধু আছে, অপূর্ব ❤️ বাংলা ভাষায় গানের অন্য মধু আছে, অপূর্ব ❤️
তোমার কন্ঠে গানটা শুনে মনটা ভরে গেল।।।। সত্যিই অসাধারণ...
Ki bhalo laglo gaan ta.Aj Sara din brishti ghore boshe cha aye chumuk dite dite gaan ta sunchi...koto ki mone pore galo
বাঙালি ঐতিহ্যের শাশ্বত এক গান। স্নেহার কণ্ঠেও গানটি উঠেছে ভালো। সঙ্গে তাঁর এই যে সহজ-সাবলীল উপস্থাপনা, এককথায় অসাধারণ। এক-একবার মনে হয়, এক-একজন বাঙালি তা পৃথিবীর যে প্রান্তেই থাকুন, পৃথিবীর সব বাঙালিকে এক সুতোয় গেঁথে রাখার জন্যেই বোধহয় এই গানগুলোর সৃষ্টি।
Thank you dada!!! Aekdom thik bolechen 😊
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?
যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া
যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?
Kar nimonton
😄@@Jannatul-di5yw
আমি যখন ই গান টা শুনি তখন ই এই লেখা টা বের করে গান করি🤗🥰
@@Tiger-b4o paren na tar jonnoi tw deikha bolen
@@Jannatul-di5yw হ্যাঁ। সব যে পারতেই হবে তার কি মানে আছে? কখনো কখনো সাহায্যের ও তো প্রয়োজন হয়। উনি লিখেছেন আমি অনেক উপকৃত উনার লিখাতে 🙏
এই গান প্রতিদিন শুনছি, প্রতিদিনই মুগ্ধ! সতেজ লাগে খুব 💚
অনেক ভালো থাকুন, নিজের যত্ন নিন। আর বাংলা গান আরো বেশী করে গাইবেন, আপনার কন্ঠে খুব মানায় যেগুলো ❤
Onek onek dhonyobad aapnake😊😊
Wonderful voice and composition.Take love from Bangladesh
Darun laglo sune gaan ta.....ai pujo te Mon bholano sundar akta sangeet
Thanda abohaoa Sathe bristi r kane headphones...r ei gan ta❤️❤️❤️
💕What a mind blowing song....I feel proud as a bangali💞❤️
What a soulful voice. the good melody. I listen every time feel a like new
মেঘলা দিনে জানালার পাশে বৃষ্টি দেখে দেখে এই গানটি সোনার ফিলিংস টাই আলাদা 🥀🥰
Ei meghla dine ekla ghore thake natow Mon ☔☔☔mind blowing song
বাইরে জুম বৃষ্টি আমি বারান্দায় দারিয়ে আছি খোলা হাওয়া যেন চুল উড়িয়ে দিচ্ছে। পাখিগুলো নিড়ে চলে যায়,বৃষ্টির কয়েক ফোটা পানি আমার মুখে অন্যদিকে ঘরে এই গানটা চলচে।বৃষ্টি হলেই যেন মনের মাজে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে।❤🌨️🌨️
যতবার শুনি তত মুগ্ধ হয়ে যাই। খুব সুন্দর কাজ। অনেক শুভেচ্ছা রইল ❤️❤️
অসাধারণ গান🥹
বাংলাদেশ,থেকে দেখছি।
অসাধারন গেয়েছেন দিদি
বাংলা ভাষা,বাংলা গান, বাংলা সাহিত্য দুই বাংলাকে এক করে।
অনবদ্য ❤❤❤
এখন বৃষ্টি পড়ছে আর আমি কানে ইয়ারফোন দিয়ে এই মনমুগ্ধকর গানটা শুনছি আর এক অপার্থিব অনুভুতি অনুভব করছি ❤️❤️এই গানটি চিরকাল মনে গেঁথে থাকবে আর যখনই বৃষ্টি পড়বে এই গানটি শুনব🥰
From Bangladesh.
Fascinated, I listened to the song at least 1000 times.
Absolutely my pleasure!!! 😊😊
Keep listening & sharing
এত সুন্দর মিষ্টি কন্ঠ যেন হৃদয়ে এক অন্য রকম অনুভূতির দোলা 🥰💚
সত্যিই অসাধারণ গানটা 💚🥀
এত সুন্দর মিষ্টি কন্ঠ যেন হৃদয়ে এক অন্য রকম অনুভূতি দোলা ❤️🇧🇩
সৃতি হয়ে রয়ে গেল।যত বার কমেন্ট এ লাইক পড়বে ততবার গানটা শুনতে আসবো❤
amar choto belar sob kotha mone pore gelo 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌darun laglo gaan ta .. 💖💖💖💖💖💖
বৃষ্টি পড়লেই মনে পড়ে পুরানো দিনের কথা। বন্ধুদের এক সাথে ভেজার দিন গুলো। আর এই গানে মন ছুয়ে যায়
I'm from Bangladesh.I watch your video. I said that you voice magnificent. Your looking lovely didi...go ahead didi. Love you so much.....
Thank you so much😊
@@snehagangulyofficial9101 qqqqq
Welcome didi
খুব ভালো লাগলো।কারণ যে গানটি পাঠিয়েছে সে আরো গুরুত্বপূর্ণ।।।
Whenever it rains and I am alone,
I come looking for this song. This is my go to place.
ভাষা নেই কি বলব ...অনেক অনেক ভালো
Speechless..😌😌 meghla dine priyo manush tar kotha khub besi mona pora☺️
প্রশংসা করার ভাষা আমার কাছে নেই; শুধু বলবো অসাধারন, খুব ভালো লাগছে❤❤
Onek onek dhonyobad 😊😊
আশা করি এমন আরও অনেক গান পাবো।
অপেক্ষায় রইলাম☺☺
Singing and music video supper.......!!!!!!
Thank you so much 😊
Gaan ta sunlam onk din por.. Onk valo laglo. Sai purno kisu kotha.. Asolai sotti akta kotha old is gold....
Apu tumi sottie osadharon..khub khub khub sundor kore gaico
ami Bangladesh thake ..onak sundor hoice gan ta ..samne aro vlo pabo asa kori apu
Thank you dada😊😊😊
It feels like Durga puja is coming 😊
In rainy season .
Very beautiful song and very sweet গানের গলা
Thanks.
Pashe thakun.
Watch my new video in my channel. Song "KENO DURE THAKO"
Ke ke ekhono aiii bari dharai sraboner prochondo sundor mohortoo golote aii gaan ta diye mon e rong diye chobi aakchoo...
রাত ১১:৪০। বারান্দায় বসে বাইরের ঝুম বৃষ্টি, অক্টোবর মাসের ঠান্ডা হাওয়া আর সাথে এই গানটি।।।। সব মিলিয়ে একটি অসাধারণ অনুভূতি। 🌧️😌
অসাধারণ দিভাই।❤🔥
এরকম আরো চাই।
Thank you..😊😊
Nailed it. Just so awesome a voice of your's.. lots of love
Thanks a lot!!! 😊😊
Magical song
Cnlglfjhfdjdufpsmhj
htts://ruclips.net/video/pVpl_2Mldi4/видео.html&feature=share dekhar anurod roilo
অনেকের কন্ঠে এই গান শুনেছি এমন সুমধুর করে কেউ গাইতে পারিনি। এই গানের জন্য মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে বলে আমার বিশ্বাস.........
Wonderful voice....love from bangladesh
Wow! So so beautiful
জানালা দিয়ে বৃষ্টি দেখছি আর গানটা শুনছি,, আহা কি যে ফিলিংস!
গানটা যতবার শুনি, প্রতিবার ই মন ছুয়ে যায়❤️❤️❤️
বৃষ্টির দিন মানেই রোমান্টিক দিন😍😍
It's really amazing.... শুনলেই মন ভালো হয়ে যায় ❤️❤️❤️
My new Bengali folk song "Sundori Komola" is out now!! Do watch n share your valuable feedback!! Lots of love ❤️💕
Here is the link ruclips.net/video/aG5oxStHNQ4/видео.html
জানালার পাশে শুয়ে আছি,প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুর থেকে। খুব অসাধারন একটা ফিলিংস হচ্ছে বুঝানোর মতো নয়❤
অসাধারণ সুর 💗💗 প্রতিদিন দেখি,
কুয়েত থেকে।
Superb Conception , Excellent singing, Soothing arrangement and Fantastic videography
Thank u so much😊
বৃষ্টি ভেজা দিন.. আর কলকাতা.. সাথে এই গান.. সব মিলে ভালোলাগায় মন ভরে উঠলো.. ভালো গেয়েছেন..
Proti ta brishti r din a gun ta bar bar sunte iche kore .sotti asadharon lage😊
গানটা যেমন অসাধারণ ঠিক তেমনই আপনার কণ্ঠ। দারুন লাগলো দিদিভাই।
অসাধারণ ভিডিও ধারণ,,
এডিটর ও ক্যামেরাপার্সন কে অনেক ধন্যবাদ 😍
মন জুড়িয়ে গেলো দিদি সেই গেয়েছো, ভালোবাসা অভিরাম, বাংলাদেশ থেকে
There’s nothing as beautiful as the rain.
কি অসাধারণ গেয়েছেন ! পাগল হয়ে যাচ্ছি সুরের তানে 🥺💖
গানটা যে কতবার শুনেছি বলতে পারবোনা, এতো মধুর সুর যতই শুনি ততই শুনতে মনে চায়,, ধন্যবাদ আপু এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য♥♥
Qqq
এত সুন্দর করে গাওয়ার জন্য ধন্যবাদ।
বাংলা ভাষায় গানের অন্য মধু আছে, অপূর্ব ❤️
Akdom
No its not about the language its the way you sing.
Always.
Akdom
Akdom 👍
@@paprimukherjee4164 ি
Wow I have just fueled by your voice.. Even the simplicity in choriography looks outrageous ... Thank you for bright entertainment
Thank you so much!!! Keep supporting 😊😊
Pochhonder Gaan ebong Jaiga !!!!!! sweet voice !!!!
Oshadharon didi apni gaan ta kono din charben na apnar Gola ta sotti khub sundor
অসাধারণ গেয়েছেন দিদি
love form Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
Nailed it!!🥰🥰one of the best cover
Thank you so much...My pleasure!!! 😊😊
গুড
০০৯৭৪৩৩৯৮৬৭৮৩
Song ta just osm at female Carson aro sundor lagche😘😘😘😘
Thank you so much 😊
বেস্ট ভার্সান। বারবার শুনি। শুভেচ্ছা ও শুভ কামনা
অপূর্ব ,অসাধারণ ,অনবদ্য।গানটি যেমন মনোরম সেইরকম গানটির জন্য মনোরম সুর - ও আছে। খুব সুন্দর।
অসাধারণ....
এই গানটা আমার খুব প্রিয়, এবং আপনার কন্ঠে ধারুন লেগেছে, go ahead....
Thank you so much😊
Wow khub valo arrangement and singing... Great cinematography... Loved it...❤❤
Thank u dear❤️❤️
Darun bon.. Chalie jao.. Khub bhalo laglo.. Prai suni apnar ae gaan ta.. Thank u.. Ei meghla....
Asadharan
Outstanding
খুব সুন্দর হয়েছে😍😍😍😍, খুব মিষ্টি গেয়েছেন, আমরা
আগামী দিনে আরো চাই
Thank you so much 😊
Transcended my mind to the supreme dimensions. 'Excellent' will be insuffuicient for the overall effect of the song.
অসাধারণ কন্ঠ😍😍😍🥰🥰🥰❤️❤️
Ajke sotti e meghla😍 r bristir moddhe ganta sonar feelings ta sundor🥰
❤bristir dine ei gan mone baje.. tai jotobar bristi hbe totobar search diye ei gan shuni 🥰 darun feeling 🖤
একটা ক্লাসিকের এতো ভালো rendition সম্ভব ভাবা যায় না... অসম্ভব ভালো... ❤️❤️