স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়া আসতে কত টাকা খরচ হয়?Study in South Korea.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • স্টুডেন্ট ভিসায় সাউথ কোরিয়া আসতে কত টাকা খরচ হয়?
    How much does it cost to come to South Korea on a student visa?
    #southkorea
    #studyinkorea
    #epstopik

Комментарии • 39

  • @Osiim
    @Osiim 10 дней назад

    embassy date kinte j tk lage seta toh bollen na

  • @MdHridoy-b1l6b
    @MdHridoy-b1l6b 2 месяца назад +1

    ভাই, আইএলটিএস এর খরচ ও যোগ করে দিয়েন

  • @abirahmedkawsar4296
    @abirahmedkawsar4296 16 дней назад

    vai student visa ki vabe paoya jabe ar ki vabe asa jabe

  • @kings_world
    @kings_world 3 месяца назад +3

    ভাই আপনার কিছু তথ্য ভুল আছে। আপনি বলেছেন নোটারি আর attestastion করতে ২৫-৩০ হাজার টাকা খরচ হয় এটা ভুল। আপনার SSC HSC ৩ সেট নোটারি করতে লাগে ৪০০ টাকা। আর ৩ সেট attestastion ফরেইন মিনিস্ট্রি আর এডুকেশন মিনিস্ট্রি তে করাতে কোনো টাকাই লাগে না,কিন্তু শিক্ষা বোর্ড এ ৫৫৮ টাকা লাগে এবং কোরিয়ান attestastion এ ১৩২০ টাকা লাগে মোট লাগে ২২৭৮ টাকা । আরও কিছু খরচ যেমন মেডিকেল,পুলিশ ক্লিয়ারেন্স এসব বলেননি। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না

    • @NahidHasansShow
      @NahidHasansShow  3 месяца назад

      ভাই কাগজগুলো আপনি কিভাবে পাঠাবেন কোরিয়াতে সেটার জন্য কত টাকা খরচ হবে আপনার জানা আছে।

    • @NahidHasansShow
      @NahidHasansShow  3 месяца назад

      ভাই সারা সপ্তাহ ব্যস্ত থাকি সপ্তাহে একদিন সুযোগ পাই ভিডিও মেক করার ।তাড়াহুড়া করতে গিয়ে কিছু কথা অগোছালো কিছু ভুলত্রুটি থাকতেই পারে। ভুল ছাড়াও যদি ভালো কিছু থাকে তবে সেটা গ্রহণ করার অনুরোধ রইলো আর যদি মনে হয় ভালো কিছু নেই তাহলে বর্জন করবেন কোন আপত্তি নেই। একটা ভালো মন্তব্য নতুন বিষয়ে ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায় শত ব্যস্ততার মাঝেও। তবে আমার জানা মতে কাগজপত্র রেডি করা থেকে কোরিয়াতে পাঠানো পর্যন্ত 25 থেকে 30 হাজার টাকার কমে আপনি পারবেন না।

    • @kings_world
      @kings_world 3 месяца назад +1

      ​​@@NahidHasansShow কোরিয়া তে ফুল প্রোসেস করতে আপনার ২৫-৩০ হাজার টাকা খরচ হবে কথাটা এভাবে বললে যৌক্তিক মনে হয়। কিন্তু কোরিয়া তে কাগজ পাঠাতে ২৫-৩০ হাজার টাকা লাগবে কেন ভাই? আবার আপনি ভিডিও স্ক্রীন এ ম্যানশন করছেন ব্যাংক স্টেটমেন্ট বাবদ ৭০ হাজার টাকা লাগবে সেটাও ভুল।আমি IELTS করে যারা প্রোসেস করে তাদের কথা বলছি। কোরিয়া তে কাগজ পাঠাতে DHL খরচ হয় ৩৩০০ থেকে ৩৬৫০ টাকা। কষ্ট করে ভিডিও যখন বানাইতেই হবে তাহলে সঠিক ভিডিও ই বানান এবং স্ক্রীপ্ট ব্যবহার করেন। এমন ভুল তথ্য পেলে অনেকই কনফিউজড হবে।

    • @NahidHasansShow
      @NahidHasansShow  3 месяца назад

      @@kings_world যদি 25 থেকে 30 হাজার টাকা খরচ হতো তাহলে আর বাংলাদেশে কোন স্টুডেন্ট থাকতো না। ব্যাংক স্টেটমেন্ট বাবদ 70 হাজার বলেছি কারণ সবার ব্যাংকে তো 20 লক্ষ টাকা থাকে না তাই যাদের টাকা থাকে না তারা ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নিতে পারেন পাঁচ মাসের জন্য কিংবা তার বেশি সময়ের জন্য পরবর্তীতে 70 হাজার টাকা অতিরিক্ত দিতে হয়।

    • @kings_world
      @kings_world 3 месяца назад +1

      @@NahidHasansShow ভাই আমি নিজে কোরিয়া তে এপ্লাই করছি আমার কখন কোথায় কত টাকা খরচ হয়েছে আমি লিখে হিসাব করে রাখছি তাই আপনাকে হিসাব করে বলে দিতেছি। ২৫-৩০ হাজার টাকা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অন্যান্য খরচের জন্য লাগে তাও সেটা ইউনিভার্সিটি এর উপর ডিপেন্ড করে আর একাধিক ভার্সিটি তে এপ্লাই করলে এই পরিমাণ টাকা লাগে সব মিলিয়ে তাও এর চেয়ে কম খরচ হয়। বাংলাদেশে এই টাকা খরচ করাও অনেক আর সবাই তো সাউথ কোরিয়া পছন্দ করবে এমন কোনো কথা নেই যে কম খরচ দেখে সবাই চলে আসবে। IELTS ভালো রেজাল্ট ভালো থাকলে এমন খুব কমই মানুষ আছে সাউথ কোরিয়া সিলেক্ট করে কারণ বেশি খরচের এর চেয়েও বেটার country আছে। জানি না আপনি কোন এজেন্সি থেকে এত টাকা খরচ করে কোরিয়া তে খালি কাগজই পাঠাইছেন। যেখানে আমার অ্যাপ্লিকেশন, DHL, attestation,notary এই সব মিলিয়ে খরচ হয়েছে ১৯৮০০ টাকা। বাকি এখন ও মেডিকেল বাবদ ১৫০০ টাকা আর ভিসা ফি বাবদ ৬৬০০ টাকা মোট ২৭৯০০ টাকা। এই হচ্ছে প্রপার হিসাব আপনার ২৫-৩০ হাজার টাকার। এর সাথে আপনার tuition fee আলাদা শপিং খরচ আলাদা আর টিকিট খরচ আলাদা। এই সব যোগ করার পরে যা খরচ হবে সেই খরচ করে আপনি কোরিয়াতেই চলে যেতে পারতেছেন।
      আরও স্পষ্ট করে বুঝুন তাই বড় করে লেখা এর বাইরে যেকোনো তথ্যই ভুল।

  • @abirahmedkawsar4296
    @abirahmedkawsar4296 16 дней назад

    Arek ta kotha vai Korea student visa aste ki lETS korte hobe naki korea vasa shikhe jaite parbo😮😮

    • @NahidHasansShow
      @NahidHasansShow  16 дней назад

      @@abirahmedkawsar4296 কোরিয়ান ভাষার লেভেল 3 কমপ্লিট করে থাকলে অথবা আইএলটিএস দিয়ে আসা যায় স্টুডেন্ট ভিসা

  • @mdzahid-xk9wy
    @mdzahid-xk9wy 4 месяца назад

    Thank you for your kind information 😊😊😊

    • @NahidHasansShow
      @NahidHasansShow  4 месяца назад

      জাযাকাল্লাহ ভাই ❤️🥰

    • @EmaAkther-j6t
      @EmaAkther-j6t 3 месяца назад

      ব্যাংকে 20 লাখ টাকা দেখানো বাদে ই কি আরো সারে 6 লাখ টাকা লাগে।তাহলে তো মোট 26লাখ লাগতাছে।প্লিজ ভাইয়া জানবেন

    • @NahidHasansShow
      @NahidHasansShow  3 месяца назад

      @@EmaAkther-j6t ব্যাংকে যদি টাকা না থাকে সে ক্ষেত্রে আপনি স্টুডেন্ট লোন করতে পারবেন। পাঁচ থেকে ছয় মাসের জন্য লোন নিলে আপনাকে অতিরিক্ত 70 থেকে 80 হাজার টাকা ব্যাংকে দেয়া লাগবে। সবমিলিয়ে আপনার সাড়ে 6 লাখ টাকার কিছু কম বেশি খরচ হতে পারে। ভিডিওটি আরো একবার দেখলে আশা করি পুরোপুরি বুঝতে পারবেন। ধন্যবাদ।

  • @mdromanahmed3209
    @mdromanahmed3209 3 месяца назад

    ভাই যারা স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়াতে যাবে যদি এসএসসি ২০১০ সালে ২০১২ সালে হয় তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবে প্লিজ একটু জানাবেন

  • @mahfinrobi7133
    @mahfinrobi7133 3 месяца назад

    ভাই কত বছর পর্যন্ত স্ট্যাডি গ্যাপ কন্সিডার করে দয়া করে বলবেন আর টপিক -৩ করে আসা কি যাবে?

    • @NahidHasansShow
      @NahidHasansShow  3 месяца назад

      মাস্টার্সে স্টাডি গ্যাপ তেমন একটা সমস্যা হয় না কিন্তু অনার্সের ক্ষেত্রে দুই থেকে তিন বছর। তবে কি কারণে গ্যাপ হয়েছে সেটা সঠিকভাবে ব্যাখ্যা দিতে হবে। জি ভাই টপিক লেভেল 3 কমপ্লিট করা থাকলে আপনি এপ্লাই করতে পারবেন।

  • @nazentertaintment4205
    @nazentertaintment4205 2 месяца назад

    ভাই জব কি দ্রুত পাওয়া যায়?

    • @NahidHasansShow
      @NahidHasansShow  2 месяца назад

      @@nazentertaintment4205 এটা নিজের উপর ডিপেন্ড করে। পরিচিত লোকজনের মাধ্যমে ম্যানেজ করে নিতে হয়।

  • @mah00021
    @mah00021 3 месяца назад

    এটা কি ইন্টারমিডিয়েট এর পরে যাওয়া যাবে নাকি অনার্স করার পর কোনটা

    • @NahidHasansShow
      @NahidHasansShow  3 месяца назад

      ইন্টারমিডিয়েটের পরে আপনি অনার্সের জন্য আসতে পারবেন এবং অনার্সের পর মাস্টার্স করার জন্যও আসতে পারবেন।

  • @mdrifat088u4
    @mdrifat088u4 3 месяца назад

    Ssc vocational hsc vocational thake pore visa pawa possible vaijan?

    • @NahidHasansShow
      @NahidHasansShow  3 месяца назад

      পসিবল তবে আইইএলটিএস অথবা টপিক লেভেল 3 কমপ্লিট করা থাকলে আপনি এপ্লাই করতে পারবেন।

  • @SagorKhan-u3b
    @SagorKhan-u3b 3 месяца назад

    Vai amar result hsc 3.67 ami ki jete parbo

    • @NahidHasansShow
      @NahidHasansShow  3 месяца назад

      আই ই এল টি এস অথবা কোরিয়ান ভাষা লেভেল থ্রি কমপ্লিট করে আপনি চেষ্টা করতে পারেন বাকিটা আল্লাহ ভরসা।

  • @abedasultana6670
    @abedasultana6670 3 месяца назад

    Master’s er jnno tuition fee kmn?

    • @NahidHasansShow
      @NahidHasansShow  3 месяца назад

      টিউশন ফি মূলত সাবজেক্ট এবং ইউনিভার্সিটির কোয়ালিটির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তারপরেও আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকার মধ্যেই থাকবে।

  • @nishanraj5826
    @nishanraj5826 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @SagorKhan-u3b
    @SagorKhan-u3b 3 месяца назад

    Plzz vai riply den

  • @mah00021
    @mah00021 3 месяца назад

    আপনার বাসা কোন জেলায়

    • @NahidHasansShow
      @NahidHasansShow  3 месяца назад

      আমার বাসা চুয়াডাঙ্গা। আপনার বাসা কোথায় জানাবেন।