(E. 46) বাংলাদেশে কত প্রকারের দেওয়ানি আদালত আছে? | How many types of civil courts in Bangladesh?
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- বাংলাদেশে বেশ কয়েক প্রকারের দেওয়ানি আদালত বা সিভিল কোর্ট রয়েছে, কিন্তু এই প্রকারভেদ সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। এমনকি কোন কোর্টে কোন দেওয়ানি মামলা দায়ের করতে হয় তাও জানেন না অনেকেই। ফলে দেওয়ানি মামলার কারণ উদ্ভব হলে সংশ্লিষ্ট পক্ষরা হয়ে পড়েন দ্বিধাগ্রস্ত। এই দ্বিধা থেকে নিস্তার করার জন্যই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। এপিসোডটিতে আমরা ভিন্ন ভিন্ন ছক আর সহজবোধ্য বর্ণনার মাধ্যমে বাংলাদেশে যত প্রকারের দেওয়ানি আদালত বা সিভিল কোর্ট রয়েছে তার বিবরণসহ কোন কোর্টে কোন মামলা দায়ের করতে হয় এবং কোন আদালতের কোন মামলা বিচার করার এখতিয়ার রয়েছে- সে সম্পর্কে উপস্থাপন করেছি। আমরা দৃঢ়ভাবে আশা করি এপিসোডটি দেখার পর আপনারা বাংলাদেশে বিদ্যমান দেওয়ানি আদালত সম্পর্কে একটা পরিস্কার ধারণা পাবেন।
এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী,
উপস্থাপন করেছেনসাজ্জাদ হায়দার,
পাঠ করেছেন মিশকাত শুকরানা
আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
আইন সম্পর্কে নানা রকম আপডেট পেতে ল'টিউব বিডির চ্যানেলটি সাব্সক্রাইব করুন 👇👇
www.youtube.co...
আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd
#BangladeshCivilCourts #TypesOfCivilCourts #LawTubeBD
#TypesOfCourtsInBangladesh #JudicialSystemInBangladesh #LegalSystemInBangladesh