হ্যাঁ ভাসানী সেরা কোচ আর শেখ মুজিব সেরা স্ট্রাইকার, মুজিবের নিখুঁত দক্ষ গোলে মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বাধীন বাংলদেশের পতাকা পেয়ে মাথা উঁচু করে নতুন এক দেশের জন্ম হয় বিশ্ব মানচিত্রে, এই সহজ সঠিক ইতিহাস কখনও পরিবর্তন হবার নয়, রাস্ট্র ক্ষমতায় সরকার আসবে যাবে কিন্তু শত চেষ্টা করেও এই ইতিহাস বদলানো সম্ভব নয়
@@jannat7982 ৭৪ সালের ভুট্টো সফর ছিলো দেনপাওয়না বিষয়ক। এর বাহিরে অন্য কিছু নয়। আর বিষয়টা কারো অজানা নয়৷ মূলত দেনা পাওনার বিষয়টাকে ফলপ্রসূ করতেই ভুট্টোর আগমনকে স্বাগত জানাতে বাধ্য হয়েছিলো মুজিব সরকার। ৭১ এর পর থেকেই আওয়ামী লীগ জাতিগতভাবেই পাকিস্তান বিদ্বেষী যা তার শাসনামলে পরিষ্কার। তবে ভুট্টো সফরের মতন দু একটা বিষয় যা হয়েছিলো তা দেনা পাওনার মধ্যেই সীমাবদ্ধ ছিলো। কারণ বাংলার মানুষদের অধিকার ফিরিয়ে আনার জন্য পাকিস্তানের কাছ থেকে শুধু ভূমি নয় আনুষাঙ্গিক অন্যান্য পাওনাও বুঝিয়ে নেওয়ার বাকি ছিলো। যার কারণে দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগের সাথে পাকিস্তানের বৈঠকের প্রয়োজন ছিলো এবং তা হয়েছেও....
@@arsteamwork2005 জ্বি না, যেখানে আপনি আছেন সেটা হলো বাংলাদেশ। আর বাংলাদেশ হলো পাকিস্তানের হারানো ভূখণ্ড। আর এই হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য তারা যে কোন প্রচেষ্টাই চালাতে পারে। যা পঁচিশে মার্চ গণহত্যার মাধ্যমেই প্রমাণিত।
গুগলে সার্চ দেন। দেখবেন এগুলো অনেক আগেই সেখানে আপলোড দেওয়া আছে। ইউটিউব কি সব ইতিহাস দেওয়া থাকে? ইতিহাস জানতে হলে বই পড়তে হবে। আর ইতিহাস কখন লুকিয়ে রাখা যায় না। যেটা সত্য সেটা সব সময় প্রকাশিত।
কী আজব আপনারা যে দেশ আমাদের দেশের মানুষদের হত্যা করলো আমাদের মা বোনদের উপর পৈশাচিক নির্যাতন চালালো সে দেশ কে আপনারা এত দরদ দেখান আর যে দেশ আমাদের স্বাধীন হতে সাহায্য করলো সে দেশ কে আপনারা সহ্য ই করতে পারেন না? এতটা অকৃতজ্ঞ?
আরে মূর্খ বঙ্গবন্ধু জানতেন স্বাধীনতার পর ভৌগলিক কারণেই ভারত বাংলাদেশর শত্রু। তাই শত্রুর মোকাবেলা য় পাকিস্তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন দেশের স্বার্থে।
ছাগল লেখা পড়া কর। ওদের কাছে অনেক কিছু পাওনা ছিলো আমাদের। সেটার জন্য তখন কুটনৈতিক আলোচনা চলছিলো। পাকিস্তান থেকে আস্যস্থ করা হয়েছিলো সব কিছু বন্টন হবে কিন্তু ভুট্ট করেনি। এর পর আর ওদের সাথে কোন সম্পর্ক ছিলোনা আওয়ামীলীগের সাথে।
সারাজীবন কোন দেশ বন্ধু থাকে না এবং শত্রুও থাকে না....! দেশ ও জনগণের স্বার্থে যা ভালো, সরকার সেটাই করেন.....! এ মুহূর্তে পাকিস্তান, চীন এবং তুরস্কের সাথে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ....!!!
@@soheldawan5264 কারন ওরা বংশগতভাবে বিশ্বাসঘাতক এক বিকল্প জাতি। যাদের পরিবারের আমার জানামতে ১১ জন লোক ছিলো অথচ কেউ মুক্তিযোদ্ধা নন। কারও কোন ক্ষতিও হয়নি। অথচ হাসিনা বলে বেড়াত আমার বাবা এই করে সেই করেছে😂
হায় আল্লাহ! এসব কিছুই হাসিনা লুকিয়ে রেখেছিল। আমার বয়স ১৭। পাঠ্য বইতে যা পড়েছিলাম তাই বিশ্বাস করেছি এতদিন ধরে। তারমানে আমাদেরকে ভুল ইতিহাস গেলানো হয়েছিল। যে মানুষটাকে আমি এত সম্মান করতাম সেই মানুষটার প্রতি আমার আজ কোনো সম্মান নেই। সম্মান থাকবে কীভাবে? রাষ্ট্র পিতা বানাতে চাইলে ভাসানী, শেরেবাংলা ও সোহরাওয়ার্দীকে বলতে হবে। আর জাতির পিতা ইব্রাহীম আলাইহিস সালাম। অন্য কাউকে নয়। আর ধন্যবাদ জানাচ্ছি সঠিক ইতিহাস তুলে ধরার জন্য।
কেন দেশের মানুষের পাশে থাকতে পারেন না, দেশের মানুষের দুঃখে কষ্টে দাঁড়ান পাশে। যারা 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে তারা আপনার ভাই হয় কি করে। সে 2 লক্ষ মা বোনদের মধ্যে যদি আপনার মা হতো ,তখনো কি পাকিস্তানিদের ভাই বলে সম্বোধন করতেন? জবাব চাই?=
একসাথে এক বাড়িতে থাকলে ভাই ভাই দন্দ লাগে। আবার মিমাংসাও হয়ে যায়। আমাদের ভারত নামে একটি চিরশত্রু আছে। বিপদের সময় আমাদের ভাই পাকিস্তান সবার আগে এগিয়ে আসবে। তাই সুসম্পর্ক গড়তে হবে।
এই কথাগুলো যে তিরিশ লাখ বাঙালি পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন বা যে তিন লক্ষ নারী ধর্ষিতা হয়েছিলেন তাদের বা তাদের পরিবারের কাছে গিয়ে বল রাজাকারের বাচ্চা।
@@nadiratabassumpapri4639 কেন গো? জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে গনহত্যার পরেও আমেরিকার সাথে জাপানের ব্যবসা বাণিজ্য চলে না? হিটলার ৬০ লাখ ইয়াহুদি গনহত্যার পরেও ইসরাইলের সম্পর্ক কি ভাবে?
@@Kabir-cs4zdnijeke plz Japan America or Israel German Der er sthe tulona korbenna... Unnoti to korben na, borong ek vikkhuk er sthe mile ei desh keo vikkhuk banaben.... Onno desh bondhutto Kore developed hocche, chelemeye Ra desh er kaje niojito hocche, r apnara bondhutto Kore tablig e maramari Kore morben...ota amra shikkhito jonogon chacchina.. r stranger Der sthe vodro vabe Kotha bolte shikhun... Japan er example dcchen, othocho Kono japani stranger er sthe apni ei "keno go" bolle, Japan apnk latthi mere desh theke ber Kore dbe... So bhv. R btw, minimum gyanorjon Korte chaile google korun j Japan tkhn americar under e chilo...amra karo under e na.
১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে স্বাগত জানানোর পেছনে রাজনৈতিক ও কূটনৈতিক কিছু কারণ ছিল। 1. বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি: ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। 2. আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন: মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশকে আন্তর্জাতিক কূটনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মুসলিম দেশগুলো এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকে আরও সমর্থন পাওয়া সহজ হবে বলে মনে করা হয়েছিল। 3. সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা: ১৯৭১ সালের যুদ্ধের পরে বাংলাদেশে থাকা বিহারিদের নিরাপত্তা এবং পাকিস্তানে থাকা বাংলাদেশিদের সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। ভুট্টোর সফরের মাধ্যমে এই বিষয়গুলো সমাধানের আলোচনা সহজতর হয়। 4. জাতিসংঘে সদস্যপদ পেতে সহায়তা: পাকিস্তানের সমর্থন পেলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ অর্জনে সহজ হবে বলে ধারণা করা হয়। পটভূমি: ১. বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের অবস্থা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত তিক্ত ছিল। পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে দেরি করে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছিল।পাকিস্তান প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একঘরে করার চেষ্টা করে। ২. বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়া: ১৯৭১-৭২ সালের মধ্যে বাংলাদেশ বেশ কিছু দেশ থেকে স্বীকৃতি পেলেও, পাকিস্তানের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তানের স্বীকৃতি ছাড়া মুসলিম বিশ্ব ও জাতিসংঘে বাংলাদেশের অবস্থান দৃঢ় করা কঠিন হয়ে পড়ছিল। পাকিস্তান এবং তাদের মিত্র দেশগুলো জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদের বিরোধিতা করছিল। ভুট্টোর বাংলাদেশ সফরের কারণ: ১. স্বীকৃতি ও সম্পর্ক পুনঃস্থাপন: ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন।এই সম্মেলনে পাকিস্তান বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এর ফলেই ভুট্টোকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়। ২. যুদ্ধবন্দী ইস্যু সমাধান: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তান সেনাবাহিনীর ৯৩,০০০ যুদ্ধবন্দী ভারতে আটক ছিল। ভারত এবং বাংলাদেশের চাপের মুখে ভুট্টো ১৯৭৩ সালে ভারত-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপাক্ষিক চুক্তিতে সম্মত হন, যেখানে যুদ্ধবন্দীদের মুক্তি এবং বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচিত হয়।এই সফরের মাধ্যমে ভুট্টো এই চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ৩. অর্থনৈতিক ও কূটনৈতিক স্থিতিশীলতা: মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল। পাকিস্তানের সঙ্গে কিছু অর্থনৈতিক আলোচনা ও সম্পদ পুনঃপ্রতিস্থাপনের সম্ভাবনা ছিল।পাকিস্তানের স্বীকৃতি পেলে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সহজতর হবে এবং অনেক বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সমর্থন পাওয়া যাবে। শেখ মুজিবুর রহমানের দৃষ্টিভঙ্গি: ১. ভবিষ্যতের দিকে তাকানো: শেখ মুজিবুর রহমান ভবিষ্যৎ সম্পর্কের উন্নতি এবং জাতির বৃহত্তর স্বার্থে অতীতের তিক্ততা ভুলে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে ছিলেন।এটি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান মজবুত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। ২. জাতিসংঘে সদস্যপদ: পাকিস্তানের সমর্থন পেলে বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ পেতে সক্ষম হয়। ভুট্টোর সফরের মাধ্যমে এই কূটনৈতিক লক্ষ্য অর্জনে সহায়তা হয়। সফরের প্রতিক্রিয়া: ১. সমর্থন: অনেকেই এটিকে শেখ মুজিবের একটি কৌশলী কূটনৈতিক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াতে এবং পাকিস্তানের সঙ্গে বৈরিতা কমাতে এটি কার্যকর হয়। ২. সমালোচনা: বাংলাদেশের অভ্যন্তরে কিছু মহল বিশেষ করে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাপরাধের শিকাররা ভুট্টোর সফরকে ভালোভাবে নেননি। পরবর্তী প্রভাব: জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়।শেখ মুজিবুর রহমানের এই সিদ্ধান্ত ছিল একটি দীর্ঘমেয়াদি কূটনৈতিক কৌশল। এতে তাৎক্ষণিক কিছু ফলাফল অর্জিত হলেও, মুক্তিযুদ্ধের ক্ষত তখনও গভীর ছিল। ভুট্টোর সফর ছিল বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ, তবে অভ্যন্তরীণভাবে এটি বিতর্কিত ছিল।
ভারত যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রূপে একটি হুমকি সৃষ্টি করার চেষ্টা করিতেছে এখানে পুরনো বিবাদ ভুলে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থের কারণে এবং বাংলাদেশের মানুষের কারণে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করা যায় এবং সামরিক সহযোগিতার দেশের মাটিতে প্রযুক্তি নিয়ে তৈরি করা যাইতে পারে পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক করলে লাভবান হব
বাংলাভিশনের কাছে আমার এবং 18 কোটি মানুষের অনুরোধ যাতে উনারা কমেন্টগুলো জাতির সামনে উল্লেখ করে! একটি বোঝা যাবে যে বাংলাদেশের মানুষ এখনো পাকিস্তানকে অনেক ভালোবাসে এবং তাদের ভুল শুধরাবার সময় এখনই! তাই বলছি বাংলাভিশনের কাছে যাতে উনারা কমেন্টগুলো জাতির সামনে উল্লেখ করে আশা করি উল্লেখ করিবে ইনশাআল্লাহ
আমি আশা করি পাকিস্তান এবার ১৯৭১ সালে যে গণহত্যা চালিয়েছে সেটার দায় স্বীকার করবে এবং কি ক্ষমা চাইবে বাংলাদেশের কাছে,ক্ষমা চেয়ে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ পাকিস্তানে আছে তা দুই দেশের মধ্যে ভাগাভাগি করে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করবে ইনশাআল্লাহ সেই শক্তিতে এশিয়ায় পরাশক্তি হয়ে উঠে বাংলাদেশ পাকিস্তান🎉
vai apnar bon thakle boliyen hotela niya dhumadhum lagabo tar por apnar poribarer kace khoma cabo ,,, apnar friend hiseba manben ki?jar haray vai sei bujhe,
প্রকৃত সত্য কথাগুলো বাংলাদেশের মানুষের জানা দরকার ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে
শেখ মুজিব বাংলার মোনাফেক
koi ekhon afsos league sheikh muhib re rajakar boltesena ken 😂😂
Bimpi@@utsob2774
@@utsob2774আমারও একই প্রশ্ন😂
Full Video দেখে কথা বলেন 😅
তারা ভুট্টাকে আসতে দিছিলো
আমাদের রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেয়ার জন্য।
তা সে দিতে নারাজ হয়েছিলো।
সঠিক ইতিহাস গুলো তুলে ধরার জন্য সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ
শেখ মুজিব বাংলার মোনাফেক
Full Video দেখে কথা বলেন 😅
তারা ভুট্টাকে আসতে দিছিলো
আমাদের রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেয়ার জন্য।
তা সে দিতে নারাজ হয়েছিলো।
সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ
❤❤❤❤❤❤
Pakistan ❤❤❤❤
শেখ মুজিব বাংলার মোনাফেক
@@ExcitedClover-px6zq শেখ মুজিব বাংলার মোনাফেক
হিন্দুভারতকে ক্ষমা চাইতে হবে, বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে তারা মুসলিম পাকিস্তান ২ টুকরা করেছে,
সেরা নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ ভাসানী
Ji
হ্যাঁ ভাসানী সেরা কোচ আর শেখ মুজিব সেরা স্ট্রাইকার, মুজিবের নিখুঁত দক্ষ গোলে মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বাধীন বাংলদেশের পতাকা পেয়ে মাথা উঁচু করে নতুন এক দেশের জন্ম হয় বিশ্ব মানচিত্রে, এই সহজ সঠিক ইতিহাস কখনও পরিবর্তন হবার নয়, রাস্ট্র ক্ষমতায় সরকার আসবে যাবে কিন্তু শত চেষ্টা করেও এই ইতিহাস বদলানো সম্ভব নয়
❤❤❤❤
@@sunlight5638কিরে ভারত মাগীর নাজায়েজ সন্তান কাকে কি বলিস তোর মতো চুন্ডিয়ান গোমুখ্যুদের বাপ ছিল মওলানা ভাসানী 👟🇮🇳
@@sunlight5638এই জন্য তোর মাকে Codar সময় কদম ব্যবহার করতে চেয়েছিলাম 😒,,কিন্তু তোর মা রাজী হয় নি 🥱
জাপানে পারমাণবিক বোমা ফেলার পরেও যদি জাপান এবং যুক্তরাষ্ট্র বন্ধু হতে পারে, তাহলে নিজ দেশের স্বার্থে বাংলাদেশ এবং পাকিস্তান কেন বন্ধু হতে পারবে না??
বেহায়া, নির্লজ্জ
Bolda geopolitics e kono desh permanent bondhu na.
সহমত
এটা আম্লিক কে কে বোঝাবে
Ei comment ta India r dalal gulo dekhlei ulta comment suru korbe. Desher sarthe somporko unnoyon Kora proyojon.
এসব ভিডিও ফুটেজ যে আপনাদের সংরক্ষণে এখনো রেখেছেন এই বিষয় টা সত্যিই প্রশংসা পাওয়ার দাবি রাখে,এরকম সত্য ঘটনা তুলে ধরুন আর জনগন এর পাশে থাকুন ধন্যবাদ।।।
amar kase pora video ta ase
ডকুমেন্টস হিসেবে সংরক্ষণ করা দরকার
Full Video দেখে কথা বলেন 😅
তারা ভুট্টাকে আসতে দিছিলো
আমাদের রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেয়ার জন্য।
তা সে দিতে নারাজ হয়েছিলো।
এই ভিডিওটা শেখ হাসিনাকে দেখানো হক😊
শেখ মুজিব বাংলার মোনাফেক
@@jannat7982 ৭৪ সালের ভুট্টো সফর ছিলো দেনপাওয়না বিষয়ক। এর বাহিরে অন্য কিছু নয়। আর বিষয়টা কারো অজানা নয়৷ মূলত দেনা পাওনার বিষয়টাকে ফলপ্রসূ করতেই ভুট্টোর আগমনকে স্বাগত জানাতে বাধ্য হয়েছিলো মুজিব সরকার। ৭১ এর পর থেকেই আওয়ামী লীগ জাতিগতভাবেই পাকিস্তান বিদ্বেষী যা তার শাসনামলে পরিষ্কার। তবে ভুট্টো সফরের মতন দু একটা বিষয় যা হয়েছিলো তা দেনা পাওনার মধ্যেই সীমাবদ্ধ ছিলো। কারণ বাংলার মানুষদের অধিকার ফিরিয়ে আনার জন্য পাকিস্তানের কাছ থেকে শুধু ভূমি নয় আনুষাঙ্গিক অন্যান্য পাওনাও বুঝিয়ে নেওয়ার বাকি ছিলো। যার কারণে দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগের সাথে পাকিস্তানের বৈঠকের প্রয়োজন ছিলো এবং তা হয়েছেও....
ঠিক বলেছেন
কেন আসছিলো সেটা জানিস? আহাম্মক
@@amitpaul2580tui chup thaak mallu chatro leauge er chod*
আমরা চাই পাকিস্তান একটা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাক,
দু দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠুক
শেখ মুজিব বাংলার মোনাফেক
ক্ষমা অনকে আগেই চেয়েছে
ইনশাআল্লাহ দুই পাকিস্তান একসাথে মিলে যাবে
Officially khoma akhono chai nai@@arsteamwork2005
@@arsteamwork2005 জ্বি না, যেখানে আপনি আছেন সেটা হলো বাংলাদেশ। আর বাংলাদেশ হলো পাকিস্তানের হারানো ভূখণ্ড। আর এই হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য তারা যে কোন প্রচেষ্টাই চালাতে পারে। যা পঁচিশে মার্চ গণহত্যার মাধ্যমেই প্রমাণিত।
@@arsteamwork2005পাকিস্তানের বীর্য
মামা এরকম আরও ভিডিও চাই
শেখ মুজিব বাংলার মোনাফেক
নতুন নতুন কিছু দেখছি ধন্যবাদ বাংলা ভিষণ কে।
এই খবর এতদিন কোথায় ছিল 😡😡
মানুষ আপনার মতো বলদ যদি তখন এইসব প্রচার করতো তাহলে কি মিডিয়া থাকতো তাহলে ইসলামিক টিভি এবং এবং দিগন্ত টেলিভিশনের মতো বন্ধ করে দিতো
আওয়ামী লীগের আমলে এসব ভিডিও প্রচার করতে দেয়নি।
আওয়ামীলীগ আমলে বাক স্বাধীনতা ছিল কোথায়? ওয়াজ মাহফিল করতেও থানা পুলিশ আর মেম্বর চেয়ারম্যান এর অনুমতি নিতে হত!
গুগলে সার্চ দেন। দেখবেন এগুলো অনেক আগেই সেখানে আপলোড দেওয়া আছে। ইউটিউব কি সব ইতিহাস দেওয়া থাকে? ইতিহাস জানতে হলে বই পড়তে হবে। আর ইতিহাস কখন লুকিয়ে রাখা যায় না। যেটা সত্য সেটা সব সময় প্রকাশিত।
শেখ মুজিব বাংলার মোনাফেক
আমরা চাই পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। বিশেষ করে সামরিক খাতে। 🇧🇩♥️🇵🇰
শেখ মুজিব বাংলার মোনাফেক
কী আজব আপনারা যে দেশ আমাদের দেশের মানুষদের হত্যা করলো আমাদের মা বোনদের উপর পৈশাচিক নির্যাতন চালালো সে দেশ কে আপনারা এত দরদ দেখান আর যে দেশ আমাদের স্বাধীন হতে সাহায্য করলো সে দেশ কে আপনারা সহ্য ই করতে পারেন না? এতটা অকৃতজ্ঞ?
ভাত খাইতে ভাত পাও না আবার কইতাছো সামরিক শক্তি বাড়াইবা যার কথা কইতাছ ওই দেশে তো ভিক্ষা কইরা খা
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
শেখ মুজিব বাংলার মোনাফেক
সনাতন প্রেমীরা জোরসে বলুন লা ইলাহা ব্রহ্মা। ব্রহ্মা ব্যাতিত আর কেহ উপাস্য যোগ্য নহে।
এই প্রথম কোন নিউজ শুনলাম, সত্যের পক্ষে।
ওনি জিন্নাহর ভক্ত ছিল। বেশিরভাগ তৎকালীন পলিটিশিয়ান আর সুশীল জিন্নাহর ফ্যান ছিল। পাকিস্তানি শাসকদের জুলুম বিশেষ করে ভুট্টাের কারণে দেশ ভাগ হয়েছিল।
অনি কে?? ইয়াহিয়ার কারনে দেশ ভাগ হয়েছিল
পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ
তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভট্টো সাহেবের কথা।
তাকেই ফুলের মালা! কী মিন করে?
তার পাকিস্থানের প্রধানমন্ত্রী হওয়ার লোভ ছিল
@@ParthaGhose-f5u শেখ মুজিব বাংলার মোনাফেক
শেখ মুজিব বাংলার মোনাফেক
আরে মূর্খ বঙ্গবন্ধু জানতেন স্বাধীনতার পর ভৌগলিক কারণেই ভারত বাংলাদেশর শত্রু। তাই শত্রুর মোকাবেলা য় পাকিস্তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন দেশের স্বার্থে।
ছাগল লেখা পড়া কর। ওদের কাছে অনেক কিছু পাওনা ছিলো আমাদের। সেটার জন্য তখন কুটনৈতিক আলোচনা চলছিলো। পাকিস্তান থেকে আস্যস্থ করা হয়েছিলো সব কিছু বন্টন হবে কিন্তু ভুট্ট করেনি। এর পর আর ওদের সাথে কোন সম্পর্ক ছিলোনা আওয়ামীলীগের সাথে।
সারাজীবন কোন দেশ বন্ধু থাকে না এবং শত্রুও থাকে না....! দেশ ও জনগণের স্বার্থে যা ভালো, সরকার সেটাই করেন.....! এ মুহূর্তে পাকিস্তান, চীন এবং তুরস্কের সাথে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ....!!!
শেখ মুজিব বাংলার মোনাফেক
এটা দেখা বোঝা গেল মুজিব পাকিস্তানের প্রধান মন্ত্রী হতে চেয়ে ছিলো
Because he deserves, mujeeb has taken majority votes, example today imran Khan have majority votes but military given pm seat to shehbaz sharif
@@Jfhi761 Lol, how come sovereignty and ‘Election’ go with the same line ?😂
বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই
বাবা ছেলে 😂😂
আর হেডা মাদারবোর্ড
বাবা ছেলে আমরা না তোদের মত হিন্দুদের বিজ দিয়ে গেছে পাক সেনা কারণ তোদের পাক সেনারা দেখতেই পারেনি😂😂@@ChayonRoy-y2x
বাবা ছেলে মিলে ভারত মাকে 3 সাম দেয় 😂@@ChayonRoy-y2x
@@ChayonRoy-y2xভারতের বাপ আছে,😂ইংরেজরা
জয়বাংলা শেখ মুজিবুর রহমান ভালো ছিল
দিতেই পারে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই ❤
বাংলাদেশ না, বল পাকিস্তান আার বাংলাদেশের রাজাকার ভাই ভাই🤣😂
তাহলে তার মেয়ের আমলে পাকিস্তানের নাম বলা জাতো না কেনো 😡😡
@@soheldawan5264 কারন ওরা বংশগতভাবে বিশ্বাসঘাতক এক বিকল্প জাতি। যাদের পরিবারের আমার জানামতে ১১ জন লোক ছিলো অথচ কেউ মুক্তিযোদ্ধা নন। কারও কোন ক্ষতিও হয়নি। অথচ হাসিনা বলে বেড়াত আমার বাবা এই করে সেই করেছে😂
তাহলে যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। তাদেরকে রাজাকার বলা হয়েছিল কেন।
Notun baap 😂😂😂
এই ভিডিওগুলো এত বছর কোথায় ছিল
আয়না ঘরে।
@@ExplainNewsbd😂
আমরা তো আগেই দেখে ছিলাম, এসব প্রচার নিষিদ্ধ ছিল।
@@PhoenixGamerBD আহারে আফসোস লীগ 😂😂😂
@@Kabir-cs4zd এই স্বাধীনতাই কি চেয়েছিলাম!! এখন হাসাটাও অপরাধ 😅
(Btw I'm anti afsus league)
১৯৭৪ আর ২০২৪ এক নয়। ততদিনে অনেক জল গড়িয়েছে। ভূরাজনীতি ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় একে অপরের সাথে সম্পর্ক জোরদার করা খুবই জরুরি।
ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে
ধন্যবাদ সাংবাদিক ভাই কে
হায় আল্লাহ!
এসব কিছুই হাসিনা লুকিয়ে রেখেছিল।
আমার বয়স ১৭। পাঠ্য বইতে যা পড়েছিলাম তাই বিশ্বাস করেছি এতদিন ধরে। তারমানে আমাদেরকে ভুল ইতিহাস গেলানো হয়েছিল। যে মানুষটাকে আমি এত সম্মান করতাম সেই মানুষটার প্রতি আমার আজ কোনো সম্মান নেই।
সম্মান থাকবে কীভাবে? রাষ্ট্র পিতা বানাতে চাইলে ভাসানী, শেরেবাংলা ও সোহরাওয়ার্দীকে বলতে হবে। আর জাতির পিতা ইব্রাহীম আলাইহিস সালাম।
অন্য কাউকে নয়।
আর ধন্যবাদ জানাচ্ছি সঠিক ইতিহাস তুলে ধরার জন্য।
এখন ভাসানি জিয়া হচ্ছে মেইন ভিলেন , ওদের জন্য দুই মোসলেম দেশ ভাগ হইছে। বঙ্গবন্ধু ভালো৷ তিনি দুই মোসলেম দেশের ভাগ চান নাই।
জাতির পিতা একজনই ইব্রাহিম (আঃ),,,আপনি বলতে পারেন রাষ্ট্রপিতা
@hasanrony5609 হুম দুঃখিত। আপনার সাথে একমত ভাই। ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়ার জন্য ❤️
আমি আমার ভুলটা সংশোধন করে লিখেছি।
জাতি বলতে কি মুসলমান জাতি বুঝায় শুধু? তাহলে ইউনুস যে ভাষন দেয় জাতির উদ্দেশ্যে সেটা মুসলমান জাতির উদ্দেশ্যে ভাষন দেয়?
@Politicverse ❤️
অসংখ্য ধন্যবাদ আসল তথ্য তুলে ধরার জন্য
শেখ মুজিব বাংলার মোনাফেক
যে তোমার সাথে বিশ্বাস ভংগ করেছে, তুমি তার সাথে বিশ্বাস ভংগ করোনা।" [তিরমিযী] -
হযরত মুহাম্মদ (সাঃ) 🧡🧡🧡🧡
পাকিস্তান আমাদের ভাই
কেন দেশের মানুষের পাশে থাকতে পারেন না, দেশের মানুষের দুঃখে কষ্টে দাঁড়ান পাশে। যারা 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে তারা আপনার ভাই হয় কি করে। সে 2 লক্ষ মা বোনদের মধ্যে যদি আপনার মা হতো ,তখনো কি পাকিস্তানিদের ভাই বলে সম্বোধন করতেন? জবাব চাই?=
Pakistan rabe 2 billion woman in Bangladesh.
@@Luckydeb-e9z where's your proof of evidence to your claim dear cow mother son?
Thik love' From India@shamimahmed-0
@@Luckydeb-e9zবিলিয়ন বুজিস মালুর বাচ্চা ইংরেজ বীজ সাভাকার বংশধর মাদারচোদ জাতি। 😂😂
ততকালীন পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কথা চিন্তা করেই পাকিস্তানের সরকার কে আসার অনুমতি দিয়েছিলেন।
তো এখন নিরাপত্তার কথা চিন্তা করে সম্পর্ক স্থাপন করতে গেলে রাজাকার ট্যাগ খাওয়া লাগে কেনো? 😢
@@brave6552 এখন আসলে চুলকানি ওঠে কেন???
@সত্যিরপথেরপথিক চুলকানি উঠলে গ্যাকজিমা দিলে চলে যাবে।
মনে চুলকানি উঠলে কিছুতেই সমাধান হয়না।
রাইট ।
মিডেল ইষ্টের স্বীকৃতি পাবার জন্য
অসংখ্য ধন্যবাদ বাংলাভিশন কে😊
একসাথে এক বাড়িতে থাকলে ভাই ভাই দন্দ লাগে। আবার মিমাংসাও হয়ে যায়। আমাদের ভারত নামে একটি চিরশত্রু আছে। বিপদের সময় আমাদের ভাই পাকিস্তান সবার আগে এগিয়ে আসবে। তাই সুসম্পর্ক গড়তে হবে।
Ji Vai, apnr Vai apnr poribar lash baniye felleo pore sorry bolle mene niyen😊
এই কথাগুলো যে তিরিশ লাখ বাঙালি পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন বা যে তিন লক্ষ নারী ধর্ষিতা হয়েছিলেন তাদের বা তাদের পরিবারের কাছে গিয়ে বল রাজাকারের বাচ্চা।
@@nadiratabassumpapri4639 কেন গো? জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে গনহত্যার পরেও আমেরিকার সাথে জাপানের ব্যবসা বাণিজ্য চলে না? হিটলার ৬০ লাখ ইয়াহুদি গনহত্যার পরেও ইসরাইলের সম্পর্ক কি ভাবে?
@@Kabir-cs4zdnijeke plz Japan America or Israel German Der er sthe tulona korbenna... Unnoti to korben na, borong ek vikkhuk er sthe mile ei desh keo vikkhuk banaben.... Onno desh bondhutto Kore developed hocche, chelemeye Ra desh er kaje niojito hocche, r apnara bondhutto Kore tablig e maramari Kore morben...ota amra shikkhito jonogon chacchina.. r stranger Der sthe vodro vabe Kotha bolte shikhun... Japan er example dcchen, othocho Kono japani stranger er sthe apni ei "keno go" bolle, Japan apnk latthi mere desh theke ber Kore dbe... So bhv. R btw, minimum gyanorjon Korte chaile google korun j Japan tkhn americar under e chilo...amra karo under e na.
৩০ লক্ষ্য শহীদ আর ২ লাখ মা বোন দের সম্মান নস্ট অই জানোয়ার গুলো করছে । এর পর কি ভাই বলবেন?
এগুলো অপকর্ম সত্যিই জানা ছিল না। বাংলাভিশনকে অসংখ্য ধন্যবাদ।
সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ
বঙ্গবন্ধু আসলেই ভালো নেতা ছিলেন ❤
৭২,৭৪ ইতিহাস পড়েন
@@mohammadeaysin1386tui por
এইজন্যেই ১৫আগষ্ট মিষ্টির দোকান খালি ছিল
@@hasan9.11 sobai korse naki Jara rajakar ar jassod kormi chilo tarai korse
@@hasan9.11 রাজাকারেরা মিষ্টি বিতোরন করেছিলো
মুচিব ভুট্টো ভাই ভাই
Full Video দেখে কথা বলেন 😅
তারা ভুট্টাকে আসতে দিছিলো
আমাদের রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেয়ার জন্য।
তা সে দিতে নারাজ হয়েছিলো।
@mkayum01 তোমার পিছন মা@র জন্য আসছিল। দুর হ অন্ধ ভক্ত।
পাকিস্তান বার বার ক্ষমা চাওয়ার পরও ক্ষমা করেনি বাংলাদেশ
সংবাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস
মিস করেছেন
Full Video দেখে কথা বলেন 😅
তারা ভুট্টাকে আসতে দিছিলো
আমাদের রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেয়ার জন্য।
তা সে দিতে নারাজ হয়েছিলো।
পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই❤
রাজাকারের বাচ্চা কস কি😂
Full Video দেখে কথা বলেন 😅
তারা ভুট্টাকে আসতে দিছিলো
আমাদের রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেয়ার জন্য।
তা সে দিতে নারাজ হয়েছিলো।
পর্দার আড়াল থেকে যারা ইলিয়াস হোসাইন পিনাকি_ভট্টাচার্য দাদাকে তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করেন তাদের প্রতি ভালোবাসা অবিরাম।
সমন্বয়ক সারজিস আলম।
Right ✅️ right ✅️ right ✅️
পিছনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে পাকিস্তানের সাথে হাত না মিলালে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ রেহাই পাবে না।
This is what u said in 1947 and made pakistan now u are here.
তারপরও আওয়ামী লীগ বলবে পাকিস্তানের ভক্ত বিএনপি পাকিস্তানের আসল ভক্ত কারা এখন দেখুন
কি আর বলব নাটকের ভিতর ডুবে ছিলাম
ধন্যবাদ ভাই সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য
পাকিস্তান প্রকাশ্যে ক্ষমা চাইলে আমরাও ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ ❤
যে পাকিস্তানী তোর মা কাকিমাদের রেপ করলো তাঁদের ক্ষমা করে দিবি
Full Video দেখে কথা বলেন 😅
তারা ভুট্টাকে আসতে দিছিলো
আমাদের রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেয়ার জন্য।
তা সে দিতে নারাজ হয়েছিলো।
শেখ মুজিবুর রহমান
ভালো মানুষ ছিলেন,
ছিলেন জাতীয় গৌরব,
je kina 30 lakh manush marte nirdesh diyeche tar sathei kolakoli koreche🤮🤮🤮 E kemon bongobandhu
Heeda ছিলেন😂
হুম একেবারে ফেরেশতা 😂
ভাই দেশ জাতি মানব প্রেম সোজা কথা না,
ভালো মন্দ মিলিয়ে মানুষ সবার ভিতর স্বার্থের লোভ লালসা আছে
@@hasan9.11Jaroz tui 😅 paki biz
১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে স্বাগত জানানোর পেছনে রাজনৈতিক ও কূটনৈতিক কিছু কারণ ছিল।
1. বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি: ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।
2. আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন: মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশকে আন্তর্জাতিক কূটনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মুসলিম দেশগুলো এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকে আরও সমর্থন পাওয়া সহজ হবে বলে মনে করা হয়েছিল।
3. সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা: ১৯৭১ সালের যুদ্ধের পরে বাংলাদেশে থাকা বিহারিদের নিরাপত্তা এবং পাকিস্তানে থাকা বাংলাদেশিদের সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। ভুট্টোর সফরের মাধ্যমে এই বিষয়গুলো সমাধানের আলোচনা সহজতর হয়।
4. জাতিসংঘে সদস্যপদ পেতে সহায়তা: পাকিস্তানের সমর্থন পেলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ অর্জনে সহজ হবে বলে ধারণা করা হয়।
পটভূমি:
১. বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের অবস্থা:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত তিক্ত ছিল। পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে দেরি করে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছিল।পাকিস্তান প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একঘরে করার চেষ্টা করে।
২. বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়া:
১৯৭১-৭২ সালের মধ্যে বাংলাদেশ বেশ কিছু দেশ থেকে স্বীকৃতি পেলেও, পাকিস্তানের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তানের স্বীকৃতি ছাড়া মুসলিম বিশ্ব ও জাতিসংঘে বাংলাদেশের অবস্থান দৃঢ় করা কঠিন হয়ে পড়ছিল।
পাকিস্তান এবং তাদের মিত্র দেশগুলো জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদের বিরোধিতা করছিল।
ভুট্টোর বাংলাদেশ সফরের কারণ:
১. স্বীকৃতি ও সম্পর্ক পুনঃস্থাপন:
১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন।এই সম্মেলনে পাকিস্তান বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এর ফলেই ভুট্টোকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়।
২. যুদ্ধবন্দী ইস্যু সমাধান:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তান সেনাবাহিনীর ৯৩,০০০ যুদ্ধবন্দী ভারতে আটক ছিল।
ভারত এবং বাংলাদেশের চাপের মুখে ভুট্টো ১৯৭৩ সালে ভারত-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপাক্ষিক চুক্তিতে সম্মত হন, যেখানে যুদ্ধবন্দীদের মুক্তি এবং বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচিত হয়।এই সফরের মাধ্যমে ভুট্টো এই চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
৩. অর্থনৈতিক ও কূটনৈতিক স্থিতিশীলতা:
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল। পাকিস্তানের সঙ্গে কিছু অর্থনৈতিক আলোচনা ও সম্পদ পুনঃপ্রতিস্থাপনের সম্ভাবনা ছিল।পাকিস্তানের স্বীকৃতি পেলে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সহজতর হবে এবং অনেক বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সমর্থন পাওয়া যাবে।
শেখ মুজিবুর রহমানের দৃষ্টিভঙ্গি:
১. ভবিষ্যতের দিকে তাকানো:
শেখ মুজিবুর রহমান ভবিষ্যৎ সম্পর্কের উন্নতি এবং জাতির বৃহত্তর স্বার্থে অতীতের তিক্ততা ভুলে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে ছিলেন।এটি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান মজবুত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে।
২. জাতিসংঘে সদস্যপদ:
পাকিস্তানের সমর্থন পেলে বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ পেতে সক্ষম হয়। ভুট্টোর সফরের মাধ্যমে এই কূটনৈতিক লক্ষ্য অর্জনে সহায়তা হয়।
সফরের প্রতিক্রিয়া:
১. সমর্থন:
অনেকেই এটিকে শেখ মুজিবের একটি কৌশলী কূটনৈতিক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াতে এবং পাকিস্তানের সঙ্গে বৈরিতা কমাতে এটি কার্যকর হয়।
২. সমালোচনা:
বাংলাদেশের অভ্যন্তরে কিছু মহল বিশেষ করে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাপরাধের শিকাররা ভুট্টোর সফরকে ভালোভাবে নেননি।
পরবর্তী প্রভাব:
জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়।শেখ মুজিবুর রহমানের এই সিদ্ধান্ত ছিল একটি দীর্ঘমেয়াদি কূটনৈতিক কৌশল। এতে তাৎক্ষণিক কিছু ফলাফল অর্জিত হলেও, মুক্তিযুদ্ধের ক্ষত তখনও গভীর ছিল। ভুট্টোর সফর ছিল বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ, তবে অভ্যন্তরীণভাবে এটি বিতর্কিত ছিল।
তাই ভালো দিক নিয়েছিল তো রাজাকারের বাচ্চা বলে কেন রে শুয়োরের বাচ্চা
ধন্যবাদ যে আপনি সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিষয়টি
তাইলে বর্তমানে সরকার যদি পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ে তুলে তাহলে আওয়ামী লীগের সমস্যা কি
Then after the Islamic Summit, all Islamic heads of state including Mujib, Bhutto, Shah Faisal were assassinated.
❤
ধন্যবাদ বাংলাভিশনকে সত্য তথ্যগুলোকে পুনরায় প্রচার করার জন্য ।
ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য।
😂 এইবার আওয়ামী লীগ কই গেলো
গর্তে
সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ❤
ভারত যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রূপে একটি হুমকি সৃষ্টি করার চেষ্টা করিতেছে এখানে পুরনো বিবাদ ভুলে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থের কারণে এবং বাংলাদেশের মানুষের কারণে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করা যায় এবং সামরিক সহযোগিতার দেশের মাটিতে প্রযুক্তি নিয়ে তৈরি করা যাইতে পারে পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক করলে লাভবান হব
এতদিন আমরা সঠিক ইতিহাস থেকে বঞ্চিত ছিলাম! সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ!! ইনকিলাব জিন্দাবাদ 🇧🇩✊
সঠিক তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ বাংলা ভিশন ❤
তাহলে তো মুজিব আর ভৃট্ট মিল অনেক আগেই হয়েছে।
আমরা জানতাম না। পাকিস্তান আমাদের বন্ধু।❤❤️
কিসের বন্ধু?? বন্ধুরাষ্ট্র বলে কিছু নাই। কেউ কারো বন্ধু না।
আমরা চাই দুই দেশের মধ্যে ভাল সম্পর্ক হোউক ❤
এইভাবে সঠিক ইতিহাস তুলে ধরবেন আমাদের মাঝে অসংখ্য ধন্যবাদ আপনাদের।
পাকিস্তানকে সর্বপ্রথম ক্ষমা চাইতে হবে তারপর তাদের সাথে সম্পর্কে জড়ানো উচিত বলে আমি মনে করি।
বঙ্গবন্ধু নাকি ভারতের এজেনট। সে নাকি হিন্দু। এসব থিওরি এখন কোথায় গেল 😂😂😂 বাংলাদেশ পারে ও 😂😂
এত দিন কই ছিলো আপনাদের এই সব ভিডিও
আপনার বয়স কত আওয়ামী লীগ সত্য কথা বলার লোক নাই
ধন্যবাদ সাংবাদিক ভাইদের 🌹❤️❤️❤️ এই রকম প্রমান সহ যার যত ভিডিও আছে সব দেখতে চাই।
Bangla Vision Valo news korche
এই নিউজ গুলো আরও আগে দিলে অনেকেই জানতে পারতাম যদিও আমি আজ জানলাম
ধন্যবাদ সাংবাদিক। নতুন নতুন ইতিহাস নিজেই তৈরি করার জন্য।।
বাংলাভিশনের কাছে আমার এবং 18 কোটি মানুষের অনুরোধ যাতে উনারা কমেন্টগুলো জাতির সামনে উল্লেখ করে! একটি বোঝা যাবে যে বাংলাদেশের মানুষ এখনো পাকিস্তানকে অনেক ভালোবাসে এবং তাদের ভুল শুধরাবার সময় এখনই! তাই বলছি বাংলাভিশনের কাছে যাতে উনারা কমেন্টগুলো জাতির সামনে উল্লেখ করে আশা করি উল্লেখ করিবে ইনশাআল্লাহ
কোনো দেশ থেকে সফরে আসেন তাহলে সম্মান তো পাবে। অতিথি হিসেবে।।
আমি আশা করি পাকিস্তান এবার ১৯৭১ সালে যে গণহত্যা চালিয়েছে সেটার দায় স্বীকার করবে এবং কি ক্ষমা চাইবে বাংলাদেশের কাছে,ক্ষমা চেয়ে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ পাকিস্তানে আছে তা দুই দেশের মধ্যে ভাগাভাগি করে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করবে ইনশাআল্লাহ সেই শক্তিতে এশিয়ায় পরাশক্তি হয়ে উঠে বাংলাদেশ পাকিস্তান🎉
সঠিক তথ্য বলে মনে করি
শেখ মুজিব জীবনে একটা ভালো কাজই করছে
হুম মাগি চোদাত গিয়ে চশমা হারিয়ে পেলে আসছে
এসব ঘটনাগুলো আরোও বেশি বেশি করে প্রচার করা উচিত দেশীয় সব টিভি চ্যানেল গুলোতে
আমার মাতৃভূমি রক্ষার জন্য শুধু পাকিস্তান নয় যে কোন দেশের সাথে আমরা সম্পর্ক করতে পারি, একমাত্র,, রেন্ডিয়া,, ছাড়া
সঠিক তথ্য গুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ?
হায় হায় আওয়ামীরা এখন কি বলবে, মুজিব কি তাহলে পাকিস্তানি ছিল😂😂
শেখ মুজিব বাংলার মোনাফেক
সত্য খবর তুলে ধরার জন্য ধন্যবাদ
অনেক বিষয় আজ স্পষ্ট হলো।
ধন্যবাদ সঠিকটা প্রকাশের জন্য।
এত দিন বঙ্গবন্ধুকে খারাপ জানতাম এটা দেখার পর সম্মান আরো বেরে গেল বঙ্গবন্ধু জিন্দাবাদ 🇵🇰🇵🇰
1976 এর কথা ভুলে গেলে?
😂😂😂
@@MyMemories-7 ওটা ভারতের চাল ছিল আর আমেরিকা জাপানে বোমা মেরে এখন তারা বন্ধু হতে পারলে আমরা কেন পারবো না আর এটা আবারও পূর্ব পাকিস্তান হোক আমরা চাই
😂😂😂
Good news
ধন্যবাদ সঠিক তথ্য তুলে ধরার জন্য
এগুলো কোথায় ছিল
যে যাই বলুক শেখ মুজিব না থাকলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না ইতিহাস ঘেটে দেখা হয়েছে আমার
😂😂😂
একটা ইতিহাস বইয়ের নাম বলো তো বেটা
😂😂😂 ভাষণের শেষে বলেছিল জয় পাকিস্তান,ওটা দেখেননি,কেটে দেওয়া হয়েছে
Taile 3 million Martyrs der Sacrifice kichui nh??? 😂🤡
@@AnamulHaqueSakibকে স্বাধীন করতো বলেন?
বাংলাভিশনকে অনেক ধন্যবাদ এই ধরনের খবর প্রচার করার জন্য
Full Video দেখে কথা বলেন 😅
তারা ভুট্টাকে আসতে দিছিলো
আমাদের রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেয়ার জন্য।
তা সে দিতে নারাজ হয়েছিলো।
এরকম তথ্য আরো জানতে চাই
বেনজীর ভুট্টো এসেছিলেন ১৯৯৭ সালের দিকে। শেখ হাসিনার সঙ্গে একান্তে বেনজীর সাক্ষাৎ করেছিলেন গনভবনে
বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ ❤❤❤
ধন্যবাদ বাংলা ভিশন কে ইতিহাস জানলাম।
কেন ক্ষমা চাইবে?
৩ লাখ মানুষ হত্যা করেছে প্রচুর মেয়েকে ধর্ষণ করেছে। অত্যচারের স্টিম রোলার চালিয়েছে। ক্ষমা চেয়েও তো লাভ নেই। তারপরও ক্ষমা চাওয়া উচিত।
শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন
পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠুক ❤️🇵🇰🇧🇩❤️ ক্ষমা চাইতে হবে না
রাজাকার কে?????
Full Video দেখে কথা বলেন 😅
তারা ভুট্টাকে আসতে দিছিলো
আমাদের রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেয়ার জন্য।
তা সে দিতে নারাজ হয়েছিলো।
ধন্যবাদ বাংলা ভিশন
সবচেয়ে বড় কথা সে একটি দেশের প্রধানমন্ত্রী।
হাহ, সেই সম্মানটুকুও তো দেন না
Pak bangla Zindabad
বঙ্গবন্ধু ই আসলেই মহান নেতা ছিলেন কিন্তু তার মেয়ে সেই আদর্শ ধারণ করতে পারে নায়
বাকশাল কে করেছিল ভাই....?
@@SuraiakhandokerSathibakshal orto buju naki challacho
সৈরাচার বাকশালের জনক শেখ মুজিব
টাকা নিয়ে আর কি করবেন, পারমাণবিক বোম নেন😂
সঠিক ইতিহাস তুলে ধরার জন্য বাংলা ভিষণ কে ধন্যবাদ ❤🎉
😂😂 রাজাকার মুজিব 😂😂
অসাধারণ প্রতিবেদন
ক্ষমা চাওয়া না চাওয়া এটা কোন বিষয় না,বন্ধুত্ব পুর্ণ সম্পর্ক চাই বাংলাদেশ-পাকিস্তান এর মধ্যে তা হলেই ইন্ডিয়া আগ্রাসন থেকে রক্ষা পাবে উভয় দেশ।
vai apnar bon thakle boliyen hotela niya dhumadhum lagabo tar por apnar poribarer kace khoma cabo ,,, apnar friend hiseba manben ki?jar haray vai sei bujhe,
শেখ মুজিব বাংলার মোনাফেক@@mammi-o3p
ধন্যবাদ নিউজ টার জন্য