আমি সম্প্রতি এই দোকান থেকে ৩৩ পিস শীতের জামা পাইকারি কিনেছি। তখন দোকানে অনেক কাস্টমার থাকায় সব পণ্য চেক করার সুযোগ পাইনি। পরে বাড়ি ফিরে দেখি, দোকানদার আমাকে ১২ পিস পণ্য কম দিয়েছে। এরপর আমি তাকে ফোন করে অভিযোগ জানাতে চাই, কিন্তু তিনি ফোন ধরেন না এবং মেসেজ দেখেও কোনো উত্তর দেন না। তাকে না পেয়ে আমি সরাসরি তার দোকানে যাই। ঘটনাটি বলার পর তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। আমি তার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে বলি, কিন্তু তিনি তা করতে রাজি হন না এবং স্পষ্ট জানিয়ে দেন যে, ক্যামেরা চেক করবেন না। এরপর তিনি বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে আমাকে বিব্রত করেন। শেষে আমি কোনো সমাধান না পেয়ে চলে আসতে বাধ্য হই।
আমি সম্প্রতি এই দোকান থেকে ৩৩ পিস শীতের জামা পাইকারি কিনেছি। তখন দোকানে অনেক কাস্টমার থাকায় সব পণ্য চেক করার সুযোগ পাইনি। পরে বাড়ি ফিরে দেখি, দোকানদার আমাকে ১২ পিস পণ্য কম দিয়েছে। এরপর আমি তাকে ফোন করে অভিযোগ জানাতে চাই, কিন্তু তিনি ফোন ধরেন না এবং মেসেজ দেখেও কোনো উত্তর দেন না। তাকে না পেয়ে আমি সরাসরি তার দোকানে যাই। ঘটনাটি বলার পর তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। আমি তার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে বলি, কিন্তু তিনি তা করতে রাজি হন না এবং স্পষ্ট জানিয়ে দেন যে, ক্যামেরা চেক করবেন না। এরপর তিনি বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে আমাকে বিব্রত করেন। শেষে আমি কোনো সমাধান না পেয়ে চলে আসতে বাধ্য হই।
এই দোকানদার থেকে আমি ১০০ পিস মাল চট্টগ্রাম এ কুরিয়ার এর মাধ্যমে আনি। আনার পর দেখি আমাকে ৮০ পিস মাল দিয়েছে। ২০ পিস মাল দেয় নাই। কল দিলে কল ধরে না। মেসেজ সিন করেনা। আমার ৫০০০ টাকার মত ক্ষতি করে দিছে
গেঞ্জি কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে
আমি সম্প্রতি এই দোকান থেকে ৩৩ পিস শীতের জামা পাইকারি কিনেছি। তখন দোকানে অনেক কাস্টমার থাকায় সব পণ্য চেক করার সুযোগ পাইনি। পরে বাড়ি ফিরে দেখি, দোকানদার আমাকে ১২ পিস পণ্য কম দিয়েছে। এরপর আমি তাকে ফোন করে অভিযোগ জানাতে চাই, কিন্তু তিনি ফোন ধরেন না এবং মেসেজ দেখেও কোনো উত্তর দেন না।
তাকে না পেয়ে আমি সরাসরি তার দোকানে যাই। ঘটনাটি বলার পর তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। আমি তার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে বলি, কিন্তু তিনি তা করতে রাজি হন না এবং স্পষ্ট জানিয়ে দেন যে, ক্যামেরা চেক করবেন না। এরপর তিনি বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে আমাকে বিব্রত করেন। শেষে আমি কোনো সমাধান না পেয়ে চলে আসতে বাধ্য হই।
ভিডিওতে কি সুন্দর করে কথা বলছে কিন্তু বাস্তবে তার ঠিক উল্টো ছোট কাস্টমারের কোন মূল্যায়ন নেই উনার কাছে।
কয় পিস নিছেন
আমি সম্প্রতি এই দোকান থেকে ৩৩ পিস শীতের জামা পাইকারি কিনেছি। তখন দোকানে অনেক কাস্টমার থাকায় সব পণ্য চেক করার সুযোগ পাইনি। পরে বাড়ি ফিরে দেখি, দোকানদার আমাকে ১২ পিস পণ্য কম দিয়েছে। এরপর আমি তাকে ফোন করে অভিযোগ জানাতে চাই, কিন্তু তিনি ফোন ধরেন না এবং মেসেজ দেখেও কোনো উত্তর দেন না।
তাকে না পেয়ে আমি সরাসরি তার দোকানে যাই। ঘটনাটি বলার পর তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। আমি তার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে বলি, কিন্তু তিনি তা করতে রাজি হন না এবং স্পষ্ট জানিয়ে দেন যে, ক্যামেরা চেক করবেন না। এরপর তিনি বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে আমাকে বিব্রত করেন। শেষে আমি কোনো সমাধান না পেয়ে চলে আসতে বাধ্য হই।
আমি আমি স্টুডেন্ট আমি কি এই টি-শার্টের ব্যবসা করতে পারব ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগবে কিভাবে ব্যবসা করবো একটু হেল্প করবেন
15/20 k
Bhaiar basha kothay? Apnar sathe ki contact korte pari?
@@MohammadNiloyIslamবলেন ভাই
ভাই আমি সেম ব্যবসা করতে চাই আপনার সাথে কি যোগাযোগ করতে পারব?? আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম
এই দোকানদার থেকে আমি ১০০ পিস মাল চট্টগ্রাম এ কুরিয়ার এর মাধ্যমে আনি।
আনার পর দেখি আমাকে ৮০ পিস মাল দিয়েছে।
২০ পিস মাল দেয় নাই।
কল দিলে কল ধরে না।
মেসেজ সিন করেনা।
আমার ৫০০০ টাকার মত ক্ষতি করে দিছে
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আমি চট্টগ্রাম সীতাকুণ্ড জেলা থেকে,
বিসয়টা খুব ভালো লাগসে ভাই,
ধন্যবাদ
Vai ar products golo Alhamdulillah vloi
আমি এক জন ছাত্র আমি আনলাইএ পেজ খুলে কাপরের ব্যবসা করতে চাচ্ছি 🙂
Ambose print e t shirt e ki colour thakbe vai
ভিডিওতে যত ভালো ব্যবহার, আসলে তেমন ব্যবহার থাকে না। প্রডাক্ট বিক্রি করার সময় মধুর কথা বলে পরবর্তীতে এক্সচেঞ্জ করতে গেলে বের হয় আসল রূপ।
আলহামদুলিল্লাহ
আপনার কাছ থেকে কি পাইকারী কিনে নিয়ে আমি পাইকারী বিক্রি করতে পারবো
নিতে চাই কিভাবে নিতে পারি ।।
একই সাইজের ১০ টা নেয়া যাবে?
5 পিস ১০ পিস নেয়া যাবে কি
Ki vabe pabo
এখানে কি খুচরা বিক্রি করা হয়??
Apnar ata kon gayga
ভাই, আমার ১০ হাজার টাকার টি-শারট লাগবে ফুটপাতে বিক্রি করার উপযুক্ত।
ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে
পাচ দশ পিচ নিয়া যাবে
দাম বেশি বলতেছেন।।
১২ পিছ দেওয়া যাবে
👕
ঠিকানা বলেন
দাম অনেক বেশি মনে হচ্ছে
Location
Rangpur
Hi
Price besi
আল্লাহ
10pice nibo
Dam besi boltece
jack and jones t shirt e color othey jai .
দাম বেশি
ঠিকানাটা বলেন ভাই
বাটপার ও 😰
গেঞ্জি কয়েলেটি অন😢 ভালো
আপনাদের কথায় এবং কাজের মিল নাই।
😮sotti naki Vai
কি মীল পান নাই বলুন, অভিজ্ঞতা হবে আমাদের
Apni nichen naki?
ছোট ক্রেতাদেরকে মূল্যায়ন করে না। খুব মুডি। @@bddjshorefvi1484