একজন মহিউদ্দিন ভাইয়ের প্রতিবাদে যদি লাখো মানুষের উপকারে আসে তাহলে এমন প্রতিবাদ গড়ে উঠুক সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে। তবেই দেশ এগিয়ে যাবে দশের উপকার হবে। স্যালুট "মহিউদ্দিন ভাই"
সাব্বাস বাংলাদেশ,জ্বলে পুরে মরে ছাড়খার, তবু মাথা নোয়াবার নয়।,দেরী হলেও একজন প্রতিবাদী মানুষকে দেখলাম,এভাবেই অধিকার আদায় করে নিতে হবে,বাংলার জনগন আপনার সাথে আছে, থাকবে।
অধিকাংশ মানুষ অন্যায় - অনিয়মকে মেনে নেয়ার মাঝেই যুক্তি খোঁজে। স্রোতের প্রতিকূলে গিয়ে আপনি যেভাবে প্রতিবাদ করছেন নিঃসন্দেহে সেটা খুবই প্রশংসনীয়। এ জন্য আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
শুধু রেল ব্যবস্থা না দুর্নীতি ছেয়ে গেছে সারাদেশে। আর তাই আমাদের সবারই সোচ্চার হওয়া উচিত। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আল্লাহ আমাদের এবং আপনার উপর রহমত বর্ষণ করুন।
দেশকে ভালবেসে দেশের মানুষকে ভালবেসে, প্রতিটি শিক্ষার্থী প্রতিবাদী হওয়া উচিৎ। অন্তর থেকে অভিবাদন ও ধন্যবাদ জানাই মহিউদ্দিন রনি ভাইকে। দোয়া ও সমর্থন রইল।
তিনি সম্পূর্ন যৌক্তিক দাবিই তুলে ধরেছেন। বঙ্গবন্ধু বলেছিলেন, " যদি কেউ ন্যায্য কথা বলে সংখ্যায় কম হলেও তার কথা মেনে নিবো।" মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তো বঙ্গবন্ধুর আদর্শেকেই লালন করেন, এবার তার আদর্শের প্রতিফলন ঘটিয়ে প্রমাণ করবেন বলে আশা রাখি।
বাংলাদেশে সবচেয়ে ব্যয়বহুল খাত হলো রেলওয়ে। বাংলাদেশে সবচেয়ে চোরগুলো এই খানে চাকরি করে।মাদারচুদরা সাধারন মানুষের মাঝে টিকিট না বিক্রি না করে মাদারচুদরা ব্লাকে টিকিট বিক্রি করে।আর বেশি দাম দিয়ে আমাদের মতো জনসাধারণের কাছে বিক্রি করে।এই মাদারচুদ দের আগে ছাটাই করতে হবে।আমি মনে করি
1971 Awamilig party and 2022 Awamilig party have day night different !!! Bongo Bondhu loved all Bangladeshi people's, never support criminals, bhumidoshu, dishonest politicians but present Awamilig not bothering about corruption, dishonest politicians, bhumidoshu they lutting/robbing poor people's land, house, money everything but no action taken against criminals !!! Poor people's losing everything in the court, maximum time wealthy criminals released by judges without effective punishment !!! Innocent people's not getting justice from court !!! Bongo Bondhu dreams was golden Bangladesh, poor people's will get proper justice from court.. Bhumidoshu, dishonest politicians lutting/robbing others properties but now everywhere corruption, lutting/robbing but nobody talk nothing against criminals no punishment for crimes !!! We can't compare Bongo Bondhu with others, gold and silver not same !!!
বর্তমান যুগে এরকম মানুষ কোটির মইধ্যে একজন যিনি কিনা এত বড় একটা সেক্টর এর দুর্নীতির বিরুদ্ধে একাই লড়ছেন ওনার প্রতি শ্রদ্ধা সম্মান 2 টাই বেড়ে গেলো. ভাই টির পাশে সবার ই উচিৎ দাঁড়ানো
আমনি যেমন যেতে পারেন নাই, আমিও পারি নাই। আমরা হলাম সুবিধাবাদী দলের। কেউ একজন সাহসী হবে, প্রতিবাদ করবে আর আমরা হাত তালি দিব, এজন্যই গনজাগরন হয় না। আমরা ভুক্তভোগীরা একা একা জাগি! আশে পাশের মানুষরা তামাশা দেখে। তবে এইযে একটা কমেন্ট করে moral support দিলেন এটাও কম নয়, অনেকেতো এটুকুও করে না!
@@asif3196 বাংগালী একাই ১০০ হতে পারে। কিন্তু ১০০ বাংগালী এখন আর ১ হতে পারেনা। অনেক দউরে দেখেছি এদের নিয়ে। কিছুক্ষন পর পিছনে তাকালে একজনকেও খুজে পাওয়া যায়না। তখন লিডারদেরই খেসারত দিতে হয়। আমার জীবনের বহু খতি হয়েছে এই আবাল ভেরার পালদের নিয়ে আগাতে জেয়ে
গত 50 বছর থেকে দেখছি যে দেশে কোনো অন্যায় অবিচার এর ক্ষেত্রে ঢাকা ভার্সিটির শিক্ষকগণ এগিয়ে আসেন। ভাই স্যালুট জানাই আপনার সঙ্গে ঢাকা ভার্সিটির শিক্ষকগণের অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করুন।
এতদিন পর একজন সাহসী প্রতিবাদী মানুষ দেখতে পেলাম খুব ভালো লাগল আপনার আন্দোলন সফল হোক পুরো বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে💗রেলওয়েতে দুর্নীতি টিকেট কালো বাজার এ ভরে গেছে এগুলোর অবসান ঘটার দরকার
৬ দফা সমূহ: ১। টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, হয়রানির ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে; ২। যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে; ৩। অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে, সে সাথে অনলাইন এবং অফলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণ সমান সুযোগ সুবিধা নিশ্চত করতে হবে; ৪। যাত্রী চাহিদার সাথে সংহতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে; ৫। ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ববোধয়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকান্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি করতে হবে; ৬। ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মহিউদ্দিন ভাইয়ের পিছনে যদি ২০০ লোক দাঁড়াত, তাহলে মনে হয় সমস্যাটা দুই দিনে সমাধান হয়ে যেত, কিন্তু আফসোস...!!! আমরা সুবিধা ভোগ করার জন্য সবাই অপেক্ষায় থাকি কিন্তু প্রতিবাদ করার বেলায় কেউ নাই...।
ভাইটির প্রতি পূর্ণ সমর্থন রইলো। এভাবে প্রতিবাদী হওয়া দরকার। সকল অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি। সবাই এভাবে সোচ্চার হলে আমরা খুব তাড়াতাড়ি একটা সোনার বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ্
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বাংলার সাধারন মানুষদের বুঝিয়ে দিলেন, বাংলাদেশের প্রতিটা সেক্টরে সেক্টরে কি পরিমাণ দুর্নীতি চাঁদাবাজি হচ্ছে সেটা এখনো সাধারন মানুষ বুঝতে পারবে,আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইল সাবধানে থাকবেন আল্লাহ ভরসা
আমরা এই ভাইয়ের অবস্হান সমর্থন করলাম …আমাদের সবার উচিত তাকে উৎসাহ দেয়া ও ঢাকা ভার্সিটির সকল ছাত্র/ছাত্রীরা তাহার জন্য নীতিগত আন্দোলন ও মানববন্দন সহ সর্বোচ্চ সহযোগিতা করা …
বাংলাদেশের মানুষের বিশ্বাসই বাংলাদেশের উন্নতিতে বড় বাঁধা। কারণ তাঁরা বিশ্বাস করে এই দেশের কোন পরিবর্তন হবে না। কিন্তু এই ভাইটি বিশ্বাস করে পরিবর্তন অবশ্যই সম্ভব সেই জন্যই তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তাঁর মত এভাবে সবাই রুখে দাঁড়ালে দেশ অনেকটাই পরিবর্তন হয়ে যেতো।
৮ দিন হয়ে গেলে, কিন্তু ওনার পাশে তেমন কোনো মানুষের উপস্থিত দেখতে পেলাম না। আমরা সবাই সমস্যার সমাধান চাই কিন্তু সেটার বেপারে কোনো পদক্ষেপই নি না। এটা খুবই দুঃখজনক, এটা মনে রাখা উচিত ওনার দাবি আদায় হলে শুধু উনি একা উপকৃত হবে না আমরা সবাই উপকৃত হবো
উত্তর বঙ্গের ট্রেনের বেহাল দশা তুলে ধরে তার প্রতিবাদ জানানোর জন্যে ধন্যবাদ ভাই,, আপনার মতো মানুষ আছে বলেই তরুন সমাজ আজও অনুপ্রেরণা পায় প্রতিবাদ করার, 💜
রনি ভাই, বিচার হবে। আপনার মত জ্ঞানী গুনী বিবেকবান মানুষ যখন এভাবে প্রতিবাদের আওয়াজে গলা ফাটাবেন, অবশ্যই তাদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়ার পর তারা দেখার সামর্থ্য লাভ করবেন এবং বিচার করবেন। ঢাকায় থাকলে আমিও আপনার পাশে এসে দাঁড়িয়ে থাকতাম যতদিন এই বিচার না হয়। দোয়া করি ভাই আপনার এ বিপ্লব সফল হোক।
আমাদের সবার উচিত ভাইটির পাশে দাড়ানো। একসাথে প্রতিবাদে সামিল হয়ে এই সমস্যাগুলো দূর করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। কারণ প্রত্যেকটি অন্যায়ের একটা শেষ থাকে। আশা করি বাংলাদেশ রেলওয়ের এই দুর্নীতির অবসান এবার ঘটবে।
শুধু রেল সেক্টর না বেশিরভাগ সরকারী সেক্টরে দিনেদুপুরে লুটপাট চলছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে। প্রতিবাদী ভাইকে স্যালুট জানাই।যারা পারেন ভাইকে সাহায্য করার চেষ্টা করুন। আমি কাছে থাকলে আন্দোলনে অংশ নিতাম।
ভাইয়ের কথাগুলো শুনে,সাহস দেখে খুব ভালো লাগল। যেসব মানুষেরা ভোগান্তির শিকার, প্রতিবাদ করতে চায় অথচ ভয়ে প্রতিবাদ করতে পারেনা,চুপ থাকে,,,তাদের উচিত এই ভাইটির পাশে দাঁড়ানো,একসাথে প্রতিবাদ করা
সকল কিছু একজনের মাধ্যমেই শুরু হয়ে তারপরে গন আন্দোলনে রুপ নেয় তাই ওনাকে কোনো ভাবেই নিরুৎসাহিত করা উচিত না। আজ ওনি থেমে গেলে দেশের ন্যায়পরায়ন মানুষের পরাজয় হবে তাই সবার উচিত ওনাকে সমর্থন করা। এবং ওনার সাথে এক কাতারে দাড়ানো। সব কিছুই করতে হবে দেশ ও জনগনের জন্যে।
এখনও কি মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন না এসব দুর্নীতি? তিনি চাইলে তো এক নিমিষে এসব পশু দের অবসান ঘটাতে পারেন। মহিউদ্দিন ভাই আল্লাহ্ অবশ্যই সাহায্য করবেন আপনাকে ইনশাআল্লাহ।
এই ভুক্তভোগী ভাইয়ের দাবি মানতে হবে। এই ভাই একা ভুক্তভোগী না। আমার দেশের প্রত্যেক সাধারন জনগন ভুক্তভোগী। বাংলাদেশ রেলওয়ের দুর্নীতি দমন করতে হবে। স্যালুট ভাই ❤️❤️ দুর্নীতির বিরুদ্ধে রুখে দারানোর জন্য
শুধু রেলে নয় সরকারি সব সেক্টরে জনগনের হয়রানীর অপর নাম বাংলাদেশ, জনগনের জেগে উঠার সময় হয়েছে।আসুন সবাই এইভাবে প্রতিরোধ করি।যেখানে হয়রানি সেখানেই প্রতিরোধ করুন।ভাইটিকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই আপনার কথায় মনে শান্তি পাচ্ছি। দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালবেসে এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং যারা এরকম পদক্ষেপ গ্রহণ করে তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত।
অন্যায়ের পক্ষে প্রতিবাদ করা, আমাদের সকলের দায়িত্ব। আর বাংলার এই সাহসী মায়ের সন্তান কে সম্মান জানাই। আর মনে হচ্ছে এই সাহসী বীর সন্তান এর কাছে যেয়ে দুচোখ ভরে বীরটা কে দেখি।
ভাই তুমি যেভাবে একাই যুদ্ধ করে যাচ্ছো তা আসলেই বলার মতো নয়। আমাদের পুরো যুবসমাজ যদি এভাবে জেগে উঠতো তাহলে যে কোন সমস্যা অনেক তাড়াতাড়ি সমাধান হয়ে যেত। স্যালুট জানাই তোমাকে...
তার সাথে আরো ১০০০ প্রতিবাদি মানুষ থাকলে সঠিক বিচার পাওয়া যেতো । আশেপাশে যত প্রতিবাদী ভাই এবং বোনেরা আছেন তারা এই মহিউদ্দিন ভাইয়ের সাথে একত্র হয়ে প্রতিবাদটা শক্তি শালী হিসেবে গড়ে তুলুন ।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দেশের বর্তমান মুক্তিচেতনার অদম্য সৈনিক, আপনার মাধ্যমে সবার দাবি সফল হউক। জয় বাংলার অদম্য সৈনিক এগিয়ে যাও নির্ভবয়ে বর্বরতা ও নিপীড়নের বিরুদ্ধে........ ….
সহজ ডটকম কে টিকেট সিস্টেম থেকে বাদ দিতে হবে, টিকেট কালোবাজারি বন্ধ করতে হবে । ছেলেটার সাথে সহমত, তার সাথে সবার সংগ দিতে হবে। সমস্যা তার একার নয়, সারা বাংলাদেশের মানুষের সমস্যা । তাই এটার বিরুদ্ধে সবারই জোর দাবি করা দরকার ।
ভাই আপনাকে অন্তর থেকে স্যালুট জানাই।প্রতিটা মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত তাহলে দেশটা সুন্দর হতো।আপনার মত বীর সন্তান এখন আমাদের অনেক দরকার।
মাশাআল্লাহ মহিউদ্দিন রনি ভাই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তায়ালা তুমি ভায়ের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিন আমিন শুধু রেলস্টেশনের দূর্নীতি বন্ধ করলে চলবে না বাংলাদেশের প্রতি টি সরকারি কর্ম সেক্টরে দূর্নীতি বন্ধ করতে হবে এটা আমাদের ২০ কোটি মানুষের দাবী
Don't give up them. এই ছেলেটির পার্শ্বে সমস্ত সচেতন মানুষের দাঁড়ানো উচিত। এটা কারো একার লড়াই নয়। এটি সৎ মানুষ বনাম দূর্নীতিবাজ দের লড়াই। যাঁরা আইনের শাসন কে বিজয়ী করতে চান তারা উনার পাশে থাকুন।
সশ্রদ্ধ অভিবাদন আপনাকে। এখনো রক্ত মাংসের মানুষেরা ন্যায়ের জন্য প্রতিবাদ করতে পারে জেনে একজন সাধারণ মানুষ হিসেবে গর্ব হচ্ছে। দেশটা লাখো জানোয়ারে ভরে গেছে- এসব জানোয়ারদের প্রতিহত করতে একজন মানুষের মতো মানুষই যথেষ্ট। হয়তো আপনিই সেই মানুষদের একজন- সমগ্র বাংলাদেশ যাদের দিকে তাকিয়ে ভরসা পায়। আপনাকে আন্তরিক ধন্যবাদ ও সশ্রদ্ধ অভিবাদন জানাই।
ভাই আপনার এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। আমরা কোন দেশে বাস করি এটাই ভাবি । কোন জায়গায় দূর্নীতি নেই এই দেশে। আজকের এই দিন দেখার জন্য এিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে।
সবাই ভাইটির দিকে এগিয়ে আসুন,প্রতিবাদ না করলে দেশের শুয়ারের বাচ্চারা সব খেয়ে শেষ করে দিবে,শুয়ারের বাচ্চাদের দেশ থেকে বের করে দিয়ে দেশ কে সুখে সান্তুতে রাখার জন্য সবাই ভাইটির সাথে এক যোগে এগিয়ে আসুন
একটা মানুষ কতোটা কষ্ট পেলে এমন প্রতিবাদ করতে পারে।এই ভাইটির পাশে আমাদের দাঁড়ানো উচিত।
ً সহ মত
ঠিক
Right Amin Amin Amin
ঠিক বলেছেন
রাইট
একজন মহিউদ্দিন ভাইয়ের প্রতিবাদে যদি লাখো মানুষের উপকারে আসে তাহলে এমন প্রতিবাদ গড়ে উঠুক সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে। তবেই দেশ এগিয়ে যাবে দশের উপকার হবে। স্যালুট "মহিউদ্দিন ভাই"
Joto khon porjonnto ( Station master islam birodhi kotha bolachen ei mormay )prochar nah korben totokhon public apna k support kor bey nah.
ঠিক
সবাই তার সাথে রাস্তায় আসা দরকার।
এই ভাইয়া টার সবগুলো কথা সঠিক বলেছেন,,
একমত
সাব্বাস বাংলাদেশ,জ্বলে পুরে মরে ছাড়খার, তবু মাথা নোয়াবার নয়।,দেরী হলেও একজন প্রতিবাদী মানুষকে দেখলাম,এভাবেই অধিকার আদায় করে নিতে হবে,বাংলার জনগন আপনার সাথে আছে, থাকবে।
Koy din thakbe boro jor koyek ghonta ta por sob vule gule sesh.
Sobai comment box a thakbe.
Greate coments
@RS Rifat Khan hoy tor darling re jonno pagol hichi
সবাই এক যোগে এই ভাইর পাশে দাড়ানো উচিত, ধন্যবাদ এই ভাই কে
জেগে ওঠার এটাই সময়, জেগে ওঠো বাংলাদেশ
জেগে ওঠো সত্য সন্ধানী তরুণেরা
সচেতন নাগরিক, দূর্নীতি মুক্ত দেশ, গড়বো মোরা সোনার বাংলাদেশ
অধিকাংশ মানুষ অন্যায় - অনিয়মকে মেনে নেয়ার মাঝেই যুক্তি খোঁজে। স্রোতের প্রতিকূলে গিয়ে আপনি যেভাবে প্রতিবাদ করছেন নিঃসন্দেহে সেটা খুবই প্রশংসনীয়। এ জন্য আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
ভাইকে সালাম
ধন্যবাদ ভাই
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো, আমার ছোট মিউজিক পরিবারে এসো সবাই🇧🇩❤️🇧🇩🇧🇩🌐👌💕💕
ওনার দাবি গুলো একদম যৌক্তিক, অন্তত কেউ একজন নিজের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করেছে আমাদের সকলের ওনার পাশে থেকে সহযোগিতা করা উচিত
Good
আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি। আমার বয়স ৭০+ তোমার এই রেল দূর্নীতির প্রতিবাদ আন্দোলন পদ্ধতি আমারমনে খুব দাগ কেটেছে। তুমি সফল হবেই। শুভেচ্ছা রইল।
এভাবেই প্রতিবাদী হয়ে উঠতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য......মানুষ কতটা ভুক্তভোগী হলে এমন সিদ্ধান্ত নিতে পারে।
তোমরা শুধু কমেন্ট করে যাও
@@worldsfunnyvideo3090 সাথে আপনারও সামিল হওয়ার জন্য অভিনন্দন ❤️
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😱
এখানে না বলে একদিন পারলে গিয়ে পাশে দাড়ান।
@@MdEbrahim-fz9ub দেশে থাকলে অবশ্যই দাড়াতাম। কিন্তু এখন অনলাইনে সাপোর্ট করা ছাড়াতো অন্য উপায় নেই।
সাবাস মহিউদ্দিন ভাই,লাখো মানুষের হয়ে একাই প্রতিবাদ করার জন্য,
তুমি জাওনা কেনো ভাই, আমি দেশে থাকলে যেতাম
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো, আমার ছোট মিউজিক পরিবারে এসো সবাই🇧🇩❤️🇧🇩🇧🇩🌐👌💕💕জ
এমন প্রতিবাদী মানুষ আছে বলেই এই দেশটাকে এত ভালো লাগে।
কোন দেশ থেকে আসছেন ভাই?
সেলুট ভাই ❤️❤️
এই দাবি শুধু আপনার একার নায় আমাদের সবার, আশাকরি আমাদের মমতা ময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গুরুত্বপূর্ণ দাবী গুলো পূর্ণ করবে
@@rehanaparvin7430)
@@mahamudaakter2631 উনি বাংলাদেশের নাগরিক,,
শুধু রেল ব্যবস্থা না দুর্নীতি ছেয়ে গেছে সারাদেশে। আর তাই আমাদের সবারই সোচ্চার হওয়া উচিত। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আল্লাহ আমাদের এবং আপনার উপর রহমত বর্ষণ করুন।
দেশকে ভালবেসে দেশের মানুষকে ভালবেসে, প্রতিটি শিক্ষার্থী প্রতিবাদী হওয়া উচিৎ। অন্তর থেকে অভিবাদন ও ধন্যবাদ জানাই মহিউদ্দিন রনি ভাইকে। দোয়া ও সমর্থন রইল।
তিনি সম্পূর্ন যৌক্তিক দাবিই তুলে ধরেছেন। বঙ্গবন্ধু বলেছিলেন, " যদি কেউ ন্যায্য কথা বলে সংখ্যায় কম হলেও তার কথা মেনে নিবো।" মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তো বঙ্গবন্ধুর আদর্শেকেই লালন করেন, এবার তার আদর্শের প্রতিফলন ঘটিয়ে প্রমাণ করবেন বলে আশা রাখি।
বাংলাদেশে সবচেয়ে ব্যয়বহুল খাত হলো রেলওয়ে। বাংলাদেশে সবচেয়ে চোরগুলো এই খানে চাকরি করে।মাদারচুদরা সাধারন মানুষের মাঝে টিকিট না বিক্রি না করে মাদারচুদরা ব্লাকে টিকিট বিক্রি করে।আর বেশি দাম দিয়ে আমাদের মতো জনসাধারণের কাছে বিক্রি করে।এই মাদারচুদ দের আগে ছাটাই করতে হবে।আমি মনে করি
Uni lav chara pase daraben kina deka jak.....
এগুলা keno jayna unar kane?
Oi gulato tike tar kane jay
বল্টু আর তার মাইয়া এই দুই মাদারবোর্ড ই সবচেয়ে বড় চোর ।। বালের আদর্শ বল্টুর
1971 Awamilig party and 2022 Awamilig party have day night different !!! Bongo Bondhu loved all Bangladeshi people's, never support criminals, bhumidoshu, dishonest politicians but present Awamilig not bothering about corruption, dishonest politicians, bhumidoshu they lutting/robbing poor people's land, house, money everything but no action taken against criminals !!! Poor people's losing everything in the court, maximum time wealthy criminals released by judges without effective punishment !!! Innocent people's not getting justice from court !!! Bongo Bondhu dreams was golden Bangladesh, poor people's will get proper justice from court.. Bhumidoshu, dishonest politicians lutting/robbing others properties but now everywhere corruption, lutting/robbing but nobody talk nothing against criminals no punishment for crimes !!! We can't compare Bongo Bondhu with others, gold and silver not same !!!
একমত
বর্তমান যুগে এরকম মানুষ কোটির মইধ্যে একজন যিনি কিনা এত বড় একটা সেক্টর এর দুর্নীতির বিরুদ্ধে একাই লড়ছেন ওনার প্রতি শ্রদ্ধা সম্মান 2 টাই বেড়ে গেলো. ভাই টির পাশে সবার ই উচিৎ দাঁড়ানো
আপনি কখন যাবেন?
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜ভাইই
আমনি যেমন যেতে পারেন নাই, আমিও পারি নাই। আমরা হলাম সুবিধাবাদী দলের। কেউ একজন সাহসী হবে, প্রতিবাদ করবে আর আমরা হাত তালি দিব, এজন্যই গনজাগরন হয় না। আমরা ভুক্তভোগীরা একা একা জাগি! আশে পাশের মানুষরা তামাশা দেখে। তবে এইযে একটা কমেন্ট করে moral support দিলেন এটাও কম নয়, অনেকেতো এটুকুও করে না!
@@asif3196 বাংগালী একাই ১০০ হতে পারে। কিন্তু ১০০ বাংগালী এখন আর ১ হতে পারেনা। অনেক দউরে দেখেছি এদের নিয়ে। কিছুক্ষন পর পিছনে তাকালে একজনকেও খুজে পাওয়া যায়না। তখন লিডারদেরই খেসারত দিতে হয়। আমার জীবনের বহু খতি হয়েছে এই আবাল ভেরার পালদের নিয়ে আগাতে জেয়ে
Salute bhai..we are always with you...inshaallah sob sombob...akdin sob poribortan hobe..bhalo manush,bhalo desh,sorgobhumi, Bangladesh... Joy Bangla
গত 50 বছর থেকে দেখছি যে দেশে কোনো অন্যায় অবিচার এর ক্ষেত্রে ঢাকা ভার্সিটির শিক্ষকগণ এগিয়ে আসেন। ভাই স্যালুট জানাই আপনার সঙ্গে ঢাকা ভার্সিটির শিক্ষকগণের অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করুন।
কোন শিক্ষক আসবে বলে মনে হয় না ; সবাই দূর থেকে অনলাইনে তামাশা দেখছে ; স্বার্থপর সব নিজেদের আখের গোছানোয় ব্যস্ত
এতদিন পর একজন সাহসী প্রতিবাদী মানুষ দেখতে পেলাম খুব ভালো লাগল আপনার আন্দোলন সফল হোক পুরো বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে💗রেলওয়েতে দুর্নীতি টিকেট কালো বাজার এ ভরে গেছে এগুলোর অবসান ঘটার দরকার
পাশে নেই তবে youtube ফেসবুকে আছে
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜u
@@মোঃমঞ্জুরুলইসলাম-ভ৬ষ যেখানেই থাকেন পাশে থাকেন তাহলেই হবে 🤝
@@BristyySarkhel oml Vu h
৬ দফা সমূহ:
১। টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, হয়রানির ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে;
২। যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে;
৩। অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে, সে সাথে অনলাইন এবং অফলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণ সমান সুযোগ সুবিধা নিশ্চত করতে হবে;
৪। যাত্রী চাহিদার সাথে সংহতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে;
৫। ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ববোধয়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকান্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি করতে হবে;
৬। ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬ দফার বাস্তবায়নের জন্য দোয়া রইল।
টিটি দের বডি অন ক্যমেরা দিতে হবে।
Good task
৬ দফার সাথে একমত।
I am with you as u r in right track. Your patriotism made us taking lesson from you. Justice will win.
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
মহিউদ্দিন ভাইয়ের পিছনে যদি ২০০ লোক দাঁড়াত, তাহলে মনে হয় সমস্যাটা দুই দিনে সমাধান হয়ে যেত, কিন্তু আফসোস...!!! আমরা সুবিধা ভোগ করার জন্য সবাই অপেক্ষায় থাকি কিন্তু প্রতিবাদ করার বেলায় কেউ নাই...।
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো, আমার ছোট মিউজিক পরিবারে এসো সবাই🇧🇩❤️🇧🇩🇧🇩🌐👌💕💕এএ
@@BristyySarkhel hi Apu ami tomar pashe achi
@@mdhosainahmadmdhosainahmad8532 ধন্যবাদ ভাই
@@BristyySarkhel apu tomar nambar ta daw plzzzz kotha bolbo,,tomi onek valo tai
200 ken 2 lakh daraleo Bangladesh er pblm solve hobe. Because it's Bangladesh....
ভাইটির প্রতি পূর্ণ সমর্থন রইলো। এভাবে প্রতিবাদী হওয়া দরকার। সকল অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি। সবাই এভাবে সোচ্চার হলে আমরা খুব তাড়াতাড়ি একটা সোনার বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ্
একমত
এক মত বাট সবাই সচ্চার হবে না।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বাংলার সাধারন মানুষদের বুঝিয়ে দিলেন, বাংলাদেশের প্রতিটা সেক্টরে সেক্টরে কি পরিমাণ দুর্নীতি চাঁদাবাজি হচ্ছে সেটা এখনো সাধারন মানুষ বুঝতে পারবে,আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইল সাবধানে থাকবেন আল্লাহ ভরসা
হে যুবক তুমি এগিয়ে যাও, তোমার তারুণ্য তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। আল্লাহ তোমার সহায় হবে। তুমি সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছো সবার স্বার্থ উদ্ধার করতে চেয়েছো তোমাকে হাজার সালাম
সাবাস সংগ্রামী নেতা, এগিয়ে যাও, আপনাকেই খুজছে বাংলাদেশ এবং বাংলার জনগন।সাবাস সাবাস, আপনি দেশের এবং আপনার পিতা-মাতার গর্ব
আমরা এই ভাইয়ের অবস্হান সমর্থন করলাম …আমাদের সবার উচিত তাকে উৎসাহ দেয়া ও ঢাকা ভার্সিটির সকল ছাত্র/ছাত্রীরা তাহার জন্য নীতিগত আন্দোলন ও মানববন্দন সহ সর্বোচ্চ সহযোগিতা করা …
এইভাবে প্রতিবাদ গড়ে তুললে দেশটাকে পূণরায় স্বাধীন করা সম্ভব। হে বাংলার লোক সকল, সময় থাকতে প্রতিবাদ গড়ে তুলো। অন্যতায় অচীরেই খারাপ দিন চলে আসছে।
ছেলেটার প্রতিবাদের বারোটা বাজাচ্ছেন।
বাংলাদেশের মানুষের বিশ্বাসই বাংলাদেশের উন্নতিতে বড় বাঁধা। কারণ তাঁরা বিশ্বাস করে এই দেশের কোন পরিবর্তন হবে না। কিন্তু এই ভাইটি বিশ্বাস করে পরিবর্তন অবশ্যই সম্ভব সেই জন্যই তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তাঁর মত এভাবে সবাই রুখে দাঁড়ালে দেশ অনেকটাই পরিবর্তন হয়ে যেতো।
Jara mone kore hobe na. Tara jane tara sikkito kintu gous khoor, durnitibaj. Nize poribotton hote parbe na. A jonnu desh o poribotton hobe na. Amra nize jaiga theke sot hote hobe. Tahole sob poribotton hobe... inshallah
অবশ্যই তাই
বালের পরিবর্তন হবে
শুভকামনা ভাইয়ের জন্য, আমাদের সকলের উচিত এই আন্দোলনে যোগদান করে এ আন্দোলনকে আরো বেগবান করা, দুর্নীতির হাতকে ভেঙে দেওয়া।
নিঃসন্দেহে প্রশংসনীয় ভাই। কিন্তু বাস্তবতা হলো আপনি জীবিত থাকতে হয়ত এই সমস্যার সমাধান পাবেন না।
চেষ্টা না করলে হবে কিভাবে।
আর চেষ্টা কারিকে উৎসাহিত করুন।
যদিও জানি না এতে আপনার উপার্জন বিঘ্নিত হবে না তো?
@@mahamudaakter2631 system ek tai boltey hobey Station master Islam birodhi kotha bolachee taho leii Public support
আজ মহিউদ্দিন ভাই করেছে কাল আমরা করবো, দূর্নতি না বলি
@@malaykumar8963 apni ki emn kaj ageo koresen nki
E dhoroner nongra buddhi diye berassen
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
সত্যি দুঃখজনক বিষয়, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমি আজ জঘন্য ও নিকৃষ্ট লোকদের অভয়ারণ্য।
ভিডিও দেখার মাঝখানে চোখের পানি ধরে রাখতে পারলাম না.!🌸 মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসলো "আল্লাহু আকবার"😊
স্যালুট আপনাকে মহিউদ্দিন রনী ভাইয়া-|🖤
এই দাবির প্রতি সমর্থন জানাই, সত্যি টিকেটের দাম যখন তখন বাড়িয়ে জনগণের প্রতি যে অবিচার করা হয় তার প্রতিবাদ জানাই।এই ভাইকে লাখো সালাম।
৮ দিন হয়ে গেলে, কিন্তু ওনার পাশে তেমন কোনো মানুষের উপস্থিত দেখতে পেলাম না। আমরা সবাই সমস্যার সমাধান চাই কিন্তু সেটার বেপারে কোনো পদক্ষেপই নি না। এটা খুবই দুঃখজনক, এটা মনে রাখা উচিত ওনার দাবি আদায় হলে শুধু উনি একা উপকৃত হবে না আমরা সবাই উপকৃত হবো
Comment likhe ba porey sesh bastobe keu nai.... Aita Bangladesh ar kichu bollam na.
উত্তর বঙ্গের ট্রেনের বেহাল দশা তুলে ধরে তার প্রতিবাদ জানানোর জন্যে ধন্যবাদ ভাই,, আপনার মতো মানুষ আছে বলেই তরুন সমাজ আজও অনুপ্রেরণা পায় প্রতিবাদ করার, 💜
শুধু উত্তরবঙ্গ নয়, শুধু রেল নয়, সমগ্র বাংলাদেশে দূর্নীতি নামক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে! এর ধেকে মুক্তির জন্য বহু সংগ্রাম ত্যাগ করতে হবে জাতিকে!
ও সর কারের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এগুলো করতেছে,,,
স্যালুট ভাইয়া।
আশা করি দ্রুতই সরকার বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।এবং এর সাথে জারিত লোকদের আইনের আওতায় নিয়ে আসবেন।
Fb te share koren. . Ta hole uni support paben
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜🗣️
@@BristyySarkhel আপু এগিয়ে যাও
সেল্যুট ভাই।এমন প্রতিবাদী সত্ত্বা আমার অন্তরেও ঘুমিয়ে আছে।আপনার এ সাহসীকতা ও প্রতিবাদী মনোভাব দেখে সত্যিই আমরা গর্বিত।জয় বাংলা
প্রশংসনীয় 🙏🙏 বাংলাদেশের সাধারণ মানুষ আপনার সাথে আছে💗💗💗
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
কঠিন মেরুদন্ড এই ভাইটির .... ❤️
আল্লাহ এই ভাই টিকে হেফাজত করুন ❤️
কতটুক দেশ প্রেম থাকলে মানুষ এভাবে প্রতিবাদ করতে পারে দোয়া করি মহিউদ্দিন ভাইয়ের জন্য ওনার সফলতা দেশের সবার জন্য
রনি ভাই, বিচার হবে। আপনার মত জ্ঞানী গুনী বিবেকবান মানুষ যখন এভাবে প্রতিবাদের আওয়াজে গলা ফাটাবেন, অবশ্যই তাদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়ার পর তারা দেখার সামর্থ্য লাভ করবেন এবং বিচার করবেন। ঢাকায় থাকলে আমিও আপনার পাশে এসে দাঁড়িয়ে থাকতাম যতদিন এই বিচার না হয়। দোয়া করি ভাই আপনার এ বিপ্লব সফল হোক।
আমি '৭১ এর মুক্তিযোদ্ধা দেখিনি। আমি তোমাকে দেখেছি ছোট ভাই। তুমি সরবেনা সেই জায়গা থেকে। বাংলার ভুক্তভোগী জনগণ তোমার পাশে আছে।
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
Seta ki vai youtube e comment e????
Parle unar pase goya andolon e sorik hon.
আমাদের সবার উচিত ভাইটির পাশে দাড়ানো। একসাথে প্রতিবাদে সামিল হয়ে এই সমস্যাগুলো দূর করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। কারণ প্রত্যেকটি অন্যায়ের একটা শেষ থাকে। আশা করি বাংলাদেশ রেলওয়ের এই দুর্নীতির অবসান এবার ঘটবে।
চাপা মেরে দিয়েছেন কি শুধু কতজন লোক লাইক করে সেটা দেখার জন্য। নিজে কেনো যোগ দিচ্ছেন না তার সংগে।
অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান প্রশংসনীয়। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো প্রিয় শিক্ষার্থীদের জন্য।
শুধু রেল সেক্টর না বেশিরভাগ সরকারী সেক্টরে দিনেদুপুরে লুটপাট চলছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে। প্রতিবাদী ভাইকে স্যালুট জানাই।যারা পারেন ভাইকে সাহায্য করার চেষ্টা করুন। আমি কাছে থাকলে আন্দোলনে অংশ নিতাম।
ভাইয়ের কথাগুলো শুনে,সাহস দেখে খুব ভালো লাগল। যেসব মানুষেরা ভোগান্তির শিকার, প্রতিবাদ করতে চায় অথচ ভয়ে প্রতিবাদ করতে পারেনা,চুপ থাকে,,,তাদের উচিত এই ভাইটির পাশে দাঁড়ানো,একসাথে প্রতিবাদ করা
এইটা একটি নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভাইয়ের সাহসী কথ্য ভাষায় আমার সাথে একমত
একমত
বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই ভাইটির পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি
আমি এই শিক্ষার্থীর কাজকে সমর্থন করছি এটাই স্বাভাবিক বাংলাদেশের সকল নাগরিকের অধিকারের জন্য আমি হাঁ বলছি।
সকল কিছু একজনের মাধ্যমেই শুরু হয়ে তারপরে গন আন্দোলনে রুপ নেয় তাই ওনাকে কোনো ভাবেই নিরুৎসাহিত করা উচিত না। আজ ওনি থেমে গেলে দেশের ন্যায়পরায়ন মানুষের পরাজয় হবে তাই সবার উচিত ওনাকে সমর্থন করা। এবং ওনার সাথে এক কাতারে দাড়ানো। সব কিছুই করতে হবে দেশ ও জনগনের জন্যে।
একমত
Apni kobe unar sate giya andolon e sorik Hoben vai???? Naki RUclips e comment ei apnar Andolon simaboddo
সত্যের পাশে মানুষ দাঁড়াতে ভয় পায় কিন্তু ভাইটি দাঁড়িয়েছে ইনশাআল্লাহ আপনি বিজয় লাভ করবেন আসুন আমরা সবাই ভাইটির পাশে দাড়াই
আপনি নিজে গেসিলেন?
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
@@monbilashi1278 hmm
সাবাস ভাই,
এই ভাইটির কাছ থেকে আমাদের শিখা উচিৎ এবং আমরা উনার পাশে দাড়ানো উচিৎ ❤️❤️❤️❤️❤️
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
এখনও কি মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন না এসব দুর্নীতি? তিনি চাইলে তো এক নিমিষে এসব পশু দের অবসান ঘটাতে পারেন। মহিউদ্দিন ভাই আল্লাহ্ অবশ্যই সাহায্য করবেন আপনাকে ইনশাআল্লাহ।
দেখবে কেমনে ভাই পতিতা নারীদেরতো চোখ নাই।
এই ভুক্তভোগী ভাইয়ের দাবি মানতে হবে।
এই ভাই একা ভুক্তভোগী না।
আমার দেশের প্রত্যেক সাধারন জনগন ভুক্তভোগী।
বাংলাদেশ রেলওয়ের দুর্নীতি দমন করতে হবে।
স্যালুট ভাই ❤️❤️ দুর্নীতির বিরুদ্ধে রুখে দারানোর জন্য
শুধু রেলে নয় সরকারি সব সেক্টরে জনগনের হয়রানীর অপর নাম বাংলাদেশ, জনগনের জেগে উঠার সময় হয়েছে।আসুন সবাই এইভাবে প্রতিরোধ করি।যেখানে হয়রানি সেখানেই প্রতিরোধ করুন।ভাইটিকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই আপনার কথায় মনে শান্তি পাচ্ছি।
দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালবেসে এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং যারা এরকম পদক্ষেপ গ্রহণ করে তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত।
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
এভাবে জেগে উঠতে হবে, একদিন এ দেশ থেকে অনিয়ম দৌড়ে পালাবে। ধন্যবাদ স্বাধীনতা স্বপক্ষের ভাইকে।
Alhamdulilah , brother I support u and your protest. May Allah SWT keep you safe and well always Aameen 🤲
এমন সুন্দর একটা প্রতিবাদে তার পাশে কেউ নেই, হায়রে বাংলাদেশের মানুষ ধিক্কার জানাই !
অন্যায়ের পক্ষে প্রতিবাদ করা, আমাদের সকলের দায়িত্ব। আর বাংলার এই সাহসী মায়ের সন্তান কে সম্মান জানাই। আর মনে হচ্ছে এই সাহসী বীর সন্তান এর কাছে যেয়ে দুচোখ ভরে বীরটা কে দেখি।
সাব্বাস ভাই ❤️
কিছুদিন আগে দেখলেন না রেলমন্ত্রীর আত্মীয় কি করলো?
এই রেলমন্ত্রী পরিবর্তন করা দরকার
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
বাংলাদেশের প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়ানো উচিত, আপনার সাহসিকতার প্রশংসা করছি।
ভাই তুমি যেভাবে একাই যুদ্ধ করে যাচ্ছো তা আসলেই বলার মতো নয়। আমাদের পুরো যুবসমাজ যদি এভাবে জেগে উঠতো তাহলে যে কোন সমস্যা অনেক তাড়াতাড়ি সমাধান হয়ে যেত। স্যালুট জানাই তোমাকে...
ভাই এগিয়ে যান আমরা জনগণ আছি আপনার সাথে।।।
pashe jea daran amio jabo 🇧🇩
Bhy apnar pasha ase
আগে যান উনার পাশে কমলাপুরে
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
তার সাথে আরো ১০০০ প্রতিবাদি মানুষ থাকলে সঠিক বিচার পাওয়া যেতো । আশেপাশে যত প্রতিবাদী ভাই এবং বোনেরা আছেন তারা এই মহিউদ্দিন ভাইয়ের সাথে একত্র হয়ে প্রতিবাদটা শক্তি শালী হিসেবে গড়ে তুলুন ।
Bose na theke giye support koren.....
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
এই ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবো?
@@sumasheikh5347 কমলাপুরে গেলেই পাবেন
ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দেশের বর্তমান মুক্তিচেতনার অদম্য সৈনিক, আপনার মাধ্যমে সবার দাবি সফল হউক। জয় বাংলার অদম্য সৈনিক এগিয়ে যাও নির্ভবয়ে বর্বরতা ও নিপীড়নের বিরুদ্ধে........ ….
এমন যুগান্তকারী প্রতিবাদী মহিউদ্দিন ভাইকে স্যালুট জানাই। বাংলাদেশে এ ধরণের আন্দোলনের দৃষ্টান্ত খুব একটা নেই।এই আন্দোলন উনার একার নয়,আমাদের সবার।
জয় হোক দোস্ত,, তোমার,, সেই প্রত্যাশা,,,সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
শুভ কামনা রইল আপনার জন্য।।। জেগে উঠুক গোটা জাতি-পুরো দেশ ✌জয় হোক ন্যায় ও সত্যের।।।।
আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের। আমার কাছে বাংলাদেশ রেল কর্মকর্তা দের নিন্দা জানাই
সহজ ডটকম কে টিকেট সিস্টেম থেকে বাদ দিতে হবে, টিকেট কালোবাজারি বন্ধ করতে হবে । ছেলেটার সাথে সহমত, তার সাথে সবার সংগ দিতে হবে। সমস্যা তার একার নয়, সারা বাংলাদেশের মানুষের সমস্যা । তাই এটার বিরুদ্ধে সবারই জোর দাবি করা দরকার ।
আপনার এই প্রতিবাদ এর সাথে আমিও একমত। এই দেশ আপনার কথা মনে রাখবে। আপনার ৬ দফা যেন অতি শীঘ্রই প্রতিফলন হয়। আমরা সেই আশাই করি।
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
ভাই আপনাকে অন্তর থেকে স্যালুট জানাই।প্রতিটা মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত তাহলে দেশটা সুন্দর হতো।আপনার মত বীর সন্তান এখন আমাদের অনেক দরকার।
মাশাআল্লাহ মহিউদ্দিন রনি ভাই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তায়ালা তুমি ভায়ের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিন আমিন শুধু রেলস্টেশনের দূর্নীতি বন্ধ করলে চলবে না বাংলাদেশের প্রতি টি সরকারি কর্ম সেক্টরে দূর্নীতি বন্ধ করতে হবে এটা আমাদের ২০ কোটি মানুষের দাবী
খুবই progressive দাবি। স্টেশন মাস্টারের উচিত ফুল দিয়ে উনার দাবিগুলো সমাধানের চেষ্টা করা।।
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
শ্রদ্ধেয় বড় ভাইয়ের প্রতিবাদকে সাধুবাদ জানাই । দুর্নীতির বিরুদ্ধে এভাবে আমাদের অবস্থান করতে হবে প্রত্যেকটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে । 👍💪
সেইদিন আর বেশী দূরে নাই,দূর্নীতির বিরুদ্ধে সাধারন জনগন রাস্তায় নামবো,আমি এই ভাইটার সাথে আছি,কালকেই আমি ওনার সাথে যোগ দিছি
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
Don't give up them. এই ছেলেটির পার্শ্বে সমস্ত সচেতন মানুষের দাঁড়ানো উচিত। এটা কারো একার লড়াই নয়। এটি সৎ মানুষ বনাম দূর্নীতিবাজ দের লড়াই। যাঁরা আইনের শাসন কে বিজয়ী করতে চান তারা উনার পাশে থাকুন।
সাব্বাশ। এমন প্রতিবাদী সন্তান প্রতিটি ঘরে থাকা উচিত। এই আন্দোলনে সকল ছাত্রদের অংশ গ্রহন করা উচিত বলে আমি মনে করি।
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
অনেক ভালো লাগলো ভাইটার কথা শুনে।এদেশে থাকতে হলে প্রত্যেকটা মানুষকে প্রতিবাদী হতে হবে। না হলে দুর্বলরা কোনদিন ন্যায্য বিচার পাবে না।
এই ভাইয়ের পাশে আরো শিক্ষার্থীর এবং দেশের জনগণ তার পাশে দাঁড়ানো উচিত
এটা শুধু এই ভাইয়ের একাক সমস্যা নয় ।। এই ধরেনের সমস্যার সম্মুখিন আমরা রেল স্টশনে গেলে সবাই হই ।।। তাই আমার সবার স্বার্থে সাবাকে এক হওয়া উচিত
খুব ভালো উদ্যোগ। দুর্নীতি প্রতিরোধ করতে হবে।এখনি সকলকে এগিয়ে আসতে হবে।
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
ইনশাআল্লাহ ভাই
এই কষ্টের ভুক্তভোগী আপনার মতো লাখো মানুষ রেল কতৃপক্ষের পুরোপুরি অব্যস্থাপনাই দায়ী
আপনি সফল হবেন আমরা দুআ করি 👌👌😁
এই ভাইয়ের পাশে আমাদের দাঁড়ানো উচিত । রেলে দুর্নীতি টা হচ্ছে সেটা অনেক আগে থেকেই হচ্ছে। কেউ প্রতিবাদ করেননি। আপনি এগিয়ে যান।
একদম রাইট প্লাটফরম আছেন আপনি। আপনার জন্য দোয়া রইল।
এভাবেই প্রতিবাদী হয়ে উঠতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য
▼
প্রতিবাদ করতে নিজের মনোবল ই যথেষ্ট তা আপনি করে দেখিয়েছেন।।। ধন্যবাদ আপনাকে ভাই
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
সশ্রদ্ধ অভিবাদন আপনাকে।
এখনো রক্ত মাংসের মানুষেরা ন্যায়ের জন্য প্রতিবাদ করতে পারে জেনে একজন সাধারণ মানুষ হিসেবে গর্ব হচ্ছে।
দেশটা লাখো জানোয়ারে ভরে গেছে- এসব জানোয়ারদের প্রতিহত করতে একজন মানুষের মতো মানুষই যথেষ্ট।
হয়তো আপনিই সেই মানুষদের একজন- সমগ্র বাংলাদেশ যাদের দিকে তাকিয়ে ভরসা পায়।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ও সশ্রদ্ধ অভিবাদন জানাই।
ধন্যবাদ রনি ভাই আমরা উত্তরবঙ্গের সব মানুষ আপনার পাশে আছি আপনি এগিয়ে যান আমরা আছি আপনার পাশে ইনশাআল্লাহ জয় হবেই হবেই
ভাই তোমাকে ধন্যবাদ যে তুমি লক্ষ মানুষের মনের কথা তুলে ধরেছ
ভাই আপনার এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। আমরা কোন দেশে বাস করি এটাই ভাবি । কোন জায়গায় দূর্নীতি নেই এই দেশে। আজকের এই দিন দেখার জন্য এিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে।
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
ধন্যবাদ ভাই এভাবে প্রতিটা সেক্টরে অনিয়মের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে,সরকার ও জনগন পাশে থাকবেই.....
সবাই ভাইটির দিকে এগিয়ে আসুন,প্রতিবাদ না করলে দেশের শুয়ারের বাচ্চারা সব খেয়ে শেষ করে দিবে,শুয়ারের বাচ্চাদের দেশ থেকে বের করে দিয়ে দেশ কে সুখে সান্তুতে রাখার জন্য সবাই ভাইটির সাথে এক যোগে এগিয়ে আসুন
আপনি কি বোর্ডে এত আহবান না জানাইয়া নিজে যান না কমলাপুরে উনার সাথে
একমত
সকল শিক্ষার্থীদের তার পাশে দাঁড়ানো উচিত।
ঢাবির শিক্ষার্থী সহ অন্য বিশ্ববিদ্যালয় যদি এক হয় সমস্যা সমাধান হবেই হবে।
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
পড়ালেখা শিক্ষা কাকে বলে সবাই দেখুন। দেশপ্রেমিক হওয়াটা যে কত বড় শিক্ষা সেটা কজন জানে...
সমর্থন থাকলো
স্যালুট জানাই ভাই,আমরা কত যে কস্ট পাই এইরকম ব্যবহারে,কে শুনে একথা এটা বাংলাদেশ।
শুধু রেলওয়ে নয় বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতির জাল আঁকড়ে ধরেছে।দুর্নীতি বন্ধ না করলে এই দেশের উন্নতি অসম্ভব।
ধন্যবাদ। এমন ব্যক্তির হাত ধরেই দেশটা সুন্দর হবে।
একমত…. শুধু এইটা নয় চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করা হোক এইটা নিয়েও রাস্তায় নামা উচিত….
ভাইয়াটি আমাদের দেশের সচেতন যোগ্য নাগরিক❤️।এমন মানুষ দেখলে সত্যি মনটা খুশীতে ভরে উঠে
ঠিক
ঠিক
এই ভাই ভালো একটা উদ্যোগ নিয়েছে, এই ভাইয়ের পাশে দারানোর অনুরোধ করছি।