আমার মনে অনেক প্রশ্ন । মাছ মাংস কিভাবে দিবে। ফ্রিজের রাখবো কিভাবে। মুড়ি রাখবে কিভাবে। বিস্কুট কোথায় থাকবে। বেকারি পণ্য কিভাবে বিক্রি করবে। বড় বড় কোম্পানির প্যাকেট গুলো কি হবে । এত কিছু বাদ দিয়ে পলিথিন যেভাবে চলছিল সেভাবে চলুক।
ভাই কথাটা সঠিক বলেছে কিন্তু কি লাভ হবে ঘাড়তেড়া মতিনের মতন তাদের ক্ষমতা তাদের চালায়া যাবে এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার মানবতা বিরোধী লঙ্ঘনজনিত কাজ পলিথিন ব্যবহার করে সমস্যা সমাধান হবে না কেননা বহির্বিশ্বে সকল জায়গায় পলিথিন ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে তাহলে বাংলাদেশে কি সমস্যা যেহেতু এটা রিসাইক্লিং করা সম্ভব তাহলে পলিথিন ব্যবহার নিষেধ কেন যদি পলিথিন ব্যবহার নিষেধ করেন তাহলে প্লাস্টিক সকল পণ্য নিষেধ করা বাধ্যতামূলক মুদি দোকানের 98% মালি ভিতরে মোড়ানো যেই প্যাকেটগুলো রিসাইকেলিং পর্যন্ত হয় না
আমার মনে অনেক প্রশ্ন । মাছ মাংস কিভাবে দিবে। ফ্রিজের রাখবো কিভাবে। মুড়ি রাখবে কিভাবে। বিস্কুট কোথায় থাকবে। বেকারি পণ্য কিভাবে বিক্রি করবে। বড় বড় কোম্পানির প্যাকেট গুলো কি হবে । এত কিছু বাদ দিয়ে পলিথিন যেভাবে চলছিল সেভাবে চলুক।
ভাই কথাটা সঠিক বলেছে কিন্তু কি লাভ হবে ঘাড়তেড়া মতিনের মতন তাদের ক্ষমতা তাদের চালায়া যাবে এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার মানবতা বিরোধী লঙ্ঘনজনিত কাজ পলিথিন ব্যবহার করে সমস্যা সমাধান হবে না কেননা বহির্বিশ্বে সকল জায়গায় পলিথিন ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে তাহলে বাংলাদেশে কি সমস্যা যেহেতু এটা রিসাইক্লিং করা সম্ভব তাহলে পলিথিন ব্যবহার নিষেধ কেন যদি পলিথিন ব্যবহার নিষেধ করেন তাহলে প্লাস্টিক সকল পণ্য নিষেধ করা বাধ্যতামূলক মুদি দোকানের 98% মালি ভিতরে মোড়ানো যেই প্যাকেটগুলো রিসাইকেলিং পর্যন্ত হয় না
যার কাজ তাকেই করতে হবে ।
আগে বিকল্প, পরে নিষিদ্ধ।
অভিনন্দন জানিয়ে বলতে চাই যে আরো জোরদার করতে হবে তদারকি ধন্যবাদ সবাইকে
আগে এর বিকল্প বের হোক তারপর নিষিদ্ধ করা হোক
সবার প্রচেষ্টা দরকার।
বিকল্প ব্যবস্থা কি সব দোকানে পাওয়া যায়