চ্যাংড়াবান্ধা থেকে আপনি সড়কপথে ফালাকাটা কিংবা জটেশ্বর যেতে পারেন। এছাড়াও নিউ চ্যাংড়াবান্ধা থেকে ১২:৩২, ১:৩৮ ও ৭:১১ এর ট্রেনে নিউ কোচবিহার চলে যেতে পারেন। এক্ষেত্রে সময় লাগবে ঘন্টা দুয়েকের মতো। নিউ কোচবিহার থেকে অনেক ট্রেন আছে ফালাকাটা যাওয়ার। নাহলে আপনি সড়ক পথেও যেতে পারেন।
Wow
Dada seidin Maynaguri Rode station dekha hoyechilo mone ase😊😊😊😊
Hm😊
চ্যাংড়াবান্ধা স্টেশন থেকে ফালাকাটা অথবা জটেশ্বর স্টেশনে কিভাবে যাওয়া যায়?? কোনো ট্রেইন থাকলে সেটার সময় টা জানাবে
চ্যাংড়াবান্ধা থেকে আপনি সড়কপথে ফালাকাটা কিংবা জটেশ্বর যেতে পারেন। এছাড়াও নিউ চ্যাংড়াবান্ধা থেকে ১২:৩২, ১:৩৮ ও ৭:১১ এর ট্রেনে নিউ কোচবিহার চলে যেতে পারেন। এক্ষেত্রে সময় লাগবে ঘন্টা দুয়েকের মতো। নিউ কোচবিহার থেকে অনেক ট্রেন আছে ফালাকাটা যাওয়ার। নাহলে আপনি সড়ক পথেও যেতে পারেন।
ভাই তোর মুখ টা বেশি দেখাচ্ছিস, মানুষ চারপাশের সৌন্দর্য দেখতে চায় ব্লগার দের মুখ নয়।