ল্যাপটপ কেনার সময় এই ভুল গুলো করবেন না 🙏 | Laptop buying guide 2021 | Tech Sci Guy

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 1,3 тыс.

  • @surajdebnathsproduction33
    @surajdebnathsproduction33 3 года назад +462

    Processor নিয়ে একটি Dedicated Video চাই দাদা ❤️☘️

  • @sagorhossain2674
    @sagorhossain2674 2 года назад +7

    দাদা ২০১৯ সালে আপনার কথায় Realm X ফোন কিনেছিলাম ২০২২ এর শেষ এখনো ফোনটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে, ধন্যবাদ দাদা সেই সময় ভালো একটা ফোন কিনার ডিসিশন দেওয়ার জন্য। ❤️

  • @sahaniyazahamed8375
    @sahaniyazahamed8375 3 года назад +241

    দাদা কিভাবে নকল ফোন চিনবো সেই বিষয়ে একটা ভিডিও চাই।

    • @karimuddin9949
      @karimuddin9949 3 года назад

      IMEI Number deye

    • @karimuddin9949
      @karimuddin9949 3 года назад

      IMEI INFO

    • @sheteshroy5426
      @sheteshroy5426 3 года назад +3

      দাদা আসল Samsung phone এর কয়েক টা কোড দিবেন প্লিজ?🙏
      Take love from Bangladesh 💘💘

    • @hxraisul6925
      @hxraisul6925 3 года назад

      Ha dada ai neya video din 🙂

    • @tanvirhossain7979
      @tanvirhossain7979 3 года назад

      Nice

  • @hridoymia5267
    @hridoymia5267 3 года назад +5

    আপনার কথাগুলো একদম স্পষ্ট আর খুবই নম্র যা অন্যান্য কোন চ্যানেল এ পাওয়া যায় না ধন্যবাদ ভাই🥰🥰

  • @mdashequlislamshovon7353
    @mdashequlislamshovon7353 3 года назад +223

    দাদা পিসি কিনার আগে যে ভুল করবো না তার একটা রিভিউ চাই। ভালোবাসা বাংলাদেশ থেকে।❤️❤️❤️

  • @jaforikbal5942
    @jaforikbal5942 3 года назад +2

    আজকের ভিডিওটা ফাটাফাটি ছিল ব্রো!!!❤️❤️❤️
    ভাল লাগলো আমিও ভাবছিলাম ১৫০k এর মধ্যে একটা ল্যাপ্টপ নিব। বাট কো ধারণাই ছিলোনা এ ব্যাপারে।। থ্যাংক ইউ সো মাচ ব্রো

  • @skchandan3010
    @skchandan3010 3 года назад +37

    ধন্যবাদ দাদা পরামর্শের জন্য ভবিষ্যতে কখনো ল্যাপটপ কেনার সামর্থ্য হলে আপনার পরামর্শ গুলো মনে রাখবো

  • @Robinson-e3f
    @Robinson-e3f 3 года назад +11

    অভ্র দা, তোমার video গুলো প্রায় দেখি। খুব ভালো লাগে। তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল... i3, i5, i7, i9 computer processor ও তাদের generation, speed, কোন কাজের জন্য কোনটা ভাল হবে? এই নিয়ে একটা ভিডিও দিলে খুব উপকৃত হতাম ।

  • @surajdebnathsproduction33
    @surajdebnathsproduction33 3 года назад +5

    আমি দীর্ঘদিন থেকে কমেন্ট করছিলাম ল্যাপটপ নিয়ে ভিডিও দেওয়ার জন্য ....আজ ভিডিওটি উপহার পেয়ে খুবই আনন্দিত ও সমৃদ্ধ হলাম দাদা ❤️❤️
    Love from Alipurduar

  • @abdullahalmasud365
    @abdullahalmasud365 3 года назад +12

    Thumbnail দেখে অজ্ঞান এমনই চাই আগামীতে চালিয়ে যান দাদা🥰🥰🥰

  • @tonmoyhassan2061
    @tonmoyhassan2061 3 года назад +2

    ajker video te eto details sob kisu bole deyar jonno thanks.
    Processor niye detail video hole amra arokisu jante parbo.
    Thank you.
    🇧🇩

  • @imamhossen9927
    @imamhossen9927 3 года назад +38

    দাদা ৩০/৪০ বাজেটের মধ্যে আপনি দুই একটা লেপটপ সাজেস্ট করেন, যেগুলোতে আপনার বলা ট্রিপস গুলা থাকবে,,🙂

  • @aitkislam9892
    @aitkislam9892 3 года назад +6

    দাদা mobile review পাশাপাশি laptop review দিলে ভালো হবে আমাদের অনেকেই laptop review দেখা আগ্রহ আছে । ধন্যবাদ দাদা অনেক ভালোবাসা আপনার প্রতি ❤️

  • @munna2sky
    @munna2sky 3 года назад +22

    খুশি হলাম এমন ভিডিও দেখে। ধন্যবাদ দাদা আমাদের পছন্দ অনুযায়ী ভিডিও প্রকাশের জন্য❤

  • @abantitanvin
    @abantitanvin 2 года назад

    apnar review dekhe redmi note 8pro phn kinechi 2020sal e.onek valo. laptop kinbo jonno onekdin por abar apnar vedio dekhte elam

  • @samratdutta.4353
    @samratdutta.4353 3 года назад +3

    দাদা, ল্যাপটপের প্রসেসরের সমস্ত details নিয়ে একটা dedicated ভিডিও চাই!!!! সেইসঙ্গে ল্যাপটপ ও PC উপর আরো ভিডিও বানান, plz!!!! By the way, ending এ লোগোর animation টা জাস্ট👌🏻👌🏻👌🏻👌🏻

  • @abhisheksikdersagar2894
    @abhisheksikdersagar2894 3 года назад +1

    ভালো লেগেছে দাদা , ল্যপটপ নিয়ে কেউ এত কথা বলে নি আগে ।

  • @md.saifulislamsadhin861
    @md.saifulislamsadhin861 3 года назад +18

    Computer Processor & Hard Disk সম্পর্কেও একটা আলাদা Video বানালে ভালো হয়!!!😍

  • @amritasarkar6185
    @amritasarkar6185 3 года назад

    অনেক ভালো ভালো কথা বললেন। ভালো লাগলো। আপনার মতে তাহলে কোন কম্পানির কোন ল্যাপটপ টা কেনা ভালো , সেটা বললেই তো সবচেয়ে ভালো হতো।

  • @amazingtechnologyworld5410
    @amazingtechnologyworld5410 3 года назад +3

    হ্যাঁ স্যার অবশ্যই প্রসেসর নিয়ে কিন্তু ভিডিও করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রসেসর জগতের জনপ্রিয় হতে চলেছে

  • @sujonmiahmiah2448
    @sujonmiahmiah2448 2 года назад

    অসংখ্য ধন্যবাদ ভাই জান, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবার জন্য
    আমি নতুন ভাবে ভাবলাম লেপটপ নিতে কি রকম কন্ফিরেশন আমার প্রয়োজন।

  • @alwaysdustumi9922
    @alwaysdustumi9922 3 года назад +50

    কি মজা এবার হবে ওয়ান মিলিয়ন। আমাদের সবার ভালোবাসা রইল দাদা ❤️❤️❤️❤️❤️❤️

  • @subhramoydutta4124
    @subhramoydutta4124 3 года назад +1

    Video ta khub awesome ❤️
    But Tech news irregular hoye jacche din din

  • @iambangladeshi1431
    @iambangladeshi1431 3 года назад +18

    প্রসেসরের ব্যাপারে একটা পূর্ণ ভিডিও চাই!

  • @TanvirHasan-kd2mf
    @TanvirHasan-kd2mf 2 года назад

    খুবই চমৎকার, অসংখ্য ধন্যবাদ আমার মনের মতন একটা রিভিউ দেয়ার জন্য💗

  • @rondhonshilpo2024
    @rondhonshilpo2024 3 года назад +4

    অপেক্ষা ই ছিলাম🤩🤩🤩🤩

  • @shohaghassan5606
    @shohaghassan5606 3 года назад

    দাদা আপনি এতো ভালোবাবে বুঝিয়ে কথা বলেন,
    তার পরও কেনো যে আপনার ভিডিও তে কিছু লোক Unlike দেয়
    সেটা আমি বুঝি না।
    তারা এটা জানে, unlike দিয়ে তারা নিম্ন মন মানসিকতার পরিচয় দিচ্ছে।
    """Love from Bangladesh"""

  • @sawravofficial2041
    @sawravofficial2041 3 года назад +60

    দাদা পৃথিবির ১ নম্বার পসেসর এর নাম ক এবং দাম কত পিসি বা লেপটপ এর জন্য।সবাই লাইক দিয়ে দাদা কে দেখার সুযোগ করে দিন

    • @mdjahid4835
      @mdjahid4835 3 года назад

      apple ar m1

    • @Souma6694
      @Souma6694 3 года назад +1

      M1 M2

    • @aranyasarkar3881
      @aranyasarkar3881 3 года назад

      @CHANNEL 25 They are optimized for different OS. If you want to use Mac OS then go for M1 and if you want to use Windows then go for Ryzen 9 5950X.

    • @ASM_Videography
      @ASM_Videography 3 года назад +1

      @@aranyasarkar3881 eta sarao different ache M1 otake processor bole na muloto SOC bole rr karn hosse M1 r architecture phone r chip r moto toiri normal amra jeshb intel ba ryzen r processor dekhi segular architecture SoC r moto na ..... RyZen then intel eshb r processor e silicon sarao aro onk ingridient thake as like germanium r eder architecture hard matterial and beshi pressure nite sokkhom erkm vabe toiri tai ogula onk better hy r se jnno M1 SoC r single score r performance better but jkn multicore ar GPU performance e jabo tkn Ryzen 9 5950x ba intel core I9 r performance prochur better M1 chip r cheye

    • @aranyasarkar3881
      @aranyasarkar3881 3 года назад +1

      @@ASM_Videography Yes bro but I'm not saying about technical construction. I know that the P-N junction diodes are different on both. The construction of transistors and Biasing( both Forward and Reverse ) are way complicated in Ryzen or Intel processors. I just want to say that for Mac OS you can expect a better performance from M1. You are saying about Multi-Core performance. Let's take an example of 4K Video editing or 3D rendering. If you use FCPX on a Mac device you can get an excellent performance. By using Hackintosh(Intel) and Ryzentosh (AMD) you can use Mac OS in your Windows machine but it'll not give you that kind of performance because they are not optimized for those OS and softwares.
      Thanks for comment 🙂

  • @mynulislam2449
    @mynulislam2449 3 года назад +7

    ভাইয়া লেপটপ নিয়ে আরো ভিডিও চাই। ২০-২৫ টাকার মধ্যে কোন লেপটপ কেনা ঠিক হবে বলুন ভাইয়া। 🤔🙂🙂🤔

  • @FoyezMonpura
    @FoyezMonpura Год назад

    স্যার ভিডিও টা সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিলো,
    এবং পোর্টের বিষয় টা আরো গুরুত্বপূর্ণ ছিলো,,,,

  • @anikbardhan7765
    @anikbardhan7765 3 года назад +6

    কালকেই লেপটপ কিনতে যাবো। আর আজকেই আপনার মূল্যবান ভিডিও টা পেলাম🥰🥰 ধন্যবাদ দাদা❣️ । প্রণাম দাদা , বাংলাদেশ থেকে❤️❤️

  • @md.sujonmahmud4168
    @md.sujonmahmud4168 3 года назад

    Aponar video gola anek helpful....day to day anek kaje dey.....love you vaia.....

  • @habibrahman4562
    @habibrahman4562 3 года назад +4

    পিসি কিনার কুনো প্রোয়জন নাই তাও দাদার ভিডিও দেখার জন্যে চলে আসি

  • @foysalahmed3467
    @foysalahmed3467 Год назад

    অত্যন্ত সুন্দর সাবলীল সহজ ভাষায়, অতি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল, আশা করি ভবিষ্যতে এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দিবেন। 🤝💐

  • @sheikhfarid-sw2zw
    @sheikhfarid-sw2zw 2 года назад +4

    ভাই আমি বাংলাদেশ থেকে বলছি।আমি ৩৫-৪০ হাজার এর মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছি। কেউ সাজেস্ট করবেন কোনটা ভালো হবে?

  • @abdullahalkafi1825
    @abdullahalkafi1825 3 года назад

    দাদা যে বিষয় গুলি নিয়ে আলোচনা করেছেন সেগুলো সত্যি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার কথা হলো এই সব বিষয় গুলি মাথায় রেখে কোন কোম্পানির কোন মডেলের ল্যাপটপ টা আমার জন্য সবচেয়ে ভালো হবে।৷ আমি কিন্তু গেমার নয়।।।

  • @sanketlakshman5079
    @sanketlakshman5079 3 года назад +7

    দাদা processer নিয়ে ১টা video চাই। অনেক দিনই এই ব্যাপার টা বলছি

  • @arnabdey8051
    @arnabdey8051 3 года назад +1

    Dada love you deep core of heart. 3 month dhore ai review ar jonno bose chilam. Amar khub dorkar chilo

  • @123channelgahua
    @123channelgahua 3 года назад +5

    দাদা ল্যাপটপের প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা বিস্তারিত ভিডিও চাই। অন্যদের থেকে শেখা আর আপনার থেকে শেখা আলাদা ব্যাপার। আমরা আপনার থেকে ভালোভাবে শিখতে চাই।

  • @yash-dr9kv
    @yash-dr9kv 2 года назад

    আপনার ভিডিও গুলো দেখতে খুবই ভালো লাগে। খুবই বাস্তবতা পূর্ণ। ধন্যবাদ 💟।

  • @sagorrobidas7703
    @sagorrobidas7703 3 года назад +3

    দাদা আপনার আজকের themel দেখে অনেক ভালো লাগছে 😄😄😎😎

    • @mahmudhasan8302
      @mahmudhasan8302 3 года назад

      50 k er moddhe kon laptop ta best hobe waitful kaj korer jonno?

  • @JamilAhmed-ci9nx
    @JamilAhmed-ci9nx 3 года назад +1

    আপনার কথা ভালো লাগলো । প্রসেসরের একটা ইস্পেশাল ভিডিও আছে কি ? AMD সম্পর্কে জানতে চাই ।

  • @abdullahalshoeb4284
    @abdullahalshoeb4284 3 года назад +9

    দাদা ৪০ থেকে ৫০ হাজারের লেপটপ এর রিভিউ চায়,, বাংলাদেশ থেকে......

  • @ankurchakraborty6436
    @ankurchakraborty6436 3 года назад

    Laptop er Jonno kon processor best Hobe seta niye akta video chai. Khub valo laglo video ta

  • @TJSN1000
    @TJSN1000 3 года назад +3

    আপনি কেন neckband sport bluetooth earphone এর review দেন না? Compare করুন JBL এর সাথে অন্য brand এর। কারণ এখন JBL হচ্ছে sound এর জগতে শেষ কথা, ঠিক আগে Sony যা ছিল।

  • @arpanpaul3339
    @arpanpaul3339 3 года назад

    দাদা, আজ খুব ভাল লাগলো যে আপনি ল্যাপটপ সম্পর্কেও বলছেন। আরো জানতে চাই আপ্নার থেকে ল্যাপটপের ব্যাপারেও।।

  • @sandippatra7568
    @sandippatra7568 3 года назад +9

    Dslr Camera এর বেপারে Video চায় 🙏🙏

  • @greengreen7708
    @greengreen7708 3 года назад

    Thank you soo much dada.future a aro arokom laptop niye video banale amra upokrito hobo.

  • @md.arifulislam7139
    @md.arifulislam7139 3 года назад +5

    দাদা কোন Processor সব থেকে ভালো Official কাজের জন্য এবং ফ্রিলান্সিং এর Web Design কাজের জন্য। তাছাড়াও কোন Brand এর Laptop কেনা উচিত।??

  • @mathics0
    @mathics0 Год назад

    অনেক অনেক ধান্য বাদ। খুবই উপকারিত হলাম

  • @mdfahadbinsiddik7129
    @mdfahadbinsiddik7129 3 года назад +4

    Amd and intel এর তুলনামূলক ভিডিও চাই। সাথে কোন প্রসেসরের জন্য কোন মাদারবোর্ড এবং মাদারবোর্ড এর টাইপ নিয়েও ভিডিও চাই। বাংলাদেশ থেকে ❣️

  • @sharifrahman6639
    @sharifrahman6639 3 года назад

    সত্যিই ভিডিওটা অসাধারণ!
    এটাতে যে dislike দিবে সে অকৃতজ্ঞ।

  • @sagorkumar907
    @sagorkumar907 3 года назад +12

    AMD RYZEN vs Intel কোনটা ভাল হবে..? Core এর সাথে Generation কতটা গুরুত্বপূর্ণ...? ভাল মানের s.s.d চেনার উপাই কি...? s.s.d যদি OS জন্য ব্যাবহার করা হয় তাহলে কেমন হবে জানাবেন ভাই প্লিজ...

  • @mdmynudden4079
    @mdmynudden4079 3 года назад

    দাদা,আপনার থেকে ল্যাপটপ এর ব্যাপারে খুব ভালো ইনফরমেশন পেলাম
    আশা করি ভবিষ্যতে এরকম আরও ভিডিও আনবেন, ধন্যবাদ ❤️❤️❤️

  • @sadhinfreedom5947
    @sadhinfreedom5947 3 года назад +6

    দাদা প্রসেসর সম্পর্কে বিস্তারিত আলোচনা চাই

  • @hridoybiswas803
    @hridoybiswas803 3 года назад

    দাদা মোবাইল ফোনের রিভিউ যেভাবে করেন সেভাবে ল্যাপটপের রিভিউ চাই...এতে করে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ল্যাপটপের যেহেতু দামটা বেশি সেহেতু কিনে স্টুডিও তে না আনতে পারলেও অন্তত রিলিজ হওয়া ল্যাপটপ গুলো নিয়ে গভীরভাবে আলোচনা করলে ভালো বা খারাপ দিকগুলো বুঝতে পারবো...
    বাংলাদেশ থেকে 🥰🥰🥰

  • @g.mjahidhasan9526
    @g.mjahidhasan9526 3 года назад +4

    Processor er video chai specially rizen ar intel er processor difference

  • @mdsamiulislam9892
    @mdsamiulislam9892 3 года назад

    aj onk kicu shikhlam dada,,,valobasa obiram🙂🙃

  • @AkaSh-vt5el
    @AkaSh-vt5el 3 года назад +5

    দাদা প্রসেসর নিউ কিছু বলবেন আরেকটা ভিডিও চাই প্রসেসর নিয়ে

  • @a.h.a.mehedi5260
    @a.h.a.mehedi5260 3 года назад

    Dada.. I'm ur big fan.. R o vdo chai.. AMD niye vdo chai.. Laptop kinbo dada.. Konta vlo hobe janaben plz 🙏❤️

  • @uzz4943
    @uzz4943 3 года назад +5

    start from 1:15 to avoid extra introduction save time

  • @bossgamingk2b173
    @bossgamingk2b173 2 года назад +1

    অনেক গুরুত্বপূর্ণ ধারণা পেলাম ধন্যবাদ ভাইয়া

  • @gsmshubrata4159
    @gsmshubrata4159 3 года назад +3

    M.2 nvme best normal ssd er thaka.

    • @TechSciGuy
      @TechSciGuy  3 года назад

      হ্যাঁ ব্যবহার করি, কিন্তু দাম বেশি

  • @mdrabin6619
    @mdrabin6619 3 года назад +2

    মোবাইল ফোনের UI নিয়ে তো অনেক Video তৈরি করেছেন | এখন Laptop বা c০mputer এর operating System নিয়েও কিছু পরামর্শ দিয়েন | এবং windowg ও apple এর মধ্য কোনাট ভালো হবে ? আসলে Computer সম্পর্কে আমার ধারনা নেই বললেই চলে | plz এসব বিষয়ে পরামর্শ দিয়েন

  • @feelthehappiness01
    @feelthehappiness01 3 года назад +4

    দাদা বাংলাদেশ টাকা 60 থেকে 65 হাজার টাকার ভিতরে পাঁচটি টপ ল্যাপটপ নিয়ে রিভিউ দেন।।।।

  • @mssaim440
    @mssaim440 3 года назад +1

    আপনার মতে এরকম সব দিক দিয়ে ভালো,,, ৫ টি ল্যাপটপ নিয়ে একটি ভিডিও দিবেন প্লিজ👍👍

  • @hjobayerahmedsamy7538
    @hjobayerahmedsamy7538 3 года назад

    dada aoshpb bujina kisue but vlo laglo love u daa😍😍😍

  • @gamingmahimahi3650
    @gamingmahimahi3650 2 года назад

    ভাই আমি ল্যাপটপ কিনবো। প্রথম ব্যবহার করবো। বাজেট ৩০০০০ মতো আপনি আমাকে কিছু ল্যাপটপ সাজেস্ট করুন। আপনার ভিডিও দেখলাম। ভালো লাগলো❤️

  • @Unfit_dancer_boyz
    @Unfit_dancer_boyz 3 года назад

    ধন্যবাদ স্যাঁর,,
    কিনলে অবশ্যই এরকম ভেবেই কিনবো,,

  • @shaikatkarim3932
    @shaikatkarim3932 3 года назад

    অসাধারণ গুরুত্বপূর্ণ তথ্য।।
    অনেক অনেক ধন্যবাদ ভাই 🌹❤️🌹
    ভাই বর্তমানে 60 হাজার টাকার নিচে কোন ল্যাপটপ টা ভালো হবে? আমি অফিশিয়াল কাজের জন্য নিব।।

  • @samimzulkarnain564
    @samimzulkarnain564 3 года назад

    দাদা আমি কলকাতা থেকে বলছি। আমি একজন student , ভিডিও টা সত্যিই খুব উপকারে আসলো। ধন্যবাদ দাদা।

  • @shantanuartcreation6323
    @shantanuartcreation6323 3 года назад +2

    এই ধরণের আরও কিছু তথ্য চাই দাদা
    PC or laptop
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @abdullahahsan8598
    @abdullahahsan8598 2 года назад +1

    Dada Graphic Design and Video Editing er Jonno Kon Laptop Ta valo hobe Ektu Bolle Khub Upokrito Hotam!?

  • @mdfirojhossain4182
    @mdfirojhossain4182 3 года назад

    ভিডিও টা আরও বড় হলে আরো
    বেশি ভাল লাগতো।অনেক অনেক ইনফরমেটিভ ছিল। 💖💖💖

  • @alokgorai7336
    @alokgorai7336 3 года назад +1

    Avro da laptop ar aro video chai
    ❤❤ from Paschim Bardhaman💖💖

  • @rezashamim6696
    @rezashamim6696 3 года назад

    দাদা আমি আপনার নতুন ভক্ত। আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা নিয়েন আমি বাংলাদেশি।

  • @arafatmahadi5619
    @arafatmahadi5619 3 года назад

    Ajker video khub vlo lagche.

  • @MdTamimiqbal-fg2ye
    @MdTamimiqbal-fg2ye 3 года назад

    দাদা ভিডিওটা দারুন হয়েছে ,আর এটা দ্বারা আমাদের অনেক উপকার হবে,আমার পক্ষ থেকে ভালোবাসা রইলো।❤️

  • @parthalodh7734
    @parthalodh7734 3 года назад

    দাদা দারুণ লাগলো। অনেক কিছু জানলাম।

  • @mahdihasan4175
    @mahdihasan4175 3 года назад

    ধন্যবাদ প্রিয় ভাই, অনেক কিছু জানলাম,
    Processor, amd , DDR সম্পর্কে ও বিস্তারিত জানতে চাই

  • @roman-allbd7601
    @roman-allbd7601 3 года назад

    ভাই, খুব ভালো একটা পরামশ দিয়েছেন, ধন্যবাদ।

  • @mitulalam6251
    @mitulalam6251 3 года назад +2

    দাদা,, সমস্ত দিক বিবেচনা করে, 35k থেকে 50k এর ভেতর সেরা কয়েকটি ল্যাপটপের নাম নিয়ে একটি ভিডিও বানাবেন ।।। প্লিজ প্লিজ প্লিজ 👃👃

  • @ReachMan100.
    @ReachMan100. 3 года назад +2

    bhai important ekta video chilo everyday er moto ami laptop and pc er moddhe laptop er fan

  • @raselranacse
    @raselranacse 3 года назад

    Nice Video
    12 minute er video kokhon je ses hoye gelo ,bujlami na

  • @jeetuape
    @jeetuape 3 года назад +2

    এত serious topic হওয়া সত্ত্বেও "হিরো আলম" এর জায়গাই এসে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। 😅😂🤣 দাদা আপনি সত্যিই মজার মানুষ। এ জন্যেই আপনার ভিডিও দেখতে এত ভালো লাগে আর আপনাকে এত ভালোবাসি।

  • @solaimanraj-bengalipoet
    @solaimanraj-bengalipoet Год назад +1

    অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

  • @abdullahalmasud365
    @abdullahalmasud365 3 года назад +1

    এবছরের বেস্ট ভিডিও আমার কাছে মনে হচ্ছে এই ভিডিও টাই

  • @jeem9332
    @jeem9332 3 года назад

    আপনার তথ্য গুলো খুবই ভালো লেগেছে । উপকৃত হলাম খুবই । ধন্যবাদ আপনাকে 🥰

  • @cutehany1185
    @cutehany1185 3 года назад

    Dada asole ami bashi akta comment kori na, kintu apnar kothay khub hashi pelo, tai baddo holam comment korte... 😂😂😂😂ranu mondol ar hiro alom sotti vedio ta valo hoyece. Ucharon ar vul khoma korben

  • @OscersBengaL
    @OscersBengaL 2 года назад +1

    দাদা সিনেমাটিক ভিডিও এডিট করবো, কি ধরনের ডেক্সটপ নেওয়া যাবে অ্যাসেম্বলিং সেটা একটু যদি ভিডিওতে বলেন তাহলে খুব সাহায্য পাবো।❤️🙏

  • @ICTBD.360
    @ICTBD.360 3 года назад

    ধন্যবাদ দাদা। ডেক্সটপ এর খুঁটিনাটি নিয়ে একটা ভিডিও দেন।

  • @pratiksen6476
    @pratiksen6476 3 года назад

    Ami Dell Vostro 15 5568 use korchi. Khub e darun experience.

  • @swapansarkar5923
    @swapansarkar5923 3 года назад

    দাদা অনেক তো মোবাইল এর আন বক্সইন দেখলাম এবার টিভির আন বক্সইন দেখতে চাই I love you dada /love you Tsg

  • @sani4046
    @sani4046 3 года назад

    ভালোবাসা অবিরাম। আপনাকে অনুরোধ করবো MacBook air pro m1 এর একটা রিভিউ দিবেন প্লিজ 🙏🙏🙏🙏

  • @jibonchowdhury8933
    @jibonchowdhury8933 3 года назад

    দাদা আজকের আউট্রো লোগো টা বেশ লেগেছে!
    আর প্রসেসর নিয়ে ডেডিকেটেড ভিডিও চাই 👑

  • @bartakurai
    @bartakurai Год назад +1

    ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল । তবে রানু মন্ডল ও হিরো আলমকে আপনার কনটেন্ট এর ভিতর না আনলে উত্তরে যেতে পারতেন। ওদের নিয়ে ট্রল করবেন না ওরা অনেক কষ্ট করে নিজেদের টিকিয়ে রেখেছে।ধন্যবাদ।

  • @Monu19912
    @Monu19912 3 года назад

    অনেক ভাল বলেছেন। ধন্যবাদ।

  • @gwnirob7854
    @gwnirob7854 3 года назад +1

    Dada ekta 30k er moddhe gaming laptop er review chai
    Love From Bangladesh 😘🇧🇩🇧🇩🇧🇩

  • @mdsuliman6781
    @mdsuliman6781 3 года назад

    অসাধারণ পরামর্শ। thanks, অনেক উপকৃত হলাম

  • @sagorkumar907
    @sagorkumar907 3 года назад

    অনেক সুন্দর দাদা...কথা রাখার জন্য ধন্যবাদ...