Best of Rinku || Por manushe dukkho dile || রিংকুর বাংলা গান || Bangla Song Limited

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Best of Rinku || Por manushe dukkho dile || রিংকুর বাংলা গান || Bangla Song Limited
    ০১ . পর মানুষে দুঃখ দিলে
    ০২. এ জীবনের অন্তরায়
    ০৩. আমার দুঃখ বাড়ায়লি
    ০৪.নিজের সাথে আত্নীয়তা
    ০৫. তোর মনে কি কোনো মায়া নাই
    ০৬. তোমার-আমার হইলে দন্দ্ব
    ০৭. আমারে যদি তুমি করিলে বিভাগী
    ০৮. কোথায় আছো কেমন আছো
    ০৯. যেতে হবে পরপার
    শিল্পী মশিউর রহমান রিংকু পরিচিত মূলত ফোক গান দিয়ে। ২০০৫ সালে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মধ্য দিয়ে পরিচিতি তৈরি হয় তাঁর। ছোটবেলায় কথা বলতে শেখার সাথে সাথেই শুরু হয় তাঁর গান গাওয়া। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠায় আগ্রহ তৈরি হয় ফোক গানে। ফোক গানে আধুনিক যন্ত্র সংযোজন করে গান করেন রিংকু। এজন্য তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবু তিনি মনে করেন গানের মৌলিকতা ঠিক রেখে আধুনিকায়ন করাটা সময়োপযোগী কাজ। দেশের বিভিন্ন স্থান থেকে তিনি লোকগান সংগ্রহ করেছেন। লোকগানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ‘আদি’ নামে একটি ব্যান্ডও গঠন করেছেন রিংকু। সামনে লালনের ১০০ গান নিয়ে তিনি অ্যালবাম বের করবেন যেটা বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত হবে। বিবিসির সাথে গান-গল্পে সংগীতজীবনের নানান দিক নিয়ে কথা বলছেন মশিউর রহমান রিংকু। তাঁর সাথে কথা বলছেন অর্চি অতন্দ্রিলা।

Комментарии • 3