কিভাবে কথা বলতে হবে পবিত্র কোরআনের কাছ থেকে শিখিঃ ১. কথা বলার পূর্বে সালাম দেয়া। সূরা নূরঃ৬১ ২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) সূরা ক্বফঃ১৮ ৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। সূরা বাক্বারাহঃ ৮৩ ৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। সূরা নূরঃ ৩ ৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। সূরা লুকমানঃ১৯ হুজুরাতঃ২-৩ ৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। সূরা নামলঃ১২৫ ৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা। সূরা আহযাবঃ ৭১-৭২ ৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। সূরা লুকমানঃ ১৯ ৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। সূরা হা- মীম সাজদাহঃ৩৪ ১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। সূরা হা- মীম সাজদাহঃ৩৪ ১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। ছফঃ ২ ১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা। সূরা আ'রাফঃ১৯৯ আসুন পবিত্র কোরআনের আলোকে নিজের আচার-আচরণ ও কথামালাকে সাজাই।
আমাদের সর্ব অবস্থায় পিতা মাতা কে হাসি খুশী রাখা একান্ত অপরিহার্য! চমৎকার একটি পোস্ট! আসলে পিতা মাতায় আমাদের জান্নাত ; আর পিতা মাতায় আমাদের জাহান্নাম! এটুকুই মাথায় রাখলে আর পিতা মাতা কে অবহেলার সাহস করবে নাহ কেউ ! ইন শা আল্লাহ। গুরুত্বপূর্ণ বার্তা! জাজাকাল্লাহু খাইরান।
কান্না চলে আসল শুনে,, রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা। আল্লাহ আমার বাবা মা ও শশুর শাশুড়ী কে সুস্থ রাখুক নিরাপদ রাখুক দুনিয়া ও আখিরাত এ সুখী হওয়ার তৌফিক দান করুক।
তিন বছর হয়ে গেছে, মা মারা যাওয়ার। এখনো মনে পড়ে মায়ের মারা যাওয়ার সেই মুহূর্তগুলো, সে অস্থির, তিক্ততাপূর্ণ মুহূর্তগুলো। মা যখন শেষ নিঃশ্বাস ছাড়লো, তখন আমি বুঝলাম আর নেই। কে নেই? মা নেই। যে মানুষটার কাছে আমার গুরুত্ব সবচেয়ে বেশি ছিল, সেই মানুষটাই আজ আমার কাছে নেই। কতটা খারাপ লেগেছিল তা হয়তো বোঝাতে পারবো না, কিন্তু এই খারাপ লাগা আর শয়তানের পাল্লায় পড়ে আল্লাহ সুবহানাল্লাহ এর উপর থেকে ভরসা হারিয়ে ফেললাম। বুঝতে পারলাম জীবনের চরম বাস্তবতা পূর্ণ এবং কষ্টের মুহূর্তেই শয়তান মারাত্মকভাবে আক্রমণ করে। যাই হোক আলহামদুলিল্লাহ আবার করুনাময় এবং দয়াময় আল্লাহতালার হেদায়েত প্রাপ্ত হয়ে এখনো লড়াই করতেছি, জীবনের বাস্তবতা গুলোর সাথে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মা বেশিরভাগ সময় দুশ্চিন্তা করতো সে না থাকলে আমার কি হবে! সবাই দোয়া করবেন আমার মা এর জন্য,। সবার মা-বাবার জন্যে। সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করবেন।
এই ভিডিও যতটুকু আমাকে কাঁদায় নাই এ ভাইয়ের লেখাটা ততটুক আমাকে কাঁদিয়েছে কেননা উনার লেখার সাথে আমার জীবনের অনেক মা রাব্বির হাম হুম কামা রাব্বায়ানি সাগিরা এই রামাদানের ইনশাল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব কর
আজ নয় দিন জীবনে প্রথম বারের মতো বাবা মা'য়ের থেকে হাজার হাজার মাইল দূরে 😭🥺 শেষ যখন মায়ের বুকে মাথা রেখে কান্না করতে করতে বিদায় নিচ্ছিলাম মনে হচ্ছিল যেন সারাজীবনটা কাটিয়ে মায়ের পাশে কিন্তু নিয়তি দুর করে দিল মা বাবার থেকে😭😭😭 এই জীবণে বাবাকে দুই বার কাঁদতে দেখেছি প্রথম বার মেঝো ভাইয়াকে বিদায় দেওয়ার সময়, দ্বিতীয় বার আমাকে বিদায় দেওয়ার সময় 😨 নিজের হাজার যন্ত্রণায় তাকে কখনো কাঁদতে দেখিনি সারাদিন কাজের শেষে যখন রুমে আসি মা বাবার কথা মনে উঠে চোখ অশ্রুশিক্ত হয়ে উঠে, মা বাবার সুস্থতা কামনা করে দোয়ার দরখাস্ত রইল সকলের কাছে,,,,
বাবা মারা গেলো ১৬ দিন।বাবা ছাড়া প্রতি মূহুর্ত অনেক কস্টকর।ভালো থাকুক পৃথিবীর সব মা-বাবা।আর যারা মারা গেছেন সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করেন
হে আল্লাহ... আমাদের সবাইকে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তাওফিক দান করুন এবং মা বাবার জন্য আমাদের হৃদয়ে ভালবাসা বৃদ্ধি করে দিন.......(ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা)....... 💚💚
ভালোবাসি অনেক আমার প্রিয় মা বাবা কে।তাদের ছাড়া জীবন কাটাতে হবে হয়ত। ভাবতেই হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়💔। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার তাদের সুখী করুন। আমার কাজের মাধ্যমে যেন তাদের প্রশান্তি দিতে পারি সেই তৌফিক দিন
চলো বদলাই নতুন করে শুরু করি অতীতের কালো অধ্যায় মুছে দিয়ে রবের আদেশ পালন করে নিজের জীবন কে করি তুলি জান্নাত নবীজির সুন্নাহ পালন করে নিজেকে গড়ে তুলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত উম্মত চলুন বদলাই শুরু করি.... __ মোঃ ছাহিদুর রহমান।
প্রিয় আরিফ আজাদ ভাই, আপনাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি❤️। আপনি আমাদের জন্য অনপ্রেরণা। আপনার ভিডিও এর অপেক্ষায় থাকি, আশা করি একটু রেগুলার ভিডিও আমাদের উপহার দিবেন❤️❤️❤️
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি জানিনা আমার এই কমেন্ট আপনার চোখে পড়বে কিনা।পড়লেও আপনি পড়বেন কিনা।তবে যে দিন এই লেখাটা এফবিতে পোস্ট করেছিলেন, সেই দিন ইচ্ছে করেছিল চিৎকার করে কান্না করতে। কিন্তু আজকে ভিডিও টা দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম। বুকের ভিতর কি রকম ব্যথা সৃষ্টি হয়েছে বুঝাতে পারবোনা। গলায় কান্না গুলো দলা পেকে আছে। কেন জানেন?ঐ যে বললেন এখনো সময় আছে দৌড়ান মা,বাবার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমার সেই সময় গুলো যে অনেক আগে মিটিয়ে দিয়েছে। মা,বাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দেওয়া অশেষ নিয়ামত।এইটা যারা উপলব্ধি করতে পারেনা তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। যারা উপলব্ধি করতে পারে তাদের থেকে মা,বাবা চিরতরে বিদায় নিলে শুধু একটা কষ্ট দাবানলের মতো জ্বলতে থাকবে আমিতো চাইলে আরো অনেক কিছু করতে পারতাম। এই যে আরো কিছু করতে না পারার যন্ত্রণাটা কত যে কষ্টের সেটা বুঝানো যাবেনা।এই কষ্টটা মৃত্যুর আগ পর্যন্ত খুঁড়ে খুঁড়ে খাবে।জানিনা আমার দোয়ার মাধ্যমে কতটুকু শান্তিতে আছে। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন শুধু আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে চাওয়া ওনাদের আত্মা শান্তিতে রাখে।হাশরের ময়দানে আমলনামায় গুনাহ গুলো মোচন করে সোওয়াবের পরিমাণ বেশি হয়।জান্নাতুল ফেরদৌসে পৌঁছাতে পারে এই দোয়াই করি।২০১১তে মা,বাবা এবং ২০২০শে মা,বাবার সমতুল্য ভাইকে হারিয়েছি।তাই একজন ঈমানদার ভাই হিসাবে আপনার কাছে আমার চাওয়া,আমার প্রিয় মানুষ গুলো যেন পরপারে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা শান্তিতে রাখে। সেই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার পরিবারের সকলকে এবং আপনার টিমের সব সদস্যকে ভালো রাখুক এবং হেফাজতে রাখুক। জাযাকুমুল্লাহু খাইরান।
আজ মা আমাকে রেখে ট্রেনে বাড়ি গেল।বিদায়ের মুহুর্ত টা খুব কষ্টের, কপালে একটা চুমু দিলেন।আল্লাহ তায়ালা পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখুন।
আল্লাহুম্মা আমিন ইয়া রব 🤲
আমিন
Ishrot jahan আপনাকে খুঁজতে খুঁজতে আমি দিন রাত এক করে ফেলেছি।
এমনকি মহাসমুদ্রকেও, মহাকাশের সাথে একত্র করেছি,,,,,
রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানী সগীর
"আরিফ আজাদ" এই প্রিয় মানুষটিকে আল্লাহ তা'য়ালা নেক হায়াত দান করুক।
আমিন
বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে।
সূরা ইউসুফঃ১১০
কিভাবে কথা বলতে হবে পবিত্র কোরআনের কাছ থেকে শিখিঃ
১. কথা বলার পূর্বে সালাম দেয়া। সূরা নূরঃ৬১
২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) সূরা ক্বফঃ১৮
৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। সূরা বাক্বারাহঃ ৮৩
৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। সূরা নূরঃ ৩
৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। সূরা লুকমানঃ১৯ হুজুরাতঃ২-৩
৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। সূরা নামলঃ১২৫
৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা। সূরা আহযাবঃ ৭১-৭২
৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। সূরা লুকমানঃ ১৯
৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। সূরা হা- মীম সাজদাহঃ৩৪
১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। সূরা হা- মীম সাজদাহঃ৩৪
১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। ছফঃ ২
১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা। সূরা আ'রাফঃ১৯৯
আসুন পবিত্র কোরআনের আলোকে নিজের আচার-আচরণ ও কথামালাকে সাজাই।
শহরে থাকি মা ছাড়া। সার্মথ্য নাই তাই মা ছাড়া থাকি।আমার মন চাই না একমুহূর্তও আমার মা ছাড়া থাকি। আল্লাহ সকল বাবা মা কে দীর্ঘায়ু দান করুক।
সেম ভাই
আমাদের সর্ব অবস্থায় পিতা মাতা কে হাসি খুশী রাখা একান্ত অপরিহার্য!
চমৎকার একটি পোস্ট!
আসলে পিতা মাতায় আমাদের জান্নাত ;
আর পিতা মাতায় আমাদের জাহান্নাম!
এটুকুই মাথায় রাখলে আর পিতা মাতা কে অবহেলার সাহস করবে নাহ কেউ ! ইন শা আল্লাহ।
গুরুত্বপূর্ণ বার্তা! জাজাকাল্লাহু খাইরান।
আল্লাহ রাসূলের পর
মা-বাবার সম্মান সবচেয়ে বেশি
কান্না চলে আসল শুনে,, রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা। আল্লাহ আমার বাবা মা ও শশুর শাশুড়ী কে সুস্থ রাখুক নিরাপদ রাখুক দুনিয়া ও আখিরাত এ সুখী হওয়ার তৌফিক দান করুক।
আরিফ আজাদ ভাইয়ের নেক হায়াত কামনা করি
আমি সচারাচর কান্না করিনা।
আমার মনে হয় আমার হৃদয় কলুষিত হয়ে আছে।
কিন্তু এই ভিডিয়ো টি দেখার পরে নিজের অজান্তেই চোখের কোনে পানি চলে আসছে।...
কথা গুলো শুনে অন্তর জুড়িয়ে গেল, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং আমাকে এবং দুনিয়ার সবাইকে হেদায়েত দান করুন আমিন সুম্মা আমিন ❤️❤️❤️
"আরিফ আজাদ" এই প্রিয় মানুষটিকে আল্লাহ তা'য়ালা নেক হায়াত দান করুক
তিন বছর হয়ে গেছে, মা মারা যাওয়ার। এখনো মনে পড়ে মায়ের মারা যাওয়ার সেই মুহূর্তগুলো, সে অস্থির, তিক্ততাপূর্ণ মুহূর্তগুলো। মা যখন শেষ নিঃশ্বাস ছাড়লো, তখন আমি বুঝলাম আর নেই।
কে নেই? মা নেই। যে মানুষটার কাছে আমার গুরুত্ব সবচেয়ে বেশি ছিল, সেই মানুষটাই আজ আমার কাছে নেই। কতটা খারাপ লেগেছিল তা হয়তো বোঝাতে পারবো না, কিন্তু এই খারাপ লাগা আর শয়তানের পাল্লায় পড়ে আল্লাহ সুবহানাল্লাহ এর উপর থেকে ভরসা হারিয়ে ফেললাম। বুঝতে পারলাম জীবনের চরম বাস্তবতা পূর্ণ এবং কষ্টের মুহূর্তেই শয়তান মারাত্মকভাবে আক্রমণ করে।
যাই হোক আলহামদুলিল্লাহ আবার করুনাময় এবং দয়াময় আল্লাহতালার হেদায়েত প্রাপ্ত হয়ে এখনো লড়াই করতেছি, জীবনের বাস্তবতা গুলোর সাথে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মা বেশিরভাগ সময় দুশ্চিন্তা করতো সে না থাকলে আমার কি হবে!
সবাই দোয়া করবেন আমার মা এর জন্য,। সবার মা-বাবার জন্যে। সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করবেন।
এই ভিডিও যতটুকু আমাকে কাঁদায় নাই এ ভাইয়ের লেখাটা ততটুক আমাকে কাঁদিয়েছে কেননা উনার লেখার সাথে আমার জীবনের অনেক মা রাব্বির হাম হুম কামা রাব্বায়ানি সাগিরা এই রামাদানের ইনশাল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব কর
আব্বা মা তোমাদের কে অনেক ভালোবাসি। ❤❤
রাববীর হামহুমা কামা রাববা ইয়ানি সাগিরা। ।
আজ নয় দিন জীবনে প্রথম বারের মতো বাবা মা'য়ের থেকে হাজার হাজার মাইল দূরে 😭🥺
শেষ যখন মায়ের বুকে মাথা রেখে কান্না করতে করতে বিদায় নিচ্ছিলাম মনে হচ্ছিল যেন সারাজীবনটা কাটিয়ে মায়ের পাশে কিন্তু নিয়তি দুর করে দিল মা বাবার থেকে😭😭😭
এই জীবণে বাবাকে দুই বার কাঁদতে দেখেছি প্রথম বার মেঝো ভাইয়াকে বিদায় দেওয়ার সময়,
দ্বিতীয় বার আমাকে বিদায় দেওয়ার সময় 😨
নিজের হাজার যন্ত্রণায় তাকে কখনো কাঁদতে দেখিনি
সারাদিন কাজের শেষে যখন রুমে আসি মা বাবার কথা মনে উঠে চোখ অশ্রুশিক্ত হয়ে উঠে,
মা বাবার সুস্থতা কামনা করে দোয়ার দরখাস্ত রইল সকলের কাছে,,,,
💚💚
@@ArifAzad ❤
আলহামদুলিল্লাহ
শুভ কামনা প্রিয় লেখক,,,
আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করেন , অসাধারণ লিখনি আর অসাধারণ পোষ্ট, আল্লাহ আপনাকে দুনিয়া আর আখেরাতে নেক হায়াত দান করেন আমিন
এত সুন্দর কিছু কথা আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
💚💚
কত ইচ্ছে কিন্তু আল্লাহ্ ছুবাহানাতাআলা এখন সুযোগ দেয় নি করার🖤
এটা মনে হয়,প্রিয় লেখক আরিফ -আজাদ ভাইয়ের কণ্ঠ।
আল্লাহ তায়ালা আরিফ ভাইকে দ্বীনের পথে আরো অগ্রসর করে তুলুক।
জাযাকাল্লাহ খাইরান।
ভাইয়া!আপনার কথাগুলো আমার কি যে ভাল লাগে।বারাকাল্লাহু ফি হায়াতিক।
আমার প্রিয় একজন লেখক আরিফ আজাদ স্যার। আপনাকে অনেক ভালোবাসি
আল্লাহ আমাদের মাঝে যাদের মা ও বাবা মৃত উনাদের জান্নাত দান করুন।
আমীন।
অজান্তে মায়ের জন্য চোখ বেয়ে পানি এসে গেলো।বাবাতো সেই ছোট বেলায় ইন্তেকাল করেছেন।
হে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাপ করে দেন। আর বাবা-মায়ের সেবা করার তৌফিক দান করুন। আমিন
আলহামদুলিল্লাহ 🙂
শুভকামনা রইল প্রিয় লেখক🥀
ভিডিওটি দেখছি আর নিরবে দুচোখ দিয়ে জলজল করে অশ্রু গড়াচ্ছে। আল্লাহ পৃথিবীর সকল মা-বাবাকে উত্তম হায়াত দান করুন। আমিন।
আরিফ আজাদ ভাই, ভালোবাসা নিবেন। আল্লাহ আপনাকে উত্তম হায়াত দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহ্।
জাযাকাল্লাহ খাইরান
প্রিয় আরিফ আজাদ ভাই, নতুন ভিডিও পেয়ে অনেক ভালো লাগলো। দোয়া রইলো। ❤️🌹
হে আল্লাহ প্রিয় উস্তাদ কে নেক হায়াত দান করেন 🤲
আলহামদুলিল্লাহ
BABA ...baba go😰😰😭 amr babar jonno shobai dowa korben amr baba ke jeno Allah jannatul fidous dan koren ameen😰😰
কখন যে চোখে জল চলে আসলো টেরই পেলাম না😥
Assalamualaikum o rohmatullohi obarokatu brother জাযাকাল্লাহ খইরুন
মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর ভিডিও
অপেক্ষায় ছিলাম.... ❤️
ভালো থাকুক সবার বাবা মা। আমিন
ওইটা আরিফ আজাদ ভাইয়ের ভয়েস না আমার মনে হয়। দোয়া রইলো আরিফ আজাদ ভাইয়ের জন্য। ভালোবাসা অবিরাম প্রিয় ভাই। 🥺💖🥰
কথাগুলোর সাথে বলার ধরনটা অসাধারণ ছিলো।রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানী সগীরা।।।
বাবা মারা গেলো ১৬ দিন।বাবা ছাড়া প্রতি মূহুর্ত অনেক কস্টকর।ভালো থাকুক পৃথিবীর সব মা-বাবা।আর যারা মারা গেছেন সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করেন
ভালো থাকুক পৃথিবীর সকল মা-বাবা🥰😍
jazakallahu khairan
Kotha gula khub dorkar chilo....dhonnobad vai k
আল্ হামদুলিল্লাহ,
মাশা-আল্লাহ,, জাযাকাল্লাহু খইরান,❤️
প্রিয়, আরিফ আজাদ ভাই। ☺️😘
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।(আমিন🌸)
আলহামদুলিল্লাহ।শুভ কামনা রইলো প্রিয় ভাই।
💚💚
আল্লাহ্ আমাদের যাদের মা বাবা বেচে আছে তাদের প্রতি শ্রদ্ধা শীল এবং ভালোবাসার
তৌফিক দান করুক
আমিন
💚💚
amin
জাযাকাল্লাহু খায়ের ভাই,,, আমিন 🤲
আরিফ আজাদ আমার অনুপ্রেরণা। ❤
রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।❤️
Rabbir ham Huma kama rabbayani sagira
Sobai Amar baba r magfirat er Jonno Dua korben.
Lots of love....from sylhet❤❤❤❤❤
কথা গুলো শুনে চোখে পানি চলে আসলো।😔
ভালোবাসা অবিরাম ভাই❤️
হে আল্লাহ... আমাদের সবাইকে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তাওফিক দান করুন এবং মা বাবার জন্য আমাদের হৃদয়ে ভালবাসা বৃদ্ধি করে দিন.......(ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা)....... 💚💚
ভালোবাসি অনেক আমার প্রিয় মা বাবা কে।তাদের ছাড়া জীবন কাটাতে হবে হয়ত। ভাবতেই হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়💔। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার তাদের সুখী করুন। আমার কাজের মাধ্যমে যেন তাদের প্রশান্তি দিতে পারি সেই তৌফিক দিন
আল্লাহ আমি যেন আমার বাবা মার মুখে সব সময় হাসি রাখতে পারি। এই তৌফিক দান কইরো।
Alhamdulillah
Ma sha Allah 💚
আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি প্রিয় ভাই 🖤🤍❤️
আপনার জীবন থেকে নেওয়া সেটা খুব ভাল ভাবেই বুঝতে পেরেছি
প্রিয়, ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।💓💓💓
মাশাআল্লাহ ভাইয়া
Vai aponer khotha sune amakhe kadthe holo😢😢😢vai
আমার বাবা নেই মারা গেছে মা আছে আল্লাহ আমার মাকে ভালো রেখো
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা♥♥
আচ্ছা এই কথাগুলো কি আরিফ আজাদ ভাইয়ার🤔কথাগুলোতে আলাদা ব্যাপার আছে😇🤗
ইয়া আল্লাহ,,🥺❤️
ভালোবাসার আরেক নাম বাবা-মা💖💖
মা মা মা ❤️
এবং
বাবা ❤️
প্রেমিকের আসক্তি যেমন রমণীর,
আসক্তি আমার তার প্রতি যে স্রষ্টা ধরণীর।
-সায়েম
Aj baba chole jawar 40din holo..tomak chara protita muhurto amr kace kostokor laga..abbu..valo theko.
কন্ঠ অনেক মায়াবী,এই কন্ঠের আরো অনেক ভিডিও চাই।
মাশাআল্লাহ ভাই জান। দারুণ হয়েছে।
ইনশাআল্লাহ
Arif Vai Allah bless you
আহ ভিডিও টা দেখে চোখে পানি চলে আসছে
মেয়ে দের কেও তো বাবা মা কত কষ্ট করে মানুষ করে।বিয়ে পরে স্বামীরা যেন স্ত্রীরির মা বাবার জন্য কিছু করতে সাহায্য করে পুরুষ গুলো কে বলে দিয়েন।
ইয়া আল্লাহ
মা-বাবার টাকা নয়!🥀
মা-বাবা থাকাটাই যথেষ্ট.।🌸😊
অসাধারণ লেখা
আল্লাহ তা'আলা আমাদের যাদের মা বাবা বেচে আছে তাদের খেদমত করে আল্লাহ তা'আলা কে সন্তুষ্ট করার তাওফিক দান করুক🤲
চলো বদলাই নতুন করে শুরু করি অতীতের কালো অধ্যায় মুছে দিয়ে রবের আদেশ পালন করে নিজের জীবন কে করি তুলি জান্নাত নবীজির সুন্নাহ পালন করে নিজেকে গড়ে তুলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত উম্মত চলুন বদলাই শুরু করি....
__ মোঃ ছাহিদুর রহমান।
আল্লাহ্ পৃথিবীর সকল মা বাবা কে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও ❤🤲🤗
তোমাকে আল্লার জন্য ভালোবাসি প্রিয় ভাই,,🌹
আলহামদুলিল্লাহ।
ভয়েসটা ভালো।কিন্তু ভয়েসটা রাফিউজ্জামান ভাই দিলে আরো ভালো হতো।
প্রিয় আরিফ আজাদ ভাই, আপনাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি❤️। আপনি আমাদের জন্য অনপ্রেরণা। আপনার ভিডিও এর অপেক্ষায় থাকি, আশা করি একটু রেগুলার ভিডিও আমাদের উপহার দিবেন❤️❤️❤️
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি জানিনা আমার এই কমেন্ট আপনার চোখে পড়বে কিনা।পড়লেও আপনি পড়বেন কিনা।তবে যে দিন এই লেখাটা এফবিতে পোস্ট করেছিলেন, সেই দিন ইচ্ছে করেছিল চিৎকার করে কান্না করতে। কিন্তু আজকে ভিডিও টা দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম। বুকের ভিতর কি রকম ব্যথা সৃষ্টি হয়েছে বুঝাতে পারবোনা। গলায় কান্না গুলো দলা পেকে আছে। কেন জানেন?ঐ যে বললেন এখনো সময় আছে দৌড়ান মা,বাবার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমার সেই সময় গুলো যে অনেক আগে মিটিয়ে দিয়েছে। মা,বাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দেওয়া অশেষ নিয়ামত।এইটা যারা উপলব্ধি করতে পারেনা তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। যারা উপলব্ধি করতে পারে তাদের থেকে মা,বাবা চিরতরে বিদায় নিলে শুধু একটা কষ্ট দাবানলের মতো জ্বলতে থাকবে আমিতো চাইলে আরো অনেক কিছু করতে পারতাম। এই যে আরো কিছু করতে না পারার যন্ত্রণাটা কত যে কষ্টের সেটা বুঝানো যাবেনা।এই কষ্টটা মৃত্যুর আগ পর্যন্ত খুঁড়ে খুঁড়ে খাবে।জানিনা আমার দোয়ার মাধ্যমে কতটুকু শান্তিতে আছে। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন শুধু আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে চাওয়া ওনাদের আত্মা শান্তিতে রাখে।হাশরের ময়দানে আমলনামায় গুনাহ গুলো মোচন করে সোওয়াবের পরিমাণ বেশি হয়।জান্নাতুল ফেরদৌসে পৌঁছাতে পারে এই দোয়াই করি।২০১১তে মা,বাবা এবং ২০২০শে মা,বাবার সমতুল্য ভাইকে হারিয়েছি।তাই একজন ঈমানদার ভাই হিসাবে আপনার কাছে আমার চাওয়া,আমার প্রিয় মানুষ গুলো যেন পরপারে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা শান্তিতে রাখে। সেই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার পরিবারের সকলকে এবং আপনার টিমের সব সদস্যকে ভালো রাখুক এবং হেফাজতে রাখুক। জাযাকুমুল্লাহু খাইরান।
মাগো তোমায় খুব মনে পরে। গত চারটা দিন হাসপাতালের বেড এ শুয়ে তোমার মুখটা খুব দেখতে মন চায় মা।।।।। রাব্বির হামহুমা কামা রববাইয়ানি সাগির
Mashallah
মাহবুব ভাই💕🤲
Offffffffs kotha golo hridoy a gethe geloreeee
Massallah
আল্লাহ সবাইকে বুজার তাওফিক দান করুন আমিন
এই ভয়েসটা জোস💚
রব্বীর হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা💚
🥰🥰🤲ammu 🥰🥰🤲abbu🥰🤲
আমার প্রিয় লেখক আরিফ আজাদ ❤ এবং মিজানুর রহমান আজহারী।♥
SubhanAllah