স্বর্ণ মন্দির বারবার দেখতে যেতে ইচ্ছে করে। ২০১৯ শের ডিসেম্বর মাসে গিয়েছিল। চিনু র ভিডিও দেখে যেন মনে হল আবার সেখানে গিয়েছি। এতো সুন্দর ভিডিও গ্রাফি বলবার নয়। Wagha border গিয়ে সেখানে দেখলাম মানুষ উন্মাদের মত চিৎকার করছে। চিৎকার করার কি আছে বুঝলাম না। জওয়ানরা প্যারেড করছে। সেটাই তো দেখার।
স্বর্ণমন্দির আমি গেছি..... আমার দেখা ভারতের এক অনবদ্য মন্দির .... স্বর্ণমন্দিরের ভিতর প্রবেশ করলে এক আলাদা স্পৃহা শরীরে বয়ে যায়.... মন্দির পরিবেশ খুব শৃঙ্খলা পরায়ণ .... স্বর্ণমন্দিরে ইতিহাস আজও বহমান কিন্তু পার্শ্ববর্তী জ্বালিওয়ানাবাগ শুধু ইতিহাসের কঙ্কাল নিয়ে বিমূর্ত দাড়িয়ে আছে ....
স্বর্ণ মন্দির বারবার দেখতে যেতে ইচ্ছে করে। ২০১৯ শের ডিসেম্বর মাসে গিয়েছিল। চিনু র ভিডিও দেখে যেন মনে হল আবার সেখানে গিয়েছি। এতো সুন্দর ভিডিও গ্রাফি বলবার নয়। Wagha border গিয়ে সেখানে দেখলাম মানুষ উন্মাদের মত চিৎকার করছে। চিৎকার করার কি আছে বুঝলাম না। জওয়ানরা প্যারেড করছে। সেটাই তো দেখার।
অধিকাংশ মানুষ হুজুগে মেতে উঠতে পছন্দ করে।
চিনু দা আপনার ভিডিও বা ছবি সম্পর্কে যতোটাই বলাজায় অনেক কম কি অসাধারণ কাজ আপনার
আপনার দেখা সর্ন মন্দির দেখে মনে হলো অনেক অজানা অনেক অদেখা আজ পূর্ন হলো
ধন্যবাদ। 😊
thank you for sharing
Aruna De. 😊😊😊
স্বর্ণমন্দির আমি গেছি..... আমার দেখা ভারতের এক অনবদ্য মন্দির .... স্বর্ণমন্দিরের ভিতর প্রবেশ করলে এক আলাদা স্পৃহা শরীরে বয়ে যায়.... মন্দির পরিবেশ খুব শৃঙ্খলা পরায়ণ .... স্বর্ণমন্দিরে ইতিহাস আজও বহমান কিন্তু পার্শ্ববর্তী জ্বালিওয়ানাবাগ শুধু ইতিহাসের কঙ্কাল নিয়ে বিমূর্ত দাড়িয়ে আছে ....
tulika banerjee. আপনার বক্তব্যের পুরো বিষয়টি আমার এই তথ্যচিত্রে ধরা আছে। সমকাল ও ইতিহাস দুটোই রেখেছি Script-এ। 😊
Kon hotel?
কোন hotel একটু সেই hotel এর নামে দেবেন
অজস্র হোটেল আছে। গেলে রুম পেয়ে যাবেন।
Amrao next year e jaoar plan korchi... apnara Amritsar kon train e giechilen?? Amritsar Mail chara ki r kono valo train ache??
Sudipta Mondal. রেলের বিষয়টি রেল দফতরের অনুসন্ধান কেন্দ্র ভালো দিতে পারবে।
seta to obossoi....but tao apnar theke jante parle valo hoto... apni kon train e gechilen Amritsar?