Prosno koro na_শাসকের সকল দুর্নীতির চোখে চোখ রাখার স্পর্ধা করে যে গান( Full version)_Pallab Kirtania

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @tukun472
    @tukun472 6 лет назад +181

    ধন্যবাদ শিল্পী ! এই দুর্দিনে আপনি আমাদের সন্মান রক্ষা করেছেন !

    • @souvikchalak114
      @souvikchalak114 3 года назад +5

      কমরেড তোমায় জানাই লাল লাল লাল সেলাম কমরেড

  • @CHALTIKANAAMZINDEGI
    @CHALTIKANAAMZINDEGI Год назад +20

    দারুণ বলে থামলে হবে না। এগিয়ে আসুন নতুন সূর্যের ভোর শুধুই সময়ের অপেক্ষা।

  • @MahfuzArefeen
    @MahfuzArefeen 4 года назад +245

    স্যালুট, এই ধরপাকরের দেশে এমন গান গাওয়া সাহসের ব্যাপার। প্রতিবাদের প্রখর ইচ্ছা আমার মাঝে থাকলেও এতবড় কলিজা এখনও হয়নি যা আপনার এই গানের মাঝে খুঁজে পেয়েছি।

    • @subhradeeppaul2869
      @subhradeeppaul2869 3 года назад +1

      Thik... Ekhane e manush er kache Freedom of speech e nei....

    • @sayanmitra9971
      @sayanmitra9971 3 года назад +4

      Sing again and again

    • @apratimnanda1202
      @apratimnanda1202 3 года назад +1

      নাক্যামি আর কত দেখি

    • @MahfuzArefeen
      @MahfuzArefeen 2 года назад +9

      @@apratimnanda1202 পাকামোর ফল তো চোখে পরছেনা ভাই, কি আর করা, নেকামোই দেখেন।

    • @provashmukherjee6368
      @provashmukherjee6368 2 года назад

      @@apratimnanda1202 Thik bolechen ektu loot e poot e khachi ekhon disturb korche. Amra ettodin kosto kore sob lumpenra mile partyta korechi khabar jonye ekhane badha diche.

  • @debeshadak2778
    @debeshadak2778 2 года назад +15

    কুর্নিশ জানাই পল্লবকে এমন একটি প্রতিবাদী গান উপহার দেওয়ার জন্য ।

  • @MdSohel-si3de
    @MdSohel-si3de 5 лет назад +49

    হৃদয় সুয়ে গেলো,, ১০০% সত্য,, প্রত্যেক শব্দ, প্রত্যেক লাইনে যেন কান্না আর রক্ত মিশে আছে,এমন গান উপার হার দেওয়ার জন্য শিল্পি লেখক সহ সকল কে ধন্যবাদ।

  • @sarzill
    @sarzill Год назад +28

    সময়ের থেকে এগিয়ে থাকা একজন শিল্পীর গান। নয়ত এ গান গাওয়া সম্ভব হত না । সাধুবাদ !

  • @tarunkumarghosh3444
    @tarunkumarghosh3444 2 года назад +18

    আপনার গান, আবৃত্তি দিকে দিকে ছড়িয়ে পড়ে বাংলার নবযুগের সূচনা হউক , এই প্রার্থনা হামেশা রাখি ।।।।

  • @abdulrazzak-ct6ry
    @abdulrazzak-ct6ry 6 лет назад +410

    এই গানের কথাগুলোর মাধ্যমে শাসকদলের সমস্ত রকমের অপকর্ম তুলে ধরার জন্য তোমায় জানাই সংগ্রামী অভিনন্দন ও সেলাম.....✊✊✊

  • @Muhib_recitation
    @Muhib_recitation Год назад +13

    সমসাময়িক বাস্তবতার চমৎকার প্রকাশ। রাস্ট্রিয় সন্ত্রাস, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে যুগান্তকারী প্রতিবাদ। যেন গর্জে উঠেছে কাজী নজরুল। শুভকামনা থাকলো।

  • @tarunkumarpaul8471
    @tarunkumarpaul8471 3 года назад +16

    ভাষা আমাদেরও আছে, কিন্তু প্রয়োগ করবার সাহস নেই। আপনি আপনার এই গানের ভাষার মধ্য দিয়ে আমাদের সাহস যোগালেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আপনাকে স্যালুট জানাই। ভালো থাকবেন। আপনার প্রতিবাদী কন্ঠস্বর বেঁচে থাক অসহায়দের সাহস যোগাতে।

  • @satyajitjoardar9594
    @satyajitjoardar9594 6 лет назад +127

    ঝামা ঘষে দিয়েছেন দাদা,,,, অসংখ্য ধন্যবাদ জানাই,,, এগিয়ে যান

  • @sushantasaha4975
    @sushantasaha4975 5 лет назад +57

    অসাধারণ! খুব সময়োপযোগী..এটি শুধুমাত্র একটি গান নয়। এর মধ্য দিয়ে আমাদের মতন অনেকের মনের কথা তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে পল্লবদা।

  • @Nusratt.Sultanaa
    @Nusratt.Sultanaa Год назад +80

    ২০২৩ এ এসে শুনলাম প্রথম, চমৎকার এই সত্যবচনীয় গানটা। সাধুবাদ শিল্পীকে।

    • @shatavisa1
      @shatavisa1 Год назад +4

      Ami o ei prothom sunlam...darun sotto

    • @PallabKirtaniaofficial
      @PallabKirtaniaofficial  Год назад +3

      অজস্র ধন্যবাদ।

    • @parthasarathibhowmick6802
      @parthasarathibhowmick6802 5 месяцев назад

      আমি ২০২৪ এ প্রথম শুনলাম, অসাধারণ এবং এখনও খুব প্রাসঙ্গিক।

  • @drsarmishthaniyogi8159
    @drsarmishthaniyogi8159 3 года назад +46

    অপূর্ব খুব প্রাসঙ্গিক আজ ! আজকের এই দিন ! দিনটাতেও !! কবি পল্লবের দূরদৃষ্টিকে কুর্নিশ জানাই শত শত বার !!!! অভিনন্দন বন্ধু !!! এ লেখনী আরও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি আমরাও আছি তোমার সঙ্গে !! ----- শুভম্ চরৈবেতি --

  • @karanghosh9522
    @karanghosh9522 4 года назад +372

    2021 সে কারা কারা শুনছেন ? লাইক দিয়ে বুঝিয়ে দিন।

    • @groupxsouthasiatourismtrav668
      @groupxsouthasiatourismtrav668 3 года назад +2

      Saree😁 te😁 tumpa

    • @xyz-rc5yk
      @xyz-rc5yk 3 года назад +2

      Eai gea geai to 0 hoe gelen 😆😆
      Ebar minus e jabe.

    • @provashmukherjee6368
      @provashmukherjee6368 2 года назад

      @@xyz-rc5yk Thik bolechen tar theke baba loot e poot e khao syndicate baji koro at 20 takar pouch to achei chalao.

    • @gopalmitra9767
      @gopalmitra9767 2 года назад +2

      বাস্তব

  • @debabrataghosh8301
    @debabrataghosh8301 5 лет назад +58

    Hats off পল্লব কীর্তনিয়া👌👌🌹🌹

  • @sujitkumarsengupta6714
    @sujitkumarsengupta6714 Год назад +8

    পল্লব কীর্তনীয়াকে সাধুবাদ জানাই এমন সুন্দর একটি গান পরিবেশনের জন্য

  • @দিশারীআইকেয়ারলক্ষ্মীপুর

    স্মৃতির পাতায় মন্তব্য রেখে গেলাম।পরিচিতরা এসে দেখবে গানগুলো আমাদেরও কত প্রিয় ছিলো।
    I left a comment on the memory page. Acquaintances will come and see how much the songs were dear to us.

  • @parthapratimbiswas2263
    @parthapratimbiswas2263 5 лет назад +237

    অনেক তাবর শিল্পী বিকিয়ে গেছে, আর যারা এখনো মেরুদন্ড সোজা রেখেছে তাদের মধ্যে তোমাকে দেখে ভাল লাগছে|

    • @swapanbiswas8081
      @swapanbiswas8081 3 года назад +4

      Thik bolechis dadabhai .
      Swapan Biswas
      Delhi

  • @subhajitmukherjee6150
    @subhajitmukherjee6150 5 лет назад +43

    আপনার কণ্ঠ আর কলম এমন আরো বহুদিন ধরে সৃষ্টিমান থাকুক এই প্রার্থনা করি ...

  • @arpanjana9437
    @arpanjana9437 5 лет назад +17

    খুবই সাহস দরকার বর্তমান সরকারের বিরুদ্ধে বলার জন্য , তোমাকে মন থেকে অনেক শ্রদ্ধা , এরম গান আরো করুন দাদা 🙏🙏

  • @biswasamitava91
    @biswasamitava91 6 лет назад +102

    এতদিন গায়ক হিসেবে পছন্দের তালিকায় ছিলেন। এবার থেকে বুকে থাকবেন পল্লব দা

  • @soumitralahiri9393
    @soumitralahiri9393 3 года назад +35

    So little publicity for this wonderfully talented singer! He deserved much much more than what he got. Maybe, there is one big deficiency in him: he does not know the techniques of bootlicking.
    Hats off to Pallab!
    "দীপ হৃদয়ে জ্বলে,
    নিভে না সে বায়ুবলে...... "

  • @the_dreamer25.
    @the_dreamer25. Год назад +2

    প্রত্যেক টা শব্দ বর্তমানে সময়ের সাথে relate করতে পারছি , মন থেকে ধন্যবাদ দাদা এমন অসাধারন অবদানের জন্য , সমসাময়িক পরিপেক্ষিতে এমন ধরনের আরও গান চাই দাদা 🙏

  • @shimulkanungo9216
    @shimulkanungo9216 3 года назад +8

    অসাধারণ একটি ভিন্নধর্মী গান। দুর্নীতিগ্রস্থ শাসকদের হৃদয়ে ভয় ধরানো গান.।

  • @azizfoysal8191
    @azizfoysal8191 6 лет назад +101

    নপংশুকের যুগে এ এক অবাক পৌরষত্য 👍

  • @shankarnathmajumder
    @shankarnathmajumder 2 года назад +10

    ফিরে আসুক #জীবনমুখী স্বমহিমায়, স্ব-গরিমায়, আবার ঠিক তার নিজের ভূমিকায়...! 🎶
    🌟🌟🌟🌟🌟
    অসাধারণ সুন্দর পরিবেশনা যা অনেকটাই আমাদের অতি পরিচিত বিপ্লবী #সুমন কে মনে করিয়ে দেয়। 👍🏻

  • @nisithmondal4065
    @nisithmondal4065 6 лет назад +175

    বর্তমান সমিজিক ব্যাবস্থাই এই গান এক গুচ্ছ বিদ্রোহের অক্সিজেন, অসাধারণ

    • @parulbegam9966
      @parulbegam9966 5 лет назад

      সমাজ আরও বাংলাদেশে বাঁচাও।

    • @mandiradasmunshi6025
      @mandiradasmunshi6025 4 года назад +2

      Sottie! Asadharon bolleo kom hobe, apnader moto biplobi der je kibhave shraddha janabo,amar jana nei, tobe etuku bolte pari je apnara evabei lorai ta chaliye jan, amra pashe a6i, incilub zindabad

  • @kallolseal2884
    @kallolseal2884 3 года назад +5

    এটা জেনে ভীষণ ভালো লাগলো যে পুরো বাঙালী জাত টাই দাঁত ক্যালানে বাঞ্চারাম হয়ে যায় নি , আপনার মতো দু একটা স্ফুলিঙ্গ এখনো অবশিষ্ট আছে , সাষ্টাঙ্গ প্রণাম আপনাকে 🙏🙏❤️❤️

  • @rikbanerjee878
    @rikbanerjee878 6 лет назад +67

    এটা শুধু গান নয় প্রতিটি মানুষের কথা আপনার মুখে গান হয়ে বেরিয়ে আসছে । আপনি এগিয়ে চলুন দাদা আমরা আপনার সাথে আছি।

  • @sibsekhardas4967
    @sibsekhardas4967 2 года назад +3

    অসংখ্য ধন্যবাদ... বুকের পাটা আছে আপনার | সব ভাতাজীবীদের মধ্যে ব্যাতিক্রমী এক বুদ্ধিজীবী |🙏🙏🙏

  • @alihossan8896
    @alihossan8896 6 лет назад +101

    প্রশ্ন করোনা, প্রশ্ন করোনা, বলে তো সব প্রশ্নই করে ফেললেন দাদা!
    এখন যদি আপনার সাত বছরের জেল আর তিন দিনের ফাঁসি দিয়ে দেয়, শাসকেরা?????
    আশির্বাদ রইলো দাদা, যাতে শাসকদের এইসব অপ-কর্ম হতে তোমাকে ঈশ্বর রক্ষা করে রাখে।
    আগামীতে এই রকম আরোও প্রতিবাদী স্তবক তোমার কন্ঠে গান আকারে শুনতে পাই।।
    বাংলাদেশ হতে তোমাকে জানাই অ-কৃত্তিম ভালোবাসা ও অভিনন্দন।।

    • @sushobhanchowdhury6413
      @sushobhanchowdhury6413 5 лет назад +3

      ভালো বলেছেন। বাঙালিদের প্রশ্ন করার ক্ষমতা কমে যাচ্ছে ধীরে ধীরে।

    • @CHALTIKANAAMZINDEGI
      @CHALTIKANAAMZINDEGI Год назад

      খুব সুন্দর বলেছেন। এগিয়ে আসুন নতুন সূর্যের ভোর শুধু সময়ের অপেক্ষা।

  • @surechhande1949
    @surechhande1949 5 лет назад +5

    অনেক ধন্যবাদ ভালো ভাবে বিষয়গুলো তুলে ধরার জন্য, আশাকরি একইভাবে বর্তমানের কেন্দ্রীয় সরকারের একই বিষয়গুলো নিয়ে এমনি গান রচনা হবে এবং গেয়ে বিখ্যাত হবেন.

  • @abdulmomin4393
    @abdulmomin4393 5 лет назад +22

    প্রশ্ন করি আর তাই মাওবাদী। ভালোবাসা রইলো দাদা। আরো বেশি বেশি এমন গান চাই। বাংলাদেশ থেকে বলছিলাম।

  • @abdulsamadsk9444
    @abdulsamadsk9444 3 года назад +32

    এই গান শুনলে আমার মনের বিশ্লবী মনোভাব বিকশিত হয় ৷ I like song .

  • @somnathmukherjee1237
    @somnathmukherjee1237 Год назад +7

    একটি অসাধারণ জীবন গান! শিল্পীকে অভিনন্দন ।👍👍👍 🙏🙏🙏

  • @mdmiraz3760
    @mdmiraz3760 5 лет назад +18

    স্যালুট বস
    যার যার স্থান থেকে এভাবে যদি
    একটু পা বারাই তাহলে এক দিন ঠিকি আলোকিত সূর্যটা আনতে পারবো।

  • @sagarroy2483
    @sagarroy2483 6 лет назад +19

    এই রকম প্রতিবাদী গান আরো চাই দাদা ।।। তাহলে দেশবাসী প্রতিবাদী হয়ে উঠবে .. thanks a lot for giving this song.....

  • @gopalchandramandimostbeaut3688
    @gopalchandramandimostbeaut3688 2 года назад +3

    পল্লব কীর্তনীয়া মহাশয় অসাধারণ গান শুনে ভালো লাগল।

  • @ashisdas2246
    @ashisdas2246 2 года назад

    আমাদের সেই হারিযাওয়া পল্লব!কি ভীষণ আনন্দ হচ্ছে এতদিন পর দেখে।কিন্ত পল্লব কোনো উচ্ছ্বাস ই তো আমাদের জন্য নয়।গানে লেখায় শ্লোগানে সোচ্চার প্রতিবাদে
    পল্লব সময় হয়েছে,আবার দেখা হবে।

  • @tapabratamukherjee4968
    @tapabratamukherjee4968 4 года назад +8

    পাঁচটা মিটিং যা পারে না, একটা গান তা পারে। মন ভালো হয়ে গেলো।

  • @kanikamandal8906
    @kanikamandal8906 2 года назад +4

    এ যুগের সত্যিটা তুলে ধরেছেন আপনি....অনেক অনেক ধন্যবাদ আপনাকে....🙂🙏🏻🙏🏻

  • @amaleswartalapatra708
    @amaleswartalapatra708 Год назад +2

    অভিনন্দন আপনাকে। প্রেরণা সৃষ্টিকারী গান।ঘুম ভাঙুক মানুষের।

  • @SouravDas-tg5if
    @SouravDas-tg5if 5 лет назад +47

    আমি রাজনীতি কে ঘৃণা করি। কথাগুলো সত্যি । কিন্তু প্রত্যেকের দুর্নীতি গুলো তুলে ধরে সাধারণ মানুষকে বুঝিয়ে দিন।

    • @asishray661
      @asishray661 2 года назад

      রাজনীতিকে ঘৃণা করেন বলেই আজ আমাদের রাজ্যের এই দুরাবস্থা।
      অন্য লোকে শাসকের চোখে চোখ রেখে দুর্নীতি তুলে ধরবে আর আপনি মজা দেখবেন!

  • @shyamsadhukhan.bharat
    @shyamsadhukhan.bharat Месяц назад +2

    ভালো থাকবেন ❣️ আয়নায় সমাজ দেখানোর জন্য আপনাকে কুর্নিশ ❤

  • @domar24news
    @domar24news 5 лет назад +82

    ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবার জন্য প্রযোজ্য

    • @mohammedshahjahan1959
      @mohammedshahjahan1959 5 лет назад

      শিল্পীর বাড়ী মনে হয় ভারত

    • @shoharabshamim8837
      @shoharabshamim8837 5 лет назад +2

      বাংলাদেশের সঙ্গে গানটা সবচেয়ে বেশি যায়।

    • @baburao6381
      @baburao6381 5 лет назад +1

      Katatar tai just gechche ei upomohadesh er opor noyto sobhab choritro sobtai ek e

    • @Tanvirrafi1
      @Tanvirrafi1 3 года назад

      Only bd

  • @samratsarkar1445
    @samratsarkar1445 5 лет назад +11

    গানটি সম্পর্কে একটা কথাই বলা যায়, আর সেটা হল বর্তমান সময়ের বাস্তবতা। চালিয়ে যাও গুরু।

  • @sandhyasripal229
    @sandhyasripal229 5 лет назад +8

    অপূর্ব সুন্দর। সারা দেশে এই গানটি সকলকে শোনানো দরকার, চারিদিকে মাইক বাজিয়ে।

  • @anwarhossain-si2tg
    @anwarhossain-si2tg Год назад +2

    অসাধারণ সুন্দর গান শুনলাম বাংলাদেশ থেকে।
    লাভ ইউ দাদা ❤

  • @alokechakraborty3773
    @alokechakraborty3773 6 лет назад +264

    চালিয়ে যাও দাদা। এই গান শোনার পর যদি মেরুদন্ড হীনগুলো একবার মাথা উঁচু করে বাঁচার স্বাদ পায়।

    • @itsneel4340
      @itsneel4340 5 лет назад

      Moteo na

    • @mandiradasmunshi6025
      @mandiradasmunshi6025 4 года назад +4

      Lal selam dada

    • @srijaniroy238
      @srijaniroy238 2 года назад

      Seta hobe na dada... krn ghush diye sob opokarmo ekmatro ei mahamanyo amole ei maf hote pare... sokale jara birodhita, vote box e tarai beimani korbe.... r rigging er kotha to boltei hbe na.
      Hotasha, khov r lojja chara kichhu nei...
      Amonki etao bojhe na j chakrir ja obostha holo, tate next generation r jonno kono asset e roilo na.....
      Budhhihin bolbo na dhandabaj bolbo bolun to??

    • @avirajghosh7942
      @avirajghosh7942 2 года назад

      দাদা ৩৪ বছরে বাংলায় কারোর মেরুদন্ড ছিল বলে আমার মনে হয় না আর যাদের ছিল তাদেরও মেরুদন্ড পুলিশ মেরে ভেঙে দিত । { ২১ শে জুলাই, সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রাম, বিজন সেতু } ইত্যাদি এখন বাংলায় সব মেরুদন্ড সোজা করে বা মাথা উঁচু করে বাঁচে । 💙🤍💚
      জয় বাংলা 💙🤍💚

  • @moumukherjee9613
    @moumukherjee9613 6 лет назад +3

    জিও দাদা জিও।আমি এমনিতেই তোমার ভক্ত,এই গানটা শোনার পর মনে হচ্ছে,সামনে থাকলে একটা প্রণাম করতাম।আর গলা মেলাতাম।তুমি সম্বোধন করলাম,অনুমতি ছাড়াই।কারণ আমি শ্রদ্ধা করি দাদার মতন করে।আরও শুনতে চাই।পিপাসা বেড়ে গেলো।গানটাকে ছড়াতে হবে।স্তাবকদের শোনাতে হবে।দেখুক শুনুক প্রতিবাদ,সাহস কাকে বলে।

  • @sudipomghoshvlogs
    @sudipomghoshvlogs 3 года назад +4

    অনেক বছর আগে আপনার লাইভ অনুষ্ঠান দেখে ছিলাম আর আপনার ফ‍্যান হয়ে গেছিলাম। আমি তখন ইয়ং ছিলাম।
    আজ এত বছর পর আপনাকে ইউটিউবে পেয়ে সাবসক্রাইব করলাম। আর মন দিয়ে গান গুলি শুনব🙏🙏🙏🙏🙏

  • @arunpramanik9206
    @arunpramanik9206 Год назад +2

    কারোর সঙ্গে কারোর তুলনা চলে না । তবু ও বলছি আপনি এ যুগের নচিকেতা। বাংলা আজ শেষের পথে । সকলে এক সঙ্গে গর্জে উঠুন।

  • @TheBongMusafir
    @TheBongMusafir 3 года назад +14

    ভালোবাসার আরেক নাম লালঝাণ্ডা.. ✊

  • @mr.purulia349
    @mr.purulia349 2 года назад +80

    2022 এ কে কে শুনছেন লাইক করে যান ❤️❤️❤️ সুন্দর একটা গান 😌🌚

    • @arunpramanik9206
      @arunpramanik9206 Год назад

      এটা শুধু গান না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ।

  • @mahamudulkobir4030
    @mahamudulkobir4030 5 лет назад +5

    আল্লাহ পাক আমাদের স্বাধীন ভাবে পৃথীবিতে পাঠিয়েছে।সত্ বুদ্ধি মত্তার সাথে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে সবার।

  • @nisithghosh8507
    @nisithghosh8507 5 лет назад +6

    অকপট সত্যি কথা ,যা গানের মাধ্যমে শ্রুতি মধুর হয়েছে। মুখোশ খুলে গেছে।

  • @sahidul__sekh
    @sahidul__sekh Год назад +3

    যতবার গানটা শুনি ততবার মনে একটা আলাদা অনুভব হয় সত্যি গানটা সেরা 🔥

  • @subirbhowmik4193
    @subirbhowmik4193 Год назад +6

    ধন্যবাদ শিল্পী আপনার হৃদয় ভরে যাওয়া গানের জন্য

  • @ayeshamandal9369
    @ayeshamandal9369 5 лет назад +56

    আমাদের আগামী নজরুল❤️❤️

  • @AVIRAJGHOSH-lo2cc
    @AVIRAJGHOSH-lo2cc 11 месяцев назад

    সেলুট আপঁআকে পল্লববাবু আপনার গান শুনে ৩৪ বছরের বাম আমলের কথা মনে পড়ে গেল । 💚💙
    ইনক্লাব জিন্দাবাদ ❤❤❤
    জয় হিন্দ ❤❤❤
    জয় বাংলা 💙💚

  • @kazikamruzzaman8033
    @kazikamruzzaman8033 5 лет назад +12

    Lal selam from Bangladesh!

  • @polyghoshsubhangyghosh6cro452
    @polyghoshsubhangyghosh6cro452 5 месяцев назад +2

    আপনাকে সেলুট দাদা এই গানের কথা গুলো সব সত্যি, খারাপ কাজ কর্ম গুলো আমাদের চেয়ে চেয়ে দেখতে হবে সাধারণ মানুষের

  • @kalyankundu6644
    @kalyankundu6644 4 года назад +7

    A very beautiful and relevant song. More like this is needed
    Thank you. Prof Kalyan Kundu Paschim Pally Santiniketan.

  • @priankamitra4611
    @priankamitra4611 5 лет назад

    Ami frist gan sune fan hoye gelam

  • @sumankoley478
    @sumankoley478 3 года назад +5

    কলম থেকে ঝরুক আগুন. সুর ছুঁয়ে যাক সব মন. কন্ঠ হোক দীপ্তমান

  • @AbdurRahman-ls9vk
    @AbdurRahman-ls9vk 5 месяцев назад +2

    গত দুইদিন যাবত আমার দুলাভাই গানটা অনেকবার শুনতেছে..
    ফার্স্টে বুঝতেছিলাম না গানে কি বলতাছে।
    সেলুট আপনাকে এমন গান বানানোর জন্য।
    ২৭.০৭.২০২৪

  • @Midnightaudiostation
    @Midnightaudiostation 5 месяцев назад +3

    Rg kar er somoi rastai darie gaan ta jeno aro besi bastob mone hochhe❤

  • @motherdaughtersong4661
    @motherdaughtersong4661 11 месяцев назад +1

    অসাধারণ অসাধারণ। ❤

  • @d.ganguly7531
    @d.ganguly7531 5 лет назад +20

    Brilliantly composed song, keep it up ,. Inspite of all this the corrupted people will remain shameless.

  • @aruppoali3267
    @aruppoali3267 Год назад +2

    আজ আবার শুনছি , আমার মত আর কে কে শুনছো পঞ্চায়েত ভোটে দেখে ।

  • @ruponchowdhury9775
    @ruponchowdhury9775 6 лет назад +7

    আপনার লেখা আর আবৃত্তির সাথে পূর্বপরিচয় ছিল। গানের খবরটা পেলাম এই গানটার মাধ্যমে। আপনার চ্যানেলে ইন করে আরও একটা গান শুনলাম। অসাধারণ!এত সুন্দর ভাবে বিষয়, কাব্য, শব্দচয়ন, সুর এবং উপস্থাপনার একসাথে উপস্থিতি আসলেই মুগ্ধ করে ফেলল।আরও সাধুবাদ আপনার চেতনা, মুক্ত মানসিকতা এবং সাহসিকতার জন্য। আরও গতিময় হোক আপনার সৃষ্টি জীবন। ভালো থাকবেন দাদা সব সময়।

  • @dutt661
    @dutt661 5 месяцев назад +1

    what a masterpiece to listen in the recent scenario.getting amazed how come someone write this song in such a way 6 years ago...really appreciate your effort.real face of protest through music

  • @srikantachoudhury6100
    @srikantachoudhury6100 6 лет назад +38

    শাসকের চোখে আঙ্গুল দিয়ে খোচা মারা গান।
    এই সরকারের পক্ষে এই গানটি যথেষ্ট নয় আরো গান শুনতে চাই।

  • @debasisghosh5676
    @debasisghosh5676 3 года назад +1

    দারুণ পল্লব বাবু অনেকদিন পর একটা সুন্দর গান শুনলাম ।। ভাল থাকবেন ।।

  • @sabreena8097
    @sabreena8097 3 года назад +6

    গান টা প্রথম শুনেছিলাম আবরার ফাহাদ খুনের পরে! তখন থেকেই খুব ভালো লাগে গানটা,❤💜

  • @debapriyasen9019
    @debapriyasen9019 3 года назад +1

    Apanar merodunto ta akhono thik ache dekhe khub gorbo hoi :) Anek anek valobasa.

  • @DeepakRaj-fd5ni
    @DeepakRaj-fd5ni 5 лет назад +4

    মানতে হবে দাদার বুকের পাঠা আছে।আপনি সমাঝের মুখোস খুলে দিয়েছেন এগিয়ে চল আমরা আপনার সাথে আছি।

  • @anupbasu1907
    @anupbasu1907 2 года назад +2

    চার বছর আগের গান অথচ কত প্রাসঙ্গিক বর্তমান সময়ে!!!

  • @MrGhoshCS01
    @MrGhoshCS01 4 года назад +14

    দাদা আমি তোমার চ্যানেলটা আজ প্রথম ভিজিট করলাম। কয়েকটা গান শুনলাম সত্যি খুব ভাল লাগলো এবং তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম । 🔥🔥🔥

  • @SB-tp2jv
    @SB-tp2jv 5 месяцев назад +2

    এক দফা এক দাবী = মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ✊️

    • @samantaivri
      @samantaivri 4 месяца назад +1

      Daini..

    • @SB-tp2jv
      @SB-tp2jv 4 месяца назад

      @@samantaivri ঠিক বলেছেন।

  • @chandreyigupta7413
    @chandreyigupta7413 Год назад +4

    এই গানটি অনবদ্য। শিল্পী কে অনুরোধ "ধার্মিক চাটছে রক্ত" এই গানটি শোনাবেন?

  • @mrityunjoykumardas7566
    @mrityunjoykumardas7566 3 года назад

    Aajker denear janya appropriate.
    Hats off to Pallab Da.

  • @royalegamer477
    @royalegamer477 3 года назад +4

    Aj bujhte parlam ei ganer asol mormo 👍👏👏

  • @amritadutta4245
    @amritadutta4245 Год назад

    Dada asadhorn kotha ganer madhome bolle salute dada tomay

  • @rajdeepbenerjee7124
    @rajdeepbenerjee7124 Год назад +1

    অনেক দিন পর শুনলাম, খুব ভালো লাগলো স্যার.... ভালো থাকবেন

  • @ujjwalghosh9496
    @ujjwalghosh9496 3 года назад +7

    Kudos... Pallav Kirtaniya is the reformed version of Suman.... Love you ❤

  • @Hindutta960
    @Hindutta960 3 года назад +1

    Khub sundor aro agiya chalo amra sathe achi

  • @MUSA-ky3fe
    @MUSA-ky3fe 5 лет назад +3

    গানটা বার বার শুনি। মানুষ এমন কেন।তারা অবিনশ্বর নয়। এত অল্প সময়ের এত বাহাদুরি কেন।মানুষ কে ভালবাসার মধ্যে আছে চির শান্তি আর এক অক্রিতিম ক্ষমতা এটা কেন মানুষ হয়ে বুঝতে চায় না।মানুষ হলে তো বোঝার কথা।

  • @souvikkumarroy8136
    @souvikkumarroy8136 4 года назад

    Osadharon Gan Dada. Banglar Sasok doler mukhosh khule geche . Anek Anek Obhinandan

  • @anjonroy6632
    @anjonroy6632 5 лет назад +101

    2019 এ কে কে শুনচ্ছেন?

  • @barryallen7223
    @barryallen7223 11 месяцев назад +1

    dom lage boss sashoker mukhe jhama ghoshe erom ekta gaan banate salute

  • @suvojitroy6359
    @suvojitroy6359 6 лет назад +51

    লড়াই জারি থাকুক রাস্তায় আছি, আপনার গান আমাদের আরো কাজে লাগবে

  • @networkmar1357
    @networkmar1357 3 года назад +2

    অসাধারণ, এই ভাবেই মানুষের কাছে পৌঁছে যাক বার্তা

  • @musachy
    @musachy 5 лет назад +5

    লিরিক, সুর একদম জমেছে স্যার❤❤❤🇧🇩🇧🇩🇧🇩

  • @krishnaprasadmondal5385
    @krishnaprasadmondal5385 3 года назад

    Chali e jao amar a pase achi,,,,,lal salam jindabad

  • @nirmalghosh6208
    @nirmalghosh6208 3 года назад +4

    A revolutionary salute to you, Long live UNITED farmers movement

  • @শ্রুতি-বৃত্তি-গ৫ঞ

    শাব্বাস!গণ সচেতনতা বৃদ্ধি পায় যেন এইটুকু শুধু চাই।

  • @rakeshsardar9722
    @rakeshsardar9722 3 года назад +8

    দাদা আমি বিজেপি পার্টি কে সাপর্ট করি।
    কিন্তু এই গান টার সাথে আমি একমত।।
    ভালো থাকুন দাদা।

    • @sanatanitv108
      @sanatanitv108 2 года назад

      গানটা সাথে একমত তো হবেই রাম 🧡বাম ❤️দুজনেই তো একি । একই কয়েনের এপিঠ ওপিঠ । একজন সাম্প্রদায়িক আরেকজন সন্ত্রাসবাদী । 💙🤍💚
      জয় বাংলা 💙🤍💚
      বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 💙🤍💚
      অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 💙🤍💚
      মা মাটি মানুষ জিন্দাবাদ 💙🤍💚
      তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 💙🤍💚
      তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ 💙🤍💚

    • @abdulrazzak-ct6ry
      @abdulrazzak-ct6ry 2 года назад

      @@sanatanitv108 এই রাম পার্টির সঙ্গে জোট করে তো আজকের মূর্খমন্ত্রী তখন রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী হয়েছিলো। তখন তারা ভালো ছিল? আর রইলো কথা বাম পার্টির, তারা আজ অবধি না কখনো বিজেপির সঙ্গে জোটে গেছে না সরকার গড়েছে, কালও বিজেপি বিরোধী ছিলো, আজও আছে এবং সারাজীবন তাই থাকবে।
      তোমার বঙ্গ জননী (?) কে একবার ICU তে ভর্তি হতে দাও না দেখবে মদন-সৌগত-ববি-অরূপ-জ্যোতিপ্রিয়-পরেশ-সুদীপ-শান্তনু এরা চাঁদা তুলে মারবে ভাইপো বন্দ্যোপাধ্যায় কে।

    • @bansarimukhopadhyay1209
      @bansarimukhopadhyay1209 9 месяцев назад

      নির্লজ্জ কোথাকার।

  • @bapikazi2173
    @bapikazi2173 3 года назад

    Dada upni amader Moner kothata khub Sundar vabe tule dhorechen.upnake osonkho dhonnobad