রুট ক্যানেল করা দাঁতে ক্যাপ করা কি জরুরি ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 769

  • @nazmulalam2680
    @nazmulalam2680 5 дней назад

    আপনার সেবামূলক আলোচনা সত্যিই অনেক ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ

  • @Reazulrhh
    @Reazulrhh 10 месяцев назад +6

    SIR....আপনার বুঝিয়ে গুছিয়ে গাছিয়ে কথা বলা অনেক ভালো লাগে। আর আমাদের ও বুঝতে খুবি সহজ হয়।
    ধন্যবাদ আপনাকে........

  • @mohamedbelal9496
    @mohamedbelal9496 2 года назад +25

    ভাই আপনার বুঝিয়ে গুছিয়ে গাছিয়ে কথা বলা অনেক ভালো লাগে। আর আমাদের ও বুঝতে খুবি সহজ হয়।
    ধন্যবাদ আপনাকে

  • @rabeyabosriruna6573
    @rabeyabosriruna6573 Год назад +2

    Ami ekjon dentistry er students apnar video gulo dekhe onek kisui prosno sundor vabe bujhee utha jay...thankyou so much😊

  • @shilpichatterjee9675
    @shilpichatterjee9675 7 месяцев назад +8

    বাহ্ এতো বিনয়ী স্বভাবের ডাক্তার প্রতিটি হসপিটালে দরকার। ধীরে ধীরে বুঝিয়ে বললেন,বুঝতে কারোই কোন অসুবিধা হলোনা।খুব ভালো থাকুন শুভকামনা ❤

  • @FirozZaman-d2s
    @FirozZaman-d2s 2 месяца назад +1

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং অনেক উপকারি❤

  • @manabrakshit5352
    @manabrakshit5352 9 месяцев назад +3

    দারুন ভালো লাগলো।আপনার সুন্দর ভাবে বর্ণনা।

  • @asutoshdey6650
    @asutoshdey6650 9 месяцев назад +1

    এক কথায় অসামান্য স্যার এবং আপনি বুঝানোর পারদর্শী এবং অভিজ্ঞ❤❤❤❤

  • @spostobadi7993
    @spostobadi7993 3 года назад +5

    Last week I have done my root canal & my doctor explained to me a lot of things but ur video is really great

  • @fazlurrahman5318
    @fazlurrahman5318 3 года назад +6

    আপনি খুব সুন্দর করে বুঝাতে পারেন খুব সহজে আপনার কথা বুঝতে পারি স্যার,, আপনার চেম্বার কোথায় বলবেন প্লিজ ?

  • @imonhossain6766
    @imonhossain6766 2 года назад +2

    আলহামদুলিল্লাহ , আপনার কথাগুলো বুঝতে আমাদের খুব ভালো লাগছে . . . .
    Thanks sir

  • @PRASENJIT449
    @PRASENJIT449 11 месяцев назад +1

    আপনি সুন্দর ভাবে বুঝিয়ে বলেন ।

  • @mdshimulHossainBS
    @mdshimulHossainBS Год назад +4

    স্যার আপনাদের স্থান মা বাবার পরেই, পৃথিবীর সবচেয়ে চেষ্ট পেশায় নিয়োজিত আছেন। এভাবে অনেক দিন পর্যন্ত মানুষের সেবা করুন দোয়া করি।

    • @mdshimulHossainBS
      @mdshimulHossainBS Год назад

      স্যার আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে? প্লিজ স্যার। আপনার সাথে যোগাযোগ এর কোন উপায় নেই।

  • @jannatulnodi7625
    @jannatulnodi7625 Год назад +5

    আপনার এই পরামর্শ আমরা খুব উপকৃত হব।❤

  • @maksudpaarvez9644
    @maksudpaarvez9644 Год назад +4

    পরিস্কার ও চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ।

  • @shabanaazmi692
    @shabanaazmi692 3 года назад +1

    Sotti apner video dekhar por onk shahosh pelam RCT korar jonno great sir onk thanks 🌼🤍

  • @KajalSk-mo5om
    @KajalSk-mo5om 8 месяцев назад +2

    ভাই আপনার কাছে আমার অনুরোধ আপনি আমাকে একটু বলুন কতটুকু পরিমান দাঁতের গর্ত হলে লাইট কিওর কম্পোজিট ফিলিং করা যাবে

  • @mdrahad6250
    @mdrahad6250 Год назад +2

    আপনার ভিডিও গুলো আমাদের জন‍্য খুবই উপকার হয় ধন্যবাদ স‍্যার।আপনার চেম্বার টা কোথায় স‍্যার?

    • @drarifurrahman
      @drarifurrahman  Год назад +1

      *Holy Dental Care*
      Niloy 14 (2nd floor), Chowhatta, Sylhet
      (Beside ABC Diagnostic & Above Pioneer Dental X-ray)
      ☎ / whatsapp +8801970790020
      Like us for more update facebook.com/holydental/

  • @enamulhaqueattari5322
    @enamulhaqueattari5322 3 года назад +6

    আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক।

  • @RakibIslam-sf5im
    @RakibIslam-sf5im 2 года назад +3

    স্যার আপনি অনেক মহান!

  • @প্রকৃতিপ্রেমি-ব৪জ

    আমার দুইটি দাঁতে প্রচন্ড ব্যাথা অনুভব করছি কিছুদিন থেকে।
    যার কারণে শরীরে তীব্র জ্বর এসেছে।
    দাঁতের চিকিৎসা করার জন্য দেশে আসতেছি। গত ৩/৪ মাস আগে ভাজা সিমের বীজ খাওয়ার সময় একটি দাঁতের ভেতরের সাইড ভেঙ্গে যায় কিন্তু আজ এখন খুব ব্যাথা অনুভব করছি।
    আরেকটি দাঁত ঠিক একিরকম ভাবে ছিদ্র হয়ে যাওয়ার পরে কিনারা থেকে ভেঙ্গে যায়।
    তারপর ব্যাকফিলিং করি ৩ বছর পরে এখন খুব ব্যাথা হচ্ছে।
    দুইটা দাঁত রূট ক্যানেল করতে কত টাকা খরচ হতে পারে?

  • @imteajulabedin207
    @imteajulabedin207 8 месяцев назад

    আসসালামু আলাইকুম
    স্যার, আমার উপর নিচে মিলে সামনের ৯টা দাঁত এক্সিডেন্টে হারিয়েছে আজ ২ বছর। এখন আমি সব গুলা ব্রিজ করতে চাচ্ছি। আপনি সম্ভবত ঢাকা থাকেন না,আপনার চিকিৎসা নিতে পারলে ভাল হত। আপনি যেহেতু ঢাকায় বসেন না সেহেতু আপনার মত একজন ভালো ডাক্তারের ঠিকানা দিলে খুব উপকার হত। দয়া করে একটা পরামর্শ দিবেন

  • @drjasimbd
    @drjasimbd 2 года назад

    আসসালামু আলাইকুম আপনার লেকচার খুবই ভালো লাগে। তবে ডেন্টাল চিকিৎসার ম্যাটেরিয়াল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে। সকল ডাক্তারগন এবং পেশেন্ট অপচিকিৎসা থেকে মুক্তি পেত। এবং প্রকৃত চিকিৎসার বিস্তার ঘটে। প্রতিটা ডেন্টাল চিকিৎসার। কি কি মেডিসিন প্রয়োগ করতে হয়। তা নিয়ে দয়া করে একটা ভিডিও তৈরি করুন।

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад

      নিচের ভিডিও দুটো এ প্রসঙ্গে
      ruclips.net/video/l3yAAJI0ZZ0/видео.html
      ruclips.net/video/i9DpjaO1RZU/видео.html

  • @bobyghose3142
    @bobyghose3142 2 года назад +2

    Dr. আমি ভালো কোন টুথপেষ্টের সাজেশন চাচ্ছি,,,,,,, যা ব্যবহার করলে,দাঁতের দাগও ধীরে রিমোভ হবে এবং দাঁত স্বাস্থ্যগত দিক থেকেও ভালো থাকবে,,,,

  • @arjuctg6462
    @arjuctg6462 2 года назад

    Sir apni kub sundor Kore guchiye kota bolen dhonnobad

  • @সাদ্দামহুসাইন-ট২ঘ

    স্যার
    আমি গাজীপুর থেকে বলছি
    আমার সামনের উপরে দুইটা দাঁত রুট ক্যানেল করা ১ বছর হল
    কোন ক্যাপ পরালে ভালো হবে। এবং খরচ কেমন হবে এবং কতদিন ভালো থাকবে। একটু বিস্তারিত আমাকে বলবেন স্যার প্লিজ

  • @mohammadafzalhossen351
    @mohammadafzalhossen351 3 года назад +2

    স্যার আপনার ভাষা অনেক প্রাঞ্জল,,আমাদের অনেক উপকারে আসে

  • @UmmeHabiba-pl9hr
    @UmmeHabiba-pl9hr 2 года назад +1

    Learnt from u many things about root canel. Alhamdulillah

  • @grgr5096
    @grgr5096 Год назад

    স্যার দাত উঠাতে লেজার ট্রিটমেন্ট এ কি কোনো প্রবলেম হয়? রংপুরে একজন ভাল ডক্টরের নাম বলবেন? আমি একখানে দেখাইছি(মুসা সিদ্দিক জুয়েল) যেখানে ৮ নং দাত উঠানো ১৫০০০ টাকা।অনেক বেশি

  • @md.monirulislam7193
    @md.monirulislam7193 23 дня назад

    আমার একটা দাঁতের ২৫% ভেঙে গেছে এমতাবস্থায় কি করতে পারি? রুট ক্যানেল না ক্যাপ কোনটা আমার জন্য প্রযোজ্য.

  • @abhijitray9933
    @abhijitray9933 10 месяцев назад +3

    আমার রুট ক্যানেল করার পরও ভীষণ যন্ত্রণা করছে প্রায় পনেরো দিন ধরে। আমি পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখছি

    • @drarifurrahman
      @drarifurrahman  10 месяцев назад +1

      ruclips.net/video/0ZYCSoHabIg/видео.html

  • @Shahadat-lp7vb
    @Shahadat-lp7vb Год назад

    বয়স ২১ আমার মারির একটা দাতে চারপাশে ভালো আছে, কিন্তু মাঝখানে ক্ষত হইছে,ডাক্তার বলছে রুট ক্যানেল করার পরে নাকি ক্যাপ দিতে চায়,আমি তো বাহিরে যাবো সেক্ষেত্রে আমার কি করলে ভালো হবে, জানাবেন প্লিজ

  • @mdnaimpathan7302
    @mdnaimpathan7302 Год назад

    আচ্ছা ক্যাপ করানো এই দাত গুলো দিয়ে কি আগের মত খাওয়া দাওয়া এবং কাজ-কর্ম, খেলা ধুলা, বাড়ি পুজা কোনো কাজ করা যাবে নাকি...? একটু পরামর্শ চায়..?

  • @monjurulislam6863
    @monjurulislam6863 Год назад

    আসসালামু আলাইকুম ভাইয়া।অনেক অনেক উপকৃত হলাম

  • @mdshojol197
    @mdshojol197 5 месяцев назад

    স্যার পেছনের দাঁতে, উপরে এবং নিচে দুইটাতে মাচের কাটা ডুকছিলো,,, নিছের টা RCT করিয়েছি,,ডাক্তার বলছে উপরের টাও RCT করতে হবে,, কিন্তু আমার দাতে কোন রকম ব্যাথা নেই,,আমার কি মাঝে গর্ত করা হয়েছে আমার কি ক্যাপ জুরুরি???

  • @SASajjadfire
    @SASajjadfire 2 месяца назад

    আমার দাঁত একটা রুটক্যানেল করে, রাখছি, এখন এক বছর চেয়ে বেশি হচ্ছে, কিন্তু এখন,, আমার দাঁত একবারে দুই তিনটা মারির গোড় বিশ হয়ে গেছে,, কি করা সম্ভব জ্বালা যন্ত্রনা ও বেশি

  • @eyasinislam3224
    @eyasinislam3224 Год назад

    ক্যাপ করার পর ব্যথা অনুভূতি হলে
    দাতের ব্যথার ঔষধ খাওয়া যাবে?

  • @khanbokul2568
    @khanbokul2568 Год назад +1

    Assalmualikum , 2/4 dat na Thakle BCS ba other Civil job a Nibe?( Deffence Vathitao) please ,Bolben.

  • @yonuskhan4048
    @yonuskhan4048 2 года назад

    আসসালামু আলাইকুম। আমার রুট ক‍্যানন করা দাতে টপকে ও মাঝে মাঝে বেথা লাগে কেন। আমি কিভাবে বুজব আমার রুট ক‍্যানন সঠিকভাবে হয়েছে।জানালে উপকার হবে। অপেক্ষায় রইলাম।

  • @SmilingArcticBirds-re7pj
    @SmilingArcticBirds-re7pj 2 месяца назад

    স্যার আমার দাঁতে সমস্যা পোকায় খেয়ে মাঝ খান দিয়ে মাড়ি ধরো গেলো এখন মাংস ধরো গেছে এখন রক্ত বের হয় আমার দাত কি রাখা যাবে নাকি নাকি তুলে ফেলতো হবে

  • @belalahmed8142
    @belalahmed8142 3 года назад +3

    ধন্যবাদ স্যার, দাত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারলাম আপনার এই ভিডিও এর মাধ্যমে।

    • @rohithasan1729
      @rohithasan1729 3 года назад +1

      ধন্যবাদ স্যার,,আমি রুট কানেল করে ১১ বছর আগে ক্যাপ করেছিলাম,কিন্তু এখন সেই ক্যাপ নষ্ট হয়ে গেছে, এখন কি পুনরায় রুট কানেল করতে হবে? নাকি শুধু কাপ করলেই হবে

    • @drarifurrahman
      @drarifurrahman  3 года назад +3

      এক্সরে করে দেখতে হবে যে দাঁতের গোড়া ঠিক আছে কি না। ঠিক থাকলে শুধু ক্যাপ নতুন ভাবে করে নিলেই হবে

    • @shajahan3237
      @shajahan3237 3 года назад

      @@drarifurrahman ভাই পিলিজ আপনার পোন নাম্বার টা দিলে অনেক উপকার হতো, 🤲🤫

    • @fahmidakoli6132
      @fahmidakoli6132 Год назад

      Sir ami 2014 e shamner date root canal korai, Shei dat venge gese ekhon recently pasher date root canal kore doctor bolsen double cap dite

    • @sheikhalamin732
      @sheikhalamin732 Год назад

      স্যার আপনার সাথে যোগাযোগ করার কোন উপায় আছে???

  • @HumiraJannat-g8w
    @HumiraJannat-g8w 4 месяца назад

    আসসালামু আলাইকুম ভাইয়া একটা দাঁত রুট ক্যানেল করে ফিলিং করে ক্যাপ করতে কত টাকা লাগবে?
    প্লিজ ভাইয়া দাঁত ব্যাথা নিয়ে আমি খুব কষ্টে আছি এমন কী প্রচন্ড দাঁত ব্যাথা নিয়েই কমেন্ট করছি দয়া করে ছোট বোন মনে করে রিপ্লাই দিবেন ।
    ধন্যবাদ

  • @foysalahmed9340
    @foysalahmed9340 2 года назад +1

    আসসালামু আলাইকুম ভাই
    আমার বয়স বিশ বছর। আমার ভিতরের দাঁত অনেক ছিদ্র হয়গেছে। আমি ভাবছি রুট ক্যানল করবো। এখন দেখি দাঁত লড়তেছে কি করলে ভালো হবে ভাই একটু বলেন ভাই। অনেক উপকৃত হবো

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад +1

      নড়া মাত্রা বেশি হলে ফেলে দিতে হবে। চিকিৎসক এক্স রে করে ফাইনাল ডিসিশান দিতে পারবেন

  • @zeniyaislam2599
    @zeniyaislam2599 Год назад

    স্যার আমি ১বছর আগে সামনের দুইটা দাঁত ফিলিং করছি,করার পর থেকেই মাঝে মাঝে অনেক ব্যাথা করে,আবার কমে যায়।এখন আবার অনেক ব্যাথা করে।এখন কী করা যায়

  • @odhorasharkar9480
    @odhorasharkar9480 2 года назад

    খুবই হালকা ব‍্যাথা থাকলেই কি রুট ক‍্যানেল করতে হবে।নাকি শুধুমাত্র ফিলিং করলেই হবে।আর স‍্যার কম্পজিট ভিনিয়ার বা ফিলিং নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবেন প্লিজ।আমি আপনার ভিডিও দেখি এবং মাঝেমধ্যে কমেন্ট করে বিরক্ত করি কিছু মনে করবেন না,আমি আসলে আমার দাত নিয়ে সমস্যার মধ্যে আছে।আর আপনার পরবতী ভিডিওর জন্য অপেক্ষায় আছি।ধন‍্যবাদ।

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад

      মজ্জা আক্রান্ত হলে রুট ক্যানেল চিকিৎসা লাগবে৷ ফিলিং এ উল্টো ব্যথা বেড়ে যাবে।
      √দাঁতের ক্ষয় বা শিরশির করার চিকিৎসা ডেন্টাল ফিলিং এর বিস্তারিত
      ruclips.net/video/1BaNDcX8Uiw/видео.html
      √ব্যথা, ইনফেকশন, মজ্জা আক্রান্ত হলে দাঁতের যে চিকিৎসা করে ব্যথামুক্ত করে রাখা হয় - রুট ক্যানেল চিকিৎসার বিস্তারিত ruclips.net/video/uvoNjdi8tzM/видео.html
      √একদিনে কিভাবে আমরা রুট ক্যানেল চিকিৎসা করি জানতে ruclips.net/video/Vt3NTO0lAVsl/видео.html

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад

      √ ডেন্টাল ভিনিয়ার - সেলিব্রিটিদের ঝকঝকে দাঁতের রহস্য ruclips.net/video/kTcMM-_q8q8/видео.html

  • @AKS-2808
    @AKS-2808 2 года назад +2

    মেশিনের সাহায্যে ক্যাপ বসানো হয় বা হাত দিয়ে কাজ করে ক্যাপ বসানো হয় এমন কোনো বৈষম্য আছে কিনা??

  • @shipluhossen148
    @shipluhossen148 Месяц назад

    রুট ক্যানেল করা ছাড়া দাঁতে ক্যাপ পরালে কতদিন স্থায়ী হবে?

  • @ShohelRana-mx8sh
    @ShohelRana-mx8sh Год назад +2

    স্যার অাসসালামু অালাইকুম।
    অামি কুমিল্লাতে ডেন্টাল ব্রীজ করিয়েছি অামার সামনের দাঁতগুলো, অামার দাঁতগুলো ফাঁকা ছিলো, লক্ষ্য করে দেখলাম ডেন্টাল ব্রীজ করার পর অামার দাঁতগুলো অনেক মোটা দেখাচ্ছে যা দেখতে অস্বাভাবিক মনে হচ্ছে, ডেন্টাল ব্রীজ খুলে অামি কি পুনরায় অাবার নতুন করে অাপনার কাছে ছোট ছোট দাঁত লাগাতে পারবো?
    স্যার প্লিজ মেহেরবানী করে অামার প্রশ্নের উত্তর দিবেন।

  • @MdYasin-y1q
    @MdYasin-y1q Год назад +1

    Thanks for your decorated presentation

  • @taniasnotebook7072
    @taniasnotebook7072 3 года назад +2

    ভাইয়া খুব ভাল ইনফরমেশন দিয়েছেন

  • @nasirbinsekandar3259
    @nasirbinsekandar3259 3 года назад +2

    Bro Really you r a Great. Thanks a lot for your Good Advice. May Allah Bless you and your Family. I Love you Dr.Arif bhai.from.Malaysi.

  • @nur5581
    @nur5581 Год назад

    Sir amr bam paser niche marir dat cap kora hoiche. Cap fitting hocchilona tai oi borabor uporer dat ta ektu kete dise. Ekhn oi uporer dat tay chap lagle betha lage, sensitive hoye geche halka sirsir o kore. Ekhn ki korte pari?

  • @md.fokhrulislam9392
    @md.fokhrulislam9392 2 года назад

    🥰প্রথমেই সালাম নিবেন🥰
    রুট ক্যানাল কারানোর পর গরম পানি খেলে কি কোনো সমস্যা হয়? বা মিষ্টি জাতীয় কিছু খেলে কি কোনো সমস্যা হতে পারে। জানালে অনেক উপকৃত হবো।

  • @sudiptaghosh9607
    @sudiptaghosh9607 2 года назад

    Sir Ani dath e RCT korechi kintu cap koraini amar sudhu majhe phuto hoye gache diye RCT korechi.. tahole dath ta ki sarajibon thakbe... Na cap korate hobe tobei sarajibon thakbe

  • @mimikhan9746
    @mimikhan9746 2 года назад +1

    আমার মারির দাত ের গোরা বেথা কিনতু আমার দাতে উপরে দেকতে ভাল দাতের মত বুঝা য়ায়না কিন্তু এক্সসেরে করে দেখেছি দাতে ভিতরে নাকি গর্ত হয়ে গেছে ডাক্তার বলেছে রুট কেনেল করতে এখন আমি কি করবো

  • @khanbokul2568
    @khanbokul2568 2 года назад

    Assalamualikum Sir, Blood Cancer er. Logkhan Vathitao ar ki ki Krone Mari thaka Blood /Roktao ber hoi ?alhamdhullilla, DR Shahab apner all video Shikka Mualuk.

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад

      মাড়ির বিভিন্ন সমস্যা ও চিকিৎসা
      ruclips.net/video/NpX8QtBP6ho/видео.html
      মাড়ি থেকে রক্ত আসার ঘরোয়া সমাধান ruclips.net/video/aovmvIdEifQ/видео.html
      কোন টুথপেস্ট ব্যবহার করবো? ruclips.net/video/8NJTdixl5fs/видео.html
      সঠিকভাবে দাঁত ব্রাশ না করায় যে ক্ষতি হয় ruclips.net/video/zITGZYoTKSc/видео.html
      স্কেলিং করলে কি দাত পাতলা হয়ে যায়? ruclips.net/video/BHnNu-zNrqM/видео.html

  • @khanbokul2568
    @khanbokul2568 2 года назад

    masAllah, apner sob video Shikkamuluk. Sir, Pmf diye bridge kora hole MRI Korte somossa Hobe?

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад

      ডেন্টাল ইমপ্লান্ট এর ভিডিওতে এটার বিস্তারিত বলা হয়েছে। সমস্যা হবেনা

  • @zahidfokoruddin8837
    @zahidfokoruddin8837 Год назад

    অসংখ্য ধন্যবাদ, উপকৃত হলাম

  • @asmahusna1028
    @asmahusna1028 3 года назад +2

    I just subscribed your channel Dr. May Allah bless you

  • @masumrana7293
    @masumrana7293 Год назад

    Sir, ami zirconia cap lagate chai, naogaon ba bogura ba Rajshahi te valo kono dental lab suggest koren plz

  • @mohammod94
    @mohammod94 5 месяцев назад

    Sir ami prothom din root canel korar somoy onek betha paisi er r jainai....voy kore onek jodi abar amon bethai pai

  • @chumkichowdhury9819
    @chumkichowdhury9819 3 года назад +6

    Your presentation is awesome. Thanks a lot

  • @MRMediatv
    @MRMediatv 11 месяцев назад

    স্যার প্লিজ একটু জানাবেন, আমার সিলভারে ক্যাপ করা দাঁতের ক্যাপ খাওয়ার সময় পেটের ভিতর চলে গেসে প্রায় ৫বছর আগে। এটা মলের সাথে বের হয়েছে কি না আমার জানা নেই। এখন আমি কিভাবে নিশ্চিত হবো যে ক্যাপটি পেটের ভিতর আছে নাকি বেড় হয়ে গিয়েছে।

  • @mdnurujjamannoor7923
    @mdnurujjamannoor7923 3 дня назад

    ডাক্তার স্যার আপনি কোন হসপিটাল ও কোথায় রোগী দেখেন একটু বলবেন কি।

    • @drarifurrahman
      @drarifurrahman  День назад

      Holy Dental Care*
      Niloy 14 (2nd floor), Chowhatta, Sylhet
      (Beside ABC Diagnostic & Above Pioneer Dental X-ray)
      Phone / whatsapp +8801970790020
      fb page facebook.com/holydental/
      হলি ডেন্টাল কেয়ার
      নিলয় ১৪ (৩য় তলা), চৌহাট্টা, সিলেট
      মোবাইল : ০১৯৭০৭৯০০২০

  • @lezaakter8173
    @lezaakter8173 3 года назад +2

    আমার 6 নাম্বার দাঁতের ফিলিং করা হয়েছে আরাজ ফিলিং করার পর এ ফলো করলাম পাঁচ নাম্বার দাঁতের গোড়া হালকা কালো দাগ দেখা যায়। আর তার পাশে কয়েকটা দাতে কিছুটা পাথরের মতন পড়েছে এক্ষেত্রে কি করলে সমাধান হবে। ফিলিং করা দাঁতের স্কেলিং পড়লে কোন সমস্যা হবে কিনা জানাবেন

  • @msturmi4516
    @msturmi4516 Год назад

    স্যার আমাত সব দাত গুলো আমি কপনার কাছ থেকে চিকিৎসা করাতে চাই। কিন্তুু কিভাবে যাব আমাকে বলেবেন প্লিজ।

  • @rofikislam4992
    @rofikislam4992 3 года назад +2

    স্যারআমার আংকেল দাঁত লম্ব করে মাঝখান থাকে ভাঙ্গা গেছে এখন আমি কি ফেলে দিবে নাকি রুট ক্যানেল করব জানাইলে খুব অপকার হতো পিজ

    • @drarifurrahman
      @drarifurrahman  3 года назад

      যদি গোড়া অব্দি ভাংগে তাইলে ফেলে দিতে হবে

  • @LoveN2002
    @LoveN2002 Год назад

    ভাইয়া,,,আমার দাত নষ্ট হয়ে ভেঙ্গে গেছে,,কিন্ত গোড়ালি রয়ে গেছে,,এখন আমি চাইতাসি এই গোড়ালি তোলে।ফেলতে,,ডক্টর বলেছেন আগে অন্টিবেটিক খেয়ে নিতে তারপর।3 দিন পর গেলে ফেলে দিবে।এখন আমার প্রশ্ন,,,আমি এই গোড়ালি ফেলে দিলে পরবর্তী তে কি দাত লাগতে।আমার কোনো সমস্যা হবে প্লীজ হেল্প করেন 😢

  • @LiZa-oy8db
    @LiZa-oy8db 3 года назад +2

    Assalamualaikum vaiya 6 number dath ar jonno Kon cap vlo hobe Vaiya metal ar prorsener cap kemon hobe janaben plz

  • @khanbokul2568
    @khanbokul2568 Год назад

    Assalmualikum Sir, Bitorer thika 2/ 4 Dat/ teeth na Thakle Kono Somossa Hoy BCS, Primary teacher job Medicale ? Kindly Bolben .

  • @akazadmamun4990
    @akazadmamun4990 3 года назад +3

    Sir, যশোরের কোন ডাক্তার কে রেফার করুন দয়াকরে। আমি খুব কষ্টে আছি স্যার। দাঁতের ফাঁকে একটা ভাত ও যদি পড়ে আমার জীবন বের হয়ে যায় অবস্থা

  • @noyansarkar3519
    @noyansarkar3519 7 месяцев назад

    Sir amr last left and right side nicher 2 ta dut semm problem tahole ki oi duita tule felte hobe na ki rootcanle korte hobe,,, please sir reply diben

  • @নুপুর-চ২স
    @নুপুর-চ২স 2 года назад

    আসসালামু আলাইকুম ভাইয়া আমার সামনের দাঁত দুইটা ক্ষয় রোগ আছে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এ সমস্যার সমাধান কোথায় গেলে পাব প্লিজ একটু জানাবেন আমি চট্টগ্রাম থাকি

  • @chotonahamed4916
    @chotonahamed4916 Год назад

    দাঁত পিলিং করার পরে ব্যাথা করে কি ঔষধ খেলে দাঁত ব্যাতা কমে যাবে

  • @arifulislamrazib4871
    @arifulislamrazib4871 3 года назад +1

    আপনাকে অনেক ধন্যবাদ,
    রুট ক্যানল করানো ও ক্যাপ পড়াতে কত টাকা খরচ হতে পারে? অবশ্যই ১ টা দাঁত

    • @drarifurrahman
      @drarifurrahman  3 года назад +1

      এটা চিকিৎসক এর অভিজ্ঞতা / কোন দাঁত/ ক্যানেল কনফিগারেশন / কি পদ্ধতিতে চিকিৎসক কাজ করেন / ম্যাটেরিয়াল এসব এর উপর নির্ভর করে। আমাদের ক্লিনিকে ১১০০০-১৫০০০ খরচ হয় দাত অনুযায়ী। এটা অনেক জায়গায় কম / বেশি হবে।

    • @sanimultimedia9353
      @sanimultimedia9353 2 года назад

      @@drarifurrahman ৪০০০ টাকা নিয়েছে আমার আপনি এত বেশি বল্লেন

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад

      @@sanimultimedia9353 আমি আমার রেট বলেছি। আমার কাছে করাতে হবে সেটা তো বলিনি। আমাদের ক্লিনিকে রেট বাহিরে প্রদশর্ন করা থাকে। যারা করাতে আসে রেট জেনেই আসে।
      √একদিনে কিভাবে আমরা রুট ক্যানেল চিকিৎসা করি জানতে ruclips.net/video/Vt3NTO0lAVs/видео.html
      √ রুট ক্যানেল করা দাঁতে ব্যথা করে? কারণ জানতে দেখুন ruclips.net/video/0ZYCSoHabIg/видео.html

  • @SkmominurIslam-i4d
    @SkmominurIslam-i4d 3 месяца назад

    স্যার আমার ভিতরের দুই দাতের মাজখানে ফাকা,,সেখানে দাত সিরসির করছে,,,,,কি করা জানাবেন

  • @drle7408
    @drle7408 5 месяцев назад

    Jodi age vedio Gulo dekhlam amr dat ta beche jete parto. Jai huk akhn janlam. Onno ke janate parbo.

  • @mrstumpaakter4342
    @mrstumpaakter4342 Год назад

    Sir ami aj 3 din holo rut canal korar por cap kora hoyeche, bt dat gulo match hoyni, eita khule ki abr thik kora jabe?

  • @harunorrashid4929
    @harunorrashid4929 11 месяцев назад

    স্যার,
    আসসালামু আলাইকুম 😭
    আমার সামনের দুইটি দাতে রুট ক্যানেল করা ও ক্যাপ পড়া।
    প্রায় ৭/৮ বছর হলো।
    প্রায় ১ বছর আগে ক্যাপ পড়া দাতের উপর ইনফেকশন হয়ে পুঞ্জ হয়েছিল,
    তারপর নিজেই ফ্লুক্লক্সাসিন গ্রুপ খেয়ে ভালো হয়,
    আবারও ইনফেকশন হয়ে পুঞ্জ বের হচ্ছে
    কি করণীয় প্লিজ প্লিজ জানাবেন একটু👏
    খুব খুশি হব প্লিজ স্যার।

    • @drarifurrahman
      @drarifurrahman  11 месяцев назад

      ruclips.net/video/0ZYCSoHabIg/видео.html

  • @mdsaimunrahman7400
    @mdsaimunrahman7400 2 года назад

    স্যার আমার মাড়ির দাতের উপরের অংশ নেই
    এখন কি করতে হবে.....??????
    বেশি উপকৃত হবো স্যার

  • @ArifulIslam-sh2ry
    @ArifulIslam-sh2ry 3 года назад

    স্যার ইম্যাক্স ও জিরকোনিয়াম ক্রাউন কত করে?? মাড়ীর উপরের একটা দাতে রুট ক্যানেল করে জিরকোনিয়াম ক্রাউন লাগালে কত খরচ পড়বে আর ইম্যাক্স ক্রাউন লাগালে কত খরচ পড়বে শুধু ক্রাউনের দাম বলুন। আর কোনটা সবচেয়ে বেশি টেকশই আর ন্যাচারাল দাতের সাথে ম্যাচ করবে এই ক্রাউনের মধ্যে??

    • @drarifurrahman
      @drarifurrahman  3 года назад

      ২০০০০/- প্রতি ক্যাপে

  • @napaldey4478
    @napaldey4478 3 года назад +1

    স্যার আমি একটি দাত রুট কেনেল করে ছিলিং করেছি প্রায় ৪ বছর হয়েছে তবে প্রতম তেকেই মাযে মধ্যে এই দাতের গুড়ায় ব্যাতা কতে হালকা এই ব্যাতার কারনটা কি সটিক ভাবে রুট কেনেল করা হয় নাই।

    • @drarifurrahman
      @drarifurrahman  3 года назад +1

      রুট ক্যানেল চিকিৎসা ঠিকমতো না হওয়া প্রধান কারন৷ এর পাশাপাশি মাড়ির সমস্যার জন্য ও ব্যথা হতে পারে। এক্ষেত্রে একটা এক্স রে করে দেখা লাগবে সমস্যা কোথায় এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। একজন অভিজ্ঞ বিডিএস চিকিৎসক দেখান। রুট ক্যানেল এর বিস্তারিত ruclips.net/video/i3qThjq9JeU/видео.html

    • @napaldey4478
      @napaldey4478 3 года назад +1

      @@drarifurrahman ধন্যবাদ স্যার, আমি দেশের বাইরে আছি কিছুদিনের মধ্যে দেশে আসব, এবং আপনার কাছে আসব।

  • @discoverworldofnature2104
    @discoverworldofnature2104 Год назад

    আমি রুট ক্যানেল করেছি এখন ক্যাপ লাগাতে চাই আপনার কাছে। কত খরচ হবে?

  • @hasnatshahriar3612
    @hasnatshahriar3612 4 месяца назад

    Sir..... Dental Bridge korar somoy opposite side er kichhu teeth onek somoy Reshape korar proyojon hoe... future e ei teeth gulor Kono problem hoe kina?

    • @drarifurrahman
      @drarifurrahman  4 месяца назад

      সামান্য কমানো হয়, সমস্যা করেনা - হয়তো সাময়িক শিরশির করতে পারে

  • @m-rrony3207
    @m-rrony3207 2 года назад

    আচ্ছা স্যার আমার দাঁতে ইনফেকশন হয়ে গেছে এখন কি দাঁতটা ফেলে দিলে ভালো হবে একটু বলেন প্লিজ

  • @jahangirhossain8158
    @jahangirhossain8158 8 месяцев назад

    স্যার আমি সামনের দাত রুট কেনার রিপ্লাই দিয়েন প্লিজ আমার করছি কোন সমস্যা হবে নাকি

  • @suroviakter4047
    @suroviakter4047 2 года назад

    Sir amr samner uporer 6ta dat rut cenel kore cep korci,ekta date cap dile,sob koita date cap lage ,aiii somessa ki kono vabe thik Kora jabe,naki Amon thakbe sarajibon plz sir bolen

  • @খন্দকারফজলেরাববী

    ডাক্তার সাহেব আমি এক একটু জানতে চাচ্ছিলাম যে মাড়ির উপরের দাঁতেও ফিলিংকরে ভাবে রুট ক্যানেল করে কাপ লাগানো যায় কিনা আমার উপরের দাঁত গুলো ক্ষয় হয়ে যাচ্ছে

  • @Masudurrahamanofficial2161
    @Masudurrahamanofficial2161 2 года назад

    মাশাআল্লাহ ভিডিওটা খুব ভালো লাগলো

  • @mdmoniruzzaman9156
    @mdmoniruzzaman9156 2 года назад

    ধন্যবাদ, সুন্দর বক্তব্যের জন্য

  • @mdmanarulislam767
    @mdmanarulislam767 2 года назад

    আমার পাচ বছর আগে রুট ক্যানল ও ক্যাপ করা একটা দাতের মারি ফুলে পুজ বের হচ্ছে। এখন ডাক্তার বলেছেন এখানে ঈনফেকশন হয়েছে দাত ফেলে দিতে হবে।আমি দাত ফেলতে চাঈনা এখন স্যার আপনার পরামর্শ চাঈ।

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад

      রুট ক্যানেল করা দাঁতে ব্যথা করে? কারণ জানতে দেখুন ruclips.net/video/0ZYCSoHabIg/видео.html

  • @sohamchatterjer2256
    @sohamchatterjer2256 Год назад

    Doctor,ami ruete cannel koreche.amar mukhar left side a uporar teeth.acha akta question chilo sir,j routecannel akhono sesh hoyni last permant filling baki ache,akhon temporary filling just hoache,sir tai bolchilam permant filling r somy ki pain hobe?asole amar filling korar somy aktu breathing prob hoachilo sir,tai bollam,amar thyroied ache.

  • @amdadulhoqibnbahar5602
    @amdadulhoqibnbahar5602 3 года назад

    খুব ভালো ভাবে বুজাইলেন😍😍😍

  • @nujairahnurjahannur6748
    @nujairahnurjahannur6748 2 года назад

    স‍্যার, আমার আপুর দাঁতে রুট ক‍্যানেল করা হয়ে প্রায় ৪ বছর আগে। তখন দাঁতের দেওয়াল ভালো ছিল বিধায় ডাক্তার ক্রাউন লাগাতে বলেননি। এখন দাঁতের একটা দেওয়াল ভেঙ্গে গিয়েছে এবং মাঝে মধ‍্যে ব‍্যাথাও হয়। এই অবস্থায় আমাদের কি করা উচিত?

    • @drarifurrahman
      @drarifurrahman  2 года назад +1

      দাঁতের কন্ডিশন ভালো হলে ক্যাপ করে নিতে হবে। রুট ক্যানেল এর সমস্যা থাকলে নতুন করে রি রুট ক্যানেল চিকিৎসা লাগবে তার আগে। আর দাঁত বেশি ভাংগা হলে ফেলে দিতে হবে

    • @nujairahnurjahannur6748
      @nujairahnurjahannur6748 2 года назад

      @@drarifurrahman ধন্যবাদ,স‍্যার।

  • @PujaOjha-h3j
    @PujaOjha-h3j 2 месяца назад

    স্যার প্লিজ একটা রিপ্লাই দেন,,,আমি আপনার অন্য ভিডিওতে কমেন্ট করছি🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @randyorton2513
    @randyorton2513 3 месяца назад

    রুট ক্যানেল ছাড়া কি ক্যাপিং করা যায় না? প্লীজ বলবেন

  • @SumayaKhatun-i8p
    @SumayaKhatun-i8p 7 месяцев назад

    স্যার দাতে ক্যাপ করলে কি শরীরের কোনো ক্ষতিকরে।

  • @bobyghose3142
    @bobyghose3142 2 года назад

    ধন্যবাদ,,,, অনেক উপকৃত হলাম

  • @mdshoikyt8843
    @mdshoikyt8843 Год назад

    আমার ছেলের দাতের উপরে বেথা 6 নাম্বার দাত বয়স ১১ ডাক্তার বলছি রুট ক্যনেল করার জন্য কি করাই যাই দয়া করি জানাবেন

  • @jotiyroy4976
    @jotiyroy4976 2 года назад

    আমার সামনের দাতের মাড়ির ভিতর ফেকচার হইছে এখন কি রুড করলে ঠিক হবে?