কুয়াকাটা ভ্রমণ-২ | কুয়াকাটার দিনিগুলি-২ | Kuakata Travel Guide | Kuakata Tour |
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- কুয়াকাটার দিনিগুলি-২ | কুয়াকাটা ভ্রমণ-২ | Kuakata Travel Guide | Kuakata Tour |
#bangladesh #kuakata_tour #how_to_travel_kuakata #travel #kuakatatravelguide #tourism #কুয়াকাটা #কুয়াকাটা_সমুদ্র_সৈকত #tourist_place_in_bangladesh
#কুয়াকাটার_দিনগুলি_২
আজ ৩১ ডিসেম্বর ২০২৪ সাল। ভোর ৫ টায় অটো আসার কথা কিন্ত আগের রাতে বান্ধবী গল্প করতে করতে প্রায় আড়াইটার দিকে ঘুমিয়েছি তাই এলার্ম দেয়া সত্বেও সোয়া ৪ টায় না উঠে একটু দেরিতে উঠে ফ্রেস হয়ে তৈরি হয়ে বের হলাম। গুগলে দেখলাম সূর্যোদয় ৬:২১ মিনিটে। আমরা মোটামুটি দৌড়ের উপরে রেডি হলেও বের হতে ৫:৩০ ক্রস করে গেলো। পুরা ঘুটঘুটে রাত কিন্ত রাস্তায় বের হয়ে দেখি বেশ ভালোই লোকজন বাইরে। আসলে ওখানকার মানুষদের ব্যবসার জন্য সূর্যোদয় একটি গুরুত্বপূর্ণ সময় তাই হোটেল রেস্তোরা খোলা থেকে শুরু করে বাইক, ইজি বাইক, ভ্যান সব ভোরে বের হন পর্যটকদের সেবা দেয়ার উদ্দেশ্যে।
কিছুদুর মেইন রোড দিয়ে যাবার পর অটো একটি গ্রামের পথ ধরলো। রাস্তাটি নির্মানাধীন থাকায় প্রচন্ড ঝাকি লাগছিলো আমাদের। মাঝে মাঝে মনে হচ্ছিলো উলটে পড়ে যাবো। সূর্যোদয় পয়েন্টে যেতে ১ ঘন্টার মত লাগবে কিন্ত কিছুটা যাবার পরই আমরা অসুস্থ বোধ করতে লাগলাম। কোনোমতে বীচের কাছে এক খালপাড়ে আমরা যখন নামলাম তখন অবস্থা ত্যানা ত্যানা। বীচের দিকে জোরে পা চালাতে হবে কারণ ঝাউবনের জন্য সূর্য দেখা যাচ্ছে না। সময় তখন মোটামুটি ৬:৪০ মি: সামনে এগিয়ে দেখি সূর্য অলরেডি অনেকটা উপরে উঠে গিয়েছে। ঝাউবন থেকে সমুদ্র অনেকটাই দূরে আর ঝাউবনের পাড়েই লুজ বালু। আমি ভিডিও করার জন্য এই বালু পাড়িয়ে চলে গেলাম পানির কাছাকাছি। ভিডিও করতে করতে শুনছি ঝুমুর ডাকছে। দূর থেকে দেখলাম এরা কয়েকজন বাইকারের সাথে কথা বলছে। আসলে আমরা আপ-ডাউন অটো রিজার্ভ করে আসলেও আসার পর ওই রাস্তাটুকু আবার যেতে হবে সেটা ভেবেই টেনশন হচ্ছিলো। লাভলীর অলরেডি পেট ব্যথা শুরু হয়ে গেছে। তো আমি এসে শুনছি ওরা দাম কষাকষি করছে। কোথায় যাবো কি করবো আমি কিছুই জানিনা। আমি ভাবলাম হোটেলে ফেরত যাবার জন্য ৪ জনের ৪ বাইক ঠিক করা হলো।
আমার এম্নিতেই প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমি ভাবছি অটোর বাতাসকে ডাবল চাদর, টুপি, জ্যাকেট দিয়ে ম্যানেজ করা গিয়েছে, বাইকে কি ম্যানেজ হবে? ও, এই ফাঁকে আপনাদের বলে দেই, ছেলেরা গ্রুপে গেলে এক বাইকে ড্রাভার ছাড়া ২ যাত্রী উঠতে পারে আর কাপল গেলেও হাসব্যান্ড ওয়াফ এক বাইকে উঠে। কিন্ত আমরা যেহেতু মেয়ে তাই একজনের জন্য ১ টি করে বাইক নেয়া যাতে দুরত্ব বজায় রেখে আরামদায়ক ভাবে বসা যায়। যারা যার বাইকে উঠে বসার পর দেখি বাইক কুয়াকাটা বীচের দিকে না গিয়ে উল্টোদিকে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো অল্প সময়ের জন্য বীচে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। কিন্ত এরা তো যাচ্ছে আর যাচ্ছে। প্রচন্ড বাতাসে উড়তে উড়তে আমরা গিয়ে যে যায়গায় নামলাম, দেখে ভীষণ ভালো লাগলো। বর্ষাকালে হয়তো জায়গাটা আরো সুন্দর থাকে। বীচ ঘেষা ঝাউবনের পেছনে বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠ, তার ওপারে ফসলের জমি, তার পেছনে আবার ঝাউবন। দুর্দান্ত ভিউ।
আমরা নেমে চটপট ছবি তুলতে লেগে গেলাম। বেশ কিছু ছবি তুলে চলে এলাম সূর্যোদয় পয়েন্টে। এবার এখানে নাস্তা করার পালা। এখানে বিভিন্ন ধরণের মাছ ভাজা থেকে শুরু করে, পরোটা, খিচুড়ি, ডিম সবই আছে। আপনি যা দিয়ে ইচ্ছে নাস্তা করতে পারবেন। কিন্ত এই জায়গার সমস্যা হলো পরিষ্কার ওয়াশরুম নেই, যা একটু পর্যটন স্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাস্তা খেয়ে একটু তাড়াহুড়ো করেই আমরা হোটেলে ফিরলাম কারণ আজ সকাল ১০ টায় সমুদ্রে একটি নৌভ্রমণের প্ল্যান আছে। যেটা মোটামুটি ৪ ঘন্টার এবং বিভিন্ন চরে এরা ঘুরিয়ে নিয়ে আসে। খুব তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে গেলাম পাশের বীচে। ইতিমধ্যে নৌকাওয়ালা অনেকবার ফোন করে আমাদের তাগাদা দিয়েছে। আমরা পাশের বীচে গেলে দেখলা একটি ছোট্ট নৌকা বীচে লাগানো আছে যেটা দিয়ে আমরা বড় নৌকার কাছে যাবো। বীচে তো জেটি নেই তাই বহু কাহিনী করে আমরা নৌকায় চড়ে চলে গেলাম বড় নৌকার কাছে। আমাদের পর্যটক নৌকায় উঠিয়ে মাঝি ভাই সবকিছু গোছগাছ করে নিচ্ছেন। এই ফাঁকে আমরা ছবি, ভিডিও যা করার করে নিচ্ছি।
এর মাঝে খেয়াল করলাম মাঝি ভাই নৌকা স্টার্ট দিতে পারছেন না। এমনকি আমরা নৌকায় উঠার সময়ও কাকে ফোনে বললেন ২ জন মিস্ত্রি সাথে আনতে। বলুন দেখি, কেমন লাগে তখন? উনি সব কিছু চেক করে রাখবেন না? আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখি, মিস্ত্রি আসলে কি হয়...........
(চলবে....)
RUclips link 1st Part- • কুয়াকাটা ভ্রমণ-১ | কুয়...
Follow me in my Facebook page:
১ম পর্ব: / 15fkfrpjrd
খুব সুন্দর
@@zamanibnul3865 অনেক ধন্যবাদ
কি অপূর্ব। প্রতিটা জায়গার আলাদা সৌন্দর্য।
@@sairaseeme4080 অনেক ধন্যবাদ
জোস লাগলো। বিস্তারিত তুলে ধরছওস ভিডিও তে। ধন্যবাদ দোস্ত। দেখলে এখনও সে অনুভূতি পাই।
@@gulferdous9499 অনেক ধন্যবাদ দোস্ত!