আমি একজন মেয়ে । আমি এত বড় বিপদে ছিলাম ,সমস্ত রাস্তা বন্ধ ছিলো,এমন কোনো রাত,দিন ছিলনা যখন চোখের পানি পরেনি, আমার শুধু একমাত্র আল্লাহু ছিল তার কাছে সমস্ত কথা বলতাম, অথচো আমার চারপাশে মানুষের অভাব ছিলো না,কিন্তু তারা আমার কোনো কাজে আসেনি,কিন্তু একমাত্র আল্লাহুই আমাকে সাহায্য করতে পারে,এমন বিপদে ছিলাম যার থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব মনে হতো, আপনার ভিডিও (আল্লাহুর ওপরে ভরসা করুন) বিশ্বাস করেন এই ভিডিও আমি ১,০০০ বার এর ওপরে শুনেছি। যখনই টাইম পেতাম ওই ভিডিওটাই শুনতাম, আর ওই ভিডিওর সমস্তকথা আমার মুখস্ত হয়ে গিয়েছিল, প্রত্যেকটা লাইন যেনো আমার জন্যই বলা হয়েছে এমন মনে হতো। আমার আল্লাহুর ওপরে দ্রিরো বিশ্বাস ছিলো,দীর্ঘ কয়েক বছর পরে আল্লাহু আমাকে এমন ভাবে বিপদ থেকে বের করলেন আর এমন রিযিক দিলেন যার কথা আমি কোনোদিন ভাবি নেই, আমি বিশ্বাস করি নি এত দামী জিনিসগুলো আল্লাহু আমাকে দিবেন, চারদিক থেকে শান্তি আর সুখ আর আল্লাহুর রহমতে আমি পরিপূর্ণ হয়ে উঠেছি আলহামদুলিল্লাহ , আল্লাহুয়াকবার আল্লাহুর ওপর ভরসা করুন, আল্লাহর কসম আপনি সফল হবেন। কিন্তু ধৈর্য ধরতে হবে হয় কয়েকদিন নাহয় কয়েক বছর, কিন্তু আপনি সফল হবেন, আর হ্যা ৫ অয়াক্ত নামাজ আর তাহাজ্জুত পরা কখনোই বাদ দিবেন না , আল্লাহুর সাথে কথা বলার মূল অশ্র হচ্ছে নামাজ।
আলহামদুলিল্লাহ আমি ২০২১ এ বিয়ে করেছি। বিয়ের পুরো বেপারটা আল্লাহর উপর ভরসা করেছিলাম, বিয়ে করার আগে থেকেই উনার কাছেই ছোট থেকে বড় প্রত্যেকটা বিষয় সাহায্য চেয়েছি। আমার যে পারিবারিক অবস্থা ছিল তাতে আমার এত সহজে বিয়ে করার কোন উপায় ছিল না। আল্লাহর কসম করে বলছি আমার প্রিয় ভাই এবং বোনেরা আমি যে ভাবে দোয়া করেছি তার কোন একটা যায়গাতে ব্যতিক্রম হয়নি। বরং কিছু কিছু বিষয় আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন যেন হারাম থেকে দূরে থাকতে পারি।
‘যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না।’ (সুরা ত্বালাক : আয়াত ২-৩)
আলহামদুলিল্লাহ। আমি যখন মানসিক ভাবে অশান্তি র মধ্যে ছিলাম।তখন সব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে সেজদায় লুটিয়ে পরলাম।আলহামদুলিল্লাহ এখন মানসিক দিক থেকে অনেক ভালো আছি।মাঝে মাঝে হতাশা হয়ে পরি সেজদায় লুটিয়ে পরি আল্লাহ কে ডাকা শুরু করি তখন ই মানসিক শান্তি পাই❤
অনেক বড় একটি শিক্ষা পেলাম❤️❤️।আমি অনেক ডিপ্রেশনে ছিলাম বিগত ৫-৬ মাস ধরে।আলহামদুলিল্লাহ এই ভিডিওটি আল্লাহ আমার জন্যই পাঠিয়েছেন।ভিডিওটি দেখার পর থেকেই সকল ডিপ্রেশন শেষ ❤️❤️। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
আল্লাহর কছম -আল্লাহর ইবাদতে যে মিষ্টতা পাই পৃথিবীর সব কিছু দিয়ে এই মিষ্টতা আর শান্তি আমি খুঁজে পাইনি। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুক।
এই একজন মানুষ জাকে না দেখে শুধু তার গলার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ দ্বীনের পথে ফিরে আসছে চোঁখ দিয়ে আল্লাহর কথা শুনে অজস্র কেঁদেছে আল্লাহ কত সুন্দর হলে সামান্য একজন সৃষ্টি মানুষকে এত গুণ দিয়েন সুবহানাল্লাহ
আল্লাহ দিনের পরে যেমন রাত দেন। রাতে পরে দিন। শীতকালের পড়ে গ্রীষ্মেকাল। দূখের পরেও সূখ দিবেন, ইনসাআল্লাহ। এতো দিবেন যে খুশি হয়ে রবের শোকর আদায় করবেন। ধৈর্য্য ধরুন ভাই। বিপদ চিরকাল আল্লাহ দেন না।মাঝে মাঝে দেন তখন মনে হয় যেনো, এ থেকে আর বের হওয়া সম্ভব না। তখন পুরনো বিপদ গুলো মনে করুন,যেখান থেকে আপনার রব ই আপনাকে মুক্তি দিয়েছেন। আর এবারের বিপদেও তারই নিকট সাহায্য চান।
এমন মূহুর্তে ভিডিওটা সামনে এল যখন জানালার পাশে বসে আকাশের দিকে তাকাচ্ছিলাম। আর মনের মধ্যে হতাশা জমছিল। সকল প্রশংসা একমাত্র মহান সৃষ্টিকর্তার যিনি আমাদের মনের সকল বিষয়ে অবগত😇
এই ভিডিওটি আমার জন্য নিয়ামত।।ফজর নামাজ পরে আল্লাহর কাছে সহজ সরল পথ চাইলাম।আল্লাহ এই ভিডিওর মাধ্যমে হতাশা ও একটা ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ হেফাজত করলো।।।আলহামদুলিল্লাহ।। আপনাদের জন্য দোয়া রইলো
সবার কমেন্ট পড়ে বুঝতে পারছি, আসলে কেউ এ দুনিয়ায় সব দিকদিয়ে সুখি নয়,, তারপর ও সবাইকে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। আল্লাহ সবাইকে দুনিয়া ও আখেরাতে কল্ল্যানকামী করুক।
আল্লাহর সাহায্যে পাওয়া অসংখ্য ঘটনা আমার জীবনে আছে,তাও সব গুলোই মিরাক্কেল ✌️💚। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤
I was feeling very depressed and that's why talked to Allah for sometime....just few times ago. And He has given me this video as a gift by which I can help myself to change my situation.It's like a guide. Alhamdulillah. ❤ Thanks for uploading it in a right time. And the voice really helps to feel the peace of Islam. 💗 Mashallah.
আমি ও এক সমস্যা ভুগছি। আল্লাহর শুকরিয়া এবং আপনাকে ধন্যবাদ এ কথাগুলো বলার জন্য। আমি যখন আপনার কথাগুলো শুনছি তখন মনে হচ্ছে যে আমার এই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনার এই কথাগুলো দ্বারা আমার ভেতরের ঈমান আরো বেড়ে গেল। আমার দোয়া আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং সকল মুসলমানদের নেক হায়াত দান করুক এবং হেদায়েত দান করুক। আমিন
সুবহানাল্লাহ!! এই আয়াতটা যখনই শুনি মনে হয় যেন এটা আমার জন্যই লিখা হয়েছে। সুবহানাল্লাহ!! "যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় বের করে দেবেন এবং এমন উৎস থেকে রিযিক দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না।" সকলে আমি এই অধমের জন্য দোয়া করবেন যেন পরিপূর্ণ রূপে দীন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলের পথ আসান করে দিন। আমিন।
আলহামদুলিল্লাহ basera চ্যানেল একটি যুগোপযোগী চ্যানেল. আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার জীবনের সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে এই বাসিরা চ্যানেল ।।। জাযাকাল্লাহু খাইরান।।। আল্লাহ তায়ালা এই বাসিলার ভাইকে উত্তম জাযা দান করুক।।।
আলহামদুলিল্লাহ, অনুপ্রেরণা মুলক লেকচার প্রতিটা উপদেশ যেনো আমার জীবনের সাথে জুড়ে আছে। আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছি এবং শত কষ্টেও নিজেকে সরিয়ে নেইনি আল্লাহ তায়ালা যেনো এর বিনিময়ে উত্তম কিছু দান করেন।
Alhamdulillah... প্রথমবার যখন শুনলাম, একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম... কতই না সুন্দর কথা গুলো....... কতই না হৃদয় স্পর্শী......ইশ আমার যদি সামর্থ্য থাকতো, প্রতিটি মুসলিম ভাই বোন কে শুনতে বাধ্য করতাম, জানিনা, কোন প্রিয় ভাইয়েরা,এই চ্যানেল এর সাথে সংশ্লিষ্ট আছেন,তবে যেই থাকুন,আপনাদের জন্য মন থেকে দোয়া,,,, আল্লাহ সুবানাহুতাআলা আপনাদের হায়াতে বারাকাহ দান করুন..............আল্লাহর জন্যে ভালবাসি প্রিয় ভাইদের......
একদম সঠিক সময়ে সঠিক বিষয়ে আলোচনা মাশাআল্লাহ মন টা শান্ত করে দেই একদম। আল্লাহ আপনাকে ও আপনার পরিবার কে সবসময় সুস্থ রাখুক সাথে আমাদের ও আমাদের পরিবারের সকলকে ও মৃতদের জান্নাত দান করুক। আমিন।
কি বলবো আর কিভাবে মনের ভাব প্রকাশ করবো। এই উপদেশ শুনে নতুন করে রবের প্রতি ভালোবাসা ও ভরসা বেড়ে গেলে। সকর টেনশন মনে হয় হালকা হয়ে গেলে। ❤️❤️❤️❤️❤️ আল্লাহ ভাইটিকে উওম প্রতিদান দিক। দুনিয়া ও আখিরাতে তাকে সম্মানিত করুক
আলহামদুলিল্লাহ এই ভিডিও টা দেখার পর আমি আবার আমার মনোবল ফিরে পেয়েছি! ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া আল্লাহ ইবাদতের প্রতি বিশ্বাস "সময় সত্যি আমার এখন এমনই যাচ্ছে। সকল প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহ তা'লার জন্য 🌻 আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা আমাদের সবাইকে ধৈর্যধারণের তৌফিক দান করুক। আমিন🤲
সুবহান আল্লাহ । আমার সাথে ঘটে গিয়েছে। আমি যখন এক কম্পানি ছেড়ে অন্য আরেকটা কম্পানি তে আসছিলাম।এত কষ্ট ছিলো যে সহ্য করা আমার জন্য কঠিন হয়ে গিয়েছিলো। নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করছি আর নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছি কখনো বুঝতে দেইনি আমার কষ্ট হচ্ছে। আমি কাউকে বলিনি শুধু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক আমার রিজিক বৃদ্ধি পেয়েছে এবং কাজও অনেক সহজ হয়েছে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি টেনশনে ভয়ে আছি অসুস্থ শরীর নিয়ে মনে হচ্ছে যে কুনু সময় মারা যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহিম রহমান দয়ালু আল্লাহর উপর ভরষা করে আছি। আমার আল্লাহ আমাকে কতটুকু অনুগ্রহ দয়া করেছেন। আমার বিসসাস এখনও আমাকে সুস্ত করে রিজিকের ফয়সালা করে দিবেন। ইন শা আল্লাহ
"তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন কর আর তোমাদের সৎ দাস-দাসীদেরও। তারা যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন, আল্লাহ প্রচুর দানকারী, সর্ববিষয়ে জ্ঞাত।" (QS. An-Nur 24: Verse 32)
মহান আল্লাহ তায়ালা আপনাকে হায়াতে তাইয়েবা দান করুক! আর এভাবেই যেন আপনি আমাদের অন্তরকে সান্ত করার মতো ভিডিও তৈরি করে যান৷ আল্লাহ তায়ালার জন্য ই সুধু মাএ আল্লাহর জন্যই আপনাকে ভালোবাসি প্রিয় বক্তা!!
১. “সুবহানাল্লাহ”(سبحان الله)/ (3বার) ২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার) ৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার) ৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার) ৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার) ৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার) ৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার) ৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার) ৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার) ১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার) ১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার) ১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার) @everyone পড়া শেষে আলহামদুলিল্লাহ 🌺🌺
আলহামদুলিল্লাহ! জীবনের কঠিন পথে বার বার আল্লাহর সাহায্য পেয়েছি, আজ ও সব পরিস্থিতিতে তার কাছেই সাহায্য চেয়ে আসছি,,ইনশাআল্লাহ আমার রব আমায় নিরাশ করবেন না।
আমি একজন মেয়ে । আমি এত বড় বিপদে ছিলাম ,সমস্ত রাস্তা বন্ধ ছিলো,এমন কোনো রাত,দিন ছিলনা যখন চোখের পানি পরেনি, আমার শুধু একমাত্র আল্লাহু ছিল তার কাছে সমস্ত কথা বলতাম, অথচো আমার চারপাশে মানুষের অভাব ছিলো না,কিন্তু তারা আমার কোনো কাজে আসেনি,কিন্তু একমাত্র আল্লাহুই আমাকে সাহায্য করতে পারে,এমন বিপদে ছিলাম যার থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব মনে হতো,
আপনার ভিডিও (আল্লাহুর ওপরে ভরসা করুন) বিশ্বাস করেন এই ভিডিও আমি ১,০০০ বার এর ওপরে শুনেছি। যখনই টাইম পেতাম ওই ভিডিওটাই শুনতাম, আর ওই ভিডিওর সমস্তকথা আমার মুখস্ত হয়ে গিয়েছিল, প্রত্যেকটা লাইন যেনো আমার জন্যই বলা হয়েছে এমন মনে হতো।
আমার আল্লাহুর ওপরে দ্রিরো বিশ্বাস ছিলো,দীর্ঘ কয়েক বছর পরে আল্লাহু আমাকে এমন ভাবে বিপদ থেকে বের করলেন আর এমন রিযিক দিলেন যার কথা আমি কোনোদিন ভাবি নেই, আমি বিশ্বাস করি নি এত দামী জিনিসগুলো আল্লাহু আমাকে দিবেন, চারদিক থেকে শান্তি আর সুখ আর আল্লাহুর রহমতে আমি পরিপূর্ণ হয়ে উঠেছি আলহামদুলিল্লাহ , আল্লাহুয়াকবার
আল্লাহুর ওপর ভরসা করুন, আল্লাহর কসম আপনি সফল হবেন। কিন্তু ধৈর্য ধরতে হবে হয় কয়েকদিন নাহয় কয়েক বছর, কিন্তু আপনি সফল হবেন,
আর হ্যা ৫ অয়াক্ত নামাজ আর তাহাজ্জুত পরা কখনোই বাদ দিবেন না , আল্লাহুর সাথে কথা বলার মূল অশ্র হচ্ছে নামাজ।
Tomak onik onik thank avave bolar jonno
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
Alhamdulillah
amio erokom obosthay achi bon,doa korben amr jnno
আলহামদুলিল্লাহ আমি ২০২১ এ বিয়ে করেছি। বিয়ের পুরো বেপারটা আল্লাহর উপর ভরসা করেছিলাম, বিয়ে করার আগে থেকেই উনার কাছেই ছোট থেকে বড় প্রত্যেকটা বিষয় সাহায্য চেয়েছি। আমার যে পারিবারিক অবস্থা ছিল তাতে আমার এত সহজে বিয়ে করার কোন উপায় ছিল না। আল্লাহর কসম করে বলছি আমার প্রিয় ভাই এবং বোনেরা আমি যে ভাবে দোয়া করেছি তার কোন একটা যায়গাতে ব্যতিক্রম হয়নি। বরং কিছু কিছু বিষয় আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন যেন হারাম থেকে দূরে থাকতে পারি।
Insha'Allah
আসসালামুআলাইকুম
ভাই কিভাবে দু'আ করেছিলেন একটু বলবেন?
@@islamtasfia4375Walaikumassalam সিজদায় বেশি বেশি দোয়া করবেন।
@Mehedi Hasan সিজদায় বেশি বেশি দোয়া করবেন ভাই।
assalamu alaykum.. amar jonno dua korben vi...
‘যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না।’ (সুরা ত্বালাক : আয়াত ২-৩)
🌺🌺🌺🌺
💖💖💖
আপনি সত্যি কথা বলেছেন এটা আমি প্রমান পেয়েছি? আল্লাহ আমাদের সকলকে তোমার নিয়ম অনুযায়ী চলার তৌফিক দান করুন
জাজাকাল্লাহ খাইরান
আলহামদুলিল্লাহ। আমি যখন মানসিক ভাবে অশান্তি র মধ্যে ছিলাম।তখন সব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে সেজদায় লুটিয়ে পরলাম।আলহামদুলিল্লাহ এখন মানসিক দিক থেকে অনেক ভালো আছি।মাঝে মাঝে হতাশা হয়ে পরি সেজদায় লুটিয়ে পরি আল্লাহ কে ডাকা শুরু করি তখন ই মানসিক শান্তি পাই❤
অনেক বড় একটি শিক্ষা পেলাম❤️❤️।আমি অনেক ডিপ্রেশনে ছিলাম বিগত ৫-৬ মাস ধরে।আলহামদুলিল্লাহ এই ভিডিওটি আল্লাহ আমার জন্যই পাঠিয়েছেন।ভিডিওটি দেখার পর থেকেই সকল ডিপ্রেশন শেষ ❤️❤️।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ❤️
same here
Alhamdulillah
গান শেয়ার হারাম কাজ কর্ম থেকে বিরত থাকুন ডিপ্রেশন ধারের কাছেও আসবে না,,,,,,এইসব মানুষরাই সাধারণ ডিপ্রেশনে ভোগে
Same ami Allah asen ar borosa jeno sudu Allah upor rakhi
Alhamdulillah ❤️
"আমার বান্দাদেরকে সংবাদ দাও যে, আমি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু !!
[সূরা আল-হিজর-৪৯]
সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকেই রয়েছে!❤️😊
- (সূরা আর রাদ : ২৮)
Ai surate onno ayat. Sothik sura ar ayat konta hobe? :)
Ameen
Amin
আমিন
Ato sundor kore bujalen bon apnk tnx
আল্লাহর কছম -আল্লাহর ইবাদতে যে মিষ্টতা পাই পৃথিবীর সব কিছু দিয়ে এই মিষ্টতা আর শান্তি আমি খুঁজে পাইনি।
আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুক।
আলহামদুলিল্লাহ।
এই একজন মানুষ জাকে না দেখে শুধু তার গলার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ দ্বীনের পথে ফিরে আসছে চোঁখ দিয়ে আল্লাহর কথা শুনে অজস্র কেঁদেছে আল্লাহ কত সুন্দর হলে সামান্য একজন সৃষ্টি মানুষকে এত গুণ দিয়েন সুবহানাল্লাহ
সঠিক
Thik vai
Jhi
একদম ঠিক কথা
- মোনাজাতে ঝরে পড়া চোখের পানি কখনো বিফলে যায় না🤲😥
- হযরত মুহাম্মদ (সাঃ)😘
আমিন
Ameen
সিজদা,,দিয়েছি,, মনে,,প্রানে,, আল্লাহ
কে ভালোবেসে বিশ্বাস করে,,, আল্লাহ,,
মহান আল্লাহ, অসীম সীমা হীন,, দয়ালু, আল্লাহর নামে,,, সিজদায় লুটিয়ে পড়ে ,
বলেছি,,হে,, আমার আল্লাহ,,রহম করুন
পৃথিবীর,,, মানুষ,,,প্রচন্ড,, গরমে,,করছে,,,হা, হা,,কার,,হে,, আল্লাহ,,দাও বৃষ্টি,বাতাশ,টান্ডা ও শান্তিময়
করে দাও,, আল্লাহ,, আপনার,সৃষ্টি,এই,
দুনিয়ায়া,, বলতে,,দেরি ,হলে ও,,বৃষ্টি,,
আসতে,,, দেরি, হলোনা,,, সুবহানআল্লাহ,,,লাওলা, ওয়াহুয়া, বিকুল্লে,সাই,,,ইন,,, কাদির,,,যখন,
বৃষ্টি,, পরতে শুরু, হয়েছে,,তখন, আমার
দু,,, চোখের,,,অশ্রুর,,,বাধ,ভেঙ্গে যায়
সুবহানআল্লাহ,,, আল্লাহ,, অসীম সীমা হীন,,, দয়ালু,,, আল্লাহু আকবার ইয়া আল্লাহ সুবহানআল্লাহ,, শুকরিয়া আলহামদুলিল্লাহ,,, আমিন আমিন আমিন আমিন আমিন
আমিন
@@asmaakter-yx5rc সুম্মা আমিন
কাউকে অতীতের গুনাহ নিয়ে খোটা দিও না ! সে হয়তো তওবা করে আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে !! “
Right vai.
Vudar boktobbo bondho korek salara.
তোমাকে আল্লাহ তায়ালা উওম পতিদান দান করুক
😭
721555
আল্লাহর দরবারে হাজার কোঠি শুকরিয়া মহান রব আমার দোয়া গুলো কবুল করেছেন,এতো পেরেশানিতে ছিলাম কি বলবো মহান রব কতো দয়ালু তিনি।
কিছু দিন পর পর এমন ভিডিয়ো পেলে হারিয়ে যাওয়া ইমান আবার নতুন করে ফিরে আসে,,, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন (আমিন)
Same to you
Ameen Summa Ameen Alhamdulillah
Absolutely right vai
Hmmmm.ekebarei sotti kotha
একদম সত্যি কথা বলেছো ভাই
আমি খুব বিপদে আছি একবারে শেষ বলা যায় সব রাস্তা বন্ধ তবুও আল্লাহ উপর ভরসা রাকছি
ধন্যবাদ... রাত এখন 3:22 খুব দরকার ছিল এই সময়ে এটা... 😔❤️
সুবহানআল্লাহ
Read your comment @ 3.26 a.m
তুমি সুন্দর। তুমি কি বিবাহিত মেয়ে।
এখানে আলহামদুলিল্লাহ বলা উচিত
@@nazmulhuda6727 😆
আলহামদুলিল্লাহ, আমি নিজেই সাক্ষী,যখনী বিপদে পরেছি আল্লাহ তায়া’লার উপর ভরসা করেছি।বুঝে উঠার আগেই সমাধান পেয়েছি।
আলহামদুলিল্লাহ
❤❤❤❤
যে কষ্টে ছিলাম সেই কষ্টেরই ভিডিও দিলেন! আলহামদুলিল্লাহ 💙
Hi
Alhamdulillah
আমিও প্রিয় ভাই 💚
Alhamdullah
"আল্লাহ" আপনাকে ভালবাসেন, তাই উনি এই ভিডিওটা দেখার জন্য আপনার নসিবে লিখে রেখেছিল।
আলহামদুলিল্লাহ। জীবনের সবচেয়ে কঠিন সময়ে এই কথাগুলো চোখে পানি নিয়ে এলো...।
আল্লাহ দিনের পরে যেমন রাত দেন। রাতে পরে দিন। শীতকালের পড়ে গ্রীষ্মেকাল।
দূখের পরেও সূখ দিবেন, ইনসাআল্লাহ। এতো দিবেন যে খুশি হয়ে রবের শোকর আদায় করবেন।
ধৈর্য্য ধরুন ভাই। বিপদ চিরকাল আল্লাহ দেন না।মাঝে মাঝে দেন তখন মনে হয় যেনো, এ থেকে আর বের হওয়া সম্ভব না। তখন পুরনো বিপদ গুলো মনে করুন,যেখান থেকে আপনার রব ই আপনাকে মুক্তি দিয়েছেন। আর এবারের বিপদেও তারই নিকট সাহায্য চান।
ফজরে উঠেই যে এমন এক ভিডিও পাবো,,কল্পনা করিনি,, ওয়াল্লাহী আপনাকে ভালোবাসি শাইখ।
নিশ্চয়ই ফুরিয়ে যাবে। নিশ্চয়ই ফুরিয়ে যাবে জীবনের সবচেয়ে সুখের দিনগুলো । নিশ্চয়ই ফুরিয়ে যাবে সবচেয়ে কঠিন, হতাশার দিনগুলো।
যেখানে সব শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু, আল্লাহর রহমত শুরু, আলহামদুলিল্লাহ।
এমন মূহুর্তে ভিডিওটা সামনে এল যখন জানালার পাশে বসে আকাশের দিকে তাকাচ্ছিলাম। আর মনের মধ্যে হতাশা জমছিল। সকল প্রশংসা একমাত্র মহান সৃষ্টিকর্তার যিনি আমাদের মনের সকল বিষয়ে অবগত😇
এই ভিডিওটি আমার জন্য নিয়ামত।।ফজর নামাজ পরে আল্লাহর কাছে সহজ সরল পথ চাইলাম।আল্লাহ এই ভিডিওর মাধ্যমে হতাশা ও একটা ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ হেফাজত করলো।।।আলহামদুলিল্লাহ।। আপনাদের জন্য দোয়া রইলো
- শেষ বিচারের দিন আমাদের একমাত্র
সুপারিশকারি। 🌸
- 'হযরত মোহাম্মদ (সাঃ)' সুবহানাল্লাহ ❤️
প্রিয় জিনিসটা পা-ও নিই? আল্লাহ বলেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর।
-সূরা বাকারাঃ ২১৬
ভাই, এত দরদ মিষ্টিমাখা সুরে কত সুন্দর নসিহাগুলো বর্ণনা করলেন। আল্লাহ আপনাকে উত্তম ফায়সালা দান করুন।
সবার কমেন্ট পড়ে বুঝতে পারছি, আসলে কেউ এ দুনিয়ায় সব দিকদিয়ে সুখি নয়,, তারপর ও সবাইকে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। আল্লাহ সবাইকে দুনিয়া ও আখেরাতে কল্ল্যানকামী করুক।
Eta to somvob o noy
আমিন
আমিন
আল্লাহর সাহায্যে পাওয়া অসংখ্য ঘটনা আমার জীবনে আছে,তাও সব গুলোই মিরাক্কেল ✌️💚। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤
I was feeling very depressed and that's why talked to Allah for sometime....just few times ago.
And He has given me this video as a gift by which I can help myself to change my situation.It's like a guide. Alhamdulillah. ❤
Thanks for uploading it in a right time.
And the voice really helps to feel the peace of Islam. 💗
Mashallah.
Same things happens to me....
same bro
Wait wait
This is just happened with me🥺
Alhamdulillah ❤
What a bunch of people here!
In search of peace we just got a guidelines and heart started to melting ❤
আমি ও এক সমস্যা ভুগছি। আল্লাহর শুকরিয়া এবং আপনাকে ধন্যবাদ এ কথাগুলো বলার জন্য। আমি যখন আপনার কথাগুলো শুনছি তখন মনে হচ্ছে যে আমার এই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনার এই কথাগুলো দ্বারা আমার ভেতরের ঈমান আরো বেড়ে গেল। আমার দোয়া আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং সকল মুসলমানদের নেক হায়াত দান করুক এবং হেদায়েত দান করুক। আমিন
আলহামদুলিল্লাহ এমন একটা ভিডিও পেলাম।
নিজেকে বদলানোর জন্য এই একটাই উপদেশ যথেষ্ট। ইত্তাকিল্লাহ্ ইত্তাকিল্লাহ্ ইত্তাকিল্লাহ্
মনে হচ্ছে আমার তপ্ত জীবন মরুতে এক পসলা ঝুম বৃষ্টি এসেছে হঠাৎ করেই। আলহামদুলিল্লাহ।
প্রত্যাশার থেকে আশা বেশি হতে নাই।
মানসিক শান্তি একমাত্র আল্লাহ এর কাছেই আছে❤️
প্রথম কমেন্ট❤️
নোটিফিকেশন এর সাথে সাথে চলে আসলাম!
আল্লাহ আমাদের সবাই কে ক্ষমা করে দিন।
সুবহানাল্লাহ!! এই আয়াতটা যখনই শুনি মনে হয় যেন এটা আমার জন্যই লিখা হয়েছে। সুবহানাল্লাহ!!
"যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় বের করে দেবেন এবং এমন উৎস থেকে রিযিক দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না।"
সকলে আমি এই অধমের জন্য দোয়া করবেন যেন পরিপূর্ণ রূপে দীন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলের পথ আসান করে দিন। আমিন।
আমিন ইয়া রব🤲🤲
Alhamdulillah.. Onek din por mone aktu santi pelam. Apnar kothagulu atotai valo lage je bujhate parbo na. Zazak ALLAH khairan.
জীবনের এখন যেই সময়টা পার করছি মনে হচ্ছে আল্লাহ ছারা আমার আর কেউ আপন নেই। ভিডিও টা আসলেই ভালো ছিল।আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করছি ❤
আমি হতাশ হবো না , আঘাত প্রাপ্ত হবো কিন্ত নিরাশ হবো না , আমার অস্তিত্ব শেষ হোক তবুও হারাম থেকে মুক্ত হোক আমার একটি নিঃশ্বাস 🙂
আলহামদুলিল্লাহ basera চ্যানেল একটি যুগোপযোগী চ্যানেল. আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার জীবনের সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে এই বাসিরা চ্যানেল ।।। জাযাকাল্লাহু খাইরান।।। আল্লাহ তায়ালা এই বাসিলার ভাইকে উত্তম জাযা দান করুক।।।
আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ পোস্ট জাযাকাল্লাহু খাইরান আমিন
আমার রাস্তা যখন সব দিকে বন্ধ ছিলো আল্লাহ আমাকে সাহায্য করেছিল।আমি আল্লাহ কে সব সময় ডাকতাম।আল্লাহ আমাকে বাচাইছে সকল বিপদ আপদ থেকে।🫠
আলহামদুলিল্লাহ! অনেক দিন পর মনোমুগ্ধকর কন্ঠে শিরিজ গুলো শুনতে খুব ভালো লাগে
হে শায়খ, দোয়ার দরখাস্ত আমি ধ্বংসের শেষ প্রান্তে, আপনার বয়ান শুনে আমার অন্তরে প্রশান্তি এসেছে।
খুব ভালো লাগলো।।।। আপনার কণ্ঠ শুনে মনটা ভরে গেল।।
আলহামদুলিল্লাহ, অনুপ্রেরণা মুলক লেকচার প্রতিটা উপদেশ যেনো আমার জীবনের সাথে জুড়ে আছে। আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছি এবং শত কষ্টেও নিজেকে সরিয়ে নেইনি আল্লাহ তায়ালা যেনো এর বিনিময়ে উত্তম কিছু দান করেন।
আলহামদুলিল্লাহ
অনেক দিন পর আপনার কন্ঠে আরো একটি অসাধারণ উপস্থাপনের জন্য
সুবহানাল্লাহ
আসলেই মহান রব অতি দয়ালু।
অসাধারণ উপস্থাপন করেছেন।
হৃদয়ছুয়ে যায়
আলহামদুলিল্লাহ
অসাধারণ আমার কলিজার টুকরো হুজুর কে মহান রাব্বুল আলামিন সুস্থ ও ভালো রাখেন❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Alhamdulillah... প্রথমবার যখন শুনলাম, একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম... কতই না সুন্দর কথা গুলো....... কতই না হৃদয় স্পর্শী......ইশ আমার যদি সামর্থ্য থাকতো, প্রতিটি মুসলিম ভাই বোন কে শুনতে বাধ্য করতাম, জানিনা, কোন প্রিয় ভাইয়েরা,এই চ্যানেল এর সাথে সংশ্লিষ্ট আছেন,তবে যেই থাকুন,আপনাদের জন্য মন থেকে দোয়া,,,, আল্লাহ সুবানাহুতাআলা আপনাদের হায়াতে বারাকাহ দান করুন..............আল্লাহর জন্যে ভালবাসি প্রিয় ভাইদের......
একদম সঠিক সময়ে সঠিক বিষয়ে আলোচনা মাশাআল্লাহ মন টা শান্ত করে দেই একদম।
আল্লাহ আপনাকে ও আপনার পরিবার কে সবসময় সুস্থ রাখুক সাথে আমাদের ও আমাদের পরিবারের সকলকে ও মৃতদের জান্নাত দান করুক। আমিন।
এইটা আমার জন্যই,আহ্ মনে শীতলতা অনুভব করতেছি।
আলহামদুলিল্লাহ!
কি বলবো আর কিভাবে মনের ভাব প্রকাশ করবো।
এই উপদেশ শুনে নতুন করে রবের প্রতি ভালোবাসা ও ভরসা বেড়ে গেলে।
সকর টেনশন মনে হয় হালকা হয়ে গেলে। ❤️❤️❤️❤️❤️
আল্লাহ ভাইটিকে উওম প্রতিদান দিক।
দুনিয়া ও আখিরাতে তাকে সম্মানিত করুক
সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে আল্লাহ তা’আলা একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন।❤️- আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু)"
গতরাতে আল্লাহ আমাকে একটি স্বপ্ন দেখালেন সেই স্বপ্নের বাস্তব রূপ আমি আজকেই এই ভিডিওতে পেলাম আলহামদুলিল্লাহ 💙
T
Subhanallah
আল্লাহ ছাড়া আপন কেউ নাই,তিনি একমাএ সাহায্য কারি,
আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি
সবাই আমার জন্য দোয়া করবেন
আহ্ প্রতিটা কথা যেন আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে 🥺🌻
এই মূহর্তে এই ভিডিও টি আমার জন্য অনেক প্রয়োজন ছিল। ধন্যবাদ baseera কে।
আলহামদুলিল্লাহ এই ভিডিও টা দেখার পর আমি আবার আমার মনোবল ফিরে পেয়েছি!
ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া আল্লাহ ইবাদতের প্রতি বিশ্বাস "সময় সত্যি আমার এখন এমনই যাচ্ছে।
সকল প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহ তা'লার জন্য 🌻
আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা আমাদের সবাইকে ধৈর্যধারণের তৌফিক দান করুক।
আমিন🤲
আলহামদুলিল্লাহ🥰
এ যেন আল্লাহর পক্ষ থেকে আমার মাথায় ঘুর পাক খাওয়া প্রশ্নগুলোর সমাধান।❣️
ইয়ত্তা কুল্লু 🌸
আলহামদুলিল্লাহ্ । এই দুঃস্বময়ে কতোই না উত্তম কথা শুনতে পেলাম। ইংশাআল্লহ্ তা'আলা আমিও আমার ব্যাপারে আল্লাহকে ভয় করবো। দোয়ার দরখাস্ত রইল।
কোন দামি কিছু হারালে অনেকদিন পর সেটা পেলে যেমন লাগে, বাসিরা নতুন ভিডিও পেয়ে তেমন অনুভুতি হচ্ছে❤️
আলহামদুলিল্লাহ আমার মোন শান্ত হইয়া গেছে কথা গুলা শুনে
আলহামদুলিল্লাহ আমার হেদায়েত এর মাধ্যম এর মধ্যে একটা মাধ্যম হলো এই চ্যানেল আলহামদুলিল্লাহ✨✨
আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের উত্তম প্রতিদান দিক
Dhonnobad ato sundor bartar jnne....❤
সুবহান আল্লাহ ।
আমার সাথে ঘটে গিয়েছে।
আমি যখন এক কম্পানি ছেড়ে অন্য আরেকটা কম্পানি তে আসছিলাম।এত কষ্ট ছিলো যে সহ্য করা আমার জন্য কঠিন হয়ে গিয়েছিলো।
নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করছি আর নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছি কখনো বুঝতে দেইনি আমার কষ্ট হচ্ছে।
আমি কাউকে বলিনি শুধু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি।
আলহামদুলিল্লাহ অনেক আমার রিজিক বৃদ্ধি পেয়েছে এবং কাজও অনেক সহজ হয়েছে।
আমিন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি টেনশনে ভয়ে আছি অসুস্থ শরীর নিয়ে মনে হচ্ছে যে কুনু সময় মারা যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহিম রহমান দয়ালু আল্লাহর উপর ভরষা করে আছি। আমার আল্লাহ আমাকে কতটুকু অনুগ্রহ দয়া করেছেন। আমার বিসসাস এখনও আমাকে সুস্ত করে রিজিকের ফয়সালা করে দিবেন। ইন শা আল্লাহ
নিশ্চয় কষ্টের পরেই সুখ।
আল্লাহ ভরসা
আল্লাহ ভরসা, আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ
"তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন কর আর তোমাদের সৎ দাস-দাসীদেরও। তারা যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন, আল্লাহ প্রচুর দানকারী, সর্ববিষয়ে জ্ঞাত।"
(QS. An-Nur 24: Verse 32)
Anek upokrito holam video ta dekhe👍
মহান আল্লাহ তায়ালা আপনাকে হায়াতে তাইয়েবা দান করুক! আর এভাবেই যেন আপনি আমাদের অন্তরকে সান্ত করার মতো ভিডিও তৈরি করে যান৷ আল্লাহ তায়ালার জন্য ই সুধু মাএ আল্লাহর জন্যই আপনাকে ভালোবাসি প্রিয় বক্তা!!
আমার জন্য ১ মাত্র আল্লাহই যথেষ্ট & তিনিই সর্বোত্তম কর্মবিধারক, সর্বোত্তম অভিভাবক এবং ১ মাত্র সাহায্যকারী।
আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাই
আল্লাহর জন্য আপনাকে ভালবাসি
অনেক কষ্ট নিয়ে ভিডিও টা দেখলাম
হুজুর আমি আজ ১৩ বছরের মতো হবে একটা দোকানে কাজ করি,,, আমিও বিশ্বাস করি আল্লাহ একদিন আমাকে সবকিছু দিবেন ইন্সাআল্লাহ 💕💕💕 আজ মনটা খুশিতে ভরে গেলো হুজুর
alhamdulillah
আলহামদুলিল্লাহ! এই ভিডিও র প্রতিটা কথা টা যেন শুধু আমার জন্য বলা হচ্ছে! 🤲😊
প্রিয় ভাই,এমন সময় আপনার এই কথা গুলো যেন আপনার মাধ্যমে আমার প্রতিপালক আমাকেই বলতে বা সোনাতে চাই লেন, আলহামদুলিল্লাহ তিনি কতই না দয়াবান মহান আল্লাহ।
ইয়া আল্লাহ!
সকল প্রশংসা কেবলমাত্র আপনার জন্যই।
আমার অশান্ত মনে যেন প্রশান্তির একপশলা বৃষ্টি বয়ে গেল।
দীর্ঘ অপেক্ষার পর💘
Ma shaa Allah khuub sundor alochona
SubhanAllah!!! সকল দুশ্চিন্তা চলে যায়! এত সুন্দর কথা গুলা ❤ আল্লাহ বাসীরার পুরা টিমকে বারাকা দিক! জাজাকাল্লাহু খাইরান।
১. “সুবহানাল্লাহ”(سبحان الله)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)
@everyone
পড়া শেষে আলহামদুলিল্লাহ 🌺🌺
আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন,, প্রথমে না বুঝতে পারলে ও পরে ঠিকি বুঝতে পারি❤,,সুবহানআল্লাহ 🤲☝️
❤❤❤❤❤আল্লাহর / সৃষ্টিকর্তার আইনে রাষ্ট্র না চললে মানুষ কোথায় সুখ পাবে? বৈষম্য Going on...
আল্লাহ পাক আপনাকে এত সুন্দর এবং মনমুগ্ধ কর কন্ঠ সর দিয়েছেন আলহামদুলিললা যা শুনেই আমার মন জুড়ে যাই
Alhamdulillah....khoub koste hoccilo r ei vido ta sunlam masAllah
ইত্তাকুল্লাহ। আল্লাহ এর প্রতি বিশ্বাসকে জোরদার করা
আলহামদুলিল্লাহ!
জীবনের কঠিন পথে বার বার আল্লাহর সাহায্য পেয়েছি,
আজ ও সব পরিস্থিতিতে তার কাছেই সাহায্য চেয়ে আসছি,,ইনশাআল্লাহ আমার রব আমায় নিরাশ করবেন না।
আমার জীবনের বাস্তবতার সাথে,,, একদম মিলে গেছে,,,,আলহামদুলিল্লাহ,,,, ধন্যবাদ শায়েখ ❤️❤️❤️.
ভাইয়া!আমি অনেক ডিপ্রেশনে ভুগছি।হঠাত করে আপনার ভিডিও টা পেলাম আমার মনে হয় আমার আল্লাহ আমাকে এই ভিডিও টা খুঁজে বের করে দিলেন।
অনুরোধ রইল
' আল্লাহর পথে চলার জন্য' এরকমের অনুপ্রেরণাদায়ক ভিডিও আরো বেশি বেশি চাই।
সঠিক সময়ে ভিডিও টা আসছে। এমন একটা ভিডিও এই সময় আমার শুনার প্রয়োজন ছিলো। আলহামদুলিল্লাহ
আবার শুনেন
আলহামদুলিল্লাহ
এই একটা চ্যানেলর ভিডিওর অপেক্ষায় থাকি
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন
শুকরিয়া শাইখ
হেদায়েত পাচ্ছি না কোন ভাবেই😭 নামাজ কাজা হয়ে যাচ্ছে , আল্লাহতালার ইবাদত ঠিক মত করতে পারছি না, সবাই দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দান করে আমাকে😭😭
😭😭😭😭😭🤲
amin😭😭😭🤲🤲🤲
আমিন
Amar Jonno.
আমিন
মাঝে মাঝে খুব মন খারাপ লাগে,, এমন বিডিও পেলে মনটা আল্লাহর রহমতের দিগে পিরে আসতে বাদ্য করে,,আলহামদুলিল্লাহ,,,
আল্লাহর কসম।
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আপনাদেরকে ভালোবাসি।
আপনার কথা শুনলে মন শান্ত হয়েযায় । আল্লাহ্ তাআলা আপনার মঙ্গল করুন আমীন ।
প্রিয় শায়েখ আপনার সুমধুর কন্ঠে যখন মহান আল্লাহর নিয়ামতসমূহ ও বিশালতার পরিচয় পাই তখন মনের অজান্তেই দু-চোখ ভরে যায় অশ্রু দ্বারা🥰
হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন🙏😭
“আল্লাহকে যারা ভালোবাসেনা, তাদেরকে ভালোবাসবেন না।
তারা যদি আল্লাহকে ছেড়ে থাকতে পারে, তারা আপনাকে ছেড়ে চলে যাবে।”
- ইমাম শাফিঈ
ঠিক