আমার একটা প্রশ্ন আছে। আমার পিসিটা কি কারণে স্লো হচ্ছে মানে কোন ইউনিট টা বটল নেক ক্রিয়েট করছে সেটা কিভাবে বুঝবো! আমার সিপিটা খুব স্লো,মানে একটা ভিডিও প্লে করতে গেলেও হ্যাং করে।বাকি আর কি বলবো।আমি পরে লিনাক্স মিন্ট ইনস্টল করে চালাচ্ছি কোনো মতে।কিন্তু উইন্ডোজ ইনস্টল দিলে খুব বাজে অবস্থা। আমার সিস্টেমে ৫০০জিবি হার্ডডিস্ক,৪ জিবি র্যাম,core i5 4th generation প্রসেসর আছে।
আপনার পিসির কনফিগারেশন অনেক ভালো। আপনি আমাদের "ফার্স্ট জেনারেশনের পিসি দিয়ে আমি চালাতে পারলে আপনি পারছেন না কেন" শিরোনামে যে ভিডিও টি আছে সেটা দেখে সেভাবে প্রসেস ফলো করলে সমাধান পাবেন। হার্ডডিস্ক আপনার সিস্টেমে বটলনেক ক্রিয়েট করছে। আপনি ২৪০ জিবির একটা SSD ইন্সটল করলে অনেক দ্রুত হবে পিসি। কোন SSD কিনবেন সেটা নিয়েও ভিডিও দেয়া আছে দেখে নিতে পারেন। ধন্যবাদ।
Watch full Video click here:
@2kCA
আমার একটা প্রশ্ন আছে।
আমার পিসিটা কি কারণে স্লো হচ্ছে মানে কোন ইউনিট টা বটল নেক ক্রিয়েট করছে সেটা কিভাবে বুঝবো!
আমার সিপিটা খুব স্লো,মানে একটা ভিডিও প্লে করতে গেলেও হ্যাং করে।বাকি আর কি বলবো।আমি পরে লিনাক্স মিন্ট ইনস্টল করে চালাচ্ছি কোনো মতে।কিন্তু উইন্ডোজ ইনস্টল দিলে খুব বাজে অবস্থা।
আমার সিস্টেমে ৫০০জিবি হার্ডডিস্ক,৪ জিবি র্যাম,core i5 4th generation প্রসেসর আছে।
আপনার পিসির কনফিগারেশন অনেক ভালো। আপনি আমাদের "ফার্স্ট জেনারেশনের পিসি দিয়ে আমি চালাতে পারলে আপনি পারছেন না কেন" শিরোনামে যে ভিডিও টি আছে সেটা দেখে সেভাবে প্রসেস ফলো করলে সমাধান পাবেন।
হার্ডডিস্ক আপনার সিস্টেমে বটলনেক ক্রিয়েট করছে। আপনি ২৪০ জিবির একটা SSD ইন্সটল করলে অনেক দ্রুত হবে পিসি। কোন SSD কিনবেন সেটা নিয়েও ভিডিও দেয়া আছে দেখে নিতে পারেন। ধন্যবাদ।