পাহাড় জঙ্গলের মাঝে নির্জন রিসর্ট || Paharia Eco Resort || Jhargram Belpahari Tour || Jungle Tour
HTML-код
- Опубликовано: 23 ноя 2024
- #jhargrambelpaharitour
#pahariaecoresort
#jungletour
#offbeatplacesnearkolkata
#weekendtour
#newresort
Welcome to my channel Excursionist Aniket ................
পাহাড় জঙ্গলের মাঝে নির্জন রিসর্ট || Paharia Eco Resort || Jhargram Belpahari Tour || Jungle Tour
প্রকৃতি বরাবরই চিরসবুজ। বর্ষাকালে এর সৌন্দর্য বেড়ে হয় দ্বিগুন।
তাই হাতে সুযোগ আসতেই দু রাত তিন দিনের ভ্রমণ পরিকল্পনা করে বেরিয়ে পড়েছিলাম আমরা ঝাড়গ্রাম বেলপাহাড়ি ভ্রমণে jhargram belpahari tour উদ্দেশ্য একটাই বর্ষায় চির সবুজ প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে। গতবারে ছিলাম ঝাড়গ্রামে, এবারে ছিলাম বেলপাহাড়িতে তৈরি হওয়ার new resort নতুন রিসোর্ট Paharia eco resort পাহাড়িয়া ইকো রিসোর্টে। কলকাতা থেকে কাছাকাছি একেবারে অফবীট জায়গা চাইলে আপনারা আপনাদের সাপ্তাহিক ভ্রমণের weekend tour সূচিপত্রে
এরকম একটা জঙ্গল ভ্রমণ jungle tour পরিকল্পনা কিন্তু করতেই পারেন। তার জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটি তথ্য গুরুত্বপূর্ণ।
==============================
SOME INFO = =
🌿 পাহাড়িয়া ইকো হোমস্টে -বেলপাহাড়ি 🌿
Booking ☎ 8016861375 (Swapan Sasmal)
👉 How to Reach
নিকটবর্তী স্টেশন চাকুলিয়া (ঝাড়গ্রাম আর ঘাটশিলার মাঝের স্টেশন) | ইস্পাত এক্সপ্রেসে সরাসরি পৌঁছানো যায়, সকাল ৯টায় | স্টেশন থেকে বেলপাহাড়ি মোড় পর্যন্ত অটো পাওয়া যায় | বাকিটা টোটো রিজার্ভ ১০০ টাকা | স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত রিজার্ভ গাড়িতে সময় লাগে ৩০ মিনিট | Bolero: ১০০০ টাকা, Indigo: ৮০০ টাকা, Omni: ৬০০ টাকা।
👉 খাওয়া ও থাকার খরচ
◾️ Non AC (Per-Head Per-Day)
▪️Rs1300 (4 Share Stay)
▪️Rs1400 (3 Share Stay)
▪️Rs1650 (2 Share Stay)
◾️ AC (Per-Head Per-Day)
▪️Rs1400 (4 Share Stay)
▪️Rs1500 (3 Share Stay)
▪️Rs1750 (2 Share Stay)
◾️ Child 50% (age between 5 to 10years)
(উৎসবের ছুটির দিনগুলো ১০০ টাকা করে বাড়বে)
👉 Rooms
ছয়টি সুসজ্জিত রুম আছে | প্রত্যেকটি রুম attached bath (western toilet) | গিজার আছে | বড় বিছানা, কমপক্ষে তিনজন করে থাকা যায়, এক্সট্রা বেড দিলে আরো দুজন থাকা সম্ভব |
👉 Food Menu
▪️Lunch: ভাত, ডাল, সবজি, মাছ, চাটনি, পাপড়
▪️Evening Snacks: ভেজ পাকোড়া, মুড়ি, চা
▪️Dinner: ভাত/ রুটি, ভাজা, চিকেন কষা
▪️Early Morning: চা-বিস্কুট
▪️Breakfast: লুচি, তরকারি, ডিম সেদ্ধ, জিলিপি
👉 Nearby Spot
▪️বেলপাহাড়ি
গহীন অরণ্যের মধ্যে দিয়ে এক জল সুন্দরী খাঁদারানী লেক। প্রকৃতির অপার সৌন্দর্যে নিজেকে রানীর বেশে রাঙিয়ে নিয়েছে খাঁদারানী। দিগন্তবিস্তৃত পাড় জুড়ে সবুজ সবুজ আর সবুজ পাহাড়, প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। ফেরার পথে পাহাড়ের উপরে প্রাকৃতিক গুহায় সেকালের সাধুদের সাধনাস্থল গাড়রাসিনি আশ্রম | অদূরেই কালো পাথরের নদী ঘাগরা, বর্ষায় এর অনন্য রূপ | এছাড়াও রয়েছে তারাফেনী ব্যারেজ |
▪️কাঁকড়াঝোড়
ধীর গতির ছন্দে বয়ে চলেছে কাঁকড়াঝোড় নদী। প্রাচীন শাল জঙ্গলের মধ্যে সেকালের ভবানী থান, নদীর পাড়ে শিব মন্দির, জামবাঁধ জলাধার একে একে সবগুলোই দেখে নেওয়া যেতে পারে । একই সঙ্গে ঢাঙ্গিকুসুম ঝরনা | সবুজ পাহাড় দেখতে দেখতে কেটে যাবে সময়। জঙ্গলের অন্দরে কেপটি লেক। গোধূলির সূর্যাস্তে মন্দ লাগার কথা নয়। এছাড়াও রয়েছে ময়ূর ঝর্ণা, লালজল গুহা, ওয়াচ টাওয়ার ইত্যাদি
▪️নিজেরা গাড়ি নিয়ে এলে ফেরার পথে ঘাটশিলা, ঝাড়গ্রাম, হাতিবাড়ি, ঝিলিমিলি, সুতান পাহাড়, মুকুটমণিপুর ইত্যাদি আরো অনেক জায়গা ঘুরে দেখে যায় |
👉 বেড়ানোর জন্য গাড়ির ভাড়া :
দিনপ্রতি বড় গাড়ির জন্য ভাড়া ৩৫০০ থেকে ৪০০০ টাকা | আর ছোট গাড়ির জন্য ২৫০০ থেকে ৩০০০ টাকা।
==============================
============================================================================
you are most welcome to follow/contact me through facebook/instagram/mail ::::::(())))::::::
============================================================================
mail id: ea.aniketpal@gmail.com
Follow me on Insta: / excursionist_aniket (excursionist_aniket)
Follow me on facebook Page: excursionist aniket
Follow me on facebook: / aniket.pal.1232
(Aniketpalins)
Background Music Used Source ::::
1) studio.youtube....
2) / freebmusic
3) share.epidemic... (Get one month free trial)
=================================================================================
********** if u like my video so don't forget LIKE,SHARE this video**********
******please subscribed my channel******
Thank you............
=================================================================================
Khub sundor resort...
খুব ভালো লাগলো
😍😍
Nice explanation brother ❤❤
Keep going 💪 ✨️
Next kono hill er video chai ❤
Sir, reach baranor jonno kichi korun, eto sundar jaygar video jodi beshi manusher kache na pouchaye, tahole to video bananor khatni britha.. atleast kichu travel groups e share korun and reels banan beshi kore kore