আপনার কথা শুনে শান্তি পাই। আমার প্রেমিক কে আমি হারিয়েছি 1 বছর হলো। ওর মৃত্যুর পর থেকে আমি এসব ধরনের ভিডিও দেখি। আমার মৃত্যুর পর দেখা হবে কিনা, মৃত্যুর পর আমরা এক সাথে থাকতে পারবো কিনা এর উত্তর খুঁজি।।
অনেক ধন্যবাদ দাদা! মনটা আশ্বস্ত হল পুনর্জন্মের কথা শুনে। "মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ"। নিবিড় বন্ধন হলে প্রিয়জনের সঙ্গে পরজন্মেও মিলিত হওয়া যায়। দেখা যাচ্ছে, মৃত্যুর প্রায় সঙ্গে-সঙ্গেই পুনর্জন্ম হয়। তবে আগের জন্মের অভিজ্ঞতা, সংস্কার সঞ্চিত থাকে এটারও প্রামাণ্য তথ্য মেলে মাঝে-মধ্যেই। কোন বিষয়ের প্রতি ঝোঁক, নেশা ইত্যাদি থেকে। আবার জাতিস্মরের কষ্ট থাকলেও দৃঢ়চিত্তে, সহানুভূতির সঙ্গে তা কাটিয়ে দেওয়া যায়। এই নিয়ে দয়া করে দ্বিতীয়বার আলোকপাত করবেন এই আমার অনুরোধ।
Amio amar valobasa k hariyechi amar biswas amio ekdin tar dkha paboi.. Apnar kotha sune aaj onk ta ami sustho bodh korchi aaj ami sotti khusi j amar valobasar deho nei kin2 atma amar e pase ache.... Hare Krishna🙏🙏 Radhe Radhe 🙏🙏
আমি একটা বাস্তব ঘটনা বলি , আমি নামটা প্রকাশ করতে চাইছি না , ঘটনাটা হলো একটি মেয়ে ছোটো থেকেই জন্মে এসে আগের জন্মের মাকে খোঁজে এবং তার বিশ্বাস ছিলো সে তার মাকে ঠিক একদিন পাবে , এবং সত্যি একদিন মেয়েটি তার মাকে পায় এবং ঘটনাচক্রে মেয়েটির মা একজন ডাক্তার । মেয়েটি একদিন অসুস্থ হয়ে তার সেই মায়ের কাছেই চিকিৎসা করাতে যায় এবং দেখে এতটুকুও বিচলিত হয় না বরং আনন্দে তার মাকে যে পেয়েছে তাতে সে খুব খুশি হয় , এবং মায়ের ঐ বাড়িটা মেয়েটিকে বারবার ভাকে ঘুমের মধ্যে এমনকি ছোটো থেকে যে মায়ের মুখটা দেখে বড়ো হয়েছিলো সেটি দেখার পর আরো বেশি করে দেখতে থাকে । যখন মেয়েটি কষ্ট সহ্য করতে না পেরে ঐ ডাক্তার মাকে বলে বসেন তুমি আমার মা হলে না কেন ? তখন উনি মেয়েটিকে বলে আমি তো তোর মায়ের মতোই । তখন মেয়েটি ভাবতে থাকে মা তাকে চিনতে পেরেছে । অথচ পরবর্তী কালে কথা বলতে বলতে একসময় কথা বন্ধ হয়ে যায় এবং মেয়েটি তখন কষ্ট পেয়ে পেয়ে এমন অসুস্থ হয়ে পড়েন যে পরবর্তী কালে বাইরে থেকে সুস্থ হয়ে কিছুটা ফিরলেও সেই মাকে ভুলতে পারে না । আবার কষ্ট হয় , এরপর কিছু বছর পর আবার সেই মায়ের সাথে কথা হয় কিন্তু কথায় কথায় মেয়েটি তার মনের কথা বলেন এবং আবার যোগাযোগ ছিন্ন হয় । তবে এখানে বলে রাখি মেয়েটি ঐ মাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে এবং যখন তার মা মেয়েটির সাথে কথা বন্ধ করে দেয় তখন মেয়েটি অভিমানে ঈশবরের কাছে প্রার্থনা করে ছিলো ( মা যখন আমার সাথে কথা বলছেনেই না তখন এ জীবনের কি দাম , আমার জীবনটা মাখেই উৎসর্গ করে দিলাম ) মেয়েটিকে ঐ ডাক্তার মাও ভালো বাসেন কিন্তু নিজের সন্তানের মতো করে নয় । ( এখানে বলে রাখি , এই ডাক্তার মা কিন্তু একজন বিবাহিত এবং একটি পুত্র সন্তানও আছে । ) মেয়েটি যখন বুঝতে পারে ইনি তার আগের জন্মের মা তাই তার বাড়িতে যাওয়ার কোনোদিনই চেষ্টা করে না , কিন্তু মেয়েটি মাকে ছাড়াও থাকতে পারে না । বর্তমানে মেয়েটি কষ্ট পেয়ে পেয়েই জীবন কাটাচ্ছে । মেয়েটি যদি মাকে একটু হলেও কাছে পেতো , কথা বলতো , তার সেনহ, মমতা , ভালবাসা পেতো তাহলে হয়তো মেয়েটি খুশিতে , আনন্দে দিন কাটাতে পারতো। বর্তমানে মানে মেয়েটি নিজেকে সামলে রাখার জন্য এবং মাকে যাতে ভুলে থাকতে পারে নানান কাজে ভুবে থাকার চেষ্টা করে কিন্তু কিছুতেই ভুলতে পারে না আমার প্রশ্ন হলো মেয়েটির আগের জন্মের কথা পুরো মনে করতে পারে না , এর কারণ কি ? মেয়েটি কি তবে এরকম ভাবেই সারাজীবন কষ্ট পেয়ে যাবেন ? ঐ ডাক্তার মায়ের কিন্তু পূর্ব জনমের কথা কিছুই মনে নেই এর কারণ কি ? মেয়েটি অবশ্য নিজেও চান না তার মা আগের জন্মের কথা মনে করে কষ্ট পান । কারণ মেয়েটির মাথায় যখন এসব আসে মানসিক থেকে এবং শারিরীক থেকে খুব কষ্ট পাদ । মেয়েটি তার মাকে ছাড়া অথচ ঠিকমতো শান্তিতে বাঁচতেও পারছে না । প্রশ্ন হলো এর প্রতিকার কি ? কেন মেয়েটির সাথেই এরকম হলো ? কেন সেই মায়ের কিছু মনে নেই ? এর উত্তর টা যদি দিতে পারেন দাদা আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন । নমস্কারানতে ও ধন্যবাদানতে B . K 13 . 06 . 2022
বহু জন্ম কাটানোর পর বিবর্তন বাদের রীতি মেনে আমরা মানব জন্ম পাই। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন,ঈশ্বরকে জানার জন্য।মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব,বলতেন, শ্রেষ্ঠ মানব জন্ম কেন জানো গা ? একমাত্র মানুষই ঈশ্বর কে জানতে পারে। আমরা অগুনতি মানব জন্ম পর হই। যে জন্মে ঈশ্বর লাভ করি সেটাই হয় শেষ জন্ম। মানব জীবনের উদ্যেশ্যেই হল,ঈশ্বর লাভ করা। এই বহু জন্মে আমরা বহু মা বাবা আত্মীয় স্বামী স্ত্রী কে পাই। আমাদের মনে থাকে না, এটা ঈশ্বর এরই কৃপা।নাহলে মানুষের সব জন্মেই উন্মাদ হওয়ার মতো অবস্থা হতো। গৌতম বুদ্ধ বলেছিলেন, তিনি তাঁর বিগত 500র ও বেশি জন্মের কথা স্মরণ করতে পারতেন। মানুষের পা সামনের দিকে হাঁটার জন্য।মন সামনের দিকে ভাবার জন্য। তাই বিগত জন্মের মাকে চিনতে পারাটা একটা আনন্দের বিষয় হিসেবেই ধরে নেওয়া উচিত। নাহলে এজন্মের আত্মীয় স্বজন মা বাবার যে বৃথা হয়ে যায়।অন্যায় হয় তাঁদের প্রতি। আবার আগামী জন্মে হয়তো মনে পড়বে এবং এজন্মের মা বাবার জন্য দুঃখ হবে।
@@sofolotarrahasya প্রথমেই জানাই আমার সশ্রদ্ধ সশ্রদ্ধ প্রণাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা । আপনি একদম ঠিক কথাই বলেছেন । তবে এখানে একটা কথা বলে রাখি , মেয়েটি কিন্তু উন্মাদ নয় , হয়তো এরকম একটা সমস্যা থেকে হয়ে যেতে ফারতো । ঈশ্বরের অশেষ কৃপা মেয়েটির ওপর । মেয়েটি আজ পর্যন্ত কিন্তু তার এ জন্মের মা - বাবা কাউকেই তার এই সমস্যার কথা বলেনি । কারণ মেয়েটি এ জন্মের মা - বাবার প্রতি যথেষ্ট শ্রদ্ধা , ভালোবাসা , ভক্তি সব আছে । তাই তার নিজের কথা বলে কখনোই তাদের কষ্ট দেয়নি । প্রসঙ্গত একটা কথা বলি, মেয়েটি গত জন্মের যে মাকে দেখতে পেতো সেটা কিন্তু জন্ম থেকেই অনুভব করতো এবং মাত্র দুই বছর বয়সেই যে কোনো মাঠির গড়া দেবী মূর্তির ( কালী , দূর্গা, জগদ্ধাত্রী ইত্যাদি ) মধ্যেই গত জন্মের মাকে দেখতো এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ঐ মাকে যখন মূর্তির মধ্যে দেখতো সেটা মাটির মুখের জায়গায় মানুষের মুখ অর্থাৎ ঐ মানুষ মায়ের মুখ । দাদা আপনি যে বলেছিলেন , মানব জীবনের উদ্দেশ্যেই হলো , ঈশ্বর লাভ করা । এই প্রসঙ্গে একটা কথা বলি, যদিও অনেকের কাছে বিশ্বাস যোগ্য নাও হতে পারে । কিন্তু এটা ধ্রুব সত্য । বলাটা যদিও উচিত নয় , কারণ ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, তুমি যে ঈশ্বরকে ভালোবাসো এটা কেউ যেন না জানতে পারেন , প্রভু আমায় ক্ষমা করবেন , দাদা মেয়েটি স্বয়ং ঈশ্বর লাভ করেছেন এবং তাঁর সাথে কথাও বলেছেন । এর বেশি কিছু আর বলবো না , শুধুমাত্র একটা উদাহরণ দিই , আমরা সবাই জানি কোনো জিনিস জলে পড়ে গেলে সেটা জল থেখে তোলার সময় ভারী হয়ে যায় । সে জামা, কাপড় , চাদর বা অন্য কিছু কি তাই তো ? এখানের ঘটনাটা হলো , প্রায়শই কোনো না কোনো কুকুর বঢ়ো নর্দমায় পঢ়ে যেতো তো এমনি একদিন খুব বড়ো একঠা কুকুর ঐ নর্দমায় পড়ে যায় এবং ঐ কুকুরটার চিৎকারে মেয়েটি থাকতে না পেরে অসুস্থ অবস্থাতেই ( বাড়ির বারণ করা সততেও ) কুকুরটাকে নিজের দূই ( নর্দমাটা এতটাই গভীর যে কেউ তুলতে গিয়ে পড়ে যেতে পারে, যদিও আমি দেখেছি অনেকেই লাঠি দিয়ে তুলতে ) পা হাঁটুর ওপর ভর দিয়ে বসে হাত দুটি নর্দমার নীচের দিকে নামিয়ে কুকুরটার সামনের দুটি পা ধরে ভাঙ্গায় তুলে দেয় । এবং তোলার সময় সে অনুভব করে যেন তুলোর মতো কোনো হালকা জিনিস তুলেছে । অথচ পরে কুকুর টাকে যখন মাথায় হাত বুলিয়ে মেয়েটি আদর করে তখন তার মথাটা 50 কেজি ওজনের মতো যেন ভারী । মেয়েটি পরে বুঝতে পারে ঈশবর তাকে সাহায্য করেছিলেন কুকুরটাকে বাঁচানোর সময় । এরকম অনেক উদাহরণ আছে । শুধু বলে রাখি আজকের সমাজটা এতটাই খারাপ যে কেউ কারোর ভালো দেখতেন পারে না , মেয়েটির।।ওপর হিংসা করে অনেকেই ক্ষতি করার চেষ্টা করেছেন কিন্তু পুরো ক্ষতি করতে পারেন নি । আর একটা কথা বলি মেয়েটির পায়ের দিকে অনেকে নজর দেন এবং অনেকেই আবার প্রণামও করেন দূর থেকেই সে মেয়েটির থেকে বয়সে যত বঢ়ো ই হোক না কেন । এটা মেয়েটিও বুঝতে পারে না , আর আমিও অবাক হই । তবে একজনকে জিঞ্জাসা করেছিলাম তিনি বলেছিলেন কাউকে এইসব কথা বলবি না । দাদা এটার কারণ কি ? মেয়েটির আর একটা সমস্যার কথা বলি, সে ছোটো বেলা থেকে বুঝতে পারতো পরে যে ঘটনাটা ঘটবে আগে থেকেই বুঝতে পারতো । যদিও বর্তমানে এরকম নানান সমস্যার ফলে তার নার্ভ এতটাই দুর্বল হয়ে গেছে যে পড়াশুনাও বেশি দূর এগোতে পারেনি । তবে মেয়েটি খুবই আত্মবিশ্বাসী এবং সাহসী এবং মনের মধ্যে কষ্ট চেপে রেখেও এগিয়ে যাচ্ছে , যতই গত জন্মের মায়ের জন্য কষ্ট পাক না কেন । দাদা আপনি কি বলবেন জানি না , তবে সত্যি কারের ভালবাসার মানুষকে কখনোই ভোলা যায় না , আবার এটাও ঠিক যে যে জন্মে যার প্রতিই বেশি ভালবাসা থাক না কেন সেটা সেই জন্মেই শেষ হয়ে যাওয়া ভালো । আচছা দাদা এটা কি অতিরিক্ত ভালবাসার জন্য ভুগতে হয় ? আবার উল্টো দিক থেকে ভাবলে আমরা শুনেছি অনেকে গত জন্মের কোনো কুকর্মের ফলে প্রতি শোধ নেবার জন্যও এরকম ফিরে আসে । দাদা আর একটা কথা বলি , অনেকেই বলেন সব বাবা - মা ই সন্তানের প্রতি একই হয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য । এমন অনেক বাবা - মা আছেন ছোটো থেকেই অযত্নে , অবহেলাতে বড়ো করেন সে কন্যাই হোক বা পুত্র সন্তানই হোক । এ ক্ষেত্রে কি সেই সন্তান পরের জন্মে এ জন্মের মা - বাবাকে চিনতে পারবেন , আপনি কি বলেন ? উত্তরের আশায় থাকলাম । নমস্কারানতে ও ধন্যবাদানতে B . K 15 . 06 . 2022
আমিও অনেক কিছু করার আগেই মনে হয় অনেক আগেই এমন কাজ করেছি,,অথচ জীবনেও করিনী,ভাবতে থাকি কেন এমন মনে হলো, পরে ভাবি হয়তো এটা মনের ধারনা,আসলে এখন বুঝতে পারলাম আগের জন্মের কিছু কাজ ও কথা হুবহু মিলে যায়, তাই মনে হয় এমন কাজ বা কথা আগেই বলেছি,,এটাই হয়তো আগের জন্মের ঘটনা হতে পারে
Om Shanti মানুষের আত্মা সব থেকে বেশি ৮৪ বার সবথেকে কম ১ বার জন্ম নেয়। আর আত্মার মধ্যেই জন্ম জন্মের সংস্কার বা অভ্যাস ভরে থাকে। আত্মা শরীরে প্রবেশ করে সংস্কার নিয়েই আর শরীর ত্যাগ করে পুরানো ও নতুন সংস্কার নিয়েই।
এমন কি কখনো হয় ❓ পূর্ব জন্মের কথা মনে নেই। তবে বর্তমান জন্মে একে অপরকে খুব ভালোবাসে। এবং দু'জনই অনুভব করেন একজন আর একজনের খুব কাছে। একজন আর একজনকে ভালো বুঝে। কিন্তু নিজ নিজ পরিবারে পুরোপুরি অসুখী। কিন্তু এই দুজন দুই ধর্মের কারণে এবং নিজেদের বর্তমান পরিস্থিতির কারণে কাছাকাছি দেখাও করতে পারে না। কিন্তু মনের অজান্তেই সব সময় মনে রাখে।
মনের ভালোবাসার গভীরতা থেকেই এইসব আসে । কথায় আছে না এক জনমে সব পাওয়া যায় না তাই আমাদের ভালবাসার মানুষ কে পর জনমে ঠিকই পাওয়া যায় । শুধু মাত্র পালটে যায় আমাদের পূর্ণাঙ্গ একটি শরীর যা আত্মা অন্য একটি দেহে প্রবেশ করে । কিন্তু সেই আগের জন্মের মনটা একই থাকে তাই পরের জন্মে সেই আত্মার সঙ্গে মিলন হয় । এও খুব কম মানুষের মধ্যেই আসে । বন্ধু এগুলো আসলে একমাত্র যিনি উপলব্ধি করতে পারেন তিনি ই এর মর্ম বুঝবেন । B . K 15 . 06 . 2022
Ami amar jibone kichu anuvob kori kintu kaoke bolte parina . Apnar sathe ki kore kotha bola jabe. Ami moner jontrona theke rehai chai. R dada apnar kothagulo darun santi lage. Ami Iswer k mani ebong anuvob kori. 🙏🙏
আপনাকে আমার প্রনাম জানাই, পরের জন্মে আমি আমার প্রিয় মানুষের সাথে কাটাতে চাই, কিন্তু সে যে আর এক জনকে ভালোবাসে তার সাথে সে আমাকে ও খুব খুব ভালোবাসতো। তাহলে সে পরের জন্মে কার কাছে থাকবে?
এই ভাবনাগুলো কে বেশি প্রাধান্য না দেওয়াই ভালো। present life এর ক্ষতি।দুর্লভ মানব জন্মের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ করা। সে কাজের মধ্যে দিয়েই হোক বা ধ্যান জপ etc র মধ্যে দিয়েই হোক।যতদিন না ঈশ্বর দর্শন হয়,বারে বারে জন্ম নিয়ে ফিরে আসতে হয়। আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য হল,মৃত্যুতেই সব শেষ নয়,এটা বলা। এমন অনেক মানুষই আছেন যারা সারাজীবন মৃত্যু ভয়কে সঙ্গী করে বাঁচেন এবং জীবনটা নষ্ট হয়,ভয়ে ভয়ে।
Amr babar thakuma amar baba ke khub valo basten...maa naki ekdin onake bolechilen tumi amar meye hoye amar kache asbe to?sei thakuma mara jaowar porei ami hoi...ar Ami choto thekei sune aschi maa babar kache je sei thakuma naki amar mddhe abar fire esechen...karon amar mddhe tar sob lokkhon dekha jay...ar thakumar je bari bikri hoye geche sei barir opor amar ekhono onk tan...
এ ধরণের পুনর্জন্ম বা জাতিস্মরতার গল্প বহু দিন আগে থেকেই এক শ্রেণীর মানুষ ও তথাকথিত para-psychologistরা প্রচারের চেষ্টা করলেও বৈজ্ঞানিক পরীক্ষায় তা ভ্রান্ত প্রমাণিত হয়েছে।সুতরাং "অলমিতি বিস্তারেণ ***"
My daughter expired only 31 yrs of age and left her 9 yrs son now my question is she will rebirth again soon and how can we know, kindly reply my prayer,
It is totally depends on her intention, attraction,and will force for rebirth in the same family or any other place.May be,her spirit body is now with your family.It may or may not be true.
Amar sosur moshay r ak bo6or por same day same somoy Amar 6ele holo. Kotha bola suru korte e emon sob kotha bolte laglo ja sasuri r jeta Sosur 6ara kew janto na .age jonmer sorirer chinho a jonme o aa6e..
সদ্য আমার স্ত্রী বিয়োগ হয়েছে, আমি স্ত্রী ব্যতীত বেচে থাকার সকল আনন্দ হারিয়ে যায়। আমার আর বেচে থাকার কোন কারন পাইনা। কি ভাবে আমার স্ত্রী কে ফিরে পেতে পারি, কতদিন পর সেই সময় আসতে পারে, জানাবেন।
আমার দিদার কাছে আমি মানুষ আমার মামার ফোন থেকে কমেন্ট করলাম আমার দিদা 14 January মারা গেছেন এবছর আমার 13বছর বয়স আমি আমার দিদা কে জন্ম দিতে চাই এটা কি সম্ভব এটার জন্য আমাকে কি করতে হবে বলুন আমি সব করতে রাজি আছি
Akta Katha amar sab samay mone hay janen........ Manab jatir Jodi mrityur par punor janma hay , tahole bhagwan rupe je deb debir amra pujo kori protiniyato, Ender punorjanmo hay na Kano? Kindly reply me.
তারা যদি ইতিপূর্বে কেউ জন্মগ্রহণ করে থাকেন তবে সম্ভব নয়। স্বাভাবিক মৃত্যু হলে সকলেই সকলের দেখা পান।কাছে পান।তবে আত্মহত্যা করে কখনোই কেউ কারো সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করলে কেউই তার ফ্যামিলির সঙ্গে মিলিত হতে পারেনা কোনোদিনই।
আপনার কথা শুনে শান্তি পাই। আমার প্রেমিক কে আমি হারিয়েছি 1 বছর হলো। ওর মৃত্যুর পর থেকে আমি এসব ধরনের ভিডিও দেখি। আমার মৃত্যুর পর দেখা হবে কিনা, মৃত্যুর পর আমরা এক সাথে থাকতে পারবো কিনা এর উত্তর খুঁজি।।
Amr pramik Amr Hasband ka harache oka ami pabo porojonoma
অনেক ধন্যবাদ দাদা! মনটা আশ্বস্ত হল পুনর্জন্মের কথা শুনে। "মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ"। নিবিড় বন্ধন হলে প্রিয়জনের সঙ্গে পরজন্মেও মিলিত হওয়া যায়। দেখা যাচ্ছে, মৃত্যুর প্রায় সঙ্গে-সঙ্গেই পুনর্জন্ম হয়। তবে আগের জন্মের অভিজ্ঞতা, সংস্কার সঞ্চিত থাকে এটারও প্রামাণ্য তথ্য মেলে মাঝে-মধ্যেই। কোন বিষয়ের প্রতি ঝোঁক, নেশা ইত্যাদি থেকে। আবার জাতিস্মরের কষ্ট থাকলেও দৃঢ়চিত্তে, সহানুভূতির সঙ্গে তা কাটিয়ে দেওয়া যায়। এই নিয়ে দয়া করে দ্বিতীয়বার আলোকপাত করবেন এই আমার অনুরোধ।
Amio amar valobasa k hariyechi amar biswas amio ekdin tar dkha paboi..
Apnar kotha sune aaj onk ta ami sustho bodh korchi aaj ami sotti khusi j amar valobasar deho nei kin2 atma amar e pase ache....
Hare Krishna🙏🙏
Radhe Radhe 🙏🙏
আমি একটা বাস্তব ঘটনা বলি , আমি নামটা প্রকাশ করতে চাইছি না ,
ঘটনাটা হলো একটি মেয়ে ছোটো থেকেই জন্মে এসে আগের জন্মের মাকে খোঁজে এবং তার বিশ্বাস ছিলো সে তার মাকে ঠিক একদিন পাবে , এবং সত্যি একদিন মেয়েটি তার মাকে পায় এবং ঘটনাচক্রে মেয়েটির মা একজন ডাক্তার । মেয়েটি একদিন অসুস্থ হয়ে তার সেই মায়ের কাছেই চিকিৎসা করাতে যায় এবং দেখে এতটুকুও বিচলিত হয় না বরং আনন্দে তার মাকে যে পেয়েছে তাতে সে খুব খুশি হয় , এবং মায়ের ঐ বাড়িটা মেয়েটিকে বারবার ভাকে ঘুমের মধ্যে এমনকি ছোটো থেকে যে মায়ের মুখটা দেখে বড়ো হয়েছিলো সেটি দেখার পর আরো বেশি করে দেখতে থাকে । যখন মেয়েটি কষ্ট সহ্য করতে না পেরে ঐ ডাক্তার মাকে বলে বসেন তুমি আমার মা হলে না কেন ? তখন উনি মেয়েটিকে বলে আমি তো তোর মায়ের মতোই । তখন মেয়েটি ভাবতে থাকে মা তাকে চিনতে পেরেছে । অথচ পরবর্তী কালে কথা বলতে বলতে একসময় কথা বন্ধ হয়ে যায় এবং মেয়েটি তখন কষ্ট পেয়ে পেয়ে এমন অসুস্থ হয়ে পড়েন যে পরবর্তী কালে বাইরে থেকে সুস্থ হয়ে কিছুটা ফিরলেও সেই মাকে ভুলতে পারে না । আবার কষ্ট হয় , এরপর কিছু বছর পর আবার সেই মায়ের সাথে কথা হয় কিন্তু কথায় কথায় মেয়েটি তার মনের কথা বলেন এবং আবার যোগাযোগ ছিন্ন হয় । তবে এখানে বলে রাখি মেয়েটি ঐ মাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে এবং যখন তার মা মেয়েটির সাথে কথা বন্ধ করে দেয় তখন মেয়েটি অভিমানে ঈশবরের কাছে প্রার্থনা করে ছিলো ( মা যখন আমার সাথে কথা বলছেনেই না তখন এ জীবনের কি দাম ,
আমার জীবনটা মাখেই উৎসর্গ করে দিলাম )
মেয়েটিকে ঐ ডাক্তার মাও ভালো বাসেন কিন্তু নিজের সন্তানের মতো করে নয় । ( এখানে বলে রাখি , এই ডাক্তার মা কিন্তু একজন বিবাহিত এবং একটি পুত্র সন্তানও আছে । ) মেয়েটি যখন বুঝতে পারে ইনি তার আগের জন্মের মা তাই তার বাড়িতে যাওয়ার কোনোদিনই চেষ্টা করে না , কিন্তু মেয়েটি মাকে ছাড়াও থাকতে পারে না । বর্তমানে মেয়েটি কষ্ট পেয়ে পেয়েই জীবন কাটাচ্ছে ।
মেয়েটি যদি মাকে একটু হলেও কাছে পেতো , কথা বলতো , তার সেনহ, মমতা , ভালবাসা পেতো তাহলে হয়তো মেয়েটি খুশিতে , আনন্দে দিন কাটাতে পারতো।
বর্তমানে মানে মেয়েটি নিজেকে সামলে রাখার জন্য এবং মাকে যাতে ভুলে থাকতে পারে নানান কাজে ভুবে থাকার চেষ্টা করে কিন্তু কিছুতেই ভুলতে পারে না
আমার প্রশ্ন হলো মেয়েটির আগের জন্মের কথা পুরো মনে করতে পারে না ,
এর কারণ কি ?
মেয়েটি কি তবে এরকম ভাবেই সারাজীবন কষ্ট পেয়ে যাবেন ?
ঐ ডাক্তার মায়ের কিন্তু পূর্ব জনমের কথা কিছুই মনে নেই এর কারণ কি ?
মেয়েটি অবশ্য নিজেও চান না তার মা আগের জন্মের কথা মনে করে কষ্ট পান ।
কারণ মেয়েটির মাথায় যখন এসব আসে মানসিক থেকে এবং শারিরীক থেকে খুব কষ্ট পাদ ।
মেয়েটি তার মাকে ছাড়া অথচ ঠিকমতো শান্তিতে বাঁচতেও পারছে না ।
প্রশ্ন হলো এর প্রতিকার কি ?
কেন মেয়েটির সাথেই এরকম হলো ?
কেন সেই মায়ের কিছু মনে নেই ?
এর উত্তর টা যদি দিতে পারেন দাদা আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন ।
নমস্কারানতে ও ধন্যবাদানতে
B . K
13 . 06 . 2022
বহু জন্ম কাটানোর পর বিবর্তন বাদের রীতি মেনে আমরা মানব জন্ম পাই। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন,ঈশ্বরকে জানার জন্য।মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব,বলতেন, শ্রেষ্ঠ মানব জন্ম কেন জানো গা ? একমাত্র মানুষই ঈশ্বর কে জানতে পারে। আমরা অগুনতি মানব জন্ম পর হই। যে জন্মে ঈশ্বর লাভ করি সেটাই হয় শেষ জন্ম। মানব জীবনের উদ্যেশ্যেই হল,ঈশ্বর লাভ করা। এই বহু জন্মে আমরা বহু মা বাবা আত্মীয় স্বামী স্ত্রী কে পাই। আমাদের মনে থাকে না, এটা ঈশ্বর এরই কৃপা।নাহলে মানুষের সব জন্মেই উন্মাদ হওয়ার মতো অবস্থা হতো। গৌতম বুদ্ধ বলেছিলেন, তিনি তাঁর বিগত 500র ও বেশি জন্মের কথা স্মরণ করতে পারতেন। মানুষের পা সামনের দিকে হাঁটার জন্য।মন সামনের দিকে ভাবার জন্য। তাই বিগত জন্মের মাকে চিনতে পারাটা একটা আনন্দের বিষয় হিসেবেই ধরে নেওয়া উচিত। নাহলে এজন্মের আত্মীয় স্বজন মা বাবার যে বৃথা হয়ে যায়।অন্যায় হয় তাঁদের প্রতি। আবার আগামী জন্মে হয়তো মনে পড়বে এবং এজন্মের মা বাবার জন্য দুঃখ হবে।
@@sofolotarrahasya প্রথমেই জানাই আমার সশ্রদ্ধ সশ্রদ্ধ প্রণাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা । আপনি একদম ঠিক কথাই বলেছেন । তবে এখানে একটা কথা বলে রাখি , মেয়েটি কিন্তু উন্মাদ নয় , হয়তো এরকম একটা সমস্যা থেকে হয়ে যেতে ফারতো ।
ঈশ্বরের অশেষ কৃপা মেয়েটির ওপর ।
মেয়েটি আজ পর্যন্ত কিন্তু তার এ জন্মের মা - বাবা কাউকেই তার এই সমস্যার কথা বলেনি । কারণ মেয়েটি এ জন্মের মা - বাবার প্রতি যথেষ্ট শ্রদ্ধা , ভালোবাসা , ভক্তি সব আছে । তাই তার নিজের কথা বলে কখনোই তাদের কষ্ট দেয়নি ।
প্রসঙ্গত একটা কথা বলি, মেয়েটি গত জন্মের যে মাকে দেখতে পেতো সেটা কিন্তু জন্ম থেকেই অনুভব করতো এবং মাত্র দুই বছর বয়সেই যে কোনো মাঠির গড়া দেবী মূর্তির ( কালী , দূর্গা, জগদ্ধাত্রী ইত্যাদি ) মধ্যেই গত জন্মের মাকে দেখতো এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ঐ মাকে যখন মূর্তির মধ্যে দেখতো সেটা মাটির মুখের জায়গায় মানুষের মুখ অর্থাৎ ঐ মানুষ মায়ের মুখ ।
দাদা আপনি যে বলেছিলেন , মানব জীবনের উদ্দেশ্যেই হলো , ঈশ্বর লাভ করা । এই প্রসঙ্গে একটা কথা বলি, যদিও অনেকের কাছে বিশ্বাস যোগ্য নাও হতে পারে । কিন্তু এটা ধ্রুব সত্য ।
বলাটা যদিও উচিত নয় , কারণ ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, তুমি যে ঈশ্বরকে ভালোবাসো এটা কেউ যেন না জানতে পারেন , প্রভু আমায় ক্ষমা করবেন ,
দাদা মেয়েটি স্বয়ং ঈশ্বর লাভ করেছেন এবং তাঁর সাথে কথাও বলেছেন । এর বেশি কিছু আর বলবো না , শুধুমাত্র একটা উদাহরণ দিই , আমরা সবাই জানি কোনো জিনিস জলে পড়ে গেলে সেটা জল থেখে তোলার সময় ভারী হয়ে যায় । সে জামা, কাপড় , চাদর বা অন্য কিছু কি তাই তো ?
এখানের ঘটনাটা হলো , প্রায়শই কোনো না কোনো কুকুর বঢ়ো নর্দমায় পঢ়ে যেতো তো এমনি একদিন খুব বড়ো একঠা কুকুর ঐ নর্দমায় পড়ে যায় এবং ঐ কুকুরটার চিৎকারে মেয়েটি থাকতে না পেরে অসুস্থ অবস্থাতেই ( বাড়ির বারণ করা সততেও ) কুকুরটাকে নিজের দূই ( নর্দমাটা এতটাই গভীর যে কেউ তুলতে গিয়ে পড়ে যেতে পারে, যদিও আমি দেখেছি অনেকেই লাঠি দিয়ে তুলতে ) পা হাঁটুর ওপর ভর দিয়ে বসে হাত দুটি নর্দমার নীচের দিকে নামিয়ে কুকুরটার সামনের দুটি পা ধরে ভাঙ্গায় তুলে দেয় । এবং তোলার সময় সে অনুভব করে যেন তুলোর মতো কোনো হালকা জিনিস তুলেছে । অথচ পরে কুকুর টাকে যখন মাথায় হাত বুলিয়ে মেয়েটি আদর করে তখন তার মথাটা 50 কেজি ওজনের মতো যেন ভারী ।
মেয়েটি পরে বুঝতে পারে ঈশবর তাকে সাহায্য করেছিলেন কুকুরটাকে বাঁচানোর সময় । এরকম অনেক উদাহরণ আছে । শুধু বলে রাখি আজকের সমাজটা এতটাই খারাপ যে কেউ কারোর ভালো দেখতেন পারে না , মেয়েটির।।ওপর হিংসা করে অনেকেই ক্ষতি করার চেষ্টা করেছেন কিন্তু পুরো ক্ষতি করতে পারেন নি । আর একটা কথা বলি মেয়েটির পায়ের দিকে অনেকে নজর দেন এবং অনেকেই আবার প্রণামও করেন দূর থেকেই সে মেয়েটির থেকে বয়সে যত বঢ়ো ই হোক না কেন । এটা মেয়েটিও বুঝতে পারে না , আর আমিও অবাক হই । তবে একজনকে জিঞ্জাসা করেছিলাম তিনি বলেছিলেন কাউকে এইসব কথা বলবি না ।
দাদা এটার কারণ কি ?
মেয়েটির আর একটা সমস্যার কথা বলি, সে ছোটো বেলা থেকে বুঝতে পারতো পরে যে ঘটনাটা ঘটবে আগে থেকেই বুঝতে পারতো । যদিও বর্তমানে এরকম নানান সমস্যার ফলে
তার নার্ভ এতটাই দুর্বল হয়ে গেছে যে পড়াশুনাও বেশি দূর এগোতে পারেনি । তবে মেয়েটি খুবই আত্মবিশ্বাসী এবং সাহসী এবং মনের মধ্যে কষ্ট চেপে রেখেও এগিয়ে যাচ্ছে , যতই গত জন্মের মায়ের জন্য কষ্ট পাক না কেন । দাদা আপনি কি বলবেন জানি না , তবে সত্যি কারের ভালবাসার মানুষকে কখনোই ভোলা যায় না , আবার এটাও ঠিক যে যে জন্মে যার প্রতিই বেশি ভালবাসা থাক না কেন সেটা সেই জন্মেই শেষ হয়ে যাওয়া ভালো ।
আচছা দাদা এটা কি অতিরিক্ত ভালবাসার জন্য ভুগতে হয় ?
আবার উল্টো দিক থেকে ভাবলে
আমরা শুনেছি অনেকে গত জন্মের কোনো কুকর্মের ফলে প্রতি শোধ নেবার জন্যও এরকম ফিরে আসে ।
দাদা আর একটা কথা বলি , অনেকেই বলেন সব বাবা - মা ই সন্তানের প্রতি একই হয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য । এমন অনেক বাবা - মা আছেন ছোটো থেকেই অযত্নে , অবহেলাতে বড়ো করেন সে কন্যাই হোক বা পুত্র সন্তানই হোক । এ ক্ষেত্রে কি সেই সন্তান পরের জন্মে এ জন্মের মা - বাবাকে চিনতে পারবেন , আপনি কি বলেন ?
উত্তরের আশায় থাকলাম ।
নমস্কারানতে ও ধন্যবাদানতে
B . K
15 . 06 . 2022
আমিও অনেক কিছু করার আগেই মনে হয় অনেক আগেই এমন কাজ করেছি,,অথচ জীবনেও করিনী,ভাবতে থাকি কেন এমন মনে হলো, পরে ভাবি হয়তো এটা মনের ধারনা,আসলে এখন বুঝতে পারলাম আগের জন্মের কিছু কাজ ও কথা হুবহু মিলে যায়, তাই মনে হয় এমন কাজ বা কথা আগেই বলেছি,,এটাই হয়তো আগের জন্মের ঘটনা হতে পারে
Asadharon kotha sune mon vore gelo.... Joy shree Radhe Krishna.... Apnake amr pronam janai....
Thanku dada... Apni amar onek question er answer diyechen.. Amar mone kichu question chilo aaj ami wo sab answer peye gechi.. God bless you🙏
Apurbs. Osadharan. Je idea chilo na sei gulo pelam
Osadharon laglo... Apnar protita video khub Mulloban amar kache. Osadharon bachon khomota apnar Dada. Jodi kokhono sujog ase apnar sathe personally ktha bolar, tahole khub upokrito hobo. 🙏🙏🙏🙏
দারুণ দাদা, খুবই ভাল লাগলো
ধন্যবাদ ও নমস্কার ।
Om Shanti
মানুষের আত্মা সব থেকে বেশি ৮৪ বার সবথেকে কম ১ বার জন্ম নেয়। আর আত্মার মধ্যেই জন্ম জন্মের সংস্কার বা অভ্যাস ভরে থাকে। আত্মা শরীরে প্রবেশ করে সংস্কার নিয়েই আর শরীর ত্যাগ করে পুরানো ও নতুন সংস্কার নিয়েই।
অসাধারন ভিডিও তৈরি করেছেন। আশা করি আরো ভিডিও তৈরি করুন । ভালো থাকবেন।
Ha dada khub upokrito halam amar anek prashner Uttar peye gelam. Apnar sathe katha balar iche railo....khub valo🙏
আমার ভালোবাসার মানুষ প্রায় ১০ বছর আগে আত্মহত্যা করে মারা গেছে। আমার খুব কষ্ট হয় ওর জন্য। আমরা নবজন্মে আবার একে অপরকে পেতে চাই।
Return from Heaven khub valo boi eta ami porechi.. The case is proof of father return
Dada amar pronam neben khub bhalo laglo dada......aro ekta poro jonmo nye video korben sey opekkhay roilam
খুব সুন্দর লাগলো 👍🙏🙏
আরও অনেক কিছু বলুন আমার শুনতে খুব ভালো লাগছে আর কিছু জানতে পারছি ধন্যবাদ দাদা
🙏
Apnar kothagulo khub khub valo laglo 🙏🙏🙏🙏🙏
Anek dhnyobad apnake ei Guan Bandar sobar kachhe tule dhorar Jonno🙏🙏
আমি সুমিতা রায় ।গুরুকৃপায় সাধনার ফলে আমিও পূর্ব জন্মের কথা জনে অনেক কষ্ট পেতে হচ্ছে।
Sotti ki tai,khub janar e6a a6e
কিভাবে সম্ভব এবং কিভাবে সাধনা করলে জানা যাবে প্লিজ বলবেন।
😀😂🤣
@@mausumidas461 ata te hasir ki a6e🙄
ha ha . nice joke
Very nice video.
Thank you for your kind information.
এমন কি কখনো হয় ❓
পূর্ব জন্মের কথা মনে নেই।
তবে বর্তমান জন্মে একে অপরকে খুব ভালোবাসে। এবং দু'জনই অনুভব করেন একজন আর একজনের খুব কাছে। একজন আর একজনকে ভালো বুঝে। কিন্তু নিজ নিজ পরিবারে পুরোপুরি অসুখী।
কিন্তু এই দুজন দুই ধর্মের কারণে এবং নিজেদের বর্তমান পরিস্থিতির কারণে কাছাকাছি দেখাও করতে পারে না। কিন্তু মনের অজান্তেই সব সময় মনে রাখে।
Parer janmey dujanei parasparke pabe. Amon ekti ghatonar katha Syed Mujtaba Alir lekhae porechi.
মনের ভালোবাসার গভীরতা থেকেই এইসব আসে । কথায় আছে না এক জনমে সব পাওয়া যায় না তাই আমাদের ভালবাসার মানুষ কে পর জনমে
ঠিকই পাওয়া যায় । শুধু মাত্র পালটে যায় আমাদের পূর্ণাঙ্গ একটি শরীর যা আত্মা অন্য একটি দেহে প্রবেশ করে ।
কিন্তু সেই আগের জন্মের মনটা একই থাকে তাই পরের জন্মে সেই আত্মার সঙ্গে মিলন হয় । এও খুব কম মানুষের মধ্যেই আসে । বন্ধু এগুলো আসলে একমাত্র যিনি উপলব্ধি করতে পারেন তিনি ই এর মর্ম বুঝবেন ।
B . K
15 . 06 . 2022
Darun 🙏🙏🙏
Shunechi Shanti debir ghatona ta Gandhijio janten & tar sange Shanti debir sakshat hoechilo.
সবকিছু স্রষ্টা ভালো জানেন।।। আলহামদুলিল্লাহ্!!!
যদি প্রেমিক প্রেমিকা এক সঙ্গে আত্ম হত্যা করে তাঁদের মৃত্যু র পর কি হয় ।
@@kartikchandradas1813 - Dujanei Dujanake pae. Tabe time lage.
Apnar sound system ta aktu kindly check kore dakben full cell phone r kora o sona jache na.
Pronam neben khubi valo vedio
Ami amar jibone kichu anuvob kori kintu kaoke bolte parina . Apnar sathe ki kore kotha bola jabe. Ami moner jontrona theke rehai chai. R dada apnar kothagulo darun santi lage. Ami Iswer k mani ebong anuvob kori. 🙏🙏
Sir amer hobu bor hotat suiscied kore ney amero mone hocchilo je ami suiscied kore nie kintu apner kotha sune mone hocche je amer wait kora uchit
আমার ও আপনার মত same হয়েছে।
Paula garden ta kothai apnar jana aache bhai... barir kauke bole nijer jonyoi buking korun porloke kaaj debe
পূর্বজন্মের স্মৃতি যদি নাও মনে থাকে তাহলে কিভাবে মনে পড়বে তার উপায় একটু বলুন প্লীজ
@Shoot at First sight Absolutely right
আমিও জানতে চাই।
Again eagerly waiting for ur today's 2nd topic elaborate discussion. Thanx 🙏
Thanks for this video.Request to make more such type of video.
Next video will upload in this week. subject perhaps reincarnation
@@sofolotarrahasya thanx 🙏
@@parimalmali6231 good
আমার মা একটা দূর্ঘটনায় মারা গেছে অল্প বয়সে আমি আমার মাকে ভূলতে পারছিনা আমি আমার মাকে আবার পরের জনমে ফিরে পেতে চায় আমি পাব?
আমার বিশ্বাস: আপনি যদি প্রতিনিয়ত মাকে মননে রাখেন
তবে পরজন্মে আবার তাকে পাবেন ৷
@@kumudroy7322amr sobsomy money pora ma k ar krishna ar kacha partona kori Ami jano ma k fira pay
Ai jonme ki ase na?
Ji
It is true, I believe all of these, thank you 🙏🙏🙏🙏
ager manus tio jodi attohotta kore chole jay...r amio atto hotta kore chole jai tahole.ki.tar kache jete parbo..dekha hobe tar sathe?
খুব ভাল লাগল জেনে মনটাও শানত হলো ভগবানের কথা শুনতে খুব ভালবাসি আরোও জানতে চাই অনেক dhanabad
পুনরায় জন্ম হয়।আমরা বিশ্বাস করি।তবে
পৃথিবীতে আসেন না।মহান প্রভুর সামনে আরাফাতের ময়দানে দাঁড়ায়।শেষ বিচারের
জন্য।
সকলের সব বিশ্বাসই মহৎ। বিশ্বাসে কখনো ভেঁজাল থাকেনা। সব মতাদর্শই সমান শ্রদ্ধার।
আপনাকে আমার প্রনাম জানাই, পরের জন্মে আমি আমার প্রিয় মানুষের সাথে কাটাতে চাই, কিন্তু সে যে আর এক জনকে ভালোবাসে তার সাথে সে আমাকে ও খুব খুব ভালোবাসতো। তাহলে সে পরের জন্মে কার কাছে থাকবে?
মনের টান বড় নয়। আত্মায় আত্মায় টানই বড় আকর্ষণ। আপনাদের যদি আত্মিক টান থেকে থাকে তবে সম্ভব।
Amar chotto thekei mone hoy k ami? Kotha theke elam? Kano elam? Eita ki purbo jonmer kono songskar? Please bolun
এই ভাবনাগুলো কে বেশি প্রাধান্য না দেওয়াই ভালো। present life এর ক্ষতি।দুর্লভ মানব জন্মের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ করা। সে কাজের মধ্যে দিয়েই হোক বা ধ্যান জপ etc র মধ্যে দিয়েই হোক।যতদিন না ঈশ্বর দর্শন হয়,বারে বারে জন্ম নিয়ে ফিরে আসতে হয়। আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য হল,মৃত্যুতেই সব শেষ নয়,এটা বলা। এমন অনেক মানুষই আছেন যারা সারাজীবন মৃত্যু ভয়কে সঙ্গী করে বাঁচেন এবং জীবনটা নষ্ট হয়,ভয়ে ভয়ে।
Amr babar thakuma amar baba ke khub valo basten...maa naki ekdin onake bolechilen tumi amar meye hoye amar kache asbe to?sei thakuma mara jaowar porei ami hoi...ar Ami choto thekei sune aschi maa babar kache je sei thakuma naki amar mddhe abar fire esechen...karon amar mddhe tar sob lokkhon dekha jay...ar thakumar je bari bikri hoye geche sei barir opor amar ekhono onk tan...
Ha ekdom sotti amar family te erokom 3 jon er hoyece
P
Past life reading kerechen?
@@SimranRimi498 - Na.
@@dipakray9245 thla jene jbe sotti ki
এ ধরণের পুনর্জন্ম বা জাতিস্মরতার গল্প বহু দিন আগে থেকেই এক শ্রেণীর মানুষ ও তথাকথিত para-psychologistরা প্রচারের চেষ্টা করলেও বৈজ্ঞানিক পরীক্ষায় তা ভ্রান্ত প্রমাণিত হয়েছে।সুতরাং "অলমিতি বিস্তারেণ ***"
Vhul to apni because amr poribar a ai rokom gotona 3 bar hoyacha
DARUN laglo golpo ta
The super hit story .
😂😂😘😂😂😂😂😂😂
ASHADHARAN VEDIO .
❤️❤️❤️👍👍👍👌👌👌🙏🙏🙏
PRONAM NEBEN APNI AMAR. HARE KRISHNA.🙏.
Achha amar ma mara gachen.1 bochor holo.ami jokhon mrittu boron korbo tokhon ki amar mayer sathe amar dakha hobe????????
Amr husband 27th April mara geche,2021.ami toh kokhon mara jabo jani na.onekdin pore amr mrittu hle ki oke abr fire pabo?na or purnojonmo hye jabe?
দুজনেরই খুব ভালোবাসার টান থাকলে, সম্ভব।
Vogoban ashirbad din, sothik pothe niye cholun🙏
Pronam janai apnake 🙏🙏🙏😥😥😥😭😭😭
My daughter expired only 31 yrs of age and left her 9 yrs son now my question is she will rebirth again soon and how can we know, kindly reply my prayer,
It is totally depends on her intention, attraction,and will force for rebirth in the same family or any other place.May be,her spirit body is now with your family.It may or may not be true.
Aapnar porer video dekhar ichchha roilo...! Aamar shraddha janai....
Je chole gache take dhore rakh Ben na. Let her go. Na hole unio santi paben na. Hasi mukhe mene nin
Ami ki tar sathe aber dekha korte parbo sir please reply ta deben🙏🙏
ধন্যবাদ দাদা অনেক কিছু যানতে পারেলাম 'একদম আমার মনে র মতন '🙏
🙏
mone santi pelam amar maa mara giyeche ami tar sathe dekha pabo amar maroon er por sei asa kore achi
Sir sukko sorir niye priyojon jodi kachei thakhe amar sathe tobe take r swapne dekha jai na pls bolben
Amar sosur moshay r ak bo6or por same day same somoy Amar 6ele holo. Kotha bola suru korte e emon sob kotha bolte laglo ja sasuri r jeta Sosur 6ara kew janto na .age jonmer sorirer chinho a jonme o aa6e..
Iu
Where from did you collect such bogus story? It is a fun.
আত্মার মৃত্যু হয় না, আমরা যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, তেমন মৃত্যুর পর পুরনো দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করা হলো পুনর্জন্ম।
খুব ভালো লাগলো দাদা
Amar jibane e jinis ghateche.ami amar gato janmer prio manuske e janme pechi. It is true.e janmeo se amar ekmatro prio jan. Radhe Radhe
Sotti hota para ki kore
Hotel parana impossible
Cinama golpho korchin
Ami ai sob biswas kori na
Golpho korchin madam
আচছা sir আমাকে একটু বলতে পারেন past life regration কোথায় হয়
ভারতে কোথায় হয় আমার জানা নেই। তবে ভালো করে যাচাই না করে কারো কথায় বিশ্বাস না করা ই ভালো
Dada krishna ke ami khubi pochondo kori. Kintu tar Baki gopi gulo ke sojjo hchena. Ki korbo
প্রিয় মনের মানুষটাকে নিভৃতে একাকী পেতে ইচ্ছে করে। তার পাশের লোকটাকেও তখন অপছন্দ হয়।
@Shoot at First sight pagol 😂😂😂😂😂
Tui naki😁😁😂🤣
Bah Ami mugdho
Hai hai ki holo amr😚
খুব ভালো লাগল
Je Attohatya kore , se ki vabe ,kon upae punorjonmo nebe???
Original prem a milon er jonno premik premikar sothik somoy dhoirjo ar sadhona 3te guruttopurno jinis .
apnake ki bhabe contact korbo?
Sir, apner kotha gulo khub sundar
Atmohotayer por thic ki hoi
Dada . . Ami april maser sese porse basonti puja ei bossore kortam . . Apniu asirbad korben amake . . Bohut koste din katassi ami dada 🙏🙏🙏
যদি প্রার্থনার সময় আন্তরিক মায়ের কাছে অন্য চিন্তা ছেড়ে বলতে পারেন,তবে মা ইচ্ছা পূরণ করেন।
সদ্য আমার স্ত্রী বিয়োগ হয়েছে, আমি স্ত্রী ব্যতীত বেচে থাকার সকল আনন্দ হারিয়ে যায়। আমার আর বেচে থাকার কোন কারন পাইনা। কি ভাবে আমার স্ত্রী কে ফিরে পেতে পারি, কতদিন পর সেই সময় আসতে পারে, জানাবেন।
কবে পাবো এই ভিডিও অনেকদিন কোনো ভিডিও পাচ্ছি না জানার কৌতুহল বাড়ছে যে
আপনার সাথে আমার দেখা করা কথা বলাটা ভীষণ ভাবে জরুরি
Please কিভাবে আপনার সাথে যোগাযোগ করব???
Radha Radha ♥️♥️
দাদা; আমার নানার মৃত্যুর সময় উনার
কপাল থেকে এক ধরনের সাদা নূর (রশ্নি) বের হয়ে ছিল এটা আসলে কি
Amar abong amar Samir arokom hoi akar kichuhola arakjonar hoi
একদম ঠিক বলেছেন। আমার এক মামার বোনের বাচ্চা মেয়ের এই রকম ঘটনা আছে।
Sotti
Please answer din
Ami nijer moddhe kichu anuvob kori kintu bolte parina. Apnar kotha gulo akdom sotti.
Ki Anubhav koren ektu share korun pls viewer's der sathe
Great aapni... so blessed.. pronam neben..
ভালো থাকবেন, ধন্যবাদ।
আমি আপনার সাথে কথা বলতে চাই
মনের মানুষ কে অনেক দিন দেখি নি। একটুখানি সুবিধা করে বলতে পারেন কবে তার আবার দেখা পাব। সত্যি ই এবারের মতো না হয় সামলে নিতাম।পরে যদি দেখা হয়।
আর একটু পরিস্কার করে বললে বুঝতে পারতাম।please
ঠিক বলছেন
Apnar video te audio sound valo na tai apnar video kau dekhbena
এতজন তো দেখছে কমেন্ট করছে। আপনার কানে কোনো প্রবলেম আছে তাই ভালো করে স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন না।
আমার স্বামীর ঠাকুমার স্বভাব মানে কথাবার্তার
চালচলন
সবকিছুর এক
এটাও কিঠিক
I want to know my past life .....can you make it happen....next i want to know my futyre of this life.....can you make it happen
Donot think about past, donot dreamt for future, always concret your mind on present
দাদা আমার সাথে এই রকম ঘটনা ঘটেছে। বর্তমানে আমার সহধর্মিণী ২০২১ সে (২৫ বৎসর) পরলোকগমন করেন। আমি আপনার সাথে কথা বলতে চাই এই বিষয়ে।
Whats app no চালু করব।তখন বলবেন।
WhatsApp নং টি দিন আপনার
আমার দিদার কাছে আমি মানুষ আমার মামার ফোন থেকে কমেন্ট করলাম আমার দিদা 14 January মারা গেছেন এবছর আমার 13বছর বয়স আমি আমার দিদা কে জন্ম দিতে চাই এটা কি সম্ভব এটার জন্য আমাকে কি করতে হবে বলুন আমি সব করতে রাজি আছি
সম্রিদধ হলাম। অনেক কিছুই
কীভাবে বলতে পারব আপনার সাথে কথা
আমার সাথে
Akta Katha amar sab samay mone hay janen........ Manab jatir Jodi mrityur par punor janma hay , tahole bhagwan rupe je deb debir amra pujo kori protiniyato, Ender punorjanmo hay na Kano? Kindly reply me.
এঁরা আমাদের মুক্তির পথ দেখানোর জন্য দেহ ধারণ করে আসেন।বারে বারে যুগে যুগে।
dev devir Bas swarge.
onara avtar rupe prithibite esechilen Tai tader rebirth hoyna
🙏hare krishna 🙏
Hare Krishna
Jodi atma memory niyei thake... memory store kothai Hoi?
Atma e.
Achha bhagwan er porom dham e family er lokera ki nijedr chinte pare??
আমারো একই প্রশ্ন
বিশেষ করে বাবা মা তাঁদের ছেলেকে আর ছেলে তার বাবা মাকে কি চিন্তে পারে??
তারা যদি ইতিপূর্বে কেউ জন্মগ্রহণ করে থাকেন তবে সম্ভব নয়। স্বাভাবিক মৃত্যু হলে সকলেই সকলের দেখা পান।কাছে পান।তবে আত্মহত্যা করে কখনোই কেউ কারো সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করলে কেউই তার ফ্যামিলির সঙ্গে মিলিত হতে পারেনা কোনোদিনই।
Lots of love and respect to you 🙏 ❤
Apnar sathe jogajog korbo ki kore
যদি মানুষের পূনর্জন্ম হয় তবে মানুষের সঙখ্যা দিনে দিনে বেড়ে যায় কেন?
পুনর্জন্ম হয়না,এই ধারণা যদি সঠিক হয় তবে মানুষের সংখ্যা কমে যায়না কেন।
@@sofolotarrahasya বূজিয়ে বলুন
Sotti hoy erokom
Darun laglo
Khub bhalo laglo....onek kichu jana jai apnar theke.....
Apnar blogger opekhay chilam
Amar paser barite eromta hoyece...tader dekteo ekirokom
Ki hoyeche,, please balun