সম্মানিত রনি ভাই। আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলেন খুব মার্জিত ভাষায় কথা বলেন। আপনার কাছ থেকে তো এটা আশা করা যায় না যে আপনি হেডলাইন লেখেন একটা মধুর মিশ্রিত ভাষায় বলেন অন্যটা। আরে ভাই আপনি তো একবার এমপি ছিলেন আওয়ামী লীগের তখন তো ভালোই কামাইছেন। আবার আপনি বলেন আপনি একজন ব্যবসায়ী। তোমার সেই ব্যবসা কি লস ব্যবসা। যে কারণে মানুষরে বোকা বানিয়ে মিষ্টি সুরে হেডলাইন এর বাহিরে গিয়া কথা বলেন হেডলাইটের লিখে মানুষেরে চমক লাগান এত দুইনাম্বারী কি ভাই আপনি রাজনীতি করবেই শিখছেন শুনছি আপনাদের আদিবাস ছিল ফরিদপুরে অভাবের তাড়নায় আপনার বাপ-দাদারা চলে গেল বরিশালে এটা অবশ্য শোনার কথা। তো এখন ভাই মানুষকে বোকা বানিয়ে ইউটিউব ব্যবসা করে আপনার কি চলতে হয় ভাই। যা হেডলাইন লিখবে অন্তত সেটা কিছু হল বলেন না হলে আর আপনি এই মার্জিত ভাষায় সুন্দর সুন্দর কথা বলে মানুষের বোকা বানাবেন না মানুষের সময়ের মূল্য আছে আপনার মত তো মানুষ আলগা ইনকাম করে না তাদের সময়ের মূল্য আছে।
হোক সত্য। ধন্যবাদ)।
ধন্যবাদ
সম্মানিত রনি ভাই। আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলেন খুব মার্জিত ভাষায় কথা বলেন। আপনার কাছ থেকে তো এটা আশা করা যায় না যে আপনি হেডলাইন লেখেন একটা মধুর মিশ্রিত ভাষায় বলেন অন্যটা। আরে ভাই আপনি তো একবার এমপি ছিলেন আওয়ামী লীগের তখন তো ভালোই কামাইছেন। আবার আপনি বলেন আপনি একজন ব্যবসায়ী। তোমার সেই ব্যবসা কি লস ব্যবসা। যে কারণে মানুষরে বোকা বানিয়ে মিষ্টি সুরে হেডলাইন এর বাহিরে গিয়া কথা বলেন হেডলাইটের লিখে মানুষেরে চমক লাগান এত দুইনাম্বারী কি ভাই আপনি রাজনীতি করবেই শিখছেন শুনছি আপনাদের আদিবাস ছিল ফরিদপুরে অভাবের তাড়নায় আপনার বাপ-দাদারা চলে গেল বরিশালে এটা অবশ্য শোনার কথা। তো এখন ভাই মানুষকে বোকা বানিয়ে ইউটিউব ব্যবসা করে আপনার কি চলতে হয় ভাই। যা হেডলাইন লিখবে অন্তত সেটা কিছু হল বলেন না হলে আর আপনি এই মার্জিত ভাষায় সুন্দর সুন্দর কথা বলে মানুষের বোকা বানাবেন না মানুষের সময়ের মূল্য আছে আপনার মত তো মানুষ আলগা ইনকাম করে না তাদের সময়ের মূল্য আছে।
আপনি রনি সাহেবকে আমার মনের কথাটি বলেছেন, এ লোক বলে একটা হেডলাইনে লিখে অন্যটা, মানুষকে বিব্রত করেন। খাটাশ সারাদিন শেখ হাসিনার বদনাম নিয়ে ব্যাস্ত।
😂😂আরে ভোদাই এটা কি রনির আসল চ্যানেল নাকি। রনি ভাইয়ের ভিডিও এই লোক চুরি করে ব্যাবহার করে।নাই কোন জ্ঞান চোদে আবার বিপ্লব।😊
অনেক উন্নয়ন করেছে
কে কোন পথে হাঁটছে বুঝা বড় দায়
আবার কাহিনি। আসল কথা নাই।
🎉
উপদেষ্টাদের মতো খেয় হারিয়ে ফেলেছেন। হেড লাইনে এক বলেন অন্য এক ।
কি বলে কি আরম্ভ করুন।
আপনার হেডলাইনের সাথে মিল নাই তাই বয়কট করলাম