এই প্রচণ্ড গরমে গবাদিপশুর এফিমেরাল ফিভার(ভাইরাস জ্বর) হলে যেভাবে আপনার অসুস্থ পশুকে সামলাবেন।

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024
  • প্রচন্ড রোদের খরতাপে প্রায় প্রায়ই গবাদিপশু অসুস্থ হয়ে পড়ছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ "এফিমেরাল ফিভার" বা "ভাইরাস জ্বর।"এই রোগটাকে থ্রি ডেজ সিকনেসও বলা হয়। অন্যান্য বছরের তুলনায় এ বছরে এই জ্বরে কিছু কিছু পশুতে প্রচন্ড শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা দিচ্ছে এবং কিছু কিছু পশু মারাও যাচ্ছে। অতএব, এফিমেরাল ফিভারকে হালকা করে দেখার কোন সুযোগ নাই। ভিডিওটি দেখুন- রোগটা হলে কিভাবে আপনার পশুকে সেবা দিয়ে করে সুস্থ করে তুলবেন।
    ডাঃ মোঃ নূরুল আমীন।,
    অবসরপ্রাপ্ত বিভাগীয় উপ-পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর।

Комментарии •