তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শেনা হতো না প্রিয়। 😇স্মৃতি রেখে গেলাম।🙃যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি তোমায় ভেবে এই গানটা আবার শুনবো প্রিয়।🥰। ( এফ আই ফিরোজ)
এই গান শুনলে মনে হয় কলিজায় আঘাত লাগে,এতো মধুর সুরে গানটি গেয়েছেন সুনু নিগাম,বাট কমেন্ট করে গেলাম,ছোটরা যখন গানটি শুনবে,তখন মনে করবে বড় বড় ভাইয়ের এই গান গুলো শুনতো
তুমি হারিয়ে গেছো এতে আমার কোন দুঃখ নাই,আমি একটা কমেন্ট রেখে গেলাম,এই কমেন্টে যতদিন তোমরা লাইক করবে আমি বেঁচে থাকলে ততদিন ফিরে এসে এই গানটি শুনবো❤❤❤❤❤ তামান্না এটা তোমার জন্য
তখন ছিল ২০০৬সাল. আপার একটা টেপ ছিল । তার কোন এক বান্ধবীর কাছ থেকে এই কেসেটটি এনেছিল । আর তখন আমি গানটি প্রথম শুনি। অসাধারণ লেগেছিল । আজ এত দিন পরে ২০২১সালে শুনছি। তারপরেও ভালো লাগছে ।
🎈আশা করি পরের প্রজন্মের মানুষগুলোও এই হৃদয় ছোঁয়া গানগুলো শুনবে হয়তো বেঁচে থাকবো না তাই স্মৃতি হিসেবে কমেন্ট করে গেলাম (21/1/2024) একদিন শুধু এই কমেন্টটাই থাকবে 🥰আর কমেন্ট লেখার মানুষটা আর থাকবে না 🥰
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্ৰিয় @ স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি তোমায় ভেবে এই গানটা আবার শুনবো প্রিয়। ।(নয়ন সাহা)
ফেলে আসা সেই দিনের কথা বড় বেশি মনে পড়ে মধুর মধুর স্মৃতি গুলো রক্ত ঝরায় এই অন্তরে-২ তোমার একটি হাতে ভালবাসা আরেক হাতে ফুল ভুল করে তাই করেছিলাম ভালবেসে ভুল-২ জীবন আমার মাটি হলো ভালবাসার নীরব জ্বরে-ঐ আমি সত্যি সত্যি ভালবেসে দিয়েছিলাম মন তোমার কাছেই করেছিলাম আত্মসমর্পন ভালাবাসার অপরাধে আমার চোখে অশ্রু ঝরে…. ফেলে আসা সেই দিনের কথা বড় বেশি মনে পড়ে….
২০০৯ সালে তার বিয়ে গেছে, আজও তার আশায় তার বাড়ির আশেপাশে গুরাগুরী করি যদি একটি বার তার দেখা পায়, অপলক দৃষ্টিতে শুধু তার চেহারাটাই দেখবো,, আজ প্রায় ১৪ বছর হল, তবুও এক সেকেন্ডটের জন্য ও তাকে ভুলতে পারিনি,,,,
যে যাকে মন প্রান উজাড় করে ভালোবাসে সে তাকেই হারায়। নিজের প্রিয় মানুষটাকে না পেয়ে হারানোর বেদনা নিয়ে প্রতিটি মূহুর্ত কাটানো মানুষ গুলোর অতীত স্মরণ করানোর জন্যই এই গান গুলো লিখা ও গাওয়া হয়েছে। ছোটবেলা থেকেই এই গানগুলো অসংখ্যবার শুনেছি। অনেকদিন পর আজ আবার অতীত মিস করতেছি।
04/07/2019 তার এঙ্গেজম্যান্ট ছিলো,,,,,সেই থেকে এখন পর্যন্ত তাঁকে মিস করছি।শুনেছি সে ভালো আছে।আমিও তাকে ভালোই রাখতে চেয়েছিলাম।যাই হোক দোয়া করি সে ভালো থাকুক❤🎉
বড়ই কষ্ট নিয়ে গানটা শুনি, আর তখনই সমস্ত অতীতগুলো যেনো সামনে এসে ভেসে বেড়াই সাদা মেঘের ভেলার মতো। দুর দুরান্তে তাকিয়ে নিস্তব্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভাবতে থাকি, আবার যদি একটু ছুয়ে দেখার সাধ্য হতো😥😥। সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ গানটি শুনবে আর কমেন্টটা চোখে পড়লেই একটা লাইক দিলে আমি আবারও আসবো স্বরনীয় দিনকে মনে করে। ২৬.০৩.২০২৩
তাঁর বিয়ে হয়ে গেছে, সে এখন জার্মান। তাঁর একটি ফোটফোটে মেয়ে হয়েছে। আফসোস নিজের ইনকামে তাকে গড়ালাম, আর শেষে সেই পল্টি দিল 😢 অর্থের বিনিময়ে নিজের সুখটাই দেখলো। হাজার রাত জেগে অর্থ ইনকাম করে তাকে মানুষ গড়ার ঘামের মূল্য দিল না 😢😢
মাঝে মাঝে মনে হয় কেনো যে বড় হলাম। যখন ছোট ছিলাম মায়ের কোলে ছিলাম। তখন খুব ভালো ছিলাম। এখন যে কেনো এতো কষট পেলাম। কেনোই বা নিরবে একা কাঁদতে হয়। যে কাননার কেউ সাথি হয় না।
প্রেম অনেক করা যায় কিন্তু ভালোবাসাটা যায় না জিবনে আমার জন্য অনেক কান্না করছো কিন্তু তখন বুঝিনি তোমার ভালোবাসাটা আসলে ভুল আমার ছিলো তখন বুঝতে পানিনে তুমি আমার কি ছিলে যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেলো ভালো থেকো রেখা ,,,,,,,,,,আমার ভুল আর কেউ জেনো না করে সেটা বলবো
Films reputable methods to post delivered a good mood expected in your helped high quality technology a fantastic job with right decision on population is under control you so beautiful and focused anything available so standard of all possible as a great things about you so much.
নতুন করে ভালোবাসবো এ্যালবামটার সবগুলো গান ই বেষ্ট,তার মধ্য এই গানটা আরো বেষ্ট, রাত গভীর হলে এই গানটার প্রতিটা লাইন ভেতরে নাড়া দেয় আজিবন ভালোলাগার গান গুলোর মথ্য এচি অন্যতম,আর সনু নিগম এর কন্ঠে আরো মধুর
তুমি যদি বেইমানি না করতে আমার সাথে। তাহলে মনে হয় এত সুন্দর একটা গান কখনো শোনা হতো না।কি সুখ পেলে আমাকে জীবিত লাশ বানিয়ে।স্মৃতি করে গেলাম এই কমেন্টটা পড়ে যে লাইক দিবে। আর সেই নোটিফিকেশন যখন আমার কাছে আসবে আবার আসবো গানটা শুনতে।🥲❤️🥲 সমাপ্ত
বৃষ্টি তুমি আমার হলে হয়তো এত সুন্দর একটা গান শুনতে পারতাম না, তুমি মাগুরা শ্রীপুর ভাড়া থাকতে, আমি মাগুরা ছেলে তুমি ঝিনাইদহ মেয়ে, তোমার বিয়ে হলো কুষ্টিয়া জেলায়, তবুও তোমার প্রতি ভালোবাসাটা আজও রয়ে গেলো ❤️
যেই ছেলেটা তোমাকে ভালবাসার কারনে এলাকার কোনো ছেলে ভয়ে প্রপোজ করার সাহস পেতো না সেই তুমি আজ অন্যের ঘড়ে। নিয়তির খেলা কেউ বুঝবেনা তবুও ভালো লাগে এখনো তুমি আমাকে ভুলে যাওনি।
জীবনের প্রথম প্রেমের স্ম্তি, কোনদিন ভোলা যায় না. দুঃখ পেলে মন ভেঙে গেলে কখনো জোরা লাগে না. যে ভালবাসে সে জানে তার মনের কি ব্যথা প্রলয়ংকারী ঝড়ে ভাঙে তার দেওয়া কথা.তার দিকে নীরবতা কেন নেমে আসে, সুখ দুরে গিয়ে কেন, দুঃখকে কেছে টানে.
২০২৪ সালে গানটাও খুব ভালো লাগে
তার কথা মনে করে দেয় 😢
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শেনা হতো না প্রিয়। 😇স্মৃতি রেখে গেলাম।🙃যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি তোমায় ভেবে এই গানটা আবার শুনবো প্রিয়।🥰। ( এফ আই ফিরোজ)
Nice
@@mdhanifmia6162 Thanks BRother
আপনার কথাটা শুনে লাইক দিলাম। ভালো থাকুক আপনার ভালোবাসার মানুষ
wosam caption
@@arshinagar993 ধন্যবাদ ব্রাদার।
মিলনের চেয়ে বিরহে বেশি সুখ। কারন ভালবাসার মানুষটাকে সারা জিবন মনে রাখা যায় ।
স্মৃতির কাছে আমরা প্রত্যেকটা মানুষ খুবই অসহায়😢😢
পুরুষ মানুষ জীবনে একবারি প্রেমে পরে।আর যখন সেই ভালোবাসার মানুষ টা হারিয়ে যায় অন্য কারো কাছে তখন সেই পুরনো সৃতি গুলো ভিশন মনে পরে এবং কষ্ট দেই।
এই গান শুনলে মনে হয় কলিজায় আঘাত লাগে,এতো মধুর সুরে গানটি গেয়েছেন সুনু নিগাম,বাট কমেন্ট করে গেলাম,ছোটরা যখন গানটি শুনবে,তখন মনে করবে বড় বড় ভাইয়ের এই গান গুলো শুনতো
১৩/১২/২০২২ সকাল ৬.২০-৭.৫৬ পর্যন্ত কমপক্ষে ১২ বার শুনলাম।আর কমেন্ট রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য। টাংগাইল, ঘাটাইল,ঝড়কা।
এগুলো গান না, মনের ভেতরের আবেগ
@@bisnupadasingha1863 হুম ভাই।
তার বিয়ে হয়ে গেছে কিন্তু এখনো তাকে মন থেকে অনেক বেশি ভালবাসি কি হতো আমার জীবন থেকে গেলে😭😭😭😭
১১/১১/২০২২
তুমি হারিয়ে গেছো এতে আমার কোন দুঃখ নাই,আমি একটা কমেন্ট রেখে গেলাম,এই কমেন্টে যতদিন তোমরা লাইক করবে আমি বেঁচে থাকলে ততদিন ফিরে এসে এই গানটি শুনবো❤❤❤❤❤ তামান্না এটা তোমার জন্য
Vai, valobasa niben.
তখন ছিল ২০০৬সাল. আপার একটা টেপ ছিল । তার কোন এক বান্ধবীর কাছ থেকে এই কেসেটটি এনেছিল । আর তখন আমি গানটি প্রথম শুনি। অসাধারণ লেগেছিল । আজ এত দিন পরে ২০২১সালে শুনছি। তারপরেও ভালো লাগছে ।
ভাই আপনার মতই আমি আমার বড় বোনের টেপ রেকর্ড এশুনছি
আপুরে একজন গিফ্ট করছিল
তখন থেকেই আমি গান গুল এখনো শুনি
তাই ভাইয়া
২০২৪সালে কমেন্ট করে গেলাম,,,,বুকে কষ্ট, আর চখের পাতায় হালকা নেশা,গানটা বুকটাকে কাপিয়ে দিয়ে গেলো
❤❤❤❤❤৷ ২০১০ সালে কত শত বার শুনছি এই গান তার কোন হিসাব নাই 🎉🎉🎉🎉 স্মৃতির পাতায় রেখে দিলাম।।
ভুলা তো যাবেনা প্রিয়া করে কখনো জীবনের এপারে মনের ওপারে❤❤❤❤❤❤❤❤
অনেকেই জানে না এই গানের শিল্পি সনু নিগাম একজন হিন্দি ভাষার মানুষ, তাও কি নিখুত করে গাইলো 👏😢
চাওয়া পাওয়ার এই দুনিয়ায়
প্রকৃতির কাছে মানুষ খুবই অসহায় 😞
ভালো বাসার কষ্ট এমন একটি জিনিষ যে সত্যি কারের ভালোবেসে হারিয়ে ফেলেছে একমাত্র সেই বোঝে এই গানটি আমার জীবনে সঙ্গে মিলে যায় 😔😔💔
🎈আশা করি পরের প্রজন্মের মানুষগুলোও এই হৃদয় ছোঁয়া গানগুলো শুনবে হয়তো বেঁচে থাকবো না তাই স্মৃতি হিসেবে কমেন্ট করে গেলাম (21/1/2024)
একদিন শুধু এই কমেন্টটাই থাকবে
🥰আর কমেন্ট লেখার মানুষটা আর থাকবে না 🥰
আমি যত দিন পৃথিবীতে থাকব এ গান আমার সঙ্গে থাকবে।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্ৰিয় @ স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি তোমায় ভেবে এই গানটা আবার শুনবো প্রিয়। ।(নয়ন সাহা)
এই সাউয়ার কমেন্টটা এমন কোনো গান নেই যার নিচে পাইনি 😊
2022 এ এসেও যারা শুনছেন তারা লাইক দিন। ছোটবেলার স্মৃতি এবং ব্যর্থ প্রেমের গল্প
ফেলে আসা সেই দিনের কথা
বড় বেশি মনে পড়ে
মধুর মধুর স্মৃতি গুলো
রক্ত ঝরায় এই অন্তরে-২
তোমার একটি হাতে ভালবাসা
আরেক হাতে ফুল
ভুল করে তাই করেছিলাম
ভালবেসে ভুল-২
জীবন আমার মাটি হলো
ভালবাসার নীরব জ্বরে-ঐ
আমি সত্যি সত্যি ভালবেসে
দিয়েছিলাম মন
তোমার কাছেই করেছিলাম
আত্মসমর্পন
ভালাবাসার অপরাধে
আমার চোখে অশ্রু ঝরে….
ফেলে আসা সেই দিনের কথা
বড় বেশি মনে পড়ে….
😢সত্যি সত্যি অনেক ভালবাসি প্রিয় তোমায়। আজকে তুমি অন্য কারো। যা আমি কখনো মানতে পারিনা। সত্যি তোমার স্মৃতি গুলো রক্ত ঝরায় এই অন্তরে।😢😢😢😢 মিনহাজ ❤❤❤
এই গানের সাথে আমার জীবন মিলে গেছে♥♥♥
তার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় এখন সে দুই সন্তানের মা কিন্তু এখনো আমি তাকে ভুলতে পারিনা 😭😭😭😭18/12/2022
Amio vai, 2011 te biye hoise but akhono vula gela na
Same Bhai 😭💔😢
Same
মরার পর ভুলিস তুই, পাগল হালা
Same
২০০৯ সালে তার বিয়ে গেছে, আজও তার আশায় তার বাড়ির আশেপাশে গুরাগুরী করি যদি একটি বার তার দেখা পায়, অপলক দৃষ্টিতে শুধু তার চেহারাটাই দেখবো,, আজ প্রায় ১৪ বছর হল, তবুও এক সেকেন্ডটের জন্য ও তাকে ভুলতে পারিনি,,,,
যে যাকে মন প্রান উজাড় করে ভালোবাসে সে তাকেই হারায়। নিজের প্রিয় মানুষটাকে না পেয়ে হারানোর বেদনা নিয়ে প্রতিটি মূহুর্ত কাটানো মানুষ গুলোর অতীত স্মরণ করানোর জন্যই এই গান গুলো লিখা ও গাওয়া হয়েছে। ছোটবেলা থেকেই এই গানগুলো অসংখ্যবার শুনেছি। অনেকদিন পর আজ আবার অতীত মিস করতেছি।
গান গুলো শুনলে খুব মনে পড়ে ছোটবেলার কথা। বাবা এই এলবাম এর ক্যাসেট আনতো আর আমরা ক্যাসেট প্লেয়ার এ গানগুলো শুনতাম। 💙 খুব সুন্দর ছিলো সেই দিনগুলো
হুম ব্রাদার
04/07/2019 তার এঙ্গেজম্যান্ট ছিলো,,,,,সেই থেকে এখন পর্যন্ত তাঁকে মিস করছি।শুনেছি সে ভালো আছে।আমিও তাকে ভালোই রাখতে চেয়েছিলাম।যাই হোক দোয়া করি সে ভালো থাকুক❤🎉
প্রতিটা রাতে তার কতা মনে পড়ে,,
অনেক মিস করি তাকে 😢
আর এই গান সুনি,, 😭
সত্যি ফেলে আসা দিন গুলোই ছিল জীবনের সব থেকে সুন্দর মুহুর্ত😢💕💔
আসলে ঠিক এই গানগুলো শুনলে এখনো নিরবে কাদতে ইচ্ছে করে
যখন ইউটিউব ছিলো না তখান সুননিগম এর এই গান গুলো ডিভিডি ক্যাসেটে সুনতাম, তখন থেকেই সুননিগম কে পছন্দ করি,এখোন এই গান গুলো অনেক পছন্দের র❤️❤️❤️❤️❤️💔💔
২০১০-২০১৮ আট বছরের সম্পর্ক ভেঙে দিয়ে অন্যের হাত ধরে চলে গেছে,আজ এক বাবুর মা হয়েছে,আমি তাকে অনেক চেষ্টা করেও ভুলতে পারিনি(znp)😢😢😢😢
বড়ই কষ্ট নিয়ে গানটা শুনি, আর তখনই সমস্ত অতীতগুলো যেনো সামনে এসে ভেসে বেড়াই সাদা মেঘের ভেলার মতো। দুর দুরান্তে তাকিয়ে নিস্তব্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভাবতে থাকি, আবার যদি একটু ছুয়ে দেখার সাধ্য হতো😥😥।
সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ গানটি শুনবে আর কমেন্টটা চোখে পড়লেই একটা লাইক দিলে আমি আবারও আসবো স্বরনীয় দিনকে মনে করে। ২৬.০৩.২০২৩
😢😢😢😢😢
একবার নয় বার বার শুনি কেনো জানি ভালো লাগে ♥️♥️♥️♥️👌👌👌
আমার জীবনের সবচেয়ে প্রিয় গান সনু নিগম আমার প্রিয় শিল্পী
ছোট কালের সব সৃতি জড়িয়ে আছে এই গানের মধ্যে। অনেক মিস করি সেই দিন গুলির
2:50 সবটা মিথ্যা, সব নির্ঘুম রাতও মিথ্যা...!
সত্য কেবল দূরত্ব এমন,
সত্য তোমাকে না পাওয়া...!💔😭😭
মাই ফেভারিট সং মাই লাইফ স্টোরি 🥺🙍♂️💔👈
Handi gannnn
আজ আবারও চোখে পানি ঝরলো এই গানটা শুনে, আমার মুক্তার কথা মনে পড়ে গেল , আল্লাহ আমি কি দোষ করছিলাম তুমি কেন আমায় এত বড় আগাত দিলা😣😣😣
তাঁর বিয়ে হয়ে গেছে, সে এখন জার্মান।
তাঁর একটি ফোটফোটে মেয়ে হয়েছে।
আফসোস নিজের ইনকামে তাকে গড়ালাম,
আর শেষে সেই পল্টি দিল 😢
অর্থের বিনিময়ে নিজের সুখটাই দেখলো।
হাজার রাত জেগে অর্থ ইনকাম করে তাকে মানুষ গড়ার ঘামের মূল্য দিল না 😢😢
সেই ছোটবেলায় শুনতাম আর বেঞ্চ বাজিয়ে গাইতাম। এখনো তেমন ই ভালো লাগে গানটা ।
মাঝে মাঝে মনে হয় কেনো যে বড় হলাম। যখন ছোট ছিলাম মায়ের কোলে ছিলাম। তখন খুব ভালো ছিলাম। এখন যে কেনো এতো কষট পেলাম। কেনোই বা নিরবে একা কাঁদতে হয়। যে কাননার কেউ সাথি হয় না।
sei din guli miss korar sara kisui naiiiiiiiiiiii
Thanks
ভাল ভাসলে কাঁদতে হবেই 😴😴😴😴
😢😢😢😢
savabik
One of the greatest singer of all time in subcontinent and the most versatile 1️⃣
প্রেম অনেক করা যায় কিন্তু ভালোবাসাটা যায় না জিবনে আমার জন্য অনেক কান্না করছো কিন্তু তখন বুঝিনি তোমার ভালোবাসাটা আসলে ভুল আমার ছিলো তখন বুঝতে পানিনে তুমি আমার কি ছিলে যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেলো ভালো থেকো রেখা ,,,,,,,,,,আমার ভুল আর কেউ জেনো না করে সেটা বলবো
তোমার জন্য সুভ কামনা রইল পিয় যেন নতুন করে জিবন সাজাইতে পার
বসুন্ধরা থেকে কেসেট গুলো সংগ্রহ করেছিলাম সে এক যুগ আগে স্মৃতির পাতায় এখনো গান গুলো আছে।
তোমাকে আল্লাহ তায়ালা রহমতে পেয়েছি তার পর ও গানটা কেন জানি কলিজায় লাগে আবার হারিয়ে যেতে মন চায় আগের দিন গুলো তে ❤️❤️❤️❤️
মন থেকে কাউকে ভালোবাসলে, তা হারিয়ে গেলে এ গান শুনলে সব মনে পড়ে যায় 🥺🥺🥺
তুমি কষ্ট গুলো না দিলে হয়তো এমন একটি গান শুনতাম না 😂😂😂😂😂ভালো থেকো বন্ধু আমার
স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠলো গানটা শুনার পরে ❤❤❤
অসাধারণ গান,,আজ ২০২২ এর দুপুরে বসে আছি,,আগামির দিন গুলো সবাই দেখবে আই আধুনিক যুগে সুখচ্রিতি হবে
২০২৩ সালে যারা শুনছেন তারা লাইক দিয়ে জানাবেন।
2010 সাল থেকে শুনি
2024 সালে এসেও গান টা অনেক ভালো লাগে
বিয়ের পর স্বামী-স্ত্রীর যে প্রেম সেটাই আসল প্রকৃত ও পবিএ ভালোবাসা
তোমার কথা মনে হলে ও এই গান শুনি
এবং মনে না হলে ও এই গান শুনি
কারণ এই গানটি আমার তোমাকে না বলা কথা 😢😢 জার্মানি থেকে বলছি ❤❤
তুমি তো এই জনমে আমার হলে না পরের জন্মে তোমার জন্য অপেক্ষা করবো😢😢 যেখানেই থাকো ভালো থেকো সুখে থেকো❤❤❤
হাজার হাজার বার শুনতে ইচ্ছে করে গান টা 😓
প্রিয় শিল্পীর এ গানগুলো শুনলে আমার মনগুলো উলটপালট হয়ে যায়।
ভাই আপনার কতোগুলো মন?
@@mdsahariorridoy8448 😂😂
@@mdsahariorridoy8448 🤣🤣
Films reputable methods to post delivered a good mood expected in your helped high quality technology a fantastic job with right decision on population is under control you so beautiful and focused anything available so standard of all possible as a great things about you so much.
বাস্তবতার কাছে হেরে যায় হাজার ভালোবাসা❤❤Still love you
আমার মন খারাপ হলে এই গানটাই শুনি😔
২০২৩ সালে এসেও গানটা শুনি। এ যেনো জীবনের সাথেই জড়ানো প্রতিটা লাইন 🙂🙂🙂
আমি ২০১৭ সাল থেকে শুনতেছি আজকে ২০২২ ,,,,,আজ ও তোমার অপেক্ষায়,,, নাদিয়া--যুবরাজ,,,,
মনে পরে সেই স্মৃতিগুলো এই গানটা শুনে😢 আজ তার জন্মদিন কিন্তু তাকে বলতে পারছি না অন্য কারো এখন সে
পাওয়ার চেয়ে না পাওয়ার মাঝে সুখ বেশি
এক সময়ের প্রীয় গান.. যা শুনলে আগের দিন গুলো মনে করিয়ে দেইয়.....
2005 saler kotha mone pore gelo❤❤❤
২০১৩ সাল থেকে সনু দাদার গান শুনি এখন তো তাকে ছাড়া চলেই না❤️
সেই মেয়ে টা অনেক আগেই কথা বলা বন্ধ করে দিছে। তবে এমন গান শুনলে অনেক বার তার কথা মনে পড়ে 😢😢 তখন মনেহয় এমন গান গুলো শুধু আমার জন্যই তৈরি করা হয়েছে 😔😔
গানটা ছোট বেলায় শুনেছিলাম, কিন্তু এখন তার বাস্তবতা উপভোগ করছি🤔😪🤔
আমি সত্যি সত্যি ভালোবেসে
দিয়েছিলাম মন😢😢😢😢
ভালোবাসার কাছে মানুষ বড় অসহায় ফেলে আসা সেই দিনের কথা বড় বেশি মনে পড়ে/ইব্রাহিম খলিল/আমেনা সুলতানা/
ইব্রাহিম খলিল আমেনা সুলতানা কসবা উপজেলা বি বাড়িয়া থেকে
মন থেকে ভালবাসলে অনেক কষ্ট পেতে হয়
মানুষ মানুষের কাছ থেকে অমানবিক কষ্ট পাই বলেই হয়তো লেখকগণ এমন গান লিখে যাই😢
তার সাথে কথা হয় না আজ ১০ মাস হলো...শেষ কথা হয়েছিলো ৬.০১.২০২২ তারিখে অনেক মিস তাকে 😅😢
নতুন করে ভালোবাসবো এ্যালবামটার সবগুলো গান ই বেষ্ট,তার মধ্য এই গানটা আরো বেষ্ট, রাত গভীর হলে এই গানটার প্রতিটা লাইন ভেতরে নাড়া দেয় আজিবন ভালোলাগার গান গুলোর মথ্য এচি অন্যতম,আর সনু নিগম এর কন্ঠে আরো মধুর
জীবন টা বড় অদ্ভুত তা না হলে সেই ছোট বেলায় মায়ের কোলো খুব ভালো ছিলাম আর যখন বড় হলাম জীবন টা নাটক হয়ে গেছে
তুমি যদি বেইমানি না করতে আমার সাথে। তাহলে মনে হয় এত সুন্দর একটা গান কখনো শোনা হতো না।কি সুখ পেলে আমাকে জীবিত লাশ বানিয়ে।স্মৃতি করে গেলাম এই কমেন্টটা পড়ে যে লাইক দিবে। আর সেই নোটিফিকেশন যখন আমার কাছে আসবে আবার আসবো গানটা শুনতে।🥲❤️🥲 সমাপ্ত
বাস্তবে ই মধুর মধুর স্মৃতি গুলো রক্ত ঝরায় বুকে
কান্না পাচ্ছে 😓😓😓😓😓
এইতো সেদিনের কথা....দিনগুলো খুব মিস করি
তার বিয়ে হয়ে গেছে আজ ৫ বছর হলো,, একন সে ১ ছেলের মা,, কিন্তু আজও তার কথা মনে হলে,, বুকের বিতরটা,, মুছরে উটে,, ভালোবাসি আজীবন ভালোবাসবো,, 😢😢💔
💔💔
Same story bro..
প্রিয় মানুষটাকে হারানোর পর বুঝি গানের কথা গুলো কতটা বাস্তব কতটা নির্মম । ভালো থেকো ভালোবাসা ❤
রাতে ঘুম না আসলে এই গানটাই শুনি আর প্রিয় শিলার কথা ভাবি, না জানি সে কত সুখে আছে সরকারি চাকরিওয়ালার সাথে😢 ইতি -- শুভ
একা থেকেই ভেবে বেঁচে আছি একা একা বেঁচে থাকবো 😭😭😭
বৃষ্টি তুমি আমার হলে হয়তো এত সুন্দর একটা গান শুনতে পারতাম না, তুমি মাগুরা শ্রীপুর ভাড়া থাকতে, আমি মাগুরা ছেলে তুমি ঝিনাইদহ মেয়ে, তোমার বিয়ে হলো কুষ্টিয়া জেলায়, তবুও তোমার প্রতি ভালোবাসাটা আজও রয়ে গেলো ❤️
অনেক মনে পড়ে সেই দিনের কথা সালটি ছিল ২০১০😢 আর এখন ২০২৪ ...😢😢
একটা সময় ছিলো এই গান গুলি শুনলে অনেক ফিলিংস হতো,, এখন,,, ❤️❤️❤️
😥
এখন কি ফিলিংস হয়? ভাই একটু বলবেন কি?
আমিও একটা কমেন্ট করে গেলাম অনেক বছর কেউ একজন দেখতে পাবে!
হিদয় ছুয়ে দায় যখনি আমি গানটি সুনি।পুরানো সৃতি মনে পরে যায়।।
তোমাকে নিয়ে কাটানো সময় গুলা সব সময়ই মনে পড়ে,, আজ ও ভালবাসি প্রিয়,,A 20/10/2023
সনু নিগম এর গান আমার অনেক ভালো লাগে।
এই গানের সাথে আমার জীবনের মিল আছে❤️❤️❤️
2০০৮ সালে সিডির কেসেট কিনে এই গান শুনতাম।
যেই ছেলেটা তোমাকে ভালবাসার কারনে এলাকার কোনো ছেলে ভয়ে প্রপোজ করার সাহস পেতো না সেই তুমি আজ অন্যের ঘড়ে।
নিয়তির খেলা কেউ বুঝবেনা তবুও ভালো লাগে এখনো তুমি আমাকে ভুলে যাওনি।
আজব মানুষ আমি। দুঃখের গান শুনলেই মন ভালো হয়ে যায়। মন ভালো করার জন্য আমি দুঃখের গান শুনি। হাহাহা 💔💔
কি ভুল ছিল কেনো আমাকে অবহেলা করে গেলি তুমি কি সুখি হতে পেরেছো ।না নিজে সুখী হলে না আমাকে সুখি হতে দিলে।
কেনো তুমি আমাকে ভুলে গেলে
@@mdmilonmia4349 হুম নিউতির খেলা।
কোন দিন সুখী হতে পারে না
Only great legend singer Sonu Nigam
প্রিয় রিমা,আমি গরীব ছিলাম বলে তোমার বাবা আমাকে মেনে নেয় নি,,,,,😢😢😢😢😢
জীবনের প্রথম প্রেমের স্ম্তি, কোনদিন ভোলা যায় না. দুঃখ পেলে মন ভেঙে গেলে কখনো জোরা লাগে না. যে ভালবাসে সে জানে তার মনের কি ব্যথা প্রলয়ংকারী ঝড়ে ভাঙে তার দেওয়া কথা.তার দিকে নীরবতা কেন নেমে আসে, সুখ দুরে গিয়ে কেন, দুঃখকে কেছে টানে.