শুরু হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ !! কিন্তু কে করবে চীন না জাপান? 2nd Padma Bridge in Bangladesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 авг 2024
  • সকল জল্পনা-কল্পনা ও চ্যালেঞ্জ অতিক্রম করে পদ্মা সেতু আজ বাস্তবতা। তাই এবার দ্বিতীয় পদ্মা সেতু নিয়েও স্বপ্ন দেখতে শুরু করেছে মানুষ। পদ্মা নদীর ওপর গোয়ালন্দ থেকে পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতু কোথায় নির্মাণ করা তার সমীক্ষা শেষ হয়েছে। ঢাকা এবং দেশের পূর্বাঞ্চলের সঙ্গে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর ও নড়াইলের একাংশ, গোপালগঞ্জ, যশোর এবং মাদারীপুর জেলার দূরত্ব কমানোর জন্য গোয়ালন্দ-পাটুরিয়া অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা প্রয়োজন।
    দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প নিয়েই আমাদের আজকের আয়োজন, জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে পূর্বাঞ্চল নিয়ে সরকারের সকল পরিকল্পনা এবং আরো জানার চেষ্টা করবো কবে নাগাদ শেষ হবে এই প্রকল্পের কাজ। চলুন শুরু করা যাক......

Комментарии • 147

  • @beatswithhardin
    @beatswithhardin Год назад +7

    বাংলাদেশে না আছে ইঞ্জিনিয়ার না আছে শিক্ষিত মানুষ। দিতীয় পদ্মা সেতু করতে হলে ভারত একমাত্র ভরসা। কারন বাংলাদেশের সবকিছুতেই ভারতের অবদান।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  Год назад +23

      আমরা না হয় অশিক্ষিত জাতি কিন্তু আপনারা শিক্ষিত জাতি হয়ে ৪৫% মানুষ কেন বাহিরে মল ত্যাগ করেন? স্যানিটেশন ব্যবস্থা দেখলেই বুঝা যায় একটা জাতি কতটা শিক্ষিত! আর প্রথম পদ্মা সেতু মনে হয় ভারত করেছে?

    • @sejanhossain3087
      @sejanhossain3087 Год назад +1

      ​@@BioscopeEntertainment r8❤

    • @sejanhossain3087
      @sejanhossain3087 Год назад

      Guamara dewa tura hidur bacca ra

    • @shakibshibly00
      @shakibshibly00 Год назад

    • @syedakash8162
      @syedakash8162 Год назад +3

      😆😆😆হাস্যকর কথা।

  • @Salim-kf4jv
    @Salim-kf4jv Год назад +6

    মাটির নিচে টানেল করলে ভালোহয় ❤
    পদ্মানদী ভালো থাকবে

  • @rakibrocky2464
    @rakibrocky2464 Год назад +5

    আমার মতে জাপান হবে বেস্ট চয়েজ যদি কোয়ালিটির দিক থেকে চিন্তা করি আর নির্মাণ ব্যায় না বাড়াতে চাইলে

  • @rishadrishad5900
    @rishadrishad5900 Год назад +5

    ঢাকা আসার ব্যাবস্তা না করে, ঢাকা যেন আসতে না হয় তার ব্যাবস্তা করেন। এসব প্রকল্প হচ্ছে কিছু বিশেষ লোকের পকেট ভর্তি করা।

  • @arifaliarif8660
    @arifaliarif8660 Год назад +4

    ২য় পদ্মা সেতু হলে ঢাকার ভিতর এপাশ ওপাশ জ্যাম অনেক টাই কমে যাবে।

  • @mdferozulhaque3935
    @mdferozulhaque3935 Год назад +2

    দ্বিতীয় পদ্মা সেতুঃ
    --------
    তিন বাহু বিশিষ্ট ওয়াই আকৃতি হওয়ার সম্ভবনা যদিও খুব ক্ষীন,
    কারণ
    পাবনা জেলার লোকজন ছাড়া অন্য জেলার মানুষকে এ বিষয়ে মানববন্ধন করতে তেমন দেখা যায় না।
    তবে
    এই সেতুটি তিন বাহু বিশিষ্ট ও ওয়াই আকৃতির হলে
    নিঃসন্দেহে বিভিন্ন জেলার লোকজন তুলনামূলক ভাবে বেশি উপকৃত হতো
    এবং
    শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বের দরবারে
    বাংলাদেশের মান সুনাম ও মর্যাদা অনেকগুণ বেড়ে যাইতো।
    কারণ
    এহেন সেতু পৃথিবীর মানচিত্রে আসলেই বিরল ও
    আকর্ষণীয়

  • @mdbinrussel3887
    @mdbinrussel3887 Год назад +6

    দ্বিতীয় সেতুর কাজ জাপান কে
    দেওয়া ভালো হবে 🇧🇩🇯🇵🤝

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  Год назад

      ধন্যবাদ আপনাকে

    • @md.romjanpramanik5489
      @md.romjanpramanik5489 Год назад

      ধন্যবাদ

    • @robinsen1803
      @robinsen1803 Год назад

      Keno japanke dile bhalo hobe. China bangladesher bhalo bandhu china thekei toh 2nd padma setu korte pare china bangladesh ke onek help kore.

  • @motivationtv24
    @motivationtv24 Год назад +3

    চমৎকার প্রতিবেদন রাজিব ভাই ❤❤🥀🥀

  • @mdasadulkhan3488
    @mdasadulkhan3488 Год назад +1

    ভাইয়া আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয় তাই নতুন ভিডিওর অপেক্ষায় থাকি দ্বিতীয় পদ্মা সেতু ওয়াইফ প্রকৃতির হয় যেন আপনাদের মাধ্যমে আবেদন করছি

  • @ANWARTECHBD13
    @ANWARTECHBD13 Год назад +6

    ১২ হাজারে হবে না, ২৪ + লাগবে মনে হচ্ছে। তবে সততার সাথে কাজ করতে হবে। আল্লাহ তুমি সহায়ক হও আমিন।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  Год назад +1

      Thanks for watching❤

    • @vaijarconasad2904
      @vaijarconasad2904 Год назад

      অবশ্যই লাগবে! তবে বাকি ১২ খাওয়ার জন্য!! 😂😂😂

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  Год назад +1

      @@vaijarconasad2904 এমনটা নাও হতে পারে!

    • @shakibshibly00
      @shakibshibly00 Год назад +1

      First, learn what is difference between the cost of a bridge and the cost of river training. Only the cost of the bridge could be 12,000 crore taka, but the whole project cost will be much higher because the Padma river training is costly.

    • @vaijarconasad2904
      @vaijarconasad2904 Год назад

      @@shakibshibly00
      First learn how to prepare a feasibility study. Then learn how to make a budget considering inlfation & other parameters for increasing of future prices of materials. Then learn how to call an International tender to make the project transparent. Then make such bullshit comments. Why do you think you know everything about river training?

  • @jonyali3216
    @jonyali3216 Год назад +2

    পাবনা আরিচা সেতু করলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা সহ পাবনা রাজশাহী নাটোর চাপাই উত্তর বঙ্গের দুরুত্ব কমত। সেক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হতো।

  • @salam777mas
    @salam777mas Год назад +4

    জাপান হলে খুবই ভালো হবে

  • @rishadrishad5900
    @rishadrishad5900 Год назад +5

    সরকারের উচিত জনগনের চাওয়া কে অগ্রাধিকার দেওয়া, সব কিছুর দাম বেশি শহর থেকে গ্রাম সবখানেই হাহাকার চলছে। সেতু না হলেও মানুষ শান্তিতে বেচে থাকবে কিন্তুু এভাবে চলতে থাকলে মানুষ অন্ধকারে অনাহারে মারা যাবে।

    • @mominulhaquesunny9366
      @mominulhaquesunny9366 Год назад

      মনে হয় সরকার বেওকুফ কিছু বুঝেনা কোন খানে কোন কাজ করলে ভালো হবে সরকার ভালো করেই বুঝে।

    • @skhalimtutul4016
      @skhalimtutul4016 Год назад

      এই কূর্তার বাচ্চা হাতে মোবাইল পাইয়া যা মন চাই তাই লিখোস???বাংলাদেশের কে কোথায়,,কোন জেলার,,কোন থানার,,
      কোন ইউনিয়নের,,কোন গ্রামের,,কোন মহল্লার কোন মানুষটা মারা গেছে???তার নাম ঠিকানা সঠিকভাবে বল নাহলে তোর পোঙ্গায় এমন বাড়ানো বাড়াইবো যে তোর পোঙ্গার হাড্ডি তোকে খুঁজতে হবে পাশের জেলা থেকে।।হালাই বান্দীর পুত হাতে মোবাইল পাইয়া বাংলাদেশের কিং বইনচ গেছিস!!!!!

  • @ttvofficial3133
    @ttvofficial3133 Год назад +2

    আলহামদুলিল্লাহ্।

  • @xeeebon
    @xeeebon Год назад +1

    আরও ২০ বছরের আগে হবে না। তার আগে হবে চাঁদপুর-শরীয়তপুর ব্রীজ

  • @jawadhasan9334
    @jawadhasan9334 Год назад +1

    ২য় যমুনা সেতু চাই

  • @abdullatif1715
    @abdullatif1715 Год назад +1

    জাপানের সঙ্গে চুক্তি সই করার জন্য অপেক্ষায় রইলাম ধন্যবাদ

  • @NasirUddin-km5yc
    @NasirUddin-km5yc Год назад +1

    তাড়া তাডি করা উচিৎ -- দেশের বৃহত স্বার্থে -- খুব ভালো এটা করা উচিৎ ---😅

  • @jhorajahan8768
    @jhorajahan8768 7 месяцев назад

    Ok darun

  • @motaharhossain7183
    @motaharhossain7183 Год назад +1

    নিজের দেশের প্রকৌশলী হলে সব চেয়ে ভাল হবে, না হলে ভারত এবং চীন বাদে যে কাউকে দিয়ে করলে সঠি সময় কাজ শেষ হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে জাপান বা করিয়া হলে ভাল।

  • @user-kf8tr2sx9n
    @user-kf8tr2sx9n Месяц назад

    পাটুরিয়া গোয়ালন্দ একটা পদ্মা সেতু হলে আমাদের খুব সুবিধা হয় পদ্মা সেতু হলে আমাদের খুব সুবিধা হয়

  • @hasanalbanna2004
    @hasanalbanna2004 Год назад +1

    দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে সেতুর অনেক প্রয়োজন আছে। কিন্তু এখনি না করে আর কয়েকবছর পরে ৫০ হাজার কোটি টাকার উপরে খরচ করে এখানে, (Y) আকৃতির আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইনের সেতু করলে ভালো হবে।

  • @apupaul8130
    @apupaul8130 Год назад +2

    উন্নয়ন যেটুকু হয়েছে বা চলমান আছে এটুকু শেষ করে মানুষের আয় রোজকার বাড়ানোর দিকে নজর দেওয়া জরুরী,তা না হলে ভবিষ্যত অন্ধকারে ভড়ে যাবে মানুষের।

    • @bluesky7799
      @bluesky7799 Год назад

      আপনে যদি কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান দেন তাহলে অবশ্যই ভালো ডেকোরেশন করা অফিস লাগবে তানাহলে কাষ্টমার আসবেনা, তেমনি দেশের ও মানুষের আয় রোজগার বাড়াতে রাস্তা ঘাট ব্রিজের প্রয়োজন আছে।

  • @md.mohiturrahman7652
    @md.mohiturrahman7652 9 месяцев назад

    দ্বিতীয় পদ্মা সেতু শদ্রুত শুরু করার দরকার

  • @topservicewatertreatmentpl1134

    হবে ইনশাআল্লাহ

  • @BROZOGOPALGAMER
    @BROZOGOPALGAMER 3 месяца назад

    ভোলার সেতু নিয়ে একটা ভিডিও বানাবেন

  • @AbulKalamAzad-op2ct
    @AbulKalamAzad-op2ct Год назад +2

    Y pattern-er bridge chai.

  • @shiponmiah1162
    @shiponmiah1162 Год назад +2

    সরকারের উচিত দ্রুত মেঘনা নদীর সেতু তৈরি করা।

  • @torongo6362
    @torongo6362 Год назад

    মানিকগঞ্জের পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর অপেক্ষায় রইলাম

  • @mdmijan7059
    @mdmijan7059 Год назад +1

    পাবনা আরিচা গোয়ালন্দ ওয়াই সেতু করলে সারা বাংলাদেশ উন্নয়ন হবে

  • @sujonkumar6541
    @sujonkumar6541 Год назад +1

    Manina y setu chai

  • @shuvoahmed6888
    @shuvoahmed6888 Год назад

    ❤❤❤❤জাপান কে কাজ দিলে ভালোহয়

  • @Rgtrd
    @Rgtrd Год назад

    একটাই যথেষ্ট ...দুইটার সময় হলে তখন না হয় ....
    সারা দেশের টাকা ঢাকার উন্নয়ূন মেট্রো পাতাল এক্সপ্রেস আর পদ্মা সেতু ..বিমানবন্দর রোড ...
    বানাই শেষ করে ফেলবেন বুজি ...
    ..সংকট থেকে রেহাই চাই ...অন্ধকার রেখে পদ্মা পাতাল দ্বিতীয় সেতুর কোন প্রয়ুজন নাই ....

  • @ANWARTECHBD13
    @ANWARTECHBD13 Год назад +1

    সঠিক হিসাবে খরচ করতে হবে। ভাই

  • @NazrulIslam-pu6zb
    @NazrulIslam-pu6zb Год назад

    কবে থেকে পদদা সেতুর কাজ শুরু হবে। জানাবেন পাটূরিয়া দৌলতদিয়া না আরিচা নগরবাডী

  • @syedakash8162
    @syedakash8162 Год назад

    Japan বা Korea কে কাজ দেওয়া উচিত। চীন-ভারত অন্য কোন দেশকে নয়। ঋণ নিতে হলে জাপান থেকে নেওয়া উচিত। অন্য কারো কাছ থেকে নয়।

  • @MdJibon-rm4si
    @MdJibon-rm4si Год назад

    2nd situ aita ki manikganj a hoba nah ki dada❤

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 8 месяцев назад +1

    জাপানকে দিন

  • @debasishsaha3004
    @debasishsaha3004 Год назад

    Rail line thaka ta joruri, eta kam kharocher best transport system

  • @mdsharifulislam6712
    @mdsharifulislam6712 Год назад +1

    মনে হচ্ছে ৩০ হাজার কোটি টাকা লাগবে দ্বিতীয় পদ্মা সেতু তৈরী করতে।

  • @rkprkp152
    @rkprkp152 Год назад

    JAPAN IS EXCELLENT QUALITY .

  • @torongo6362
    @torongo6362 Год назад

    Good news

  • @zaynalsikder9213
    @zaynalsikder9213 Год назад

    দ্বীতিয় পদ্মা সেতুর তুলনায় মেঘনা সেতুটা করা বেশি জরুরী নয়কি?যাতে করে চট্রগ্রাম সিলেটের সাথে বরিশাল ও খুলনার সাথে যোগাযোগব্যবস্থা বিরাট অগ্রগতি হবে।

  • @a.stanvir6185
    @a.stanvir6185 Год назад

    ভাইয়া বাংলাদেশের সংসদে নতুন প্রস্তাবিত বাজেট এবং নতুন করে পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে একটি ভিডিও চাই।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  Год назад

      একবার ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, কিন্তু দেখলাম অনেকগুলো চ্যানেল এটা নিয়ে ইতিমধ্যেই ভিডিও তৈরি করে ফেলেছে...

  • @MdFahim-ze4tc
    @MdFahim-ze4tc Год назад

    চট্টগ্রামের কর্ণফুলী নদীর ব্রিজের কি খবর।

  • @song_play-y7q
    @song_play-y7q Год назад

    দরকার নাই,চালের দাম মধ্যবিত্তের নাগালে চাই

  • @SohelKhan-sp5yc
    @SohelKhan-sp5yc Год назад

    দ্বিতীয় পদ্মা সেতুর কথা সুনে বি এন পির কেমন লাগছে যান্তে চায় আমার মন

  • @mysteriousworldanddiscover383
    @mysteriousworldanddiscover383 Год назад

    এই সেতু বর্তমানে কোন দরকার নেই,এর থেকে জনগুরুত্বপূর্ন কাজ না করে এই সেতুর কাজ করা উঠিত নয় এখন।

  • @user-tb8tt6rs2n
    @user-tb8tt6rs2n Год назад

    ব্রিজ না করে, টানেল করা উচিত, এতে নদীটা বাঁচবে, নাহলে ভবিষ্যতে মরুভূমি তে পরিনতো হবে,

  • @sayedyusuf5464
    @sayedyusuf5464 6 месяцев назад

    তবে দশ লাইনের তৈরি করা হোক

  • @sujonkumar6541
    @sujonkumar6541 Год назад

    Japan

  • @sayedyusuf5464
    @sayedyusuf5464 6 месяцев назад

    এই বার জাপান কে দিয়ে তৈরি করা হোক

  • @user-yi2yr3rs6q
    @user-yi2yr3rs6q Год назад

    একটি দিয়ে পেট ভরেনি আরেকটি থেকে কমিশন খাওয়ার ধান্দা

  • @mdjashim4386
    @mdjashim4386 Год назад

    চাইনার বিকল্প নেই বলে আমি মনে করি ।।।

  • @KamrulIslam-un5xu
    @KamrulIslam-un5xu Год назад

    আগে কয়লার বিল দেও পরে স্বপ্ন দেইখো

  • @remanulhaque2810
    @remanulhaque2810 Год назад

    রেল লাইন নেই কেন?

  • @MdMasud-gi9hi
    @MdMasud-gi9hi Год назад

    জাপান কাজ টা পাক❤

  • @nayimsultan7129
    @nayimsultan7129 Год назад

    কেনো বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার/ মানুষ নাই। সব জাপান চীন কেনো লাগে

  • @user-tb8tt6rs2n
    @user-tb8tt6rs2n Год назад

    40 হাজার কোটতে ঠেকবে গিয়ে ।

  • @shaheeduddin-pn7zg
    @shaheeduddin-pn7zg Год назад

    জাপানকে দিয়ে করলে ভাল হবে মনে করি।

  • @MdMohin-in8kd
    @MdMohin-in8kd Год назад

    জাপান কে দেয়া হক

  • @ktkztk
    @ktkztk Год назад

    FIRST PRIORITY NEED DHAKA CHITTAGONG 8 LANE

  • @mdkaisarrahman1387
    @mdkaisarrahman1387 Год назад +1

    Bhola to Barisal bridge is now mandatory.

  • @chowdhuryhabib5366
    @chowdhuryhabib5366 Год назад

    JICA ছাড়া কোনো কথা ভাবা ঠিক হবেনা।

  • @mmgmoktadi
    @mmgmoktadi Год назад

    Not needed

  • @mohammadasis1235
    @mohammadasis1235 Год назад +1

    ভাই প্রথমে পদ্মা সেতু বলেছিল মাত্র ১৮ হাজার হাজার কোটি টাকা লাগবে সেখানে ৩০০০০ কোটি টাকা লাগল পরবর্তী বাজেটে 51 হাজার কোটি টাকা গিয়ে গিয়ে ঠেকলো আর এখানে শুরুতেই এই কথা বললে ও পরবর্তীতে কয়েক গুণ বাড়বে

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  Год назад +1

      হ্যাঁ তা সত্য, বাংলাদেশে অনেক স্থাপনা নির্মাণের সময় দীর্ঘায়িত হয় এবং ব্যয় বেড়ে যায়। তবে আমরা সাধারণ জনগণ আশা করব এটাতে যেন এরকম না হয়। এগিয়ে যাক প্রিয় জন্মভূমি.... এটাই আশা করি। ধন্যবাদ আপনাকে

    • @mohammadasis1235
      @mohammadasis1235 Год назад +1

      @@BioscopeEntertainment ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে আপনার জন্য দোয়া করি আপনার পরিবার ও আপনাকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  Год назад +1

      আমীন

  • @anmarefin7350
    @anmarefin7350 Год назад

    Chine

  • @sharifrahman2989
    @sharifrahman2989 Год назад

    পদ্মায় সেতু না করে ট্যানেল করলে ভাল হত ।।

  • @Jeet4325
    @Jeet4325 Год назад

    দাদা আপনারা ভারতের যতই বদনাম করবেন ভারত ততই উন্নত হবে 🇮🇳🇮🇳🇮🇳😍😍
    আপনি ভারতের ভালই চাননা😔😔😔😔😔
    WE ARE INDIAN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @civilengrm.hridoycemh510
    @civilengrm.hridoycemh510 Год назад

    B...........er hisab. hhhhhhhaa

  • @saifulbhuiyan5990
    @saifulbhuiyan5990 Год назад

    Japan