পৃথিবী থেকে আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে? কিন্তু কেন? Kunal Bose

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025
  • Is it time to leave the world? So early? But why? Humans may not have been destined to leave the earth so soon but some human activities made humans no longer fit for this earth. They themselves destroyed their home. Humans are slowly destroying their nature, sky, air, water.
    Full episode of Dr. Sujib Kar : • মানুষ দ্রুত লুপ্ত হয়ে...

Комментарии • 1,2 тыс.

  • @tapankumarmisra8337
    @tapankumarmisra8337 9 месяцев назад +31

    অসাধারণ আলোচনা। একদম সত্য কথা কে তুলে ধরেছেন। মানুষের বোধোদয় হোক। বাচূক প্রকৃতি, বাচুক এই পৃথিবী।

  • @arindamguha7204
    @arindamguha7204 9 месяцев назад +43

    এটা বর্তমানে র সব চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা❤😮সব বাদ দিয়ে 200%সঠিক

    • @SubhankarDas-q5s
      @SubhankarDas-q5s 14 дней назад

      . আমি যদি বদলে যাই তাহলে ইলেকশন জিততে পারবো না 😂😂😂😂😂😂😂😂😂😂,

  • @swapanbasu6460
    @swapanbasu6460 9 месяцев назад +203

    অসাধারণ এপিসোড👍 অজস্র ধন্যবাদ দাদা🙏 বলতে আজ লজ্জা নেই, এই সুন্দর পৃথিবীর নিকৃষ্টতম জীব হচ্ছি আমরা মানবজাতি 🙏

  • @sangitabhattacharjee1285
    @sangitabhattacharjee1285 9 месяцев назад +33

    খুব ভাল খবর, মানুষের চলে যাওয়ার প্রয়োজন, শুধুমাত্র অন্য প্রাণী আর গাছপালা যেন সুস্থ থাকে

  • @SIPRABARAL-n7k
    @SIPRABARAL-n7k 9 месяцев назад +20

    প্রতিটি‌ কথা খুবই মূল্যবান,সত্যি চলে যেতে হবে আমাদের কেননা সচেতনতা এখনও জাগে নি,শুনতে পাচ্ছো‌ প্রকৃতি বলছে, মানুষ এবার সংযত হও, সৃষ্টি ও আমি ধ্বংশ ও আমি,তোমরা আমার উর্দ্ধে নও, অসাধারণ লাগলো👍🙏

  • @mitalidasgoswami4917
    @mitalidasgoswami4917 9 месяцев назад +19

    ❤❤ সত্যিই জ্ঞানপাপী আমরা।এতোটাই স্বার্থপর আমরা শুধুই নিজেদের জন্য আমাদের সহ বাসিন্দাদের ক্রমাগতই বিনাশ করে গেছি।আমাদের চলে যাওয়া ই মঙ্গল প্রকৃতির অস্তিত্ব রক্ষার জন্য।❤❤

  • @anannyadas9168
    @anannyadas9168 9 месяцев назад +51

    খুব সুন্দর বললেন দাদা❤ প্রকৃতির বিরুদ্ধে গেলে তার ফল তো পেতেই হবে

  • @banyamukherjee5914
    @banyamukherjee5914 9 месяцев назад +28

    জানেন, এত গভীর ভাবে না ভাবলেও ভাবি আর নিজের অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। পৃথিবীর কাছে কত রকম ভাবে আমরা অপরাধ করে যাচ্ছি ।আপনার এই প্রতিবেদন ভীষণ ভাবে সময়োপযোগী।

  • @t-panda
    @t-panda 9 месяцев назад +15

    মন থেকে ধন্যবাদ 🙏 পৃথিবী তথা প্রকৃতি মাতাকে নিয়ে এতো সুন্দর একটা উপস্থাপন রাখার জন্যে।
    আমরা এই আধুনিক যুগের মানুষরা বড্ড বেশি বিবেকহীন। আমরা যার আশ্রয়ে বড়ো হই তার বুকেই লাথি মারি। শুধু যে লাথি মারি তা কিন্তু নয়, তাকে এতোটাই কষ্ট দিয়ে ফেলি যে, শেষ পর্যন্ত সে আমাদের তার সন্তানদের একেবারে সুদ সহ আসল বুঝিয়ে দিয়ে যায়। কিন্তু ওই যে বললাম,আমরা এতোটাই বিবেকহীন....। সব কিছু দেখে, জেনে, বুঝে, শুনেও আজ আমরা যেরম অবাদ্ধ ছিলাম সেরম অবাদ্ধই আছি।
    হিন্দু,মুসলিম, শিখ, ইশাই সবার কাছে শুধু এটুকুই প্রার্থনা করছি সবাই দয়া করে শাকাহারী হোন।
    বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। বাকি যে বা যারা আমার প্রার্থনার অর্থটাই বুঝতে পারলেন না; তাদেরকে বলবো কষ্ট করে না হয় বিশ্ব উষ্ণায়নের কারণ টাই জেনে নিন গুগল থেকে।
    ধন্যবাদ 🙏

  • @hrishikeshbanerjee6744
    @hrishikeshbanerjee6744 8 месяцев назад +27

    এক কথায় অসাধারণ আলোচনা
    সমগ্ৰ বিশ্বের সবচেয়ে মুল্যবান মতামত এই স্বচ্ছ আলোচনায় দেখতে পাওয়া যায়।

  • @jamalbd_
    @jamalbd_ 9 месяцев назад +8

    অসাধারণ ভাবে আমাদের বুঝিয়ে দিলেন আপনি। আপসোস আমরা মানুষেরা বুঝে উঠতে পারেনি। আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

  • @CartoonAnimation-vb9ol
    @CartoonAnimation-vb9ol 9 месяцев назад +19

    স্যার আপনি ঠিক বলেছেন। তাই আদিবাসীদের মতো সবাই প্রকৃতিকে ভালোবাস ও প্রকৃতিকে পূজা করো। যাতে পৃথিবীতে প্রাণ থাকতে পারে।নাহলে কোন ইশ্বর বাঁচাবে না।

  • @arijitchakraborty9167
    @arijitchakraborty9167 9 месяцев назад +19

    মানুষ না,থাকলে এই পৃথিবী,এই প্রকৃতি অনেক সুন্দর হবে,শুধু সুন্দর বলার কেউ থাকবে না,তা না,থাকুক।

  • @sumanamandal
    @sumanamandal 9 месяцев назад +40

    বিনামূল্যে পাওয়া জিনিসটাকে মানুষ মূল্য দেয় না । প্রকৃতিও তাই বিনামূল্যে এতকিছু দিচ্ছে তাও পরিবর্তে আমরা অবহেলা করে যাচ্ছি😢

    • @ramabhowmick1155
      @ramabhowmick1155 9 месяцев назад

      এত সুন্দর ভিডিও এই প্রথম দেখলাম, যে সময়টা প্রকৃতির ধ্বংসের নানা লক্ষণ গুলো বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে, বাতাস অক্সিজেনহীন, আলোর মধ্যে তীব্র ঝাঁজ, দূষিত জল, নির্বিচারে বৃক্ষচ্ছেদন, সবকিছুর মূলে রয়েছে মানুষের অপরিণামদর্শিতা। পৃথিবী মানুষের ক্ষেত্রে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে, তাই মানুষের ডাইনোসরের মতোই অবলুপ্তি ঘটার সময় উপস্থিত।

  • @raselchowdhury4998
    @raselchowdhury4998 9 месяцев назад +10

    ভাই আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, সত্যিই আপনি একজন ইনটেলিজেন্ট ম্যান

  • @--JAYANTA--
    @--JAYANTA-- 9 месяцев назад +12

    একমাত্র প্রকৃতিই পারে মানুষকে সঠিক পথে আনতে..! তাছাড়া কেউ পারবে না.!

  • @provatray2721
    @provatray2721 9 месяцев назад +90

    আমরা এখনো কি একটু সচেতন হব না!, চলুন না সবাই মিলে এই সুন্দর প্রকৃতিকে বাঁচাই এবং পৃথিবীটাকে রক্ষা করি। প্রভাত রায় কলকাতা।

    • @provatray2721
      @provatray2721 9 месяцев назад +1

      সবাইকে ধন্যবাদ।

    • @nityanandapaul688
      @nityanandapaul688 9 месяцев назад +5

      Er jonya dada 3ta step nite hobe, fhaka jaigate gach lagatehone. 2nd jono songkha niontron korte hobe, 3rd single use plastic borjon korte hobe.

    • @provatray2721
      @provatray2721 9 месяцев назад

      @@nityanandapaul688 yes, you are absolutely right.

    • @tapumondal8027
      @tapumondal8027 9 месяцев назад +1

      আমি ও এক মত

    • @provatray2721
      @provatray2721 9 месяцев назад

      @@tapumondal8027 আপনাকে ধন্যবাদ।

  • @bulamajumder6551
    @bulamajumder6551 9 месяцев назад +8

    এই এপিসোডটা খুবই ভাল লাগল। একদম ঠিক বলেছেন। ধন্যবাদ।

  • @rajdatta6711
    @rajdatta6711 9 месяцев назад +97

    পৃথিবী থেকে মানুষ প্রজাতি যত তাড়াতাড়ি যায় ততই প্রকৃতি আর অন্য জীবেদের জন্য মঙ্গলকর।

  • @rahulpandit3114
    @rahulpandit3114 9 месяцев назад +32

    কেউ প্রকৃতিকে নিয়ে ভাবেই না।😢 শুধু রাজনীতি আর রাজনীতি। 😢

    • @--JAYANTA--
      @--JAYANTA-- 9 месяцев назад +2

      রাজনীতি না, শুধু দুর্নীতি আর দুর্নীতি..!

    • @basudebbiswas9537
      @basudebbiswas9537 9 месяцев назад

      Vogo ban sarol soja lokke besi valo base

  • @paramitagosh3929
    @paramitagosh3929 9 месяцев назад +115

    একদম ঠিক বলেছেন দাদা। মানুষ হচ্ছে সবথেকে অকৃতজ্ঞ প্রাণী ।

    • @surojeetchatterji9966
      @surojeetchatterji9966 9 месяцев назад +1

      ​@@omarfaruq44 Allah bole kichhu nei. Sudhu Ishwar acche.

    • @surojeetchatterji9966
      @surojeetchatterji9966 9 месяцев назад

      @@omarfaruq44 Jol r pani ak noy. Pani maane haath o hoy. Thik tamoni sudhu Ishwar e hoy bangla vasay Allah bole kichhu hoyna.

    • @omarfaruq44
      @omarfaruq44 9 месяцев назад

      @@surojeetchatterji9966 To have the pleasure of being confined within one's own knowledge My statement may not be acceptable to others. stay well

    • @hamimanas
      @hamimanas 9 месяцев назад

      ​@@surojeetchatterji9966আপনি কোন ধর্মের?

    • @surojeetchatterji9966
      @surojeetchatterji9966 9 месяцев назад

      @@omarfaruq44 Ishwar never said most ppls r ungreateful. Ishwar doesn't have human emotions like ur Allah. That's why both r not same & name knowledge is also different.

  • @IraRoy-r6z
    @IraRoy-r6z 4 месяца назад +1

    সত্যি দাদা, আপনার ভিডিও দেখে অত্যন্ত অনুপ্রাণিত হই এবং নিজেকে অপরাধী মনে করী। প্রকৃতির কথা কেউ ভাবে না। আমাদের শুধু চাই আর চাই ,কত যে চাহিদা, তার অন্তত নাই । অসংখ্য ধন্যবাদ ।

  • @false1201
    @false1201 9 месяцев назад +14

    আমি বসিরহাট থেকে সোমনাথ বলছি। তুমি আমার মনের অত্যন্ত কাছের একজন মানুষ। তুমি সত্যের প্রতিষ্ঠাতা দাদা ❤️

  • @jayajoyader1822
    @jayajoyader1822 9 месяцев назад +14

    লোভে পাপ আর পাপে মৃত্যু...
    মানুষ যখন অসূর হয়, তখন যে
    কি ভীষণ খারাপ পরিনতি হয়, সেটা নিয়ে সবার ভাবা দরকার।

  • @Shobdogolpodroom1972
    @Shobdogolpodroom1972 9 месяцев назад +111

    অন্ধ কালা বোবা সমাজকে জাগানোর যে চেষ্টা করে চলছেন প্রতিনিয়ত, তা যেন ফলপ্রসূ হয় এই প্রার্থনা করি।🙏🏻

  • @mdabdulhamidmiah7299
    @mdabdulhamidmiah7299 4 месяца назад +2

    এই আলোচনাটি মানুষের জ্ঞান, বিবেক,বিবেচনা, বিচার বুদ্ধির ক্ষেত্র বাড়িয়ে তোলে মানব সমাজের হিত চিন্তার জন্ম দিতে পারে। তাই এই ভিডিওটি সকলের দেখা উচিৎ। যেন মানুষ আমরা আমাদের এই পৃথিবীতে সঠিক সময়ের সঠিক কাজটিই করতে পারি। আর আনন্দ চিত্তে পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে পারি। ধন্যবাদ জানাই এমন বিশেষ সুন্দর আলোচনার জন্য।

  • @shimabanerjee2287
    @shimabanerjee2287 9 месяцев назад +47

    আদিম মানুষের জীবন টাই ছিল ভালো সভ্য হওয়াই কাল হলো...

    • @nick.1917
      @nick.1917 4 месяца назад

      Kar kotha ami sunchi jini jogo koran sosanay. Jini ashay manus kay bipoder modhay thaykay manus kay chay ray day. Ami

  • @MechArina
    @MechArina 9 месяцев назад +10

    একদম সত্যি কথা বলেছ এটা
    মানুষ বড়ো অবুঝ হয়েছে

  • @umabanerjee9276
    @umabanerjee9276 9 месяцев назад +24

    অত্যন্ত মূল্যবান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যা লোভী মানুষকে বোঝানো যাবে না এবং বেশ বোঝা যাচ্ছে শেষের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ****মানুষ প্রজাতি ধ্বংস হলে অন্তত প্রকৃতি হাঁপ ছেড়ে বাঁচবে 🤔😔

  • @gopalmondal5488
    @gopalmondal5488 20 дней назад +1

    পুরো এপিসোড টা দেখলাম এবং মনদিয়ে শুনলাম, কি বলে আপনাকে যে ধন্যবাদ জানাবো মুখে কোন বাক্যই পেলাম না
    🙏🙏🙏🙏❤❤❤❤

  • @sunilsinhababu3634
    @sunilsinhababu3634 9 месяцев назад +26

    আগামীদিনের কঠোর কঠিন বাস্তব চিত্ররূপ আপনার এই মূল্যবান প্রতিবেদন।

  • @bangalilifevideo
    @bangalilifevideo 9 месяцев назад +12

    একদম ঠিক আমাদের চলে যাওয়া উচিত তাহলে অন্য সকল প্রাণী ভাল থাকবে

  • @goutamparua8352
    @goutamparua8352 9 месяцев назад +87

    খুব প্যাথেটিক ভাবে মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে,

  • @samarmajumder7773
    @samarmajumder7773 9 месяцев назад +5

    অসাধারণ, মানুষ একটু বুঝতে ও ভালবাসতে শিখুক জননী জন্মভূমিকে । ধন্যবাদ

  • @unitedwestand1057
    @unitedwestand1057 9 месяцев назад +204

    যত তাড়াতাড়ি যায়। তত মঙ্গল। অন্য প্রাণ , গাচ পালা হয়তো বাঁচবে মানুষ না থাকলে

    • @mantukarmakar3039
      @mantukarmakar3039 9 месяцев назад

      মানুষই এই পৃথিবীর সবচেয়ে ধংস কারী প্রানি

    • @anantadoctor7558
      @anantadoctor7558 9 месяцев назад +3

      Right

    • @nakhshabfarhana2522
      @nakhshabfarhana2522 9 месяцев назад +4

      মানুষ না থকলে কোনো কিছুর মূল্য নাই।দুঃখের বিষয় মানুষ নিজের শত্রু নিজেই।

    • @Secular_boy_ShreeRam
      @Secular_boy_ShreeRam 22 дня назад +2

      আপনাকে যদি বলা হয় শনিতে গিয়ে থাকুন পারবেন? ঠিক তেমনই পৃথিবীতে oxygen রয়েছে তাই মানুষ এখানে শান্তিতে বাঁচতে পারছে। যতটা সম্ভব বৃক্ষচ্ছেদন বন্ধ করার চেষ্টা করতে হবে।

  • @subhassingh6513
    @subhassingh6513 9 месяцев назад +6

    হিন্দু-মুসলিম বৈদ্য খ্রিস্টান ইত্যাদি আমি নই, আমি মানুষ মায়ের সন্তান, আমি প্রকৃতি মায়ের সন্তান। তাই আমি মনে করি একমাত্র প্রকৃতির প্রকৃত নীতি হল জীব এবং জগতের মূলনীতি।

  • @malasreesen324
    @malasreesen324 9 месяцев назад +12

    আসলে ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন কিন্ত দৃষ্টিশক্তি সেটার ই অভাব
    সত্যিই ভীষণ সত্যটাকে তুলে ধরেছেন।
    আমরা আত্মকেন্দ্রীক নিজেকে ছাড়া কিছুই ভাবি না।সারাদিনে একবার আকাশের তলায় দাঁড়াতে চেষ্টাও করি না
    সত্যিই ভাবলে খুব কষ্ট লাগে।

  • @faridahmed9719
    @faridahmed9719 9 месяцев назад +2

    খুবই ভালো লাগলো দাদা, আপনি আসল সত্যটা বুঝতে পারছেন, ধর্ম, বর্ণ, নির্বিশেষে আমারা সকলেই মানুষ। ক্ষমতার লালসা ত্যাগ করতে হবে।

  • @moumitamukherjee25674
    @moumitamukherjee25674 9 месяцев назад +130

    প্রকৃতি একমাত্র ঈশ্বর হওয়া উচিত ছিল। তবেই মানুষ তাকে সন্মান করতে শিখতো। মানুষের অতিরিক্ত বুদ্ধি মানুষ কে শেষ করে দেবে।

    • @khokandas7313
      @khokandas7313 9 месяцев назад +14

      মাপ করবেন,একটু সহজ ভাবে বোঝার চেষ্টা করুন প্রকৃতিই ভগবান।

    • @ujjwalchowdhury5287
      @ujjwalchowdhury5287 9 месяцев назад

      Akmatro Hindu prokitike
      Bhagoban hisabe puja kore
      Take rakhaya korar chasta kore

    • @moumitamukherjee25674
      @moumitamukherjee25674 9 месяцев назад +6

      @@khokandas7313 ঠিক কথা। আমিও একমত। এটা হলে কোনো ঝগড়া বিবাদ থাকতো না

    • @usernamesanjibdas
      @usernamesanjibdas 9 месяцев назад +3

      Prokiti ke iswar hisabe mane to.

    • @subhadipgoswami7134
      @subhadipgoswami7134 9 месяцев назад

      ​@@moumitamukherjee25674 সনাতন ধর্ম প্রকৃতি কে হাজার হাজার বছর ধরে পূজা করছে।। এটা নতুন কিছু নয়।।

  • @rajibbhowmik9769
    @rajibbhowmik9769 9 месяцев назад +1

    আমাদের এত সুন্দর পৃথিবী সম্পর্কে আপনার এতো ভালো কথাগুলো ,,,,, আমার মনটাকে ছুঁয়ে গেলো।।।।। সত্যি মনটা খুবই খারাপ হয়ে গেলো।।। আমরা আমাদের পৃথিবী মা-র সাথে খুবই খারাপ ব্যবহার করেছি ।।।। আমি ৪২ বছর বয়সে একটা গাছ ও কাটিনি ।।। কিন্তু যারা কেটেছে এবং এখনো কাটছে তাদের কাছে হাতজোড় করে অনুরোধ ,,, আপনারা আর গাছ কাটবেন না।।।। আমাদের এত সুন্দর পৃথিবী টাকে নষ্ট করবেন না।।। পৃথিবী কে এবং আমাদের কে সুস্থ ভাবে বাঁচতে দিন ।।।

  • @sumitahaldar3417
    @sumitahaldar3417 9 месяцев назад +12

    অনেক ধন্যবাদ ।একদম সময়োপযোগী ভিডিও ।

  • @payelsworld2850
    @payelsworld2850 9 месяцев назад +3

    দাদাভাই তোমার প্রত্যেকটা কথার সাথে আমার মিল আছে আমার মনের কথাগুলো এগুলো কাউকে বোঝাতে গেলে কেন যে কেউ বুঝতে চায় না।
    😊 তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা সত্যিই তোমার মত এত ভালো মনের মানুষ এবং যারা সত্যিই কথাগুলোকে বোঝে

  • @banibetal5473
    @banibetal5473 9 месяцев назад +51

    মানুষ নিজেদের কবর নিজেরাই খুঁড়ে রেখেছে। এটাই বুঝেও অবুজ হয়ে আছে।😢😢

  • @MdHossain-oi2cr
    @MdHossain-oi2cr 9 месяцев назад +2

    অত্যান্ত জনগুরত্ত পূর্ণ আশলেই প্রকৃতিকে আমরা অত্যাচার করতেকরতে শেষ করে নিজেরাই শেষ হতে চলেছি, এমন সুন্দর আলোনার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ,

  • @debasmitadey5579
    @debasmitadey5579 9 месяцев назад +3

    দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আরো বেশি করে মানুষ কে বোঝানোর জন্য আরো কী কী উপায় মানুষ কে সচেতন করা যায়, সেটাও একটু দেখুন, আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারলাম না

  • @mdmainulislam527
    @mdmainulislam527 19 дней назад +1

    আমি অভিভূত আপনাদের লেকচার শুনে। তনে এও সত্য, আমি আপনাদের মতোই পৃথিবী নামের এই মাকে বুঝি, ভালোভাসি, বিশ্বাস করি।

  • @pranabbera1110
    @pranabbera1110 9 месяцев назад +17

    প্রকৃতির আদালতে আমাদের বিচার তো হবেই আর এই বিচারের রায় হবে সমস্ত মানুষের মৃত্যুদণ্ড.....প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড এ প্রকৃতির আদালতে আমাদের হিয়ারিং হচ্ছে আর প্রতি মুহূর্তে আমাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ হচ্ছে....এবার শেষ রায় ঘোষণার দিন। আমি প্রস্তুত, আর আপনারা ?

  • @gourab4522
    @gourab4522 9 месяцев назад +1

    খুব সুন্দর একটা শিক্ষামূলক প্রতিবেদন video. আসলে এখন মানুষ বড়ই স্বার্থ প্রিয় হয়ে গেছে। প্রকৃতিকে ভাবার, প্রকৃতিকে বোঝার,প্রকৃতির যত্ন নেওয়ার তাদের কাছে সময় কই? মানুষের এখন সংসার জরুরি হয়ে গেছে। তারা ভুলে গেছে প্রকৃত সংসার পেতে হলে প্রকৃতির বড়ই প্রয়োজন।

  • @harasitbiswas3293
    @harasitbiswas3293 9 месяцев назад +2

    মনযোগ সহকারে কথা গুলো শুনলাম ভালো লাগলো।সবপ্রানী প্রকৃতির নিয়ম মেনে চললে ও মানুষ প্রকৃতির নিয়ম অনুযায়ী চলছে না। তাই তাদের সবার আগেই যেতে হবে।

  • @uzzalchakrabarty9799
    @uzzalchakrabarty9799 9 месяцев назад +4

    খুব দ্রুত যাওয়া উচিত সকলের একসাথে যাওয়া দরকার।

  • @anandamitra9492
    @anandamitra9492 9 месяцев назад +27

    কাল তীব্র গরমে রাত্রে লোডশেডিং, ছাদে গিয়ে বসলাম,, তপ্ত প্রকৃতি শীতল দক্ষিণের হাওয়ায় মাতাল,, তাও ছাদে ছাদে মানুষের অস্বস্তির শেষ নেই তাদের Ac চলছে না বলে!

  • @ranjanbose9148
    @ranjanbose9148 9 месяцев назад +1

    একদম সঠিক, আর আমাদের কাছে কোন সুযোগ নেই, সব শেষে, খুব ভালো থাকবেন, ধন্যবাদ 🙏❤️

  • @satyajitbiswas4297
    @satyajitbiswas4297 9 месяцев назад +7

    মানব প্রজাতি বিলুপ্ত হলেও আমার কোনো দুঃখ হবে না। কথাটা অনেক গভীরতা থেকে বলছি।

  • @TripuraLifestyle-cg4md
    @TripuraLifestyle-cg4md 9 месяцев назад +10

    মন জুড়িয়ে গেল কথা গুলো আপনার বলার স্টাইল খুব মধুর আমি গাছ লাগাতে ভালোবাসি আর যত্ন করে বড় করতেও ভালোবাসি এই গরমে বিভিন্ন রকমের চারা গাছ লাগিয়ে দিনে তিন বার করে জল ঢালি আর প্রকৃতি কখনো ঠকায় না তাই গাছ গুলো এই গরমেও টিকে আছে ❤❤❤
    আমার দেওয়া ভালোবাসায়

  • @monirshohaga7819
    @monirshohaga7819 9 месяцев назад +8

    ব্স একদম সত্য কথা বলেছেন। চালিয়ে যান। পুতিন বাইডেনের কান পর্যন্ত যেন পৌছে।

  • @cluba.r.m.y8698
    @cluba.r.m.y8698 9 месяцев назад +6

    কুনাল ভাই আসাধারান প্রাতিবেদন 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ajoykumarchakraborty4565
    @ajoykumarchakraborty4565 9 месяцев назад +1

    দেখুন আমি অতি সামান্য একজন, এই প্রকৃতির ব্যপারে কিছু জানতে চাই, কিন্তু কোন ভাবেই সুযোগ হয়নি। আজ আপনাদের আলোচনা শুনে আমার খুব ভালো লাগলো আমি আরো কিছু অভিজ্ঞতা পেতে চাই, আপনাদের সাহায্য পেলে খুব খুশি হবো।
    শ্রী অজয় কুমার চক্রবর্তী,

  • @shawonsarker6556
    @shawonsarker6556 9 месяцев назад +5

    অসাধারণ চিন্তা ভাবনা ❤❤

  • @koushikhudati7438
    @koushikhudati7438 6 месяцев назад

    আমার দেখা সেরা ভিডিও এটা।
    এই নিয়ে সকল ইউটিউবারদের অন্তত একটি করে বা আরো বেশি করে প্রচার সচেতনতা বৃদ্ধির প্রয়াস করা উচিত।
    ধন্যবাদ দাদা কুনাল বোস।

  • @sujankumardev3724
    @sujankumardev3724 9 месяцев назад +7

    আমরাই সব বদলে দিচ্ছি। কারণ আমরা সৃষ্টির নিকৃষ্ট জীব।😥

  • @deepa5306
    @deepa5306 9 месяцев назад +2

    Deepa Paul,, 🧘‍♀️
    একদম ঠিক বলেছেন,
    মানুষ মনে করেছিল সবার উপরে তাই প্রকৃতিকে শেষ করে দিতে চেয়েছে তাই তার ফল মানুষের।।

  • @subhapathak8169
    @subhapathak8169 9 месяцев назад +3

    খুব ভাল লাগলো, খুব সুন্দর কথা। যত তাড়াতাড়ি আমরা যাব, তা আমাদের জন্য মঙ্গল

  • @dipakbarik1943
    @dipakbarik1943 9 месяцев назад +1

    প্রকৃতির উপর ভীষণ ভালো একটা প্রোগ্র্যাম শুনলাম।
    আরো অনেক প্রোগ্রাম আগামীতে দেখতে পাবো এই আশা রাখি।
    দীপক বারিক
    ডায়মন্ড হারবার।

  • @kaushikmukherjee671
    @kaushikmukherjee671 9 месяцев назад +4

    অসাধারণ ভিডিও।এমন অভিনব ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আরো ভিডিও করুন।শুভেচ্ছা রইলো।

  • @arunenduchatterjee7913
    @arunenduchatterjee7913 9 месяцев назад +1

    এই দর্শন সুন্দর করে বোঝানোর অনেক অনেক ধন্যাবাদ, কিন্তূ আমরা শিক্ষিত হয়ে ও মূর্খ সর্গে এর বাস করছি, তাই ভারত মাতা কে প্রণাম জানাই।

  • @arnabray1928
    @arnabray1928 9 месяцев назад +13

    শেষ হলেই ভালো মানুষ শেষ হলে নতুন প্রকৃতি সৃষ্টি হবে।

  • @SitaRam-lt1gp
    @SitaRam-lt1gp 9 месяцев назад +2

    I am soooo glad that there is somone who started to think very practical way . We are soomuch limited. !

  • @tirtharajbanerjee
    @tirtharajbanerjee 9 месяцев назад +4

    খুব ভালো কাজ, কুনালদা। এই সিরিজ যেনো চলতেই থাকে।

  • @anupsaha1498
    @anupsaha1498 9 месяцев назад

    অনেক দিন পর ভীষণ ভালো ভিডিও দেখলাম আপনার বিশ্লেষণ একদম বাস্তব সত্যি তো আমরা ভালো চিন্তা করতে ভূলেই গেছি, মানুষ পয়সার জন্য সব কিছুই করতে পারে কিন্তু প্রকৃতির জন্য আমরা কখনও ভাবিনা প্রকৃতি আমাদের কাছে কিছুই চায়না কিন্ত আমরা চাইলেই প্রকৃতিকে ঠিক রাখতে পারি

  • @bananilahiri5414
    @bananilahiri5414 9 месяцев назад +3

    খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা।

  • @durgapaul193
    @durgapaul193 9 месяцев назад

    আপনি এত সুন্দর প্রকৃতি নিয়ে বলেন আমার খুব ভালো লাগে কারণ প্রকৃতিকে নিয়ে আমরা ক্লাস করি ,একটু বোঝার চেষ্টা করি।
    আর আপনি অবশ্যই আধ্যাত্মিক জগতের সঙ্গেও যোগযোগ করেন তাই বোঝার একটুও অসুবিধা হয় না কারণ প্রকৃতি স্বতঃস্ফূর্ত ভাবে মানুষকে বোঝানোর জন্য সাপ্লাই দেন।
    ভালো থাকবেন , শুনছি আছি।

  • @willingheart
    @willingheart 9 месяцев назад +5

    দারুণ content আমাদের সবার জন্য এই awareness ta প্রতিফলিত হবার সময় এসে গেছে ।

  • @mdmainulislam527
    @mdmainulislam527 4 месяца назад

    আমি একজন বিজ্ঞানমনস্ক লোক। এখনও আপনাদের লেকচার শেষ হয়নি। যতটুকু বলেছেন, তাতেই অনেকটা বুঝে আপনাদেরকে সবিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার কান্না পায়, শুধুমাত্র মানুষের কারনেই আমার মাতৃসম পৃথিবীটা মরার আগেই মরে যাবে। আবার হয়তো পুনর্জন্ম হবে, ভিন্ন কোন রূপে, বা ভিন্ন কোন বৈশিষ্ট্যে। কিন্তু তখন আমরা কেউ থাকবোনা।
    I am Dr. (Homoeo), Mainul Islam Babul, Rsngpur, Bangladesh. Thanks.

  • @SukumalPondit
    @SukumalPondit 4 месяца назад +5

    সঠিক গুরু ধর।গুরুই সব কিছু। জয় গুরু বন্দে পুরুষতমম

  • @asimanandamukherjee3457
    @asimanandamukherjee3457 9 месяцев назад +3

    খুবই সুন্দর উপস্থাপনা। মনকে নাড়িয়ে দিয়েছে। তবে স্বার্থান্বেষী মানুষ তাদের মন ও বিবেক কে বিসর্জন দিয়েছে!

  • @ShilpiChowdhury-t7y
    @ShilpiChowdhury-t7y 9 месяцев назад +3

    Oshadharan laglo, you're a spiritual leader

  • @ranbirmukherjee8893
    @ranbirmukherjee8893 8 дней назад

    খুবই খুশির খবর। এই নিকৃষ্ট প্রাণী মানুষের সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়া চাই। ঈশ্বর তাই মঞ্জুর করুন।

  • @Pranabchakrabortybygreenworld
    @Pranabchakrabortybygreenworld 9 месяцев назад +5

    আজ আমি গাড়িতে আসার সময় একজনকে এই গরমের বিষয়ে বলতে গিয়ে বল্লাম যে যেখানে আগে কত জলাশয় দেখতে পেতাম সব জলাশয়গুলিতে মানুষ মাটি ফেলে আজ বড় বড় দালান বানিয়েছে আর বনের যত বড় বড় গাছ আছে সব কেটে ফেলছে আর হাজার বর্গ কিলোমিটার জুড়ে সেই যায়গাতে রাবার চাষ করছে যা নাকি আমাদেরকে কার্বনডাই অক্সাইড দিচ্ছে আমাদের কাছে একদিন টাকা পয়সা সব থাকবে কিন্ত বাঁচার জন্য পাবো না জল খাওয়ার জন্য থাকবে না খাদ্য আর সেইদিনই মানুষের মানুষের চরম দুর্দশার দিন আসবে যদিও আমি উনাকে বল্লাম কয়েক প্রজন্ম পরে প্রকৃতির এই চরম দুর্দশা দেখা আর হয়তো সেদিন আমরা পৃথিবীতে থাকবো না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দুর অবস্হার স্বীকার হবে আর রাত্রে যখন মোবাইল দেখছি তখনই আপনার ভিডিও চোখে পরল আমি পুরোটা দেখলাম সাবস্ক্রাইব করে রাখলাম দাদা

  • @GOPUKANU
    @GOPUKANU Месяц назад

    Dadavai আপনার মতো সকলে ভাবলে পৃথিবী আগের মতই সুন্দর থাকতো ❤অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য, ভালো থাকবেন

  • @PassionTune
    @PassionTune 9 месяцев назад +4

    আমিও ঠিক এটাই ভাবি, কিন্তু প্রত্যেক মানুষ সচেতন নাহলে কিচ্ছু করার নেই।

  • @amlyaangupta1428
    @amlyaangupta1428 9 месяцев назад +2

    সত্যি মনের ভেতর এ আলোড়ন হয়ে গেলো।

  • @allinone5869
    @allinone5869 9 месяцев назад +4

    খুবই গুরুত্বপূর্ণ video .

  • @mohiulislamrazi841
    @mohiulislamrazi841 9 месяцев назад +1

    Video টা দারুন লাগলো...সত্যি তো আমাদের কে একদিন যেতে হবে, যেতেই হবে...রয়ে যাবে আমাদের সুকর্ম ও কুকর্ম...এই অল্প সময়ের মধ্যে কত আশা, চাহিদা, হানাহানি, মারামারি....

  • @madhabibanerjee1505
    @madhabibanerjee1505 9 месяцев назад +6

    আপনার আলোচনা খুব ভালো লাগে অনেক ধন্যবাদ।

  • @ramaprasadbhattacharya7533
    @ramaprasadbhattacharya7533 7 дней назад

    একদম বাস্তব সত্য কথা বলেছেন। এই কথা যদি পৃথিবীর সব মানুষের মধ্যে চেতনা আসে তাহলে মানুষ যতদিন বেঁচে থাকবে সুস্থ শরীর এবং মানসিকতা নিয়ে বাঁচতে পারত।

  • @HALODHAR
    @HALODHAR 9 месяцев назад +16

    মাত্রাতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ সর্বাগ্রে প্রয়োজন । পৃথিবীতে এত মানুষের কি সত্যিই দরকার আছে ?

    • @hamimanas
      @hamimanas 9 месяцев назад

      তাহলে কি মানুষ বিয়ে করবে না?

    • @titanmondal4707
      @titanmondal4707 9 месяцев назад

      তাহলে তুমি একা থাকবা

    • @HALODHAR
      @HALODHAR 9 месяцев назад

      মিষ্টি অল্প খেলে সুগার হবে না । মাত্রাতিরিক্ত মানে কি?

  • @rumasarkar5739
    @rumasarkar5739 4 месяца назад

    খুব গুরুত্বপূর্ণ video. একথা ঠিক যে এইসব নিয়ে TV তে কোনো show হয় না , কিন্তু হওয়াটা খুবই প্রয়োজন।

  • @abhijitsahoo2106
    @abhijitsahoo2106 9 месяцев назад +8

    আমরা মানুষেরা নিজেদের এত smart advanced আর intelligent মনে করি যে আজ আমাদের Darwin এর theory of ‘evolution by natural selection’ er practical পরীক্ষায় বসতে হয়েছে।

  • @ManikaMondal-q3y
    @ManikaMondal-q3y 9 месяцев назад +1

    আপনার কথাগুলো আমাকে ভীষণ ভাবে নাড়া দিচ্ছে।

  • @AditiGhosh-ty7id
    @AditiGhosh-ty7id 9 месяцев назад +5

    অসাধারণ লাগল এই প্রতিবেদনটি

  • @dipudas8043
    @dipudas8043 9 месяцев назад +2

    দাদা,
    বলার মত কোন ভাষা আমার নেই। জানিনা এর ফল কত টা ভালো হবে, তবু চেস্টা চলিয়ে যান।।।।।
    প্রণাম রইলো

  • @rubibhattacharya3747
    @rubibhattacharya3747 9 месяцев назад +15

    আসলে আমরা নকল অক্সিজেনে অভ্যস্ত ঐ জন্য পকৃতির অক্সিজেন চাইনা আর সেটা বুঝতে পারা গেছে কোরোনার সময় কিছু বলার নেই ।যার মান আর হুস দুটো আছে সেই তো হল মানুষ কিন্তু এখন মান আর হুস দুটোই গেছে।

  • @deepa5306
    @deepa5306 7 месяцев назад

    Deepa Paul,,
    ভয়ের টা খুব মিষ্টি ভাই 💙 💙।।
    পৃথিবীর অনেক কষ্ট, তাই পৃথিবীর কান্না আমি শুনতে পাই তাই প্রকৃতির দিয়ে তার পৃথিবীকে বদলে দিতে চায়,, এতে হবে প্রাণীকূলদের চরম দুর্ভোগ।। এর জন্য মানুষই দাই।

  • @AnupKumar99999
    @AnupKumar99999 9 месяцев назад +5

    অসাধারণ দাদা। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করে প্রকৃতি কে রক্ষা করতে পারি। প্রমোটিং রাজ চলছে । শাসক কে কিনে নিয়েছে।

    • @rudranilgayen8361
      @rudranilgayen8361 9 месяцев назад +1

      অনেক ধন্যবাদ দাদা আপনি একদম ঠিক কথা বলেছেন,এর উপর আর কিছু বলার নেই।

  • @rabindranathhalder8596
    @rabindranathhalder8596 9 месяцев назад +2

    সত্যি কথা বলতে গেলে এই ভাবে যদি মানুষ ভাবতে পারতো তবে এই একমাত্র নিবাসটা ছেড়ে চলে যেতে হতো না। এটাই দুখের এটাই কষ্টের।

  • @tarikomar8598
    @tarikomar8598 9 месяцев назад +6

    ধর্ম যখন ক্লান্ত হবে, ব্যর্থ হবে সকল ভয়, বুঝবে ক্ষিদে ভাতেই মেটে-বাইবেল, কোরাণ, গীতায় নয় !!!

    • @habullahsk8051
      @habullahsk8051 9 месяцев назад

      ভাই কোরান কোন নাম সর্বস্ব কোন গ্রন্থ নয় যুগোপযুগি বানি পৃথিবী কেন কিভাবে সৃষ্টি হয়েছে তা বর্নিত আছে পৃথিবী সৃউদ্দেশ্য কি তা আছে প্রকৃতি হলো একটা সৃষ্টী স্রোষ্ঠা নয় স্রোষ্টা হলেন আল্লাহ তিনি তা নিয়ন্রতন করেন৷

    • @humanbrain5707
      @humanbrain5707 9 месяцев назад +1

      Exactly.

  • @baridmukherjee8389
    @baridmukherjee8389 9 месяцев назад

    জাস্ট অসাধারণ উপস্থাপনা ❤❤❤❤❤ অসংখ্য ধন্যবাদ ♥️♥️🙏🙏 সত্যিই সময় বড্ড কম। পরবর্তী প্রজন্মের জন্য এক ভয়ংকর ও ভয়াবহ অবস্থা তৈরী করে দিয়ে যাচ্ছি।

  • @tinkuduttagupta7382
    @tinkuduttagupta7382 9 месяцев назад +6

    Apnar kotha gulo ato proyojoniyo je bolar na. Apnar kotha gulo 100% correct and absolutely right.

  • @ranjitkalindi5
    @ranjitkalindi5 9 месяцев назад +3

    সময় যদিও নেই, নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য প্রত্যেকেই প্রত্যেকদিন একটি করে প্রকৃতির জন্য ভিডিও বানান। আর কিছু না শুধু মনের মধ্যে গাছ লাগানোর সংস্কার গড়ে তুলুন। প্রকৃতি মায়ের সন্তান হিসেবে শুধুমাত্র এইটুকু দায়িত্ব পালন করুন। মা আমাদের নিশ্চয়ই ক্ষমা করে দেবেন।😢❤❤❤

  • @Secular_boy_ShreeRam
    @Secular_boy_ShreeRam 22 дня назад +2

    পৃথিবীর মত শান্তি কোনো গ্ৰহে নেই 😇💯❤‍🩹
    আমি ধরিত্রীমাতাকে ভালোবাসি ❤‍🩹🌏