অনলাইনে কিভাবে নামজারি করবেন || নামজারি বা খারিজ করতে কত টাকা লাগে

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 667

  • @Shawon36BD
    @Shawon36BD  5 лет назад +52

    জমি নিয়ে আপনার আরো কিছুর জানা থাকলে, এই ভিডিওতে কমেন্ট করুন। আপনি আমার এই চ্যানেলে আর কোন ধরনের ভিডিও চান। লাইক, শেয়ার করে পাশে থাকবেন।

    • @zackpot6754
      @zackpot6754 5 лет назад +2

      Vai ami apnar sathe kotha bolte cai.... Lifetime Shuvo Roy.... Eta amar fb id. Plz add me

    • @mdhabiburrahmanhabib5036
      @mdhabiburrahmanhabib5036 5 лет назад +1

      অনলাইনে জমির দলিল কিভাবে দেখা যাবে

    • @armankhan-jx3qd
      @armankhan-jx3qd 4 года назад

      Bai amito onek bar terai korlam kinto asena plzz bai apnar nambar ta ekto den nahoi ekto amare miss call den 01822810893plz plz bai amar onek dorkar

    • @mastercomputer6542
      @mastercomputer6542 4 года назад +2

      অনেক সুন্দর ভিডিও ধন্যবাদ
      অনুগ্রহ করে টাকা পরিশোধের ভিডিও দিবেন

    • @3dfriendfamily375
      @3dfriendfamily375 4 года назад

      ভাইয়া অাপনার সাথে কথা বলতে চাই,,,, দয়া করে একটু Pronjoy Mondal PM ফেসবুক account এ add দেন খুব দরকার ভাইয়া please

  • @mohammadfaridi3816
    @mohammadfaridi3816 4 года назад +7

    আপনাদের জমি বিষয়ক কন্টেন্টগুলো খুব সহজবোধ্য ও প্রয়োজনীয়, ধন্যবাদ।

  • @RahiPark8544
    @RahiPark8544 4 года назад +31

    ভাই ভিডিওটা অনেক ভালো হইছে,, কিন্তু টাকা কিভাবে জমা দিতে হবে এটা যদি একটু বলে দিতেন তাহলে উপকৃত হতাম

  • @ETC201
    @ETC201 7 месяцев назад

    প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো

  • @mobidmazi2480
    @mobidmazi2480 3 года назад +5

    কথাগুলো বলা অনেক সহজ কিন্তু বাস্তব অনেক কঠিন। কারন আমি একটি খারিজ নিজে করার জন্য অনেক দৌড়াইছি ।

  • @meridayoutubechannel9761
    @meridayoutubechannel9761 2 года назад

    nice video ভাই আমার একটা প্রশ্ন আছে উত্তরটা দিবেন আমি 60 শতাংশ জমি হেবা দলিল করেছি ৮ টি দাগে একটি খতিয়ান এখন নামজারি করতে কি ৮টি দাগ নাম্বার উল্লেখ করতে হবে🙏🙏🙏🙏

  • @mdtanusheikh6463
    @mdtanusheikh6463 Год назад

    ধন্যবাদ ভাইয়া ভালো কিছু জানতে পারলাম।।

  • @aliali-mt8bn
    @aliali-mt8bn Год назад

    আসসালামুআলাইকুম প্রিয় ভাই অসাধারণ একটা বিডিও দিয়ে জাতিকে উপকৃত করলেন।
    আমার প্রশ্ন জমা খারিজ আর অনলাইন কি কি একই বিষয়?
    এগুলো যারা নিজেরা করতে পারবেনা।
    তারা কোথায় গিয়ে অনলাইন করতে পারবে নির্দিষ্ট কোন কম্পিউটারের দোকানে যেতে হবে কিনা।
    মানি জমি সংক্রান্ত কম্পিউটার দোকান কি আলাদা কিনা প্রিয় ভাইযান দয়া করে জানিয়ে উপকৃত করবেন
    বিডিও বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ
    আলহামদুলিল্লাহ
    🌺🌺🌺যাজাকাল্লাহু খাইরান💐💐💐

  • @mhmelon6241
    @mhmelon6241 4 года назад +17

    টাকা গুলো পরিশোধ করতে হবে কিভাবে? জানাবেন প্লিজ

    • @shakfarukshak2020
      @shakfarukshak2020 3 года назад +1

      হেলো ব্রাদার আমি কি ভাবে ফ্রী প্রদান করব এবং বাপের থেকে পাওয়া তার জন্য কি করতে হবে

  • @ashaduzzamannayeem3130
    @ashaduzzamannayeem3130 2 года назад

    আপনার ভিডিওটি অসাধারন ছিল।
    একটা ব্যাপার জানার ছিল -
    আমার জমিতে আমার চাচারা ভূয়া একটি মামলা দেয় ও মামলাটি বিচারাধিন। তাহলে সেক্ষেত্রে কি নামজারি হবে কিনা?
    আরেকটা ব্যাপার - আমার বাবা মারা গেছেন। উনার থেকে ওয়ারিশ সূত্রে ও মায়ের কাছ থেকে হেবা মূলে মালিক হলে শুধু ওয়ারিশ সার্টিফিকেট সহ বাবার পাওয়া সকল দলিল ও খতিয়ান সংযুক্তি করলেই কি হবে কিনা। আমার বাবার ফোন নাম্বার ও সিগন্যাচার এটাচ করতে হবে কিনা।
    ধন্যবাদ

  • @mdziauddinmozumder7134
    @mdziauddinmozumder7134 3 года назад +1

    মুল দলিলের ১ম পাতা নাকি সকল (১০-১০) পৃষ্ঠা স্ক্যান করতে হয়, যদি সকল পাতা স্ক্যান করতে হয় তবে তা কি resize করে এক পাতায় নিয়ে আসতে হয়? নাকি zip করলে হবে।
    ধন্যবাদ ।

    • @MdRipon-jo1ti
      @MdRipon-jo1ti 3 года назад

      সব পাতা স্ক্যান করে একসাথে পিডিফ করে দিতে হবে।

  • @alamintips3219
    @alamintips3219 2 года назад +1

    কি বলে যে ধন্যবাধ দিবো ভাষা খুঁজে পাচ্ছি না।দালালদের খপ্পরে পরে জীবন শেষ তবুও নাম জারি হয়না। অনেক টাকাও দিতে হয়।আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিলাম। সাবস্ক্রাইব করলাম।

  • @thasultan
    @thasultan 2 года назад +2

    খুবই ভাল ভিডিও। ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম। আশা করি অনেক লোক ঐ দালালগুষ্ঠির হাত থেকে রেহায় পাবেন। দোয়া রইল।

  • @mdsakibreza4507
    @mdsakibreza4507 Год назад

    আসসালামু আলাইকুম ভাই। আশা করি ভালো আছেন আপনি। আমার বাবা মারা যাওয়ার পরে তার নামীয় নামজারি খারিজ খতিয়ান থেকে আমাদের ওয়ারিশদের নামে নতুন নামজারি আবেদনের সময় দাতা কে হবেন? দাতা কি নামজারি খতিয়ানের মালিক হবেন না আমার বাবা আমার চাচার কাছ থেকে জমি কিনেছিলেন তাই আমার চাচা হবে। ব্যাপারটা জানলে খুব উপকৃত হতাম। অগ্রিম ধন্যবাদ ভাই❤

  • @ronysarkar1661
    @ronysarkar1661 2 года назад +1

    ভাই আমার বাবার NID কার্ডে এবং দলিলে নাম একরকম না,,,,,তাহলে নামজারির ক্ষেত্রে কোনটা (দলিল/NID) অনুযায়ী নাম দিব???

  • @mostafizurrahman4745
    @mostafizurrahman4745 2 года назад

    153•4 & 76•7 ojutangsho, e Namjari Application form e koto Shatangso kivabe likhbo...pls.

  • @mdoliullah9474
    @mdoliullah9474 2 года назад

    ফি কিভাবে পরিশোধ করতে হবে বললেন নাতো
    আর একটা বিষয় জানার ছিলো ভুমি অফিসে না গিয়ে অনলাইনে খারিজ কপি সংগ্রহ করা যাবে কিনা জানাবেন প্লিজ ।

  • @rubayethossain3250
    @rubayethossain3250 Год назад

    Ei process ta ki ekhno valid? Online e kore ki amar kaaj sesh hobe? Naki office eo jete hbe?

  • @mdhadisurrahman3341
    @mdhadisurrahman3341 2 года назад

    এক খতিয়ানে ৫জনের নাম আছে তার মধ্যে থেকে আমি একজন এর কাছ থেকে জমি কিনেছি। আবেদনের সময় কি সকল রেকডিও মালিক এর নাম দিতে হবে না যার কাছ থেকে জমি কিনছি তার নাম দিব।জানাবেন প্লিজ

  • @sabumia5135
    @sabumia5135 2 года назад

    আসসালামু আলাইকুম স্যার আমি আমার পিতার নিকট হইতে ডিগ্রি মুলে একটি এবং খারিজ খতিয়ান মুলে দুইটি ও এস এ খতিয়ান দুটি দলিল এবং পৈতৃক সুত্রে কিছু জমি পাবো। ইহার মধ্যে দুটি দলিল মুলে আমার নামে বি আর এস রেকর্ড হয়েছে। আর বাকি জমি কি ভাবে আমার নামে রেকড করিবো দয়া করে জানালে আমি খুব উপকৃত হইতাম। গাইবান্ধা থেকে। মোঃসাবুমিয়া।

  • @shwkathasan2308
    @shwkathasan2308 3 года назад

    আমার কি আবেদন করার পর কোথাও যেতে হবে কাগজ পত্র নিয়া ।

  • @tanvirstudio363
    @tanvirstudio363 2 года назад

    মূল দলিলের সব কটি পাতা স্ক্যান করা লাগবে? আমার স্ক্যানার A4 সােইজের তবে দলিল স্ক্যান করবো কিভাবে?

  • @mhrhabib8902
    @mhrhabib8902 2 года назад

    মহানগর খতিয়ানে আমার জমি আছে ২ শতাংশ, একই খতিয়ানে উল্লেখিত আমার ভাইয়ের ২ শতাংশ থেকে আমি ১ শতাংশ কিনেছি। এখন অনলাইনে নামজারি করতে হলে শুধু ১ শতাংশ কেনা জমি টা উল্লেখ করলেই হবে নাকি আমার নিজের ২ শতাংশসহ উল্লেখ করতে হবে?

  • @rayan_zahid_itz4726
    @rayan_zahid_itz4726 2 года назад

    আমার নামজারি আবেদন এ বর্তমান অবস্থা হলো খতিয়ান প্রস্তুত । এখন আমার খতিয়ান পেতে আর কতদিন লাগবে?

  • @zahirkhan7113
    @zahirkhan7113 Месяц назад

    অনেক কিছু জানলাম

  • @mdjony-om9zd
    @mdjony-om9zd 2 года назад

    Dnnobad vai warihs sutre jara malik tader khetre akta tips den Thanks u Bro

  • @biplobroy4482
    @biplobroy4482 2 года назад

    দুই জন ওয়ারিশ এর জমি খারিজ এর দাগ অনেক, খতিয়ান অনেক ভিডিও দেন ভাই

  • @jewel6060
    @jewel6060 2 года назад

    ভাইয়া আমার দলিলে জমির পরিমান লেখা আছে ০০৭৬ অযুতাংশ, আপনার লেখার যায়গায় আছে শতক, তাহলে জমির পরিমান কতো লেখবো??

  • @cinemajogot
    @cinemajogot Год назад

    আমি রেকর্ডীয় মালিকের একজন ওয়ারিশের কাছ থেকে জমি কিনেছি, এখন ওয়ারিশের নামের সাথে কি লিখব দিং গং না অন্য কিছু?

  • @booklibrary8504
    @booklibrary8504 Год назад

    ভাই SA মিউটেশন করা আছে কিন্তু RS মিউটেশন করা নাই। অনলাইনে খতিয়ান নং দিয়ে সার্চ দিয়ে দেখলাম। যেই মালিকের কাছ থেকে জমি কেনা হয়েছে অনলাইনে তার নাম। এখন আর এস মিউটেশন করবো কিভাবে। ভূমি অফিস 6000 এর মতো টাকা মেবি চেয়েছিল আব্বুর কাছে

  • @ydududuud9173
    @ydududuud9173 3 года назад

    ভাই আমাকে জরুরি এক টা উওর দিবেন আমি এক জনের কাছ থেকে জমিন নিয়েছি আমাকে যে জমিন দিয়েছে সে খতিয়ান সংশোধন কবলা সুত্রে আমাকে কবলা দিয়েছেলে এখন আমার জমিন টা কি খারিজ হবে।

  • @mdnazimuddin2870
    @mdnazimuddin2870 2 года назад

    জমি নিয়েছি ২৩জনের কাছ থেকে জমির পরিমান ৪৫ অজুতাঃশ নাম জারী কোন সমস্যা হবে কি না জানাবেন

  • @MizanurRahman-kn1gs
    @MizanurRahman-kn1gs 2 года назад

    বাস্তবতা আসলে কি? এমন কেউ কি আছেন যে এই অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন? ধন্যবাদ অনলাইন টেক বাংলা।

  • @dclalbag9097
    @dclalbag9097 4 года назад +1

    একাধিক খতিয়ান বা দাগ নম্বর কিভাবে এন্ট্রি করতে হবে জানালে কৃতজ্ঞ থাকবো

  • @mdnahinbinsakir5710
    @mdnahinbinsakir5710 Год назад

    Vai koto toko jaygate 1000 taka lagbe ak sotanse nki janale khobi opokrito hotam

  • @alammia757
    @alammia757 Год назад

    স্যার আমাদের জমির খারিজ করা হয়েছে ৮বছর আগে এখন কি নতুন করে জমির খারিজ করা লাগবে।

  • @mohammadalibabu357
    @mohammadalibabu357 2 года назад

    জাযাকাল্লাহ খাইরান। দীল থেকে দোয়া করি আপনি সব সময় ভালো থাকবেন।

  • @shakilislam8444
    @shakilislam8444 3 года назад

    koto tuku jomir jnno koto taka khajirer jnno lagbe & payment ki vabe korte hobe oita bolen ti?

  • @expartboy6258
    @expartboy6258 4 года назад +6

    ধন্যবাদ ভাই এরকম একটি তথ্যবহুল ভিডিও বানানোর জন্য।।

  • @tawsifcomputer2049
    @tawsifcomputer2049 Год назад

    ভাই মুল দলিলের স্কান কপি ,মানে দলিল সব পেজ গুলো কি স্কান করা লগেবে

  • @fatemaarzumanbanu6903
    @fatemaarzumanbanu6903 Год назад

    Àmin Amin summa Amin subahanalllah mashallah alhamdulillah ❤❤❤❤

  • @hanifsheak7441
    @hanifsheak7441 3 года назад

    বরানগর ই নামজারি মোবাইলের মাধ্যমে করবো ওখানে গিয়ে আবেদন করতে গেলে যে ছবিগুলো আপলোড দিব

  • @angsudebnath6236
    @angsudebnath6236 2 года назад

    স্যার আাদাব। আমি ৩টি ভিন্ন খতিয়ানের ভিন্ন ভিন্ন দাগের যায়গা একসাথে নামজারি করতে চাচ্ছি। এক্ষেত্রে ১১৭০ টাকা দিয়ে সবগুলো একসাথে নামজারি করা যাবে? নাকি ভিন্ন ভিন্ন প্রতিটি খতিয়ান অংশের জন্য আলাদা আলাদা ১১৭০ টাকা করে দিতে হবে? জানালে উপকৃত হব। অগ্রিম ধন্যবাদ আপনাকে।

  • @বিপ্লববিশ্বাস-ষ৩ঢ

    ভাই দুই তিনটা মৌজা বা দুই তিনটা খতিয়ান এক সাথে নামজারি করা জাবে.?

  • @sktoha9864
    @sktoha9864 2 года назад

    জমির অনলাইন খতিয়ানে পূর্বের মালিকের নাম আসছে , আমার নামের জন্য কিভাবে আবেদন করবো

  • @jewelrana6877
    @jewelrana6877 2 года назад

    আসসালামু আলাইকুম ভাই ভাই আমার নারায়ণগঞ্জে ১০ শতক জায়গা নেওয়া হয় তো জমি খারিজ করার পরে খারিজের পত্রে ঠিকানা নাম আর পরিচয় সংখ্যা আমার স্থানের আমার স্থান সাভার কিন্তু সংখ্যার বাইরে যে ঠিকানাটা সেটা যেখানে কিনা সেখানে দেওয়া হইছে এটা কি ঠিক আছে

  • @abchdgame9822
    @abchdgame9822 2 года назад

    ভাই দলিল ও স্বাক্ষরের কি কোনো সাইজ বা কেবি লিমিট অাছে

  • @hazikhabir9765
    @hazikhabir9765 3 года назад

    আচ্ছালামু আলাইকুম, ভাই আপনার কাছে আমার জানতে চাই আমি প্রবাসে আছি এবং আমার জমিগুলো খারিজ করা আছে, এখন আমি কিভাবে এগুলো সহজে অনলাইনে submit করতে পারবো, এবং আমার কি,কি লাগবে ও সর্বোচ্চ কতদিন ও কত টাকা খরচ হবে, আপনাকে ধন্যবাদ

  • @cinemajogot
    @cinemajogot Год назад

    দাতার তথ্যে সবার নীচে যে অপশন সেখানে কার পিতার নাম লিখবো যদি রেকর্ড মালিক মৃত তার পিতার নাম নাকি ওয়ারিশানের পিতার নাম,আর হোল্ডিং নাম্বার কোনটা লিখবো দাতা যেখানে বসবাস করে নাকি আমি যে জায়গা কিনেছি,প্লিজ আনসার করে জানাবেন

  • @lifeofkabir5187
    @lifeofkabir5187 2 года назад

    ভাই একটা কেনা সম্পত্তি আরেকটা নামজারি একসাথে আবেদন করা যাবে?

  • @Munni_Aktar20
    @Munni_Aktar20 Год назад

    দারুণ ভাবে বুঝিয়ে ছেন ভাই

  • @sibnay
    @sibnay 4 года назад +3

    টাকা কেমনে/কই দিবো? টাকা দেবার নিয়ম কি? বিকাশ নম্বরটা কি?
    (URGENT)

  • @mdhossainahomed5396
    @mdhossainahomed5396 2 года назад

    Bhai akhane 1170 taka koto shotaansher jonno...ami jodi er theke besi kori... Koto sotanshe koto taka..

  • @aristrocaticnazmul9622
    @aristrocaticnazmul9622 2 года назад

    ভাই জমির খতিয়ান ১২৯
    আবার খারিজ খতিয়ান ১২৯ নং হয় কিভাবে। যেতেতু খারিজ থেকে জমি কর্তন হবে সেহেতু খারিজ হিসাব নং দিতে হবে

  • @shymamonjur5907
    @shymamonjur5907 3 года назад

    আমার নামে খারিজ করা আছে এখন আমি অনলাইন ভূমি সেবা ডিজিটাল করবো কি ভাবে আর কতো টাকা লাগবে।

  • @KuakataVlog
    @KuakataVlog 2 года назад +2

    ভাই টাকাটা কখন প্রদান করতে হবে???

  • @sheikhshafiqul8273
    @sheikhshafiqul8273 2 года назад

    যার নামে রেকট তার ওয়ারিশ থেকে ক্রয় করলে নামজারির ক্ষেত্রে দাতার কি কি পরিবর্তন করতে হবে

  • @jahiruddin4266
    @jahiruddin4266 3 года назад

    ভাই আমি কি যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটা করতে পারব

  • @salauddinkader4931
    @salauddinkader4931 Год назад

    আস্সালামুয়ালাইকুম, 1301 নং দাগে 86 শতক থেকে 40 শতক সাব কাউলা দিছে। এখন কি আমি আবেদন কৃত জমির জায়গায় এবং সর্বমোট জমির জায়গায় 40 শতাংশ দিবো (সব জায়গায় কি 40 শতাংশ লিখবো? )

  • @alhadmedia6142
    @alhadmedia6142 2 года назад

    খুব সুন্দর হয়েছে ভিডিওটি

  • @armanhosen4945
    @armanhosen4945 3 года назад

    ভাই আমি যার থেকে জমি কিনেছি সে তার নামে নামজারি করেনি, এখন রেকর্ডিয় মালিকের নাম কারটা দিবো আমি যার থেকে কিনেছি তার নাম নাকি সেই মালিক যার থেকে কিনেছে তার নাম? উত্তরটা জানালে অনেক উপকৃত হতাম...........

  • @khodejabegum3422
    @khodejabegum3422 5 месяцев назад

    Apne kaj ta onek onek valo korchen

  • @rubelhossain8517
    @rubelhossain8517 4 года назад +4

    প্রথমে কি আবেদন করতে হবে তারপরে খারিজ হবে আর টাকা গুলা কিভাবে পরিশোধ করতে হবে ?

  • @alhadmedia6142
    @alhadmedia6142 2 года назад

    আমি আপনার ভিডিও প্রায় দেখি কিন্তু আমি একটা বিষয়ে আপনার সঙ্গে সরাসরি কন্টাকে কথা বলতে চাই

  • @Mdemon-cu6lj
    @Mdemon-cu6lj 2 года назад

    ফাইলগুলোকে কি ভাবে সাজাবো এগুলা কত কেবি করে হবে, সে বিষয়ে তো কিছু বললেন না।

  • @bongoboys7817
    @bongoboys7817 3 года назад

    দাদা আমিও ময়মনসিংহের আমার একটি জমির দাগ নাম্বার দিয়ে অনলাইনে চার্জ দিলে সার্টিফাইড খতিয়ান আসছে না কেন??আর যদি সেটা বাংলাদেশ সরকারের নামে চলে যায় তাহলে সেঠা ভাংতে কি কি করবো এই বিষয় নিয়া একটা ভিডিও দেন প্লিজ ভাই❤❤❤

  • @jahirulislam9743
    @jahirulislam9743 4 года назад

    আসসালামু আলাইকুম ভাইয়া , আমার বাবার মোট সম্পত্তি 300 শতাংশ। এর মধ্যে কিছু জমি আছে ক্রয় সূত্রে, কিছু জমি দাদা-দাদির ওয়ারিশ সূত্রে এবং কিছু জমি ফুফু কর্তৃক দান করা। এর মধ্যে কোন জমি ই মিউটেশন করা হয়নি। এমতাবস্থায় সম্পূর্ণ জমি একত্রে খারিজ করতে পারব কি? অথবা কিভাবে খারিজ করতে পারব? আর এর জন্য কেমন খরচ প্রয়োজন হবে?? ভাইয়া দয়া করে জানালে খুব উপকৃত হতাম।

  • @mdtouhidulislam4804
    @mdtouhidulislam4804 2 года назад

    ভাই আমার প্রশ্ন হল আমার আম্মু একজনের কাছে জমিটা কিনছে সম্পর্কে সে আমার চাচতো মামা হয়জমিটা হয়েছে আমার চাচতো নানা এবং তার নামেই রেকর্ড জমি কেনার প্রায় 40 বছর আগে সে মারা গেছে আমরা তার ছেলের কাছ থেকে জমি কিনেছি। সে ক্ষেত্রে কি ওয়ারিশেরা সার্টিফিকেট বের করা লাগবে

  • @munirhosen6862
    @munirhosen6862 4 года назад +1

    একাধিক খতিয়ান ও একাধিক দাগের কাত থাকলে কিভাবে আবেদন করব জনালে উপকৃত হব

  • @nazmulhassan114
    @nazmulhassan114 5 месяцев назад

    Onek donnobad apnake allah nek hayat dan korun

  • @hanifsheak7441
    @hanifsheak7441 3 года назад

    ভাই মোবাইলের মাধ্যমে আবেদন করতে গেলে নামজারি কি আপনার এই দলিল কিভাবে আপনার দলিল খতিয়ান ছবিগুলা কিভাবে আপনার আপলোড দিব

  • @jaharulislam171
    @jaharulislam171 4 года назад +3

    দলিলের অনেক পৃষ্টা আছে, সবগুলো পৃষ্টা স্কেন করতে হবে নাকি????

  • @ANGE.HUDA.5439
    @ANGE.HUDA.5439 3 года назад

    ভাই ১ একর ২৩২৮ শতক এখানে বা জমির মাপে দশমিকের পর সংখ্যা দিয়ে জায়াগা কত টুকু হবে??

  • @biplobroy4482
    @biplobroy4482 2 года назад

    ওয়ারিশ দুই জন হলে ব্যাক্তিগত ভাবে কি করা যাবে। ব্যাক্তিগত হলে এক দাগের মোট জমি বসাব, ,না কি অরধেক বসাব।

  • @nurunnaharkhanam8177
    @nurunnaharkhanam8177 2 года назад

    dhonnobad. But RSA, SA, esob na thakle kivabe tulte hobe?

  • @md.arifulislam3049
    @md.arifulislam3049 4 года назад

    ভাইয়া আমি একটা জমি কিনেছি জমির সর্বশেষ খারিজ বিক্রেতার বাবার নামে এখন আমার নতুন দলিল এবং বিত্রেতার নামের দলিল দিয়ে এবং বিত্রেতার বাবার নামের খতিয়ার খাজনা রশিদ দিয়ে কি আমার নামে নামজারি করা যাবে???

  • @mdismaileshan
    @mdismaileshan 6 месяцев назад

    মুল দলিল খতিয়ান আইডি কার্ড হলে হবে?

  • @hasibahmed9757
    @hasibahmed9757 Год назад

    জমির দাগ নাম্বার যদি আলাদা আলাদা হয়, একসাথে নামজারী করলে কি ১১৭০ টাকায় হবে?? প্লিজ জানাবেন,,,,

  • @sakiimran9637
    @sakiimran9637 Год назад

    ভাই হেবা বিষয়টি কি?? ২ জনের নামে অর্ধেক অর্ধেক করে মোট জমি।এখন একজন যদি অপর জনকে তার নিজের অংশ লিখে দেয় মানে একজন পূর্ণ মালিক হলো। তাহলে কোন অপশন প্রথমে দিব হেবা নাকি??

  • @nasirulislam8967
    @nasirulislam8967 3 года назад

    জমি কিনেছি ৩ জন মিলে, এখন যদি আমি আমার অংশ আলাদা করে খারিচ করতে চাই তবে কিভাবে করবো?? দয়া করে জানালে উপকিত হবো।

  • @abulbasar5923
    @abulbasar5923 2 года назад

    অনলাইনে নামজারির আবেদন করার পরে আবেদনের কপিটা কি করতে হবে প্লিজ ভাই জানাবেন

  • @MdRipon-kw3wk
    @MdRipon-kw3wk 10 месяцев назад

    ভাই আমি আপনার কাছে একটা পরামর্শ চাই আমার বাবা বাড়ি কোরেছে ৪৫ বছর কিন্তু দলিল করতে পারেনি জার কাজ থেকে জমি কিনে বাড়ি কোরেছে সে ঐসময় মারা গিয়েছে এখন আমি দেখলাম খতিয়ানে বাড়ি লেখা আর এস বি আর এস এস এ মালিকের নাম এখন কি আমার বাড়ির জমি টা ঠিক করতে পারবো

  • @alamkibria4652
    @alamkibria4652 2 года назад

    ১১৭০ টাকা কি সরাস‌রি অ‌ফি‌সে গি‌য়ে দি‌তে হ‌বে? জানা‌লে উপকৃত হ‌বো।

  • @sabumia5135
    @sabumia5135 2 года назад

    ভাই এরকম ভিডিওতে আমরা খুব উপকৃত হবো। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @mahadihasanjibon2295
    @mahadihasanjibon2295 3 года назад

    ভাই ওয়ারিশদের নামজারি একত্রিকরণ অনলাইনে কীভাবে করব ?

  • @mddelower1442
    @mddelower1442 3 года назад

    গুড় আইডিয়া ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @waliullah69
    @waliullah69 2 года назад

    Online e via deed pawar shujog ache naki?

  • @mdabduljalil-w2u
    @mdabduljalil-w2u 9 месяцев назад

    আমরা ওয়ার সূত্রের জমি পাই খান্না পরিষদ করা হয় নাই বন্টন হয় নাই এই জমি কিভাবে নামজারি করা যাবে দয়া করে জানাবেন

  • @arbanushmarakarman
    @arbanushmarakarman 3 года назад

    ধন্যবাদ ভাই অনেক কষ্ট করে ভিডিও বানানোর জন্য অনেক উপকৃত হলাম আরো কিছু জানার ছিল

  • @আবাবিলরইনো
    @আবাবিলরইনো 4 года назад +1

    আচ্ছা ভাইয়া! আমি দূর্গাপুর থেকে বলছি! আমি যদি ১০ দাগের বাবার সম্পত্তি ওয়ারিস হিসেবে পেয়েছি এখন পুরো ১০ দাগের জমি খারিজ করতে কি ১১৭০ লাগবে? নাকি আরো বেশি বা শুধু এক দাগেরই ১১৭০?

    • @TherealbeautyofIslam
      @TherealbeautyofIslam 2 года назад

      এক মৌজার যাবতীয় জমি একই খরচে হবে।সেখানে এক দাগ হোক আর ৫০ দাগ হোক কোন সমস্যা নাই।

  • @sarkerrauf691
    @sarkerrauf691 2 года назад

    আসসালামু আলাইকুম, আমি মুল দলিল,খতিয়ান নম্বর ও দাতার NID ছারাই দাখিল করেছি।আবেদন নম্বর এসেছে।২০+৫০=৭০/ টাকা জমা দিতে বলা হয়েছে। একটা ট্রাকিং নম্বর এসেছিল যা এখন দেখতে পাচ্ছি না।ট্রাকিং নাম্বার জানবো কি করে,অথবা ট্রাকিং নাম্বার ছাড়া এডিট ও ফি জমা দেওয়া যাবে কি-না। দয়া করে জানান।মিসড্ কল দিলে খুশি হব।অগ্রিম ধন্যবাদ।

  • @nabiullahnabi6908
    @nabiullahnabi6908 3 месяца назад

    অনলাইনে ফর্ম পূরণ করার পর পায়েল কোথায় জমা দিতে হবে

  • @mdzakirhasnathimel8887
    @mdzakirhasnathimel8887 2 года назад

    ভাই একটি জমি ১২ শতাংশ কিন্তু চার ভাইয়ের নামেই নাম জারি কিভাবে করবো,,,,,আর একই জমির দলিল তাদের বাবার নামে কিন্তু রেকট/ খারিজ ১১ শতাংশ অনের নামে আছে এটা কি করবো,,,,প্লিজ বলবেন,,,,বা আপনার মোবাইল নাং দিবেন????????

  • @Jannattv.press2020
    @Jannattv.press2020 2 года назад

    অনেক গুরুত্বপূর্ণ আলোচনা 👍👍👍👍

  • @AbuRayhan-ps5oz
    @AbuRayhan-ps5oz 3 года назад

    আমার আবেদন দুঃখীত দেখাছে ভাই আমি কি করব...প্লিস বলেন

  • @marjanstudio1666
    @marjanstudio1666 2 года назад

    ভাই আপনার ভিডিওটি ভালো লেগেছে কিন্তু টাকা পেমেন্ট কিভাবে করতে হবে এটা বলেননি । থ্যাংকস।

  • @isratjahaneri
    @isratjahaneri 3 года назад

    ভূমি অফিস না যেয়ে অনলাইনে কি কাজ সম্পূর্ন করা যাবে?

  • @t.staher1620
    @t.staher1620 3 года назад

    আমি নিজেই অন লাইনে আবেদন করেছি। ফাইল এসি ল্যান্ড অফিস থেকে ভূমি অফিসে গিয়ে বসে আছে। নড়া চড়া করছে না

  • @omarfaruk1953
    @omarfaruk1953 4 года назад +1

    অনলাইনে নামজারির আবেদন সম্পন্ন করার পরের ধাপগুলো কি কি ?
    অনলাইনে আবেদন করার অনেক ভিডিও আছে ।
    কিন্তু, অনলাইনে আবেদন করার পরে কি কি কাজ করতে হবে এসম্পর্কে বিস্তারিত বলেন ।
    প্লিজ....

    • @mdshaidulislam6708
      @mdshaidulislam6708 3 года назад

      ভাই আপনার নামবার টা দেন

  • @omarfaruk1953
    @omarfaruk1953 4 года назад

    অনলাইনে নামজারির আবেদন সম্পন্ন করার পর কি করতে হবে ?
    কোথায় কোথায় যেতে হবে ?
    কি করতে হবে ?