টাকা দিয়া সবই সম্ভব। ৬২০ জনকে দেশ থেকে নিরাপদে বের করে দিয়েছে টাকা নিয়ে আর সেই টাকা দিয়ে নতুন একাধিক রাজনৈতিক দল আত্তপ্রকাশ করছে। সমন্নয়কদের অল্প বয়সে ঘন বাল তাও আবার বাপের আগে জালায়ছে।
সব আওয়ামী লীগের বহিষ্কৃত কাউন্সিলর, ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
এতদিন হাসনাত এবং সারজিস ভাই ওদেরকে মন থেকে সম্মান করতাম সাপোর্ট করতাম,ওদের সাথে থেকে সারাজীবন সত্যের পক্ষে লড়াই করার অঙ্গীকার করেছিলাম। আজ থেকে মন থেকে ওদেরকে বয়কট করলাম। আল্লাহ যা করেন নিশ্চয়ই মানুষের ভালোর জন্য করেন। ভাগ্যিস নির্বাচনের আগে ওদের আসল রূপটা দেখতে পারলাম। না হয় ভুল মানুষকে ভোট দিয়ে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হতো।
ভারতের তৈরিকৃত অর্থের ফাঁদে পা দিয়েছে এরা। একমাত্র বিএনপিই পারবে ওদের ছত্রভঙ্গ করতে। হাসনাত, সারজিস, ফুয়াদ সাহেব, সব বদমায়েশের চেহারা ফুটে উঠছে। পেছন থেকে কলকাঠি নাড়ছে আসিফ নজরুল, প্রথম আলো, ডঃ ইউনুছ। আমরা সাধারণ মানুষ আবার ধোকায় পড়ে গেলাম। এই নতুন দল গঠণ মানেই আওয়ামীলীগারদের পূনর্বাসন! কী ভয়ংকর প্ল্যান। সবাই অতি দ্রুত নির্বাচনের জন্য আওয়াজ তুলুন। সময় ক্ষেপণ মানেই আাওয়ামীলীগের ফিরে আসা। সংস্কার এখন ঝুলানো মুলা! 😎
এইসব কমিশনার বিভিন্ন সিটিকর্পোসান এবং পৌরসভার ছিলো হাসিনার শাসন আমলে। তারা কোন দলের ছিলো ভাই? আন্দোলনের সময়ে তারা কি কি করেছিলো ভাই? হাসিনা কষ্টিপাথরে পরিক্ষা করে মেয়র এবং কমিশনার তৈয়ার করেছিলো কখনো আন্দোলন হলে যেন পুলিশের পাশাপাশি এইসব কমিশনারদের ব্যবহার করার জন্য। আজকে এইসব সমন্বয়ক হাসিনার তৈয়ারি কমিশনারদের মিটিংয়ে গিয়ে নতুন দলের জন্য সাহায্য চেয়েছে। এরা নাকি সংস্কার চায় ফ্যাসিস্টের বিচার করবে। এখন আপনি সংস্কার এবং ফ্যাসিস্টের বিচার দুটো পাবেন তো?
ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
ঠিক 😅ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
আওয়ামিলীগ করলে মুক্তিযুদ্ধের পক্ষের।আওয়ামিলীগ না করলে মুক্তিযোদ্ধা হলেও রাজাকার। স্বৈরশাসকন আমলে ইটাই ছিলো নিয়ম।এখন মন হয় পুরোনো নিয়মের দিকে যাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার খুনি এবং সহযোগীর নাগরিক কমিটিকে সহযোগিতা করলে বা ঐ দলে যোগ দিলে হবে জুলাই অগাস্ট বিল্পবের মুক্তি যুদ্ধা। এই জন্য একজন ব্যারিস্টারও আছে আইনি ব্যাখ্যা দেওয়ার জন্য।
হাসনাত ভাই এবং জিস আলম ভাই কে বলছি আপনারা ভালো করে জানেন কাউন্সিলর মেয়র কিভাবে নির্বাচিত হয়েছিল সেটা আবার আপনারা ফোন করলে সেটার চরিত্রই বা কি হবে এটা আমাদের জানার বিষয়
ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
ফুয়াদ ভাইকে আমিও ধন্যবাদ দিতে চেয়ে ছিলাম কিন্তু পারলাম না। আজকে আপনি ওনাকে যখানে গলাবাজি করতে দখতেছেন ইটা হলো স্বৈরাচার পুনর্বাসন প্রকল্প। অশ্চর্য হচ্ছে? হাসিনা কষ্টিপাথরে পরিক্ষা করে তার দলের এমপি, মন্ত্রী, মেয়র কমিশনার নিয়োগ দিয়েছিলো। যাতে কোন আন্দোলন হলে অস্ত্র নিয়ে পুলিশসহ যুদ্ধ করতে পারে।জুলাই অগাস্ট বিল্পবের সময় তারা নিশ্চয় আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলো। ডক্টর ইউনুসের সরকার তাদেরকে অপসারিত করনে। ঐ কমিশনার গুলা আবার সপদে আসার জন্য একটা মিটিং ডকছে।ঐ ফ্যাসিস্ট হাসিনার সৈনিকদের সভায় কিছু সমন্বয়ক উপস্থিত হয়ে তারা যে রাজনৈতিক দল করবে তার জন্য ফ্যাসিসদের কাছে সাহায্য চেয়েছে। ঐখানে আপনার ফুয়াদ স্যার উপস্থিত ছিলেন। এখন এদেরকে কুলাঙ্গার বলবেন নাকি ধন্যবাদ দিবেন আপনার বেপার।
ফুয়াদ ভাই,,,অবশেষে সারমর্ম বুঝেই এগোচ্ছে।কোনো দল নিষিদ্ধ হলে তো সেই দলের সমর্থকরা সমর্থন বন্ধ করবে না।দলে থাকা অপরাধীর বিচার করে যোগ্য এবং সৎ প্রার্থীদের অংশ গ্রহনের মাধ্যমে নির্বাচন হওয়া উচিৎ।নতুন দল হিসেবে তাদের পাশেও বড় কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় দরকার।আর দু'য়ে দু'য়ে মিললে তবেই তো চার।একটা দলের সব নেতাকর্মী খারাপ হয় না।সবাই ভুল থেকে শিক্ষা নিয়ে দলের ভিতর সংস্কার করে সুসংগঠিত যোগ্য হিসেবে আত্নঃপ্রকাশ করলেই জন সাধারনের কল্যানে আসবে।তবে অপরাধী যে ই হোক তার বিচার নিশ্চিত হতে হবে।বাংলাদেশে কোন দল পরিশুদ্ধ?ক্ষমতার লোভ মানুষ গুলোকে ভুল পথে পরিচালিত করেছে এবং বর্তমানেও করছে।তাই দলীয় সংস্কার হওয়া দরকার।দলের লোকদের অপকর্মের দায় দলকে দেয়া ঠিক হবে না।
“প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে।” - হাসানাত আব্দুল্লাহ্
“ বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণহত্যাকারী দল ও সহযোগীদের বিচার ও নিষিদ্ধ, কঠোর হস্তে প্রতি বিপ্লব ঠেকানো, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, দ্রুত নতুন রাজনৈতিক দলের প্রয়োজন এবং ২৪ এর চেতনায় রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য স্থাপন প্রসঙ্গে “ : - দীর্ঘ ৫২ বছর পর নতুন দেশ গড়ার জন্য ছাত্র জনতা জেনে বুঝেই তোমাদের নেতৃত্ব স্বীকার করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, হাজার হাজার নাগরিকরা শহীদ হয়েছে পঙ্গু হয়েছে l ### নাগরিকরা তোমাদের নিকট রাষ্ট্র ক্ষমতা দিয়েছে তাই তোমরা এ রাষ্ট্রের মালিক ও সেবক আর উপদেষ্টারা তোমাদের বা নাগরিকদের কর্মচারী, ### তোমাদের আগে জবাব দিতে হবে অতঃপর উপদেষ্টাদের কাছে জবাব চাইবে সচেতন ছাত্র নাগরিকরা l ###. ছাত্র নাগরিকের উপদেষ্টারা , প্রথমে বিপ্লবের চেতনায় , ছাত্র নাগরিকদের কথামতো কাজ করবে তারপর অন্য কিছু l প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সাথে সরাসরি কথা বল , এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের চেতনার সাথে কাজ করতে ব্যর্থ l আইনশৃঙ্খলা উন্নতি সাধনে ব্যর্থ গণহত্যাকারী দলের নেতাকর্মীকে গ্রেফতারের ব্যর্থ এবং শীর্ষ সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের গণহারে মুক্তি এবং বাজার ও চাঁদাবাজ ও সিন্ডিকেট মুক্ত করতে ব্যর্থ তাই স্বরাষ্ট্র, আইন ও বাণিজ্য উপদেষ্টা দ্রুত পদত্যাগ দাবি এবং আমি মনে করি এই লেডিস মার্কা উপদেষ্টা দ্বারা ২৪ এর বিপ্লব সাধিত হতে পারেনা, এইজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভাগীয়ভাবে বিপ্লবী ছাত্র বুদ্ধিজীবীদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে অন্যথায় ব্যর্থ উপদেষ্টা এবং সুবিধাবাদী রাজনৈতিক দলের কারণে তোমাদের এই বিপ্লব নষ্ট হয়ে যেতে পারে l কোন দল , ১৬ বছরের ছাগলের ষোলডা চুলও ছিড়তে পারো নাই l অন্যদিকে তোমরা স্বৈরাচার বাঘের গলা বা মাথা ভেঙ্গে দিয়েছো এখন হাত,পা,লেজ ভেঙে দাও l সংস্কার শেষ করে নির্বাচন হতে হবে l এইজন্য সবাইকে রাষ্ট্র মেরামতের জন্য ছাত্র জনতা সরকার কে ৩-৪ বছর সময় দিতে হবে l জনগণ আর এক পরিবারের স্বৈরাচার আব্বাজান,আম্মাজান দেশী নায়ক, বিদেশি ভিলেন ,পল্লী চোর, শহর বন্ধু এবং পুকুর চুরি এর নেতৃত্ব দেখতে চায় না l অনতিবিলম্বে তোমরা সৎ সাহসী বিপ্লবী যোগ্য দেশি প্রবাসী ব্যক্তিদের নিয়ে দল গঠন করবে বা প্যারেন্টস দল তৈরি করবে এবং সারা বাংলাদেশে কমিটি প্রকাশ করবে এবং সাংগঠনিক ফান্ড সংগ্রহ করবে l তরুণরা তোমরা সবাই তৈরি হও ! একজন নাগরিকের ভালো সেবক হিসেবে, একজন ভালো বক্তা হিসেবে, একজন ভালো পলিটিশিয়ান হিসেবে l দ্রুত রাজনৈতিক দলের লেজুরবিহীন ছাত্র সংসদ নির্বাচন শেষ করে স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য তোমরা প্রস্তুত হও l অতঃপর নিরপেক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আগামীতে দেশ গঠন করবে ইনশাআল্লাহ l অন্যথায় সালাম, জব্বার, রফিক এবং নূর হোসেনের মত তোমরা বিলীন হয়ে যাবে বা বড় দলগুলো তোমাদের নিয়ে ফুটবল খেলবে এবং একটি করে বাঁশ ও মোলা উপহার দিবে যদি অন্য সুবিধাবাদী রাজনৈতিক দল ক্ষমতায় আসে l এইজন্য জুলাই গণহত্যার বিচার এবং গণহত্যাকারী দলগুলোকে নিষিদ্ধ, জামাতকে যেভাবে বৈধতা দিয়েছে সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে l আহতদের সু চিকিৎসার নিশ্চিতকরণ, নতুন সংবিধান প্রণয়ন এবং সুনির্দিষ্ট কয়েকটি সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের জন্য তৈরি হও l রাজনৈতিকভাবে তোমাদের গাইড করার জন্য একটি এডভাইজারি কমিটি নিয়োগ করবে l এখন সময়ের দাবী নতুন দল এবং সৎ সাহসী তরুণ নেতৃত্ব, যারা নতুন বাংলাদেশ গড়বে l এইজন্য বিপ্লবের চেতনায় অন্যান্য ছোট দলগুলোর সাথে ঐক্য গড়ে তুলুন l -- " আবু সাঈদ, মুগ্ধ - বাংলাদেশ হবে স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজ, চুর ও দুর্নীতি মুক্ত l " -- ( বিনামূল্যে কোটি টাকার পরামর্শ, সচেতন ছাত্র নাগরিকের পক্ষে ) l
“ বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণহত্যাকারী দল ও সহযোগীদের বিচার ও নিষিদ্ধ, কঠোর হস্তে প্রতি বিপ্লব ঠেকানো, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, দ্রুত নতুন রাজনৈতিক দলের প্রয়োজন এবং ২৪ এর চেতনায় রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য স্থাপন প্রসঙ্গে “ : - দীর্ঘ ৫২ বছর পর নতুন দেশ গড়ার জন্য ছাত্র জনতা জেনে বুঝেই তোমাদের নেতৃত্ব স্বীকার করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, হাজার হাজার নাগরিকরা শহীদ হয়েছে পঙ্গু হয়েছে l ### নাগরিকরা তোমাদের নিকট রাষ্ট্র ক্ষমতা দিয়েছে তাই তোমরা এ রাষ্ট্রের মালিক ও সেবক আর উপদেষ্টারা তোমাদের বা নাগরিকদের কর্মচারী, ### তোমাদের আগে জবাব দিতে হবে অতঃপর উপদেষ্টাদের কাছে জবাব চাইবে সচেতন ছাত্র নাগরিকরা l ###. ছাত্র নাগরিকের উপদেষ্টারা , প্রথমে বিপ্লবের চেতনায় , ছাত্র নাগরিকদের কথামতো কাজ করবে তারপর অন্য কিছু l প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সাথে সরাসরি কথা বল , এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের চেতনার সাথে কাজ করতে ব্যর্থ l আইনশৃঙ্খলা উন্নতি সাধনে ব্যর্থ গণহত্যাকারী দলের নেতাকর্মীকে গ্রেফতারের ব্যর্থ এবং শীর্ষ সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের গণহারে মুক্তি এবং বাজার ও চাঁদাবাজ ও সিন্ডিকেট মুক্ত করতে ব্যর্থ তাই স্বরাষ্ট্র, আইন ও বাণিজ্য উপদেষ্টা দ্রুত পদত্যাগ দাবি এবং আমি মনে করি এই লেডিস মার্কা উপদেষ্টা দ্বারা ২৪ এর বিপ্লব সাধিত হতে পারেনা, এইজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভাগীয়ভাবে বিপ্লবী ছাত্র বুদ্ধিজীবীদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে অন্যথায় ব্যর্থ উপদেষ্টা এবং সুবিধাবাদী রাজনৈতিক দলের কারণে তোমাদের এই বিপ্লব নষ্ট হয়ে যেতে পারে l কোন দল , ১৬ বছরের ছাগলের ষোলডা চুলও ছিড়তে পারো নাই l অন্যদিকে তোমরা স্বৈরাচার বাঘের গলা বা মাথা ভেঙ্গে দিয়েছো এখন হাত,পা,লেজ ভেঙে দাও l সংস্কার শেষ করে নির্বাচন হতে হবে l এইজন্য সবাইকে রাষ্ট্র মেরামতের জন্য ছাত্র জনতা সরকার কে ৩-৪ বছর সময় দিতে হবে l জনগণ আর এক পরিবারের স্বৈরাচার আব্বাজান,আম্মাজান দেশী নায়ক, বিদেশি ভিলেন ,পল্লী চোর, শহর বন্ধু এবং পুকুর চুরি এর নেতৃত্ব দেখতে চায় না l অনতিবিলম্বে তোমরা সৎ সাহসী বিপ্লবী যোগ্য দেশি প্রবাসী ব্যক্তিদের নিয়ে দল গঠন করবে বা প্যারেন্টস দল তৈরি করবে এবং সারা বাংলাদেশে কমিটি প্রকাশ করবে এবং সাংগঠনিক ফান্ড সংগ্রহ করবে l তরুণরা তোমরা সবাই তৈরি হও ! একজন নাগরিকের ভালো সেবক হিসেবে, একজন ভালো বক্তা হিসেবে, একজন ভালো পলিটিশিয়ান হিসেবে l দ্রুত রাজনৈতিক দলের লেজুরবিহীন ছাত্র সংসদ নির্বাচন শেষ করে স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য তোমরা প্রস্তুত হও l অতঃপর নিরপেক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আগামীতে দেশ গঠন করবে ইনশাআল্লাহ l অন্যথায় সালাম, জব্বার, রফিক এবং নূর হোসেনের মত তোমরা বিলীন হয়ে যাবে বা বড় দলগুলো তোমাদের নিয়ে ফুটবল খেলবে এবং একটি করে বাঁশ ও মোলা উপহার দিবে যদি অন্য সুবিধাবাদী রাজনৈতিক দল ক্ষমতায় আসে l এইজন্য জুলাই গণহত্যার বিচার এবং গণহত্যাকারী দলগুলোকে নিষিদ্ধ, জামাতকে যেভাবে বৈধতা দিয়েছে সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে l আহতদের সু চিকিৎসার নিশ্চিতকরণ, নতুন সংবিধান প্রণয়ন এবং সুনির্দিষ্ট কয়েকটি সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের জন্য তৈরি হও l রাজনৈতিকভাবে তোমাদের গাইড করার জন্য একটি এডভাইজারি কমিটি নিয়োগ করবে l এখন সময়ের দাবী নতুন দল এবং সৎ সাহসী তরুণ নেতৃত্ব, যারা নতুন বাংলাদেশ গড়বে l এইজন্য বিপ্লবের চেতনায় অন্যান্য ছোট দলগুলোর সাথে ঐক্য গড়ে তুলুন l -- " আবু সাঈদ, মুগ্ধ - বাংলাদেশ হবে স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজ, চুর ও দুর্নীতি মুক্ত l " -- ( বিনামূল্যে কোটি টাকার পরামর্শ, সচেতন ছাত্র নাগরিকের পক্ষে ) l
বিচারের মুলা, 😅ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
সব ভালো মানুষ দেরকে সুযোগ করে দিন দেশের জন্য কাজ করার,ফুয়াদ স্যার কে প্রধান করা যেতে পারে উনি একজন সৎ এবং যোগ্য ব্যাক্তি, এগিয়ে যাগ নতুন প্রর্জন্মের নতুন বাংলাদেশ🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তীব্র নিন্দা জানাই।এরা কার ভোটে কাউন্সিল হয়েছিল।
এদের কপালে শনির দশা অপেক্ষা করছে।
You are right.
100%
আহা কি শুন্দর পুনর্বাসন কাজ চলতেছে!!!
নাটক কম করো
Tui kom kor😂😂@@ArifulIslam-uc8jx
নাটক কেন হবে,,অন্য কেউ নিলে দোষ আর ছাত্ররা নিলে ওরা ফেরেস্তা হয়ে যাবে।
ফ্যাসিবাদের বিচার চান আবার সেই ফ্যাসিবাদ কে পূর্ণ প্রতিষ্ঠিত করতে চান এটা কেমন সম্ভব
টাকা দিয়া সবই সম্ভব। ৬২০ জনকে দেশ থেকে নিরাপদে বের করে দিয়েছে টাকা নিয়ে আর সেই টাকা দিয়ে নতুন একাধিক রাজনৈতিক দল আত্তপ্রকাশ করছে। সমন্নয়কদের অল্প বয়সে ঘন বাল তাও আবার বাপের আগে জালায়ছে।
বিচার আর করতে পারবে বলে মনে হয় না 😂
আমাদের থানার সব কাউন্সিলর আওয়ামী লীগের
স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন খুব সুন্দরভাবে করতেছেন দেখি,,,,, সংস্কার মানে বুঝি লীগের পুনর্বাসন😂😂
রাইট
রাইট
বাংলাদেশ মানেই আওয়ামী লীগ বাঙালী মানেই আওয়ামী লীগ বাংলা ভাষা মানেই আওয়ামী লীগ বাংলা সংস্কৃতি মানেই আওয়ামী লীগ 😁😁😁
নির্বাচন নিয়ে বেশী হেরফের করলে সমন্মযক ভাইরা বিপদে পড়বে।এখন তাদের ক্ষমতার লোভে পেয়েহেছে।
বাহ কি সুন্দর সমন্বয়ক যারা কিনা সারাদিন ফ্যাসিবাদ করতে মুখ দিয়ে লালা ফালা দেয় তারাই আবার তাদের পূর্ণবাসন করার জন্য 😅😅😅😅😅😅😅😅
সবই ক্ষমতা লোভ
Right
কাউন্সিলর কি আওমিলীগ নয়?
সব আওয়ামী লীগের বহিষ্কৃত কাউন্সিলর, ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
৯৯% আওয়ামী লীগের
@@mdabutorab7784 অবশ্যই আওয়ামী লীগের আছে আমরা এটা মানি না
তলে তলে ফুটফুটে সুন্দর।
কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর!
কি সুন্দর রাজনীতি তাদের সাথে থাকো তারা, তাদের স্বপদে ফিরিয়ে আনবে। সবাই নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত।
এতদিন হাসনাত এবং সারজিস ভাই ওদেরকে মন থেকে সম্মান করতাম সাপোর্ট করতাম,ওদের সাথে থেকে সারাজীবন সত্যের পক্ষে লড়াই করার অঙ্গীকার করেছিলাম। আজ থেকে মন থেকে ওদেরকে বয়কট করলাম। আল্লাহ যা করেন নিশ্চয়ই মানুষের ভালোর জন্য করেন। ভাগ্যিস নির্বাচনের আগে ওদের আসল রূপটা দেখতে পারলাম। না হয় ভুল মানুষকে ভোট দিয়ে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হতো।
ভারতের তৈরিকৃত অর্থের ফাঁদে পা দিয়েছে এরা। একমাত্র বিএনপিই পারবে ওদের ছত্রভঙ্গ করতে। হাসনাত, সারজিস, ফুয়াদ সাহেব, সব বদমায়েশের চেহারা ফুটে উঠছে। পেছন থেকে কলকাঠি নাড়ছে আসিফ নজরুল, প্রথম আলো, ডঃ ইউনুছ। আমরা সাধারণ মানুষ আবার ধোকায় পড়ে গেলাম। এই নতুন দল গঠণ মানেই আওয়ামীলীগারদের পূনর্বাসন! কী ভয়ংকর প্ল্যান। সবাই অতি দ্রুত নির্বাচনের জন্য আওয়াজ তুলুন। সময় ক্ষেপণ মানেই আাওয়ামীলীগের ফিরে আসা। সংস্কার এখন ঝুলানো মুলা! 😎
এই কাহিনী তাহলে
লাল স্বাধীনতার ভাঁওতাবাজিতে চলিতেছে সার্কাসের 😂😂😂😂😂
রাজনীতি করার জন্য তাদেরকে কাজে লাগাতে চাও না ক্ষমতার লোভে পড়ছে বিপদে পড়ার জন্য এই পদক্ষেপ সুন্দর ফুটফুটে সুন্দর
আওয়ামী লীগের শক্তি বাড়ানোই,
এখোন দেখি সবাই বেস্তো
এইটা দেখি নুতন আওয়ামীলীগ
সমন্বয়ক হটাও দেশ বাঁচাও,
সমন্বয়করা বুজতে পারতেছে না আসলে তারা কি চায় আর এর পরিনতি ও বা কি
করলে সবাইকে করতে হবে নইলে কাউকে নয়। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেছে তাদের ব্যাপারে কি করবেন? নিজেদের কে সার্কাসে পরিনত করবেন না।
আহা যা ভেবেছিলাম ঠিক তাই হচ্ছে ছি ছি ছি
ছাত্র যুদ্ধ করেছে লোভী স্বৈরাচার বিরুদ্ধে এখন তারা লোভে ভাসছে ক্ষমতা লোভে ছি ছি ছি
কোন নির্বাচন নয় যতদিন সংস্কার করা হয়।
😊😊😊😊😊
ভাই নির্বাচনও একটি সংস্কার এটা ভুলে গেলে চলবে না
এইসব কমিশনার বিভিন্ন সিটিকর্পোসান এবং পৌরসভার ছিলো হাসিনার শাসন আমলে। তারা কোন দলের ছিলো ভাই? আন্দোলনের সময়ে তারা কি কি করেছিলো ভাই? হাসিনা কষ্টিপাথরে পরিক্ষা করে মেয়র এবং কমিশনার তৈয়ার করেছিলো কখনো আন্দোলন হলে যেন পুলিশের পাশাপাশি এইসব কমিশনারদের ব্যবহার করার জন্য। আজকে এইসব সমন্বয়ক হাসিনার তৈয়ারি কমিশনারদের মিটিংয়ে গিয়ে নতুন দলের জন্য সাহায্য চেয়েছে। এরা নাকি সংস্কার চায় ফ্যাসিস্টের বিচার করবে। এখন আপনি সংস্কার এবং ফ্যাসিস্টের বিচার দুটো পাবেন তো?
ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
সংস্কার মানে লীগের পূর্ন বাসন পিটের চামরা থাকবেনা
tor putki diye songskar dhukiya deya hok.. Janoar gulo awalig punorbason a namchos
লোভে পাপ পাপে মৃত্যু। এখন তা প্রকাশ্যেই দেখছি 😂
কাউন্সিলর বা মেম্বার বা কমিশনার দেরকে পুনর্বাসন করা মানে অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে সমর্থন করা ।
ফেরেশতাদের দল তৈরি হচ্ছে 😁সব ফেরেশতা একসাথে দেখলাম মনটা জুড়িয়ে গেল 😜
আবার আগের সরকারই হবে😂😊
এই দাবির তীব্র নিন্দা জানাচ্ছি।
ক্ষমতার লোভ টাকার লোভ
আহা ক্ষমতার ভাগা৷ ভাগি।
Kije moja.
আগের বার যারা চেয়ারম্যান ছিল বা মেম্বার ছিল তারা তো সবাই আওয়ামী লীগের. এরা কিভাবে আওয়ামী লীগের সাথে একাত্মবোধ জানালো 😊😊😊
ঠিক 😅ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
Right
তোমরা কি বিচার চাও তোমরা অপরাধীদের সাহায্য করতেছ.
Sahajjo kortese na?Sahajjo nite jasse.
এই অপরাধীদের টেনে আনা মনে হচ্ছ খাল কেটে কুমির আনা কথা টা মনে রাখবেন।
রাজনৈতিক করার আশা আশাই থেকে যাবে
ঐসব ভূয়া নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন হতে হবে। কোন তাল বাহানা চলবে না।
মারাত্মক ভুল সিদ্ধান্ত 🤬🤬🤬🤬
তাহলে বলা যায় যারা জাতীয় নাগরিক কমিঠিকে সাহায্য করবে তারা নির্দোষ।
আওয়ামিলীগ করলে মুক্তিযুদ্ধের পক্ষের।আওয়ামিলীগ না করলে মুক্তিযোদ্ধা হলেও রাজাকার। স্বৈরশাসকন আমলে ইটাই ছিলো নিয়ম।এখন মন হয় পুরোনো নিয়মের দিকে যাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার খুনি এবং সহযোগীর নাগরিক কমিটিকে সহযোগিতা করলে বা ঐ দলে যোগ দিলে হবে জুলাই অগাস্ট বিল্পবের মুক্তি যুদ্ধা। এই জন্য একজন ব্যারিস্টারও আছে আইনি ব্যাখ্যা দেওয়ার জন্য।
যারা দল কানা না তাদের ভোট বাগে আনতে হবে তো, জনমত গঠনে এরা বিরাট কাজ করবে
Kisuta orokom e.
যাদের বিচার করবা তাদের সাথে ভাগাভাগি
Sei moja.
হাসনাত ভাই এবং জিস আলম ভাই কে বলছি আপনারা ভালো করে জানেন কাউন্সিলর মেয়র কিভাবে নির্বাচিত হয়েছিল সেটা আবার আপনারা ফোন করলে সেটার চরিত্রই বা কি হবে এটা আমাদের জানার বিষয়
হাসনাত,সারজিস স্বৈরাচার এর দোসর ছিলেন।তাদেরকেও আইনের আওতায় আনতে হবে
প্রতিষ্ঠিত আওয়ামিলীগারদের নিয়ে সেমিনার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
আওয়ামী লীগ করে কমিশনার হইছে 😂
ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
স্বৈরাচার এর দোসর হাসনাত, সারজিস,নাগরিক কমিটি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে
আপনারা তো জামাত শিবিরের রাজনীতির সাথে আছেন,,আবার কি দলের নাম বদলাবেন?
মামা বাড়ির আবদার হচ্ছে 😡
এটা আত্মঘাতী হবে
ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
নাগরিক কমিটির অবস্থা খুঁজে পাওয়া যাবে না ওদের নিজেদের কারণে
কিভাবে হবে বিচার
কোন ফয়দা হবে কি নতুন রাজনৈতিক দল করে? মানুষ জলাতঙ্কে নয় শিক্ষার্থী আতংকে ভুগছে?
সব বাটপার
AGA DESH. SHOSSKAR❤ PORA NIRBACHON ❤BANGLADESH ❤
সার্ভিস আলম, আর কালা,মাগুর,তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিছুদিন পর 😆😆
ঠিক বলছেন ভাই
একটা একটা সমন্বয়ক ধর ধইরা ধইরা জেলে ভর
সব কাউন্সিলরে যোগ্য ছাত্রদের নিয়োগ দেওয়া হোক রাজনৈতিক কাউন্সিলর বাদ দিয়ে
ফুয়াদ ভাই কে অসংখ্য ধন্যবাদ। 💜🧡
ফুয়াদ ভাইকে আমিও ধন্যবাদ দিতে চেয়ে ছিলাম কিন্তু পারলাম না। আজকে আপনি ওনাকে যখানে গলাবাজি করতে দখতেছেন ইটা হলো স্বৈরাচার পুনর্বাসন প্রকল্প। অশ্চর্য হচ্ছে? হাসিনা কষ্টিপাথরে পরিক্ষা করে তার দলের এমপি, মন্ত্রী, মেয়র কমিশনার নিয়োগ দিয়েছিলো। যাতে কোন আন্দোলন হলে অস্ত্র নিয়ে পুলিশসহ যুদ্ধ করতে পারে।জুলাই অগাস্ট বিল্পবের সময় তারা নিশ্চয় আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলো। ডক্টর ইউনুসের সরকার তাদেরকে অপসারিত করনে। ঐ কমিশনার গুলা আবার সপদে আসার জন্য একটা মিটিং ডকছে।ঐ ফ্যাসিস্ট হাসিনার সৈনিকদের সভায় কিছু সমন্বয়ক উপস্থিত হয়ে তারা যে রাজনৈতিক দল করবে তার জন্য ফ্যাসিসদের কাছে সাহায্য চেয়েছে। ঐখানে আপনার ফুয়াদ স্যার উপস্থিত ছিলেন। এখন এদেরকে কুলাঙ্গার বলবেন নাকি ধন্যবাদ দিবেন আপনার বেপার।
ফুয়াদ ভাই,,,অবশেষে সারমর্ম বুঝেই এগোচ্ছে।কোনো দল নিষিদ্ধ হলে তো সেই দলের সমর্থকরা সমর্থন বন্ধ করবে না।দলে থাকা অপরাধীর বিচার করে যোগ্য এবং সৎ প্রার্থীদের অংশ গ্রহনের মাধ্যমে নির্বাচন হওয়া উচিৎ।নতুন দল হিসেবে তাদের পাশেও বড় কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় দরকার।আর দু'য়ে দু'য়ে মিললে তবেই তো চার।একটা দলের সব নেতাকর্মী খারাপ হয় না।সবাই ভুল থেকে শিক্ষা নিয়ে দলের ভিতর সংস্কার করে সুসংগঠিত যোগ্য হিসেবে আত্নঃপ্রকাশ করলেই জন সাধারনের কল্যানে আসবে।তবে অপরাধী যে ই হোক তার বিচার নিশ্চিত হতে হবে।বাংলাদেশে কোন দল পরিশুদ্ধ?ক্ষমতার লোভ মানুষ গুলোকে ভুল পথে পরিচালিত করেছে এবং বর্তমানেও করছে।তাই দলীয় সংস্কার হওয়া দরকার।দলের লোকদের অপকর্মের দায় দলকে দেয়া ঠিক হবে না।
বিচারের খবর নেই কিন্তু কেন আওয়ামী লীগের 😢
এটা ঠিক না সবাই যদি রাজনীতি করে তাহলে শিক্ষা ব্যস্থা কি হবে
রাজনীতিতে যদি ভালো ব্যবসা থাকে শিক্ষা দিয়ে কি হবে?, আবার পূজি চাড়া ব্যবসা।
@@AkramHussain-q3v sei moja.
নতুন দলে এদের সমর্থন পাওয়ার আশায়😂😂😂
আগে বিচার পরে নির্বাচন চায় জনগন। কাউন্সিলর গন বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনে সহযোগিতা করুন
আপনাদের সকলের জন্য শুভকামনা রইল
আহ! কি সুন্দর পুনভাসন চলছে। সুন্দর চালিয়ে যান। এইখানে আমার পরিচিত কয়েকজন আওয়ামী লীগের জড়িত নেতা কর্মী
বেইমানদেরকে আপনি ক্ষমা করে দিতে পারেন এটা আপনার ভালো গুণের বৈশিষ্ট্য, তবে দ্বিতীয়বার বিশ্বাস করা হবে আপনাদের বোকামী ///
“প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে।”
- হাসানাত আব্দুল্লাহ্
“ বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণহত্যাকারী দল ও সহযোগীদের বিচার ও নিষিদ্ধ, কঠোর হস্তে প্রতি বিপ্লব ঠেকানো, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, দ্রুত নতুন রাজনৈতিক দলের প্রয়োজন এবং ২৪ এর চেতনায় রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য স্থাপন প্রসঙ্গে “ : - দীর্ঘ ৫২ বছর পর নতুন দেশ গড়ার জন্য ছাত্র জনতা জেনে বুঝেই তোমাদের নেতৃত্ব স্বীকার করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, হাজার হাজার নাগরিকরা শহীদ হয়েছে পঙ্গু হয়েছে l ### নাগরিকরা তোমাদের নিকট রাষ্ট্র ক্ষমতা দিয়েছে তাই তোমরা এ রাষ্ট্রের মালিক ও সেবক আর উপদেষ্টারা তোমাদের বা নাগরিকদের কর্মচারী, ### তোমাদের আগে জবাব দিতে হবে অতঃপর উপদেষ্টাদের কাছে জবাব চাইবে সচেতন ছাত্র নাগরিকরা l ###. ছাত্র নাগরিকের উপদেষ্টারা , প্রথমে বিপ্লবের চেতনায় , ছাত্র নাগরিকদের কথামতো কাজ করবে তারপর অন্য কিছু l প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সাথে সরাসরি কথা বল , এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের চেতনার সাথে কাজ করতে ব্যর্থ l আইনশৃঙ্খলা উন্নতি সাধনে ব্যর্থ গণহত্যাকারী দলের নেতাকর্মীকে গ্রেফতারের ব্যর্থ এবং শীর্ষ সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের গণহারে মুক্তি এবং বাজার ও চাঁদাবাজ ও সিন্ডিকেট মুক্ত করতে ব্যর্থ তাই স্বরাষ্ট্র, আইন ও বাণিজ্য উপদেষ্টা দ্রুত পদত্যাগ দাবি এবং আমি মনে করি এই লেডিস মার্কা উপদেষ্টা দ্বারা ২৪ এর বিপ্লব সাধিত হতে পারেনা, এইজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভাগীয়ভাবে বিপ্লবী ছাত্র বুদ্ধিজীবীদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে অন্যথায় ব্যর্থ উপদেষ্টা এবং সুবিধাবাদী রাজনৈতিক দলের কারণে তোমাদের এই বিপ্লব নষ্ট হয়ে যেতে পারে l কোন দল , ১৬ বছরের ছাগলের ষোলডা চুলও ছিড়তে পারো নাই l অন্যদিকে তোমরা স্বৈরাচার বাঘের গলা বা মাথা ভেঙ্গে দিয়েছো এখন হাত,পা,লেজ ভেঙে দাও l সংস্কার শেষ করে নির্বাচন হতে হবে l এইজন্য সবাইকে রাষ্ট্র মেরামতের জন্য ছাত্র জনতা সরকার কে ৩-৪ বছর সময় দিতে হবে l জনগণ আর এক পরিবারের স্বৈরাচার আব্বাজান,আম্মাজান দেশী নায়ক, বিদেশি ভিলেন ,পল্লী চোর, শহর বন্ধু এবং পুকুর চুরি এর নেতৃত্ব দেখতে চায় না l অনতিবিলম্বে তোমরা সৎ সাহসী বিপ্লবী যোগ্য দেশি প্রবাসী ব্যক্তিদের নিয়ে দল গঠন করবে বা প্যারেন্টস দল তৈরি করবে এবং সারা বাংলাদেশে কমিটি প্রকাশ করবে এবং সাংগঠনিক ফান্ড সংগ্রহ করবে l তরুণরা তোমরা সবাই তৈরি হও ! একজন নাগরিকের ভালো সেবক হিসেবে, একজন ভালো বক্তা হিসেবে, একজন ভালো পলিটিশিয়ান হিসেবে l দ্রুত রাজনৈতিক দলের লেজুরবিহীন ছাত্র সংসদ নির্বাচন শেষ করে স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য তোমরা প্রস্তুত হও l অতঃপর নিরপেক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আগামীতে দেশ গঠন করবে ইনশাআল্লাহ l অন্যথায় সালাম, জব্বার, রফিক এবং নূর হোসেনের মত তোমরা বিলীন হয়ে যাবে বা বড় দলগুলো তোমাদের নিয়ে ফুটবল খেলবে এবং একটি করে বাঁশ ও মোলা উপহার দিবে যদি অন্য সুবিধাবাদী রাজনৈতিক দল ক্ষমতায় আসে l এইজন্য জুলাই গণহত্যার বিচার এবং গণহত্যাকারী দলগুলোকে নিষিদ্ধ, জামাতকে যেভাবে বৈধতা দিয়েছে সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে l আহতদের সু চিকিৎসার নিশ্চিতকরণ, নতুন সংবিধান প্রণয়ন এবং সুনির্দিষ্ট কয়েকটি সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের জন্য তৈরি হও l রাজনৈতিকভাবে তোমাদের গাইড করার জন্য একটি এডভাইজারি কমিটি নিয়োগ করবে l এখন সময়ের দাবী নতুন দল এবং সৎ সাহসী তরুণ নেতৃত্ব, যারা নতুন বাংলাদেশ গড়বে l এইজন্য বিপ্লবের চেতনায় অন্যান্য ছোট দলগুলোর সাথে ঐক্য গড়ে তুলুন l -- " আবু সাঈদ, মুগ্ধ - বাংলাদেশ হবে স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজ, চুর ও দুর্নীতি মুক্ত l " -- ( বিনামূল্যে কোটি টাকার পরামর্শ, সচেতন ছাত্র নাগরিকের পক্ষে ) l
সব ছাত্ররা মিলে একটি রাজনৈতিক দল গঠন কর।
সেই স্বাদ
সঠিক সিদ্ধান্ত
অবশ্যই নতুন দলকে সহযোগিতা করতে হবে কেননা আমাদের বাংলাদেশ টাকে তো নতুন করে এখনও ডোবানো বাকি রয়েছে।।
নাটক কম করো পিও
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের "মুজাহিদ" (আহত)
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের "মুনতাকিম আলিফ" (নিহত)
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের "শাবাব হোসেন মেহের" (হুমকি)
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের "মুজাহিদ ইসলাম খান" (আহত)
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের "তাজবির হোসেন শিহান" (নিহত)
এআইইউবি এর "ওয়াজেদ আলম সীমান্ত" (নিহত)
চট্টগ্রামের ছাত্র আন্দোলনের নেতা "জসিম" (নিহত)
মিরপুর ভাসানটেক স্কুল এন্ড কলেজের "সুজানা" এবং "কাব্য" (নিহত)
নেক্সট আমি নাকি তুমি?
'তোমরা আদালতে বসে এতোদিন জুলুম লিখেছো,
আর আমরা এখন রাজপথে ইনসাফ লিখছি।'
“ বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণহত্যাকারী দল ও সহযোগীদের বিচার ও নিষিদ্ধ, কঠোর হস্তে প্রতি বিপ্লব ঠেকানো, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, দ্রুত নতুন রাজনৈতিক দলের প্রয়োজন এবং ২৪ এর চেতনায় রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য স্থাপন প্রসঙ্গে “ : - দীর্ঘ ৫২ বছর পর নতুন দেশ গড়ার জন্য ছাত্র জনতা জেনে বুঝেই তোমাদের নেতৃত্ব স্বীকার করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, হাজার হাজার নাগরিকরা শহীদ হয়েছে পঙ্গু হয়েছে l ### নাগরিকরা তোমাদের নিকট রাষ্ট্র ক্ষমতা দিয়েছে তাই তোমরা এ রাষ্ট্রের মালিক ও সেবক আর উপদেষ্টারা তোমাদের বা নাগরিকদের কর্মচারী, ### তোমাদের আগে জবাব দিতে হবে অতঃপর উপদেষ্টাদের কাছে জবাব চাইবে সচেতন ছাত্র নাগরিকরা l ###. ছাত্র নাগরিকের উপদেষ্টারা , প্রথমে বিপ্লবের চেতনায় , ছাত্র নাগরিকদের কথামতো কাজ করবে তারপর অন্য কিছু l প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সাথে সরাসরি কথা বল , এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের চেতনার সাথে কাজ করতে ব্যর্থ l আইনশৃঙ্খলা উন্নতি সাধনে ব্যর্থ গণহত্যাকারী দলের নেতাকর্মীকে গ্রেফতারের ব্যর্থ এবং শীর্ষ সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের গণহারে মুক্তি এবং বাজার ও চাঁদাবাজ ও সিন্ডিকেট মুক্ত করতে ব্যর্থ তাই স্বরাষ্ট্র, আইন ও বাণিজ্য উপদেষ্টা দ্রুত পদত্যাগ দাবি এবং আমি মনে করি এই লেডিস মার্কা উপদেষ্টা দ্বারা ২৪ এর বিপ্লব সাধিত হতে পারেনা, এইজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভাগীয়ভাবে বিপ্লবী ছাত্র বুদ্ধিজীবীদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে অন্যথায় ব্যর্থ উপদেষ্টা এবং সুবিধাবাদী রাজনৈতিক দলের কারণে তোমাদের এই বিপ্লব নষ্ট হয়ে যেতে পারে l কোন দল , ১৬ বছরের ছাগলের ষোলডা চুলও ছিড়তে পারো নাই l অন্যদিকে তোমরা স্বৈরাচার বাঘের গলা বা মাথা ভেঙ্গে দিয়েছো এখন হাত,পা,লেজ ভেঙে দাও l সংস্কার শেষ করে নির্বাচন হতে হবে l এইজন্য সবাইকে রাষ্ট্র মেরামতের জন্য ছাত্র জনতা সরকার কে ৩-৪ বছর সময় দিতে হবে l জনগণ আর এক পরিবারের স্বৈরাচার আব্বাজান,আম্মাজান দেশী নায়ক, বিদেশি ভিলেন ,পল্লী চোর, শহর বন্ধু এবং পুকুর চুরি এর নেতৃত্ব দেখতে চায় না l অনতিবিলম্বে তোমরা সৎ সাহসী বিপ্লবী যোগ্য দেশি প্রবাসী ব্যক্তিদের নিয়ে দল গঠন করবে বা প্যারেন্টস দল তৈরি করবে এবং সারা বাংলাদেশে কমিটি প্রকাশ করবে এবং সাংগঠনিক ফান্ড সংগ্রহ করবে l তরুণরা তোমরা সবাই তৈরি হও ! একজন নাগরিকের ভালো সেবক হিসেবে, একজন ভালো বক্তা হিসেবে, একজন ভালো পলিটিশিয়ান হিসেবে l দ্রুত রাজনৈতিক দলের লেজুরবিহীন ছাত্র সংসদ নির্বাচন শেষ করে স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য তোমরা প্রস্তুত হও l অতঃপর নিরপেক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আগামীতে দেশ গঠন করবে ইনশাআল্লাহ l অন্যথায় সালাম, জব্বার, রফিক এবং নূর হোসেনের মত তোমরা বিলীন হয়ে যাবে বা বড় দলগুলো তোমাদের নিয়ে ফুটবল খেলবে এবং একটি করে বাঁশ ও মোলা উপহার দিবে যদি অন্য সুবিধাবাদী রাজনৈতিক দল ক্ষমতায় আসে l এইজন্য জুলাই গণহত্যার বিচার এবং গণহত্যাকারী দলগুলোকে নিষিদ্ধ, জামাতকে যেভাবে বৈধতা দিয়েছে সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে l আহতদের সু চিকিৎসার নিশ্চিতকরণ, নতুন সংবিধান প্রণয়ন এবং সুনির্দিষ্ট কয়েকটি সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের জন্য তৈরি হও l রাজনৈতিকভাবে তোমাদের গাইড করার জন্য একটি এডভাইজারি কমিটি নিয়োগ করবে l এখন সময়ের দাবী নতুন দল এবং সৎ সাহসী তরুণ নেতৃত্ব, যারা নতুন বাংলাদেশ গড়বে l এইজন্য বিপ্লবের চেতনায় অন্যান্য ছোট দলগুলোর সাথে ঐক্য গড়ে তুলুন l -- " আবু সাঈদ, মুগ্ধ - বাংলাদেশ হবে স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজ, চুর ও দুর্নীতি মুক্ত l " -- ( বিনামূল্যে কোটি টাকার পরামর্শ, সচেতন ছাত্র নাগরিকের পক্ষে ) l
100%Right
আগে বিচার পরে নির্বাচন
বিচারের মুলা, 😅ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
বাহ খুব ভাল আপনারা আওয়ামী সংগী সাথী পেয়েছেন।
Council ar basir vagi auamilig
সাধুবাদ জানাচ্ছি 👍👍
Awame b team hoba
সব কাউন্সিলর দোষী নয়। ভালো গুলোকে বাছাই করে স্থানীয় সরকারের কাজ করতে হবে।
তীব্র নিন্দা জানাচ্ছি এটা বাংলাদেশের মানুষের প্রতি বৈমানি।
স্বাধীনতা বিরোধীদের অক্ষ
১।জামাত ইসলাম এ টিম
২।এবি পার্টি বি টিম
৩।সমন্বয়েরদের নতুন দল নাগরিক কমিটি সি টিম।
ওরা এখন ক্ষমতার লোভে বহিষ্কৃত আওয়ামী লীগ এর বিনা ভোটের কাউন্সিলর দের সাথে এক হয়েছে, এতদিন আওয়ামী লীগ বিরোধী ভাব দেখিয়ে মুলা ঝুলিয়ে রাখছিলো, এখন আওয়ামী প্রিতি 😅
ধুর শালা। আমি তো নাস্তিক তবু এবি পার্টি সমর্থক। তোরা আওয়ামী হিন্দুচোদা।
পৌর মেয়র আর উপজেলার চেয়ারম্যান দের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হোক
এটা ভূল সিদ্ধান্ত
সহমত পোষণ করছি
Give &Take
নিনদা,জানাই,
জোক্তি দাবি এটা ❤❤❤❤
আর কিছুদিন সুযোগ সুবিধা ভোগ করুক 😂AC রুমে r Private CAR গারিতে আরাম করুক আর কিছুদিন।😂😂
বিএনপি জিন্দাবাদ ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে
নিন্দা জানাচ্ছি
অভিনন্দন
❤❤❤❤
বাহ ! খুব সুন্দর খেলা,জয় বাংলা
সব ভালো মানুষ দেরকে সুযোগ করে দিন দেশের জন্য কাজ করার,ফুয়াদ স্যার কে প্রধান করা যেতে পারে উনি একজন সৎ এবং যোগ্য ব্যাক্তি, এগিয়ে যাগ নতুন প্রর্জন্মের নতুন বাংলাদেশ🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
লাব নাই 😅😅😅
আপনারা কাউন্সিলরদের পুর্নবাসন করবেন বিচার করবেন কার এবং দোসর কারা
আমরা আছি
আওমী সংসদের পদে বহাল করার দাবি জানাই
স্বৈরাচার সরকারের সময় যারা নির্বাচিত হয়েছে তারাও স্বৈরাচার সুতরাং কোন দাবি তাদের মেনে নেয়া উচিত হবে না
নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই
আমি বলি ভাই পড়াশোনা ফিরে যান আর নিবাচন দেন জনগন যাকে চাবে সে বসবে
খেলা জমে গেছে
অবশেষে টাকার কাছে বিক্রি হয়ে গেল বৈষম্য বিরোধী নাগরিক কমিটি