JA PEYECHHI AMI TA CHAI NA | যা পেয়েছি আমি তা চাই না | ANURAGER CHHOA | Amit Kumar | ECHO FILMS

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 448

  • @soumeneconomics
    @soumeneconomics 5 месяцев назад +26

    পথের বাঁকে এসে মনে হলো
    অতীতটা হয়ে যাক দূর।
    চলব এগিয়ে তবু
    বুকের বাঁশীটাতে
    বাঁধব নতুন এক সুর...... অসাধারণ ❤❤❤ জুলাই ২০২৪

  • @pabitrakumarghosh4009
    @pabitrakumarghosh4009 Год назад +54

    অনেক ধন্যবাদ এমন একটা গান মনে করানোর জন্য। আজ ফিলাডেলফিয়ায় বসে এই গানটা শুনে মনে হচ্ছে সেই কুড়ি বছর আগে কৈশোরের দিনগুলোর কথা। অপূর্ব গান আর তার অপূর্ব সুর। স্মৃতিতে ভাসে, কৈশরের মফস্বলের দুর্গাপূজার বিকেলবেলা, প্যান্ডেল এবং আরম্ভরহীন কিন্তু আন্তরিকতা যুক্ত এক অনবদ্য অনুভূতি। জীবনে মনে হয় কোনদিন আর সেই আন্তরিকতা পাবো না। মনের মনিকোঠায় সেই স্মৃতি উজ্জ্বল থাকুক।

  • @worldofinnocence
    @worldofinnocence 3 года назад +137

    কি অপূর্ব গানের সুর আর কথা,যতবার শুনিনা কেনো বারবার শুনতে ইচ্ছে হয়। সত্যি বলতে কি এই গান গুলোর মধ্যে দিয়েই আমাদের ফেলে আসা দিনগুলোর স্মৃতি ফিরে আসে।

  • @taritsarkar4234
    @taritsarkar4234 Год назад +14

    এ ছবিতে কিশোর কুমার, আশা ভোশলে, লতা মঙেশকারের মত দিকপাল শিল্পীর মাঝেও অমিত কুমারের অপূর্ব কন্ঠে গাওয়া এই গানটিও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।

  • @rahmanmoti
    @rahmanmoti 2 года назад +23

    যা চেয়েছি কেন তা পাই না...♥♪
    সেরা লাইন।
    প্রিয় গানটির জন্য বাংলাদেশ থেকে ভালোবাসা।

  • @jayantakumarmandal9516
    @jayantakumarmandal9516 8 месяцев назад +14

    কী সুন্দর গান, মনটা জুড়িয়ে গেল। তাপস পালকেও খুব সুন্দর লাগছে, চৌমুহা গ্রামে ঐ জঘন্য বক্তৃতা দেবার আগে ভাবা উচিত ছিল, মানুষের মনে তার স্থান কোথায়?

  • @goldyentertainmental
    @goldyentertainmental 3 года назад +249

    আজকে যা ভালো লাগে হয়তো আবার, বদলে যেতেও পারে কাল,,,ঝরিয়ে মরা পাতা, ফোটাবে নতুন কুঁড়ি, শুকনো গাছের কোন ডাল,,,, কি দারুন lyric,,!!👌👌

  • @taposimondal9448
    @taposimondal9448 11 дней назад +1

    অমিত কুমার ওনার গানের গলা আমার ভীষন প্রিয়। বেশ অন্য রকম এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন ফাটাফাটি ফাটাফাটি হয়েছে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @imranhossainshobuj4857
    @imranhossainshobuj4857 2 года назад +90

    আমার আব্বুর খুব পছন্দের গান ছিল এটি। আজ তার ১ম বছর মৃত্যু বার্ষীকি। সবাই তার জন্য দোয়া করবেন।

    • @knlbanerjee2010
      @knlbanerjee2010 2 года назад +3

      Aapnar abbur pochondo bhison e bhalo chilo mante hobe.... Amar babao bhisoni pochondo korto .. unio nei amader majhe ...dujonei jekhane achen jeno bhalo thaken aar tader gaan gulo sunte jeno pai 🙏

    • @jayantaindianairforce
      @jayantaindianairforce 2 года назад +1

      Nischoi dua korbo kaku r jonne

    • @gaurobdas1862
      @gaurobdas1862 2 года назад +1

      🙂

    • @bappadittaroy7101
      @bappadittaroy7101 2 года назад +2

      Abshi bhi tomar baba bolo amar baba jekhane thkuk bhagban alla god jhi thkuk bhlo rakuk onderderke.

    • @sudipbanerjee8312
      @sudipbanerjee8312 2 года назад +3

      নিশ্চয়ই। উনি যেখানেই আছেন খুব ভালো থাকবেন।🙏🙏🙏

  • @UNAS2000
    @UNAS2000 Месяц назад +3

    তাপস পালের জন্য একমুঠো ভালবাসা, রাজনীতি যাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।

  • @ornobsdaily
    @ornobsdaily 3 года назад +46

    আমার ছোটবেলার দিনগুলোর সাথে জড়িয়ে আছে এই গান।
    অনেক শুনেছি রেডিওতে , টেপ রেকর্ডার এ।
    খুব পছন্দের একটা গান। ধন্যবাদ ছোটবেলার প্রিয় গানটা আপলোড দেবার জন্য 💟

  • @chinmoykumardas4363
    @chinmoykumardas4363 2 года назад +23

    Amit Kumar Sir has a huge collection of beautiful songs sung in unique,rarely seen voice.

  • @abdulazizbiswas1709
    @abdulazizbiswas1709 2 года назад +64

    ♫♪যা পেয়েছি আমি তা চাই না।
    যা চেয়েছি কেন তা পাই না।
    ছেড়া ছেড়া ফুলে গাঁথা মালা
    ভুলে পুরোনোকে কেন ভুলে যাই না।।
    পথের বাঁকে এসে মনে হলো
    অতীতটা হয়ে যাক দূর।
    চলব এগিয়ে তবু
    বুকের বাঁশীটাতে
    বাঁধব নতুন এক সুর।
    ভালোবাসা যায়
    আলো আশা পায়
    সেই গান কেন গাই না।।
    আজকে যা ভালো লাগে হয়ত আবার
    বদলে যেতেও পারে কাল।
    ঝড়িয়ে মরা পাটা
    ফোটাবে নতুন কুঁড়ি
    শুকনো গাছের কোনো ডাল।
    সুখ স্বপ্নের সুর ছন্দের
    কেন ময়ূরপঙ্খী পাই না।♪♪

    • @sangrambanik4537
      @sangrambanik4537 2 года назад

      🥰

    • @haimantigoswami14
      @haimantigoswami14 2 года назад +2

      ঝরিয়ে আর পাতা বানান দুটো ভুল

    • @chandansaha580
      @chandansaha580 Год назад +1

    • @anjanasaha3306
      @anjanasaha3306 11 месяцев назад

      ঝরিয়ে মরা পাতা
      ফোটাবে নতুন কুঁড়ি
      শুকনো গাছের কোনো ডাল
      সুখ স্বপ্নের সুর ছন্দের
      কেন ময়ূরপঙ্খী বাই না।
      সুখ স্বপ্নের সুর ছন্দের
      কেন ময়ূরপঙ্খী বাই না

  • @mdanu864
    @mdanu864 2 года назад +30

    সেই গান গুলো কখনো মরে না। যতবার শুনি ততবারই শুনতে ইচ্ছে করে।

  • @dsom5606
    @dsom5606 3 года назад +27

    এটা ৮০ র দশক ।।।হটাত করে গানটা ভেসে আসত রেডিও কিংবা পুজো প্যান্ডেল এর মাইকে।।।মনটা ভীষণ কেমন হয়ে যেত।।।

    • @nirobpothik9991
      @nirobpothik9991 Год назад +1

      সে এক অন্য সময় ছিল,

  • @MrUdayjati
    @MrUdayjati 2 года назад +22

    তাপস পাল তোমার পুনর্জন্ম হওয়া দরকার । আর রাজনীতিতে থেকে দূরে থেকো।

  • @pinakichakraborty8759
    @pinakichakraborty8759 2 года назад +58

    বাংলার নিজস্ব সম্পদ৷ গর্বিত৷ তাপস পাল!!! উত্তমের পরবর্তী সফল নায়ক অভিনেতা, যার মধ্যে কিংবদন্তি হওয়ার সম্ভাবনা ছিল৷

    • @prasantadas8584
      @prasantadas8584 2 года назад +4

      Kintu rajniti ta asa nijaka ses kora fallo

    • @sujaybiswas8584
      @sujaybiswas8584 2 года назад

      হ্যাঁ নিজের মা কে যে ঘর থেকে বের করে দিয়েছিলেন আর অন্যদের ঘরে ছেলে ধুকিয়ে দেবেন আর গরীব মানুষদের দেওয়া টাকায় ফূর্তি করতেন। এরকম একজন মানুষ বাংলার সত্যিই প্রকৃত সম্পদ 🤣🤣🤣🤣🤣

    • @krishghosh6630
      @krishghosh6630 2 года назад

      hahaha😂😂😂

    • @amitdebnathfamily1883
      @amitdebnathfamily1883 2 года назад +1

      You are right, but personal mind very critical

    • @soumyamukherjee30
      @soumyamukherjee30 2 года назад +1

      @@krishghosh6630 ekhane hasar ki holo

  • @NapoleonBonaparte-sx5kp
    @NapoleonBonaparte-sx5kp 5 месяцев назад +7

    Tapas Paul.. really an able successor to Mahanayak Uttam

  • @abhijitsinha4314
    @abhijitsinha4314 4 года назад +22

    Jemon kotha,temon sur r sange awesome amit kumar,
    Just vasa nei bolar

  • @avijitbhattacharia8778
    @avijitbhattacharia8778 2 года назад +22

    শরীরের লোমগুলো দাড়িয়ে গেলো...গানটা শুনে❤(বাংলাদেশ থেকে)

  • @jaidulhaquesagar
    @jaidulhaquesagar 4 месяца назад +4

    তাপস পালের এই হাসিমাখা মুখটা ভীষণ মিস করি 💔

  • @swarupdas890
    @swarupdas890 3 года назад +37

    এসব গানের কোনো তুলোনা হয় না , কোন দিন পুরোনো হবে না। 🙏🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mohammedsalauddin3291
    @mohammedsalauddin3291 Год назад +22

    সে যুগ ছিল আধুনিকতায় ভরপুর এবং গানের মান ছিল উচ্চ মানের। গানে পটভূমি
    বাসতব জীবনের সাথে মিলে যেত।
    সালাউদ্দিন রহমান।

  • @rudrajitroy543
    @rudrajitroy543 3 года назад +23

    এই গান শুনলে ছোট বেলার কথা মনে পড়ে যায়, বরমামার সাথে এই সিনেমাটা দেখতে গিয়েছিলাম, বরমামা এখন আর নেই।

    • @babyroysumon8054
      @babyroysumon8054 2 года назад +1

      কি হয়েছিল তোমার মামার

  • @subhajyotiGoLui
    @subhajyotiGoLui 2 года назад +5

    কালি পুজর দিন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে যেতে হটাত মাইক এর মাধ্যমে ভেসে এলো গানটা । বাইক আস্তে করে শুনলাম যাতে বাড়িতে গিয়ে মনে পরে এবং পুরো গানটা শুনি আবার। এই গান গুলি অমর যতদিন বাঙালি জাতি থাকবে ততদিন এই গান বেঁচে থাকবে ।

  • @ziajoy9811
    @ziajoy9811 Год назад +2

    👉 একটা গানে কতো বার্তা!!!
    ★ যা পেয়েছি আমি তা চাইনা...
    ★ পথের বাঁকে এসে মনে হলো...
    ★ আজকে যা ভালো লাগে হয়তো আবার...
    ★ ঝড়িয়ে মরা পাতা,ফোঁটাবে নতুন কুঁড়ি...
    কি অসাধারণ কথা, কি জীবন অনুভূতি... ব্যাখ্যা করা কঠিন।

  • @shakilkingofficial922
    @shakilkingofficial922 3 года назад +45

    পথের বাকে এসে মনে হলো অতীত টা হয়ে যাক দূর 😥

  • @ashishkumarmondal4830
    @ashishkumarmondal4830 3 года назад +41

    অমিত কুমারের গাওয়া একটা শ্রেষ্ঠ গান

  • @techliner9955
    @techliner9955 4 года назад +21

    Superb songs. Don't know the language of praise. Love from Bangladesh.

  • @md.rafiqulislam7056
    @md.rafiqulislam7056 Год назад +5

    প্রিয় গানের মধ্যে অন্যতম।
    জীবনের সথে কোথায় যেন মিল আছে। গানের কথা, শুর গায়কী
    💖অ❤️সা❤️ধা❤️র❤️ন।

  • @MdRafi-i7i
    @MdRafi-i7i 4 месяца назад +1

    আমার বয়স এখন ৩০ বছর, আমার এখনো মনে আছে খালা এই গান টা অনেক শুনতো তখন আমার বয়স ৭ থেখে ৮ বছর হবে, অনেক দিন থেখে এই গানটার কথা মনে হচ্ছে , এই গান টা শুনবো

  • @ashimdutta890
    @ashimdutta890 2 года назад +2

    আজ হঠাৎ ই আমার মন এই গানটা গুনগুনিয়ে উঠলো এবং গানটা অনেকদিন পর আবার শুনলাম, অপূর্ব গানের কথা, সুর এবং গলা - মনে কেমন এক ভালো লাগার অনুভূতি এনে দিল .....

  • @kunalmandal07
    @kunalmandal07 3 месяца назад +2

    আমিও তো এটাই বলতে চাই,,,,"যা পেয়েছি আমি তা চাইনা,,,যা চেয়েছি কেনো তা পাইনা,,,,,"😺🐈🐈♥️🎉

  • @kumaramit1047
    @kumaramit1047 2 года назад +7

    সত্যি বলছি মন 💞 থেকে এই গানটি শুনলে মনে আমার আলাদা romantic feeling অনুভব হয় , খুব সুন্দর গানের কথা 👌🏾 ও সুর টাও দূর্দান্ত 💞💞👌👌🙏🙏🙏😀😀😀😀

  • @shahmonir1893
    @shahmonir1893 3 года назад +6

    ভান্ডারী স্যারের মুখে গানটি শুনে এখানে অাসলাম❤️

  • @AlMamun-lx8px
    @AlMamun-lx8px Год назад +1

    এই গান টা কত হাজার বার শুনেছি তার হিসাব নাই,,এই গানের সাথে জীবনের অনেক ফেলে আসা সোনালী দিনের কথা মিশে আছে,,,

  • @mahidulmandal4612
    @mahidulmandal4612 Год назад +1

    উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় এর পর বাংলার সবথেকে সেরা অভিনেতা ---মৃণাল সেন ❤

  • @LetsDream10
    @LetsDream10 4 года назад +38

    মার জন্য গান টা শোনা ❤❤❤ মা খুব শান্তি পায় এই গান গুলো শুনে 🥰

  • @angeltanusree7368
    @angeltanusree7368 4 года назад +56

    সত্যিই তাই যা আমরা চাই তা পাই না।আবার যা পাই তা চাই না।

  • @u.msabiha7078
    @u.msabiha7078 2 года назад

    Maa k gaite suntam prai ey odvut sundor ganti.. Aaj nije purno boro hoye ganti valobeshe suni besh misti lage... Apurbo !! 💐💐💐💚

  • @sujoynaha4348
    @sujoynaha4348 Месяц назад +1

    কি অপূর্ব গান 👍

  • @subhankarguha1001
    @subhankarguha1001 2 месяца назад +2

    অসাধারণ লাগলো।

  • @sharifjafor4095
    @sharifjafor4095 3 года назад +3

    অসম্ভব সুন্দর একটা গান। সেই ছোট বেলা থেকে শুনে আসছি। অসাধারণ লিরিক।

  • @subrataroy930
    @subrataroy930 3 года назад +36

    After Kishore Kumar
    I have a big fan of Amit Kumar.

    • @godenworld
      @godenworld 3 года назад +3

      "I have a big fan of Amit Kumar"? I became fan / light / hatpakha of your English.

    • @TheSaha1111
      @TheSaha1111 2 года назад

      He is immortal..

  • @vloggerdsurya5276
    @vloggerdsurya5276 3 года назад +18

    তাপস পালকে আমরা মনে রাখবো ❤

    • @ShahnazShilpi
      @ShahnazShilpi 2 года назад +2

      আমার প্রিয় একজন অভিনেতা ছিলো।
      আর গানটা ও অসাধারণ সুন্দর।
      সেই ৯০ এর দশকের আগে থেকেই এই গান.... ।
      কথা আর সুর সত্যিই মন ছুঁয়ে যায়।
      আবার বুকের ভিতর টা কেমন দুমড়ে মুচড়ে ও দেয়।
      কিছু গান শুনে যতোটা তৃপ্তি পাই ঠিক ততোটাই আবার কষ্ট পাই মানসিক।
      মনে হয় কোথায় যেনো এক বিশাল শুন্যতা আর অনেক কষ্ট অনুভূতি হয়।
      গানের মধ্যেই সুখ আবার এই গানের মধ্যেই কিছু দুঃখ ও জীবনটাকে বিষিয়ে তুলে।
      তবে গান হচ্ছে মনের খোরাক।
      যা আমৃত্যু পর্যন্ত একটা সংগীত পাগলরা শুনবে।

  • @subhraganguly1531
    @subhraganguly1531 3 месяца назад +2

    তবে এটাই সত্য গায়ক গীতিকার সুরকার আজ কেউই নেই রয়ে গেছে অমর স্মৃতি

  • @rajkawser1766
    @rajkawser1766 3 года назад +13

    2021 সালে বাংলাদেশ থেকে শুনছি, আর কে কে শুনছেন ?

  • @subhabratasarkar851
    @subhabratasarkar851 3 года назад +22

    বিকাল 4 টের সময়ে রেডিও তে ,এই গান কত শুনেছি। ।
    কি যে ভালো লাগে। অমিত কুমার অসাধারণ। ।

    • @sundarshaw3912
      @sundarshaw3912 3 года назад

      Kintu Amit Kumar personal life a mod khor abong chullu khor

    • @is8365
      @is8365 2 года назад

      @@sundarshaw3912 mind your language

    • @maamansastudio3103
      @maamansastudio3103 2 года назад

      @@sundarshaw3912তুই পাগল

    • @subhabratasarkar851
      @subhabratasarkar851 Год назад

      @@sundarshaw3912 ছি:,ব্যাক্তিগত জীবন নয়,তার প্রতিভা নিয়ে বলুন।।।

    • @Bikram1980
      @Bikram1980 Год назад

      ​@@sundarshaw3912sompurno vul janen aapni, Amit kumar vison discipline ekjon person, pratidin 2 ghonta kore exercise, jogason ,pranayam Koren ei 70 yrs age e eseo.

  • @himadribhattacharjee9066
    @himadribhattacharjee9066 2 года назад

    Imran bhai you missed your papa obviously. But you never miss HIS like. That songs lives your papa' s like forever. God Give HIM peace.

  • @Hasan-e8t7c
    @Hasan-e8t7c 10 месяцев назад +3

    প্রিয় গান ও প্রিয় এক নায়ক ❤

  • @asitdas4470
    @asitdas4470 4 года назад +25

    The universal truth. Everyone thinks today or tomorrow 🤔🤔🙄🙄😇😇😭😭🙏🙏

  • @sknasrul2012
    @sknasrul2012 Год назад +1

    অমর হয়ে রয়ে যাবে মানুষের হৃদয়ে ।এইসব গান যখনই শুনি তখনই ভালো লাগে ।

  • @sitangshusarkar7613
    @sitangshusarkar7613 2 месяца назад

    ছোটো বেলার কত স্মৃতি মনে পড়ে যায়, কিশোর কুমার এত hredoy দিয়ে গান টা গেয়েছে, চোখে জল এসে যায়,

  • @moniruzzamanmonir1237
    @moniruzzamanmonir1237 2 месяца назад +2

    আজকে যা ভালো লাগে বদলেও যেতে পারে কাল।

  • @PGAmit
    @PGAmit Год назад +1

    Ei ganer kotha gulo holo universal truth. Purotai basob. Erokom lyrics ar keu lekhena ekhon.

  • @saifulsharif9598
    @saifulsharif9598 2 года назад +2

    আমার অনেক প্রিয় গান, অনেকদিন পর শুনলাম, সত্যি মার্ভেলাস।

  • @sabyasachimukhopadhyay6498
    @sabyasachimukhopadhyay6498 4 года назад +34

    Amit Kumar at his best!

  • @Ronnie1989ism
    @Ronnie1989ism Год назад +1

    কোনো ভাষা নেই বর্ণনা করার
    আমি শুধু একটা জিনিসই চাই, যেনো আমার পা টা মাটিতে থাকে.

  • @shahalammanik6017
    @shahalammanik6017 10 месяцев назад +1

    যতো দিন এই পৃথিবী থাকবে ততোদিন অমর হয়ে থাকবে।

  • @ankurchakraborty6017
    @ankurchakraborty6017 4 месяца назад

    Just mind refresh korey❤...choto belar best gaan

  • @rahmanmoti
    @rahmanmoti 4 года назад +18

    পুরনোকে কেন ভুলে যাই না!
    প্রিয় গান...♥♪

    • @anubhabchatterjee664
      @anubhabchatterjee664 3 года назад +2

      Puronl ke vulbo kemne.....purono je ekta somoy notun hye jai

  • @rajibbaidya9477
    @rajibbaidya9477 12 дней назад

    Who listening in 24/12/12 lengendary song....hoyto ami ak shomoy takbo nah....cmt reke gelam.....keo ashle cmt ta porbo...❤❤❤

  • @rinkubiswas7613
    @rinkubiswas7613 Год назад +1

    পথের বাকে এসে মনে হলো অতীত টা হয়ে যাক দূর 😢 তবে সেটা আর কোন দিন সম্ভব নয়।

  • @sumitchakraborty8288
    @sumitchakraborty8288 3 года назад +4

    A good job done by the provider of this video and that is dubbing the audio from the recorded form(LP or CD) and repleating it with the video from the movie by matching the time frame. The benefit of this is that the dialogue in the middle of the song has been truncated or avoided as the case may be while the total audio quality here comes out with a better form than that of same we get with the original film.

  • @CricKid_
    @CricKid_ Год назад +2

    After Kishore Kumar sir one and only Amit Kumar sir.

  • @pnk-f7u
    @pnk-f7u 2 года назад +4

    He wrote the favourite lines of changing need of human mind..philosopher Gouriprosanna mojumdar..

  • @suvankar2273
    @suvankar2273 3 года назад +7

    জীবনের সঙ্গে কি অদ্ভূত ভাবে মিলে যায়

  • @ajanapothik2187
    @ajanapothik2187 4 года назад +18

    আবার যদি ফিরে পেতাম এই দিনগুলো।

  • @tuppadas5953
    @tuppadas5953 4 года назад +10

    Speechless !!!

  • @rashedulhasan6406
    @rashedulhasan6406 4 месяца назад +1

    বেঙ্গলি ছায়াছবির প্রতিটি গান শ্রুতি মধুর ❤️

  • @rajashikbasu9407
    @rajashikbasu9407 11 месяцев назад

    Osadharon ❤

  • @tanmoydutta1591
    @tanmoydutta1591 3 года назад +8

    অমিত কুমার rocks।

  • @sojibjessore9115
    @sojibjessore9115 3 года назад +22

    সর্নালী অতীত ছিল আমার। এখন বেঁচে আছি জিন্দা লাশ হয়ে।

  • @rajibchakraborty8018
    @rajibchakraborty8018 3 года назад +4

    Asadharan tapas pal
    We r missing u

  • @amitrajitmukherjee3583
    @amitrajitmukherjee3583 3 года назад +8

    What a beautiful song 👍 l like it life is meaningful ❤️ love is only God ❤️

  • @totonsarkar4201
    @totonsarkar4201 3 года назад +4

    অমিত কুমার জিন্দাবাদ।

  • @pinkinprak
    @pinkinprak 3 года назад +5

    Superbbb song,from Bangladesh.

  • @sanjoynandi9462
    @sanjoynandi9462 3 года назад +2

    Amar babar ei gan ta khub priyo chilo..Beautiful song

  • @vivoindia7370
    @vivoindia7370 3 года назад +3

    এই সব গান অমর এবং সেটা আমার বলার অপেক্ষা একদমই রাখেনা আর অজয় দাস সম্পর্কে কোনো প্রশংসা ই কিন্তু যথেষ্ট নয় আমার মতে।

  • @sandipkhatua3470
    @sandipkhatua3470 3 года назад +34

    সিতীটা রয়েগেলো মানুষটা আর নাই তবু তাপস পালকে পীয় বাঙালী ভুলতে পারবে না

    • @Sudipsharma-m5w
      @Sudipsharma-m5w 2 года назад

      প্রথমে পড়াশোনা একটু শিখুন তারপরে লিখবেন কমেন্ট স্মৃতিটা হয় সিতীটা না

  • @debajitbasak5045
    @debajitbasak5045 4 года назад +13

    This is a really heart touching song

  • @yeasinanwar7662
    @yeasinanwar7662 4 года назад +29

    অমিত কুমার আরও অনেক গান করুক।

  • @ss-ir2ce
    @ss-ir2ce 2 месяца назад

    এ গানের মৃত্যু নেই। ❤

  • @priyankakoley7192
    @priyankakoley7192 4 года назад +23

    ছোটবেলার ভালোবাসা

    • @mrinalsarkar4123
      @mrinalsarkar4123 3 года назад +1

      হুম। তখন ক্লাস ৪ এ পড়তাম আমি। সেইদিনগুলো তে ফিরে যেতে মন চায়।

    • @tapasnag1046
      @tapasnag1046 7 месяцев назад

      আমি তখন college student....

  • @tituTitu-ff2sv
    @tituTitu-ff2sv Год назад +1

    Awesome song Amit kumar da ❤❤

  • @minakshimaiti4244
    @minakshimaiti4244 3 года назад +4

    Ei gan sune choto bela er din mone hoy jay❤️❤️❤️❤️

  • @shumonaroy8058
    @shumonaroy8058 Год назад +1

    One of the masterpieces ♥

  • @ratankundu460
    @ratankundu460 3 года назад +9

    অমিত দার এই গানটা শানু গাইলে ওর নাকটাই ভেঙে যাবে

  • @CricKid_
    @CricKid_ Год назад +1

    One and only Amit Kumar sir.

  • @sunilmanna855
    @sunilmanna855 3 года назад +1

    অসাধারণ বললে কম বলা হয়। এইসব সিনেমা কিংবা গান চিরনতুন চির অমর।

  • @kousicmudi928
    @kousicmudi928 3 года назад +1

    Asadharon

  • @someone1234hah
    @someone1234hah 4 года назад +12

    my very favorite song from 1st year of my University life.....

  • @susamabanerjee3351
    @susamabanerjee3351 Год назад

    Khub valo ❤

  • @md.rafiqulislam1689
    @md.rafiqulislam1689 3 года назад +8

    There is no comparison along with any other song. This day will be forgettable but it is never forgettable.

  • @debjeetghosh515
    @debjeetghosh515 2 года назад +2

    i really dont know does he good or bad in politics. but he is really gem in acting

  • @mrkonak1203
    @mrkonak1203 3 года назад +5

    এই গানটি সুনলে মনে হয় জীবনের চাওয়া ,পাওয়ার হিসেব বোঝায় ।গানটি জীবনমুখী গান ।

  • @santupakira6743
    @santupakira6743 7 месяцев назад +1

    Amit Kumar,ajay das, gouriprasanna jeno gantite jibon diyeche

  • @puspitahazra8116
    @puspitahazra8116 2 года назад +4

    আমরা যা পাই তা সহজেই ভুলে যাই,আর‌ যা পাই না তা কোনো দিন ও ভুলতে পারি না।

    • @rohanroyffgamer3650
      @rohanroyffgamer3650 Год назад

      আমি যা পেয়েছি তা এই জীবনে আর ভুলতে পারবো না

  • @ananyamondal246
    @ananyamondal246 4 года назад +4

    Khub Sundor

  • @amitkumarmandal2453
    @amitkumarmandal2453 4 года назад +8

    কি অপূর্ব সুন্দর গান