মাতৃসঙ্গীত-তুলোর ক্ষেতে মন ভোলান কে রে শিশু শশি: গায়ক সোমনাথ চট্টোপাধ্যায়
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- মা সারদার জন্মতিথি উপলক্ষে
মাতৃসঙ্গীত-তুলোর ক্ষেতে মন ভোলান কে রে শিশু শশি: গায়ক সোমনাথ চট্টোপাধ্যায়
তুলোর ক্ষেতে মন ভোলান কে রে শিশু শশি
ধরার ধূলায় নামল নাকি গগন ছেড়ে আসি ॥
সবুজ ঘাসের পাতায় পাতায়, অঙ্গ তাহার জোছনা মাখায়
দূর্ব্বা বনে ছড়িয়ে যে যায় চাঁদ বদনের হাসি॥
নেমে এল তপ্ত ধরায়, সুধার ধারা নিয়ে
মুছিয়ে দেবে নয়ন বারি, প্রেমের আঁচল দিয়ে
তাই কি-রে দক্ষিণেশ্বরে আগমনী নতুন সুরে
গাইছে রে আজ প্রাণের ঠাকুর আনন্দেতে ভাসি॥
রচনা : চণ্ডিকানন্দ মহারাজ (জীতেন্দ্রনাথ মিশ্র)
সুর : গৌরীশংকর মুখোপাধ্যায়
Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★ Subscribe to us: sanjibani sudha,
অপূর্ব লাগলো মায়ের গানটি দাদা। আপনার গান সব সময়ই মুগ্ধ হয়ে শুনি।প্রনাম দাদা 🙏🏻🙏🏻
এ গান টি এই প্রথম বার শুনলাম। খুবই ভালো লাগলো। আর প্রথমে কথা গুলো মুগ্ধ হয়ে শুনলাম।অসাধারণ কথা ও গায়কী।
মায়ের গান টি মুগ্ধ হয়ে শুনলাম!! খুব ভাল লাগলো। শ্রদ্ধা সহ শুভেচ্ছা গ্রহণ করবেন দাদা 🙏🙏 ভক্তি পূর্ণ প্রণাম গ্রহণ করো মা 🙏🙏🌹🌹
সুন্দর ❤
Joy ma joy aanandamayee
অসাধারণ একটা গান শুনলাম 🙏🏻
অপূর্ব... মন ভরে গেল...🙏🙏