@@sumankalyan6255 ধন্যবাদ দাদা ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, এখন অনলাইনে হয়। কিন্ত এই ভিডিওটা যখন করা হয়েছিল (জুন, ২০২৩), তখন হোত না। ডেসক্রিপশন বক্সেও এটা লেখা আছে।
আপনাকে অনেক ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য। নেওড়াতে থাকলে আপনি যাত্রাপ্রসাদ, চাপড়ামারি, চুকচুকি, মেদলা - গরুমারার এই ওয়াচটাওয়ারগুলোতে জিপ সাফারি করতে পারেন। এর মধ্যে সব থেকে সুন্দর ভিউ যাত্রাপ্রসাদ ও মেদলার। তবে মেদলাতে যেতে গেলে সব থেকে ভালো হবে কালিপুর ইকো ভিলেজে থাকা। কেন, সেটা কালিপুর নিয়ে আমার আর একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আর একটা সাফারি হয়, যেটা কোন ওয়াচ টাওয়ারে নিয়ে যায় না, শুধুই জঙ্গলে ঘোরায়। এটাতে সাইটিং এর সম্ভাবনা কম, কারণ এর রুট বেশীটাই বাফার জোন দিয়ে। এছাড়া ধুপঝোরা ও কালিপুর থেকে আবার এলিফ্যান্ট রাইডও শুরু হচ্ছে। সমস্ত সাফারির জন্য wbsfda.org দেখুন। ------------- নিউ মাল জংশনে নেমে নেওড়া জঙ্গল ক্যাম্পের জন্যে গাড়ি ভাড়া করতে হবে। স্টেশনের বাইরেই গাড়ি পাবেন। তবে প্রয়োজন হলে শুভম রায়ের সঙ্গে কথা বলে নিতে পারেন। আমরা দু বার ওর গাড়িতে গেছি। খুব ভদ্র অমায়িক ছেলেটি। ফোন নাম্বার: 9475808920
ভিডিও টা দেখার জন্য অনেক ধন্যবাদ দাদা। ডেসক্রিপশন বক্সে সব তথ্য দেওয়া আছে। তবু আর একবার বলে দিচ্ছি। আমরা যখন গেছিলাম তখন পাঁচটা ঘরেরই একই ভাড়া ছিল। কিন্তু এখন 1,2 ডিলাক্স রুম - 2000/- । 3,4,5 স্ট্যান্ডার্ড রুম - 1800/- । ডরমিটরি (যে ঘরগুলো আগে অনলাইন বুকিং হোত না) - 1200/- । খাওয়া - 600/- দৈনিক জনপ্রতি।
ভিডিও টা দেখার জন্য অনেক ধন্যবাদ দাদা। Description Box এ সব দেওয়া আছে। তবে এখন ভাড়া চেঞ্জ হয়েছে। আমরা যখন গেছিলাম তখন সব ঘরের একই ভাড়া ছিল। কিন্তু এখন 1,2 ডিলাক্স রুম - 2000 টাকা। 3,4,5 স্ট্যান্ডার্ড রুম - 1800 টাকা। আর ডরমিটরি - 1200 টাকা। খাওয়া - 600 দৈনিক জন প্রতি।
আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমরা যখন গিয়েছিলাম (জুন, 23), তখন চারটে ডরমিটরি রুম অফলাইন বুকিং হোত, ভিডিওতেও সে ব্যাপারে বলেছি। কিন্তু এখন ঐ রুমগুলোও অনলাইন বুকিং এর অপশনে দেখাচ্ছে। তবে খুব সম্ভব এখনো বুকিং অনলাইনে দিচ্ছে না। কারণ যে কোন তারিখেই ঐ রুমগুলো জিরো অ্যাভেলেবল দেখাচ্ছে। তাই এ ব্যাপারে লেটেস্ট আপডেটের জন্য আপনি নেওড়ার কেয়ারটেকার লাখনা কে ফোন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার দেওয়া আছে। অথবা wbfdc.net সাইটে ওদের সল্ট লেকের হেড অফিসের ফোন নম্বর দেওয়া আছে, সেখানেও একবার যোগাযোগ করে দেখতে পারেন।
Video ta sotti e sundor.. khub detailed information..
🙏🙏
খুব সুন্দর জায়গা এবং বর্ণনা।
Bhalo vlog 👍
Onek dhonyobad dada
Very informative. Thanks.
Thank you.
খুব সুন্দর বর্ননা দিয়েছেন আর ভিডিওগ্রাফি ও খুব ভালো।
ধন্যবাদ দাদা।
প্রকৃতিকে এত কাছ থেকে পাওয়া, জানি না আমার কবে যে হবে যাওয়া?
ইচ্ছা থাকলে ঠিক একদিন পৌঁছে যাবেন।
দেখা যাক।
Dormitory অনলাইনে বুক করা যায়। ওরা যা দাম বলেছে সেটা তিন গুণ।
@@sumankalyan6255 ধন্যবাদ দাদা ভিডিওটা দেখার জন্য।
হ্যাঁ, এখন অনলাইনে হয়। কিন্ত এই ভিডিওটা যখন করা হয়েছিল (জুন, ২০২৩), তখন হোত না। ডেসক্রিপশন বক্সেও এটা লেখা আছে।
Dada akhun oi 1200/- dormet room gulo nea,per bed 600/ + GST kore diache
Achha. Updated information er jonye apnake onek dhonyobad.
Sir,
Gari kothay park korechhen. Camp porjonto 4 wheeler niye jaoa jay?
@@protyushdas8237 Hya. Camp e parking er jaiga achhe.
Cycle niye jawa jabe?
Dada ekhan theke ki ki watch tower saffari korte pari?r new mal jn theke kivabe jabo
আপনাকে অনেক ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য।
নেওড়াতে থাকলে আপনি যাত্রাপ্রসাদ, চাপড়ামারি, চুকচুকি, মেদলা - গরুমারার এই ওয়াচটাওয়ারগুলোতে জিপ সাফারি করতে পারেন। এর মধ্যে সব থেকে সুন্দর ভিউ যাত্রাপ্রসাদ ও মেদলার। তবে মেদলাতে যেতে গেলে সব থেকে ভালো হবে কালিপুর ইকো ভিলেজে থাকা। কেন, সেটা কালিপুর নিয়ে আমার আর একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আর একটা সাফারি হয়, যেটা কোন ওয়াচ টাওয়ারে নিয়ে যায় না, শুধুই জঙ্গলে ঘোরায়। এটাতে সাইটিং এর সম্ভাবনা কম, কারণ এর রুট বেশীটাই বাফার জোন দিয়ে।
এছাড়া ধুপঝোরা ও কালিপুর থেকে আবার এলিফ্যান্ট রাইডও শুরু হচ্ছে। সমস্ত সাফারির জন্য wbsfda.org দেখুন।
-------------
নিউ মাল জংশনে নেমে নেওড়া জঙ্গল ক্যাম্পের জন্যে গাড়ি ভাড়া করতে হবে। স্টেশনের বাইরেই গাড়ি পাবেন। তবে প্রয়োজন হলে শুভম রায়ের সঙ্গে কথা বলে নিতে পারেন। আমরা দু বার ওর গাড়িতে গেছি। খুব ভদ্র অমায়িক ছেলেটি। ফোন নাম্বার: 9475808920
আরো কিছু দরকারি informations এর প্রয়োজন ছিল । যেমন , Cottage ৩ , ৪, ৫ এর tariff কত ? ১, ২ এরই বা কত ? খাওয়া খরচা র একটা ধারণা ??
ভিডিও টা দেখার জন্য অনেক ধন্যবাদ দাদা।
ডেসক্রিপশন বক্সে সব তথ্য দেওয়া আছে। তবু আর একবার বলে দিচ্ছি।
আমরা যখন গেছিলাম তখন পাঁচটা ঘরেরই একই ভাড়া ছিল। কিন্তু এখন 1,2 ডিলাক্স রুম - 2000/- ।
3,4,5 স্ট্যান্ডার্ড রুম - 1800/- ।
ডরমিটরি (যে ঘরগুলো আগে অনলাইন বুকিং হোত না) - 1200/- ।
খাওয়া - 600/- দৈনিক জনপ্রতি।
@@saikathazra9403 অনেক ধন্যবাদ।
Barsakale ki open thake?
@@gourabdeb895 Na. 16 Jun - 15 Sept bondho.
কোন রুমের ভাড়া কত,খাবার অসম্পূর্ণ থাকলো।
ভিডিও টা দেখার জন্য অনেক ধন্যবাদ দাদা।
Description Box এ সব দেওয়া আছে।
তবে এখন ভাড়া চেঞ্জ হয়েছে। আমরা যখন গেছিলাম তখন সব ঘরের একই ভাড়া ছিল। কিন্তু এখন 1,2 ডিলাক্স রুম - 2000 টাকা। 3,4,5 স্ট্যান্ডার্ড রুম - 1800 টাকা। আর ডরমিটরি - 1200 টাকা।
খাওয়া - 600 দৈনিক জন প্রতি।
Offline ki booking kora jaye?jdi jaye tahole ki vabe booking kora jaye ektu bolben
আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
আমরা যখন গিয়েছিলাম (জুন, 23), তখন চারটে ডরমিটরি রুম অফলাইন বুকিং হোত, ভিডিওতেও সে ব্যাপারে বলেছি।
কিন্তু এখন ঐ রুমগুলোও অনলাইন বুকিং এর অপশনে দেখাচ্ছে। তবে খুব সম্ভব এখনো বুকিং অনলাইনে দিচ্ছে না। কারণ যে কোন তারিখেই ঐ রুমগুলো জিরো অ্যাভেলেবল দেখাচ্ছে। তাই এ ব্যাপারে লেটেস্ট আপডেটের জন্য আপনি নেওড়ার কেয়ারটেকার লাখনা কে ফোন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার দেওয়া আছে।
অথবা wbfdc.net সাইটে ওদের সল্ট লেকের হেড অফিসের ফোন নম্বর দেওয়া আছে, সেখানেও একবার যোগাযোগ করে দেখতে পারেন।
Nikhut description
Thank you. 😊
Etar bapare kono suggestions
Thik bujhlam na.
Spot booking hoi?
Amra jokhon gechhilam (Jun 23) tokhon dormitory spot booking hoto. Kintu ekhon sob e online.
Sir ami prathamesh