কম খরচে একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছে সবচেয়ে সুন্দর পার্ক থেকে।

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • একটু খোলামেলা পরিবেশ এ পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটাতে আর বাঁধা কোথায়?
    ঢাকার আশেপাশে ঘুরে আসতে চাইলে আর প্রাণ ভরে অক্সিজেন নিতে চাইলে জিন্দা পার্ক তাদের মধে অন্যতম।
    আমার দেখা ঢাকার কাছে সেরা পার্কগুলির মধে একটি।ঢাকার কাছে হওয়ায় আপনি দিনে গিয়ে দিনে ঘুরে আসতে পারবেন।আমাদের এই পর্বে জিন্দা পার্কের কিভাবে যাবেন,পার্ক টি আসলেই দেখতে কেমন এসব নিয়ে আলোচনা করবো।
    নির্মল সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে ২৫০ প্রজাতির ১০ হাজারেরও বেশি গাছ, ফলস্বরূপ পাখ পাখালি দিয়ে মুখরিত থাকে এলাকাটি সবসময়। পার্কটিতে রয়েছে ছোট বড় মিলিয়ে ৫টি জলাধার।
    বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এক পার্ক,গ্রামীণ পরিবেশ এ এসে কিছুক্ষনের জন্য মনে হতেই পারে এক ছিমছাম গ্রামে চলে এসেছেন।
    থাকার ব্যবস্থা: জিন্দা পার্ক এ ঘুরতে ঘুরতে যদি কখনও মনে হয় যে রাতে থেকে যেতে পারলে মন্দ হতো না, সেক্ষেত্রেও কোন চিন্তার কারণ নেই। কারণ রাতে থাকার জন্যে আছে মহুয়া গেস্ট হাউজ।
    জিন্দা পার্কের ভেতরে রেস্টুরেন্ট পাওয়া যাবে খাবারের জন্য। খাওয়ার জন্য পার্কের ভিতর মহুয়া স্ন্যাকস অ্যান্ড মহুয়া ফুডস রেস্টুরেন্ট আছে। ভাত/ভাজি/ডাল/মাংস ২০০/২৫০ টাকার।
    ফ্যামিলি পিকনিকের জন্য জিন্দা পার্ক এখন বেশ পরিচিত জায়গা। কাঠের ব্রিজ পার হয়ে দিঘির মাঝামাঝি তৈরি করা বাঁশের টি রুমে বসে প্রিয়জনের সঙ্গে এক কাপ চা কিংবা জলে পা ডুবিয়ে বসে থাকার সময়গুলো দারুণ উপভোগ করবেন।
    জিন্দা পার্কে প্রবেশের টিকিট মূল্য প্রাপ্তবয়স্ক প্রতিজন ১০০ টাকা। ৫ বছরের নিচে ছোট বাচ্চাদের টিকেট ৫০ টাকা। খাবার নিয়ে প্রবেশ করলে টিকিটের মুল্য হবে ১২৫টাকা। এছাড়া লাইব্রেরিতে প্রবেশমুল্য ১০ টাকা এবং পুকুরে নৌকায় ঘুরে বেড়াতে পারেন, খরচ পড়বে ৩০ মিনিট ২০০ টাকা।
    জিন্দা পার্কে যাওয়ার উপায় -
    জিন্দা পার্কে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে তবে সবচাইতে ভালো উপায় হল কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল ৩০০ ফিট হয়ে যাওয়া।
    পূর্বাচল 300 ফিট দিয়ে যদি আপনি যেতে চান তাহলে প্রথমে আপনাকে কুড়িল বিশ্বরোড হতে বিআরটিসি কাউন্টার থেকে টিকেট কাটতে হবে কাঞ্চন ব্রিজের ভাড়া নিবে ৪০ টাকা। কাঞ্চন ব্রিজের একটু আগে নেমে হাতের বা দিকে বাইপাস হয়ে সরাসরি আপনি চলে যেতে পারবেন জিন্দা পার্কে। কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্ক এর দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। কাঞ্চন ব্রিজের একটু আগে বাইপাসের মরে আপনি জিন্দা পার্কে যাওয়ার জন্য অটোরিকশা পাবেন অটোরিকশা জনপ্রতি ভাড়া ৩০ থেকে ৪০ টাকা নেবে এবং আপনি যদি পুরো অটোরিকশা রিজার্ভ নিতে চান তাহলে ভাড়া নেবে ১৪০ থেকে ১৫০ টাকা।
    zinda park, Narayanganz

Комментарии • 13

  • @FarukHossain-jn2ro
    @FarukHossain-jn2ro 3 года назад +1

    ভিডিও টি অসম্ভব সুন্দর লেগেছে 🥰🥰

    • @VoboghureCouple
      @VoboghureCouple  3 года назад

      অশেষ ধন্যযোগ। দোয়া ও ভালোবাসা নিবেন। আর এভাবেই আমাদের পাশে থাকবেন।

  • @mohammadshafiqulislam6721
    @mohammadshafiqulislam6721 3 года назад +1

    Beauty of nature 💕

    • @VoboghureCouple
      @VoboghureCouple  3 года назад

      অশেষ ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাই আমাদের কাজ করার সাহস যোগায়। নিরন্তর শুভকামনা আপনার জন্য। আর এভাবেই আমাদের পাশে থাকবেন।

  • @mamunurrashad9221
    @mamunurrashad9221 3 года назад +1

    Nice Video

    • @VoboghureCouple
      @VoboghureCouple  3 года назад

      অশেষ ধন্যযোগ। দোয়া, ভালোবাসা ও স্নেহ নিও।

  • @rafiqhossain4677
    @rafiqhossain4677 3 года назад +1

    খুব সুন্দর

  • @arminmim457
    @arminmim457 3 года назад

    বেশ সুন্দর পার্ক

  • @shahriarnafees2234
    @shahriarnafees2234 3 года назад

    খুব সুন্দর ❤️

  • @khatizakhatun1770
    @khatizakhatun1770 3 года назад

    অনেক সুন্দর জায়গা

  • @khokonpk7070
    @khokonpk7070 3 года назад +1

    এভাবেই পুরো বিশ্ব তোমাদের চোখে দেখতে চাই।

    • @VoboghureCouple
      @VoboghureCouple  3 года назад

      অশেষ ধন্যযোগ। দোয়া ও ভালোবাসা নিবেন।