এই আহলে হাদীসরা কোরয়ান হাদীস কিছু কিছু মানে কিন্তু ইজমা কিয়াস মানেনা এই জন্য এরা গোমরা। এরা শরিয়ত কিছু বুঝে কিন্তু মারেফাত (আল্লাহর পরিচয়) বুঝেনা।অথচ শরিয়ত ও মারেফাত একই জিনিস। দুই জিনিস ছাড়া কামেল মোমেন হওয়া যায়না।এবং কামেল মোমেনের ট্রেনিং নিতে হয়,হক্কানী পীর মাশায়েক থেকে।ভেদে মারেফাত চরমোনাইর কিতাব নয়।চরমোনাই মুজাহিদ প্রকাশনা থেকে প্রকাশিত।ভেদে মারেফাত বুঝবে তারা যাদের মধ্যে এলমে মারেফাত ও এলমে শরিয়ত আছে। ভাই,ইসলাম সম্পর্কে আপনার গ্যান একেবারেই সীমিত সেই জন্য বুঝবেননা।চরমোনাই হক তরিকা, আপনি বুঝেন নাই বলে এটি বেহক হয়ে যাবেনা।আবু জাহেল, আবু লাহাব ইসলাম বুঝে নাই বলে রাসুল বেহক হয়ে যায় নাই।এই আহলে হাদীসের লোকেরা গোমরা।এদের কথা শুনে আপনি যদি চরমোনাইকে গালি দেন,বেহক বলেন,তাহলে বুঝতে হবে আপনি ও গোমরা হয়ে গেছেন।
@@sifatkhanprogaming9753 ভাইজান, আপনী একটু দয়া করে যাচাই করে দেখেন।কোনটা সটিক? আপনি কোরআন ও হাদিসের রেপারেন্স না দিতে পারলে মহান আল্লাহর দরবারে মিথ্যাবাদী হবেন।
ব্রাদার রুহুল,আচ্ছালামু আলাইকুম,সহী বুখারীতে লেখা আছে: আমি সারমর্ম বলছি, এক ব্যক্তি এক মাসের সামান উটের পিঠে তুলে যাত্রা শুরু করল। এক মাসের পথ। মাঝপথে কোন বাড়ী-ঘর নেই। আধা পথে এসে একটি গাছ পেল । গাছের ছায়ায় বসে পরল। মৃদু মন্দ বাতাস প্রবাহিত হচ্ছিল। আস্তে আস্তে তিনি ঘুমিয়ে পরলেন। একটু পরে জেগে দেখলেন,উটটি উধাও হয়ে গেছে। খোলা মরুভূমিতে কোথাও উট দেখা গেল না। অগত্যা তিনি মরার নিয়ত করে আবারও ঘুমিয়ে পরলেন। একটু পরে জেগে দেখেন, উট এসে তার শিওরে দারিয়ে আছে। লোকটি উটের পিঠে উঠে যাত্রা করলেন। মহান নবী বলছেন: লোকটি এত খুশী হয়েছিল যে খুশীতে বলে ফেলল: ও আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার রব,আর আপনি আমার গুলাম! আপনি এখন ঐ লোকটিকে কি মুশরেক বলবেন? হাদিসে তাকে মুশরিক বলা হয়নি,বরং তার প্রশংসা করা হয়েছে। আনন্দের অতিশয্যে তার কথা উল্টা হয়ে গিয়েছিল। তার বলা উচিৎ ছিল:“ও আল্লাহ! নিশ্চয়ই আপনি আমার রব, আর আমি আপনার গুলাম! ” নফল ইবাদত করতে করতে কেউ কেউ আল্লাহ পাকের নৈকট্য হাছেল করে। তারা অনেক সময়ে কোন কোন হালাতে,বেখেয়ালে,বেহুশ অবস্থায় উল্টা-পাল্টা বলে ফেলেন। তাদের মনের হালাতের উপর আল্লাহ তাদের বিচার করবেন। মনের কোন্ অবস্থায় শামসেত তিবরিজী বলেছিলেন, আমার হুকুমে উঠ,আল্লাহর কাছে আবার কি জিজ্ঞাসা করব? ঐ সময় তার মনের অবস্থার কথা কি ছিল আপনি কি জানেন? না জেনে আপনি তাদের কথার মিথ্যা অপবাদ ও তহমত দিচ্ছেন কেন? তাছাড়া, ঘটনাটি হযরত মাওলানা ইসহাক সাহেব র:-এর নিজের নয়। তিনি অন্য ব্যক্তির কথার উদ্ধৃতি দিয়েছেন। তা ছাড়া ভেদে মারেফত- কোন আকীদার বই নয়, গল্পের বই। পুরিয়ে ফেললেই বা কি আসে যায়? ছোটখাট বিষয় নিয়ে আপনারা মশা মরতে কামান দাগছেন কেন? এভাবে আপনারা উম্মাতের মধ্যে দ্বন্ধ সৃষ্টি করছেন, উম্মাতকে বিভিন্ন দলে ভাগ করে দিচ্ছেন, বিভাজন সৃষ্টি করছেন। হযরত মাওলানা লুতফর রহমান সাহেব দা:বা:বলেছেন, “যারা উম্মাতের মধ্যে বিভাজন সৃষ্টি করে তারা জাতির দুশমন।” আল্লাহ বলেছেন: যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে, তারা নবী,সিদ্দীক,শহীদ ও নেককার লোকদের সঙ্গী হয়, যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন, তাঁরা কতই না উত্তম সঙ্গী! ( কুর’আন ৪:৬৯)। চতুর্থ প্রকার লোক এখনও দুনিয়াতে আছেন। তাঁদেরকে অপবাদ না দিয়ে তাঁদের সঙ্গী হওয়া ভাগ্যের কথা। কত শত চোর ডাকাত, গুন্ডা,বদমায়েশ তাঁর ওয়াজ শুনে মু’মীন মুসলমান হয়েছেন। বাংলার লক্ষ লক্ষ লোক তাঁকে ভালবাসে, হাজার হাজার বিখ্যাত আলেম তাঁর প্রশংসা করেন। তিনি উচ্চ পযার্য়ের ওলী ছিলেন ।“আওলীদের কারামত সত্যে” -এটি আহলে সুন্নাত ওয়ালজামাতের আকীদা। তাঁর সময়কার লোকেরা তাঁর কারামত জানত। এক ব্যাক্তি তার ১৮ বছরের বোবা ছেলেকে এনে বললেন ,হুযুর একটু দুয়া করে দিন,ছেলেটি বোবা। তিনি বিরক্ত বোধ করছিলেন। লোকটি বারবার তোষামদ করায় হুযুর কি দুয়া পড়ে ফুঁ দিলেন,সঙ্গে সঙ্গে ছেলেটি আব্বা বলে ডাক দিল ,আর খুশিতে লোকটি কেঁদে দিলেন। আল্লাহ বলেছেন: “যে ব্যক্তি আমার কোন ওলীর সঙ্গে দুশমনি করে আমি তার বিরূদ্ধে যুদ্ধ ঘোষনা করি।”আদার ব্যাপারী হয়ে আপনার জাহাজের খবর নেয়ার কী দরকার ছিল? আপনি বিএ পাশ করে কি নিউটোনের কুয়ানটাম থিওরী আর আইনিষ্টাইনের থিওরী অব রিলেটিভিটির ভুল ধরতে পারেন? প্রবাদে বলে : যাকে দেখতে নারি, তার চলন বাঁকা। একটি মহল ইমিটেশন দেখে না বুঝে খাঁটি সোনাকে প্রত্যাখ্যান করে। খুঁজে খুঁজে তাঁদের দোষ বের করে আর ফলাও করে প্রচার করে। আপনি তাঁর সম্বন্ধে না জেনে, না শুনে লক্ষ লক্ষ লোকের সামনে আল্লাহর এমন একজন ওলীকে টিটকারি করে, তাঁকে ব্যাঙ্গ-বিদ্রূপ করে,তাঁর বই থেকে দুর্গন্ধ বের করলেন, তাঁর বই দিয়েই তাঁর ভন্ডামী প্রকাশ করে দিলেন যে তাঁর আকীদা কবুল হবে না। এতে আপনার নেকের পাল্লা কি গগনচুম্মী হচ্ছে, না কি একজন নেককার মুসলমানের প্রতি নিন্দা- কুৎসার বৃষ্টি বর্ণ করার ও অপবাদ দেয়ায় আপনার গুনাহের পাল্লাহ ভারি হচ্ছে? তারপর যারা আপনাকে এ কাজ করতে পরামর্র্ দিচ্ছে তারা কি আপনার পাপের ভাগ নিবে?
চরমোনাইকে চিনে রাখো। যারা চরমোনাইয়ের মুরিদ তাদের প্রতি আমার কোন অভিযোগ নাই। আমরা কিছু মানুষ খুব সহজ সরল। আমাদের সহজ সরলতাকে কাজে লাগিয়ে একদল মানুষ তাদের স্বার্থে ধর্মকে একটু ভিন্নপথে নিয়ে যাচ্ছে। আল্লাহ সকলকে ভালো বুঝ দান করুন।
আপনার উচিত যদি এই বই চরমোনাই হুজুর লিখে থাকে তাহলে তার ভুল ধরিয়ে দেওয়া।চরমোনাই হুজুর বলেছেন তারা যদি কোন কিছু ভুল করে থাকেন তাহলে ধরিয়ে দেন। তারা সংশোধন করবে ইনশাআল্লাহ।
একটা বই ৫০ বার পড়ে তার পরে বাজারে চারে ,আপনার কী মনে হয় ??এই বই টা কি তারা পড়েনি ,যারা সমাধান করবে আপনি বলতেছেন। এ খন আপনার কাছে প্রশ্ন আপনি এই বিষয়টা কি মনে করেন।
ঢাক ঢোল পিটিয়ে এইরকম করে একজন আলেম কে ছোট করার কোন অর্থ হয়না। আপনি যেই কাজটা করলেন এইটা কোন মানুষের চরিত্রের মধ্য পরেনা। এটা ইবলিশের চরিত্র। আল্লাহ্ আপনাকে হেদায়েত করুন।
এই বইটা যদি সবাইকে দেখাতে পারে এবং প্রমাণ দিতে পারে যে আমাদের চরমোনার পীরসাহেব এরকম কিছু লিখছে তা হলে মানুষ মানবে আর যদি না পারে তাহলে এরকম লোককে কি করা উচিত, আমার উচিত তাকে ঝারু দিয়ে পিঠানো উচিত
ব্রাদার রাহুলের কথা পুরাই ভুল জাতিকে সাবধান করার জন্য মরহুম পীর সাহেব এই কথা লিখেছিলেন পাশের টিকাও দেওয়া আছে এসব কথা বলা কুফরি একবার তো বললেন না পাশে যে টিকা দেওয়া আছে হে আল্লাহ ব্রাদার রাহুল থেকে জাতিকে হেফাজত করুন
না বুঝিয়া, সমালোচনা করিয়া সাধারন মানুষের মাঝে কেনো বিভ্রান্ত শৃষ্টি করেন। যদি কোনো কিছু হয়েই থাকে তবে চরমোনাই হুজুরের মাঝে গিয়ে সংশোধন করেন, তা তো করবেনা,
সারা পৃথিবীতে যখন মুসলমানরা আক্রান্ত হচ্ছে।ভারতে মসজিদ পুরিয়ে দেয়া হচ্ছে।মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে অথচ এরা আছে কাদাছুরাছুরি নিয়ে।আবার বলতেছে কার বই, কার বই?একমাত্র চরমোনাই ছাড়া বর্তামানে এদেশে ইসলাম বিরোধীদেরকে হুশিয়ার করে দেওয়ার সাহস এদের নাই।বায়তুল মোকাররমে দাড়িয়ে মুদিকে হুংকার দেওয়ার সাহস এদের নাই।একমাত্র চরমোনাই ছাড়া সরকারকে ইসলাম বিরোধী কর্মকান্ড না করার জন্য হুশিয়ারি দেয়ার সাহস এদের নাই।চরমোনাই যখন সারাবিশ্বের মুসলিমদের অধিকার নিয়ে লড়াই করে সেখানে এদের মতো কতিপয় আলেম চরমোনাই নিয়ে সমালোচনা করে।ফলে কি হয়?মুসলমানদের মধ্যে বিভাজন তৈরী হয়।মুসলমানরা সংখ্যালগু হয়ে যায়।বিশ্বের বিভিন্ন প্রান্তে অমুসলিমদের হাতে মুসলমানরা অত্যাচারিত হয়।চরমোনাই কি কাউকে ডেকে নিয়েছে তাদের মুরিদ হওয়ার জন্য?যারা মুসলমানদের ভিভাজন করে তারা আলেম না।
বেয়াদব হুজুরের বেয়াদবি কথা পারলে হুজুরের সাথে মোকাবেলা করুন বইটা নিয়ে ভুল হলে সংশোধন করে নিবে যে ভুল করে কার কাছে গিয়ে বলতে হয় ভাই আপনার এই কাজটি ভুল হয়েছে আর কখনো এরকম কাজ করিবেন না আপনার মত বেয়াদব হুজুরেরা সংশোধনের কথা না বলিয়ে ইমোতে লিপ্ত হয় পারলে সঙ্গে দেখা করে যে সমস্ত কথা বলেন সংশোধন হবে যদি না হয় এরপর আপনি বলবেন আমি বলার পরও সংশোধন হয়নি এ কথা যদি আপনার বলা ভুল হয়ে থাকে আপনিও সংশোধন হয়ে যান আর কখনো কারো গীবত করিবেন না একজন হুজুর আপনি জানেন না গীবত কত বড় গুনার কাজ
এ ঘটনাকে কেন্দ্র করে ঐ পীরকে কাফের বা ভন্ড বলে ফতোয়া দেওয়া যাবে না। তাছাড়া এ ধরনের এখতেলাফি মাসআলা আম লোকদের সাথে না বলে , আলেম সমাজে আলোচনা করা উচিত ।
ইসলাম সম্পর্কে আপনার গ্যান একেবারেই সীমিত সেই জন্য বুঝবেননা।চরমোনাই হক তরিকা, আপনি বুঝেন নাই বলে এটি বেহক হয়ে যাবেনা।আবু জাহেল, আবু লাহাব ইসলাম বুঝে নাই বলে রাসুল বেহক হয়ে যায় নাই।এই আহলে হাদীসের লোকেরা গোমরা।এদের কথা শুনে আপনি যদি চরমোনাইকে গালি দেন,বেহক বলেন,তাহলে বুঝতে হবে আপনি ও গোমরা হয়ে গেছেন।
@@sifatkhanprogaming9753 ভাই, দুই টা প্রশ্ন । ভিডিওতে বইএর যেই পার্ট গুলোর কথা বলা হয়েছে এটা কি মিথ্যা ? দ্বিতীয়, যদি সত্যি হয় তাহলে এই কথা গুলা আপনার মতে কি ঠিক ?
ভাই এইরকম আকিদা নিয়া কেমনে আল্লাহর কাছে ধারাবেন একটুত লজ্জা থাকার দরকার কি ভাবে জুরগলায় পির সাহেবের মিথ্যা কথা সায় দিতাছেন মনে রাইখেন আল্লাহ পাক পতিটি কথার হিসাব নিবেন সেই দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেনত।
এ হালার ফলা তুই কুরআন শরীফ মানো তাইলে কুরআন শরীফে কি কোনো যায়গায় কোনো পীরের কথা অথবা কোনো আল্লাহ ওয়ালার অনুসরন করার কথা বলেনি ভালো করে কুরআন শরীফ রিচার্জ কর আর কতো ইমানটা ধ্বংস করবি আলেমদের বিরুদ্ধে বলে তোদের কারোনেইতো আজ আল্লাহর গজব আসে
এ টি যে চরমোনাইর হুজুরের লেখা সেটা কি করে বুঝবো। এটা তো আপনি ও লেখে বলতে পারেন।চরমোনাই কখনো ভন্ড হতে হতে পারেনা। আপনি চমোনাইর বিরুদ্দে জনগনকে ভুল বোঝাছেন।।
এই বই যে চরমোনাই লেখে নাই তার কি প্রমান আছে , তোমারে কি চরমোনাই নিজে জানাইছে সে লেখে নাই ? চরমোনাই এর সৎ সাহস থাকলে সে নিজেই বলতো। মূর্খ ভন্ড পীর এই লোক। আর যারা ভক্ত তাদের কথা কি বলব, সব জ্ঞানহীন অন্ধ।
@@mainuddinmiah2642 চরমোনাইর কিতাব'ভেদে মারেফত' নিয়ে আমির হামজা ও রাহুলের জগন্য মিথ্যাচার এর জবাব। চরমোনাই মুজাহিদ প্রকাশনা কতৃক প্রকাশিত কিতাব 'ভেদে মারেফাত ও আশেক মাসুক কিতাব নিয়ে মওদুদী জামাতের আমির হামজা ও আহলে হাদীসের গোমরা রাহুল,জগন্য অপবাদ ও মিথ্যাচারের করেছে।এই জন্য আমি আল্লাহর দরবারে দুনিয়াতেই তার বেইজ্জতির ফরিয়াদি। ভেদে মারেফাতে কিতাবটি চরমোনাইর লিখিত কিতাব।এই কিতাবের মধ্যে সামসুসতাবরিজী রঃ এর একটি নকল দেওয়া আছে।এই নকলটি থেকেই এই কথাগুলো আসছে। ভেদে মারেফাত কিতাব সাধারন কোন কিতাব নয়।এই কিতাবটি মূলত আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর আশেকদের জন্য লেখা ।এই কিতাবের ১৫ পৃষ্ঠায় লিখা আছে 'হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও' *১ (এটি সামসুততাবরাজী রঃ এর কথা,চরমোনাইর কথা নয়)। খেয়াল করুন,এখানে স্টার এক দেওয়া আছে। একই পৃষ্ঠায় লিখা আছে ' তাহার আন্দাজ নাই। *২ মানে আল্লাহর আন্দাজ নাই।(এটিও তাবরিজী রঃ কথা,চরমোনাইর কথা নয়)। খেয়াল করুন এখানে স্টার টু দেওয়া আছে) ১৬ পৃষ্ঠায় আরেকটি বাক্য আছে 'আল্লাহ পাকের দরবার থেকে রুহ চিনিয়ে নিয়েছি' *৩ (এটিও তাবরাজী রঃ কথা,চরমোনাইর কথা নয়।) এখানে স্টার তিন দেওয়া আছে।আমরা জানি এই ০৩টি বাক্যই সাধারণ মুসলমানদের জন্য কুফুরি কথা।কিন্তু আল্লাহর খাস দেওয়ানা বান্দাদের জন্য সেটি কেমন? ভেদে মারেফাত কিতাবের ১৬ পৃষ্টার নীচে লিখা টিকাটি দেখুন,তাতে কি লিখা আছে? --------------------------------------------- টিকাঃ (*১)(*২)(*৩) এই ধরনের কথা বলা সাধারনের জন্য পরিস্কার কুফুরী গন্য হবে।কিছু আল্লাহ পাকের দেওয়ানা বান্দাগন এশকের চরম হালতে অন্তরের ভারসাম্য হারাইয়া এক প্রকার বেহুস অবস্হায় কদাচিৎ(মানে কখনও কখনও) এরকম বলিয়া ফেলেন। মাওলানা রুমি রঃ বলিয়াছেন,আল্লাহ পাকের আশেকদের এই ধরনের উক্তি এশকের জোশ বশতঃ ঘটিয়া যায়,তাই আল্লাহ পাকের নিকট তাহা অপরাধ বলিয়া গন্য হয়না,যেরুপ শিশু যদি পিতার মুখে থাপ্পড় মারে কিংবা দাঁড়ি চিড়িয়া পেলে পিতার নিকট তাহা পীড়াদায়ক হয়না বরং তাহাতে আরও মহ্বতের জোয়ার উঠে। ------------------------------------- প্রিয় দর্শক,এবার আপনারাই ভাবুন এই আমির হামজা মওদুদী আকিদার কেমন আলেম?আল্লাহকে পাওয়ার একটি সহি তরিকাকে ভুল আকিদা প্রমান করার চেষ্টা চালিয়েছে। দর্শকদের ভুল বুঝিয়েছেন তার বয়ানের মাধ্যমে।এখনও সময় আছে আপনারা এই জাতীয় গোমরা আলেম থেকে দূরে সরে যান।ইমান বাচাঁন আপনার এবং আপনার পরিবারের।
@ Rashid Chowdhury, দাললি আর কতই করবেন নিজের কথায় তো নিজই ধরা। আর হুজুররে কথা না বুঝলাম। কিন্তু হুজুর এসব কুফরি বইয়ে কেন জায়গা দিলেন।আর প্রতিবাদ করলেন না কেন। জবাব দেন সৎ সাহস থাকলে।
আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি সব কিছুর মালিক এক আল্লাহ তায়ালা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। আমি একটা কথা বলতে চাই। চরমোনার হুজুরদের দোষ দেওয়ার আগে নিজের দোষটা দেখেন
চরমোনাইর কিতাব'ভেদে মারেফত' নিয়ে আমির হামজা ও রাহুলের জগন্য মিথ্যাচার এর জবাব। চরমোনাই মুজাহিদ প্রকাশনা কতৃক প্রকাশিত কিতাব 'ভেদে মারেফাত ও আশেক মাসুক কিতাব নিয়ে মওদুদী জামাতের আমির হামজা ও আহলে হাদীসের গোমরা রাহুল,জগন্য অপবাদ ও মিথ্যাচারের করেছে।এই জন্য আমি আল্লাহর দরবারে দুনিয়াতেই তার বেইজ্জতির ফরিয়াদি। ভেদে মারেফাতে কিতাবটি চরমোনাইর লিখিত কিতাব।এই কিতাবের মধ্যে সামসুসতাবরিজী রঃ এর একটি নকল দেওয়া আছে।এই নকলটি থেকেই এই কথাগুলো আসছে। ভেদে মারেফাত কিতাব সাধারন কোন কিতাব নয়।এই কিতাবটি মূলত আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর আশেকদের জন্য লেখা ।এই কিতাবের ১৫ পৃষ্ঠায় লিখা আছে 'হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও' *১ (এটি সামসুততাবরাজী রঃ এর কথা,চরমোনাইর কথা নয়)। খেয়াল করুন,এখানে স্টার এক দেওয়া আছে। একই পৃষ্ঠায় লিখা আছে ' তাহার আন্দাজ নাই। *২ মানে আল্লাহর আন্দাজ নাই।(এটিও তাবরিজী রঃ কথা,চরমোনাইর কথা নয়)। খেয়াল করুন এখানে স্টার টু দেওয়া আছে) ১৬ পৃষ্ঠায় আরেকটি বাক্য আছে 'আল্লাহ পাকের দরবার থেকে রুহ চিনিয়ে নিয়েছি' *৩ (এটিও তাবরাজী রঃ কথা,চরমোনাইর কথা নয়।) এখানে স্টার তিন দেওয়া আছে।আমরা জানি এই ০৩টি বাক্যই সাধারণ মুসলমানদের জন্য কুফুরি কথা।কিন্তু আল্লাহর খাস দেওয়ানা বান্দাদের জন্য সেটি কেমন? ভেদে মারেফাত কিতাবের ১৬ পৃষ্টার নীচে লিখা টিকাটি দেখুন,তাতে কি লিখা আছে? --------------------------------------------- টিকাঃ (*১)(*২)(*৩) এই ধরনের কথা বলা সাধারনের জন্য পরিস্কার কুফুরী গন্য হবে।কিছু আল্লাহ পাকের দেওয়ানা বান্দাগন এশকের চরম হালতে অন্তরের ভারসাম্য হারাইয়া এক প্রকার বেহুস অবস্হায় কদাচিৎ(মানে কখনও কখনও) এরকম বলিয়া ফেলেন। মাওলানা রুমি রঃ বলিয়াছেন,আল্লাহ পাকের আশেকদের এই ধরনের উক্তি এশকের জোশ বশতঃ ঘটিয়া যায়,তাই আল্লাহ পাকের নিকট তাহা অপরাধ বলিয়া গন্য হয়না,যেরুপ শিশু যদি পিতার মুখে থাপ্পড় মারে কিংবা দাঁড়ি চিড়িয়া পেলে পিতার নিকট তাহা পীড়াদায়ক হয়না বরং তাহাতে আরও মহ্বতের জোয়ার উঠে। ------------------------------------- প্রিয় দর্শক,এবার আপনারাই ভাবুন এই আমির হামজা মওদুদী আকিদার কেমন আলেম?আল্লাহকে পাওয়ার একটি সহি তরিকাকে ভুল আকিদা প্রমান করার চেষ্টা চালিয়েছে। দর্শকদের ভুল বুঝিয়েছেন তার বয়ানের মাধ্যমে।এখনও সময় আছে আপনারা এই জাতীয় গোমরা আলেম থেকে দূরে সরে যান।ইমান বাচাঁন আপনার এবং আপনার পরিবারের।
@@monuarhossain5866 চরমোনাইর কিতাব'ভেদে মারেফত' নিয়ে আমির হামজা ও রাহুলের জগন্য মিথ্যাচার এর জবাব। চরমোনাই মুজাহিদ প্রকাশনা কতৃক প্রকাশিত কিতাব 'ভেদে মারেফাত ও আশেক মাসুক কিতাব নিয়ে মওদুদী জামাতের আমির হামজা ও আহলে হাদীসের গোমরা রাহুল,জগন্য অপবাদ ও মিথ্যাচারের করেছে।এই জন্য আমি আল্লাহর দরবারে দুনিয়াতেই তার বেইজ্জতির ফরিয়াদি। ভেদে মারেফাতে কিতাবটি চরমোনাইর লিখিত কিতাব।এই কিতাবের মধ্যে সামসুসতাবরিজী রঃ এর একটি নকল দেওয়া আছে।এই নকলটি থেকেই এই কথাগুলো আসছে। ভেদে মারেফাত কিতাব সাধারন কোন কিতাব নয়।এই কিতাবটি মূলত আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর আশেকদের জন্য লেখা ।এই কিতাবের ১৫ পৃষ্ঠায় লিখা আছে 'হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও' *১ (এটি সামসুততাবরাজী রঃ এর কথা,চরমোনাইর কথা নয়)। খেয়াল করুন,এখানে স্টার এক দেওয়া আছে। একই পৃষ্ঠায় লিখা আছে ' তাহার আন্দাজ নাই। *২ মানে আল্লাহর আন্দাজ নাই।(এটিও তাবরিজী রঃ কথা,চরমোনাইর কথা নয়)। খেয়াল করুন এখানে স্টার টু দেওয়া আছে) ১৬ পৃষ্ঠায় আরেকটি বাক্য আছে 'আল্লাহ পাকের দরবার থেকে রুহ চিনিয়ে নিয়েছি' *৩ (এটিও তাবরাজী রঃ কথা,চরমোনাইর কথা নয়।) এখানে স্টার তিন দেওয়া আছে।আমরা জানি এই ০৩টি বাক্যই সাধারণ মুসলমানদের জন্য কুফুরি কথা।কিন্তু আল্লাহর খাস দেওয়ানা বান্দাদের জন্য সেটি কেমন? ভেদে মারেফাত কিতাবের ১৬ পৃষ্টার নীচে লিখা টিকাটি দেখুন,তাতে কি লিখা আছে? --------------------------------------------- টিকাঃ (*১)(*২)(*৩) এই ধরনের কথা বলা সাধারনের জন্য পরিস্কার কুফুরী গন্য হবে।কিছু আল্লাহ পাকের দেওয়ানা বান্দাগন এশকের চরম হালতে অন্তরের ভারসাম্য হারাইয়া এক প্রকার বেহুস অবস্হায় কদাচিৎ(মানে কখনও কখনও) এরকম বলিয়া ফেলেন। মাওলানা রুমি রঃ বলিয়াছেন,আল্লাহ পাকের আশেকদের এই ধরনের উক্তি এশকের জোশ বশতঃ ঘটিয়া যায়,তাই আল্লাহ পাকের নিকট তাহা অপরাধ বলিয়া গন্য হয়না,যেরুপ শিশু যদি পিতার মুখে থাপ্পড় মারে কিংবা দাঁড়ি চিড়িয়া পেলে পিতার নিকট তাহা পীড়াদায়ক হয়না বরং তাহাতে আরও মহ্বতের জোয়ার উঠে। ------------------------------------- প্রিয় দর্শক,এবার আপনারাই ভাবুন এই আমির হামজা মওদুদী আকিদার কেমন আলেম?আল্লাহকে পাওয়ার একটি সহি তরিকাকে ভুল আকিদা প্রমান করার চেষ্টা চালিয়েছে। দর্শকদের ভুল বুঝিয়েছেন তার বয়ানের মাধ্যমে।এখনও সময় আছে আপনারা এই জাতীয় গোমরা আলেম থেকে দূরে সরে যান।ইমান বাচাঁন আপনার এবং আপনার পরিবারের।
@@rashidchowdhury2676 বাহ!! কি সুন্দর ব্যাখ্যা করিলেন ভাই... মারহাবা, মারহাবা! পীর সাব আক্বীদা বিধ্বংসী কথা বলবেন আর সেই বিষয়ে কেউ কথা বললে সেই খারাপ। রাসূল সা. এর চেয়েও মনে হয় ঐ আল্লাহর ওলী!! আল্লাহর বেশি আপন, রাসূল সা. এই ধরনের কথা বললেন না, আর আল্লাহকে পাওয়ার নতুন সহীহ পদ্ধতি আবিষ্কার করেছে.. মারহাবা... একটু অন্তর থেকে চিন্তা ভাবনা করুন.. আর একটু পড়ালেখা করুন ভাই.. আল্লাহ বোঝার তৌফিক দান করুন
ভাই আপনাকে একটা পরামর্শ দেই।আপনি চরমোনাই পির মুফতি ফয়জুল করিম হুজুর কাছে এই বই নিয়ে যান।হুজুর কে বলেন যে হুজুর আপনাদের এত ভুল আপনারা ইসলামের পক্ষে নাই।হুজুর কি বলে সেটা যানান।বদনাম করার আগে।যেনে নিন।আসলে রহস্য কি
সম্মানিত মুসলমান গন আসসালামু আলাইকুম আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কিছু কথা বলতে চাই কথা গুলো হলো এই বক্তা যে কথাগুলো বলছে তা চরমোনাই পীর সাহেবের কথা না অন্য একজন আল্লাহর অলির কথা এবং এ কথাগুলো লেখার পরে চরমোনাই পীর সাহেব হজুর নোট আকারে বুঝিয়েছেন কেউ যদি হুঁশ থাকা অবস্থায় ঔ কথা গুলো বলে সে পথভ্রষ্ট হয়ে যাবে আর যদি বেহুঁশ অবস্থায় বলে তাহলে ভিন্ন কথা কোন সমস্যা হবে না। যেমন রোজা রাখা ব্যক্তি যদি মনের ভুলে কোন কিছু খেয়ে ফেলে তাহলে কিন্তু রোজা নষ্ট হবে না রোজা হবে। আপনারা সবাই বইটি ভালো ভাবে পড়বেন আমি নিজে পড়েছি। আর এই বক্তা কিন্তু হক্কানি হজুরদের গীবত করে বেড়ায় সে মনে হয় ইহুদিদের দালাল। আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত দান করেন আমিন।
ভাই ওয়ায়েজিনে কেরাম আপনাকে আল্লাহ হেদায়াত দান করুক!! আর আপনারা যারা না বুঝে ওই ভন্ড হুজুর এর কথা বিস্বাস করিতেছেন তাদের কে বলছি এই হুজুর কে আপনি কতো দিন চিনেন আর সে কে আপনারা কি ভাবে বুঝবেন সে ভালো,,
কোনো দলের অন্ধ ভক্ত না হয়ে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে জীবন গড়ে তুলুন সবাই।
সেটাই ভাই।
আপনি বুক এ আসুন।
বাংলাদেশ আজকে ইসলাম নিয়ে ভন্ডামি ব্যাবসায়ীদের দেশ এ হয়ে গিয়েছে
R8
ড@@desiguy494 াাসাসাাাাাাাাাাাাাায়াাাাাাাাাাাাাাাাাাায়ায়ায়াাাাাাাাাাায়য়য়য়য়য়য়াাায়য়াাাাায়য়ায়াাাাাায়য়য়া
Ppp
ঠিক বলছেন। চরমোনাই আর জামায়াত ইসলামকে কোনদিন অন্ধ বিশ্বাস করি নাই করবোও না
হক্কানি পির মাসায়েখ গন আমাদের জন্য মহান আল্লাহ পাকের পক্ষ হইতে নেয়ামত। আলহামদুলিল্লাহ
রাসুল পাক সাঃ বলেছেন যে যত বেশি সুন্নতের উপর নেক আমল করবে সে ততো বর কামেল। সৃুবহানআল্লাহ।
ধন্যবাদ প্রিয় শায়েখ রুহুল আমিন সাহেব কে ভালো বাসা অবিরাম আপনার জন্য সব সময়।
😂😂😂😂😂😂😂
এই গাদা তো আহালে গোমড়া।
হে আল্লাহ!
কুরআন রক্ষার দায়িত্ব নিয়েছো।
ঈমান রক্ষার দায়িত্ব ও গ্রহণ করো ।
আমিন ।
Amin
Ameen
Amin
আমিন
আমিন সুম্মা আমিন
বাংলাদেশের সমস্ত পীরদের কে সুন্দর বনে 🐅🐅🐅 বাঘের আস্তানায় ছেড়ে আসা হউক।
যে পীরকে দেখে বাঘ পালাবে সেই খাঁটি পীর
তাঁর কাছে মুরিদ হবো।
Tik
ভাই আমি ও আপনার সাথে একমত
বাহ সুন্দর বুদ্ধি। এভাবেই ভন্ড ইসলাম বিরোধী দের শায়েস্তা করতে হবে।
ঠিক
হা হা হা।
স্টাইযে কথা না বলে চরমোনাই যমিনে চলে যান। পীর সাহেব চরমোনাই আছেন।
ভন্ডপীর দের হাত থেকে ইমানদারদেরকে হেফাজত করুন আমীন
ইমানদার কখনও পথ ভ্রষ্ট হয় না
আমিন
কি সঠিক পীরের দলে যোগ দেন হক্কানী পীরের দলে যোগ দিন ভন্ডদের দল ছেড়ে দিন
হক্কানী পীরের দলে যোগ দিন
bai islame fir muride boltai kechu nai.
যারা চরমোনাই পীরের মুরিদ তাদের এই কথাগুলা অনুধাবন করা উচিত। খারাপ মন্তব্য না করে যাচাই বাছাই করা উচিত।
এই আহলে হাদীসরা কোরয়ান হাদীস কিছু কিছু মানে কিন্তু ইজমা কিয়াস মানেনা এই জন্য এরা গোমরা। এরা শরিয়ত কিছু বুঝে কিন্তু মারেফাত (আল্লাহর পরিচয়) বুঝেনা।অথচ শরিয়ত ও মারেফাত একই জিনিস। দুই জিনিস ছাড়া কামেল মোমেন হওয়া যায়না।এবং কামেল মোমেনের ট্রেনিং নিতে হয়,হক্কানী পীর মাশায়েক থেকে।ভেদে মারেফাত চরমোনাইর কিতাব নয়।চরমোনাই মুজাহিদ প্রকাশনা থেকে প্রকাশিত।ভেদে মারেফাত বুঝবে তারা যাদের মধ্যে এলমে মারেফাত ও এলমে শরিয়ত আছে।
ভাই,ইসলাম সম্পর্কে আপনার গ্যান একেবারেই সীমিত সেই জন্য বুঝবেননা।চরমোনাই হক তরিকা, আপনি বুঝেন নাই বলে এটি বেহক হয়ে যাবেনা।আবু জাহেল, আবু লাহাব ইসলাম বুঝে নাই বলে রাসুল বেহক হয়ে যায় নাই।এই আহলে হাদীসের লোকেরা গোমরা।এদের কথা শুনে আপনি যদি চরমোনাইকে গালি দেন,বেহক বলেন,তাহলে বুঝতে হবে আপনি ও গোমরা হয়ে গেছেন।
@@sifatkhanprogaming9753 ভাইজান, আপনী একটু দয়া করে যাচাই করে দেখেন।কোনটা সটিক? আপনি কোরআন ও হাদিসের রেপারেন্স না দিতে পারলে মহান আল্লাহর দরবারে মিথ্যাবাদী হবেন।
Thik
@@abulkashem8818 hum
@@sifatkhanprogaming9753 ফকিন্নির বাচ্চা তুই তো পীর পূজারী ভন্ড গাঞ্জা খাইয়া আবোল-তাবোল কথা কস, এবার ধর্ম ব্যবসা বন্ধ কর
ব্রাদার রুহুল,আচ্ছালামু আলাইকুম,সহী বুখারীতে লেখা আছে: আমি সারমর্ম বলছি, এক ব্যক্তি এক মাসের সামান উটের পিঠে তুলে যাত্রা শুরু করল। এক মাসের পথ। মাঝপথে কোন বাড়ী-ঘর নেই। আধা পথে এসে একটি গাছ পেল । গাছের ছায়ায় বসে পরল। মৃদু মন্দ বাতাস প্রবাহিত হচ্ছিল। আস্তে আস্তে তিনি ঘুমিয়ে পরলেন। একটু পরে জেগে দেখলেন,উটটি উধাও হয়ে গেছে। খোলা মরুভূমিতে কোথাও উট দেখা গেল না। অগত্যা তিনি মরার নিয়ত করে আবারও ঘুমিয়ে পরলেন। একটু পরে জেগে দেখেন, উট এসে তার শিওরে দারিয়ে আছে। লোকটি উটের পিঠে উঠে যাত্রা করলেন। মহান নবী বলছেন: লোকটি এত খুশী হয়েছিল যে খুশীতে বলে ফেলল: ও আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার রব,আর আপনি আমার গুলাম! আপনি এখন ঐ লোকটিকে কি মুশরেক বলবেন? হাদিসে তাকে মুশরিক বলা হয়নি,বরং তার প্রশংসা করা হয়েছে।
আনন্দের অতিশয্যে তার কথা উল্টা হয়ে গিয়েছিল। তার বলা উচিৎ ছিল:“ও আল্লাহ! নিশ্চয়ই আপনি আমার রব, আর আমি আপনার গুলাম! ” নফল ইবাদত করতে করতে কেউ কেউ আল্লাহ পাকের নৈকট্য হাছেল করে। তারা অনেক সময়ে কোন কোন হালাতে,বেখেয়ালে,বেহুশ অবস্থায় উল্টা-পাল্টা বলে ফেলেন। তাদের মনের হালাতের উপর আল্লাহ তাদের বিচার করবেন। মনের কোন্ অবস্থায় শামসেত তিবরিজী বলেছিলেন, আমার হুকুমে উঠ,আল্লাহর কাছে আবার কি জিজ্ঞাসা করব? ঐ সময় তার মনের অবস্থার কথা কি ছিল আপনি কি জানেন? না জেনে আপনি তাদের কথার মিথ্যা অপবাদ ও তহমত দিচ্ছেন কেন? তাছাড়া, ঘটনাটি হযরত মাওলানা ইসহাক সাহেব র:-এর নিজের নয়। তিনি অন্য ব্যক্তির কথার উদ্ধৃতি দিয়েছেন। তা ছাড়া ভেদে মারেফত- কোন আকীদার বই নয়, গল্পের বই। পুরিয়ে ফেললেই বা কি আসে যায়? ছোটখাট বিষয় নিয়ে আপনারা মশা মরতে কামান দাগছেন কেন? এভাবে আপনারা উম্মাতের মধ্যে দ্বন্ধ সৃষ্টি করছেন, উম্মাতকে বিভিন্ন দলে ভাগ করে দিচ্ছেন, বিভাজন সৃষ্টি করছেন। হযরত মাওলানা লুতফর রহমান সাহেব দা:বা:বলেছেন, “যারা উম্মাতের মধ্যে বিভাজন সৃষ্টি করে তারা জাতির দুশমন।”
আল্লাহ বলেছেন: যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে, তারা নবী,সিদ্দীক,শহীদ ও নেককার লোকদের সঙ্গী হয়, যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন, তাঁরা কতই না উত্তম সঙ্গী! ( কুর’আন ৪:৬৯)। চতুর্থ প্রকার লোক এখনও দুনিয়াতে আছেন। তাঁদেরকে অপবাদ না দিয়ে তাঁদের সঙ্গী হওয়া ভাগ্যের কথা। কত শত চোর ডাকাত, গুন্ডা,বদমায়েশ তাঁর ওয়াজ শুনে মু’মীন মুসলমান হয়েছেন। বাংলার লক্ষ লক্ষ লোক তাঁকে ভালবাসে, হাজার হাজার বিখ্যাত আলেম তাঁর প্রশংসা করেন। তিনি উচ্চ পযার্য়ের ওলী ছিলেন ।“আওলীদের কারামত সত্যে” -এটি আহলে সুন্নাত ওয়ালজামাতের আকীদা। তাঁর সময়কার লোকেরা তাঁর কারামত জানত। এক ব্যাক্তি তার ১৮ বছরের বোবা ছেলেকে এনে বললেন ,হুযুর একটু দুয়া করে দিন,ছেলেটি বোবা। তিনি বিরক্ত বোধ করছিলেন। লোকটি বারবার তোষামদ করায় হুযুর কি দুয়া পড়ে ফুঁ দিলেন,সঙ্গে সঙ্গে ছেলেটি আব্বা বলে ডাক দিল ,আর খুশিতে লোকটি কেঁদে দিলেন। আল্লাহ বলেছেন: “যে ব্যক্তি আমার কোন ওলীর সঙ্গে দুশমনি করে আমি তার বিরূদ্ধে যুদ্ধ ঘোষনা করি।”আদার ব্যাপারী হয়ে আপনার জাহাজের খবর নেয়ার কী দরকার ছিল? আপনি বিএ পাশ করে কি নিউটোনের কুয়ানটাম থিওরী আর আইনিষ্টাইনের থিওরী অব রিলেটিভিটির ভুল ধরতে পারেন? প্রবাদে বলে : যাকে দেখতে নারি, তার চলন বাঁকা। একটি মহল ইমিটেশন দেখে না বুঝে খাঁটি সোনাকে প্রত্যাখ্যান করে। খুঁজে খুঁজে তাঁদের দোষ বের করে আর ফলাও করে প্রচার করে। আপনি তাঁর সম্বন্ধে না জেনে, না শুনে লক্ষ লক্ষ লোকের সামনে আল্লাহর এমন একজন ওলীকে টিটকারি করে, তাঁকে ব্যাঙ্গ-বিদ্রূপ করে,তাঁর বই থেকে দুর্গন্ধ বের করলেন, তাঁর বই দিয়েই তাঁর ভন্ডামী প্রকাশ করে দিলেন যে তাঁর আকীদা কবুল হবে না। এতে আপনার নেকের পাল্লা কি গগনচুম্মী হচ্ছে, না কি একজন নেককার মুসলমানের প্রতি নিন্দা- কুৎসার বৃষ্টি বর্ণ করার ও অপবাদ দেয়ায় আপনার গুনাহের পাল্লাহ ভারি হচ্ছে? তারপর যারা আপনাকে এ কাজ করতে পরামর্র্ দিচ্ছে তারা কি আপনার পাপের ভাগ নিবে?
এখন বুঝতে আর বাকি রইল না ব্রাদার রহুল একজন ইন্ডিয়ান দালাল। কারণ চরমোনাই হুজুরের কোন বইয়ের পৃষ্টায় এসব লিখা নাই। হতে পারে বইটা আহলে খবিশ ভাইদের ছাপানো।
ওনি সব জাগাই ফেনতা করেন আহ্লে হাদিস ওয়ালারা খালি মানুষের ভুল খুজে বেরাই
Ondho voktora. Chormoni hugurer jahage choira beheste gaoar kotha sonar poro eder commonsence kag kore na ge era vondo
sothik kotha bolchen apni
ইন্ডিয়ার দালাল সে
ভন্ডামী ফাঁস করার জন্য আপনাকে ধন্যবাদ
ভাই আপনি কোন পীরের মুরিদ
আল্লাহ আমাদেরকে ভ্রান্ত আকিদা ওয়ালা পীরদের হাত হইতে রক্ষা করুন।
পীরের জেই অবদান এশিয়া মহাদেশ ভালো করে তালাশ করে কমেন্ট করিয়েন
চরমোনাইকে চিনে রাখো। যারা চরমোনাইয়ের মুরিদ তাদের প্রতি আমার কোন অভিযোগ নাই। আমরা কিছু মানুষ খুব সহজ সরল। আমাদের সহজ সরলতাকে কাজে লাগিয়ে একদল মানুষ তাদের স্বার্থে ধর্মকে একটু ভিন্নপথে নিয়ে যাচ্ছে। আল্লাহ সকলকে ভালো বুঝ দান করুন।
ভাই পীর টিকাতে লিখে দিয়েছে। এটা আমরা বিশ্বাস করলে ইমান থাকবে না। রুহুল তা উল্লেখ না করে খেয়ানত করেছে। অবশ্যই আল্লাহর ধরবারে এর জাওয়াব দেওয়া লাগবে
Bradar Rahul , Se khiristan Na Hindu, name to setai poriskar buzte parchi Na , tar Fetna Baji to payer niche Rakhi
@@mdabdulkhalek6117 ফেতনা বাজ তো আপনি, পীর পুজারী
রুহুল ২ নম্বরি করছে
@@mdabulkashemaksm9055 বইটা আমার কাছে আছে কোনো টিকা নেই। জিতার জন্য মিথ্যা বলুন
আল্লাহ! আমাদের সকলকে সঠিকভাবে ইসলামকে বুঝার তাওফিক দান করুন।আ-মী- ন।
আ মী ন।
আললাহ তালা আমাদেরকে পিরথেকে বিরত রাখা
পীর ফারসি বাংলা পথ-প্রদর্শক
ভালোবাসার আরেক নাম আমদের পীর সাহেব হুজুর চরমেনাই। তুই একটা জালেম
কতো বড় পাগলা রে,, হা,,,হা,, চর্ম নাই 😠😠
ইসলামী আন্দোলন বাংলাদেশ
আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমীন
"""আ-মী-ন।"""
Alamin Munshi Gazipur
@@rashedibnkawsar5139 qq6qqqqqqq
কেউ ভিডিওটা দেখে বাজে কমেন্ট না করে আগে বইটা পড়ে দেখুন কতটা সত্য কিনা মিথ্যা তারপরেই বাজে কমেন্ট করবে না আর নয়তো করবেন না
Tumi kana age boita kine pore giye jaw,,,,, tumi to chok thakite ondo hoye gecho
Apne boier kotha bad dan jahager kotha sonar poro boghenna ge era vondo
ঠিক
রাইট
আরও পড়তে হবে
আপনার উচিত যদি এই বই চরমোনাই হুজুর লিখে থাকে তাহলে তার ভুল ধরিয়ে দেওয়া।চরমোনাই হুজুর বলেছেন তারা যদি কোন কিছু ভুল করে থাকেন তাহলে ধরিয়ে দেন। তারা সংশোধন করবে ইনশাআল্লাহ।
পুরা জাতি জানলো, তারা এখনো সংশোধন হওয়ার জন্য জানতে পারলোনা!? আফসোস
তারা এ বইটা আগে নিজরা পড়েনাই?? এত বড় একটা ভুল তাদের চোখে পড়েনি???
একটা বই ৫০ বার পড়ে তার পরে বাজারে চারে ,আপনার কী মনে হয় ??এই বই টা কি তারা পড়েনি ,যারা সমাধান করবে আপনি বলতেছেন। এ খন আপনার কাছে প্রশ্ন আপনি এই বিষয়টা কি মনে করেন।
এখানে তো ভুলই ধরায় দিলো
যারা যারা ভুল ধারণা করছেন তাদের সবাইকে বইটা ফুল পড়ার অনুরোধ রইল
Pagol tumi
না পড়ে বলতেচে
@@IsmailHussain-tl4kz na porei bolteche. Karon esob nou muchlim ra kichui buje na islam sommondhe. Eder kajei gibot kora.
বইটার নাম কি ??
সবাই একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ( সা.)
চরমোনাই পীর জিন্দাবাদ আল্লা হ ুজুর কে নেক হায়াত দান করেন আমিন
ভন্ডপীরের ভন্ড আশেক
😂
সকল ভন্ড পীরদের খপ্পর থেকে আমাদের সকলকে আল্লাহ্ হেফাজত করুক,,,,আমিন....
Ameen
ভেদে মা'রেফত বই টা আমার কাছে আছে তবে এই বইয়ের ১৪,১৫ পৃষ্ঠায় এছহাক (রঃ) এমন কোন ঘটনা নেই...
ভাই আমিও ভেদে মারুফাত পরেছ এদের আকিদা নেস্টি আকিদা
সাথে সাথে এই ভারতের বক্তার থেকেও
@@naimulhassan8640 আপনে appps এর মধ্যে বইয়ে দেখছেন এটা নাই apps এ শুধু বানী গুলো আছে ঘটনা নাই
পীর যদি বলে আমি জীবিত করিছি তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে।
জান্নাতও জাহান্নামের ফয়ছালাদাতা আপনিনন।।।।।
ভাই একটা বই লেখার মাঝে ভুল হতেই পারে তাই বলে ডোল পেটানো অহংকারি কাজ আললাহ আমাদের হেফাযত করুন
@@jowelranajowel2414 ey bhai manus k ki pagol paicen?Egula k bul bole?
ঠিক 😂
ঢাক ঢোল পিটিয়ে এইরকম করে একজন আলেম কে ছোট করার কোন অর্থ হয়না। আপনি যেই কাজটা করলেন এইটা কোন মানুষের চরিত্রের মধ্য পরেনা। এটা ইবলিশের চরিত্র। আল্লাহ্ আপনাকে হেদায়েত করুন।
উনি যা বলেছেন উচিৎ বলেছেন, আমিতো মনে করি এমন মূর্খ আলেমের ১০ বার ফাসি দেয়ার উচিৎ
Right
বদমায়েশ পরের কয়েকটি লাইন পড়লেন না। পরের কয়েকটি লাইনে বলা ছিল এমন আকিদা পোষন করলে সে কাফের হয়ে যাবে। আর এইসব আমজনতা কখনোই এই সব বই পড়বে না।
❤❤❤❤❤❤❤
এই বইটা যদি সবাইকে দেখাতে পারে এবং প্রমাণ দিতে পারে যে আমাদের চরমোনার পীরসাহেব এরকম কিছু লিখছে তা হলে মানুষ মানবে আর যদি না পারে তাহলে এরকম লোককে কি করা উচিত, আমার উচিত তাকে ঝারু দিয়ে পিঠানো উচিত
মুসলমানদের ঐক্য যে বিনষ্ট করার চেষ্টা করে সে ফেতনা বাজ হুজুর।
Boi ta ami porichi. Astagfirulla
ভাই আপনার সাথে সম্পূর্ণ একমত। ওকে দেশ থেকে তাড়ানোর দরকার। বেয়াদব।
আরে মিয়া ফাজলামি হচ্ছে, আগে চরমোনাই গেলে বুঝতে পারবে
❤❤❤❤❤❤❤❤❤
ভাই সত্য উম্মোচন করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
বই একটু পরলে হবে কি,,?
সম্পূর্ণ বইটা পরতে বলেন।
কমন ব্রাদারের ভন্ডামি ফাস হবে।
আর নিজে না পরে শুধু অন্যের কথায় একজনকে খারাপ ভাবা ঠিক না।
ভাই আমি নিজে দেখছি ও গাঁজা খাইছে
@@mstsafiakhatun1966 আপনি তো ভন্ড চরমোনাই এর দালাল
এবারের ফাল্গুনের মাহফিলে সব প্রশ্নের উত্তর দিয়েছেন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই (দাঃবাঃ)
আশা করি সবাই বয়ানটি শোনবেন।
এবং কুরআন হাদীস এর দলিল দিবেন।
এই বইটা না পড়ে কেউ ভালো বা মন্দ কেউ কমেন্ট করবেন না,কারণ এটা যাচাই করার দরকার
বইটি র নাম কি?
চরমোনাই হুজুর ভালো কথা বলে বাংলাদেশের ইসলাম অাইয়িন করতে চাই মালোশিয়া বিদেশি
মা বাবার চেয়ে বর পির এই দুনিয়াতে নাই
মুরখ শিক্ষক শিক্ষকের যায়গায় আর মা বাবা, মা বাবার যায়গায়, দুটি ই আলাদা।
চরমোনাই হুজুরের পায়ের দুলোর সমানো তুমি হতে পারবেনা, পারলে সামনাসামনি হও।
ঠিক ভাই জান
আপনাদের পীর সাহেব একটা ভন্ড পীর আগে নিজের ঈমান ঠিক করেন,বইটা পড়ে আসার অনুরোধ করছি।।
ব্রাদার রাহুলের কথা পুরাই ভুল জাতিকে সাবধান করার জন্য মরহুম পীর সাহেব এই কথা লিখেছিলেন পাশের টিকাও দেওয়া আছে এসব কথা বলা কুফরি একবার তো বললেন না পাশে যে টিকা দেওয়া আছে হে আল্লাহ ব্রাদার রাহুল থেকে জাতিকে হেফাজত করুন
আপনি যদি এ কথা বলতেন, হে আল্লাহ ভন্ড পীর থেকে আমাদের হেফাজত করুন। তাহলেও কথাটা ঠিক হতো।
ব্রাদার রাহুলের কথা পুরাই ভুল জাতিকে সাবধান করার জন্য পীর সাহেব এই কথা লিখেছেন
চরমোনাই শঠিক পথে আছে
I don't know what is chormonai........ But Islam don't support any pie or aniting
হক্কানি আলেমগন সত্য কথা বলতে কাউকে ভয় পায়না।তারা এক আল্লাহ ব্যতিত অন্য কাউকে ভয় পায় না
Bolod rahul kuno alem Nas
চরমোনাই পীরের নামে যতই যা কথা বলে যাও তাতে কোন লাভ হবে না
💗💗💗💗
@@tusarhk5269 তুই কি চোরমোনাইর ধোন চোষো নাকি?
তোরা কি দেন্ধা
আল্লাহ ও রাসুলের প্রতি ভক্ত হও। পীর আপনার কোন কাজে আসবেনা।
সামসুল আলম ভাই সঠিক
কিছু কিছু বক্তা আছে । সুধু সুধু ভোল ধরা আর গিবথ করা ছোকলি ছাড়া আর কোনো কাজ নেই 😢😠
@@sxs0074 bhai manus ke sotik kota poce deya muminer kaj
@Md Nurujjaman চরমোনাই আগুন?
এই ভন্ড হুজুর বইখানা সব ওড়িয়
হে আল্লাহ্ আমাদেরকে ধোকাবাজ পীরের হাত থেকে রক্ষা করেন।
না বুঝিয়া, সমালোচনা করিয়া সাধারন মানুষের মাঝে কেনো বিভ্রান্ত শৃষ্টি করেন। যদি কোনো কিছু হয়েই থাকে তবে চরমোনাই হুজুরের মাঝে গিয়ে সংশোধন করেন, তা তো করবেনা,
ইসলামি আন্দোলন বাংলা দেশ জিন্দাবাদ নেতা নয় নিতি চাই পির সাহেব চরম নাই
চোরমোনাই
এই দ্বিতীয় খন্ড বইটি আমার কাছে আছে একেবারে ভ্রান্ত বই। বাংলাদেশ ব্রাম্মনবাড়ীয়া থেকে বলছি
Boitir nem ki
বইটির নাম কি
Nam ki vai
যেটা দেখা জায় সেটা সত্য নয় আবার যেটা দেখা জায় না সেটাই সত্য হয়
চরমোনাই পীর কে,রাজপথে পাওয়া জায়,,,তোমরা ঘরের বিতর বসে বড় বড় কথা,,,বইটা নিয়ে ,,,ঢাকায় পল্টনে তাদের অফিস আছে সেখানে আসো,,,,
আসবে না। এই রাহুল কখনই দেওয়ান বাগী নিয়ে কথা বলবে না।নিজের দেশের মুসলমান চরম বিপদে তখন কিছু বলে না।
সারা পৃথিবীতে যখন মুসলমানরা আক্রান্ত হচ্ছে।ভারতে মসজিদ পুরিয়ে দেয়া হচ্ছে।মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে অথচ এরা আছে কাদাছুরাছুরি নিয়ে।আবার বলতেছে কার বই, কার বই?একমাত্র চরমোনাই ছাড়া বর্তামানে এদেশে ইসলাম বিরোধীদেরকে হুশিয়ার করে দেওয়ার সাহস এদের নাই।বায়তুল মোকাররমে দাড়িয়ে মুদিকে হুংকার দেওয়ার সাহস এদের নাই।একমাত্র চরমোনাই ছাড়া সরকারকে ইসলাম বিরোধী কর্মকান্ড না করার জন্য হুশিয়ারি দেয়ার সাহস এদের নাই।চরমোনাই যখন সারাবিশ্বের মুসলিমদের অধিকার নিয়ে লড়াই করে সেখানে এদের মতো কতিপয় আলেম চরমোনাই নিয়ে সমালোচনা করে।ফলে কি হয়?মুসলমানদের মধ্যে বিভাজন তৈরী হয়।মুসলমানরা সংখ্যালগু হয়ে যায়।বিশ্বের বিভিন্ন প্রান্তে অমুসলিমদের হাতে মুসলমানরা অত্যাচারিত হয়।চরমোনাই কি কাউকে ডেকে নিয়েছে তাদের মুরিদ হওয়ার জন্য?যারা মুসলমানদের ভিভাজন করে তারা আলেম না।
@@zhk6960 রাহুল একটা বাটপার। সে শুধু কওমী হুজুরদের বিরুদ্ধে কথা বলে। কখনই হিন্দুদের বিরুদ্ধে কথা বলে না।
Hinuder niey ki bolbe orato kicu jane na ar jara jeneo vondami kore tara ki muslim??
বেয়াদব হুজুরের বেয়াদবি কথা পারলে হুজুরের সাথে মোকাবেলা করুন বইটা নিয়ে ভুল হলে সংশোধন করে নিবে যে ভুল করে কার কাছে গিয়ে বলতে হয় ভাই আপনার এই কাজটি ভুল হয়েছে আর কখনো এরকম কাজ করিবেন না আপনার মত বেয়াদব হুজুরেরা সংশোধনের কথা না বলিয়ে ইমোতে লিপ্ত হয় পারলে সঙ্গে দেখা করে যে সমস্ত কথা বলেন সংশোধন হবে যদি না হয় এরপর আপনি বলবেন আমি বলার পরও সংশোধন হয়নি এ কথা যদি আপনার বলা ভুল হয়ে থাকে আপনিও সংশোধন হয়ে যান আর কখনো কারো গীবত করিবেন না একজন হুজুর আপনি জানেন না গীবত কত বড় গুনার কাজ
হুজুর এরকম গিবত না কোরে,, তাদের সাথে আলোচনা কোরতে পারতেন,,, এরকম আলোচনা আর কোরিয়েন না,,
হযরত সত্য বলা গীবত নয়
এই গুলো সব ইহুদিদের চক্রান্ত
Ata gibot na re vi,,, tme valo kre bojar chesta koro
এ ঘটনাকে কেন্দ্র করে ঐ পীরকে কাফের বা ভন্ড বলে ফতোয়া দেওয়া যাবে না। তাছাড়া এ ধরনের এখতেলাফি মাসআলা আম লোকদের সাথে না বলে , আলেম সমাজে আলোচনা করা উচিত ।
ওনাদের বইতে এমন কিছু কথা আছে মানুষ দ্বীন হিসেবে নিলে ঈমান থাকবে না
Ai taki ektelfi
Ai taki ektelfi
আমরা সবাই বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাললাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইম্মত।
আমি গর্বিত 🤲🤲
কোনো দল নাই আমার নবীর দলে
খুব সুন্দর আলোচনা রাখছে
hum
ইসলাম সম্পর্কে আপনার গ্যান একেবারেই সীমিত সেই জন্য বুঝবেননা।চরমোনাই হক তরিকা, আপনি বুঝেন নাই বলে এটি বেহক হয়ে যাবেনা।আবু জাহেল, আবু লাহাব ইসলাম বুঝে নাই বলে রাসুল বেহক হয়ে যায় নাই।এই আহলে হাদীসের লোকেরা গোমরা।এদের কথা শুনে আপনি যদি চরমোনাইকে গালি দেন,বেহক বলেন,তাহলে বুঝতে হবে আপনি ও গোমরা হয়ে গেছেন।
@@sifatkhanprogaming9753 ভাই, দুই টা প্রশ্ন । ভিডিওতে বইএর যেই পার্ট গুলোর কথা বলা হয়েছে এটা কি মিথ্যা ?
দ্বিতীয়, যদি সত্যি হয় তাহলে এই কথা গুলা আপনার মতে কি ঠিক ?
@@sifatkhanprogaming9753 আপনারাই ত ভুল পথে আছেন, মানুষকে পথ দেখাবেন কিভাবে
@@sifatkhanprogaming9753 যেমন পীর তেমন তার মুরিদ
চরমোনাইয়ের মুরিদদের ভেবে দেখা উচিত। সম্পুর্ন ঈমান বিধংসি লেখা হে চরমোনাই পীর। মহান আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।
বেদে মারেফাত বইটা ভালো করে পরুন তার পর গিবত শেকায়েত করুন তারপর চরমোনাই শায়েখরা ঐ বৈই য়ের কোনো কিছুই মুরিদ দের কে আমল করতে বলেননি
ভালো করে বুজা দরকার।উনি নিজেই সহি ভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন না। আমার মনে হয় উনার তর্জমা কোন যায় গায় বুঝ তে ভুল হইছে।।।।
আপনি যে পৃষ্ঠা পড়ে শুনাইলেন এর পরে কি হল কিংবা তা তো পড়ে শুনাইলেন না। আপনার উচিৎ ছিল সঠিক কথাটা বলার।
চুর
আপনি কি এই বইটি পড়েছেন
এই সব ভন্ড পীর থেকে হেফাজত করুন।
ভাই এইরকম আকিদা নিয়া কেমনে আল্লাহর কাছে ধারাবেন একটুত লজ্জা থাকার দরকার কি ভাবে জুরগলায় পির সাহেবের মিথ্যা কথা সায় দিতাছেন মনে রাইখেন আল্লাহ পাক পতিটি কথার হিসাব নিবেন সেই দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেনত।
মূল সারমর্ম সংক্ষিপ্ত, আকারে বলছে,কথাগুলো আপনি বুঝেন নাই! কারণ আপনি চোখের জ্বলে ই ভক্ত
চরমোনার পির সাহেব হক
তুই ভুুল
Tor jonmoi vul.
মানুষের সামনে গিবত না করে আলেম সমাজের সাথে বসে আলোচনা করেন। বিভ্রান্তি ছরানো আপনাদের মতো লোকেদেরই কাজ
ভাই আমিও চরমোনাইর মুরিদ ছিলাম
গোমরাহের মদ্যে ছিলাম
এখন গেন ফিরেছে
gd
@@shahadatmridha9342 তুই বোকা চোদা
তুই এই বইটার ব্যাখ্যা পিরসাহেবরা দিয়েছে বিডিও দেখ
Tui chor murid chili hoker pothe chili akhon tui1ta kutta
আহলে হাদিস দের ফেৎনা থেকে সবাই কে হেফাজত করেন ইয়া আল্লাহ
আমি তোমার কথায় নাউজুবিল্লাহ বললাম। আরে এদের মতো কাট মোল্লারা তো নালার মাছ, সাগরের খবর কি জানবে। এই টাইটেল ধারি মোল্লারা ধর্ম ব্যাবসায়ী।
ভন্ডামি তো প্রকাশ পেল
সত্য তো সামনে আসবে আল্লার রহমতে
আল্লাহ রাব্বুল আলামীন তুমি উনাদের বূঝ শক্তি দাও। নিজেদের হেডাম রক্ষা করতে গিয়ে অনেক বিপথগামী হচ্ছে। শিরকের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
আল্লাহ আপনি বন্ড পীরদের কাছথেকে আমাদের হেফাজত করুন আমিন
ভাই কাদের কে আপনি ভন্ড পীর বলছেন চরমোনাই কোন ভন্ড-পীর-চরমোনাই হক্কানী পীর এতে কোন সন্দেহ নাই
কারো সম্পর্কে কিছু বলার আগে,সেই সম্পর্কে ভালো ভাবে জ্ঞান অর্জন করুন, যাছাই করুন তারপর মন্তব্য করুন,অযথা স্রোতে গা ভাসিয়ে পাপের ভাগি হইয়েন না।
@@mdrasel4758 ......ফুটফুটে সুন্দর
আপনি ই তো ভন্ড পীর সম্পর্কে না জেনে কথা বলেন।
হিন্দু আবার ইসলাম বুঝায় এ-ই রাহুলতো ইস্ট ইন্ডিয়া প্রডাক্ট
এইর লাইগাই আমি কোনো পীরের মুরিদ না...
আমি সেটাই মানি যেটা কুরআন ও সহীহ হাদিসে বর্ণিত আছে.
এ হালার ফলা তুই কুরআন শরীফ মানো তাইলে কুরআন শরীফে কি কোনো যায়গায় কোনো পীরের কথা অথবা কোনো আল্লাহ ওয়ালার অনুসরন করার কথা বলেনি ভালো করে কুরআন শরীফ রিচার্জ কর আর কতো ইমানটা ধ্বংস করবি আলেমদের বিরুদ্ধে বলে তোদের কারোনেইতো আজ আল্লাহর গজব আসে
জার কোনো পীর নাই, তার পীর সয়তান
তর পীর তো সয়তান
চরমোনাইর মুখে জিবনেও সুনি নি এই ঘটনা
ঠিক
পড়ালেখা করলে তো বই পড়বেন,,,জাহাজের কিচ্ছা, সাপের কিচ্ছা শুনে মুরিদ হওয়া লোক আপনারা
যারা ইসলাম নিয়ে এইরকম বানোয়াট গল্প বলে আল্লাহ তাদের ধংশ করে দিন
Ameen
এ টি যে চরমোনাইর হুজুরের লেখা সেটা কি করে বুঝবো। এটা তো আপনি ও লেখে বলতে পারেন।চরমোনাই কখনো ভন্ড হতে হতে পারেনা। আপনি চমোনাইর
বিরুদ্দে জনগনকে ভুল বোঝাছেন।।
ভাই চরমোনাই বাহিনি রেফারেন্স ছাড়া কথা বলে, কিচ্ছা কাহিনি পরনিন্দা
এই সালা ভারতের দালাল মুদির খাছ লোক
মানুষ কখনো অন্যের রিরুদ্দে বলে জানেন যখন সে ওই লোকের মত হতে না পারে
Abal tui ekta..namaj nai kalam nai bolish Chormonai vondo na tai to? Fajil dur hoa...pir niye asos,,
বইটা কিনে পড়ুন। তাহলে বুঝবেন।
এই বই যে চরমোনাই লেখে নাই তার কি প্রমান আছে , তোমারে কি চরমোনাই নিজে জানাইছে সে লেখে নাই ? চরমোনাই এর সৎ সাহস থাকলে সে নিজেই বলতো। মূর্খ ভন্ড পীর এই লোক। আর যারা ভক্ত তাদের কথা কি বলব, সব জ্ঞানহীন অন্ধ।
বইটির সঠিক রাইটার(লেখক) কে,সেটা জানতে হবে।
এটা চরমোনাইয়ের পীরের লিখা বই।আমি বহু আগ থেকে জানি।
আপনি কোন গ্রুপে আছেন" আমার মনে হচ্ছে বইটা আপনি নিজে লিখেছেন!
ভাই বইতে এরকম কিছু নাই ❎
আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খাইরান মানুষের সামনে সত্যটা তুলে ধরার জন্য। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
হে আল্লাহ এই দাজ্জাল ফির থেকে সকলকে হেফাজত করুন
প্রিয় বন্দুগন।আপনারা এই বইটা নিজে পড়ার পর মনতব্ব্যে।অন্নের কথা সুনে মনতব্ব্যে করা টিক নায়।আল্লাহ হেদায়াত দান করুন
বাজে কমেন্ট যারা করতেছেন আল্লাহ যেন তাকে তাৌপিক দান করুন আমিন
পিরদের আলামত এমনই হয় তারাত পির তাই
@@mainuddinmiah2642 চরমোনাইর কিতাব'ভেদে মারেফত' নিয়ে আমির হামজা ও রাহুলের জগন্য মিথ্যাচার এর জবাব।
চরমোনাই মুজাহিদ প্রকাশনা কতৃক প্রকাশিত কিতাব 'ভেদে মারেফাত ও আশেক মাসুক কিতাব নিয়ে মওদুদী জামাতের আমির হামজা ও আহলে হাদীসের গোমরা রাহুল,জগন্য অপবাদ ও মিথ্যাচারের করেছে।এই জন্য আমি আল্লাহর দরবারে দুনিয়াতেই তার বেইজ্জতির ফরিয়াদি।
ভেদে মারেফাতে কিতাবটি চরমোনাইর লিখিত কিতাব।এই কিতাবের মধ্যে সামসুসতাবরিজী রঃ এর একটি নকল দেওয়া আছে।এই নকলটি থেকেই এই কথাগুলো আসছে।
ভেদে মারেফাত কিতাব সাধারন কোন কিতাব নয়।এই কিতাবটি মূলত আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর আশেকদের জন্য লেখা ।এই কিতাবের ১৫ পৃষ্ঠায় লিখা আছে
'হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও' *১
(এটি সামসুততাবরাজী রঃ এর কথা,চরমোনাইর কথা নয়)।
খেয়াল করুন,এখানে স্টার এক দেওয়া আছে।
একই পৃষ্ঠায় লিখা আছে ' তাহার আন্দাজ নাই। *২ মানে আল্লাহর আন্দাজ নাই।(এটিও তাবরিজী রঃ কথা,চরমোনাইর কথা নয়)। খেয়াল করুন এখানে স্টার টু দেওয়া আছে)
১৬ পৃষ্ঠায় আরেকটি বাক্য আছে 'আল্লাহ পাকের দরবার থেকে রুহ চিনিয়ে নিয়েছি' *৩
(এটিও তাবরাজী রঃ কথা,চরমোনাইর কথা নয়।)
এখানে স্টার তিন দেওয়া আছে।আমরা জানি এই ০৩টি বাক্যই সাধারণ মুসলমানদের জন্য কুফুরি কথা।কিন্তু আল্লাহর খাস দেওয়ানা বান্দাদের জন্য সেটি কেমন?
ভেদে মারেফাত কিতাবের ১৬ পৃষ্টার নীচে লিখা টিকাটি দেখুন,তাতে কি লিখা আছে?
---------------------------------------------
টিকাঃ (*১)(*২)(*৩) এই ধরনের কথা বলা সাধারনের জন্য পরিস্কার কুফুরী গন্য হবে।কিছু আল্লাহ পাকের দেওয়ানা বান্দাগন এশকের চরম হালতে অন্তরের ভারসাম্য হারাইয়া এক প্রকার বেহুস অবস্হায় কদাচিৎ(মানে কখনও কখনও) এরকম বলিয়া ফেলেন।
মাওলানা রুমি রঃ বলিয়াছেন,আল্লাহ পাকের আশেকদের এই ধরনের উক্তি এশকের জোশ বশতঃ ঘটিয়া যায়,তাই আল্লাহ পাকের নিকট তাহা অপরাধ বলিয়া গন্য হয়না,যেরুপ শিশু যদি পিতার মুখে থাপ্পড় মারে কিংবা দাঁড়ি চিড়িয়া পেলে পিতার নিকট তাহা পীড়াদায়ক হয়না বরং তাহাতে আরও মহ্বতের জোয়ার উঠে।
-------------------------------------
প্রিয় দর্শক,এবার আপনারাই ভাবুন এই আমির হামজা মওদুদী আকিদার কেমন আলেম?আল্লাহকে পাওয়ার একটি সহি তরিকাকে ভুল আকিদা প্রমান করার চেষ্টা চালিয়েছে। দর্শকদের ভুল বুঝিয়েছেন তার বয়ানের মাধ্যমে।এখনও সময় আছে আপনারা এই জাতীয় গোমরা আলেম থেকে দূরে সরে যান।ইমান বাচাঁন আপনার এবং আপনার পরিবারের।
@ Rashid Chowdhury, দাললি আর কতই করবেন নিজের কথায় তো নিজই ধরা। আর হুজুররে কথা না বুঝলাম। কিন্তু হুজুর এসব কুফরি বইয়ে কেন জায়গা দিলেন।আর প্রতিবাদ করলেন না কেন। জবাব দেন সৎ সাহস থাকলে।
Tai vaiya........ Apni vaben vai. Apni akjon youtubar.. Thik ace. Akhon jody kew apnake youtube shikhate ashe. Apni. Take ki bolben
@@rashidchowdhury2676 তোর মগজ যে চর্মনাই পিরের কাছে বন্ধক দেয়া তা কমেন্ট পড়েই বোঝা যাচ্ছে ।
আল্লাহ আমাদেরকে সটিক বুজার তোওপিক দিন আমিন
তুপিকনা তাওফিক হবে
@@appesmakar1087
😓😓😓 হ্যাঁ,!
আল্লাহ জন্য ভালোবাসি রাহুল ভাই কে
মুখে খারাপ কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু আল্লাহ তায়ালার কাছে তোমার জন্য দোয়া করি তোমাকে যেনো হেদায়েত দান করে
Kano oni ki mitthabolsa?
ভাই বইটা পড়ি যাচাই-বাছাই করলেই তো হয়ে যায় গালিগালাজ করার দরকার নেই
সঠিক কথা বলেছেন😇
আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি সব কিছুর মালিক এক আল্লাহ তায়ালা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। আমি একটা কথা বলতে চাই। চরমোনার হুজুরদের দোষ দেওয়ার আগে নিজের দোষটা দেখেন
রাহুল ভাইকে আল্লাহ জন্য ভালোবাসি
চরমোনাই এর গাঁজা এক নম্বর আপনি যতই বলেন এদের হুঁশ হবেনা।
ওকে সেফাতুল্লার কাছে পাঠিয়ে দাও
রাইট
চরমোনাই কে নিয়ে এসব বলার সাহস পায় কিভাবে
খুব সুন্দর আলোচনা
সত্য কথা তিতা লাগে, তাই না
@@mdrony-qg7sf আরে ভাই আমরা সত্যের পথেই তাই তো দিলাম। যাতে চরমোনাই ভাইদের তাদের পীর যে কি বুঝতে পারে।
চরমোনাই কি খুদা হয়ে গেছে? ভয় লাগবে কেনো?
Tui sala pagol
আল্লাহ সকলকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দিন।
ভন্ড আপনি তো এই পাইছেন, তাদের বহু ভালো কথা আছে সেটাতো বলেন না, তার মানে বিবেদ সৃস্টি করতেন
আকিদা ঠিক না থাকলে ভালো কাজ দিয়ে কি হবে ভাই?
একটু নিরপেক্ষ ভাবে চিন্তা করলেই বুজতে পারবেন ভাই ওদের ভালো কাজ দিয়ে কিছুই হবে যদি না ইমান ঠিক থাকে
চরমোনাইর কিতাব'ভেদে মারেফত' নিয়ে আমির হামজা ও রাহুলের জগন্য মিথ্যাচার এর জবাব।
চরমোনাই মুজাহিদ প্রকাশনা কতৃক প্রকাশিত কিতাব 'ভেদে মারেফাত ও আশেক মাসুক কিতাব নিয়ে মওদুদী জামাতের আমির হামজা ও আহলে হাদীসের গোমরা রাহুল,জগন্য অপবাদ ও মিথ্যাচারের করেছে।এই জন্য আমি আল্লাহর দরবারে দুনিয়াতেই তার বেইজ্জতির ফরিয়াদি।
ভেদে মারেফাতে কিতাবটি চরমোনাইর লিখিত কিতাব।এই কিতাবের মধ্যে সামসুসতাবরিজী রঃ এর একটি নকল দেওয়া আছে।এই নকলটি থেকেই এই কথাগুলো আসছে।
ভেদে মারেফাত কিতাব সাধারন কোন কিতাব নয়।এই কিতাবটি মূলত আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর আশেকদের জন্য লেখা ।এই কিতাবের ১৫ পৃষ্ঠায় লিখা আছে
'হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও' *১
(এটি সামসুততাবরাজী রঃ এর কথা,চরমোনাইর কথা নয়)।
খেয়াল করুন,এখানে স্টার এক দেওয়া আছে।
একই পৃষ্ঠায় লিখা আছে ' তাহার আন্দাজ নাই। *২ মানে আল্লাহর আন্দাজ নাই।(এটিও তাবরিজী রঃ কথা,চরমোনাইর কথা নয়)। খেয়াল করুন এখানে স্টার টু দেওয়া আছে)
১৬ পৃষ্ঠায় আরেকটি বাক্য আছে 'আল্লাহ পাকের দরবার থেকে রুহ চিনিয়ে নিয়েছি' *৩
(এটিও তাবরাজী রঃ কথা,চরমোনাইর কথা নয়।)
এখানে স্টার তিন দেওয়া আছে।আমরা জানি এই ০৩টি বাক্যই সাধারণ মুসলমানদের জন্য কুফুরি কথা।কিন্তু আল্লাহর খাস দেওয়ানা বান্দাদের জন্য সেটি কেমন?
ভেদে মারেফাত কিতাবের ১৬ পৃষ্টার নীচে লিখা টিকাটি দেখুন,তাতে কি লিখা আছে?
---------------------------------------------
টিকাঃ (*১)(*২)(*৩) এই ধরনের কথা বলা সাধারনের জন্য পরিস্কার কুফুরী গন্য হবে।কিছু আল্লাহ পাকের দেওয়ানা বান্দাগন এশকের চরম হালতে অন্তরের ভারসাম্য হারাইয়া এক প্রকার বেহুস অবস্হায় কদাচিৎ(মানে কখনও কখনও) এরকম বলিয়া ফেলেন।
মাওলানা রুমি রঃ বলিয়াছেন,আল্লাহ পাকের আশেকদের এই ধরনের উক্তি এশকের জোশ বশতঃ ঘটিয়া যায়,তাই আল্লাহ পাকের নিকট তাহা অপরাধ বলিয়া গন্য হয়না,যেরুপ শিশু যদি পিতার মুখে থাপ্পড় মারে কিংবা দাঁড়ি চিড়িয়া পেলে পিতার নিকট তাহা পীড়াদায়ক হয়না বরং তাহাতে আরও মহ্বতের জোয়ার উঠে।
-------------------------------------
প্রিয় দর্শক,এবার আপনারাই ভাবুন এই আমির হামজা মওদুদী আকিদার কেমন আলেম?আল্লাহকে পাওয়ার একটি সহি তরিকাকে ভুল আকিদা প্রমান করার চেষ্টা চালিয়েছে। দর্শকদের ভুল বুঝিয়েছেন তার বয়ানের মাধ্যমে।এখনও সময় আছে আপনারা এই জাতীয় গোমরা আলেম থেকে দূরে সরে যান।ইমান বাচাঁন আপনার এবং আপনার পরিবারের।
@@monuarhossain5866 চরমোনাইর কিতাব'ভেদে মারেফত' নিয়ে আমির হামজা ও রাহুলের জগন্য মিথ্যাচার এর জবাব।
চরমোনাই মুজাহিদ প্রকাশনা কতৃক প্রকাশিত কিতাব 'ভেদে মারেফাত ও আশেক মাসুক কিতাব নিয়ে মওদুদী জামাতের আমির হামজা ও আহলে হাদীসের গোমরা রাহুল,জগন্য অপবাদ ও মিথ্যাচারের করেছে।এই জন্য আমি আল্লাহর দরবারে দুনিয়াতেই তার বেইজ্জতির ফরিয়াদি।
ভেদে মারেফাতে কিতাবটি চরমোনাইর লিখিত কিতাব।এই কিতাবের মধ্যে সামসুসতাবরিজী রঃ এর একটি নকল দেওয়া আছে।এই নকলটি থেকেই এই কথাগুলো আসছে।
ভেদে মারেফাত কিতাব সাধারন কোন কিতাব নয়।এই কিতাবটি মূলত আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর আশেকদের জন্য লেখা ।এই কিতাবের ১৫ পৃষ্ঠায় লিখা আছে
'হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও' *১
(এটি সামসুততাবরাজী রঃ এর কথা,চরমোনাইর কথা নয়)।
খেয়াল করুন,এখানে স্টার এক দেওয়া আছে।
একই পৃষ্ঠায় লিখা আছে ' তাহার আন্দাজ নাই। *২ মানে আল্লাহর আন্দাজ নাই।(এটিও তাবরিজী রঃ কথা,চরমোনাইর কথা নয়)। খেয়াল করুন এখানে স্টার টু দেওয়া আছে)
১৬ পৃষ্ঠায় আরেকটি বাক্য আছে 'আল্লাহ পাকের দরবার থেকে রুহ চিনিয়ে নিয়েছি' *৩
(এটিও তাবরাজী রঃ কথা,চরমোনাইর কথা নয়।)
এখানে স্টার তিন দেওয়া আছে।আমরা জানি এই ০৩টি বাক্যই সাধারণ মুসলমানদের জন্য কুফুরি কথা।কিন্তু আল্লাহর খাস দেওয়ানা বান্দাদের জন্য সেটি কেমন?
ভেদে মারেফাত কিতাবের ১৬ পৃষ্টার নীচে লিখা টিকাটি দেখুন,তাতে কি লিখা আছে?
---------------------------------------------
টিকাঃ (*১)(*২)(*৩) এই ধরনের কথা বলা সাধারনের জন্য পরিস্কার কুফুরী গন্য হবে।কিছু আল্লাহ পাকের দেওয়ানা বান্দাগন এশকের চরম হালতে অন্তরের ভারসাম্য হারাইয়া এক প্রকার বেহুস অবস্হায় কদাচিৎ(মানে কখনও কখনও) এরকম বলিয়া ফেলেন।
মাওলানা রুমি রঃ বলিয়াছেন,আল্লাহ পাকের আশেকদের এই ধরনের উক্তি এশকের জোশ বশতঃ ঘটিয়া যায়,তাই আল্লাহ পাকের নিকট তাহা অপরাধ বলিয়া গন্য হয়না,যেরুপ শিশু যদি পিতার মুখে থাপ্পড় মারে কিংবা দাঁড়ি চিড়িয়া পেলে পিতার নিকট তাহা পীড়াদায়ক হয়না বরং তাহাতে আরও মহ্বতের জোয়ার উঠে।
-------------------------------------
প্রিয় দর্শক,এবার আপনারাই ভাবুন এই আমির হামজা মওদুদী আকিদার কেমন আলেম?আল্লাহকে পাওয়ার একটি সহি তরিকাকে ভুল আকিদা প্রমান করার চেষ্টা চালিয়েছে। দর্শকদের ভুল বুঝিয়েছেন তার বয়ানের মাধ্যমে।এখনও সময় আছে আপনারা এই জাতীয় গোমরা আলেম থেকে দূরে সরে যান।ইমান বাচাঁন আপনার এবং আপনার পরিবারের।
@@rashidchowdhury2676 বাহ!! কি সুন্দর ব্যাখ্যা করিলেন ভাই... মারহাবা, মারহাবা! পীর সাব আক্বীদা বিধ্বংসী কথা বলবেন আর সেই বিষয়ে কেউ কথা বললে সেই খারাপ। রাসূল সা. এর চেয়েও মনে হয় ঐ আল্লাহর ওলী!! আল্লাহর বেশি আপন, রাসূল সা. এই ধরনের কথা বললেন না, আর আল্লাহকে পাওয়ার নতুন সহীহ পদ্ধতি আবিষ্কার করেছে.. মারহাবা...
একটু অন্তর থেকে চিন্তা ভাবনা করুন.. আর একটু পড়ালেখা করুন ভাই.. আল্লাহ বোঝার তৌফিক দান করুন
উনি যা বলেছেন তা কি মিথ্যে বলেছেন?
আপনি সেটা বলেন।
ভুল হলে উনাকে দরিয়ে দিন ভুল গুলা উনি একজন আলেম ভুলের উর্দেই মানুষ তাই এমন ভাবে সব মানুষের মাধ্যমে বলা উছিত না
ভাই সবার সামনে না বল্লে তো সবাই বইটা পড়ে এই ভুল তথ্যের গল্পটা বিশ্বাস করে নিতো তখন কি ভালো হতো
ভাই আপনাকে একটা পরামর্শ দেই।আপনি চরমোনাই পির মুফতি ফয়জুল করিম হুজুর কাছে এই বই নিয়ে যান।হুজুর কে বলেন যে হুজুর আপনাদের এত ভুল আপনারা ইসলামের পক্ষে নাই।হুজুর কি বলে সেটা যানান।বদনাম করার আগে।যেনে নিন।আসলে রহস্য কি
ওর জন্মের ঠিক থাকলে চরমোনাই আলাদের সাথে বসুক
আমাদের আগে যাচাই করা দরকার
আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুন
যারা চরমোনাই হুজুরের বিরোধিতা করেছেন মুলত তারাই ভন্ড,,,
@@mdayubaly9385 ঠিক
@@mdayubaly9385 🤮🤮🤮🤮🤮🐕🐕🐕এগুলা ডিজিটাল পিরের মার ভুদা😈😈😈👣👣🤮🤮🐕🐕🐕
আমি কোন পীর মানি না,আমি মানি আল্লাহ এবং রাসুল (সঃ)কে।
Ta hole tumi mosolman hote parbe na
@@Raselkhan-to mosolman hoity parby na kothata bujlam na bujaia bolban plz
Nawzubillah
@@Raselkhan-toপীর মুরিদান দুটোই সয়তান এদের কথা শুনে যারা এবং মানে তাঁরাও সয়তান তুই হইলি আসলি সয়তান 🤠🤠🤠
@@Raselkhan-toএইগুলি সব তর 🍆🍆🌶🌶পুটকি দিয়ে সাথে তর পীরের পুটকি দিয়ে সয়তান
হুজুর আপনার কপাল ভালো আপনি বাংলাদেশের নাগরিক না
right
kno vai Bangladesh er hole ki hoito
মামুনুল হক্ব ও মূফতি ইব্রাহীম বাংলাদেশের নাগরিক হয়ে জেলে কেন?
এরা হুজুর হতে পারেনা কারন বইটা ভাল বাবে পড়লে হেদায়েত পাবার কথা তা না করে বকবক করছে আল্লাহ সঠিক বুঝ দিক
কি হতো রে ভাই??
সম্মানিত মুসলমান গন আসসালামু আলাইকুম আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কিছু কথা বলতে চাই কথা গুলো হলো এই বক্তা যে কথাগুলো বলছে তা চরমোনাই পীর সাহেবের কথা না অন্য একজন আল্লাহর অলির কথা এবং এ কথাগুলো লেখার পরে চরমোনাই পীর সাহেব হজুর নোট আকারে বুঝিয়েছেন কেউ যদি হুঁশ থাকা অবস্থায় ঔ কথা গুলো বলে সে পথভ্রষ্ট হয়ে যাবে আর যদি বেহুঁশ অবস্থায় বলে তাহলে ভিন্ন কথা কোন সমস্যা হবে না। যেমন রোজা রাখা ব্যক্তি যদি মনের ভুলে কোন কিছু খেয়ে ফেলে তাহলে কিন্তু রোজা নষ্ট হবে না রোজা হবে। আপনারা সবাই বইটি ভালো ভাবে পড়বেন আমি নিজে পড়েছি। আর এই বক্তা কিন্তু হক্কানি হজুরদের গীবত করে বেড়ায় সে মনে হয় ইহুদিদের দালাল। আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত দান করেন আমিন।
একে তো আমার কাছে আলেম বলে মনেই হয় না 🤣
আমরা কোন বক্তাকে গালাগালি করে পাপ না করি।
ঠিক
Right bolechen Rahul vai
অনেক ধন্যবাদ হুজুর
অনেক সুন্দর করে বুঝিয়েছেন
আরে ভাই দুই পাতা পইরা সুনাইছে তাতেই আকেবারে বুইজা গালেন মিয়া
কি বুঝছো বেয়াদব
😂,পির,,ভনডামি,,😂😂😂😢
আল্লাহ প্রিয় রাহুল ভাইকে কবুল করুন
আসসালামুয়ালাইকুম জাযাকাল্লাহ খায়ের ভাই সুন্দর কথা বলেছেন মানুষকে সচেতন করার জন্য
ভাই এটা কি সত্য বইয়ে কি এমনটা লেখা আছে????
হে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে তুলুন
এই পীরদেরকে দেশ ছাড়া করতে হবে,,
কেন ভাই
এটা বুল
ভাই বইতে এরকম কিছু নাই ❎
আপনি কেএত বড় সাহস দিয়েছে কে চরমোনাই পীর কে দেশ ছাড়া করবেন যার জন্য কুটি কুটি মানুষ এমনি এমনি কি হাজার হাজার মানুষ চরমোনাই যায়
তর সাহস তো কম না, কোরআন হাদিস বুজস কিছু , না বুঝে হুদাই বাজে মন্তব্য কেন করস
ভাই ওয়ায়েজিনে কেরাম আপনাকে আল্লাহ হেদায়াত দান করুক!! আর আপনারা যারা না বুঝে ওই ভন্ড হুজুর এর কথা বিস্বাস করিতেছেন তাদের কে বলছি এই হুজুর কে আপনি কতো দিন চিনেন আর সে কে আপনারা কি ভাবে বুঝবেন সে ভালো,,
হায়রে মানুষ,,,
Apnei janan oner joggota somporka...r oni inda thaka asca ...oner boyan golo akto sona dakhan...
ভাই বইটা আমি পরছি শুধু শিরকে ভরা।
অন্ধ বিশ্বাস না করে আপনি বইটা পরে দেখেন ...
এরকম অনেক বন্ডামি আছে চরমোনাইর ।
আল্লাহ প্রদত্ত ঞ্জান কে কাজে লাগান
হে আল্লাহ আপনি আমাদের সবাইকে এসব ভন্ড পীর থেকে আমাদের কে হেফাজত করুন আমিন
ওনি তো বইর নাম বলেছেন ওনার পরতি খারাপ মনতাব্য করেন কেনো? আপনারা পরে দেখেন।
R8
Assalamualaikum Warahmatullah...
Good job 👍👍👍👍
Continue it.....
Dubai,UAE........
লজ্জা লাগলো এসব পিরদের ঘটনা শুনে, আল্লাহ ভালো জানেন কার কি উপায়।
চরমোনাইকে ভালোবাসি আল্লাহর জন্য,, তুমি আবার কোন পীর বুঝলাম না
কামেল পীর কখনো হারাম আদেশ দিবেন না
ভাই আগের জামানায় মূর্খ লোক বেশি থাকার কারণে পীরের কাছে যাইত, কিন্তু এখন শিক্ষিত সমাজ হাদিস কোরান পড়ে আমল করবেন পীরের কাছে যাওয়ার দরকার নাই