হাজতখানায় দরজা জানালা নেই, তাই আসামি ছেড়ে দিলো পুলিশ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • হাজতখানার দরজা নেই, মুচলেকা নিয়েই ছাড় ! বিপাকে থানার পুলিশ
    গত শুক্রবার রাতে মিরপুর বাংলা কলেজ এলাকায় একটি বাসায় তল্লাশির অভিযান চালাতে যান এক ব্যক্তি। তিনি নিজেকে সিআইডি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে অভিযান পরিচালনার জন্য স্থানীয় একটি পুলিশ বক্সে কর্মরত পুলিশদের সহযোগিতা চান।
    এক পর্যায়ে পুলিশ বক্সের কর্মকর্তারা তার সাথে যেতেও রাজি হন। পরে ওই “সিআইডি” কর্মকর্তা পরিচয় দেয়া ব্যক্তির সাথে থাকা আইডি কার্ডটির সাথে তার চেহারার মিল না পেয়ে তাকে পুলিশ বক্সে এনে জেরা করেন।
    এক পর্যায়ে পুলিশ বক্সে কর্মরত ট্রাফিক পুলিশের দলটির কাছে তিনি স্বীকার করেন তিনি চাকুরিচ্যুত সাবেক এক সিআইডি কর্মকর্তার আইডি কার্ডটি নিয়ে এসেছিলেন। তবে তিনি পুলিশের কেউ নন।
    সেখানে থাকা ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, “আমরা ভুয়া পুলিশ পরিচয় দেয়া ওই লোকটিকে আটক করি। তারপর থানায় ফোন দেই”।
    থানায় ফোন দেয়ার পর মিরপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সেখানের হাজতখানার দরজা জানালা কিছুই নাই। তাছাড়া থানায় রাখার কোন জায়গাই নাই।
    ওই ট্রাফিক পুলিশের সদস্য বলেন, “ডিউটিরত অবস্থায় ছিলাম আমরা। তাকে যে আটকে ধরে রাখবো সেই উপায়ও আমাদের ছিল না। বাধ্য হয়ে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে হয়েছে”।
    গত ৫ই অগাস্ট হামলায় রাজধানীর অধিকাংশ থানাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যাত্রাবাড়ি থানা।
    যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শনিবার গণমাধ্যমকে জানান, “আমরা মাত্র ১০ জন নিয়ে কাজ শুরু করেছি। যতটুকু সেবা দেয়ার সেটুকু দিচ্ছি। এর চেয়ে বেশি কিছু বলার মত কিছু নেই”।

Комментарии •